নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

এক সন্ধ্যায় একই মঞ্চে নেমে এসেছিলো বনলতা আর সুরঞ্জনারা আমার আহ্‌বানে.....

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৯



নেপথ্যে-

পিয়ানোর টুং টাং



সাথে কবিতা আবৃত্তি-পুরুষ কন্ঠে-

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে

অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে

সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,

আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

মুখ তার শ্রাবস্থীর কারুকার্য; অতিদূর সমূদ্রের ’পর

হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’

পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;

সব পাখি ঘরে আসে-সব নদী-ফুরায় এ-জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।



আবৃত্তি শেষে উঠে এলো বনলতা।পরনে সবুজ বুনোলতা রং শাড়ি। দীঘল কালো এলো চুলে গোঁজা কমলা রং ডালিয়া। পাখির নীড়ের মত চোখ তুলে পরিচয় দিলো তার।



ডায়ালগ রেসিটেশন বাই আমি আর অভিনয়ে পূর্ব জনম থেকে উঠে আসা সেই বনলতা-

আমি বনলতা সেন। রক্তমাংসের মানবী নাকি নিছকই কবির কল্পনা, সে রহস্য আজও অজানাই থেকে গেছে। তবু প্রেমিকের বন্দনায়, চাওয়ায় আর সুপ্ত বাসনায় উঠে এসেছি আমি বার বার। আমি বনলতা সেন। জীবানানন্দ দাসের বনলতা সেন। হাজার বছর বেঁচে থাকতে চাই কোটি বাঙ্গালীর হৃদয়ে। তাদের ভালোবাসায়।



পরিচয় শেষে ফিরে গেলো বনলতা তার পূর্বাসনে। যাবার কালে হাতে তুলে নিলো ক্ষুদ্র দীপখানি। যে দীপালোকে আমরা স্মরি তাকে আজও আমাদের ভালোবাসায়, বন্দনায়।



কবিতা আবৃত্তি-পুরুষ কন্ঠে

সুরঞ্জনা, ওইখানে যেয়োনাকো তুমি,

বোলোনাকো কথা ওই যুবকের সাথে;

ফিরে এসো সুরঞ্জনাঃ

নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;

ফিরে এসো এই মাঠে , ঢেউয়ে;

ফিরে এসো হৃদয়ে আমার;

দূর থেকে দূর - আরো দূরে

যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।



আবৃত্তি শেষে হেঁটে এলো সুরঞ্জনা। পরণে গাঢ় নীলাম্বরী শাড়ি। খোঁপায় জড়ানো বেলফুলের মালা। বাংলার শ্বাসত রমনীর ছা্যা তার পুরো অবয়বে। এতদিনে জানালো সে তার মনের গোপন কথাগুলো, জানালো তার আক্ষেপ, তার দুঃখ ও বেদনার কথা-





ডায়ালগ রেসিটেশন বাই আমি আর অভিনয়ে জীবানানন্দের কবিতার বই থেকে সুরঞ্জনা


"না সুরঞ্জনারা ফেরেনা। ব্যার্থ প্রেমিক ডেকে ফেরে তাকে কিন্তু সুরঞ্জনারা ফিরেও তাকায় না। হে বিরহী যুবক শুনিনি সেদিন তোমার আঁকুতি। জানতে পাইনি তোমার বিরহের বাণী। নক্ষত্রের রুপোলী আগুন ভরা রাতে খসে পড়েছিলো একটি তারা আমার বাড়ির ছাদে। কিন্তু জানতে পারিনি সেদিন দূর থেকে দূরে বিলীন হয়ে গিয়েছিলো একটি করুন কান্নার সূর। ফেরেনি সুরঞ্জনা। দূর অজানায় হারিয়েছিলো সেও তারপর।"

ফিরে গেলো সুরঞ্জনা তার পূর্বাস্থানে-------------



হৈমন্তী বসেছিলো সিড়ির উপর আলগোছে, অবসরে। গেরুয়া রং শাড়ীতে জরীতে, স্বর্ণে, আভরনে যেন সেই জমিদার বাড়ির অপরূপা বঁধুটি।

নেপথ্যে গান বাজলো, "আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান,

তুমি জানোনাই তুমি জানো নাই তার মূল্যের পরিমান।"



হৈমন্তী উদাস হলো। উঠে দাঁড়ালো। এগিয়ে এলো। পুরোনো দিনের নস্টালজিয়ায় পেয়েছে বুঝি তাকে, সে শোনালো তার কিছু অতি একান্ত কথন।



ডায়ালগ রেসিটেশন বাই আমি আর অভিনয়ে রবিঠাকুরের হৈমন্তী-


"আমি হৈমন্তী। রবিঠাকুরের হৈমন্তী। আমার স্বামী চুপি চুপি আমার নাম দিয়েছিলেন শিশির। কেননা, আমার মাঝে দেখেছিলেন তিনি শিশিরের কান্নাহাসি। শিশিরের ভোরবেলাটুকুর কথা সেতো সকালবেলাতেই ফুরোই। আমিও ফুরিয়েছিলাম? তবে শিশিরস্নাত ভালোবাসাটুকুর বীজ পুঁতে ফেলেছিলাম ততদিনে কারো বুকের জমীনে আর তাই আমি আজও হৈমন্তী। সূর্যের মতো ধ্রুবসত্য হয়ে আজও বিরাজমান তোমাদের হৃদয়াকাশে। ধ্রুবসত্যের মত উজ্বল, প্রখর । আমি সেই হৈমন্তী।"

পূঁজোর ফুলের সাঁজি থেকে ফুল ছড়াতে ছড়াতে ফিরে গেলো সেও এরপর।





নেপথ্যে সঙ্গীত-


যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই

কেনো মনে রাখো তারে?



হাতে নজরুলের সেই চিঠি। অলস অন্যমনে বসে আছে আজ নার্গিস। সাদা জমীনে লাল পাড় গরদ শাড়ি, মাথায় বহুযতনে গড়া বেনীখোঁপা। আজও কি অপেক্ষায় আছে সে ? বিদ্রোহী কবি নজরুল ফিরবে কখনও। ডাকবে তার প্রিয়তমাকে?



ডায়ালগ রেসিটেশন বাই আমি আর অভিনয়ে নজরুলের নার্গিস-

"নজরুল আমি ভুলিনি তোমার সেই চিঠি। যে চিঠিতে তুমি লিখেছিলে " অন্তর্যামী জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কী গভীর ক্ষত, কী অসীম বেদনা! তোমার অগ্নিবীণা আজও বাজে আমার হৃদয়ে। তুমি আজও ধুমকেতুর মত বিস্ময় আমার মনোভুমিতে। ১৬টি বছর অপেক্ষা করেছিলাম আমি।তোমাকে কি ভোলা যায়? তুমি অমর, তুমি অবিস্মরণীয়। আমার চিদাকাশে চিরজাজ্বল্যমান ধ্রুবতারা! "

ফিরে গেলো বুঝি সেই আক্ষেপ নিয়েই নার্গিস। বিদ্রোহী কবির মানষী, তার প্রিয়তমা।



পরণে মাখন রং গিলে করা পান্জাবী, কুঁচানো ধুঁতির সাথে হাতে সুরার বোতল নিয়ে দাঁড়িয়ে ছিলো দেবদাস। পারুর বিচ্ছেদ তাকে করেছে মৌন।

দুঃখী কিন্তু নিশ্চুপ। সেই মৌনব্রত দেবদাস আজ জানালো তার দুঃখ ও বেদনার কথা।



পঠন- পুরুষকন্ঠে আর অভিনয়ে শরৎচন্দ্রের সেই অভিমানী দেবদাস-


বড় প্রেম শুধু কাছেই টানেনা, দূরেও ঠেলে দেয়। পারু, ছেলেবেলার পুকুর ঘাটে সেই কানামাছি খেলা, আমার লুকোচুরির সাথী। আমার দুঃখ বেদনা, ভালোলাগা ভালোবাসায় কি করে জড়িয়েছিলি তুই বুঝিনি সেদিন। বুঝেছিলাম তখনই যখন তুই আমার থেকে অনেক দূরে। আমার ধরা ছোঁয়ার বাইরে।তবুও কি পেরেছিলো কেউ একটাদিনের তরেও আমার বুকের জমীন থেকে তোকে উপড়ে ফেলতে? পারেনি, পারবেও না কেউ কখনও। যুগে যুগে প্রেমিকের ভালোবাসায়, বিরহ বেদনায়, বেঁচে রইবো আমি। আমি দেবদাস। অক্ষয় অমর প্রেমিক।





শেষ হলো আমার রচিত, সম্পাদিত, আবৃত, গীত (শুধু অভিনীত নয়) বাংলা সাহিত্যের অমর কিছু প্রেমিক প্রেমিকার নবরূপ উপস্থাপনার প্রচেষ্টা।



আমার জীবনে কিছু কিছু খুব ছোটখাটো কাজে আমি অপরিসীম আনন্দ পেয়েছি। মনে হয়েছে এসব আছে বলেই জীবন বুঝি এত সুন্দর। কিছুদিন আগে আমার সম্পাদিত ও পরিচালিত এই চরিত্রগুলির সফল মঞ্চায়নও আমার তেমনি একটি কাজ। সেই স্বর্নালী সন্ধায় কিছুক্ষনের জন্য মনে হয়েছিলো সত্যিই বুঝি বই এর পাতা থেকে উঠে এসেছিলো আমার অতি অতি প্রিয় সেসব প্রেমিক চরিত্রগুলি আমারই হাত ধরে। যাদের ভালোবাসায় একদিন আপ্লুত হয়েছি, যাদের দুঃখে একদিন কেঁদে বুক ভাসিয়েছি আবার যাদের বিরহের চাপা কষ্ট বয়ে চলেছি আজও বুকের মাঝে লুকানো ছোট্ট নৌকাতে। তাদেরকেই যেন টেনে এনেছিলাম আমি এই মাটির ধরিত্রীতে।



অনেকদিন হলো এই ব্লগের সাথে আমার সুখ দুঃখের খেলা। যা কিছু আনন্দের যা কিছু ভালোলাগার শেয়ার করেছি আমি এই ব্লগেই। খুব সযতনে চেপে গিয়েছি কিছু দুঃখ বা নিরানন্দ লাগার ব্যাপারগুলোকে। সেই দুঃখ বা নিরানন্দ ব্যাপারগুলি ঢেকে রেখেই আবারও শেয়ার করলাম আমার এই ভালোলাগার অবিস্মরনীয় মুহুর্তটুকু।





উপরে আমার পরিচালিত মঞ্চস্থ সেই উপাখ্যানের এক টুকরো ছবি দেওয়া হলো। আর নীচে শুরুর আগে পরিচালকের পরিচালনাপনার ও নির্দেশনার তিন টুকরো ছবি সংযোজিত হলো।:)



স্টেজে রেডি সবাই আর স্টেজের সামনে হাতে স্ক্রিপ্ট নিয়ে পরিচালক রেডী। "হুম সবাই রেডী তো তোমরা?"



"হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক আছে।"



এত এত অমর চিরজীবি চরিত্রের রুপসীদের সাথে পরিচালককেও কি একটু না সাজুগুজু করলে চলে? তাই পরিচালকেও এলোচুলে পরিয়ে দিলাম ফুল । কানে ঝুলিয়ে দিলাম দুল। আর এই সেই ছবির কাট্টাংশ।:)



:P:P:P



আমার এ লেখাটি উৎসর্গীত হলো আমার সুরঞ্জনা আপু, অনিন্দিতা, ইখতামিন, অপুভাইয়া, বৃতি আপুনি আর Rorschach পিচ্চিভাইয়াটার উদ্দেশ্যে।:)



সবাইকে অনেক অনেক ভালোবাসা ও রমজানের শুভেচ্ছা।

মন্তব্য ৩৭৮ টি রেটিং +৫৬/-০

মন্তব্য (৩৭৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রথম প্লাস!!!!!!!!!!!!!!!!!

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০

শায়মা বলেছেন: :)

:)

:)

থ্যাংক ইউ!!!!

২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
ইয়া আল্লাহ কত্ত বড় পোস্ট !!

আপনাকেও মাহে রমযানের শুভেচ্ছা :) ||

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩

শায়মা বলেছেন: ভাইয়া এই পোস্ট লেখার সাবজেক্ট আমার লাইফের মজার একটা পার্ট!!!!

অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।


ভালো থেকো অনেক অনেক!!!

৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভাললাগা। অসাধারণ পোস্টে। দারুণ খুব ভাল লাগলো। প্রিয়তে

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!!!!!!!!!:)

৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনার পোষ্ট ! ভালো লাগলো !

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!

অনেক অনেক থ্যাংকস!!!:)

৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার পছন্দের ১টা পিয়ানোর ♫ টিং টুং টাং ♫

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ নেক্সট টাইম এই টুং টাং কাজে লাগাবো ভাইয়া।:)

৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :|| :|| :|| ইয়া আল্লাহ...... কত্ত বড়..........

পোষ্টে অনেক গুলা পিলাস...... +++ :)

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৭

শায়মা বলেছেন: :P

:P

:P

থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

নীল-দর্পণ বলেছেন: এতদিন পরে তবে :)

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯

শায়মা বলেছেন: এতদিন বিজি ছিলাম এসব নিয়েই নীলুমনি!!!!!!!!!!!!!:)

৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪

মাক্স বলেছেন: অসাধারণ!
মুগ্ধ হলাম।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া মুগ্ধ হবার জন্য!!!!!!!!!!!!!!!!!!!!!:)

৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮

ব্যান্ড পার্টি বলেছেন: ভিড্যু করলে ইউটিউবে আপ্লোডাইয়েন :D :D আপনার বহুমুখী গুনের কথা আর কিইবা বলব .....

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৯

শায়মা বলেছেন: ভিড্যু তো করছি ভাইয়া।


দেখলে না নীচের ছবিগুলি সব ভিডিও থেকেই নেওয়া। একটু ভালো করে খেয়াল করে দেখো।

তবে ভিডিও কেমনে আপলোড করে জানিনা ।:(


দুঃখ!!!!!!!!!!!!!!:( :( :(

১০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

অনুপম অনুষঙ্গ বলেছেন: চমৎকার

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!:)

১১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন:
জাগে মরিবার সাধ

***************
এম , জি, আর , মাসুদ রানা
কবি , সাহিত্যিক




অনেক আধার হল এবার
এখন সাধ শুধুই মরিবার
কবে জানি হয়েছিল ভোর
সেকথাও আজ গেলাম ভুলে
মৃদু মন্দ বাতায়নে জানালার দ্বারে
অশথের ডাল ফুড়ে বারবার
নিশুতি পেঁচার অনাহুত চিৎকার

তবে কি সময় এল ঘনিয়ে
জীবনের হিসাব লুফে নিতে
তন্দ্রাচ্ছন্ন আকাশ গেঁড়া টুপ খুলে
উঁকি দেয় ইন্দ্রাণী শশী
হালকা বাতাসও আজ স্পর্শ করে শিরদাঁড়া
ভুল সবই ভুল
যেকথা জানান দেয় মনে
ক্ষনিকের জগত বড় ভিসময়
অন্ধকার মনে হয়

তবে কেন সাধ নিঃস্বার্থ গমনে
যে ঠিকানা না ফেরার
সেই অমৃত অদৃশ্য লোকে নিজেকে হারাবার ।

দুই
বারে বার চমকে যাই
থমকে দ্বারাই
অপার্থিব উচ্ছন্ন অর্থব এক বাসনায়
মনে হয় কত যুগ যুগান্তর পেরিয়ে
এখনও আমি নিজেরেই খুজে ফিরি
মৃত্যুর ভিড়ে
তবে যে সন্ধ্যায় দেখেছিনু তার ছায়া
হায় অজান্তেই ঘুধুলি বেলার মত
সেও দেখি আমাতে লুকায়


সায়মা দেখত আমার কবিতা কেমন হল ।।
দোয়া রাখি ভাল থাক
পোষ্টে ধন্যবাদ

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

শায়মা বলেছেন: হায় হায় মরিবার আবার সাধ হলো কেনো ভাইয়ামনি!!!!!!!!!!!

