নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

ভাইয়াগুলোর জ্বালায়......আমি খানাপিনা দিয়ে পালাই...

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৩



শায়মা আপু, শায়মা গো-

কত্ত কিছু রান্না করে একলা একলা খায় মা গো!

মোরগ পোলাও, বিরিআনী, চাইনজি বা স্যুপ,

ঘরে বসে খাবে, তখন মুখটা থাকবে চুপ। :P

বলবে না, ভাই কে কে আছিস দাওয়াত দিলাম আয়!

আল্লাহ জানে আপুনিটা কেমনে এসব খায়!!

এটা বানায়, সেটা বানায়, হাতের কাজে পটু,

খেয়েদেয়ে মাশাল্লাহ সে হচ্ছে মটু সটু! :P

কাচ্চা বাচ্চা পছন্দ তার থাকে তাদের সাথে,

সবাই যখন ঘুমায়, সে ফ্রিজ খুলবে অনেক রাতে। :P

অন্ধকারে যা-ই পাবে টপ টপা টপ টপ,

মিস্টি, রাবরি, সন্দেশ, পেয়াজু, বেগুণী আর চপ।

লুকিয়ে রোজ আচার খাবে, খাবে প্রাণের জেলি,

আমি যদি চাই একটু, বলে, 'যা যা গেলি!' :P

তার পার্সে টাকার বদলে থাকে বাদাম ভাজা,

অবসরে খায় হয় হজমোলা নয়তো তিলের খাজা। :-/

রাতে যখন ঘুমিয়ে যাই, স্বপ্নলোকে গেলে,

দেখি আপু আমার মুখে খাবার দিচ্ছে ঠেলে। :)

আমি বলি আর খাবো না, পেট হয়েছে ফুলা,

উঠে দেখি বালিশটা নাই, আমার মুখে তুলা। :P

রফিক এরশাদ

কিছুদিন আগে রফিকভাইয়া আমাকে ছড়ায় ছড়ায় ভীষন খোঁটা দিলো। আমি নাকি একা একা খাই। আমি নাকি কাউকে দাওয়াৎ দেইনা। আমি নাকি পেটুক, আমি নাকি মটু, আমি নাকি কিপটা, আমি নাকি .... আমি নাকি ...... আরো কত কি!!!!!!!!!!!!!!/:)/:)/:) সাথে এই বদনামীতে যোগ দিলো শতদ্রুভাইয়া, রাজপুত্রভাইয়া আরও আরও অনেকেই!!!!!:-*

তাই আজ সারাদিন নান্না বান্না করে সবাইকে খাওয়ালাম।:) :) :)



রফিকভাইয়া চেয়েছিলো একটু খানি খেতে

একটুখানি ঝোল কিংবা বাসন চেটে খেতে।

তাই তো আমি এনে দিলাম মাংস হাড়ি ভরা

এইবার খাও পেটুকভাইয়া ঝাল কিন্তু কড়া।:)



শতদ্রু

শতদ্রু নদী থেকে এনে পাবদা মাছ

রেঁধে দিলাম মজা করে ফেলে সকল কাজ,

টমেটো আলু ঝুরি দিয়ে একটু ধনে পাতা

এইবার খাও ভাইয়া তুমি খেওনা আর আমার মাথা। X((



রাজকুমার

রাজকুমারের জন্য আগেই রেঁধেছি মালাইকারী

ভাইটা আমার রাজার কুমার লক্ষী ভীষন ভারী।

গলদাচিংড়ির দই কোরমা কালকে খেও ভাই

কাউকে যেন ডেকোনাকো আর কিন্তু নাই।



ইপ্সিতা

ইলিশমাছের টুকরো দিয়ে সাথে পালং শাক

একটু খানি রেখে দিলাম হাম্বাটাও পাক

দেবো নাকি সাথে একটু টক কাগজীলেবু

মজা করে খাও এবার আমার ইপ্সিবাবু।:)



সোনাবীজভাইয়া

কঁচুশাকের ভর্তাটা অনেক মজা করে

রেঁধেছি আজ ভাইয়া তুমি খাও পরান ভরে

ভাবীর মতন ইলিশ পোলাও রাঁধতে পারিনা

আমারটাও তাই বলে খুব খারাপ কিন্তু না।:)



ইশিফিশি ইকবালভাইয়া

তোমার জন্য ডাল

শিখিয়ে দিলাম ভাইয়া এবার খাও এক থাল

কাঁচা মরিচ দিয়ে কিংবা শুকনামরিচ ডলে

ঝাল লাগবে আগেই আমি দিচ্ছি কিন্তু বলে।





আবদুল হাকভাইয়া তোমার জন্য নিহারী

পরোটা আর সালাদ দিয়ে খাও তাড়াতাড়ি।



উধাও ভাবুক

চিকেন কাবাব, আলু চপ আর শামি কাবাব দিয়ে

উধাও ভাইয়া খাও এখুনি পরীর দেশে গিয়ে ।







জেন রসি

স্প্রিংরোল, কাবাব আর জর্দা খেতে মজা

সাথে খেও হালুয়া আর ফুলকপি শাহী ভাজা।





কাবিলভাইয়া

লক্ষী তুমি কেক পেস্ট্রী পুডিং

খাও এখনি গাও আর নাচো তা ধিন ধিনা ধিন।



মনিরা আপু

মাছ ভাজি খাও, খাও মগজ ভুনা

দোপেয়াজা কলিজাটাও খেতে ভুলোনা।



গিয়াস লিটন

ডোনাট, লুচি, দই পরোটা, দই বড়া কাস্টার্ড

ভাইয়া তুমি খানা পিনা এবার করো স্টার্ট।



চাঁদগাজীভাইয়া

ভাইয়া তোমার জন্য মজার বড়ি দিয়ে মাছ

রেঁধেছি খাও কতই মজা দেখো তুমি আজ ।



বিদ্রোহী বাঙ্গালীভাইয়া

আলুভর্তা, কচুশাক আর সঙ্গে পাতুরি

বাঙ্গালীখানা তোমার জন্য খাও তাড়াতাড়ি।:)



সুমন কর

মার্বেল কেক, চকলেট কেক ভাইয়া তুমি খাও

এবার বলো আরও কি কি খেতে তুমি চাও?







কলমের কালি শেষ

ডিমের কারি, টুনা কাবাব আরও মোগলাই

কলমভাইয়া এসব ছাড়াও আর কিছু কি চাই?



নীল দর্পণ

নীলুমনি তোমার জন্য হাড়িকাবাব হাড়ি

বানিয়েছি আজকে তোমার দাওয়াৎ আমার বাড়ি।:)

আবু শাকিল

ডিমের হালুয়া খাও আমার ভাইয়া আবু শাকিল

মিষ্টি বেশি বলে যেন দিওনা আবার কিল।:P



তুষার কাব্য

ভাইয়া তোমার জন্য গরুর লাল টকটক ঝাল

মিষ্টি কোরমা চিকেন দিয়ে বানিয়ে দেবো কাল।:)



বিদগ্ধ

টক ঝাল আর মিষ্টি দিয়ে নিজের রেসিপি

চিকেন কারির এ আইটেমটা নিজেই বানিয়েছি।:)



নিসঙ্গ গ্রহচারী

ঝুরা মাংস আর পরোটা ভীষণ মজা লাগে

ভাইয়া তুমি চুপি চুপি খাও সবার আগে।:)



এহসান সাবির

ভাইয়া তোমার জন্যে আছে রোস্ট মাংস পোলাও

সালাদ আছে, কোরমা আছে আর কি তুমি চাও?



আহমেদ জি এস

ভাইয়া দেখো রঙ্গিন রঙ্গিন কত্ত মজার খাবার

রঙধনু রঙ সাত রঙেতে সাজিয়ে দিলাম এবার।:)



খাঁচার পাখি

ভাইয়া তুমি ফ্রুট কাস্টার্ড মজা করে খেও

কেমন হলো খেয়ে দেয়ে একটু বলে যেও।:)





সবাই খানা পিনা করুক!!!!!!!! অনেকদিন আর নান্না বান্না করতে পারবোনা। আমি অনেক অনেক বিজি আছি এবং থাকবো কাজেই .........টুন টুন টুন .....

মন্তব্য ৩৯২ টি রেটিং +৩৫/-০

মন্তব্য (৩৯২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

এম. হাফিজ উল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ। আমার কাচ্চি বিরিয়ানি? ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:৪২

শায়মা বলেছেন: কাচ্চি আজকে রাঁধিনি ভাইয়া।:(
কাল রাঁধবো ওকে!!!!!:)

২| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০০

প্রবাসী পাঠক বলেছেন: সব কয়টা আইটেম থেকে একটু একটু করে চাই। তবে নিহারি অবশ্য অবশ্যই বেশি দিতে হবে।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

শায়মা বলেছেন:


এই নাও বেশি বেশি!!!!!!!!!!!!!!:)


আর কি চাই বলো?????

৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০০

আবু শাকিল বলেছেন: আপু গো খানা-পিনা দেখে মুগ্ধ হইছি।
তুমি মায়ের মত ভাল রদ্ধনশিল্পী :)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫

শায়মা বলেছেন: না না মায়েদের মত এত ভালো পারিনা!!!!!! বাট আমি সকল কাজের কাজী শিল্পী!:)

৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি এখন খাইতেয়াছি। শেষ হইলেই কামিং।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৬

শায়মা বলেছেন: আমি না দাওয়াৎ দিলাম !!!!!!!!!!!!!! এত খানাপিনা দিলাম তবুও কি খাও বরিশাইল্লা ভাইয়া!!!!!!!!!!!:)

৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৮

রোকন রাইয়ান বলেছেন: এত্তগুলা খাবার দেইখা
পেট্টা গেছে ভইরা
...
ইশশ পরের লাইনটা জানি কী হবে :-<

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১০

শায়মা বলেছেন: কি হবে?


নিশ্চয় গেছে!!!!!!!!!!! হি হি হি :)
জানতাম দাওয়াৎ এ কি এত কিছু আর খেতে পারবে???

৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯

তুষার কাব্য বলেছেন: এখানে দেখি খাদ্যউৎসব চলছে :-B

যাক ! আগামী কয়েকমাস আমার আর রান্না করা লাগবেনা । ক্ষুধা পাইলেই এখানে চলে আসবো :#) যেইটা পছন্দ নিজের মনে করে নিয়ে নিব কেউ কিছু মনে করলে আমি কিছু জানি না ;)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১১

শায়মা বলেছেন: ঠিক ঠিক ঠিক!!!!!!

আরও চাইলে অর্ডার দিয়ে দিও!!!!!!!!:)

৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯

এম এম করিম বলেছেন: হাহাহা, মজা লাগলো, লোভও হলো।
+

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১২

শায়মা বলেছেন: তোমারও তো দাওয়াৎ ভাইয়া!!!!!!!! লোভ করেনা!!!!!!!!!! খেয়ে ফেলো ঝটাপট!!!!!!!:)

৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি বরিশাইল্লা না। বুঝলা পরী কাম আপু।

ছড়া মচৎকার। বাট প্রব্লেমে পড়ে গেছি। নিজেরটা থুয়ে অন্যেরটা বেশি খেতে ইচ্ছে করছে।

সুমন দা আর খাঁচার পাখির খাবার উদরস্থ করতে মঞ্চায়।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৪

শায়মা বলেছেন: আরে সবার জন্য স্পেশাল খানা পিনা হলেও সবারটা শেয়ার করবে!!!!!!!!!! :)

কাজেই খেয়ে ফেলো সুমনভাইয়া আর খাঁচার পাখির খানা পিনাগুলো।:)

৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: উদারতা দেইখা কাইন্দালাইচি। ;(

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৭

শায়মা বলেছেন: কান্দেনা আমাল ভাইয়ামনি!!!!!!!

রাজকুমাররা কি খানা পিনার জন্য কান্দে!!!!!!!!!!!


ছি ছি ছি

১০| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আমি মুরুব্বী সবাই আমারে দিয়া খাইবা :)
আর আমার টা তো পরিমানে অল্প সেইটা খাওনের দরকার নাই।

শায়মা রক্স
মেয়ের ভিতরে এত্ত গুন
আর মাথায় এত্ত বুদ্ধি
আমি হইলাম হত বুদ্ধি :-o

০৫ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩৩

শায়মা বলেছেন: ঠিক ঠিক সবাই সবার খানাপিনা শেয়ার করবে!আপু আরও আরও রান্না করবো তোমার জন্য!

১১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৮

ইয়ার শরীফ বলেছেন: সব জিভে জল আনানো রান্না।

ধন্যবাদ এত সুন্দর খাবার দাবার এর ছবি দেখানোর জন্য।
ও হ্যা কবিতাও দারুন হয়েছে।
ভালো থাকবেন

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!! :) তুমি কি খাবে বলো?????

এখুনি রান্না করে আনছি!!!!:)

১২| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: দেখেই আবার ক্ষুধা লাগল। নো এখন কি করি ?

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: আবার খিদা লেগেছে!!!

তাহলে এই ডেকোরেটিভ পোলাও খাও ভাইয়া......:)

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৭

শায়মা বলেছেন:


সাথে রোস্ট!!!:)

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৬

সাঈফ শেরিফ বলেছেন: বুঝলাম । দুলাভাই অনেক বড়লোক মানুষ। আমি দিনমজুর, নুন আনতে পানতা ফুরোয়। রসনা বিলাস আমার জন্য পাপ, ঘোড়া রোগ।

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৬

শায়মা বলেছেন: ইশ!!!!!!!!!!!!!!

ঢঙ তাইনা ভাইয়া???????????

তুমি দিনমজুর তাইনা?????????? ঢং ঢং ঢং কম কম কম !!!!!!!!!

যাইহোক কি খাবে আমার বাড়িতে বলো ???????

আমার বানানো স্পেশাল স্যুপ খাও ভাইয়া। এই স্যুপের নাম দিয়েছি আমি ফুলফুল চিকেন স্যুপ!:)

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৫

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আপু আগাম দু:খের...ইঙ্গিত দিলেন :( ভবিষ্যতের আশাটাও বন্ধ হয়ে গেল.........অনেক ব্লগার ভেবেছিল.....আপনার বাসায় না দিলেন অন্তত ধানমন্ডির কেএফসিতে একবেলা ভরপেটে খাবে.......ভারাক্রান্ত মনে এখন ব্লগের সুস্বাদু খাবারের ছবি দেখেই খুশি থাকতে হবে। :(

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩০

শায়মা বলেছেন: ছবি দেখে কেনো শুধু খুশি!!!!!!!!!

এসব তো খেয়েই গেলে ভাইয়া!!!!!!!!!!!!!!!!

এখন তো শুধু ছবি দিলাম কিন্তু আগেই তো খাইয়েছিলাম দাওয়াৎ দিয়ে!!!!!!!!!

হায় হায় ভুলে গেলে!!!!!!!!!:(:(:(


কি আর করা ঠিক আছে আইসক্রিম খাও ডেজার্ট হিসাবে!:(

এটাও মিক্সড হাবিজাবি আমার বানানো আজব দেশের গজব আইসক্রিম। তুমি চাইলে রেসিপি দিয়ে দেবো।:)


১৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৫

ইখতামিন বলেছেন:
এখন খিদে নেই। পরে


ওহ ভালো কথা.. আমি কিন্তু ডিম পুডিং বানাতে পারি :)

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৩

শায়মা বলেছেন: ডিমপুডিং বানাতে পারো!!!!!!!!!