বেঁচে থাকো বেঁচে থাকো।


নো মরা মরি................................:)

১২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০

অনুপম অনুষঙ্গ বলেছেন: রাতের পদাবলি
শাফিক আফতাব................

রাতের নৈঃশব্দে নিঃসঙ্গ নির্জন আমি ছিন্ন করি বন্ধুত্ব, সুতোয় বাঁধা সর্ম্পকসকল ;
আঁধারে ঠেস দিয়ে একাকিত্বের সুধা মেখে গা এলিয়ে দেই রাতের গহ্বরে_
রাতের তারা নিরন্তর জ্বলে কালনিরবধি আর কল কল বয়ে যায় ঘাঘটের জল_
নির্জনতা, পুলকের পশরা নিয়ে আসে বর্ষায়, আহা! ব্যঞ্জনা কীসের আঁধারের স্বরে।

রাত, নিঃসঙ্গ রাত আমার, যেন দুধে ধুয়ে দাও সারাদিনের কর্মক্লান্ত শরীর ;
তারপর কাছে ডেকে আদর করো, নব বঁধুর মতোন সুঘ্রাণে, সুধাময় প্রাণে_
আকাশে নক্ষত্রপুঞ্জ, আর শহর যেন ঝাউশাখের অজস্র জোনাকির ভীড়_
মধুস্বরের ব্যঞ্জনা ভাসে রাতে, কবির কবিতায় আর পদাবলি গানে।

রাত, তুমি ঘুমের পরশ বুলিয়ে দাও ; যেন স্নেহময়ী মা তুমি, বলছো শোলক ;
উষ্ণ আবেশ দিয়েছো, শ্বাসে প্রশ্বাসে আর ঘুমের অলসতায় একগুচ্ছ পুলক।
তোমার কোলে মাথা রেখে ভুলে যাই জীবনের যত ঘাত-অভিঘাত, প্রতিঘাত,
তুমি শান্তির আধার আমার, সুন্দরতম অনুষঙ্গ, পুলকের অবিরাম ধারা প্রপাত।

রাত ; তোমার নৈঃসঙ্গে, নিঃসঙ্গ আমি, তবু যেন ভরপুর তোমার স্পর্শের উত্তাপে ;
তোমাতে ডুবে মরি, পরাণের গহীনে আনন্দ আসে, টুপটুপ মধুর সংলাপে।
১০.০৭.২০১৩

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩

শায়মা বলেছেন: ভাইয়া তোমার সবাই হঠাৎ আমার পোস্টেই কবিতা পোস্ট দিতে শুরু করলে কেনো বুঝলাম না তো!!!!



যাইহোক সুন্দর লেখা!!!:)

১৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

সায়েম মুন বলেছেন: আচ্ছা শেষ পর্যন্ত তাহলে সব নামী দামী তারকার বেশে ফিরে এলে।

বেশ বেশ
গজমতির হার
হীরে মতি
নাক ছাবি
কান ফুল
জারবেলা কেশ।

বেশ বেশ
হয়েছে যা
রয়ে গেছে
সুচারু রেশ।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭

শায়মা বলেছেন: আমি বার বার আসিবো ফিরে

এই .................তীরে

হয়তোনা .......... অথবা ..........বেশে


ভুত পেত্নী পরীরাণী যাহাই হই চিনে নিও শেষে!!:) :) :)


:P

১৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩

বটের ফল বলেছেন: এই পোষ্টে মন্তব্য করার ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে- শুধু বলা

" একগুচ্ছ প্লাস।
++++++++++ "

আর কিছু বলা মানেই বাতুলতা। :P

অনেক অনেক ভালো থাকবেন শায়মাপু আর ভালো রাখবেন আপনার আশে-পাশের সবাইকে আপনার হাসি মাখা মায়ার বাঁধনে-এটিই প্রার্থনা।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!



তুমি আর তোমরা সব্বাই ভালো থেকো অনেক অনেক।:)

১৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঘোরলাগা পোস্ট।
বার বার পড়ার মতো পোস্ট।

ভিডিও থাকলে আপলোড দিয়েন।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া !!!!!!!!!!!!


আমারও ঘোর ঘোর লাগছিলো যখন আমার সামনে নেমে এসেছিলেন উনারা ।একদম আমার স্বপ্নের সাজে , কথায় , গানে, মায়ায় আর ভালোবাসায়!!!!:)

১৬| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

সায়েম মুন বলেছেন: ভুলে গিয়েছিলাম। এরকম জমকালো একটা অনুষ্ঠানের পরিচালক হিসেবে অভিনন্দন নিও আমার। #:-S

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ পিচকাভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks !!!!!!!!!!!!

Thanks!!!!!!!!!!!!!!!!!!!!!

Thanks!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৭| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

অপু তানভীর বলেছেন: ছবিতে তুমি কোনটা ??? আমি কিন্তু চিনতে পারছি !! হিহিহিহি !! ;) ;)

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

শায়মা বলেছেন: তুমি তো পারবেই!!!!!!!!!!!!!!!!!!!


তুমি না একদিন পরীরাজ্যে আমার বাসায় বেড়াতে এলে!!!!!!!!!!!!


না চিনে কি আর উপায় আছে!!!!!!!!!!!


:P

১৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭

দি সুফি বলেছেন: আপনাকেও রমযানের শুভেচ্ছা।
এইধরনের লেখা সবসময়ই মাথার উপর দিয়া যায়! :| এইটাই ব্যাতিক্রম না! কিছুই বুঝে আসে নাই :((

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: ভাইয়া এই ধরনের লেখা আবার কি ?

এই ধরনের পাগলামি লেখা আমি ছাড়া আর কেউ আজ পর্যন্ত লিখেছে কিনা সেটাও জানা নেই আমার।:P


মানে আমি বাংলা সাহিত্যের অমর প্রেমিক চরিত্রের কিছু চরিত্র নিয়ে মঞ্চে উপস্থাপন করেছিলাম। কথায় , গানে , কবিতায় আর অভিনয়ে। সেটা নিয়েই লিখেছিো ভাইয়ামনি।

এইবার বুঝলে তো।:)

১৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

সুরঞ্জনা বলেছেন: এই তো সেদিনও তোমার বাড়ী এসে ফিরে গিয়েছি।
অসাধারন এই কর্মকান্ডে ব্যাস্ত ছিলে এখন বুঝেছি।

জীবুবাবুর সুরঞ্জনা না ফিরে এলেও সামুর সুরঞ্জনা বার বার ফিরে ফিরে আসে। :)
অনেক অনেক ভালোবাসা শামা বুলবুল!

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!!!!

জীবুবাবুর সুরঞ্জনাকে সেদিন টেনে এনেছিলাম আর আজ আনলাম সামুর সুরঞ্জনাকে মানে তোমাকে!!!!!!!!!!!!!!:):):)

২০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধ হযে পড়েছি আপু! মুগ্ধপাঠ! বেশ ভালো লাগলো। ৮ম ভাললাগা!!

১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!:)

২১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১

দি সুফি বলেছেন: লেখক বলেছেন:
এইবার বুঝলে তো।


এটাতো বুঝেছি আগেই :) তবে এইসব সাহিত্যকর্ম বা সাহিত্যকর্ম নিয়ে লেখা-যোখা আমার মাথার কয়েক হাত উপর দিয়ে উড়ে চলে যায়, সেটা বুঝাতে চেয়েছিলাম 8-|

১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৭

শায়মা বলেছেন: ইশ!!!!


এইটা একদম সহজ!!!!


না বুঝার কিচ্ছু নেই ভাইয়া।:)

২২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

~মাইনাচ~ বলেছেন:

এটা আপনার জন্য


সুন্দর পোস্ট

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ,থ্যাংক ইউ,থ্যাংক ইউ!!!:)

২৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৭

বটবৃক্ষ~ বলেছেন: :) apatoto valobasha janie gelam. ,,.....banglay likhte abar ashbo!!

১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫

শায়মা বলেছেন: তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা আপুনিমনি!:)

২৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬

বৃতি বলেছেন: বাহ শায়মা আপু, তোমার গুণ দেখে মুগ্ধ হই শুধু!
স্টেজ পারফরম্যান্স আমার খুব পছন্দের । খুব ভালো লাগলো । উৎসর্গে আমার নামটা দেখে অবাক এবং খুশি হলাম । থ্যাঙ্কু আপু!!

তবে তোমার ছবির কাট্টাংশ শুধু দাও কেন? আমি কিন্তু পাজল সল্ভ করতে জানি-তোমার সব ব্লগ থেকে সব কাট্টাংশ মিলিয়ে তোমার আস্ত ছবি কিন্তু বের করে ফেলব একদিন :P B-)

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০২

শায়মা বলেছেন: হা হা বৃতিমনিটা!!!!!!!


তোমার কথা শুনেই মনে হয় পোস্ট দেবার ইচ্ছে হলো।:)

আমারও পাজেল অনেক পছন্দের।

সব কাট্টাংশ, ভগ্নাংশ মিলিয়ে পাজেল সল্ভ করে দাও প্লিজ!!!!!!!!!!!!:) :) :)

২৫| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: বেশ ইন্টারেস্টিং লাগছে , লেখাটা পড়ে লাইভ দেখার ইচ্ছে করছে ! ভিডিও করেন নাই?

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

শায়মা বলেছেন: অনেক অনেক মজা পেয়েছি ভাইয়া।

একদম মনের মত করে সাজিয়েছি ওদেরকে। ওদের মুখে তুলে দিয়েছি আমার মনের কথাগুলো।


ভিডিও করেছি কিন্তু ডিভিও কেমনে আপলোড করে জানিনাতো।:(


:P

২৬| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪২

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর পোস্ট দিলেন ।
অনেক ভাললাগা রইল শায়মা ।।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

শায়মা বলেছেন: অনেকদিন অনেক অনেক ব্যাস্ত ছিলাম আপুনি। আর তাছাড়া আরও একটা কারণ ছিলো পোস্ট না দেবার। সেই কারণের সমাধান যে হয়ে গেছে তাই নয় তবুও লিখলাম সকল কারণ ভুলে।

সব কারণের পেছনের কারণ জগতে কিছু আশা করা অন্যায়। কাজেই কারণ ও আশা দুটোই ভুলে থাকাটাই মঙ্গল!!!:)


যাইহোক পোস্টের সাবজেক্টের কথা বলি,
অনেকঅনেক অনেক মজা পেয়েছি আমার প্রিয় মানুষদেরকে বই এর পাতা থেকে তুলে আমার সামনে আনতে পেরে। ওদের মুখে তুলে দিয়েছি আমারই মনের কথাগুলো।ওদেরকে সাজিয়েছি আমি আমার মনের চোখে ওদেরকে ঠিক যেমনটি দেখি তেমনটাই করে।

আমি স্ক্রিপ্ট লিখেছি, সাজসজ্জার ইন্সট্রাকশন দিয়েছি , অভিনয়ে কি চাই না চাই সবই আমার মনের মত করে সাজিয়েছি। মর্ত্যের মানুষগুলোর মাঝে প্রান প্রতিষ্ঠা করেছি সেই সব কবিতা উপন্যাসের চরিত্রগুলির। নেপথ্যে কন্ঠ দিয়েছি আমি ও আরেকজন।


এখন তোমাকে দেখে একটা কথা মনে পড়লো।

উৎসর্গে অবশ্য অবশ্য তোমার নাম দেওয়া উচিৎ ছিলো তুমি যে রকম রবীন্দ্রনাথ, জীবানানন্দ পাগল তাতে উৎসর্গে সবার আগে তোমার নামটাই যায় আপুনি।


অনেক অনেক ভালো থেকো। আমি মহা ফূর্তিতে আছি। বুঝতে পারছিনা ফূর্তির কারনটা কি। মনে হয় খুব সম্প্রতি সাকসেসফুলি কমপ্লিট করা আমার এই সব পাগলামি কর্মকান্ডগুলো।:P

অনেক অনেক শুভকামনা ও রমজানের শুভেচ্ছা।:)

২৭| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

সোহাগ সকাল বলেছেন: পোস্টে পুরো ভিডিও যোগ করলে আরো ভালো হতো। স্টেজের সামনে বসে যদি দেখতে পারতাম, অনেক ভালো লাগতো। অবশেষে পরিচালক রূপে আপনাকে আংশিক দেখা গেল! :)

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!!!!!!!


আমারও ভিডিও দেবার এত ইচ্ছা ছিলো!!!!!!!!!!!!! মানে তোমাদেরকে দেখাতে পারলে ও সাথে আমার রেসিটেশন শুনাতে পারলে আমার সত্যিই অনেক অনেক ভালো লাগতো। কিন্তু আমি ভিডিও আপলোড জানিনা। তবে অডিও দিতে পারি । আজ ট্রাই করবো ভিডিও থেকে অডিও রেকর্ড করে তোমাকে শুনাতে।


অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।:)

২৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৭

অদৃশ্য বলেছেন:





ভাবছিলাম আপনারও কি হারিয়ে যাবার ইচ্ছা হলো কিনা... অনেকদিন নতুন কিছু লিখছিলেন না, দেখতেও পাচ্ছিলাম না আপনাকে...প্রিয়জনদের না দেখতে পেলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়...

দারুন একটি উপাখ্যান মঞ্চস্থ করলেন... আমার বুঝতে অসুবিধা হচ্ছেনা যে সেই সময়টা ছিলো ঘোরলাগা...

নতুন ( আমার জানা মতে ) পরিচালককে অভিনন্দন, শুভেচ্ছা... আশাকরবো সামনে আরও বড় কিছুই মঞ্চস্থ করবেন জিনের পরিচালনায়...

পরিচালক অভিনয় করলে সমস্যা কি ?

শুভকামনা...

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৮

শায়মা বলেছেন: ভাইয়া সত্যিই আমার হারিয়ে যাবার ইচ্ছা হয়েছিলো। তবে সেই ইচ্ছার কারনটা আমি চাইনা এইখানে সার্বজনীনভাবে জানাই । তবুও আমার মনে হয় তোমাকে জানানো উচিৎ আমার।তোমার মেইল আই ডি জানিনা।:(

যাইহোক কখনও সুযোগ হলে জানাবো নিশ্চয়। শুধু সুখের আর আনন্দের কথা নয় মাঝে মাঝে দুঃখ ও বেদনার কথাও শেয়ার করলে হাল্কা হওয়া যায়। তবুও আমি নিজেকে দেখে মাঝে মাঝে অবাক হই ভাইয়া। দুঃখ ঝেড়ে ফেলে এত আনন্দ আহরণ করতে বুঝি আমি আর প্রজাপতিরা ছাড়া কেউই পারেনা এ জগতে।:P

হা হা হা নিশ্চয়ই এইবার আমার পাগলামি কথা শুনে হাসছো।:P

যাইহোক শোনো ভাইয়া সত্যি সেই সময়টা ছিলো ঘোর লাগা। মঞ্চের চরিত্রগুলির সাথে নেপথ্যের রেসিটেশনও এক্সসেলেন্ট হয়েছে অডিয়েন্স মুগ্ধ হয়েছে সে খবরটা যখন জেনেছি আমি তো আনন্দে ছিলাম আত্মহরা। ভাইয়া যখন আমি পড়ছিলাম তখন আমার গাঁয়ে কাঁটা দিচ্ছিলো। পিন ড্রপ সাইলেন্ট ছিলো পুরো হলে। আমি ভাবতেই পারিনি আজও মানুষ বনলতা , সুরঞ্জনাদের কথা শুনবে এত মন দিয়ে।


অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমার শুভকামনার জন্য।

আর পরিচালক অভিনয় করলে সমস্যা দুইটা।

১. আমার মনে হয়েছিলো আমার থেকে মন দিয়ে এই নেপথ্যের রেসিটেশন এত আবেগ আর ভালোবাসা দিয়ে আর কেউই পারবেনা।:P
(আমার আবার নিজের সম্পর্কে দারুন উচ্চধারনা যা প্রায়শই ভুল বটে জানি।।:P)

২. আর মঞ্চে আমি থাকলে এই ছবি আর এখানে দেওয়া যেত না। কারন জ্বীন, ভুত, পরীদের দেখলে নাকি চোখ কানা হয়ে যায়। আমি কি সেই রকম শত্রুতা তোমাদের সাথে করতে পারি বলো? :(:( :(


:P

অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়া। অনেক ভালো থেকো।:)

২৯| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

আরজু পনি বলেছেন:

কোন একটা কাজ সাকসেসফুলি করতে পারলে সৃষ্টির আনন্দটা সত্যিই অন্যরকম ।

উৎসর্গের কথা জেনে ভালো লাগলো ।

পাগল আর হতে পারছি কৈ ?! :|

একটা দিনের জন্যে ২৪ ঘন্টা বড্ড কম সময় ...আরো সময় চাই যে !