ওকে ওকে এখন শাসলিক খাও।:)

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: আমি মুরুব্বী সবাই আমারে দিয়া খাইবা
আর আমার টা তো পরিমানে অল্প সেইটা খাওনের দরকার নাই।

অল্প দেওয়ার কারন বুঝো নি? শায়মাপু বুদ্ধিমতী। আলুর দাম কম। তোমারে আমরা আলু বানাতে চাই না। ;) তুমি আপু বেজায় দামি।

X(( X(( X(( পেটুক।

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

শায়মা বলেছেন: আরও এক রকম আলুর চপ বানালাম ভেতরে কিমার পুর । দাম কম বললে খবর আছে। কত্ত কিছু দিলাম জানো? পুদিনা পাতা, টেমপুরা ফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব হায় হায় তবুও বলো কম দামী !!!!!!!!! B:-)


১৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :( :( :( :(( :((

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৪

শায়মা বলেছেন: আমার প্রিয় প্রিয় প্রিয় কলিজার টুকরা ভাইয়া! মন খারাপ কেনো???:(

তোমার জন্য স্পেশাল বেগুনের খাট্টা মিঠা।:)



এবার হাসো ভাইয়ামনি সোনার খনি!!!!!:)

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৬

বাংলাদেশী দালাল বলেছেন: রাতে যখন ঘুমিয়ে যাই, স্বপ্নলোকে গেলে,
দেখি আপু আমার মুখে খাবার দিচ্ছে ঠেলে। :)
আমি বলি আর খাবো না, পেট হয়েছে ফুলা,
উঠে দেখি বালিশটা নাই, আমার মুখে তুলা।

হাসতেই আছি। =p~

নাস্তা না করে অফিসে আসছি।

ব্লগে ঢুকেই এই পোষ্ট....... :((




০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি! এই ছড়া রফিক ভাইয়া লিখেছিলো!!! :P


সকালের নাস্তা না পাও বিকালের আমার হাতে বানানো ফুচকা খাও।:)

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন:
আমি তোমার মাথাই খাবো, মাথা!!
মাছ যে আমি খাইনা জানো না ক্যান সেটা?
পাবদা মাছে নাই যে রুচি,
যতই দাও টমেটো বা আলুর কুচি;
অথবা ধনে পাতা,
হবে সেটাও যা তা।

মাছ বলতে কেবল চিনিই ইলিশ
করড়া করে ভেজে দাও, থাকবেনা নালিশ;
নাহয় চিংড়ির দোপেয়াজা কিংবা চান্দা মাছ,
না দিলে দেখবা ক্যামনে করি তোমার সর্বনাশ!!

(আমি ইলিশ, চান্দা আর চিংড়ি পোকা বাদে মাছ নামধারী কোন নিরিহ প্রানী খাইনা। গরু খাই, গরু নৃসংস, মাঝে মাঝে বেহুদা গুতা দেয়। ছাগলও খাই, ওরা ব্যা ব্যা করে বিরক্ত করে, খেয়ে খেয়ে বিরক্তি নাশ করি। মুরগীও খাই, ওদের জামাই সকালে এমন বিকট চীৎকার দেয় ক্যান? এইটার প্রতিশোধ নেই। এর বাইরে কোয়েল, কবুতর, হাস , ব্যাং, কচ্ছপ কিছুই খাইনা। এইসব মাথায় রেখে নতুন মেনু দেয়া হোক। নাইলে আমি সব খাবো। )

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫২

শায়মা বলেছেন: চিংড়ি ইলিশ রুপচান্দা কিংবা সব্জি
এসব কোনো ব্যপার হলো শতদ্রু বাবাজি?
আলাদীনের যাদুর চেরাগ আছে আমার কাছে
যা চাইবে তাই পাওয়া যায় সবই আমার আছে।

কিন্তু বাবা সাবধানেতে বলো তুমি কথা
নইলে খাবার সাধ ফুরোবে খাবে নিজের মাথা। :)



০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩

শায়মা বলেছেন:


কড়া করে ভাজা রুপচান্দা ইয়াম্মী!

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪

শায়মা বলেছেন:


স্মোকড হিলশা।:)

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৭

শায়মা বলেছেন: তিতা করলা দিয়ে চিংড়িমাছ.:)

তিতা খেয়ে মরো এইবার। :P

২০| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৬

হাসান মাহবুব বলেছেন: বাহ বাহ! বিশাল আয়োজন দেখছি।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৩

শায়মা বলেছেন: :) :) :)

হামাবেবি তোমার জন্য স্পেশাল পৌটিন!!!!!!:)


২১| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪০

কলমের কালি শেষ বলেছেন:






হাহাহা আহাহাহহাহাহ ব্লগে দেখি ডাইনিং আয়োজন !!

আমিও দেখি আছি !

নাহ নাহ আমি আর চাই না
সবার কাছ থেকে নেবো আধা আধা :P
খাবো সবগুলো থেকে এই আমার ওয়াদা :#)
কারণ কোন খাবার রাগ করুক এই আমি চাই না । ;)

তুমি করেছো আমায় খাওয়ায় লোভী
তাই আমি খাবো সবি
খাওয়াগুলো আনছে জ্বিবে রস
করবো আমি হামলা সরস । B-))

তুমি পাচ্ছো বিশাল এক ধন্যবাদ
কারণ তুমি করেছো যে খানাপিনার বিশাল আবাদ
করেছো আমায় অবাক ।

থাকবে স্মৃতিতে অম্লান
মাঝে মাঝে এই খাবার কল্পনায় করবো স্নান ।

দেখাবো ভবিষ্যত বউকে
আমার একটা বোন আছে
দ্যাখো দ্যাখো কতো রান্না জানে !
আমাকে খাইয়েছে কতো আদর করে
আর তুমি থাকো শুধু আলু ভর্তা আর ডালে
কিছু বললে আসো তেড়ে খুন্তি ধজি নিয়ে ! :|



০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া !!!!! :P

ভাবীজির নামে আগে থেকেই বদনাম!!!!!!!!!


চলবেনা আমি তার দলে হবো!!!!!!:)

ডালের বদনাম করোনা ঘি বাগাড় দেওয়া বুটের ডাল আমার অনেক অনেক প্রিয়!!!!!! একটু চেখে দেখো।:)

২২| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪১

সোহানী বলেছেন: ওরে আমার খোদা রে.... এ দেখি এলাহি আয়োজন। আমার জন্য যেহেতু কোন স্পেশাল নেই তাহলে আমি সবার সাথেই আছিগো... :P :P :P :P

তবে আমি তোমার রান্না না কবিতা প্রতিভায় মুগ্ধ। অসাধারন......

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০১

শায়মা বলেছেন: কে বলেছে স্পেশাল খানা নাই তোমার জন্য!!!!!!!!!!!!



এই যে স্পেশাল গুড়ের ক্ষীর!!!!!!!!!! খাও আপুনিমনি!!!!!!!!!!!!:) :) :)


২৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমারটা কৈ ? X((


না থাকুক :-P , সবার সাথে আছি,। তবে বোন ঈপ্সিতার রান্নায় লবন কম হয়েছে তবে ভাব প্রকাশের ছন্দ বেশ :-B




অসাধারণ আরেকটি সৃষ্টিতে ভাল লাগা।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: তোমার জন্য স্পেশাল বাটার কলমিশাক ভাজা!:)

২৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা মানুষেরে কেউ কিছু খাইতে দিলো নারে... এই দুঃখ রাখি কই? :(( :(( :((

সোহানী বলেছেন: ওরে আমার খোদা রে.... এ দেখি এলাহি আয়োজন। আমার জন্য যেহেতু কোন স্পেশাল নেই তাহলে আমি সবার সাথেই আছিগো... আমিও সেইম :(

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১

শায়মা বলেছেন: কে বলেছে নাই!!!!!!!!!!!


দাঁড়াও দাঁড়াও প্রিয় ভাইয়ামনি!!!!!!!!! উপর থেকে সবাইকে খানা দিয়ে তোমার জন্য স্পেশাল ডিস নান্না কলে আনছি!!!!!!!!!!:)

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: এই যে বানিয়ে আনলাম এই মাত্র মিক্সড ভেজিটেবল স্পেশাল ডিশ ফর মাই বোকাভাইয়া।:)




হ্যাপী????????????????????:)

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১

রিকি বলেছেন: আপু এত এত খাবার শুধু ভাইদের !!!!!! :(( :(( :(( :(( :(( :(( বেদানার দুইটা দানা দিতেন---- এই দুঃখ কোথায় রাখি !!!!! :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪২

শায়মা বলেছেন: আরে ওয়েট!!!!!!!!!!!!


আসছি সবার জন্য খানা নিয়ে এক এক করে!!!!!!!!!!লাগ কলেনা আপুনিমনি!!!!!!!!!!!!লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!!

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১০

শায়মা বলেছেন: তোমার জন্য ডাবল স্পেশাল রুমালি রোটি সাথে মাংসও আছে আপুনিমনি!!!!!!!!!!

ডোন্ট ক্রাই !!!!!!!!!!!!:) :) :)

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫

হার্ড নাট বলেছেন: ভরদুপুরে এত খাবার চোখের সামনে। এটা ঠিক করেন নাই। এখন পেট চো চো করতেছে।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: ওকে ভাইয়ু রাগ করেনা। আমি একটু পরেই খানা নিয়ে আসছি।:)

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: তোমার জন্য থাই স্যুপ।:)

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন:
এইসব অত্যাচার। মানিনা মানবোনা।

রুপচান্দা ঠিক আছে, ওইটা নিলাম। আমার বোনগুলা আমারে এখনো ক্ষেপায় একটা কথা বইলা, ওইটা হইলো আমি নাকি পিচ্চি থাকতে আব্বুকে বাজারে যাইতে দেখলেই বলতাম, "আব্বু, তান্দা মাস নিয়া আইসো, তান্দা মাস!!" 8-| 8-|

যাইহোক, করড়া কইরা ভাজা ইলিশ চাওয়া হইছিলো। স্মোকড এ চলবেনা।

আর আমারে তিতা করলা দিয়া মারার প্লান করা হইছে। অন্য সবজি দিতে পারেন। লিস্টের বাইরে আমি সবজিও খাইনা। লাউ, আলু, পটল, কচুর লতি, ফুল কপি, বরবটি, বেগুন, ঢেড়স, উম উম, আর কিছু খাই বইলা মনে পরতেছেনা। পেয়াজ কি সবজি? তাইলে পেয়াজও যোগ করা যাইতে পারে। :) :)

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: ওকে ওকে আসিতেছে।:) আগে নিজে খেয়ে দেয়ে আসি আমাল ততদলু ভাইয়ামনিটা!:)

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: আসছেন নবাবজাদা! X((
এটা খাইনা সেটা খাইনা!!! X(( X((

এখন চুপচাপ ঢেড়সভাজা আর ঝিঙ্গাভাজি উইথ ডিম্ব দিয়ে খেয়ে দেয়ে মুখে কুলুপ এটে বসে থাকো!!!!:)

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: দাম দিয়ে কি যায় কেনা এমন আপ্যায়ন
খেয়ে দেয়ে হচ্ছি আমি মটু ভীষন :)
দেদারসে গিলছি আমি এটা ওটা সেটা
হলে ভালো হতো চিকেন কারি উইথ পরাটা।
ভেবোনা আমায় আবার টাইপ পেটুক ;)
না ভালোবাসলে আমি আবার খাই না সে যেই রাঁধুক। :) :) :)

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৩

শায়মা বলেছেন: এইটা কোনো ব্যাপার হলো রাজপু্ত্র ভাই
চিকেন কারি, পরোটা আমি রোজ সকালে খাই।
এখুনি তা আনছি রেঁধে একটু তুমি বসো।
আর কেঁদোনা এবার তুমি অনেক অনেক হাসো!!!:)

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন:


আপাতত চিকেন কারি খাও। পোরোটা খুঁজে আনি!:)

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: আর পোরোটার বদলে ভুনা খিঁচুড়ি খাও।:)

২৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: ওরে আপুরে....... তুমি এত্ত মজার মজার রান্না কেমন করে করলেগো!!!

মা শা' আল্লাহ্‌ মা শা' আল্লাহ্‌ মা শা' আল্লাহ্‌ .....

আমাকে চুপি চুপি তোমার বাসার ঠিকানাটা দাওতো ...

খেয়েও আসবো, সেই সাথে তোমার কাছ থেকে রেসিপিও নিয়ে নেব, কেমন!
:)

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: আপু সবার আগে একটা কথা বলি। তোমাকে ভিজিটর লিস্টে দেখে সত্যি ভুই পাইছিলাম।:( ভাবছিলাম তুমি বকা দেবে আমাকে!!!

বলবে অপচয়কারী, নাই কাজ খই ভাজ বা এমন কিছু .......:(


কিন্তু তোমার এমন কমেন্ট পেয়ে আমি অনেক অনেক খুশী এখন!!!!!!:)


পাঁকা রাঁধুনি আমি পাঁকা রাঁধুনি
যত রকম রান্না আছে সব আমাকে শিখিয়েছে আমার মামনি!!!!!!!!!:)

আর তাছাড়া আমি অনেক অনেক রান্নার কোর্স করেছিলাম আপুনি!:) :) :)


কোনটা কোনটা রেসিপি চাও বলো এখুনি দিয়ে দিচ্ছি আপুনিমনি!!!!!:)


আর ঠিকানা তো খুব সোজা !!!!!!!:)

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঠিকানাটা বলেন দিকিনি আপু... ;) ;)

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: ভাইয়া ঠিকানাটা ভুলে গেছো???:(

কত্ত কত্তবার দাওয়াৎ খাওয়ালাম আমার বাসায় তবুও ঠিকানা ভুলে গেলে!!!!!!:( :( :(

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: এক সাথে এত্তো খাবারের ব্যবস্থা, আল্লায় জানে কত দিনের পচা খাবার ফ্রিজ থেকে বের করেছেন। =p~ :#> /:) , যাক একটা স্যালাইন নিয়ে আসি।



ধন্যবাদ আমার স্পেশাল রেসিপির জন্য।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩

শায়মা বলেছেন: না!!!!!!!!!!!! একটাও পঁচা না !!!!!!!!!! একটাও ফ্রিজ থেকে বের করিনি!!!!!!!!!!!

সব নতুন !! টাটকা !!!!!!!! তাজা!!!!!!!!!!:)

বলেছিনা আমার কাছে আলাদিনের চেরাগ আছে!!!!!!!!!:)

৩২| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

কলমের কালি শেষ বলেছেন:



:| :| :|

খাইছে আমারে, কার কাছে কি বদনাম করি !
এই কইরো না আবার আমার বৌয়ের কাছে আমার নামে কুটনামি
পরে আমায় খাইয়ে দেবে বাসি তরকারি
সোচালয়ে যাওয়া আসায় বের হবে আমার নাড়িভূড়ি ! :(

এই ডাল আমারও প্রিয় । পেলে সকালে খাই পরটা এক ডজন ! B-)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৮

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া!!!!!!!!!!!!!

কববো!!!!!!!!!!!!!!!!!!

ভাবীজি আসুক সব বলে দেবো!!!!!!!!!!:)

৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: আপু তোমার সব রান্নাইতো ইয়াম্মি ইয়াম্মি, মা শা' আল্লাহ্‌ :)

কোনটা ছেড়ে কোনটা বলি, সব রেসিপিইতো লাগবে আমার।

আমিও যে চাই হতে পাকা রাঁধুনি :P

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

শায়মা বলেছেন: থ্যাংকুসসসসসসসসসসস আপুনিমনি!!!!!!!!!!!!

সব রেসিপি দিয়ে দেবো ।

কেবল ফিরলাম পহেলা বৈশাখ রিহার্সেল থেকে একটু পরে তোমাকে সব রেসিপি পোস্ট লিঙ্ক দিয়ে দেবো আপুনি!!!!!!!!!!!:)

৩৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯

রিকি বলেছেন: আপু রুমালি রুটির মাঝে মাংশ দেখা যায় না তো !!!!!!!! :-/ :-/ :-/ :-/ :-/ :-/ তবে পাশের গ্লাসের লাল beverage টা আমি নিয়ে নিলাম :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: হা হা লাল নীল হলুদ সবুজ সব রকম গ্লাসই আছে আপুনি!!!!!! শুধু পানি ঢাললেই রঙিন হয়ে যায়।:)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন:

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০

শায়মা বলেছেন:

৩৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২২

বিজন রয় বলেছেন: সত্যিই জিবে জল চলে এলো।

অনেক অনেক ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!

সবাই শুধু বদনাম করে । বলে আমি নাকি কিপটা একলা একলা রান্না করে একলা একলা খাই!!!:(


তাই সবাইকে খানা দানা দাওয়াৎ দিলাম!:)

৩৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৪

বিবর্ন সভ্যতা বলেছেন: আপনার বর্নময় এই খাবারের সমাবেশ আমার বির্বন সভ্যতাকে ও বর্নময় করে দিয়েছে। তাই ডাউনলোড করা শুরু করে দিলাম, প্রিন্ট করে শুধু খাওয়া আর খাওয়া।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!!!!


তুমি সবচেয়ে লক্ষী!!!!!!!!!!!!!!!!!

দেখো এতক্ষন কেউ বুঝলোনা এইসব দাওয়াৎ যে প্রিন্ট করে খেতে হয় !!!!!!!!! সবাই শুধু বকা ঝকা দিচ্ছিলো!:(

৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

নীল-দর্পণ বলেছেন: ইয়াল্লা কী সব পঁচা পঁচা জিনিস...এসব মানুষ এভাবে পাবলিক প্লেসে দেয় X(
বলি মডুরা বসে বসে করে কী...অ্যা ! X( X(( X((


ঊঊঊ...মাআআরেমাআআআআ ক্ষুধা লাগসেএএএ :((

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: ক্ষুধা লাগছে!!!!!!!!!!!!!!



B:-)


ওকে ওকে বলস্টিক খাও।:)



৩৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

মাটিরময়না বলেছেন: মহা আয়োজন-

কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝতে পারছি না। সব চেয়ে বড় জিনিস সেটা হলো-- আগামী দু মাস রান্না করা লাগবে না আর।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: কেনো কেনো ??????????? কার রান্না করা লাগবেনা ভাইয়ামনি????????

তোমার না আমার????????? :)

৩৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: এতো খাবার এক সাথে দেখে মাথা নষ্ট হয়ে গেল এবং ক্ষুধা পেয়ে গেল। :P =p~ :P B-) এখন যদি এগুলো না খাওয়ান তবে কিভাবে হবে !! |-)

এতো রান্না কবে করেছেন? নাকি একেক দিন একেক পদ রান্না করে ছবি তুলে রেখেছেন? সব রান্নার ছবি দেখে মনে হচ্ছে, খেতে ভালই হবে। অামি কিন্তু ঝাল খাই না। ;) তাই অামাকে ঝাল দেয়া যাবে না। অাপু বুঝি সেটা জানতো, তাই অামার জন্য মিষ্টি খাবার রেখেছে।

অামার কথা মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুশি হলাম।


ভালো থাকুন, সব সময়।

৯+।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

শায়মা বলেছেন: তুমি ঝাল খাওনা!!!!!!!!!!

ওকে ওকে নো প্রবলেম !!!!! ঝাল খাওয়া শেষে....... তোমার জন্য স্পেশাল শেল তক্কেত!!!!!!!!!:)




আমি অবশ্য কয়েকটা খেয়ে ফেলছি স্যরি!!!!!!!!!:(

৪০| ০৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্লিজ আপু কয়েকটার রেসিপি লিখে দিয়েন । যাতে বাসায় রান্না করে খাইতে পারি ।

:) :) :) +++++++++++++্

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৪

শায়মা বলেছেন: সব রেসিপি লিঙ্ক দিয়ে দেবো ভাইয়ু!!!!!!!!!!!
তবুও যদি নান্না কলে না খেতে পালো আমার পরীর দেশে চলে এসো!!!!!!!!!!

দাওয়াৎ!:)

৪১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০০

এস কাজী বলেছেন: এটা ঠিক না :( :( এসব খাবার এভাবে দেখিয়ে একা একা খান। নজর দিলাম। নজর দিলে কি হয় জানেন তো?? ;) ;) ;)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: না না নজর দিওনা!!!!!!!!!!!!!!!!!!


ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তুমিও তক্কেত খাও!:)

৪২| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন:
এইসব ইচ্ছা করে ফাইজলামী। ইচ্ছা করেই ফাইজলামী। X(( X((

ঝিঙ্গা কি সব্জীর লিস্টে ছিলো?? ইচ্ছা করে এত্ত এত্ত সব্জীর অপশন থাকার পরেও ঝিঙ্গা দিছে। X( X( X(

খাইলাম না তোমার এই ডিম উইথ ঝিঙ্গা।
যাও গিয়া সার্ভ কর বইসা আছে ডুঙ্গা। X(( X((

আমি এই ডিস বয়কট করলাম। B-)) B-))

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩১

শায়মা বলেছেন: আহালে আমাল তোত্তভাইয়া!!!!!!!


লাগ কলেনা !!!!!!!! নাও তক্কেত খাও!:)


২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

শায়মা বলেছেন:

এই যে ইলিশ পোলাও পেয়েছি!!!!!!!!!!!!!:)

৪৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১

কলমের কালি শেষ বলেছেন: :(( :(( :(( :#>

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: কান্দেনা ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!:)

৪৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১১

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা নদী র জন্য ঝিঙে
শতদ্রু একটা ফিঙে ।। B-)

তুমি মেয়েটা বড্ড হৃদয়হীনা
সবাই কে খাবার বিলাও
একদম হৃদয় দাও না :P :P

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: হৃদয় কি খাওয়া যায় আপুনি?
কি যে বলো আসলো যে কাপুনি!
রাক্ষস খোক্ষুষী দুনিয়ায়
প্রাণ নিয়ে এখন আমি কই যাই?

যদি কেউ চেয়ে বসে কলিজা
ভুনা খাবে নয় খাবে দোপেয়াজা
যদি খায় সিংগারায় পুরিয়ে
পোরোটা বা রুটি দিয়ে মুড়িয়ে!

হায় হায় যাবো কই এই আমি!
আমার কলিজাটাতো খুব দামী!
প্রেম প্রেম কাব্যে কি গদ্যে
রম্য বা আর্টিকেল পদ্যে
কাজে লাগে আমার এ কলিজা
তাকে আমি যখন যা বলি যা!

না আপু না! এই কলিজা কাউকে দেওয়া যাবে না!

৪৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



খাবারের চেয়েও মজার লেখা ।

আপনি আসলে "জম্মের কিপ্টুসসসসসসসস" !
কেন কিপ্টুস ? যাদের যাদের জন্যে এ "ছবি-খাবার" তারা্-ই বলুক, আপনি দরাজ দিল এর এক পিচ্চিসঙ্গ মহীয়সী কিনা। দু-আঙ্গুলের ফাঁক দিয়ে যার পানি শুধু পড়ে আর পড়ে......
বলুক দেখি কেউ !

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!


পানিও পড়েনা!!!!!!!!!!!

:P

৪৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

জুন বলেছেন: Apunira nai :(

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: আছে!!!!!!!!

তুমিও আছো তো আপুনিমনি!!!!!!!!!!!:)

৪৭| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরোটা কই? X( X(

কোন ব্যাপার না বলে তো কিচেনে গেলে আর ভুনা খিচুড়ি নিয়ে আসলে। :-0

খাইতাম না। আমার পরোটা চাই।


আটা ময়দার দাম বেড়ে গেছে নাকি। :P

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১

শায়মা বলেছেন: উফ এখন আবারও পোরোটা আনতে হবে!!!!!!!:(


ওকে আনছি!!!!!!!!!:(

৪৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

শায়মা বলেছেন:

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪

শায়মা বলেছেন:

ইহাও আরেক প্রকার পোরোটা রাজপু্ত্রভাইয়া।:)

৪৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মহমান্য পরীপু,
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
রাজপুত্র



কিছু বুঝলা। না বুঝলে আমি আছি তো। টেনশান নিও না। আর বুঝলেও আমি আছি। সো এগেইন টেনশান নিও না। ;)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫

শায়মা বলেছেন: হায় হায় এইবার কিছু বুঝলাম না !!!!!!:(

৫০| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সামুর পারমানেন্ট রাঁধুনি হবার চুক্তিপত্র। ;) ;) ;)

যা চাই তাই পাই সেটাই খাই। কনকন্ডিশন

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪২

শায়মা বলেছেন: হা হা


আমি তো সামুর বেস্ট রাঁধুনি~!!!!!!!!!


সবাই জানে তুমি নতুন তো তাই জানোনা!!!!!!!!!!!:)

অবশ্য আমি সবকিছুতেই বেস্ট।:)


ঝগড়া ঝগড়ি, মারামারি, কাটাকাটিতেও ইনশাল্লাহ আমি বেস্ট এ্যান্ড বেস্ট!!!!!!!!!!!!!:)

৫১| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইয়ে মানে কাল লাঞ্চে কাচ্চি বিরিয়ানি খাইতে মুঞ্চায়। :)

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: আর ডিনারে???

তারপরদিন ব্রেকফাস্টে সব বলে দিয়ে যাও রাজপুত্রভাইয়া!!!!!!!!!:)

৫২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন: কত্ত খাবার। আমিও ভাগে কিছু চাই। আর সায়মা আপু কি রান্নার কোর্স চালু করছেন না। না করলে তারাতারি করেন প্লিজ।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২০

শায়মা বলেছেন: ওকে ওকে তোমার জন্য কি চাই বলো??? :)

না আমি রান্নার কোর্স করাচ্ছিনা তবে নিজে করেছি অনেক অনেক! রীতা মুজিব, দীপা আমিন, পর্যটন কোনোটা বাকী নেই!:)

৫৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:১২

সাফকাত আজিজ বলেছেন: মাইরাল্ছে.......

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-)

৫৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ ভোর ৪:৩২

সেলিম মোঃ রুম্মান বলেছেন: আমার আছে ডায়াবেটিস, দুঃখ বেজায় মনে
লোভ সামলাইতাছি প্রাণপনে.... :-B :-B :-B


একটু একটু কইরা কিন্তু সব টেস্ট করতাছি B:-/

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: আহালে ভাইয়া তোমার জন্য ডায়াবেটিক মিষ্টি আনবো ??? মানে বানাবো???

বলো, বলে ফেলো এখুনি বানিয়ে দিচ্ছি!:)

৫৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৯

বিদগ্ধ বলেছেন:
লে হালুয়া! আমিও আছি দেখা যায় B-)




//তার পার্সে টাকার বদলে থাকে বাদাম ভাজা,
অবসরে খায় হয় হজমোলা নয়তো তিলের খাজা।//


আমি হাসতে হাসতে শেষ :)



বিশাল খাবার-দাবারের আয়োজন করেছেন, শায়মা!
খুশি হলাম।
আপনাকে অনেক অনেক থেংকু!!!

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: তোমার জন্য স্পেশাল খানা বানিয়েছিলাম ভাইয়ামনি!!!!!!


তোমাকেও অনেক অনেক থ্যাংকস!!!!!!:)

৫৬| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩১

কাবিল বলেছেন: কাবিলভাইয়া
লক্ষী তুমি কেক পেস্ট্রী পুডিং
খাও এখনি গাও আর নাচো তা ধিন ধিনা ধিন।


আহ...... কি মজা ......
খাওয়ার পরে একটু মুখ মিষ্টি না করলে কি হয়?
এই নাও তোমার জন্যেও এনেছি


আমার আবার মিষ্টিটা একটু বেশি পছন্দ।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!


থ্যাংকস !!!!!!!!!!!!!!! থ্যাংকুস!!!!!!!!!!!!!!!!:) :) :)

সবাই শুধু আমাকে কিপটা বলে!!!!!!!!!!:( দাওয়াৎ দেইনা একা একা খাওয়া মোটকু বলে!!!!!!!!!!!!

এই প্রথম একজন সত্যিকারের ভাইয়া তুমি আমার জন্য মিত্তি আনলে !!!!!!!!!!
থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!:)

লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!:)

৫৭| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা !! এত আয়োজন !!! কোনটা রেখে কোনটা খাই বল আপু !!! অফিস করবো নাকি খাব !!

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: অফিস করো আর খাও আপুনি!!!!!!!!!!!:)


৫৮| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৬

উধাও ভাবুক বলেছেন: রফিকভাইয়া চেয়েছিলো একটু খানি খেতে
একটুখানি ঝোল কিংবা বাসন চেটে খেতে।
তাই তো আমি এনে দিলাম মাংস হাড়ি ভরা
এইবার খাও পেটুকভাইয়া ঝাল কিন্তু কড়া।

আমি হলেও তাই চাইতাম.... :)

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: তুমিও তাইলে ঝাল ঝাল মাংস খাও উধাও ভাইয়ু!!!!!!!!!!:)

৫৯| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮

আহমেদ চঞ্চল বলেছেন: অনেকদিন পর এসে খানা পিনা দেখে খুব ভালো লাগলো আপু!!!!

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৪

শায়মা বলেছেন: তোমাকে দেখেও ভালো লাগছে ভাইয়া। আজকাল তো আর দেখিইনা তোমাকে।:(

এত ব্যাস্ত কেনো তুমি???:(

৬০| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইয়া মাবুদ!!! এই সব খাইলে নির্ঘাত হসপিটেলে যেতে হবে গো!!

কয়দিন ধরে আমার প্রেসার হাই! ছবি দেখে আরো হাই হয়েছে! :((

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৯

শায়মা বলেছেন: তোমার জন্য তাইলে কচু শাক , উচ্ছে, বেগুন , ঢেড়স এইসব ভাইয়ু!!!!!!!!!!:)




৬১| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে, ঠাংক ঠাংকু!

আমি খুব খুশি হইছে।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: আমিও খুশি তুমি কচুঘেচু লাইক করো তাই জেনে ভাইয়ু!!!!!!!:)

৬২| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বই কেমন বিক্রি হয়েছে? খরচ যা হয়েছিল তা উঠেছেতো?

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৪

শায়মা বলেছেন: আরে ভাইয়া খানাপিনার মাঝে আবার বই খাতা পড়া লেখা কেনো????


খরচ আবার কি!!!!!!!!!!!!!!! B:-)

যাইহোক এখন আপাতত বাংলা পাপেট শো আর পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে মহা মহা বিজি।
পান্তাবুড়ি স্ক্রিপ্ট লিখছিলাম আর মাঝে মাঝে খানা পিনা সার্ভ করছিলাম আর কি!:)

৬৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৩

কাবিল বলেছেন: আপুনি তুমি একটু আড়ালে গিয়ে খেয়েও,
নইলে সবাই তোমাকে আবার পেটুক বলবে।

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!! আমি তো একদম খাইনা একটা বা দুইটা খাই আর শুধু মানুষকে দাওয়াৎ করে খাওয়াই কিন্তু তবুও সবাই বদনাম করে শুধু শুধু!:(

৬৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কাবিল ভাইয়ার মিষ্টি খেয়ে পরী না আবার 'মোটু' বিশেষণটা নোবেল পুরষ্কার হিসেবে পায়। ;) ;) ;)

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৮

শায়মা বলেছেন: তো কি হইসে!!!!!!! মানুষের বলায় আমার কি????


জানোনা কানে তুলো আর পিঠে কুলো বা বাঁধলে কোনো সিদ্ধ অর্জন হয়না। মানুষের কথায় কান দিলে আর আমার সামনে আগানো হবেনা! :(

কাজেই মানুষ কি বলে না বলে কি যাই আসেরে আমি তবুও পরীই হবো । মোটু সটু লটু পটু যাই হই তাই হই হি হি হি !!!:)

৬৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাহাহাহাহাহাহাহা!

আরে না, আমি আসলে যা খাই তা তুমি এখনো পাকাতে পারবেনা। বললে বলবে যাও যে পাকাতে পারে তার বাড়ি যেয়ে খেয়ে আসো! যত্তসব!


ঘি ছাড়া আখনি, তেল ছাড়া ভোনা! (হাহাহাহা)

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: হায় হায় সেসব কে রাঁধে আর কে খায়!!!!!!!!!!

নিশ্চয় ভাবীজি রান্নার পরে আর তোমার খাওয়ার আগে দুইটা খুন্তির বাড়ি দেয় তারপর তোমাকে খেতে দেয়। নয়তো আমার ভাবিজী তোমার পাল্লায় পড়ে এইসব খেয়ে খেয়ে না জানি কত শুকিয়ে গেছে!:(

৬৬| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বইতো কয়েকটা প্রকাশ করেছিলে তাই না?

সব বিক্র করে ফেলেছ নাকি? ওয়াও!