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

শায়মা বলেছেন: না না আপু তুমি পাগল হইও না!!!!!!!!!!!!!!!! :P

তুমি ঠিকঠাক থাকো। তোমাকে পাগল হতে বলিনি তো। :)


আর একদম ঠিক বলেছো সৃষ্টির আনন্দের তুলনা কোনো কিছুতেই হয়না।


অনেক অনেক থ্যাংকস আমর জবাবটা পড়তে আসার জন্য।

শুভকামনা আর মাহে রমজান।:)

৩০| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

ইখতামিন বলেছেন:
চতুর্দশ ভালো লাগা. :)
তেমন একটা আসা হয়না এখন আর :(

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১২

শায়মা বলেছেন: আহালে ইখুবেবিটা!!!


কেনো আসা হয়না????

অনেক বড় হয়ে গেছো????

বিজি হয়ে গেছো বুঝতে পারছি।:P

৩১| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৯

অদৃশ্য বলেছেন:




''আশাকরবো সামনে আরও বড় কিছুই মঞ্চস্থ করবেন জিনের না নিজের
পরিচালনায়... ভুল ছিলো ঠিক করে দিলাম... আপনার ওই জ্বীনভুত লিখা দেখে ভাবলাম এইটা ভেবেই লিখলেন কিনা... ইমো হবে, নিজের মতো বসিয়ে নিন...

বুঝলাম বড় কোন মানসিক চাপ তৈরী হয়েছিলো আপনার, জানবার ইচ্ছা তৈরী হচ্ছে... তাই মেইল আইডি টা দিলাম, মনে চাইলে জানায়েন, আর না জানালেও কোন অসুবিধা নাই... the.unseen.rose@জিমেইল.com

হ্যাঁ, এইসব প্রোগ্রামে নেপথ্য কন্ঠ বিশেষ ভুমিকা রাখে... ঘোরলাগা সময় তৈরীতে নেপথ্য কন্ঠের ( কোমলমসৃন কন্ঠ ও সুউচ্চারণ ) সৌন্দর্যটাই বড় ভূমিকা রাখে...


কানা বললেন কেন, মানাচ্ছে না... অন্ধ শব্দটা সাথে যেতে পারে... তাতে সুরটাও কিছুটা নরম লাগে... ইমো হবে


ভালো থাকুন সর্বদা
শুভকামনা...


১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৮

শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া আমি তো নিজেকে জ্বিন ভুত পরী গোত্রেরই ভাবি। :P তাই ভাবলাম তুমিও সেটাই লিখেছো।

যাইহোক তোমাকে মেইল করছি। তোমাকে অবশ্যই আমার জানানো উচিৎও।:)


আর নেপথ্য কন্ঠের কথা বলছো সেই কাজে আমি মহা খুশী!!!!!!!!! নিজেই নিজের কাজে মুগ্ধ!!!!:P


আর ভাইয়া আমি জানতাম কানা শব্দটা শুনে তুমি এটাই বলবে। তোমাকে আমি এত চিনে গেছি দেখে নিজেই অবাক হলাম!!! হা হা হা !!!:P

৩২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: পিয়ানোর টুং টাং ভাললেগেছে....কিন্তু ওটা লেট মি গো কেন? ওট লেট মি কাম হলে ভাল হতো ।

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

শায়মা বলেছেন: আরে ভাইয়া যেটা মানিয়েছে কবিতায় সেটাই দিয়ে দিলাম।

আর বনলতা সুরঞ্জনারা সবাই অতীত।সেই কনসেপ্টটাও ছিলো।:)

৩৩| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: " অন্তর্যামী জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কী গভীর ক্ষত, কী অসীম বেদনা! তোমার অগ্নিবীণা আজও বাজে আমার হৃদয়ে। তুমি আজও ধুমকেতুর মত বিস্ময় আমার মনোভুমিতে। ১৬টি বছর অপেক্ষা করেছিলাম আমি।তোমাকে কি ভোলা যায়? তুমি অমর, তুমি অবিস্মরণীয়। আমার চিদাকাশে চিরজাজ্বল্যমান ধ্রুবতারা! "
সুন্দর।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

শায়মা বলেছেন: :P

ভাইয়াজী

আরও আরও লিখেছিলাম প্রথমে।

যেমন নজরুলের জীবনে নার্গিস এক অমর প্রেম উপাখ্যান। নার্গিস তার জীবনে না আসলে অনেক অনেক গান বা কবিতা পেতামই না হয়তো আমরা।

দুঃখজনক এই যে নার্গিসের সাথে বিয়ের প্রথম রাতেই নজরুল কি এক অজানা অভিমানে গৃহত্যাগ করে। এরপর ১৬ বছর অপেক্ষা করে নার্গিস কিন্তু অভিমানী নজরুল ফেরেনি।

নার্গিসের চিঠির জবাবে নজরুল লিখে দেয় সেই অমর সঙ্গীত।

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেনো মনে রাখো তারে।

যাইহোক সময় বেঁধে দেওয়ায় আমার আরো অনেক কিছু কেটে ছেটে ফেলতে হয়েছিলো।:(

৩৪| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! সুন্দর পোষ্ট।+।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!

৩৫| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

এসএমফারুক৮৮ বলেছেন: আপনার ছবি দেখে চিনে ফেললাম আপু।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

শায়মা বলেছেন: হায় হায় !!!

কোনটা আমি ভাইয়া???

আমাকেও চিনায় দাওতো!!:)

৩৬| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫

ধীবর বলেছেন: উফফফ। এই সব কোন নাটক হলো? যে নাটকে ভিলেন নাই, এমন নাটক আমি পছন্দ করি না। কারণ আমিই ভিলেনের পার্ট করি :)

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩

শায়মা বলেছেন: নো ভিলেন আলাউড ভাইয়া!!!!!!!!!!!!!!!:P

তোমার পার্ট নাই।:P:P:P

৩৭| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

এসএমফারুক৮৮ বলেছেন: এই কমেন্টে ধরা খাইলেন আপু।

বৃতি বলেছেন: বাহ শায়মা আপু, তোমার গুণ দেখে মুগ্ধ হই শুধু!
স্টেজ পারফরম্যান্স আমার খুব পছন্দের । খুব ভালো লাগলো । উৎসর্গে আমার নামটা দেখে অবাক এবং খুশি হলাম । থ্যাঙ্কু আপু!!

তবে তোমার ছবির কাট্টাংশ শুধু দাও কেন? আমি কিন্তু পাজল সল্ভ করতে জানি-তোমার সব ব্লগ থেকে সব কাট্টাংশ মিলিয়ে তোমার আস্ত ছবি কিন্তু বের করে ফেলব একদিন :P B-)

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

শায়মা বলেছেন: আরে ধরার আবার কি ভাইয়া!!!!!!!!!!

পাজল সল্ভ করলে সে শুধু এক সাইড পাবে। :)


আমি তো পাজেল বানাই ভাইয়ামনি!!!!!!!!

বৃতি পিচকি কি আমার সাথে পারবে!!!!:P

৩৮| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

শ্রাবণধারা বলেছেন: বেশ চমৎকার তো। ভাবছি, কাকে বাস্তবের সাথে মেলানো বেশি কঠিন হবে। মনে হলো, খুব সম্ভব হৈমন্তী। ছবিতে হৈমন্তী কোনটা আর দেবদাস?

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

শায়মা বলেছেন: সবগুলোই মিলাতে পারবে আপুনি। সবুজ শাড়িটা বনলতা। নীলটা সুরঞ্জনা, সাদা লালপাড় নার্গিস আর কমলাটা হৈমন্তী আর দেবদাস তো একটাই ছেলে।


সব্বাই একদম একদম মিলে গিয়েছিলো আপুনি।:)

৩৯| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২

শ্রাবণধারা বলেছেন: আমাকে আপুনি বানায় দিলে? মিয়া উদ্দিনের সেই গল্পটা মনে আছে?

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

শায়মা বলেছেন: স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আজকে আমি স্নিগ্ধভাইয়াকে খেয়াল না করে অপর্না আপু ভেবে আপুনি বানায় দিয়েছিলাম!!!!!!!!!!

হায় হায় আমাকে দেখছি চশমা নিতে হবে!!!!!!!!!!:(

৪০| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২

বাজেকাম বলেছেন: অনুষ্ঠানটি কবে কোথায় হয়েছিল?

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: অনুষ্ঠানটি এক সপ্তাহ আগে গুলশান ক্লাবে হয়েছিলো।:)

৪১| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

মহামহোপাধ্যায় বলেছেন: স্ক্রিপ্ট ভালো লাগলো আপু। দেখলে আশা করি মুগ্ধ হতাম।

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!


দেখা তো গেলোনা।:(


তাই তো স্ক্রিপ্ট দিলাম।

৪২| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: শ্রাবন্তীর.....শব্দটা শ্রাবস্তীর হবে বোধ হয়। ওটাতো অনেকবার পড়েছি ।সেরকমটি মনে হচ্ছে।

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

শায়মা বলেছেন: শ্রাবস্তীরই হবে ভাইয়া।

কবিতাটা শর্টকার নেট থেকে নিয়েছিলাম আর তাই ভুল দেখা যাচ্ছে আমি এখুনি ঠিক করে দিচ্ছি।:)

থ্যাংকস!!!!!!!!!!!!!!

৪৩| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

ভারসাম্য বলেছেন: আবার কাট্টাংশ!!!

সবইতো করা হল আপনার জীবনে। অভিনয় বাকী থাকছে কেন!

অভিনয় করে হলেও সম্পূর্ণ করুন জীবনটাকে। ;)

+++++++++++++

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: হা হা


ভাইয়া আই লাইক কাট্টাংশ আর ভগ্নাংশ!!!!


আর অভিনয় মঞ্চে করার কি দরকার!!!


সে তো সবসময় করছিই!:P

৪৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯

যাযাব৮৪ বলেছেন: পোস্টে প্লাস..... কিন্তু তোমার পিক গুলো কি দোষ করছে......এত সেন্সর করছ কেন? :P :P

১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮

শায়মা বলেছেন: কই কই কই????



কোনো দোষ করেনিতো ভাইয়া!!!!!!!!



অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি।:)

৪৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পিয়ানোর টুং টাং শুনতে শুনতে পড়ছিলাম। অদ্ভুদ লাগছিলো। মনে হচ্ছিলো, যে সময় যেই শব্দটা আসা দরকার সেই শব্দটাই বাজছে। খুব ভালো লাগলো। আচ্ছা এমন কেন হয়? সুরঞ্জনারা কালো ফার্স্ট লেডির মতো কালো চশমা পরে আর কানে গুজে রাখে হেড ফোন। তাই না শুনতে পায় যুবকের ডাক না দেখতে পায় যুবকের আহাজারি। হাঃ হাঃ হাঃ

আচ্ছা- "আমার চিদাকাশে চিরজাজ্বল্যমান ধ্রুবতারা!" এখানে এই চিদাকাশে অর্থ কী?

অনেক দিন পর আপনার একটা পোস্ট এলো। এতো দেরী করে পোস্ট দেন কেন বলেন তো আপি? কপট রাগের ইমো!

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩১

শায়মা বলেছেন: চিদাকাশ= চির বা প্রত্যহ + আকাশ

রবিঠাকুরের গান থেকেই চিদাকাশ কথাটা পেয়েছি-----

তোমারও চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ ওঠে পবনে
তুমি আদি কবি কবি গুরু তুমি হে, মন্ত্র তোমার মন্ত্রিত সব ভূবনে
প্রথমে আদি তব শক্তি আদি পরমোজ্বল জ্যোতি তোমারি হে গগণে গগণে......



মানে সৃষ্টিকর্তার গুন গান করা হয়েছে এই গানে

হে প্রভু প্রত্যহ তোমার আকাশে ভাতে( প্রভাতে) সূর্য্য চন্দ্র ওঠে এরূপ আর কি .......

আর সুরঞ্জনারা তো এমনি হয়।

এত দেরী করে পোস্ট আমি দেইনা ভাইয়া।


তবে ভেবেছিলাম আর কখনও দেবোই না। তাই দেরী হলো।:(

৪৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৫

ভারসাম্য বলেছেন: মঞ্চে নয়তো! আমি সব সময়ই যেটা করছেন সেটাকেই না একটু পূর্ণতা দিতে বললাম। হোক না সেটা অভিনয় দিয়েই।বয়সতো আর কম হলনা!! ;)

১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: হা হা আরও একটু হোক । একদম বুড়ি থুত্থুড়ি হলে আমি হবো একদম পাকা অভিনেত্রী ভাইয়া।:P

৪৭| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

তন্দ্রা বিলাস বলেছেন: এতদিন কোথায় ছিলেন? X( আমিতো একটা রেড লিস্টি তৈরি করে ছিলাম। যাক শেষ পর্যন্ত সেখান থেকে আপনার নাম কাটা পড়ল। :)

পোস্টে ২৬ তম ভাল লাগা জানবেন।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০

শায়মা বলেছেন: আমি এখনও রেডলিস্টেই আছি আপুনি!:(


হঠাৎ একটু রেডলিস্ট থেকে বের হলাম আর কি।


:) :) :)


অনেক অনেক থ্যাংকস আপুনি।:)

৪৮| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট।

ফিরে আসায় আনন্দিত হলাম। :)



১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আর থ্যাংক ইউ ভাইয়া।

৪৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২২

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো আপু। আশা করি আবার নিয়মিত হবেন।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।


তুমিও অনিয়মিত কিন্তু।:(

৫০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪

সৈয়দ নাসের বলেছেন: অপুর্ব । এর চেয়ে বেশী বলার ভাষা নেই , পড়ে মুগ্ধ হয়েছি বনলতা ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫

শায়মা বলেছেন: থ্যাংকস অনেক অনেক ভাইয়ামনি!!!!!!!!!!!!:)

৫১| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০০

রোমেন রুমি বলেছেন: আইডিয়াটা চমৎকার ।
ভাল লাগল ।
আমার একটা আবৃত্তি দল আছে ।
"শাণিত উচ্চারণ বাচিক শিল্প চর্চা কেন্দ্র "
মাঝে মাঝে মঞ্চে কিছু আবৃত্তি প্রযোজনা করার চেষ্টা করি ।
আপনাকেও সমগোত্রীয় মনে হল তাই ভাল লাগাটায় একটা ভিন্ন যুক্ত হল ।

ভাল থাকবেন।
শুভ রাত্রি ।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৮

শায়মা বলেছেন: আবৃত্তি সবাই পছন্দ করেনা! এমন কি আমাকেও মা জীবনের প্রথম শিখিয়েছে নাচ! তারপর গান!আবৃত্তি শেখায়নি!সেটা শিখেছি নিজের ইন্টারেস্টে!

এখন কেউ যদি জানতে চায়, নাচ গান আর আবৃত্তির মাঝে কোনটা বেশি প্রিয়? আমি বলবো আবৃত্তি !

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!
তুমি আবৃত্তি করো জেনে অনেক ভালো লাগলো!

অনেক ভালো থেকো ভাইয়ামনি!

অনেক অনেক শুভকামনা!

৫২| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০১

রোমেন রুমি বলেছেন: * ভিন্ন মাত্রা

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১০

শায়মা বলেছেন: ওকে :)

৫৩| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১০

সুপান্থ সুরাহী বলেছেন:
নিজেকে আড়াল রাখার কঠিন কাজটা আপনি সহজাত ভঙ্গিতে করে যাচ্ছেন সেই সুরু থেকে দেখছি... সফলও হচ্ছেন...