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: আরে কি বলো!!!!!!!!!!!!!!
আবার পড়ালেখা বই খাতা!!!!!!!!!!!!!!!!

ভাইয়া আমার গানের সিডিও আছে । কবিতারও আছে বাট নট ফর সেল অনলি ফর গিফ্ট! কারণ আমি কি বোকা সেসব সেল করতে গেলে কেনার মানুষ খুঁজে পাওয়া যাবেনা। কাজেই তার থেকে গিফ্ট হিসাবেই দেওয়া ভালো ।শখও মিটলো টাকাও বাঁচলো! হাহাহাহাহাহা:)

৬৭| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আরে না, ও এখন নিজেই বিপাকে আছে, আমি কিছু বলতে হয় না। এইতো একটু আগে ৩ শো ক্লারি ব্রাণ করেছে, ৩৫ মিনিট দৌড়ে। হাহাহাহাহা

আমিতো হাঁটি ওকে দৌড়াতে হয়!!

আমি যদি বলি, আজ কোর্মা কালিয়া খেতে চাই, খবরদার ঘি দেবে! ও বলে ঠিছে চক্কা আর নগরঘণ্টাও বানাব। ঘরে তেল নেই সেই মাস খানেক আগে ফুরিয়েছে!


হাহাহাহাহাহা!

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫১

শায়মা বলেছেন: হায়হায় হায় হায় হায় হায় !!!!!!!!! কি বলো ভাইয়া!!!!!!!!!!


তোমরা কি বিশ্ব সুন্দরী আর সুন্দরা প্রতিযোগীতায় নাম লেখাবে নাকি!!!!!!!!!!!!!!! B:-)

৬৮| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাইলে আমান মত করো, আমিতো এখন আমাজনে প্রকাশ করি, কোনো খরচ নেই।

হাহাহাহাহাহা!

মাঝে মাঝে কষ্ট হয়, জীবনে ২৫ বছর লেখার পিছে শেষ করেছি, ১০ বছর তো এক্কে বারে লেখা আর লেখা করে কাটিয়েছি। এখন একা বসলে চমকে উঠতে হয়। কী সর্বনাশ করেছি!

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৩

শায়মা বলেছেন: না আমার কোনো চমকা চমকি রোগ নেই ভাইয়া। যা করেছি জেনে বুঝে ভেবে চিন্তে সজ্ঞানেই করেছি। সেসব আচমকা বা টাইম পাস হলেও আনন্দে মেতেই করেছি।


কাজেই কোনো কিছু নিজেই আক্ষেপ নেই আমার!!!!!!:)

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই!!!!!!!:)

৬৯| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আরে না! আমি না খেয়ে কাহিল হচ্ছি! কাজের চিন্তায় আমার প্রেসার হাই! কী ছাইল লিখেছি নিজেই জানি না কিন্তু এখন বুড়ো বয়সে আমি প্রায় ভিখারি! এই সব চিন্তায় আমার নাওয়া খাওয়া হারাম!

ও ঠিকই খেতে পারে তাইতো দৌড়ায়! হাহাহাহা! আমি হাঁটি, এক টানা ১০ বছর বসেছিলাম তো তাই হাঁটতে হচ্ছে! :P

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৯

শায়মা বলেছেন: ইশ!!!!!!!!!!!!!!!!!!!!!!! ঢঙ করোনা!!!!!!!!!!!!!!!!

শ্বসুর হয়েছো না??????? তাই হাঁটতে হচ্ছে !:)

৭০| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি বলছি, আমিতো বসে বসে সর্বনাশ করেছি! এখনো বসে থাকি!

মাত্র কয়দিন ধরে হাঁটা শুরু করেছি, এখন আমার জন্য হাঁটা খুবই জরুরি, নইলে সব শেষ! দম থেমে যাবে! :( (মজা করছি নারে বোন!)

০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: তোমার ওজন কি ১০০কেজি ক্রস করেছে ভাইয়া। B:-)

৭১| ০৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আরে না! ওজন কম, দেখলে তালপাতার সেপাই ডাকবে!

ঔ যে ১০ বছর বসে বসে বসে সাধনা করেছিলাম, আল্লাহ বিল্লাহ করলে আজ আমি অনেক বড় আউলিয়া হতাম, তাবিজ কবচ নেওয়ার জন্য লোকজন আমার কাছে আসত, আয়ও ভালো হতো! :(

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২২

শায়মা বলেছেন: হায় হায় !!! কি সর্বনাশ !!!

তুমি দেখছি আমার যোগ্য ভাই!!!!!!!!

একই অঙ্গে এত রূপ!!!!!!!!!!!


কাব্য!!!!!!!!!!

গানা!!!!!!!!!!!!!!!!!!
র‌্যাপ সঙ!!!!!!!!!!!!!
র‌্যাপ ড্যান্স!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-) B:-) B:-) B:-)


আবার দরবেশ!!!!!!!!!!!!!!! অলি আউলিয়াও!!!!!!!!!!!

ভুই পাইসি ভাইয়ু!!!!!!!!!:(

৭২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুবহানআল্লাহ !!!!!!!!
এত্তো এত্তো আয়োজন !!!!!!
ভেবেছিলাম বিনা দাওয়াতে ঢুকে পড়েছি । :(( তাই সবার টেবিল থেকে একটু একটু চেখে সামনে এগুচ্ছিলাম । ;)
সামনে এগিয়ে দেখি ওমা ! আমার জন্যও টেবিল সাজানো । রিতিমত শাহী দস্তর খান । =p~

পেটতো আগেই ভরিয়ে ফেলেছি ! করি কি ? করি কি ? |-)
অবশেষে হোস্ট প্রতিনিধিকে কে বললাম , বাসায় নিয়ে খাবো , সব প্যাকেট করে দিন । সাথে কিসের কিসের সিডি বলল ওগুলাও দিবেন । '' :P
সাথে এও স্মরণ করিয়ে দিলাম ,'' উপহার আদান প্রদান সুন্নত , প্যাকেটের উপর প্রেরকের পূর্ণ ঠিকানা থাকা আবশ্যক ।'' :-P

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪০

শায়মা বলেছেন: হা হা

পূর্ণ ঠিকানা লিখে নাও ভাইয়া!!!!!!!

আকাশলীনা
আকাশবাড়ি
পরীস্থান ......:)

৭৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

জেন রসি বলেছেন: কি চমৎকার :)

ক্ষুধার রাজ্যে যখন পৃথিবী গদ্যময় মনে হইতেছিল :( তখন এই আয়োজন দেইখা সব কিছুরে পূর্ণিমার চাঁদের মত লাগতেছে :)

এবার একটা বেনসন সিগারেট আর মিষ্টি পান দরকার :P

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: মিত্তিপান খাও ভাইয়া তবে ........

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫

শায়মা বলেছেন:


ডোন্ট লাইক ইট এ্যাট অল!!!:(

৭৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

অর্বাচীন পথিক বলেছেন: এত খাবার !!!!
আমার জন্য কি বরাদ্দ আছে আপু :P

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫

শায়মা বলেছেন: কি খেতে চাও বলো !!!!!!!!!
যা চাবে তাই বানিয়ে আনবো!!!!!!!!!!:)

৭৫| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫

শতদ্রু একটি নদী... বলেছেন:
লাল সালাম রসি ভাই, জাস্ট কি জানি একটা মিসিং মিসিং মনে হইতেছিলো।

সুনীল চাচাই মনে হয় কোথাও বলাইছিলেন উনার এক চরিত্র দিয়া, যে, সেই চরিত্র পেট ভইরা ভাত খায় যাতে সিগারেটটা খাইতে আরো বেশি মজা লাগে।

সুনীল চাচু কি ভুল বলছিলেন??

উনার সম্মানে আমাদের দুইজনরে এক প্যাকেট বেনসন দেয়া হোক। ভাগাভাগি কইরা খাবোনে।

সাথে স্পেশাল শাহী পান। মোহাম্মদপুরে পাওয়া যায়। নৃসংশ টাইপের মজা খাইতে। :)

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২০

শায়মা বলেছেন: তাই না !!!!!!!!!!!!!!!


খানা পিনায় অপূর্নতা ছিলো???

ওকে ওকে পূর্নতা দিচ্ছি-

৭৬| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫

অদ্ভুত_আমি বলেছেন: আমার টা কোথায় আপু :( :( :( :(

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

শায়মা বলেছেন: তোমারটাও আছে তো!!!!!!!!!

সব খানা থেকেই আছে তোমার জন্য তোলা ভাইয়া।:)

৭৭| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দূর! আমি কী কইলাম আর তুমি কী কইলে?

আমি এখন এমনিতেই টেনশনে আছি, না জানি কখন দম বন্ধ হবে!

দোয়া করো ভাই জন্য।

লোকজন এমনিতেই দোয়া তাবিজের জন্য আসে, কেউ কেউ মূরীদও হতে চায় :P

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

শায়মা বলেছেন: দোয়া দোয়া দোয়া!!! অনেক অনেক দোয়া ভাইয়া!!!!!!! অনেক অনেক দিন অনেক অনেক ভালো থাকো !!! সত্যিই অন্তর থেকে দোয়া!!!!!!!!!!!:(

৭৮| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮

জেন রসি বলেছেন: মিষ্টি পানের সাথে একটা সিগারেট না হলে কেমনে কি!!!

অনুমতি না দিলে এই বেলা সিগারেট বাদ :(

কিন্তু মুড অফ কইরা পান চাবানো কি ঠিক হবে X(

একটু বিবেচনা কইরা অনুমতি দেন :)

আয়েশ কইরা একটা সিগারেট টানি :)

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১

শায়মা বলেছেন:


টানো টানো তবে এটাও মানো

মানে মাথায় রেখো প্রিয় ভাইয়ামনি!!!!!!

তবে আমি দিতে পারবোনা !!:(

নিজে নিজে খাও আর ........:( :( :(

৭৯| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মিক্সড ভেজিটেবল স্পেশাল ডিশ তো ভালোই ছিল, ডেজার্ট সারলাম বন্ধু সুমন করের চক্কেত মেরে দিয়ে। এখন এত্তু ফুসসস পানি খাইতে মুঞ্চায় যে... আমি আবার পান-সিগারেট খাই না :-B

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮

শায়মা বলেছেন: পানি!!!!!!!!!

আচ্ছা তোমাকে লাল পানি দিলাম!!!!!!!!:)





রুটির পাশের লাল পানি খাও!!!:)

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১

শায়মা বলেছেন:

এইখানে সব রঙ পানি আছে ভাইয়া!!!:)

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৪

শায়মা বলেছেন:


ভাইয়া লাল নীল, সবুজ সব রঙের পানি এনেছি বি বি কিউ থেকে!!!:)

৮০| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ইয়ে আপুনি, পাগলা পানি নাই? ;) :P
=p~ =p~ =p~ =p~

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৩

শায়মা বলেছেন: আছে বাট এগেইন পাগলা পানি ইজ ব্যাড ফর হেলথ!!! :( তবুও যদি চাও তুমি অতিথিকে কি ফেরাতে পারি!!:(

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৬

শায়মা বলেছেন:

৮১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৪

এস কাজী বলেছেন: কমেন্টেও আপনার দু'এক খানা কবিতা পড়ে আমি কিন্তু আপনার কবিতার পেন হয়ে গেলুম একদম পেন হয়ে গেলুম ;) ;)

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৭

শায়মা বলেছেন: হা হা আরও পেন কপি বুক কুক সবই হয়ে যাবে আরও আরও কবিতা পড়লে ভাইয়া!!!:)

৮২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি শ্যাষষষষষষষ। এত খাবার খেতে হলে আমাকে আরো ৭৫ বছর বাঁচতে হবে। সারাদিন খাই মাত্র একবেলা। তাও খাওয়ার পর মনে হয় হজমের জন্য দিনের দৈর্ঘ্য ৩০ ঘণ্টা হওয়া দরকার ছিল।

কিন্তু আমার মূল প্রশ্ন অন্য জায়গায়। এত কারি রান্না করলেন কয় মাসে? খাবারগুলো যেমন সুস্বাদু, তেমনি সুদর্শন। ওয়েল ডান।

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমিও ভাবছিলাম আমি এত এত রান্না করেছি কবে!!!!!!!!


অনেক অনেক রান্নার কথাও মনে পড়ছে। কম্পু নষ্ট হয়ে গেছে। ছবি হারিয়ে গেছে কিন্তু মনে আছে এটা রান্নার কথা সেটা রান্নার কথা!!:(

৮৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার স্ত্রী ইলিশ মাছের কানশা/হাড়গোর দিয়ে কচুভাজি রান্না করে। এটা আমার কাছে অন্যতম সুস্বাদু একটা ভাজি। শুধু এই ভাজি দিয়ে আমি একটানা ততদিন ভাত খেতে পারবো যতদিন পৃথিবীতে কানশার স্টক থাকবে :)

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০

শায়মা বলেছেন: ইলিশ মাছের কানশা সাথে মাছের টুকরো দিয়ে আমি পালং শাক রান্না করেছি ভাইয়া। কিন্তু কচুশাক করিনি কখনও। কিন্তু বুঝতে পারছি কেমন মজা হবে সেটা।:)


যাইহোক ইলিশ পোলাওএর ছবিও খুঁজে পাচ্ছিনা।:(

আমার কাছে ইলিশ পোলাও মানে সেই গল্প সাথে ভাবিজীর রান্না/:)

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!


এতদিনে আমার ইলিশ পোলাও এর ছবি খুঁজে পেয়েছি ভাইয়া।:)

৮৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


এগুলো খাওয়ার পর, ব্লগ তো খালি হয়ে যাওয়ার কথা।

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২

শায়মা বলেছেন: কেনো???????

৮৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২০

আমি সাজিদ বলেছেন: আহু এত্ত ছবি দেখে মাথা ঘুরে গেল !

ছোট মাছের চচ্চড়ি দিয়ে একটু গরম ভাত হবে ?



০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭

শায়মা বলেছেন: ওকে ওকে আজকেই রান্না করবো!

৮৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

এত্ত এত্ত খাবার দেখে ক্ষুধা নষ্ট হয়ে গেছে। :P



ইয়ে মানে আমার কিন্তু ইলিশ মাছ খুব প্রিয়।

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: তোমার জন্য ইলিশ পোলাও আনবো ডেস্কটপে গিয়ে ভাইয়া!:)

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২০

শায়মা বলেছেন:



ইলিশ পোলাও খুঁজতে গিয়ে এইসব খানা পেলাম!!!:(

আপাতত এইগুলাই খাও ভাইয়া।:)

৮৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫০

বিদগ্ধ বলেছেন:

বৈশাখের অনুষ্ঠান কোথায় করছেন জানাবেন, বিদগ্ধ যেতেও পারে ছদ্মবেশে B-)

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০০

শায়মা বলেছেন: আমিও ছদ্মবেশি:) আমাকেও কি আর চিনবে ভাইয়া?:)
আর বৈশাখী অনুষ্ঠান সারামাস চলবে! বারিধারা ক্লাব, যন্টা ক্লাব,ছোটদের খেলাঘর আর আমার স্কুলে প্রোগাম আছে আপাতত!

৮৮| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৬

বিদগ্ধ বলেছেন:

চলুন দুই ছদ্মবেশী মিলে একটা চুক্তিতে আসি:
সাক্ষাৎ করবো কিন্তু পরিচয় বলবো না B-) ;) :P

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৪

শায়মা বলেছেন: নো সাক্ষাৎ!

সাক্ষাৎ হইলেও , চিনে ফেলা গেলেও বলা চলিবেক না । হা হা হা

https://www.youtube.com/watch?v=FBLdECMIxW8

৮৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১৮

বিদগ্ধ বলেছেন:
What a song!!
Nazrul has experienced love and Tagore life.

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৮

শায়মা বলেছেন: হা হা
আসলেই আমার প্রিয় সঙ্গীত!!!