আর ধন্যবাদ নেন সুন্দর একটা কাজের জন্য...

শুভদিন আসুক এমন আরো...

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: হা হা

হ্যাঁ আর এভাবেই আমি ভালো আছি ভাইয়া। সুখে আছি।


কেমন আছো ভাইয়ামনি?


অনেক অনেক ধন্যবাদ তোমাকে।

৫৪| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: বাহ! মজার তো! প্রথম অভিনন্দন চমৎকার এই আইডিয়ার জন্য, পরেরটা সেটা বাস্তবে রূপায়নের জন্য! :)

শেষের কবিতাকে মিস করলাম! অমিত- লাবণ্যও যে একসময় বড় আবেগের ছিল!

তোমারে যা দিয়েছিনু, সে তোমারি দান,
গ্রহন করেছো যত,ঋনী তত করেছো আমায়,

হে বন্ধু বিদায়!

শেষের কবিতা দিয়ে শেষ হলে আরও বেশী ভালো লাগতো!

শুভকামনা!

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬

শায়মা বলেছেন: আসলেই এই আইডিয়া বাস্তবায়নে আমি মহা আনন্দিত। তবে প্রথমে রবীন্দ্রনাথের প্রেমিকা চরিত্রে লাবন্যকেই ভেবেছিলাম আমি। কিন্তু যে অভিনয় করবে সে সেটা চাইছিলো না কারণ লাবন্য যতই ব্যাক্তিত্বে অতুলনীয় হোক না কেনো সাজসজ্জায় বড় সাদামাটা। সেটা আমার অভিনেত্রীর পছন্দ হয়নি।


আর আমি নিজেও চাচ্ছিলাম রং ঝলমলে স্টেজ। তবে ভাইয়া তোমার আইডিয়াটাও কম সুন্দর নয়। হে বন্ধু বিদায় দিয়ে শেষ হলে মনে হচ্ছে প্রেম ও বিরহের ব্যাপারটা বেশী পূর্নতা পেত।

অনেক অনেক থ্যাংকস তোমাকে।নেক্সট টাইম তোমাকে না জিগাসা কোরে আর কিছু করছি না।:)

৫৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

বাঘ মামা বলেছেন: সবকিছুই ভালো লেগেছে তবে পরিচালকের কথা ভাবছি,তিনি চেয়ার ভর দিয়ে দাড়ালেন কেন? উনিকি সোজা হয়ে দাড়াতে পারেননা?

এইভাবে গলাকাটা পিক না দিয়ে একদিন দোয়া কলাম পড়ে বুকে ফু দিয়ে পুরা ছবিটা দিয়ে দাও। বাংলার জনগন তোমাকে একটু দেখুক।

এত প্রতিভা নিয়ে ঘুমাও কিভাবে?

শুভ কামনা পরিচালকের জন্য তিনি যেন চেয়ার ছাড়া দাঁড়াতে পারেন।:)

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

শায়মা বলেছেন: চেয়ারে ভর দিয়ে দাঁড়াইনি বাঘমামা। আমার হাতে একটা কাগজ মানে স্ক্রিপ্ট যেটা দেখেই পুরোটা সময় একটু পরে পড়েছিলাম আমি নেপথ্যে। সেটাকে তুমি সাদা প্লাস্টিকের চেয়ার ভেবেছো। আমি স্টেজের সামনে দাঁড়িয়ে শুরু আগের মাতবরীটুকু করছিলাম আর কি আর তুমি ভাবলে স্টেজের সামেন চেয়ার!!!!!!!!!!!!



হা হা হা


আর পুরো ছবির কথা বলোনা। পুরো ছবি তোলেনি ফোটোগ্রাফার বেটা পাজী।:(

৫৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন:

শায়মা আমার নিজের আকা ছবি সারফার সফ্ট ওয়ারে ।তোমার ছবি =p~ কেমন হয়েছে?

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮

শায়মা বলেছেন: ইয়া আল্লাহ!!!!



ছবি দেখে কবি নানা বোবি মানে বোবা হয়ে গেছি ভাইয়া।:P


মুখের রঙ এক গলার রঙ এক আর হাতের রঙ আরেক( হায় হায় সত্যিকারের বহুরুপীর ব্যাপার স্যাপার)


চুলে আবার পাক ও ধরেছে। কালো খোঁপার নীচ দিয়ে সাদা উঁকি দিচ্ছে।:(


নাক তো পুরাই খপ্তা। গাল ও বাংলার পাঁচ।হায় হায় আমি এমন খ্যান্ত বুড়ি মার্কা নাকি!!!!!!!!!!!! কখনও না!!!!!!!! ( এংরি বার্ড হয়ে গেলাম)

হাতের কব্জী কি বোমা খেয়ে উড়ে গেছে ভাইয়া!!! আর ও দিক দিয়ে কি ঝুলছে তারের মত!!!!!!! ও মাই গড!!!!!!!!!!!!!! এটা দেখছি রোবো মানবী!!!!!!!!!!!!!!!


বাপরে তোমার বুদ্ধি আছে !!

এ্যাট লিস্ট বহুরুপী আররোবোমানবী থিম টাতে তোমাকে ১০০ তে ১০০ দেওয়া যায় আর বাকী সব কিছুতে গোল্লা। শুধু গোল্লা না ডাবল গোল্লা!!:(


স্যরি কি করবো বলো !!!!!!!!!!




৫৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে এটা।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৯

শায়মা বলেছেন: ইয়া মাবুদ!!!!!!!!!!!!!


এই ছবি দেখে আমি কিছুক্ষন আগে হার্ট এ্যাটাক খাইসিলাম ভাইয়া।:P


এখন আবার সেটা কাটিয়ে উঠে আসলাম।

আমি নিশ্চিৎ তুমি স্কুলে ড্রইং পরীক্ষায় নিশ্চয় জিরো পেতে ভাইয়া।:)

৫৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ! মুগ্ধ !!
অনেক দিন পর পোস্ট দিলে আপু ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪০

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!:)

৫৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

বৃতি বলেছেন: আপু, ছবিগুলো আবার মনোযোগ দিয়ে দেখলাম । সবগুলো ছবিতে সবার পজিশন কিছু না কিছু চেইঞ্জ হয়েছে, কিন্তু বেচারা দেবদাস বাবু! বোতল হাতে সব ছবিতে একই পজিশনে!! অধিক শোকে স্ট্যাচু!!!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪১

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!!

সব বেশ সিরিয়াসলী ছিলো কিন্তু দেবদাস বাবুকে দেখে দর্শকদের মাঝে হাসির রোল উঠেছিলো।:P

৬০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: এতক্ষণ ধরে পড়লাম কিন্তু শেষে এসে খোঁপায় ফুল কানে দুল দেখে সব ভুলে গেলাম /:)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তার মানে তোমার মেমোরী স্প্যান ভেরী সর্ট!!!:P

তোমাকে মেমোরীর ওষুধ খাওয়াতে হবে।:)

৬১| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০১

লেডি বার্ড বলেছেন: ওরে ভাপরে সেই রকম কাম করছেন! দেবু বাবুরে এমুন বুড়া বুড়া লাগে ক্যান! 8-|

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৭

শায়মা বলেছেন: হা হা আপুনি!

কি করে ভাবলে দেবুবাবু আজও তরুন যুবা থাকবেন?

সে কবেকার কথা!

আর দেবুবাবু যখন সূরা ধরেছিলেন তখন বুড়াই হয়ে গেছিলেন জানোনা?:P

কত্তদিন পর তোমাকে দেখলাম!


অনেক অনেক ভালো থেকো!

৬২| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬

বোকামন বলেছেন:









অতীব সুন্দর শিরোনাম দেখে পোস্টের অতিথি না হয়ে পাড়লাম না।
আপনার “নবরূপ উপস্থাপনার প্রচেষ্টা” বেশ ভালো লাগলো।

আবৃত্তি শুনতে পারলে হয়তো আরো ভালো লাগতো :-)

“মনে হয়েছে এসব আছে বলেই জীবন বুঝি এত সুন্দর” -সহমত

সতত সুন্দর, সদা মঙ্গলময় হোক আপনার পথচলা।
ভালো থাকুন অহর্নিশ ......।

আপনাকেও রমজানের শুভেচ্ছা।।
ছা্যা

[৩৩+]

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৩

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া!



অনেক ভালো থাকো!

৬৩| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অভিনব উপস্থাপনায় ফিরে পেলাম ধ্রুপদি নায়িকাদেরকে।
শেষে খুঁজে পেলাম পরিচালককেও ;)

শুভেচ্ছা অফুরন্ত :)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!


ছোট থেকেই আমি ছিলাম সকল কাজের কাজী! একটা ছবি ভালো লাগলো সেটাই আঁকতে চেষ্টা চালাতে হবে , একটা গান শুনলাম সেটাই হারমোনিয়ামে তুলতে হবে!

মনে পড়ে ছোটবেলায় আমি একবার মোনালিসার ছবিও এঁকেছিলা!:P


তবে ভাইয়া চেষ্টায় যে প্রায় সব কিছুই সম্ভব পৃথিবীতে তার প্রমান পেয়েছি আমি!

সত্যি বলতে খুব সহজে মুগ্ধ হবার একটা বাজে অভ্যাস আছে আমার!

যাইহোক জীবনের অনেক অনেক অংবং কাজের মাঝেও এ কাজটা করে আমি বড়ই আনন্দিত!


এক কথায় নিজের কাজে নিজেই মুগ্ধ!:P

৬৪| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪২

লেখোয়াড় বলেছেন:
অনেক দিন পর আপনার প্রাজ্বল লেখা।
ভাললাগা জানিয়ে গেলাম।


আর.........................
শায়মা একটা লেখার জন্য একবছর অপেক্ষা করতে হবে? কেন?

কি সেই নদীটি, পটে আঁকা ছবিটি?

না, শায়মা আপনার প্রিয় নদীটিকে নিয়ে লেখাটা এক সপ্তাহের মধ্যে পড়তে চাই।
কে শোনে কার কথা!!

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: না না ভাইয়া লেখাটি আগামী এক সপ্তাহের মাঝে লিখে ফেললেও পাবলিশ করবো এবছরের শেষে!

ততদিন অপেক্ষা করতেই হবে!

কারণটাও বলা যাবেনা!:P

হা হা যদি বেঁচে থাকি তোমার কথা রাখবো!

মরে গেলে মাফ করে দিও ভাইয়ামনি!:)

৬৫| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

ময়নামতি বলেছেন: যুগে যুগে প্রেমিকের ভালোবাসায়, বিরহ বেদনায়, বেঁচে রইবো আমি। আমি দেবদাস।


ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।++++++++++

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া

অনেক অনেক থ্যাংকস!


আর একদম লেখোনা কেনো?

৬৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

অদ্ভুত_আমি বলেছেন: আপু দেখি পুরাই ডিরেক্টর হয়ে গেছে :)

আপু কাট্টাংশ শব্দটা আমি প্রথম শিখেছি আপনার ব্লগে :P

আইডিয়াটা ভালো :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১

শায়মা বলেছেন: হা হা ভাইয়া শুধু কাট্টাংশই না ভগ্নাংশও আছে!

আমার ভাষা!:)

৬৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কাচা হোক তবু থাকি নিজের বাসায়।....নিজে আকা...নার্গিস.....তিনি আমাদের একজন প্রখ্যাত স্যারের বোন ছিলেন।

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: ও মাই গড!!!


গেছি !!!

এমন পেত্নী মার্কা নার্গিস দেখার পরও তুমি কেমনে বেঁচে আছো ভাইয়া!!!!!

৬৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবির কাট্টাংশ !! ??
মানিনা =p~ =p~











১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪

শায়মা বলেছেন: হা হা এই কাট্টাংশে ফেসটা আর একটু ছোট ছিলো।

তবুও ভালোই হয়েছে ভাইয়া কাট্টাংশের জোড়াংশ......:P

৬৯| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০২

তাসজিদ বলেছেন: হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে...........................।।

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: আমারে দুদন্ড শান্তি দিয়েছিলো

নাটোরের বনলতা সেন.........:)


থ্যাংক ইউ ভাইয়া!!!:)

৭০| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৩

তাসজিদ বলেছেন: ছবির কাট্টাংশ X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( মানিনা

১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

শায়মা বলেছেন: ওকে ওকে নেক্সট টাইম নো কাট্টাংশ!!!!!!!!!



ভগ্নাংশ হবে শুধু।:)

৭১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:০৫

কথক পলাশ বলেছেন: :)

"একই নক্ষত্রের নিচে তবু একই আলোর পৃথিবীর পারে
আমরা দুজনে আছি;
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়!
প্রেম ধীরে মুছে যায়
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।"

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

শায়মা বলেছেন: সব পাখি ঘরে ফেরে সব কথা হয় কভু শেষ
তারারাও খসে পড়ে ফুল ঝরে থেমে যায় চেনা সুর রেশ

তবু রুপোলি আগুন ভরা নক্ষত্রেরা জ্বলে মিট মিট

স্মৃতির আকাশে.............

মৃত তবু অনাবিল, ঝিলমিল হাসে


:P

৭২| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫০

অদৃশ্য বলেছেন:





আপুনি

একটি জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম... প্রোগ্রামটা কোথায় করেছিলেন ? এটা কি ঘরোয়া প্রোগ্রাম ছিলো নাকি অনেক দর্শকের সামনে মঞ্চস্থ করেছিলেন ?

আশাকরছি ভালো আছেন
শুভকামনা...

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: প্রোগামটা হয়েছিলো গুলশান ক্লাবে।

ঘরোয়া না ভাইয়া অনেক দর্শকের সামনে।


ভালো আছি আমি।:)

৭৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

মামুন রশিদ বলেছেন: দেবু বাবুকে বড় বেশি উদাস আর বেচইন লাগছে । :(


ডিরেক্টরকে নিশ্চয়ই শাপ-শাপান্তে ভাসিয়ে দিচ্ছে /:) /:)



বনলতা, সুরঞ্জনা, হৈমন্তী, নার্গিস সবাই আছে, শুধু পারু টা..

:D :#) B-))




শায়মা'পু টাকে কি বলবো !! চৌকষ, ভার্সেটাইল নাকি একই অঙ্গে এত্তগুলা রুপ !!!



অনেক অনেক ভালোলাগা :) :)


১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

শায়মা বলেছেন: উফফ ভাইয়া দেবুটাকে নিয়ে আর পারিনা। সে যে এমনি উদাস হয়েছিলো যে আশেপাশে এত বনলতা, সুরঞ্জনা, নার্গিস, হৈমন্তীদের দিকেও তার ভ্রুক্ষেপ নেই। সে শুধু আছে তার হারানো প্রেমে বিভোর হয়ে।


:P

আর ভাইয়া!!!!!!!!!!!!!


আর ভাইয়া কানে কানে বলি, একই অঙ্গে এত রুপ সে কথাটাই শুনেছিলাম সেদিন!!!!!!:P

আজকে তুমিও আবার সে কথাটাই বললে.......

আর আমার মা কিছুতেই এটা বুঝতোনা......


বলতো সবখানে মাতবরী না???

এইটার কিচ্ছু হবেনা সবখানে মাতবরী করলে কি চলে?

মানুষকে কোনোকিছুতে সাধনা করতে হলে একনিষ্ঠ সাধন প্রয়োজন সেটা আমার নাকি নাই। সবখানেই লাফ দেই।


কিন্তু মা বললেই হবে???

আমি জানি আমাকে লাফ দিতেই হবে।:P

৭৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৪

সালমাহ্যাপী বলেছেন: ইসসসসসসসসসস রে আর কত কি দেখবো !!!! এত্ত গুন দিয়া কি করবা বল তো??? :-0

আর শুনো কানে কানে বল জলদি জলদি আলমারী গুছিয়ে নেইল আর্ট করতে আসো।

ওয়েটাচ্ছি :P :P :P

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৭

শায়মা বলেছেন: হা হা


হায় হায় গোপন কথা সবাইকে বলে দিলে কেনো???


এখন তো সবাই জ্বালাবে !!!!:( :( :(


আমি কিন্তু এত মানুষের নেইল আর্ট করতে পারবোনা ।:P


আর আলমারী মাত্র একটা গুছানো হলো......:(

৭৫| ১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আকাশলীনার অপেক্ষায়। চাতলার বিলে বিরাট পীট মজুদ রিপিার্টএসেছে প্রথমআলো পত্রিকায়। পৃষ্ঠা -৫ । :)

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: সেই খুশীতে কি তুমি এই গাছটার তলায় নাচছিলে ভাইয়া???


আর সেই ছবিটাই এঁকে ফেলেছো???


বাহ বাহ এইটা ভালো হয়েছে।:)

৭৬| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন:

আমার আকা মায়াপুরী............নক্ষত্রের রাত।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১২

শায়মা বলেছেন: বাব্বাহ!!!

এই সব কি মায়াপুরী নাকি!!!!!!!

৭৭| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

কালীদাস বলেছেন: ব্লগে ইদানিং একটু চুপচাপ ঠেকে আপনারে..... আছেন কিরাম? :)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২

শায়মা বলেছেন: ভালোই আছি তবে ব্লগের বাইরে বেশি বেশি থাকতে হয়েছে অনেকগুলো দিন।

এখন দুইমাস ছুটি তাই একটু শান্তিতে আছি।


তুমি কেমন আছো ভাইয়া?


তোমাকেও তো মনে হয় কম কম দেখি। মানে যতক্ষন থাকি আর কি।

৭৮| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

শুকনোপাতা০০৭ বলেছেন: আমি তো পড়তে পড়তে কবিতার রাজ্যে হারিয়েই গিয়েছিলাম...!! :)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!


কেমন আছো???


এটা কবিতাভিনয় ছিলো!!!!!!!!!:P

কিন্তু মজা পেয়েছি অনেক অনেক!!!!!!!!!!!!

৭৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু তোমার ক্রিয়েটিভ কাজ গুলো অসাধারন হয় । ভাল লাগলো খুব ।

তুমি যে আবার ব্লগে পোস্ট দিয়েছ এজন্য অনেক থ্যাংক ইউ । ভাল লাগলো তোমাকে ব্লগে ফিরে পেয়ে ।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস অদ্বিতীয়ামনি!!!!!!!!



হুম আবার দিলাম এখন একটু ছুটি তো তাই......


অনেক অনেক ভালো থেকো!!!!!:)

৮০| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

লেখোয়াড় বলেছেন:
মুখপুড়ি তুই লক্ষীছাড়া, হতচ্ছাড়ী, মাছটা ধরিস
গভীর জলে, ছুঁসনা মোটেও পানি,
তোর শতেক রকম ছলাকলা, নিঠুরখেলা,
সবই এখন জানি, আমি জানি।

ভাবটা ধরিস ভীষন নেকা, বাচ্চা-অবুঝ
মাছটা ভাজা উলটাতে না জানিস
লজ্জাবতী লাজুক-লতা,বন্ধ খাতা
নিজের পাতে ঝোলটা ভালোই টানিস!
......................................... এটাও ভাল লাগল।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

শায়মা বলেছেন: হাহা ভাইয়া


এইটার পিছে আরেকটা কাহিনী আছে ...


দাঁড়াও আমি খুঁজে আনছি কাহিনীটা। :P

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: Report • 9:23pm
tor style hoilo dhori mach na chui pani
Report • 9:23pm
Bonolota Sen aha
ki!!!!!!!!!!!!!!!!!
Report • 9:23pm
nijer plan onujai cholish
Report • 9:23pm
hahahahhaha
nijer upor tor kubi control
Bonolota Sen
really!!!!!!!!
tai naki!!!!!!!!!!!!!!!
Report • 9:24pm
tor nijer bapare tor kub i ucho dharona
u think u r the best
tor ego r problem ache
tui sob soite parish magar keu tore choto koira kichu koile dunite tar maf nai
Report • 9:25pm
tui hashte hashte ekta manush ke khun korte parish
kokono chintao korish oi lokta r kosto ta
tui nijer chara ar kaukei nia chinta korish na
vejal avoid kore cholte parish

Report • 9:27pm
tuiiiiiiiiii eka
nishongooo
tui share korar moto keu nai
ashole tor kache karo kono mullo nai
ar asholei tui sera
i am telling from my heart
ur the best
tor skol gun ekat karoen ami batil kore dei
Report • 9:33pm
Bonolota Sen
amake na khepaite ekhon laste eshe sera bolo na ??
bujhina????
kon karoneee
Report • 9:34pm
seta holo valobashte na parar ajib obbash er karoen
u don-t trust anybody
but people ar not responnsible for that
Report • 9:35pm
its u
u have the problem
u never find ur mistake
u never say sorry to people
its beacause of ur ego
u think eiat korle nijeke choto kora hobe
but seta kintu tomar ekta moha bhul
Report • 9:36pm
bhalo kori ja
bhul hole hok
Report • 9:36pm
tor kobita golpo talent romantic achoron sob mittha hoie jai




এমন আরও অনেক অনেক কনভারসেশনের থেকেই আমি কবিতাটা লিখেছিলাম।


এটাই ছিলো সেই লেখাটার পিছে হিডেন স্টোরী!:)

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: আরেকটা কথা

এই লেখাটা লেখার পর লেখাটা কেনো লেখা হলো, কাকে নিয়ে, কেনো হলো , ইহার পিছের গুঢ় উদ্দেশ্য কি এইসব নিয়ে দু একজন কৌতুহলী অতি উৎসাহী বোকা মানুষের মাঝে লন্কাকান্ড লেগে গেছিলো ভাইয়া। :(


আসল কথাটা হলো আমার প্রিয় বন্ধুর সাথে ফেসবুক চ্যাটে ফান করে বলা কথা গুলো মানে আমাকে দেওয়া তার বিশেষন গুলো নিয়ে যে এই কবিতার উৎপত্তি তা তাদের উন্নত মস্তিস্কে বোধগম্য হলোনা।

বোকার মত নিজেদের অনলে নিজরোই পুড়ে মরে গেলো।:(

৮১| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ফিরে এসো এই মাঠে , ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূর - আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।


আবার পড়লাম আবারো ভাললাগলো.....কবিগুরু আর জীবনানন্দ তাদের অনুকরণ করতে..তাদের ব্যবহৃত শব্দ ব্যবহার করতে কখনোই কুন্ঠাবোধ করিনা। মুগ্ধ হয়ে পড়ি আবার পড়ে মুগ্ধ হই। মুগ্ধ আমি তোমায় জীবন বাবু।জীবণের ছোয়া দাও প্রেম দাও বিরহ ঢালো মিলনসুধা ঢালো।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: নজরুল ও কম নয়!!!!!!!

কম নয় শরৎচন্দ্রও !!!!!!!!!!!!!


ইনারা ছিলেন বলেই আমরা আজও মিলন বিরহ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি।

৮২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

লেখোয়াড় বলেছেন:
সে যাই হোক শায়মা, আপনার ওই কবিতাটায় আমি সুর দেবো। অনুমতি দিবেন আশা করি।
ছোট লয়ে গান করলে ভাল হবে বলে মনে হচ্ছে। কবিতাটা গান হলে পুরুষকন্ঠে বেশি ভাল লাগবে।

শায়মা।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: হা হা ওকে ভাইয়া



সুর দিলে আমাকে অবশ্যই শোনাবে......


তবে অবশ্যই ছোট করতে হবে.......


ভাইয়া সেই ফেসবুক চ্যাটটা রিয়েল পেলে তো তুমি হাসতে হাসতে মরবে.....

আরও অনেক ছিলো

আমি কেঁটেছেটেও এর চাইতে কমাতে পারলাম না ......


:P

৮৩| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

১৯৭১স্বাধীনতা বলেছেন: কবিতাপ্রীতি--------আবৃত্তি------অতঃপর মঞ্চায়ন-----ভালো লাগলো
সামনে থেকে দেখতে পারলে আরো ভালো লাগতো। পোস্টে প্লাস

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।


আসলেই কবিতা, গান, অভিনয় আর মঞ্চায়নের পর আমি নিজের কাজে নিজেই মুগ্ধ ভাইয়া!

হা হা হা


মানুষ আর বলবে কি আমি এতই খুশী!!!!!!!!!!!


:P

৮৪| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসার দিব্যি দিলাম তোমায়
তোমার প্রেমে আমার জীবনটা আজ কোমায়।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১১

শায়মা বলেছেন: এই অনুকাব্য কি তুমি লিখলে ভাইয়া???


ভালো হয়েছে।


কোমায় থেকেও কবিতা লেখা!!!!!!


বাহ বাহ বাহ !!!

৮৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: অনুযোগ কার নাম না জেনে
আধারেতে কোন সারা না এলে
দেখা আর না দেখার কাছাকাছি কোন রং
চোখে আর ভাসবে কি কখনো।

ভাববো কি কথা সে ভাববো কি বিলাসে

মায়াজাল বুনবো কি তখনো
দু একটি পাখিদের সে কাকলি শুনবো কি তখনো
সে বাতাস বাশি কি গো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বুঝা আর না বুঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনো?

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: এইটা কি মান্না দের গান???

৮৬| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা মান্নাদের গান........আমার ভিতরে নজরুল বাস করেআআমার জন্ম তার জন্মদিনে বিস্ময়কর হলেও সত্যি..আরআমার বাস রবীন্দ্রতে জীবনানন্দে......ডাকিতেছে ঘুঘু হিজলের বনে ,পৃথিবীর সব প্রেম তোমার আমার মনে :)

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: বাপরে তুমি দেখছি কবিদের জগাখিঁচুড়ি ভাইয়ামনি।:P

৮৭| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: আকাশলীনা

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২

শায়মা বলেছেন: আকাশলীনার চুল হবে হাঁটু পর্যন্ত তাও আবার সিল্কী ঝরঝরে..চিরুনি ধরলে পিছলে পড়ে যায়। তা সব সময় খোলা থাকে। চোখ হয় ডাগর ডাগর আর নাক অবশ্যই টানা টানা আর ড্রেস হতে হবে নীল শাড়ি।


আর তা না কি সব এঁকেছো বাগসবানির কান মার্কা চুলের ঝুঁটি। একটা চোখ ত্রিভুজ আরেকটা চতুর্ভূজ!!!!!! নাক খোপ্তা ঠোট বাঁকাচোরা!!!!!!! কান থেকে তো রান্নাঘরের বেড়ি বা দরজার কড়া ঝুলছে।


তোমাকে ছবি আঁকায় আজ .৫ দেওয়া হলো ভাইয়া। দিনদিন তোমার অবনতি হচ্ছে। হায় হায় কি সর্বনাশ!!!!

৮৮| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সর্বনাশ ! মনেআছে কবি গুরুর কথা
প্রহরশেষেআলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমর চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

এ থেকে উত্তরণের সরল সমীকরণ

তোমার আমার মধুর মিলন।

জানি জান জানেজানা

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: ভাইয়া কিসের সাথে কি মিলাও!


পাবনা যাবার সময় বুঝি হলো
ভোর হলো এবার দোর খোলো...

৮৯| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

রোমেন রুমি বলেছেন: সেলিম ভাইটা যে কেন হঠাত এই ছবি আঁকায় মনযোগী হল ঈশ্বর ই ভাল জানেন আমি জানি না ।

ছবিটা কি এতই খারাপ হল যে তুমি ০.৫ দিলে !
এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না ।

:) :-B =p~

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তবু তো .৫ সান্তনা নাম্বার দিয়েছি আসল নাম্বার বললামই না!:P

৯০| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ছবি ..তুমি আর আমি

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৯

শায়মা বলেছেন: হায় হায় পেছনেরটাতো শিংওয়ালা!


ভাইয়া তোমার শেষমেষ এই অবস্থা জানতাম না!:P

৯১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

শাহেদ খান বলেছেন: ক্লাসিক চরিত্রগুলোর এমন হঠাৎ একসাথে উঠে আসা, সাথের ডায়লগ'গুলো সহ বেশ ভাল লাগল শায়মা'পু ! নতুন এবং অভিনব !

:)

+++

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

শায়মা বলেছেন: সবচেয়ে মজার হলো এই কাজটাতে আমি মজা পেয়েছি অনেক অনেক!


সত্যি যেন আমার প্রিয় সেসব চরিত্রকে ডেকে আনতে পেরেছিলাম সেদিন!

অনেক অনেক থ্যাংকস ভাইয়া!:)

৯২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেকদিন হলো এই ব্লগের সাথে আমার সুখ দুঃখের খেলা। যা কিছু আনন্দের যা কিছু ভালোলাগার শেয়ার করেছি আমি এই ব্লগেই। খুব সযতনে চেপে গিয়েছি কিছু দুঃখ বা নিরানন্দ লাগার ব্যাপারগুলোকে। সেই দুঃখ বা নিরানন্দ ব্যাপারগুলি ঢেকে রেখেই আবারও শেয়ার করলাম আমার এই ভালোলাগার অবিস্মরনীয় মুহুর্তটুকু :)



আপু টু বি ভেরী অনেস্ট তুমি নিঃসন্দেহে সামুর সবচেয়ে জনপ্রিয় নারী ব্লগার। তুমি যতক্ষন ব্লগে থাক ততক্ষন ব্লগ মাতিয়ে রাখ যেটা এই মুহুর্তে আপনার প্রিয় ব্লগটার জন্য খুব গ্যরুত্বপূর্ন ।


আশা করি সবসময় আপনার এই স্মৃতিময় ব্লগের সাথে থাকবেন। আপনার সাথে একটা কারনে একটু অভিমান করেছিলাম তাই এতদিন মন্তব্য করিনি । আজকে করলাম :)

আমি তোমার মন্তব্য রিপ্লাই দেওয়ার স্টাইল্টার একজন সেরকম ভক্ত :) আই মিন আই লাভ দ্যা ওয়ে ইউ রিপ্লাই দ্যা কমেন্ট :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

শায়মা বলেছেন: বিথীমনি একটা সময় আমি এই ব্লগে এসেই যেভাবে সকলের ভালোবাসা জয় করেছিলাম সেটা ভাবতেও আমার আজ অবাক লাগে!বিনিময়ে কিছুই দেয়নি আমি সেকথাও জানি! তবু কিছু নিস্বার্থ ভালোবাসা একটা সময় অলিখিত দাবী লিখেছে এ ই ব্লগের পাতায়! সেই দাবীতে হেসেছি, কেদেছি ভালোবেসেছি, অভিমান করেছি! সত্যি বলতে এত হাবিজাবি, দৈনন্দিন জীবনযাত্রা,হাসিঠাট্টা বা সাজুগুজু রান্নাবান্না ঘর সাজানো পুতুলখেলা নিয়ে ব্লগ লিখে আমার মত এত ভালোবাসা পেতে আমি ছাড়া আর কাউকে দেখিনি আমি!


বাকীটা একটু পরে বলছি! চার্জ আছে মোটে ২/:(

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৯

শায়মা বলেছেন: না সবসময় সব আশা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একইভাবে বহাল রাখা যাবে এমনটা আশা করা মনে হয় ভুল বিথীমনি! তবুও আমরা আশা করি, একে অন্যের প্রতি এক্সপেক্টেশন বাড়ে আমাদের!

যাইহোক তুমি আমার উপর রাগ করেছিলে কেনো এটা হয়ত জানি আমি! আসলে তোমার ঐ পোস্টের বিষ্য়ভিত্তিক বা সামু সম্পর্কে কোনো কিছু বলার ইচ্ছে হয়নি তখন আমার!