যদিও আমার প্রথম প্রেমিক রবিঠাকুর!!!:)

৯০| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২২

আমি তুমি আমরা বলেছেন: ছবি দেখেই পেটে ইঁদুর দৌড় শুরু হয়ে গেল।

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৮

শায়মা বলেছেন: হায় হায় এখুনি খেতে বসে যাও ভাইয়ামনি!!!!!!!!:) :) :)

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: ভাইয়া এই নাও মজাদার খানা পিনা!!! ডেস্কটপ থেকে খুঁজে খুঁজে আনলাম!!:)

৯১| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৩

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: "নিঃসঙ্গ" বানান ভুল :(( :(

আইটেমটা ভালো ছিল :)

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: ভুল হোক তবুও সেটাই তুমি ভাইয়ামনি!!!!!:)

তোমার জন্য সেসব স্পেশাল খানা এটা বুঝেছো তো????? :)

৯২| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: একটা ব্যাপার জনগনের নোটিশ করা উচিত।

পোস্টের টাইটেলেই "পালাই" শব্দটা আছে।

কারা পালায়??

যারা ভীতুর ডিম্ব, বুকে সাহস কম তারাই পলায়ন করে।

এই শব্দটা ব্যবহার করে আপনি এটাই প্রমান করলেন আপনি ভীতুর ডিম, বুকে সাহস নাই।

আমার এই কমেন্ট স্টিকি করা হোক। :)

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: হা হা

আমি পালাই পালাই বলি বটে কিন্তু আমার মত সাহসী এবং দুঃসাহসী আর নাই!!

সে সব্বাই জানে তোমার বড় ভাইয়া আপুনিরা পিত্তি ভাইয়ু!!!:)


তবুও তোমার পালাই পালাই পড়ে মজার পাবার জন্য তোমার কমেন্টটা স্টিকি করা গেলো না বটে কিন্তু আমি লাইক দিয়ে দিলাম এরপর দেখি তোমার কোনো ছেলেটা মেয়েটা কাব্য স্টিকি করা যায় কিনা!!!:)


আর আমাকে ভীতুর ডিম্ব বলার জন্য তোমাকে আমি ডিম্ব পুতুল উপহার দিলাম !




http://www.somewhereinblog.net/blog/Ochinpakhi/28927107

৯৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৯

শতদ্রু একটি নদী... বলেছেন: ওইখানে কমেন্ট দিছিলাম, এইখানেও কপি পেস্ট দেই।


এইসব আমি ওয়ান টু তে থাকতেই বানাইতে পারি। আমাদের বাসার শোকেসে এখনো অনেকগুলা ডিম্ব পুতুল আছে।

একটা বিশাল বড় কি জানি কি নাম পাখিটার, ওই পাখির ডিমের পুতুলও আছে।

আমি আপনাকে একটা টিকিটিকির মিনি ডিম্বপুতুল গিফটও করতে পারি। :)

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৪

শায়মা বলেছেন: ইয়াক থু থু থু থু থু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

টিকটিকি ডিম্ব পুতুল তোমার মোটু বারবীকে দাও, নয়তো ইপ্সিমনিকে দাও। শি লাইকস টিকটিকি তেলাপোকা!!!!!!!!!:)


আমার বাড়ির দিকে ফিরেও তাকাবানা ঐ টিকটিকি তেলাপোকা চ্যাং ব্যাঙ এর ডিম নিয়ে!!!!!!!!! সাবধান!!!!!!!!!!


http://www.somewhereinblog.net/blog/Ochinpakhi/28931422


এখন থেকে রিয়েল খানাদানা দিয়েও পুতুল বানাবে !!! শিখে নাও শিখে নাও আর কত ওয়ান টু তে পড়ে থাকবে পিত্তু!!!!!!:)

৯৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন:
ছবিগুলা খুঁজে পাচ্ছিনা।। সময় মত দেয়া হবে।

ভুলে গেলে চলবেনা, ফাইভস্টার হোটেলের নামকরা শেফদের বেশিরভাগই ছেলে। :)

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: যা ভাগ!!!

আসছেন হিরো!!! X(

সবার সাথে মামদোবাজি চলেনা ভাইয়াজান!!! B-)

আই এ্যাম দ্যা বেস্ট!!! শেফ বেফ মেফ করে লাভ নাই!!!! কখনও কোনোভাবেই আমাকে হারানো চলেনা!!!:)


যাইহোক এইবার চললাম !!! রাত ১০টার আগে মনে হয়না আজ আর রিহারসেল থেকে মাফ পাবো!:(:(:(

যাই যাই বাই বাই !!!:)



০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: আবার পালাইসো!!!!!!!!!! X(

৯৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১১

ঢাকাবাসী বলেছেন: আরিব্বাস, আজদাহা আয়োজন। আমার দীর্ঘ জীবনে এত্তো চমৎকার আর বিশাল খাবারের আয়োজন দেখেছি বলে মনে পড়েনা! খাসীর তেহারী কই? ধন্যবাদ আপনাকে।

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

শায়মা বলেছেন: ভাইয়া নিহারী আছে তেহারী নাই। তুমি ঢাকাবাসী তেহারী নিয়ে আসো।:)

৯৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫০

দীপংকর চন্দ বলেছেন: সব মিলিয়ে বিশাল আয়োজন!

শাহী সমাবেশ!!

শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকা হোক সকলের।

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: হা হা

অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!


তোমারও স্পেশাল খানা থাকলে বলো । ডেস্কটপ ( আমার আলাদীনের চেরাগ) খুঁজে দেখি আছে কিনা।:)

৯৭| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৪

সালমাহ্যাপী বলেছেন: বাপ্রে…কি বিশাআআআআআল ব্যাপার স্যাপার…

কি খাওয়া দাওয়া.…

সুন্দর সুন্দর :)

০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: সালমামনি!!!!!!!!

কেমন আছো?????

কত্তদিন পর!!!!!!!!!:)

৯৮| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭

লিন্‌কিন পার্ক বলেছেন: :D :D :D :D :D :D :D

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪

শায়মা বলেছেন: কি হোলো পিচ্চু ভাইয়ু!!!!!!!!!!:)

৯৯| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

সায়েম মুন বলেছেন: সবাই খানা পিনা করুক!!!!!!!! অনেকদিন আর নান্না বান্না করতে পারবোনা। আমি অনেক অনেক বিজি আছি এবং থাকবো কাজেই .........টুন টুন টুন .....


পালালে হবে না। এত খাই দাই করায় ডায়েট কন্ট্রোলের খাবার না দিলে হপে না। ঢেকুর তোলার ইমো। #:-S

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫

শায়মা বলেছেন: দূর ডায়ের কন্ট্রোল কে করে!!!!!!!!!!!!

সবই খাও পিচ্চি বেবি ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

১০০| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন: না, রোমান্টিক মুডে ছিলাম। :)

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৬

শায়মা বলেছেন: তাই নাকি !!!!!!!! গুড গুড গুড !!!!!!!!:) :) :)

১০১| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একে তো আমি মাছ খাই না... শুধু ইলিশটাই খাই... তাও আবার তুমি তার সাথে পালং শাক দিয়েছো--- আমি অই শাক খাইনা বাচ্চুমনিইইইইইইই !

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭

শায়মা বলেছেন: শাক খাওনা কেনো??? তোমার কিন্তু এ্যনিমিয়া হবে!!!!!!!!!!!:(

১০২| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৭

এহসান সাবির বলেছেন: ভাইয়া তোমার জন্যে আছে রোস্ট মাংস পোলাও
সালাদ আছে, কোরমা আছে আর কি তুমি চাও?



একটু আইসক্রিম হলে হয়ে যায় :) :)

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৮

শায়মা বলেছেন: ওকে আইসক্রিম নিয়ে আসছি।:)

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০

শায়মা বলেছেন:

আপাতত এই জেলো পুডিং খাও ভাইয়া । আইসক্রিম ফুরিয়ে গেছে।:(

১০৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৭

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল আপু!!

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৯

শায়মা বলেছেন: শুভেচ্ছা তোমাকেও নতুন বাংলা বছরের ভাইয়া!:)

১০৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৪

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১০

শায়মা বলেছেন: শুভ নববর্য তোমাকেও ভাইয়া।:)

১০৫| ১৫ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

মায়াবী রূপকথা বলেছেন:
আমাকে কি সবগুলো থেকে একচামচ করে দেয়া যাবে? নাকি ভাইয়াদের ছাড়া আমাদের জন্য কোনকিছু রাখা হয়নি? আর আমাকে ফ্রেশ রান্না দিতে হবে, আমি এতো পুরোনো রান্না খাবনা। সবগুলো আবার রান্না করে ওখান থেকে একচামচ করে দিলেই চলবে। আমি খুব বেশি খাইনা। :)

১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১১

শায়মা বলেছেন: হ্যাঁ দেওয়া যাবে!:)
ওকে ওকে পুরোনো খেতে হবেনা আমি নতুন করে রান্না কলে নিয়ে আত্তি আপুনি!!!!!!!:)

১০৬| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৪

ক্লান্ত তীর্থ বলেছেন: মাইনাস :/

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: কেনো????????????:(

১০৭| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৫

ক্লান্ত তীর্থ বলেছেন: মাইনাস

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩০

শায়মা বলেছেন: কেনো কেনো ???? :( :( :((

১০৮| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: Kushiara nadir ilish Vona khelam.Daron Laglo jivey swad lege achey. Tumar gulu dekhlam.vejal mukto kina key janey Dhakar sob Khabarey venal.I mean ranna Yammi holeo khotikor

১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩২

শায়মা বলেছেন: যার মনে ভেজাল তার কাছে সবই ভেজাল, খানা পিনা গানা সবই ভেজাল ভাইয়ু!!!!!!! কিন্তু আমি যা খাই তাতে কোনো ভেজাল পাইনি!!:)

কোনো ক্ষতিও হয়নি!!!!!! দিব্যি বেচে বর্তে আছি!!!!!!!:) :) :)


১০৯| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

সেলিম আনোয়ার বলেছেন: Magur Mach kinechi Otar kono recipe ditey parbey?beel ar Magur ৩ Ta ১kg ৪০০ gram.sonchoy sushado akta niom nabatao akaslina

১১০| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল কোন রেসিপি থাকলে দিতে পার । খাটি দেশি মাগুর মাছ খাব । ওপরের বাংলিংশ কমেন্ট মুছে দিতে পার ।তোমার চেয়ে ভাল রাধুনী জীবনেও দেখিনি। পোস্ট প্রিয়তে শায়মামনি শায়মা গো ।

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: ভাইয়া তোমার বাংলিশ আর ইংলিশ সব মাগুর মাছ, পুটি মাছ, চ্যাং ব্যাং টেংরা মাছ সব নিয়ে তুমি জাহান্নামে গিয়ে খুঁজে দেখো কোনো রাঁধুনি পাও কিনা।:)


না পেলে নিজেই সেখানে গিয়ে রান্না শিখে এসে রাঁধতে বসো।:)

১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

শায়মা বলেছেন: দিস ইজ দ্যা পিকচার অব হেলকুক ভোম্বলবাবা।:)

১১১| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৬

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: আপুগো. . . তোমার কাছে রেসিপি চাওয়ার সাধ আমার উড়েই গেলো, সেই কবে চেয়েছিলাম!!!

কিন্তু আরেকজন তোমার কাছে রেসিপি চাইলো আর তুমি কিনা জাহান্নামেরএমন ভয়ঙ্কর রাধুনী এনে হাজির করলে!!!
অন্নেক ভয় পাইছি। পালাই পালাই, ১০০ হাত দুরে পালাই . . .

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

শায়মা বলেছেন: হা হা হা না না না না তুমি ভয় পে্যোনা আপুনি!!!!!!!!!!!!

তোমার কোনো ভুই নাই।

রেসিপির কথা ভুলে গেছিলাম .........

আজকেই এনে দেবো যতগুলা আছে।

হরতালের পরে এত এত ঝামেলায় আছি আপুনিমনি সব ভুলে যাই।:(

১১২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪০

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: আহারে, এত্ত ঝামেলার মাঝে আমিও তোমাকে আরো ঝামেলা করছি। চরি, চরি আপ্পুনি ।

বাট সব দোষ তোমার, এমন লোভনীয় খাবারের পিক না দিলে কি আর রেসিপি চাইতাম!!!

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: আপুনি এত ঝামেলার মাঝে আমি আরও আরও মজার সব খানাপিনা বানাইসি।:)


মাসরুম, স্যুইট কর্ন, ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভের সালাদ ইয়াম্মী ইয়াম্মী।:)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: Click This Link



এই নাও একটা রেসিপি পোস্ট। আপাতত এসবই প্রাকটিস করলে চলবে নাকি আরও চাও?? বলো শিঘ্রী । আরও আরো আছে তো!:)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫১

শায়মা বলেছেন: Click This Link


এটঅ আরেকটা রেসিপি পোস্ট। বাবুনিমনির জন্য করেছিলাম। :)


এমন অনেক অনেক আছে আপুনি!!!!!!:)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০০

শায়মা বলেছেন: Click This Link

এই যে আরেত্তা রেসিপি পোস্ট।:)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪

শায়মা বলেছেন: Click This Link


আপাতত এই বৈশাখী খানার রেসিপি দিয়েই থামলাম আপুনি!!!!!!!!!!

আপাতত এইগুলাই প্রাকটিস করো!!!!!!!:)

১১৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: থেংকু থেংকু আপ্পুনি।

আপাতত আর ডিস্টার্ব করছিনা । :)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৫

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!!!!!


তুমি কি সত্যি আমার মত রান্না পাগল মানে খানা পিনা , আবার খানাপিনা সাজসজ্জা পাগল নাকি?????????


আমি অবশ্য শুধু খানা পিনা বা দুনিয়ার যা ভালো লাগে তাই করতে ইচ্ছে হওয়া পাগল!!!!!!!!!!:)


আপুনি তুমি অনেক কঠিন সব বিষয়ে পোস্ট লেখোতো। তাই যেদিন এই পোস্ট দিলাম ভাইয়াদের সাথে দুষ্টুমি করে তারপর তোমাকে ভিজিটর লিস্টে দেখে আমি ভয়ে শেষ। এখুনি বুঝি অপচয়কারী , জাহান্নামী বলে বকা দেবে ভেবেছিলাম!!!!!!!!!


আল্লাহর কসম !!!!!!!!!!!!!! :P

১১৪| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: আবার জিগায়!!!

আমি রান্না পাগল মানে!! সিরাম পাগল, বুঝলা? :) :)

হুম আপ্পুনি, আমি রান্না করতে খুব পছন্দ করি , আপ্যায়ন করতেও পছন্দ করি আর টিপটপ থাকতেও পছন্দ করি। কিন্তু সময় পাইনা, একমাত্র ছুটি পেলে তবেই রান্না করার সুযোগ হয়।

আর কঠিন পোষ্ট !!! হি হি হি :)
আসলে এই বিষয় গুলো স্টাডি করছিতো তাই সেখান থেকেই কিছু শেয়ার করা হয় আর কি।

আবার আমাকে যেন কঠিন ভেবে বসোনা। আমি কিন্তু খুব্বি সহজ সরল সফট হার্টেড এন্ড . . . . . . . :)

আসলে এটা ওপেন ব্লগতো, তাই একটু রিজার্ভ থাকতে হয় আর কি। বুঝলে আপ্পুনি? ? ?

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: বুঝেছি বুঝেছি।

বাট এই ব্লগের ইট কাঠ চুন বালি ভাইয়া ভাইয়ু, আপুনি আপু সবই আমার অনেক অনেক চেনা কাজেই ....... যাকে যা খুশী তাই বলতে পারি আমি তারপরও কঠিন পোস্ট লিখে যারা তাদেরকে একটু ভুই পাই আপুনি!:(



তোমাকেও পেতাম কিন্তু এখন আর পাচ্ছিনা। আপুনি নেক্সট পোস্ট কঠিন লিখবানা একদম....... আমার জন্য সহজ পোস্ট লিখো!!!!!!!!! আমি তত মানুষ তো কঠিন কথা বুঝিনা।:(

১১৫| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: ওকে ওকে আপ্পুনি , তোমার জন্য সহজ সহজ পোস্ট লিখবো ইন শা' আল্লাহ্।

একদম পান্তাভাত :) :)

আর ভুই পেয়োনা, কেমন? :)

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২০

শায়মা বলেছেন: না না নো মোর ভুই আপুনিমনি!!!!!!!!!!

কালকেই আমার জন্য একটা প্রেমকাব্য লিখবে!!!!!!!

আমার জন্য মানে আমার জন্য না তোমার প্রেম কাহানী নিয়ে প্রেম কাব্য!!!!!!!!! :P

হা হা হা হা হা


আবার যেন লাঠি নিয়ে মারতে এসোনা এখন!!!!!!!!

১১৬| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৯

ভবোঘুরে বাউল বলেছেন: উম্মম্মম! জল জিব্বার আগায়। :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*

২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৫

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া! বাউলদের এত খানা পিনায় লোভ দিতে নেই।

তারা হবে নির্লোভ খানাপিনা টাকাপয়সা জগতে উদাসীন!:)

১১৭| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫

ভবোঘুরে বাউল বলেছেন: উম্মম! জিব্বার আগায় জল! :)

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫

শায়মা বলেছেন: বাউলভাইয়া তোমার জন্য স্পেশাল খানা অর্ডার দিয়েছি!!!:)

১১৮| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫

আশালিনা আকীফাহ্‌ বলেছেন: হুহ, তোমাকে পেটাতে আমার বয়েই গেছে!!!

কি ভাবো আমাকে তুমি, হুম?

দিন গুনতে থাকো . . .কত শত প্রেম কাহিনী শুনবে শুনি? ফুল , ফড়িং, গাছ,আকাশ, বাতাস, চাদঁ, তারা, মাছ- আরো কত কত প্রেম কাহিনী! !!
:) :) :)

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: শিঘ্রী শুনাও আপুনি!!!!!!!!!!!!!!

আজকেই আজকেই আজকেই!!!!!!!!!!!!


আই এ্যাম ওয়েটিং!!!!!!!!!!!!!:)

১১৯| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২

রোদেলা বলেছেন: ছবি দেইখা কান্না করা ছাড়া আর কোন উপায় নাই।

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: কান্না কেনো আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!


কান্না কলেনা!!!!!!!!!!!!!


বলো তোমার কি কি চাই আমি ইদানিং সব মজার সালাদ বানাচ্ছি!!!!!!!!!! :) মজার মজার সালাদ এনে দেবো ওকে????? :)

১২০| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

জেন রসি বলেছেন: ছবি দেইখা গান গাইতে মন চায়

"হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই।" :(

রোদেলা আপুর দোষ কি!!!

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

শায়মা বলেছেন: হাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহহাা


সত্যি সত্যি মন্তব্য পড়ে হাসছি ভাইয়া। :P


তোমার এ্যাড্রেস পাঠায় দাও আমি পরীর দেশ থেকে তোমার জন্য খানা পিনা ড্রাই করে পাঠাই দিচ্ছি!!!!!!!!:)

১২১| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

জেন রসি বলেছেন: আমার এ্যাড্রেসে এইসব খানা পিনা পাঠাইলে শ্রেণী সংগ্রাম লাইগা যাইতে পারে!!!

আমি যাযাবর মানুষ...........পরীর দেশ ভ্রমণে আমার কোন সমস্যা নাই!!!!!

কবে আইতাম???

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: হায় হায় পরীর দেশে কিভাবে আসবে ভা্ইয়ু!!!!!!!!!:(

যাযাবর হও আর যাই হও তোমার কি ডানা আছে নাকি!!!:(


উড়তে গেলে তো পড়ে মরে যাবে!!!!!!!!! :( :( :(


না না তার থেকে আমিই নীচে ফেলে ফেলে দেবো ছুড়ে ছুড়ে তোমার বাড়ির ছাদে!:)

১২২| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

আমি ভাল আছি বলেছেন: invite me invite me ....

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

শায়মা বলেছেন: আরে তোমার তো সব সময় দাওয়াৎ আছেই!!!!!!!!!!

তুমি তো আসতে পারোনা । পাখা নাই তাই।:(


কি আর করা!!!!!!!!!:( :( :(


ভাত ভাইয়া


তোমার জন্য একটা করকরা ভাত ভাজির রেসিপি দেবো ওকে?????? :) :) :)

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

শায়মা বলেছেন: Click This Link


এইটা কঠিন !!!!!!!


তুমি না পারলে আমার দোষ নেই!!!!!!!! আমার কুলালামপুরী ভাবীজিকে বলো!:)

১২৩| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

আমি ভাল আছি বলেছেন: তাড়াতাড়ি দাও

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

শায়মা বলেছেন: এই নাও শাহাদাৎ উদরাজী ভাইয়ার ইয়েলো রাইস কড়কড়া ভাত দিয়েও করা যায় রেসিপি।:)



https://udrajirannaghor.wordpress.com/2015/03/11/রেসিপিঃ-ইয়েলো-রাইস-yellow-rice/

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

শায়মা বলেছেন: ভাত ভাইয়া!!!!!!!!!!

আলেত্তা পাইসি!:)

ভাত ভাজা রেসিপি......:)

https://udrajirannaghor.wordpress.com/2015/03/11/রেসিপিঃ-ইয়েলো-রাইস-yellow-rice/

১২৪| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০০

জেন রসি বলেছেন: শেষ পর্যন্ত খানা পিনার জন্য ক্যাচ ধরা শিখতে হবে :(

পরীর দেশ না হইয়া ডানাকাটা পরীর দেশ হইলে ভালো হইতো ;)

কি আর করা....... আমি বরং দেখি কোন ফিল্ডিং কোচ পাওয়া যায় কিনা!!!

২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

শায়মা বলেছেন: হায় হায় কি যে বলো ভাইয়া!!!!!!!!!!

ডানা কাটা পরী বা নারী তো হবে অকম্মার ঢেকি!!!!!!!!!!!!!

ডানাই নাই কি দিয়ে আর রান্না বান্না বা যে কোনো কাজই শিখবে। না না সে নিশ্চিৎ হবে মাকাল ফল !!!!!!


ভাইয়া তাই একটু কষ্ট করে ক্যাচ ধরা শেখো!:) :) :)


অবশ্য মাথায় একটা লোহার হেলমেট পরে নিও। শুনেছি আকাশ থেকে পুস্প বৃষ্টি হলেও নাকি সেটা অত উপর থেকে পড়লে মাথা ফেটে যেতে পারে।

আহারে কত কষ্ট করতে হবে ভাবছি।:(

১২৫| ২১ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

জেন রসি বলেছেন: তাও ভালো বলেন নাই বজ্রপাত হইতে পারে!!!

তাইলে লোহার হেলমেট পইরাও কাজ হইতো না!!!!

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৪

শায়মা বলেছেন: হা হা না না খানা পিনা ফেলবো তো বাজ পড়ুক সকল নিন্দুকের মাথায় ।:)


১২৬| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: আহারে! এত্ত খানা
দেইখা হইল চোখ কানা
করুক যতই মানা
খাইতে মন চায় ছানা।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৬

শায়মা বলেছেন: ছানা??
কোন ছানা চাও ভাইয়ামনি?
আলুর ছানা নাকি?
মিষ্টি ছানা, রকম নানা
সেও বানিয়ে থাকি।

বেড়াল ছানাও আছে আমার
তুলতুলে সে মিউ
কুকর ছানাও আদর পেয়ে
করে সে কিউ কিউ।

মুরগী ছানা, হাঁসের ছানা
বাঁদর ছানা বাঁদর
এটাই নাকি মাথায় ওঠে
পেলে একটু আদর।:)

১২৭| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪

জেন রসি বলেছেন: আহারে!!!

নিন্দুক হইলেও মানুষ!!!

আপনি দেখি আমার মত নিষ্ঠুর!!!!

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮

শায়মা বলেছেন: তুমি নিষ্ঠুর নাকি!!!!!!!!!!!!!!!!!!!!!


:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

তাইলে তো তোমাকেই আমার দরকার ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!


চলো চলো সকল শত্তুর আর নিন্দুকের মাথায় বাজ ফেলি!!!!

নাহ আজকেই তোমার জন্য পরীর দেশের এক জোড়া শক্ত পাখা অর্ডার দেওয়া হবে!!!!!!!!:)

১২৮| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৮

জেন রসি বলেছেন: আমি পরীর দেশে যাইতাম না!!!!!!!

নিষ্ঠুরতা দেখাইলেও পরীদের মনে মায়া থাকে!!!!!

আমার আবার কংক্রিটের মগজ!!!!!!!!!!

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: ভাইয়া তাইলে তুমি পেত্নীদের দেশে যাও। :) পেত্নীদের মনে মায়া দয়া স্নেহ ভালোবাসা নেই ইনশাল্লাহ!!!!!!!!:) :) :)

তবুও তোমাকে নিন্দুকদের মাথায় বজ্রপাত না হোক ইট বালি সিমেন্টের বস্তা ফেলতেই হবে।:)


ওহ যাবার সময় মাথায় করে ইট বালি নিয়ে যেও। তোমার মাথা ভরা তো কংক্রিট কাজেই চিন্তা নাই!:)

১২৯| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

জেন রসি বলেছেন: পেত্নীরাও আবেগে আক্রান্ত!!!

ওদের দেশে যাওয়া যাবে না!!!!!!!!!

নিন্দুকেরা না থাকলে লাইফের মজাই থাকত না!!!!

যারা বিনোদন দেয়, তাদের মাথায় ইট বালি সিমেন্টের বস্তা ফেলার কি দরকার!!!!!!!

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: আরে তুমি দেখছি একটা ভীতুর ডিম ভাইয়া।

আকাশ থেকে ইট বালি সিমেন্ট লেজার মারতে ভয় কি??? তোমাকে তো আর কেউ ধরতেই পারবেনা। :)


বুঝেছি তোমার জন্য স্পেশাল ভয় নাশক ঔষধী এর অর্ডার দিতে হবে এইবার।:)

১৩০| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

জেন রসি বলেছেন: কেমন একটু প্যারাডক্স হইয়া গেল না!!!!!!

ভয়ের জন্ম রহস্যময় অন্ধকারে!!!!

আমিত রহস্য ভেদ কইরা আনন্দ পাই!!!!!!

তাই আকাশ থেকে ইট বালি সিমেন্ট লেজার মারা লাগেনা :)

স্পেশাল ভয় নাশক ঔষধী এর অর্ডার দিতে পারেন!!!!!

খাইয়া দেখি জিনিসটা কেমন!!!!!!!!

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১২

শায়মা বলেছেন: হা হা শুনেছি মাঝে মাঝে সেই ঔষধীর উল্টা সাইড ইফেক্ট হয়।:)


কেউ কেউ নিজেরা খেয়েই ভীতুর ডিম থেকে ভীতুর ডিমপোচ হয়ে যায়। :(

আশা করছি তুমি সেটা হবেনা ভাইয়ামনি!!!!!!!!


তুমি তো অনেক সাহসী, অনেক রহস্য অনুসন্ধানী , অনেক ........ অনেক ..........


তুমি কি আর কাউকে ডরাও
ভাঙতে পারো হাত মাথা পাও ( মানে শত্তুরের :) নাকি নিজের আল্লাহ জানে:()

আছাড় খেয়ে পড়তে পারো ( মানে ওদের মাথায় :))
বিচার দিয়ে মারতে পারো
করতে পারো হাও মাও খাও
মহৌষধী শিগগিরি খাও।:)


১৩১| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৪

জেন রসি বলেছেন: খাওয়ার আগে কেমনে কই???

সে জন্যই খাইয়া দেখতে হবে কি হয়!!!!

যে বইসা অন্ধকারে
এক আঙ্গুলে তুড়ি মারে
তার চোখে ভয়
কি হয়! কি হয়!


অন্ধকার কি জানি
তাই কম মানি
আলোর রেখা টানি!!

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: ওকে ওকে খেয়েই দেখো......:)


অন্ধকারে ভুত থাকে
সাথে ভুতের পুত থাকে
আরও থাকে নানী।
সে কথাটা জানি।:)


সেথায় নাকি আলোর রেখা
কখখনো তা যায়না দেখা
ঘুটঘুটে সেই অন্ধকারে
আটকানো দম বন্ধকারে।


বুঝবে তখন তুমি
কাজেই বড়াই করো কমই.....:)
বরং তুমি ঘুরেই আসো
বদ্যিখানা থেকে..........



ডোন্টো ওয়েস্ট টাইম ভাইয়া দিবা স্বপ্ন এঁকে!!!!!!!!:)

১৩২| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১২

জেন রসি বলেছেন: কিছুই তুমি জাননা
সত্যটা তাই মাননা
ভুতের মাথা হ্যাক
পাচ্ছে হাঁসি খ্যাঁক।

সেথায় আছে আলোর রেখা
চোখ থাকলে পাবে দেখা
যদি থাকে চোখের দেখায় ভ্রম
কাজ করবে কেম্নে গুগল ক্রম

যে বুঝে না বড়াই করে সে
জেনেও আমি বড়াই করার কে?


বি দ্রঃ ছন্দ মিলানোর জন্য আপনি তুমি হয়ে গেছে।মাইন্ড খাইয়েন না!!!!


২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

শায়মা বলেছেন: ভুত মানে কি তোমার মাথা?
কে করেছে হ্যাক??
নেকড়ে নাকি খেকশিয়ালে
ধরেছে চেপে ক্যাক??

তাই তো তোমার পাচ্ছে হাসি খেকর খেকর খ্যাক!!!!!!


বাপরে তোমার চোখ খানা কি
আস্ত গুগল ক্রোম !
এটা শুনেই পালিয়ে গেলো
ভুতের বাবা যম!!!

এখন তুমি বড়াই করো
দমদমাদম দম!!!!!!!!! ( বাদ্যি বাজাও) :) :) :)

১৩৩| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪২

জেন রসি বলেছেন: ভূত মানে অন্ধকারে যে মারে ঢিল
চোখ বুঝে নিজের হাতেই মারে সে কিল।
অন্ধকারে দেখবে কাকে
যদি মনে ভুত থাকে?

আমার মনে আলো আছে
উত্তর তাই আছে কাছে,
তুমি জান কম
তুমিই তোমার যম!


তুমি বরং বড়াই করো

দমদমাদম দম!!!!!!!!!

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৫

শায়মা বলেছেন: আমি হলাম সব জান্তা :)
লোকে বলে অলরাউন্ডার B-) B-)
আমাকে তুমি কম জানি বলো X((
আসছো তুমি কোন ছার????????? X( X( X( X( X(

তোমার এবার খবর আছে
নিভাই দেবো তোমার আলো
আমি একাই পন্ডিৎ হবো
সবার সেরা সবচাইতে ভালো!!!!!!!! :D :D :D

১৩৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২০

যুগল শব্দ বলেছেন:

এতো খাবার দেখে আমার জিবে আষাঢ় এলো,
খাবার ছবি দিয়ে শুধু ঠিক ফাজলামিটাই হলো,


খাবার ছবি হয়না দিতে
বাসায় দাওয়াত কবে,
চিংড়ি পোকা ইলিশ ডিম
আর দধি দিতে হবে! =p~

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

শায়মা বলেছেন:
যখখনি চাও তখন তোমার দাওয়াৎ আমার বাড়ি
চিংড়ি মিংড়ি ইলিশ বালিশ আছে কাড়ি কাড়ি
জিবে আষাড় আসুক না হয় অসাড় যেন না হয়
ছবি দেখেই তুলবে পটল, এটাই আমার ভয়!!!!:(


ভাইয়ামনি !!!!!!!!!!!! সাবধান !!! সাবধানে খানা পিনা করো ওকে???:)

১৩৫| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৬

জেন রসি বলেছেন:
হলাম আমি ছার
তাতে সমস্যাটা কার?
লোকের কথায় আছে ভার
তুমি হলে অন্ধকারের অলরাউন্ডার :)

আমি থাকি আলোর কাছে
বুঝলে তুমি শেষে :)
আমার তাই খবর আছে
বললে হেসে হেসে!