তবে একদিন হয়ত বলবো! উজাড় করে দেবো সব অব্যাক্ত কথার ঝাঁপি!:)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৩

শায়মা বলেছেন: আমি তোমার মন্তব্য রিপ্লাই দেওয়ার স্টাইল্টার একজন সেরকম ভক্ত :) আই মিন আই লাভ দ্যা ওয়ে ইউ রিপ্লাই দ্যা কমেন্ট :)



হা হা আমিও!!!!!!!!:P


মানে মন্তব্য রিপলাই দিয়ে আমিও খুবই মজা পাই।

কখনও ভাবিনা এইখানে কেউ আমার অপরিচিত বা অচেনা। এই অদেখা মানুষগুলোকে আমার মনে হয় অনেক অনেক আপনজন। যাদেরকে অনায়াসেই যা খুশী তাই বলতে পারি আমি( তবে অবশ্যই নেতিবাচক ও রুঢ় ব্যবহার এড়িয়ে চলি)


তবে কেউ কেউ খুব দুএকজন কিন্তু মোটেও আমার মত করে ভাবেনা তারা কেউ কেউ পিছে বা কেউ কেউ সামনেই বলে ঢঙ্গী। বাট আই এনজয় দ্যাট টু।:P আসলেই একটু ঢঙ্গী তো আছি বটেই। তাই বলে ভালোবেসে কারু সাথে ভালো ব্যাবহার করাটাও যদি ঢঙ্গী হয় তাইলে দোয়া করি সবাই ঢঙ্গী আর ঢঙ্গা হয়ে যাক।:P


জানি খুব দু একজন হলেও কেউ কেউ এই কথা শুনে বলবে, ঢঙ্গ দেখে গা জ্বলে যায়। :P :P :P

৯৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

কান্টি টুটুল বলেছেন:

".........আমার রচিত, সম্পাদিত, আবৃত, গীত "

কেমন করে এতকিছু একসাথে ধারণ করেন ভেবে পাইনা। শেষের ছবিগুলোর সাথে দেয়া বর্ণনা - শায়মা'র স্বাক্ষর বহন করে :)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২০

শায়মা বলেছেন: ভাইয়া একসাথে আবার কি জানোনা আমি সকল কাজের কাজী।.:P


অনেক অনেক থ্যাংকস আমার এই মজাদার কর্মকান্ড দেহকার জন্য।:)

৯৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১

আরমিন বলেছেন: সবই ঠিক আছে , কিন্তু এমন বুড়া দেবদাস কোথায় পেলে তুমি? :-*

সবচেয়ে বড় কথা কাজটা করে তুমি নিজে তৃপ্ত! এটাই তো কোনো কাজের স্বার্থকতা। অনেক অনেক অভিনন্দন তোমাকে!

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২২

শায়মা বলেছেন: আপুনি কি যে বলোনা???

দেবদাস বুঝি সারাজীবন সেই তরুণ কিশোরই থাকবে??? :(


তার বুঝি এত দিনে বয়স বাড়েনি!:P


হা হা হা হা


আসলেই এই কাজটা করে আমি নিজেই আনন্দে আত্মহারা!!!!


অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!!!


৯৫| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ভোর হয়েছে দোর খুলেছি
ভাল বাসার ফাদ পেতেছি ।
আসো তুমি আসো
একটু ভাল বাসো।
পাগল সে তো অনেকআগেই
ভাল করেই জান
প্রেমে পড় নাইএমন ভাবটি কেন আন?
ভাববে লোকে কি
পরীর দেশের রাজকন্যার সমস্যা আছে কি?
প্রেমহীনতা বিশালএ রোগ চিকিৎসা আছে একটাই
আমার কাছে যাদু আছে আছে সেরা দাওয়াই।

ভেবে দেখ হচ্ছে টাকি
জীবনটাকি মস্ত ফাকি?
তাই তো আকি
ভাল বাসা ,সোনার ময়না পাখি।

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৪

শায়মা বলেছেন: ভাইয়া তোমাকে মনে হচছে বেঁধে রাখার সময় হয়েছে।


তাও আবার দড়ি দিয়ে না শেকল দিয়ে.....


কবিতা আর ছবিতা করতে করতে তো মাথা পুরাটাই গেছে.......


সাবধানের মার নেই তোমার থেকে তফাতে থাকাই মনে হচ্ছে আমাদের মঙ্গল!!!

৯৬| ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২২

নস্টালজিক বলেছেন: বিশাল কর্মযজ্ঞ!


কম্পোজিশন ভালো লাগসে, শায়মা!


শুভেচ্ছা নিরন্তর!

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আমার কর্মযজ্ঞটা দেখতে আসার জন্য!!!


:) :) :)


অনেক অনেক মজা পেয়েছি আমি বনলতা, সুরঞ্জনাদেরকে একখানে জড়ো করতে পেরে। :)

৯৭| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

রাতুল_শাহ বলেছেন: আমার পচ্ছন্দের তালিকায় রাখলাম।

বনলতা,সুরঞ্জনা,হৈমন্তী, নার্গিস এর সাথে দেবদাস ???

পার্বতী আর চন্দ্রমুখী কোথায় হারালো? এই শোকে তো দেবদাস তো আরো দেবদাস হয়ে যাবে।

না আমাকে কিছু করতে হবে, দেখি হুমায়ুন আহমেদ স্যারের হিমু কোথায় আছেন? এভাবে আর দেবদাসকে আর দেবদাস হতে দেওয়া যাবে না।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

শায়মা বলেছেন: ঠিক তাই ......

রাতুলভইয়া আমিও যখন স্ক্রিপ্টটা লিখেছিলাম আমি দেবদাসের বদলে হিমুকেই রেখেছিলাম বটে। তবে প্রশ্ন উঠেছিলো প্রেমিক চরিত্র নিয়ে। বনলতা সুরঞ্জনা,হৈমন্তী, নার্গিস এর সাথে হিমু ঠিক ঠাক যায়না।:(


সেখানে দেবদাসই একমাত্র অগতীর গতী।:(


হিমু শুধু প্রেমিক নয় সে কোনো পার্বতী বা চন্দ্রমুখীর উপর নির্ভরশীল নহে।
হিমু নিজেই নেই নেই করেও এক স্বয়ং সম্পূর্ন একক স্বত্তা। তাকে নিয়ে আস্ত একটা স্ক্রিপ্ট লিখতে হবে। এমন কোনো কিছুর অংশ করে চলবেনা।


তুমি কি আজকাল আমার মত অনেক অনেক বিজিম্যান হয়ে যাচ্ছো নাকি ইচ্ছা করেই???? :P


দেখাই যায় ন একদম।

৯৮| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৭

ফয়সল নোই বলেছেন:
আপনাকে সবসময়ই আমার একধরনের হুমায়ূন আহমেদ মনে হয় :)

লেখাটা পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

শায়মা বলেছেন: আরে কি বলো ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!


আমার তো হার্ট এ্যাটাক হয়ে যাবে!!!!!!!!!!!!!!!!!!!!


এত বড় সর্বনাশ করতে পারলে!!!!!!!!!!!!!!!:(


:P


মনে হয় বললে কিন্তু কেনো সেটা তো এক কথাতেও বললে না!:(


আমার ধারনা তুমি একদম শান্ত শিষ্ঠ ভীষন চুপচাপ মানুষ। অনেক অনেক কম কম কথা বলো।


ঠিক না???? :P

৯৯| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পর যেন বৃষ্টি এল,,,,,,,,মনটাই জুড়িয়ে গেল আপুনি,,,,,,তোমাকে খুবযে মিস করেছি,,,,,,,,,,

অনেক অনেক ভাল থেক, আর হ্যা,,,,,,একটু হলেও লেখা দিও,,,,,,কষ্ট করে হলেও দিও,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: লাভ ইউ আপুনিমনি !!!!!!!!!!!!!


এমন করে বলার জন্য!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আর এমন করে বললে কি আর চুপ থাকা যায় বলো??????????


:) :) :)


ভালো থেকো অনেক অনেক আপুনি!!!!!!!!!!!!!!!

১০০| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৭

অনন্যমানুষ বলেছেন: আপু তুমিও তো আগের মত আর লিখোনা। :(
তোমার ব্লগ আমি আর.এস.এস ফিড এ দিয়ে রেখেছি। প্রতিদিন আমার মোবাইলে, ট্যাবে অনেক আশা নিয়ে তাকাই, অন্য সব ফিড গুলো আপডেট হয়, কিন্তু তোমারটাই শুধু হয়না। :(
লিংক দেখ
গত 12 মাসে লেখা পেয়েছি হাতে গোনা কয়েকটি :(
তুমিই এভাবে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছ, আর আমি তো সাধারন একজন। আমি যদি লিখি তাহলে তোমার প্রেক্ষিতে আমার এই প্রচেষ্টা হবে চরম বেয়াদবি।
এখন তুমিই বলো, কিভাবে আমি লিখবো?

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

শায়মা বলেছেন: ভাইয়া তোমার লিন্ক দেখে তো আমি মহা মুগ্ধ!!!


কতক্ষন যে তাকিয়ে ছিলাম!!!!!!!! আমি কিন্তু খুব সহজেই মুগ্ধ হই ভাইয়া আর তোমার আর এস ফিড দেখে আরও আরও বেশী হলাম।

এটা ঠিক আমি আগের চাইতে কম কম আসছি। তার পিছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কিছু কারণও আছে। আস্তে আস্তে দূরে না যেতে চাইলেও অনেক সময় আমরা চলে যাই কেমনে যেন।:(

তবুও তোমার মত কিছু আপনজনদেরকে আমিও এখনও খুঁজি ভাইয়া। অদেখা হতে পারো তবুও তোমরা সেই অদেখা ভুবনের আপনজন!


অনেক অনেক ভালো থেকো ভাইয়ামনি।:)

১০১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৭

অনন্যমানুষ বলেছেন: বিজি হইনি বরং ব্যাস্ততা এখন আরো কমে গিয়েছে।
আর রাগ করবো? রাগ করার জন্যও তো কেও একজন বা কিছু একটা থাকতে হবে, কার উপর রাগ করব?
আমারতো আর কেও নাই। :(

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

শায়মা বলেছেন: তোমার কেউ নেই হবে কেনো???


মনে হচ্ছে কোনো একটা অভিমান থেকে বলছো তুমি এই কথা।


মন ভালো করে ফেলো ভাইয়া আর অনেক ভালো থাকো।

১০২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৬

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
কনগ্রেটস আপু।

এই নাটক দেখতে নিশ্চিত জীবন বাবুরা ভিড় জমিয়েছিল।

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: হা হা


নিশ্চয় তাদের আত্মারা এসেছিলো .....

একদম ঠিক বলেছো ভাইয়া।:P

১০৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

শায়মা বলেছেন: বাপরে!!!


কই থেকে আসলা!!!!!!

১০৪| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

একজন ঘূণপোকা বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম আপুনি

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

১০৫| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

অদৃশ্য বলেছেন: আপুনি, আপনাকে একটি বার্তা পাঠিয়েছিলাম পেয়েছেন কিনা বুঝতে পারছিনা... জানালে কৃতজ্ঞ থাকতাম...


শুভকামনা...

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮

শায়মা বলেছেন: ঐ মেইল আইডি চেক করিনি ভাইয়া।

ওকে এখুনি করছি।

ভালো থেকো অনেক অনেক!

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২২

শায়মা বলেছেন: ভাইয়া

নীরাপ্সরায়মা


এটা দেখা হাসছি।


কবিরা ক্রিয়েটিভ।:P

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

শায়মা বলেছেন: ভাইয়া এখন বাইরে যাচ্ছি মানে শপিং এ.....


বাসায় ফিরে তোমার মেইলের জবাব দেবো.....


রবিঠাকুরের একটা গান আছে

মন তো দিলো না সাড়া, তাই আমি গৃহহারা
নির্বাসিত বাহিরে অন্তরে.....

একজন নির্বাসিতের জবাব........

তার গৃহবাসী তাকে যখন ডেকেছিলো..........

পরবাসী চলে এসো ঘরে.....
অনুকুল সমীরণ ভরে, চলে এসো চলে এসো চলে এসো ঘরে....


তার জবাবই ছিলো উপরের নির্বাসিতের......

ভাইয়া আমি বাসায় ফিরে তোমাকে মেইলের জবাব দিচ্ছি।

১০৬| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২১

জামিনদার বলেছেন: ভাল

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

শায়মা বলেছেন: :)

১০৭| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতক্ষণ বসে বসে একটা সফল মঞ্চায়ন ও আবৃত্ত্যিয়ায়ন দেখলাম ;)

ভিডিও কোথায়?

সফল পরিচালককে অভিনন্দন।

২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া....

আবৃত্তিয়ানও তো দেইনি।:P

সেটা ভিডিও থেকে কপি রেকর্ড করে দেওয়া যেতে পারে কিন্তু ভিডিও আপলোড করতেই তো জানিনা। :(


কেমনে দেবো ভাইয়া???:( :(

অনেক অনেক থ্যাংকস আর ভালো থেকো ভাইয়ামনি।

১০৮| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভিডিও করা হয়ে থাকলে, আর সাইজ ছোটো, অর্থাৎ ১০০ এমবির মধ্যে থাকলে ইউটিউবে বেশ সহজেই আপলোড করা যায়। ইউটিউবে এ্যাকাউন্ট থাকতে হবে, সেখানে সর্বনিম্ন ব্যালেন্স ২৫০ ডলার থাকা বাঞ্ছনীয় ;)

২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

শায়মা বলেছেন: হায় হায় এত কিছু পারবোনা ভাইয়া।:(


তার থেকে এই ভালো লিখালিখি আর ব্লগ!!!:)

১০৯| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফান করলাম আর কী ;) ;) কোনো টাকা-পয়সা-ডলার লাগে না ;) একটি শ্র লাগে, এটুকুই ;)

২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শায়মা বলেছেন: শ্র আবার কি ভাইয়া???

আমার শ্র নেই আর সেটা কই থেকে পাওয়া যায় সেটাও জানিনা তো।:(

১১০| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহো, ওটি 'শ্রম' হবে :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া......


তাই তো আমি ভাবছিলাম শ্র মানে কি ???

যাইহোক অনেক অনেক থ্যাংকস ইউটিউবে আপলোড দিলে তোমাকে চুপি চুপি দিয়ে আসবো।:)

১১১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৮

শাহজাহান মুনির বলেছেন: আপু অনেক দিন পর । লেখা ভাল হয়েছে । দেবদাসের অংশটা ভাল লেগেছে অনেক ।
মঞ্চের প্রতি বরাবর একটা টান অনুভব করি । কিন্তু মঞ্চে উঠা হয় না অনেক দিন । আবার কবে উদাও হবেন ?

২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: হা হা সবাই তো আমার দেবদাসকে বুড়া বুড়া করছে ভাইয়া।


তুমিও মঞ্চে কাজ করো জেনে ভালো লাগলো।


কবে উধাও হই জানিনা ভাইয়ামনি। কিছুই ঠিক নাই। তবে আপাতত বিজি নাই, ইজি আছি।:)

১১২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৯

শাহজাহান মুনির বলেছেন: আপু অনেক দিন পর । লেখা ভাল হয়েছে । দেবদাসের অংশটা ভাল লেগেছে অনেক ।
মঞ্চের প্রতি বরাবর একটা টান অনুভব করি । কিন্তু মঞ্চে উঠা হয় না অনেক দিন । আবার কবে উধাও হবেন ?

১১৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

শাহজাহান মুনির বলেছেন: সে অনেক আগের কথা, স্কুলে থাকতে রিগুলার ছিলাম । এখন আর সময় সুযোগ কোনটাই হয়ে উঠে না । উধাও হয়েন না, আপনারা ব্লগে থাকলে ব্লগের শ্রী বাড়ে । আমরাও অনুপ্রেরণা পাই । :| :|


২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৩

শায়মা বলেছেন: তার মানে তুমি একজন মঞ্চাভিনেতা!!!!!!!!!

অনেক অনেক ভালো লাগলো জেনে ভাইয়া।


সুযোগ বলে সত্যি একটা কথা আছে। অনেক সময় অনেক অনেক প্রতিভা সুযোগের অভাবে বিলীন হয়ে যায়।


ভালো থেকো ভাইয়ামনি!!!!!!!


অনেক অনেক ভালো ......

১১৪| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৫

অদৃশ্য বলেছেন:





খুবই খুশি হলাম আপুনি, যে আপনি তা পেয়েছেন... ভাবছিলাম তিনটি নামকে কিভাবে একসুতোয় আনবো... তখনি ওটা চলে আসলো... পছন্দ হয়েছেতো নাকি বকাঝকা করেছেন...