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৬

শায়মা বলেছেন: ইয়েস আপনি স্যার
সমস্যা নেই কার?:)

আলো না হয় বান্ধবী তোমার
আমার তাতে কি???
অন্ধকারের সাথেই আমি
দোস্তি পেতেছি।:)

অন্ধকারেই ঢিলটি ছুড়ে করবো কুপোকাৎ
আমিই হবো সবার সেরা করবো বাজিমাৎ।:)


১৩৬| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪১

যুগল শব্দ বলেছেন:
ভার্চুয়াল ফুড চাইনা আমি
রিয়েল খানা চাই,
চিংড়ি মিংড়ি ইলিশ খেতে
আপুর বাড়ি যাই।

নিমন্ত্রনের ভাব ভালোনা
সবই বুঝি তার ছলনা,
মিষ্টি কথায় আর ভুলনা
ছলনারে ভয় পাই!
:((

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৩

শায়মা বলেছেন: হা হা

আমি হলাম মিষ্টভাষী
মিষ্টি কথায় সেরা
তুমি বললে এই কথাটা
ছলনা দিয়ে ঘেরা???

তুমিই বলো এই দুনিয়ায়
এটাই পাবে কোথা
ছবি দিয়েই খানা সারো
ভাইয়া মনি বোকা!!:)


এইবার আমি ঘুমাতে যাবো!!!!!!!!!
টা টা বাই বাই
নইলে দেখা যাবে আমি
সকাল বেলায় নাই!!!!!

ছড়ার মজা বের হবে তখন
পড়ার মজা শুরু
স্কুলে লেট হলে হবে মনটা দুরুদুরু!!!!!!!:(

১৩৭| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৪

অদ্বিতীয়া আমি বলেছেন: এত এত খাবার !!!!
ইস আগে জানলে কি আর দেরি করতাম !!
তুমি এত এত গুণী কেন আপু ?

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৪

শায়মা বলেছেন: শিঘরী বাসায় চলে আসো যা যা আছে তাই দিয়েই খেয়ে যাও আপুনি!!!!!!!!!!!:)

১৩৮| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৪০

জেন রসি বলেছেন: দোস্ত তোমার অন্ধকার
ভূতের মতই থাকে
আলো দেখলে দেয় চীৎকার
ভয় দেখাবে কাকে?

তুমিই হবে সবার সেরা, করবে বাজিমাৎ
অন্ধকারে ঢিল ছুঁড়ে হবে কুপোকাৎ :)

হে অন্ধকারের পরী
আমি হেসেই মরি :)

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

শায়মা বলেছেন: হাসো হাসো আরও হাসো
এটা উপকারী
তোমার চিকনা চাকনা সাস্থ্যের জন্য
খুব ই দরকারী।

আমি জানি আমি সেরা
মহা পন্ডিৎ গুরু
এখন দেখো আমার খেলা
দেখা কেবল শুরু।:)

১৩৯| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৪

ইখতামিন বলেছেন:
খিদে পেয়েছে

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১২

শায়মা বলেছেন: কি খাবে ইখুবেবি !!!!!!!!!!!!!:) :) :)

১৪০| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১২

স্পর্শহীন কিছুদিন বলেছেন: খাবার দেখে তো পুরা মাথাই নষ্ট।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!!!!

কত্তদিন পরে!!!!!!!!!!!!!!!

কেমন আছো ????????????? কোথায় আছো???????? :)

১৪১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২২

যুগল শব্দ বলেছেন:
কানে আমার গান যে বাজে,
পেটে ক্ষুধার গুড় গুড়
কিছু খাবার আজকে দিলে
ক্ষতি এমন কতদূর!

বাসায় আমার নাই যে কিছু
পেটে দেবার মতো,
ক্ষুধার জ্বালায় আজকে দেখো
মনটাও আহত ! :(

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: আহালে ভাইয়া কেমন করে
এত্ত ফকির হলে!!!
যদিও সেটা খুবই ভালো
দ্বীনের সোওয়াব মেলে।


খানা পিনা জগৎ মিথ্যা
ফকির মজনু সাঁই
তাদের মত চলতে হবে
যখন যাহা পাই।

দুইটা রুটি কিংবা পান্তা
মরিচ পিয়াজ দিয়ে
মুড়ির সাথে একটু গুড়
অথবা তেল নিয়ে।

দেবো নাকি ভাইয়া তোমায়
নাকি মিষ্টি খাবে
নাকি বাংলা ওয়াশ দেখে

আনন্দে নাচবে।:)


১৪২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৮

যুগল শব্দ বলেছেন:






ভাবছি লালন, মজনুই হবো
কিসের বিলাস ব্যাসন,
একটা থালা_একটা বাটি
থাকবে শুধু বাসন!

কানা বগীর মতো আমি
চাইনা পান্তা খেতে,
মুড়ি-মিষ্টি খাইতে পারি
তোমার মিষ্টি হাঁতে! :P

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

শায়মা বলেছেন:


বাসনই বা দরকার কি
হাতে থাকুক ঝুলি
বেরিয়ে পড়ো তিব্বতের পথে
ছেড়ে এসব বুলি।


লালন মজনু খায়না মিষ্টি
মুড়িটা তাও চলে
গান্জা হলো সবার সেরা
সর্বলোকে বলে।

লালন সাঁই এর আখড়াতে যাও
একতারা নাও হাতে
আরেক হাতে থাকুক কুড়ুক কুড়ুক
কল্কী থাকুক সাথে।


:P :P :P :P



১৪৩| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪

জেন রসি বলেছেন: হাসি আমি মনের সুখে :)
তুমি হাস বেজার মুখে :(
অন্ধকার কি উপকারি
তোমার জন্য দরকারী?

অন্ধকারে তুমিই সেরা
মহা পন্ডিৎ গুরু
সাহস থাকলে আলোয় আস
খেলা কর শুরু।

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯

শায়মা বলেছেন: আলো আঁধার ছায়া
কায়া কিংবা মায়া
মিথ্যা অলিক মোহের জালে
পড়লে তুমি ভায়া???


কান্না এবং হাসি
উথলে রাশি রাশি
পড়ছে দেখো জগৎ জুড়ে
বাঁজছে মধুর বাঁশি।


বিশ্বজগৎ খেলায়
সকলি হেলা ফেলায়
যায় কেটে দিন রাত্রী আসে
ফুরোয় সকল বেলাই।:)


(কাজ কাম ছেড়ে বসে বসে কাব্য রচনা???:(

আমার খবর আছে !!!:( :( :( বুঝতে পারছি))

১৪৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

জেন রসি বলেছেন: মিথ্যা নাকি মোহের মায়া
তোমার ঘরে বসত করে
তোমার নিজের ছায়া
তোমার তুমি থাক মরে।

হাসি কান্নার সমীকরণ
তাতেই হয় বশীকরণ
অংক কষার মেলায়
কেউ জিতে না খেলায়।

মনের মধ্যে মনের ছবি
তা দেখে হলাম কবি।




মনের মধ্যে মনের ছবি দেখার মজাই আলাদা!!!!!


২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০১

শায়মা বলেছেন: মনের মধ্যে ছবি দেখে
পাগলে আর ছাগলে
এই কান্না এই তো হাসি
মেলেনা তা তালেগোলে।:)

নিজের ছায়া ছাড়া তুমি
চলবে কেমন করে?
মরার আগেই তাই বলে কি
যাবো আমি মরে!!! ( আহা শখ কত!!)

অংক কষা ভীষন বাজে
বশীকরণ সোজা
তন্ত্র মন্ত্র করছি তোমায়
ডাকছি আমি ওঝা।


তখন তুমি কাব্য ছেড়ে
বইবে গাধার বোঝা।:) :) :) :)

হি হি হি হি :P


১৪৫| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

জেন রসি বলেছেন: মনের ছবি দেখে,মনের কারিগর
তুমি দেখ পাগল ছাগল
মনে তোমার মায়ার বাড়িঘর
আহারে! কে বাজায় মাদল!

ছায়া আমার পাশে থাকে
সেথায় তুমি দেখবে কাকে?
নিজের মধ্যে নিজের বিচরণ
ছায়ার সেথায় অকাল মরন।


বশীকরণ ছেলেখেলা
বসবে ওঝার মেলা।
তন্ত্রমন্ত্রে কি সব খোঁজা
অংক করা অনেক মজা।

অংকটা করেই দেখ একবার
দেখবে তখন
তন্ত্রমন্ত্রে নেই কোন কারবার!






২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪২

শায়মা বলেছেন: অংক করো তুমি
নামতা পড়ো তুমি
নইলে কালকে স্কুলেতে
কান ধরবেও তুমি।


আমি দিদিমনি
আমার অংক কষা মানা
শুধু অংকে ভুল করে যেসব
দুষ্টু বাঁদর ছানা।

ধরে ধরে তাদের আমি
দেই করে দেই কানা।:) :) :)





হি হি হি

তখন তারা যায় হয়ে সব
মামদো ভুতের ছানা।
এবার আমি ঘুমাই বেশি
রাত জাগতে মানা।


নইলে ক্লাসে ঘুমিয়ে গেলে
হেডটিচারের ছানা ( বাচ্চা)
কানটা ধরে আমায় আবার
করিয়ে দেবেন দাঁড়া। :( :(


হায় হায় তখন তো বাঁদরগুলা আমাকে দেখেই হাসবে।:(:(:(


১৪৬| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৬

জেন রসি বলেছেন: অংক করি আমি
নামতা পড়ি আমি
নইলে কালকে স্কুলেতে
কান ধরাবে
মামদো ভূতের মামী!!

দুষ্টু বাঁদর ছানা
তোমাদের ভয় পেতে মানা
তোমাদের দিদিমনি
নিজেই একটা কানা।

দিদিমনির রাত জাগতে মানা
তা আছে সবার জানা
তাই দুষ্টু বাঁদর ছানা
ভুলনা তোমাদের দুরন্তপনা!


আমি দুপুর পর্যন্ত আরাম কইরা ঘুমামু :) :) :)

২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১০

শায়মা বলেছেন: দুপুর বেলাও ঘুমাও
ছি ছি
সাধে কি আর আলসে বলি
মিছি মিছি???


স্কুলেতে নীলডাউন আর
কানটা টানা খাও
কাঁদতে কাঁদতে ভেউ ভেউ
ফের বাড়ি ফিরে যাও।

বাড়ি ফিরেই ফের রই রই
সারাটাদিন টই টই
নেই লেখাটা নেই পড়াটা
খেলা এবং খেলা???


এমন করেই কেটেই গেলো তোমার সকল বেলা!!!!!

১৪৭| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১০

জেন রসি বলেছেন: রাত জাগতে আছে জানা
কেউ করেনি মানা,
যারা জাগে রাত
তারা সকাল বেলা কাঁত

স্কুলেতে আমি হলাম আমি
নিয়ম ভাঙার ছানা
সবাই মিলে করে তাই
আমার জীবন ফানা।

কিন্তু আমি অনড় কঠোর
পড়ি পৃথিবীর পাঠশালায়
সেথায় পাই জ্ঞানের জঠর
মারবে আমায় কোন শালায়!!!!!

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৫

শায়মা বলেছেন: হা হা হা হাহা
ভালো বলেছো বাহা
ডোন্টো কেয়ার নো বডিকে
যতই করুক উহু আহা!



তাই বলে রাত জাগা
স্কুল হতে ভাগা
নয়কো মোটেও ভালো
যতই তুমি বলো।

নিজের ভালো নিজে
না বুঝলে কি যে
কষ্ট পেতে হয়
তখন আছে কান টানাটার ভয়। :P :P :P :P :P

১৪৮| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২২

নষ্ট অতীত বলেছেন: বাহ্, চমতকার :D কোনটা রেখে কোনটা খাই চিন্তায় আছি!

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৯

শায়মা বলেছেন: হায় আল্লাহ !!


এই খানাপিনা পোস্ট থেকে আমাকে বাঁচাও!!!!!!!!

আমি তো রান্না করতে করতে কালো হয়ে গেলাম!!!!!!!!!!!!!:( :( :(




:P :P :P


হা হা হা ভাইয়া নিশ্চয় তোমার চোখ কপালে উঠেছে!!!!!!!! :P


শুনো তুমি যেটা খুশী সেটাই খেয়ে ফেলো। ছবি খানাপিনা খেয়ে পেট না ভরলে আমি তোমাকে রেসিপি বলে দিতে পারি তখন নিজেই বানিয়ে খাবে।

তাও না পারলে আমার পরীর দেশে দাওয়াৎ দিলাম । উড়ে উড়ে চলে এসো!!!!!!:)

১৪৯| ২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

নষ্ট অতীত বলেছেন: গ্যাসবেলুন দিয়ে উড়ে চলে আসবো নাকি? ঠিকানা দাও তাহলে। :)

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

শায়মা বলেছেন: গ্যাসবেলুনেও আসা যেতে পারে আর ঠিকানা???

আকাশলীনা
পরীবাগান

দেশ - পরীস্থান :) :)

১৫০| ২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

রফিক এরশাদ বলেছেন: বাবার অসুখ ছিল তাই আই ওয়াজ বিজি-
খাবারের ছবি দেখে সব বলে, 'জ্বি জ্বি'!
ডিজিটাল যুগে এসে ডিজিটাল ফুড
মাঙনা খাবার খেলাম, দ্যাটস ভেরী গুড! :(
এতো এতো খানাপিনা, ভেরী মাচ ফানি
সবাই খাবার দেয় কেউ দেয় না পানি :(
খাবারের নাম করে খাইতাছি বাঁশ
আপনার জন্য পানি এক গ্লাস :( :(

২৬ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

শায়মা বলেছেন: ছিছি ভাইয়া ছি ছি
এই তোমাকে আমি কিনা ভাইয়া ডেকেছি!!!!!!!!!!

আমি দিলাম এত খাবার তুমি দিলে পানি
এক্ষুনি আনছি ডেকে তোমার শ্বাশুড়ীর নানী।

যাই ডেকে আনি!!!!!!!!!!!!!!!!!