আর অ:ট: রহশ্যের সমাধানতো হয়েই গেলো... আবারো আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম...

শুভকামনা...

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া


কাল সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যায় বাসায় ফিরে তোমাকে আর মেইলের জবাব দেইনি।


আজকেও এখন যাচ্ছি।:(


রহস্যের সমাধান হলেও আরও কিছু বলার আছে তোমাকে ভাইয়ামনি।

১১৫| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫

আমি সাজিদ বলেছেন: সকল কাজের কাজি তুমি
শায়েস্তা করো পাজী,
নাচো গাও নাটক বানাও
তুমি গুন সাগরের মাঝি :)

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯

শায়মা বলেছেন: :P

পিচ্চি!!!!!

হা হা

আমি পাজী শায়েস্তা করি!!!
:P:P
:P

১১৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:১২

আমি সাজিদ বলেছেন: বা রে ! করো না ? #:-S 8-| :|

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: নাহ !!!!!!!!!!!!!!!!
আমি তো মহা মানবী!!!!!!!!!!!!!!!
তাদের মত ভালোমানুষ আর নাই ইহজগতে জানোনা!!!!!!!!!!!


:) :) :)

১১৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

লিঙ্কনহুসাইন বলেছেন: আপনি তো আফা ব্যাপক গুণি মানুষ !! এতো কিছু কেমতে কি :(( নাচেন , গান , ছবি আকেন , মজার মজার রান্নাও করেন । আবার আজকা দেখি মঞ্চনাটক পরিচালনাও করলেন ! এতো কিছু কেমতে পারেন X( মাইনাচ মাইনাচ

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩

শায়মা বলেছেন: এমন একটা কমেন্টের জন্য আর মাইনাচের জন্য তোমাকে একটা গিফট দেওয়া হলো ভাইয়া.....


আর পানিসমেন্ট হলো আজ থেকে এক মাস পর এই ইমনকল্যান রাগ সঙ্গীতটি তোমাকে শোনানো হইবেক.....:P

আজ থেকে প্রাকটিস শুরু করছি.......:) :) :)

http://www.youtube.com/watch?v=Y7rZUflR1M4

১১৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০

লিঙ্কনহুসাইন বলেছেন: :|| :|| :||

২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া চেহারার এমন অবস্থা দেখে হাসছি।:P

১১৯| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

জুন বলেছেন: শায়মা আমিতো তোমার প্রতিভায় অবাক হয়ে যাচ্ছি।
এত অঙ্গে এত রূপ :-*
যাক তোমার মাতব্বরীতে এত এত বিখ্যাত ব্যাক্তিত্যরা সব একসাথে মঞ্চে নেমে আসলো ।
শুভকামনা অনেক অনেক ।
+
অটঃ পোষ্ট দেখে প্রথমে ভেবেছিলাম আমাদের ব্লগের প্রিয় সুরঞ্জনাকেই বুঝি স্টেজে নিয়ে এসেছো :P

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: হা হা হা আপুনি!

আপুর আগের যেসব ছবি দেখেছি ! যেন সুচিত্রা সেন! কাজেই সুরঞ্জনার বদলে তাকে আনলেও মন্দ হত না!

কেমন আছো তুমি আপুনি?

শরীর ভালো তো?

১২০| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১০

জুন বলেছেন: *একই অঙ্গে এত রূপ :P

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন: আমি বহুরূপী আপুনি!:P

১২১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

আমি সাজিদ বলেছেন: আসলেই পরীরা বহুরুপী হয়।

:#>

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:২২

শায়মা বলেছেন: হা হা


:P


আর সাজিদরা কি হয় ???

১২২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:০০

ইখতামিন বলেছেন:
কেমন আছেন ?

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:২২

শায়মা বলেছেন: ভালো আছি!!!!!!!!!:)


তুমি কেমন আছো ইখুবেবি???

১২৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩১

রেজোওয়ানা বলেছেন: বস!!

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: :P

১২৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮

অনিক রহমান বলেছেন: সব ভেংগে ফেলার মুডে আছি।ইটস নট ওকে। X( X((

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=gcTUdqrW3Gg


:) :) :)

১২৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

আমি সাজিদ বলেছেন: সাজিদরা হতভাগা পিচকা হয়। না, তুমি-ই বলো আপি, কি হয় ?

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪১

শায়মা বলেছেন: না না হতভাগা হবে কেনো??????


ইউ আর লাকি পিচকাভাইয়া।


লাকি এ্যান্ড গুড স্টুডেন্ট!

:):):)

১২৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৪

আমি সাজিদ বলেছেন: অনেক বেশী প্রশংসা করে ফেললে, আমি অতোতা লাকিও নই।আর ফাঁকিবাজ স্টুডেন্ট।ক্ষেত্র বিশেষে গুড

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৬

শায়মা বলেছেন: আমার কাছে গুড স্টুডেন্টদের সাত খুন মাফ!!!!!!!!!

১২৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫

অনিক রহমান বলেছেন: ঢং কম করো।ওকে? X((

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭

শায়মা বলেছেন: ঢং!!!!

:| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :| :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B


ওকে ঢং কম করে এখন ঘুমাতে যাই।:)

১২৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪১

লিঙ্কনহুসাইন বলেছেন: আফা আমারে কেউ বকা দিলেও আমি রাগ করিনা :|| :|| :|| তাই রাগ সঙ্গীতটি আমার শুনতে ভালো লাগেনা :| মাপ চাই দোয়াও চাই :-* :-*

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া

সে জন্যই তো বলিলাম,

উহা হইবেক তোমার গিফট প্লাস পানিশমেন্ট!:P

১২৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪২

লিঙ্কনহুসাইন বলেছেন: আফা আমারে কেউ বকা দিলেও আমি রাগ করিনা :|| :|| :|| তাই রাগ সঙ্গীতটি আমার শুনতে ভালো লাগেনা :| মাপ চাই দোয়াও চাই :-* :-*

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: ওকে ওকে আচ্ছা আচ্ছা

এখন এই নাও আমার আজকের ইফতারের জন্য সদ্য বানায়িত ঠান্ডা ঠান্ডা কুল কুল ফ্রুট ককটেইল উইথ আইসক্রিম ডেজার্ট!:)

ধ্যৎ ছবি আপলোড হয়না:(

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: .


:) :) :)

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: .



সাথে নাও আমাদের নিউ কুকের বানানো বিফ আইটেম ইয়াম্মী ইয়াম্মী!:)

১৩০| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

সোমহেপি বলেছেন: জুন বলেছেন: শায়মা আমিতো তোমার প্রতিভায় অবাক হয়ে যাচ্ছি।
এত অঙ্গে এত রূপ



মিছা কথা কোন গুণ নাই।পুরাই বেগুণ ।না হইলে বিয়া অয় না ক্যান?

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

শায়মা বলেছেন: ঐ ভাইয়া মাইর খাবা!!!!!!!!!!!!


রোজার মাসে বেগুনী আর পিয়াজু ছোলা খেয়ে খেয়ে মাথা গেছে না!!!!

সবখানে শুধু দেখো বেগুন আর পিয়াজ আর বুট মুড়ি,জিলাপী!!!!!!


বিয়া বিয়া করো কেনো!!!


চেনো আমার রাজকুমারকে?


টগবগ টগবগ ঘোড়ায় চড়ে রাজার কুমার এলো
রাজকুমারী তোমারে কে বেগুন বলে একবার শুধু তাহার নামটা বলো? #এংরি বার্ড রাজকুমার:P#


পালাও ভাইয়া আসলো আমার এংরি বার্ড রাজকুমার!!!:P

১৩১| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

অনিক রহমান বলেছেন: X( X( X(

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৫

শায়মা বলেছেন: X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

১৩২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩

রাজু মাষ্টার বলেছেন: ব্লগে আগে এতোটা আগমন ছিলোনা,এখন থেকে নিয়মিত হবার চেষ্টা করছি...

আপনাদের ভালো লেখাগুলো মন দিয়ে পড়ছি,কিন্তু আপ্নারাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন,এটাকি উচিত হচ্ছে?

আমরাও যে ভালো করে কলম ধরতে চাই,কিবোর্ড এ ঝড় তুলতে চাই, কিন্তু তোমারাই যদি ঘুমিয়ে থাকো আপু,আম্রাতো কিছু নতুন আরো আগেই নাক ডাকাবো !:#P !:#P !:#P !:#P

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৬

শায়মা বলেছেন: না উচিৎ হচ্ছে না


সেটা জানি ভাইয়া.....

তবে জানোই তো মানুষ হলো অভিমানী জাত.......

অভিমান ভুলে থাকা বড় কষ্টের......বড় কঠিন .....


তবুও জেগে থাকো ভাইয়া তোমরা .......

:) :) :)

১৩৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

মেহেদী হাসান মানিক বলেছেন: |-) |-) |-) |-) |-) |-) |-) |-) এইডা কি ঘোমের ইমো??

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১

শায়মা বলেছেন: হ্যাঁ তবে তুমি বনলতা, সুরঞ্জনা এত এত সুন্দরীদের দেখে ঘুমাই গেলে ভাইয়া!!!!!!!!!!!




তুমি দেখছি মুনী হয়ে গেছো!!!!!!:P

১৩৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৩

মেহেদী হাসান মানিক বলেছেন: আসলে ব্যাপারটা হইছে অনেকদিন ব্লগে আসার সময় পাই না। আইজ পাইছি।। ফ্রী হইলেই কেন জানি শুধু ঘুম পায়। :-< :-< :-< :-< :-< :-<

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

শায়মা বলেছেন: হায় হায় কি সর্বনাশ!

তো ভাইয়া কি নিয়ে এত বিজি শুনি?

পড়ালেখা নাকি জব?

১৩৫| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৪

রাজু মাষ্টার বলেছেন: হুম আপু জানি আমরা বড়ই অভিমানী......

তাই বলে চুপ করে থাকবো?দুরে সরে যাবো?কখনোই না......

কারন আমাদের চারপাশ আমাদের অভিমান বোঝেনা,তাদের জন্য কষ্ট পেয়ে কি লাভ?নিজের স্থান কখনোই ছাড়বনা.........

হ্যা আপু জেগেই আছি,জেগে জেগে যারা ঘুমায় তাদের ডিস্টার্ব করি :) :) :)

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৫

শায়মা বলেছেন: কেরে এইটা চেনা চেনা লাগে!

হা হা জোর করে স্থান ধরে রাখবে!

ভালো বলেছো ভাইয়া!

বুঝাই যাচ্ছে তুমি মায়ের আল্লাদী বা আদরের ছেলে! এখনও সত্যিকারের কষ্ট কাকে বলে দেখোনি!:P

যাইহোক ভালো থেকো অনেক অনেক ভাইয়ামনি!:)

১৩৬| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৮

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ভালো লাগছে পইড়া।

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ যন্ত্রপাতি ভাইয়া!:)

১৩৭| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ মুন্সীভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!:)

১৩৮| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: আমার মত মিসকিন অধম ব্লগারের ব্লগে আপনার মত খ্যাতিমান স্বনামধন্য ব্লগারের আগমনে আমি ধন্য । অনুসরন করলাম ।

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

শায়মা বলেছেন: :P


তুমি মিসকিন, অধম ব্লগার নাকি ভাইয়া!!!!!!!!!!


হা হা হা


তোমাকেও তো সবাই অনুসরন করছে বলেই আমার ধারনা।:)

১৩৯| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

অনিক রহমান বলেছেন: :(

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

শায়মা বলেছেন: হায় হায় একবার রাগ, আরেকবার দুঃখ.....


এই সব কি ??? #:-S

১৪০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১

অপু তানভীর বলেছেন: আপুনি !! :( :( :(
আইডি ডিএকটিভ কেন ?? :( :( :( :(

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

শায়মা বলেছেন: আর বলোনা......

শুধু কে যেন বার বার আমার আই ডি হ্যাক করার ট্রাই করে......:(


তাই ডি একটিভ করে রেখেছি।


হি হি চোরের সাথে লুকোচুরি খেলা ।:P


এছাড়া আমার তো ফেসবুকে এমনিতেও তেমন কোনো একটিভিটি নেই।
তাই একটিভ করলেই কি না করলেই কি .......:)





১৪১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৭

রাজু মাষ্টার বলেছেন: হুম আপুনি কষ্ট কাকে বলে দেখিনা...দেখতে চাইওনা
কারন তা অনুভবের বীনায় সুর তুলে যায় প্রতিনিয়ত......

ছিলাম একসময়ের আহ্লাদি,হয়তো এখনো আছি...
কিন্তু জীবনের এই প্রতিযোগিতার দৌড়ে এই আহ্লাদিপনার আর সময় কই?


একটা কথা আপু তোমার সবচেয়ে বড় আপন হছে তুমিই নিজে। B:-/
সো হু কেয়ারস,নো চিন্তা ডো ফুর্তি, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা :-0 :#) :#) :#)

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: বাহ বাহ তুমি দেখি ঢিঙ্কাচিকা নাচও জানো!!!!!!!!


আগের বছর এ সময়টাতে ঢিঙ্কাচিকা ড্রেস এসেছিলো। ভুলেই গিয়েছিলাম তো........ তোমার নাচানাচিতে মনে পড়লো সেই কথা।:)


আর এবার তো এক তওবা তওবা ড্রেস এসেছে।:P

১৪২| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

গবেট বালক বলেছেন:
মানুষ মাত্রই ভুল হয়, সম্পর্কে সেক্রিফাইস করতেই হয় আর সেক্রিফাইসটা দুই দিক থেকেই হতে হয় B-)

বাই দা ওয়ে আমি রমজানের ফ্রেন্ড :D


১৪৩| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

প্রিন্স হেক্টর বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :((

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: কান্না কলেনা ভাইয়া।


আই লাভ ইউ সো মাচ!!!!!!!:)


http://www.youtube.com/watch?v=A8lqOGbJz1Q

১৪৪| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

আমি সাজিদ বলেছেন: উফ! পেটের ভিতর ইঁদুরের দল যেন কাবাডি খেলতেছে। সমস্যা নাই, আর ২০ মিনিট পর এইসা দৌড়ানি দিবো যে পালিয়ে দিশকুল পাবে না। :'( :'(

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১

শায়মা বলেছেন: আরে ভাইয়া তোমার কাবাডি খেলা এত পছন্দ!!!!!!!!

তোমার জন্য একটা কাবাডি সং :)


http://www.youtube.com/watch?v=v4hfAm6efRM

১৪৫| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

লিন্‌কিন পার্ক বলেছেন:
সবাইকে ত আসতেই হবে আপনার আহ্বান বলে কথা ! :#> B-)

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৪

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=njAMYGoHiIM


অনেক আগের বাংলা সিনেমার একটা গান মনে পড়লো!!!


পিচ্চুভাইয়া কেমন আছো???

১৪৬| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
তাকে কি মাফ করা যায় না আপু ?? :(( :(( :(( :(( :(( :P

১৪৭| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ আপু... শেষ মঞ্চে উঠেছি ঠিক দুবছর আগে এখানকার চিকেনশেড থিয়াটারে. .. শেষ কবিতার মঞ্চ দেখেছি মাহি ভাইয়ের ঢাকায় ঠিক আড়াই বছর আগে... আর এখন চোখ বুজে বুজে দেখি... ব্লগে প্রকাশ মঞ্চ টিকে মনে হয় এইভাবে প্রথম দেখলাম... ধন্যবাদ আপু...

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৭

শায়মা বলেছেন: আরে ভাইয়া তুমিওওওও মঞ্চাভিনেতা!!!!


গুড গুড গুড!!!

ভালো লাগলো জেনে......

হা হা হা ভালো বলেছো এটা হলো ব্লগীয় মঞ্চ!!!!


আমার নানারকম কর্মকান্ড ব্লগীয়কারে আনতে আমার অনেক মজা লাগে তো!!!