তার আগে বলো বাবা এখন আছেন কোথায় কেমন?
আশা করছি ভালো আছেন আমরা চাই যেমন।


১৫১| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৮

রফিক এরশাদ বলেছেন: এতো খানা পিনা করে পেট হল ভারী
খেয়েছি ইচ্ছামত যতটুকু পারি :)
যা পেয়েছি, খেয়ে গেছি, যা ছিল প্লেটে
খাওয়া শেষে খুব করে হাত নেই চেটে ;)
সবশেষে যা হবার তাই হয়ে গেল
ছোট রুম আর্জেন্ট নেসেসারি হল :(
রুম খানা বেশ ভাল, বড় সুখময়-
এই নেন যদি কারো প্রয়োজন হয় ;)
খানার আইটেম বেশী, নয় এটা ইস্যু
যত লাগে নিয়ে নিন লাগে যত টিস্যু ;) ;) ;)

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৭

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া তুমি করলে এটা কি???
এই ছোটরুম ইউজ করেন আমাদের দারো্য়ানজী!!
তোমার জন্য স্পেশাল টয়লেট আছে রাখা!!!
মাথার উপর ঝুলছে সেথা শাখামৃগের শাখা। :)

ঝুলে ঝুলে বাঁদর ভাইয়া ধপাস পড়ো ভাই
আর জীবনে আমার বাড়ী দাওয়াৎ তোমার নাই। X( X( X(

১৫২| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

রফিক এরশাদ বলেছেন: মাঙনা খাবার খাইনা বলে আমি শাখামৃগ,
আমার বউ আইসা বলে, 'দেখতাছ কি গো'?
আমি বলে আফামনি ব্লগ লিখছে আবার,
লগে দিছে মাঙনা মাঙনা ডাউনলোডেড খাবার!!
আফা ভাইদের ভরিয়ে দেয় হরেক রকম গিফটে...
বউ বলে, 'তোমার আফা অনেক বড় কিপটে'!!! :( :( :(

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০

শায়মা বলেছেন: তোমার বউ এত পাঁজি জানতাম না এটা
খাঁটি ননদের মতন কিন্তু এবার আনবো ঝাঁটা X(( X(( X(( X((
ভাবতাম আমার ভাবী কত ভালো একটা মেয়ে
এখন দেখি হিংসা করেন এ্ত ভালো ননদ পেয়ে!:(

না না ভাইয়া এই ভাবীতে চলবেনা আর আমার
তার চে চলো নতুন করে বিয়ে দেই তোমার।
এবার আনবো নতুন ভাবি বোবা কালা হাবা
সাত চড়েও রা কাড়েনা এমনি মেয়ে বাবা!!!!!:)



ভাইয়া আমার সেকেন্ড ভাবী আনার আগে তোমার জন্য আর আমাকে হিংসা করে কিপটে বলা ভাবীর জন্য হেলদি সালদি মানে (সাস্থ্যকর সালাদ):):):)

১৫৩| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২১

রফিক এরশাদ বলেছেন: আপু আমার অনেক ভাল আমার খেয়াল রাখে,
এত খেয়াল রাখবে বল আছে আমার কে কে‍‍‍!!
আমার মনের কথা শুধু বুঝলে তুমি একা
তোমার সাথে খুব জরুরি করতে হবে দেখা।
যা চাও তুমি দিতে পারি, কর না ঘটকালী,
শর্ত একটা, যেন থাকে গোটা কয়েক শালী!!
খাবার দাবার কিচ্ছু চাইনা, আর দিব না ঝাড়ি-
তুমিই বল, আমি তোমায় কষ্ট দিতে পারি??????????? :) :) :)

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: ডোন্টো ওয়ারী ভাইয়া তুমি চিন্তা মাত কারো
শালীর সাথে শালাও দেবো বড় এক লাফ মারো
শালীগুলো কালি কিন্তু শালা গুলা পাগল
রোজ সকালে নাসতা করেন এক একখানা ছাগল
তোমায় পেলে ভালই হবে ওদের সুখের কাল
ওদের নাকি বাড়িতে আর টেকেনা কোনো রাখাল .....:)

১৫৪| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪০

রফিক এরশাদ বলেছেন:

ভুল জায়গায় ঢিল দিয়েছি
নিজের মাথায় কিল দিয়েছি
আপু,
অাপনিতো ভাই সেরম ঘাগু
কারে কি কই, বাবাগো মাগো!
ভুল হয়েছে বাপু!
ঘটক আমি খুজেই নেব
প্রয়োজনে নগদ দেব
অাপনার আমি ধার ধারি না অনেক হইছে ভাগো!!
পল্টি মারে কেমনে বাবা,
পাইছে আমায় হাবা গোবা
সাহস কত্ত বড়,
কে আছ কোথায় আগায়া আস
আপুরে নিয়া সবাই হাসো
শক্ত করে ধরো!!!

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০

শায়মা বলেছেন: ওমা ওমা একি
আজব কান্ড দেখি
করতে গেলাম উপকার
তোমার একখান বউ দরকার
সাথে শালী শালা, এখন কানে দিলে তালা!!!


সেই কারণেই গুণী বলেন কথায় আছে এই
পরের ভালো করতে নাকি এই দুনিয়ায় নেই।:(

১৫৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৬

জেন রসি বলেছেন: রফিক ভাইয়া চেয়েছিল একখানা বউ
শায়মা আপু এনে দিল ভীমরুলের মৌ!!
পরের ভালো করতে তাহার জানা
সেই ভালোতে জীবন হয় ফানা।

হাল ছেড়ো না রফিক ভাই
শায়মা আপুর উপায় নাই :)
তিনি ঢিল মেরেছেন চাকে
ধরব এবার মামদো ভূতের মাকে।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৭

শায়মা বলেছেন: ছি ছি ছি জেন ভাইয়া পর নারীর দিকে চোখ!
মামদো ভুতের মাকে ধরো বলবে কি সব লোক?
পরের ভালো করি আমি বড় পরপোকারী!
তোমার জন্য আনবো ধরে মেয়ে সংসারী
রানতে পারেন পানতা তিনি কানতে পারেন সুরে
কাক চিল সব যায় পালিয়ে বাড়ির থেকে দূরে!

১৫৬| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১:১৭

জেন রসি বলেছেন: পানতা আমি খাই না
কান্না ভালো পাই না
সংসারেতে নাই মন
কারো কাছে করিনি পণ!
যদিও দেখতে কালো!
কাক চিল সব ভালো।


হলে তুমি পরপোকারী!
বৈরাগী সব সংসারী।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: বলেছি আগেই নেই করতে
পরের ভালো কারো
ভাইয়া এসব নিন্দাপনা
এবার তুমি ছাড়ো।

জানি জানি বুক ফাটেতো
মুখ ফোটেনা জানি
বিয়ে করতে এক পা খাড়া
সে কথা নাও মানি।:)

১৫৭| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

জেন রসি বলেছেন: যদি হই এক
পায়ে খাঁড়া
নেমে আসবে আজব
সব ফাঁড়।
তাই আমি
দুই পায়েতেই আছি
চারপাশে উড়ে না তাই
আজব মশা মাছি।


নিন্দুকের কাজ নিন্দা করা
আমি দেইনা তাদের কানপরা।
যারা করে এমন কাজ
তাদের মাথায় পড়ুক বাজ।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২০

শায়মা বলেছেন: আর ফেলোনা বাজ!
এমনিতে ভুমিকম্পেতে প্রাণ
ওষ্ঠাগত আজ!

মরছে মানুষ হাজার হাজার
দুঃখে পরান কাঁদে
চলছে আজব গজব খেলা
বিশ্বমায়ার ফাঁদে!:(

১৫৮| ০৪ ঠা মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

হিল্লো্ল বলেছেন: আমার তো মনে হয় পেট খারাপ হইল

০৫ ই মে, ২০১৫ রাত ১:৩৯

শায়মা বলেছেন: কেনো!!!!!!!!!!!!!!! B:-)

১৫৯| ০৫ ই মে, ২০১৫ সকাল ৭:৩৭

ইচ্ছের ঘুড়ি বলেছেন: মাঝরাতে কোন দুঃখে যে আপনার ব্লগে আসছিলাম...... এখন ফ্রিজ খুলে দেখি খাবার কিছুও নেই......... X(( X(( X((

০৫ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: আহালে ভাইয়ু!!!!!!!

এখন দুপুরবেলা কোনটা খেতে চাও বলো!!!!!!

এখুনি রেসিপি দিয়ে দিচ্ছি!!!!!!!!!:)

১৬০| ০৫ ই মে, ২০১৫ সকাল ৭:৩৯

ইচ্ছের ঘুড়ি বলেছেন: মাঝরাতে যে কোন দুঃখে আপনার ব্লগে আসছিলাম, এখন ফ্রিজ খুলে দেখি খাবার কিছুই নেই.........

০৫ ই মে, ২০১৫ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: থাক থাক ভাইয়া

তোমাকে আমার বাসায় দাওয়াৎ দিয়ে দেবো।

১৬১| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:২৭

নীলপরি বলেছেন: দারুন লাগলো । ইয়াম্মি পোস্ট। :)

০৫ ই মে, ২০১৫ বিকাল ৫:০৭

শায়মা বলেছেন: নীলপরি!!!!!!!!!!!!!!

আরে তুমি তো সবাইকেই পাখায় করে উড়িয়ে আনতে পারো আমার দেশে!!!!!!!!!:)

১৬২| ০৬ ই মে, ২০১৫ সকাল ৮:১৪

নীলপরি বলেছেন: আরে আমি তো পরি । আলাদিনের জীন নাকি ? একেই তো কাল বৈশাখী চলছে । ঝড়ের মধ্যে ডানা সামলে ওড়া যে কি ঝক্কি ! উফ , পরিদের অবস্থাটা যদি একটু বুঝতে !!!!!!!! :||

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১২

শায়মা বলেছেন: থাক থাক তাইলে আর ঝড়ে উড়ে কাজ নেই তোমাকে বোতলে বন্দী করার জন্য একটা বোতল পাঠয় দেবো নীলপরিমনি!!!!!!!!!!!!!!।:)

১৬৩| ০৬ ই মে, ২০১৫ রাত ৮:১৫

নীলপরি বলেছেন: হা্য় মোর কি অপরাধ ??????

০৬ ই মে, ২০১৫ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: অপরাধ নাতো!!!!!!!!!!!

তুমি যদি ঝড়ে উড়ে যাও?????????

কোথায় পাবো!!!!!!!!!!!!!!


তাই আগেই বন্দী করে রাখতে হবে।:)

১৬৪| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:০৫

নীলপরি বলেছেন: আরে পরিরা সোফাতেও বসতে পারে । আর আপনার সাথে গল্প জুড়লে তো উড়তে এমনিই ভুলে যাবে !!!!!! :)

০৬ ই মে, ২০১৫ রাত ১০:২৮

শায়মা বলেছেন: হাহাহাহাহাহা



চলো একটা গল্প শুনাই।:)

১৬৫| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: হুম শুনছি । বলতে থাকুন । :)

০৬ ই মে, ২০১৫ রাত ১১:২২

শায়মা বলেছেন: একটা ছিলো পরী । তার নাম নীলপরী
আর তার ছিলো আরে জমজ বোন। তার কি বলোতো???

তার নামও নীলপরী তবে একটা নীল না দুইটা নীল মানে নীল নীল পরি।:)

নীলনীলপরি
আর তাদের ছিলো এক কাজিন

লালপরী হুম এটা তার কাজিন


তাদের একটা দুষ্টু শত্রু ছিলো তার নামঘুমপরী

সে সুযোগ পেলেই এই লাল নীল হলুদ সবুজ সব পরীকেই ঘুম পাড়িয়ে দিত । তারপর কি হলো জানো??? :)

১৬৬| ০৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২৪

আমি বন্দি বলেছেন: ভালই লাগলো । :)

০৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২৯

শায়মা বলেছেন: :) :) :)

১৬৭| ১২ ই জুন, ২০১৫ সকাল ১০:৪৯

শহুরে আগন্তুক বলেছেন: হরতাল ডাকতে হবে আপনার বিরুদ্ধে !!!!!!!!!

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:১৫

শায়মা বলেছেন: কেনো??????????

এতদিন পরে এসে এসব কি কথা!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৬৮| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১২

সোহানখুলনা বলেছেন: অনেক ভালো লিখছো ;)

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!

১৬৯| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৪

ইমরান আশফাক বলেছেন: আপনার রকমারি ইফতারীসহ যেসব খাওন-দাওনের পোস্টগুলি দেখলাম তাতে বলতে ইচ্ছা করছে জয়তু শায়মা।

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:১০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!! আমার ঈদ পোস্টে আরও খানা পিনা ছিলো কিন্তু আমি ভুল করে মুছে ফেলেছি সেটা!:(

১৭০| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১২

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: অসাধারন লিখা এবং রেসিপি গুলো ,অলংকার, শব্দচয়ন এবং কাব্যিক ভঙ্গিমা । অসাধারন !!!!!!!

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২১

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার কথা শুনে হাসছি। কিন্তু তোমার নামের অন্তর্নিহিত অর্থ কি?

১৭১| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৭

আজাদ মোল্লা বলেছেন: আপু সবাই কে খানাপিনা দিলা কিন্না ।
মোল্লা বাদে হলো খানা শেষ ।
মোল্লাকে দেবে খানা ,
পাবে পাবে দোয়া ভরপুর ।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪

শায়মা বলেছেন: দোয়া করো ভাইয়া!!!!!!!! :(


অনেক অনেক দোয়া!!!!!!!;(

১৭২| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

খেয়ালি দুপুর বলেছেন: এতো মজার মজার খানাপিনা দেখে মাথা কিন্তু সত্যিই আওলা হয়ে গেছে আপু। তুমি পারো বটে! শুভকামনা রইলো নিরন্তর। :)

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: হা হা

থ্যাংক ইউ ভাইয়া!!!!!!


:)

১৭৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: এত্ত খানা এখানে কোনটা রেখে কোনটা নিব!
আপুনি গ্রেট

১৭৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: এত্ত খানা এখানে কোনটা রেখে কোনটা নিব!
আপুনি গ্রেট

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩২

শায়মা বলেছেন: সবগুলো থেকেই একটু এখটু করে নাও ভাইয়ু!!!!!!!!!:) :) :)


কেমন আছো ভাইয়ামনি?????????

১৭৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৭

আহসানের ব্লগ বলেছেন: পরটা গুলো :( :(

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

শায়মা বলেছেন: তোমার বাড়ি পাঠিয়ে দেবো ভাইয়া!!!!!!!!!:)

১৭৬| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১

উসীমজদ্দীন বলেছেন: অনেকদিন পর বাসী খাবারগুলো পেলাম........

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: তাই তো !!! এতদিন পর বেড়াতে আসলে তাই বাসী খাবারই খেতে হলো! :P

আগের মত ছড়িতা লেখোনা কেনো আর?

১৭৭| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৩

নুর পাগলা বলেছেন: খাবারগুলো দেখে লোভ হচ্ছে। কিন্তু কিছু করার নেই?

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৬

শায়মা বলেছেন: পাগলাভাইয়া!!!!!!!!!!!

এটা তো অনেক আগের খানাপিনা!!!!!!!!!! নিউ খানা মানে মাত্র যে রোজাটা শেষ হয়ে আজ ঈদ সেটা দেখলে না!!!!!!!!!

http://www.somewhereinblog.net/blog/saimahq/30144000



ঈদ মুবারাক আর উড়ে উড়ে চলে আসো আমার পরীর দেশে!!!!!!!:) :) :)

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫১

শায়মা বলেছেন: ও মাই গড!!!!!!!!!!!!!!!!!!!

অনুসরন করেছো তাই তোমাকে একটু দেখতে গিয়ে দেখলাম !!!!!!!!!!!


৬ বছরে মাত্র একটা কমেন্ট ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ব্যাপার কি বলোতো!!!!!!!!!!!!!!!!!!!!!


আমি তো মহা সৌভাগ্যবান!!!!!!!!!!!! B:-)

১৭৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আগের খাবার গুলান কত... ভালা ছিল!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: এখনকারগুলা খারাপ নাকি!!!!!!!!!!!!!!!!

১৭৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না না আপু, সেটা বলিনি, আগের খাবার গুলো মিস করেছি তো তাই কথাগুলো বেরিয়ে এসছিল। আহ! কি সুন্দর খাবার গুলি মিস করেছিলাম। যাক, ভ্রমরের ডানা ভাইয়ের সৌজন্যে পুরনো হলেও খাবার গুলো দেখে মুগ্ধ হতে পেরেছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি!!!!!!

এখন এসব খেয়ে ফেলো!!!!!!!!

বাসিতো মাসিতো খাসিতো ডানাতো ভাইয়াতো!!!!!!!!!!

১৮০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


সব খেয়ে ফেলব..... সব সব সব......


বাসিতো বাসিতো...

ভালবাসিতো... সব খানা খাইতে ভাল বাসিতো...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: ঘুমিতো ঘুমিতো
ঘুমানোতোর সময়তো
একাতো একাতো খাওতো
আমি ঘুমাতে যাওতো!

১৮১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:


Yo bro, খাতাবালিশ নিয়ে ঘুমিতো..
স্লিপ টাইটো..
গুড নাইটো...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

শায়মা বলেছেন: ঘুম থেকে উঠিতো
কি করা যায় ভাবিতো
খানা পিনা করিতো
এখন চায়ি খায়িতো
বিউটি পার্লার যায়িতো
সাজুগুজু করিতো
কাঁশবনে ফোটুক তুলিতো!!!!!!!!!!!

হি হি হা হা হো হো তো!!!!!!

১৮২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: এ পোস্টের আমি ৪১৫২ নং পাঠক, ১৮২ নং মন্তব্যকারী এবং ৩৫ নং 'লাইক' প্রদানকারী। মারাত্মক সব ব্যাপার স্যাপার!
রফিক এরশাদ এর ছড়াটা যেমন দারুণ হয়েছে, ছড়ায় ছড়ায় আপনার বিভিন্ন প্রিয় ভাইয়াদেরকে খাদ্য পরিবেশনটাও তেমনি রসাত্মক হয়েছে। এক কথায় সুপার্ব! + +

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩১

শায়মা বলেছেন: হা হা ভাইয়া ২০১২ এর পর ২০১৫ তে ব্লগ আরেকবার ঝলসে উঠেছিলো। এটা সে সময়ের কথা ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.