১৪৮| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মেহেদী হাসান মানিক বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=Uy8C2Eceg2E


তোমার জন্য

১৪৯| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আমি সাজিদ বলেছেন: :( :( :( :(( :(( :((

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৫

শায়মা বলেছেন: http://www.youtube.com/watch?v=A9z1eGCF154

১৫০| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

অনিক রহমান বলেছেন: কমেন্ট মুছলা কেন? X( X( X(

১৫১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

আমি সাজিদ বলেছেন: amake keu vulei geche, tar kache ekhon ami onyo 10 joner motoi.

kintu amar ki theka poreche ze, ami take disturb kori? kintu na kore pari na.tar reply bar bar na porle valo lage na.

Prithibite maya na thaklei valo hoto...

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

শায়মা বলেছেন: ভাইয়ামনি পিচ্চু তোমাকে মোটেই ভুলিনি। তবে পৃথিবীতে মায়া মমতার সাথে সাথে অভিমান বলেও একটা কিছু আছে।সেটা কাটানোটাও মায়া কাটিয়ে ফেলার মতই কিছু কষ্টকর!!!

মাঝে মাঝে সেই অভিমানটা কি করে চেপে বসে সম্পূর্ণ অজানা অচেনা কোনো বোকা মানুষদের কারণে যার থেকে মুক্তির উপায় হয়তো আছে কিন্তু আমিটা এমনি। যে মানুষ ভুল করে ভুল বোঝা তার ভুল কখনও ভাঙ্গিয়ে দেই না।:(

অভিমানটাও থাকে কাটেনা...

মায়াটাও থেকে যায়....:)

১৫২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

এ্যাপোলো৯০ বলেছেন: :( :( :(

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯

শায়মা বলেছেন: মন খারাপ কেনো আপুনি? :(

১৫৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :(( :(( :((

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২০

শায়মা বলেছেন: সব পিচ্চিপাচ্চি আপুনিগুলার কি হলো!!!! B:-)

১৫৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৫২

চেয়ারম্যান০০৭ বলেছেন: :( :(( :( :(( :( :((

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২১

শায়মা বলেছেন: তোমারও মন খারাপ!!!!!!!!!


হায় হায় !!!!!!!

১৫৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:০১

কাজী মামুনহোসেন বলেছেন: :(( :(( :(( :((

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২১

শায়মা বলেছেন: মামুনভাইয়া রোজা রেখে তোমার কি খিধা পেয়েছিলো!!!!


আহারে!!!!:(

১৫৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:০১

আশকারি রহমান বলেছেন: :(( :(( :(( :( :( :( :(( :(( :(( :( :( :(

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২২

শায়মা বলেছেন: বাপরে!!!!


পিচ্চি তুমি কি পথ ভুলে মন খারাপ করে এই দিকে চলে আসলে নাকি!!!!

১৫৭| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৩৯

আমি সাজিদ বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি বলেছেন:চেয়ারম্যান০০৭ বলেছেন:কাজী মামুনহোসেন বলেছেন:আশকারি রহমান বলেছেন: :( :( :(( :(( :( :( :( :(( :(( :(( :(( :( :((

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

শায়মা বলেছেন: এ দেখি গণমনখন

ওপস স্যরি


না না গণ মন খারাপ দিবস!!!!!!!! B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১৫৮| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০

~মাইনাচ~ বলেছেন: আমি সাজিদ বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি বলেছেন:চেয়ারম্যান০০৭ বলেছেন:কাজী মামুনহোসেন বলেছেন:আশকারি রহমান বলেছেন: :( :( :( :( :( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((


=p~

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: ঐ কি শুরু হইসে এইসব?????????????????????????????????????????

X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(




হইসে হইসে আর কান্না করতে হবেনা আমি আজকেই একটা ইফতার পার্টি দেবো। নাহয় কালকে ওকে???


এইবার কান্না বন করো তব্বাই।:) :) :)

১৫৯| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

কাজী মামুনহোসেন বলেছেন: আমার খিধা লাগছে আপনে বুঝলেন ক্যামনে ? :(( :(( :((

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: কি বলো ভাইয়া???


বুঝবোনা !!!!!!!

তাই কি হয়???


আমি বুঝবোনা......... #:-S #:-S #:-S

১৬০| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:১৮

তুষার কাব্য বলেছেন: আহারে,সেই সব দিনগুলো ! কতো রাত ভোর করে দিয়েছি একসময় এই প্রিয় কবিতা গুলো আবৃতি করে।টি,এস,সি'র প্রতিটা ঘাসের কোলে স্মৃতিগুলো জড়িয়ে আছে /:)
আপু কাজটা ভালো হলোনা।অন্তত দর্শক সারিতেও তো থাকতে পারতাম :((

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া রাগ করোনা......


তুমি একটা কবিতা শুনাও।

১৬১| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

আরুশা বলেছেন: ইশ শায়মা আপা আপনার যে কত গুন। হিংসাই হয় :)

১৬২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

শায়মা বলেছেন: Thank U Arusha!:)

১৬৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৫

বিষের বাঁশী বলেছেন: পরিচালক আপুনিকে শুভেচ্ছা এবং শুভকামনা। আরও বেশি বেশি প্রতিভা প্রকাশিত হোক গুণী আপুটার। :)

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়া!!!!!!!!


অনেক ভালো থেকো।:)

১৬৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

বৃতি বলেছেন: আমার পোস্টটা প্রিয়তে নিয়ে গেলাম আপু :) :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

শায়মা বলেছেন: ওকে আপুনিমনি!


কেমন আছো তুমি?

১৬৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

বৃতি বলেছেন: ভালো আছি । তুমি?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

শায়মা বলেছেন: আমিও ভালো আছি পিচকি আপু!:)

১৬৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

লেজকাটা বান্দর বলেছেন: বাহ আপনি তো ডাইভার্স ট্যালেন্ট আপুনি!! চমৎকার একটা কাজ। পরিচালকের পুরো ছবিটা দিতে পারতেন!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: :P


পরিচালকের পুরো ছবি দেওয়া নিষেধ মানে তার অনুমতি নাই তো ভাইয়া।


:( :( :(


যাইহোক এই কাজটা করে আমি মহানন্দ পেয়েছি আর একটা পাপেট শো করেছিলাম সেটা আমার লাইফের সেরা কাজ সেটারও পোস্ট আছে। নাচোতো দেখি আমার পুতুলসোনা শিরোনামে ।:)

১৬৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ওরে বাবা মাল্টি ট্যালেন্ট !!!! ভালো লাগলো !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

শায়মা বলেছেন: :P


থ্যাংকস ভাইয়া।:)

১৬৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ক্যামনে কি

এত কিছু পারেন ক্যামনে :(

বাহ দারুন

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

শায়মা বলেছেন: :P


কেমন আছো ভাইয়া???

১৬৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: আমি ভালো আছি
আপনি আমাকে ভাইয়া বললে তাও আবার আপনি করে বলেন লজ্জা লাগেতো আপু :P

কারন আমি আমার পরিবারে সবার ছোট সবাই তুই
তুমি কয়
কেউ কোনদিন ভাইয়া কয়নি :(

আমি আপনার অনেক ছোট হব শিশু :D

মাসুম যুবক :P :P

আপনি কেমন আছেন আপু :)

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: আরে ভাইয়া , ভাইয়া বলেছি বটে তবে কস্মিনকালেও আপনি বলিনি। আমি বড়দেরকেই আপনি বলিনা তায় আবার তোমার মত পিচ্চুকে!!!!!!!!


স্বপ্নেও ভেবেোনা। ভুল দেখেছো তুমি। :P


আমি ভালো আছি!!!:)

১৭০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

সাহসী সন্তান বলেছেন: আপুনি, সামুর পুরানো পোস্ট খুজতে গিয়ে আজকে এই পোস্টটা একজনের প্রিয় তালিকায় দেখে ঢুকলাম! কিন্তু ঢুইকাতো অবাক......!! এ যে দেখি এলাহী কারখানা? আমি আর নাই আপুনি.......!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

শায়মা বলেছেন: কেনো কেনো কেনো!!!!!!!!!!!!!!!! তুমি কোথাও যাও ভাইয়ুমনি!!!!!!!!! এই পোস্টে কি সমস্যা হলো আবার!!!!!!!:(

১৭১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

সাহসী সন্তান বলেছেন: সমস্যাটা হইলো, আপনি যে এত পারেন তাই দেইখা হিংসায় গাও জ্বলতাছে!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

শায়মা বলেছেন: আরে আমি তো অল রাউন্ডার ভাইয়ু!!!!!!!!!! দানোনা!!!!!!!!! :P


আর অল রাউন্ডারদের অনেক কিছু পারতে হয়!!!!!!!!! :) :):)



হাহাহাহাহাহাহাাহাহাহাহা

১৭২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

আমি মাধবীলতা বলেছেন: মুগ্ধ ! মুগ্ধ ! মুগ্ধ !!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

শায়মা বলেছেন: মাধবীলতা আপুনি!!!!!


থ্যাংক ইউ !!!থ্যাংক ইউ!!!!!! থ্যাংক ইউ!!!!!!:)

ঐ মালতীলতা দোলে

১৭৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫২

আমি মাধবীলতা বলেছেন: তুমি কী ভীষণ ভালো আপু !!! এত্তো এত্তো সুইট !!!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: তুমিও তো!!!!!!:)

১৭৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

আমি মাধবীলতা বলেছেন: আপু তোমার একটা কবিতার পোস্ট ছিলো না-"আমরা তখন ফড়িং" খুঁজে খুঁজে হয়রান হচ্ছি ! তাও পাচ্ছি না! লিঙ্কটা দাও না প্লিজ ?

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: বাব্বাহ!!!!!!!


তুমি কেমনে জানলে!!!!!!! B:-)

১৭৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: Amra Tokhon pakhi chilam, Amra Tokhon foring

১৭৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

আমি মাধবীলতা বলেছেন: আমি অনেকদিন আগে থেকেই ব্লগ পড়ি আপু । জানো এতো এতো পোস্ট আছে যেগুলো পড়ে অভিভূত হয়ে থেকেছি আর ভেবেছি-কিভাবে পারেন তাঁরা ! এতো সুন্দর করে লিখতে !
আর তুমি তো স্রেফ একটা পরী আপনি !!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

শায়মা বলেছেন: :P


আমি পরী নাকি শুধু। আমি তো পরীরাণী!!!!!!!!!!

১৭৭| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনাকে দেখা যায় হাত নেড়ে বেশ কারিগরি দেখাচ্ছেন!
যাক আপনার কান সাথে আছে, চিলে নেয় নি!! ছবিতে দেখতে পাচ্ছি।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: হা হা হা


ঠিক ঠিক আমি পন্ডিৎ না থাকিলে কি কিছু হইবেক!!!!!!!

আর আমার কান!!


আর বলো না সারাদিন চিলেরাই তার পিছে দৌড়ায়!!!!!

১৭৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনার জীবনের লক্ষ কী একমাত্র পান্ডিত্য দেখানো!

কান সাবধানে রাখবেন, কান না থাকিলে দুল পরিবেন কীসে!!

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

শায়মা বলেছেন: ওহ আমার কান তো উড়ে বেড়ায়..... আর চিলেরা তার পিছে..... দুল পরা কানই উড়ে জানো???

কাজেই দুল লইয়া নো চিন্তা...... :)

আর পান্ডিত্য!!!!!!


তাহার কথা আর কি বলিবোক!!!! :)

১৭৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:




কী সাংঘাতিক! দুল পরা কান উড়ে! শত্রুদের ঘরে কান পাতেন না তো আবার!!

আমি শত্রু না, আমার ঘরে যেনো কান না আসে! আমার কথাগুলো সুপ্ত থাকা অতি গুরুত্বপূর্ণ!!

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

শায়মা বলেছেন: হা হা শোনা কথায় কান দিতে নেই!!!


তুমি আমাকে কি বলেছিলে যে ভয়ে মরে যাচ্ছো!!!!!!


হা হা হা হা হা


দুল পরা কান ভীতুদের বাড়ি যায় না!!!!!!

ডোনট ওরি ভাইয়ু!!!!!! :P

১৮০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:



কিছু বলিনি তাই যদি কিছু জেনে যান ! তাই নো কান হেয়ার !!

ভীতু থাকা ভাল।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

শায়মা বলেছেন: আহারে ভালো ভালো করে নিজেকে সান্তনা দিতে হয় না ভাইয়া!!!!!!

নো ভয় !!!!!! :P

১৮১| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৪:১৪

ফড়িং-অনু বলেছেন: পড়লাম।

৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: হা হা এত পোস্ট ছেড়ে এই পোস্ট কেনো ভাইয়া?

১৮২| ৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৮

জটিল ভাই বলেছেন:
পরিচালকের কি কটনবার দরকার? =p~

৩০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: কেনো ??

এই পোস্টে কি লিখেছিলাম মনেও নেই।

কিন্তু কটনবার কি জিনিস?

১৮৩| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:০২

জটিল ভাই বলেছেন:
=p~

৩০ শে জুন, ২০২১ রাত ৮:০৬

শায়মা বলেছেন: ভাইয়ামনি

এটাকে কটনবাড বলে কটনবার বললে তো ভাবলাম আমাকে সিনেমা পরিচলাক ভেবে টেবে পরীমনির যাওয়া কোনো বার টার এর নাম কিনা?

:P

১৮৪| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:০৩

জটিল ভাই বলেছেন:

৩০ শে জুন, ২০২১ রাত ৮:০৭

শায়মা বলেছেন: ভাইয়া

আমার শেষ পোস্টে একটা প্রশ্ন করেছিলাম দেখেছো কিনা জানিনা।


তোমার চান্দের মত একয়া পিচ্চু বাবু আছে না???


কেমন আছে বাবুটা ?

১৮৫| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:১২

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: ভাইয়া
আমার শেষ পোস্টে একটা প্রশ্ন করেছিলাম দেখেছো কিনা জানিনা।
তোমার চান্দের মত একয়া পিচ্চু বাবু আছে না???


আপনি এটা কিভাবে জানলেন!!! আমিতো এমন কিছু জানিনা! =p~


কেমন আছে বাবুটা ?

৩০ শে জুন, ২০২১ রাত ৮:১৯

শায়মা বলেছেন: জানোনা????


দেখো লোকে বলে আমি বুদ্ধিমতী।


তো এখন কি তুমি দেশে নাকি সৌদীতেই?

১৮৬| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমার আগের আঁকা শিল্প কর্ম দেখে তো আমি শেষ.... =p~

৩০ শে জুন, ২০২১ রাত ৮:২০

শায়মা বলেছেন: ভাইয়া হঠাৎ কি মাথায় বেশি কাব্য এসে গেছে???


নাকি কাব্য মন্তব্য পোস্টু ঘেস্টু সকলি একসাথে এসেছে ভাইয়ামনি??

১৮৭| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:২৪

জটিল ভাই বলেছেন:
সৌদি যাবার ইচ্ছে দুবছর ধরে, কিন্তু কভিড পরিস্থিতির জন্যে দেশেই আছি।

মেয়েলোকের বুদ্ধি নাকি থাকে হাঁটুর তলে?
কোন পাগলে মেয়েমানুষকে বুদ্ধিমতি বলে?
খায়-দায়, রান্ধে-বারে, করে কিবা আর?
পরচর্চা-পরনিন্দা করেই জীবন পার.....
=p~

৩০ শে জুন, ২০২১ রাত ৮:২৮

শায়মা বলেছেন: এইবার তোমার খবর আছে।

মেয়ে লোক ছেলে লোক কারে বলে বুঝাবো দাঁড়াও।

পরনিন্দা পরচর্চা শুধু মেয়েদের কাজ না??


এখন তো সন্দেহে পড়ে গেলাম তুমি জটিলভাই না জটিল বোন আসলে!!!

১৮৮| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:৩৫

জটিল ভাই বলেছেন:
মেয়েরা এমনিতেই সন্দেহ বাতিকগ্রস্ত হয়। পেটে সন্তান থাকা অবস্থায় সন্দেহ রোগ অনেকগুনে বেড়ে যায়।
-হুমায়ূন আহমেদ

৩০ শে জুন, ২০২১ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: তোমারে আমার চেনা হয়ে গেছে।

কোনো বাণীতেই আর লাভ হবে না জটিলবোন।

১৮৯| ৩০ শে জুন, ২০২১ রাত ৮:৪৬

জটিল ভাই বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.