নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

মাই কালারফুল ইফতারী ডে\'জ অব ২০১৫

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯




সদা ও সর্বদা আমি যে কোনো পরিস্থিতিতে আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই। এই অকারণ আনন্দ দেখে অনেকেই বিরক্ত হয়, বিদ্রুপ করে ,পিছে আড়ালে হাসাহাসিও করে অনেকেই । কিন্তু আমি সেসব কোনো কিছুকেই না পাত্তা দিয়ে আমার আনন্দ নিয়েই মেতে থাকি এবং ভালো থাকি।
২০১৫ এর রোজার শুরু। এই বছরের প্রতিটা দিন আমি সকালের শুরুতেই লিস্ট করলাম আমি আজ কি কি ইফতারেের মেন্যু বানাবো আর শুধু তাইনা সেসব কিভাবে সাজাবো বা পরিবেশন করবো সেটাও আমার চিন্তায় ছিলো খুব খুব। আর তাই মেতে উঠলাম উৎসবের আনন্দে। সারাদিনের রোজাতে ক্লান্ত না হয়ে উঠে আমি বরং হয়ে উঠলাম তাতে সতস্ফূর্ত ও আনন্দিত।









চিরায়ত পিঁয়াজু

টেম্পুরা বেগুনী

সাজুগুজু বুট

সাস্থ্যকর সব্জী

তন্দুরী আর শাসলিক

সসমস চিকেন লেগ( আমার দেওয়া নাম)

আমার অতীব প্রিয় সালাদ যা ছাড়া আমার চলেই না এবং রেসিপি চাইলেই কেউ বলে দেবো।

নবাবী জিলাবী ইমানুয়েলস ।

হোম মেড ডোনাট, স্যান্ডুইচ, কাকরোল টেম্পুরা, পিয়াজূ, নাগেটস, বেগুনী সব একসাথে জগাখিঁচুড়ি।

কালোজাম, এ্যাপেল, নাম না জানা একটা ফল, শশা, পেয়ারা, খেঁজুর।

এই রমজানে আমার স্পেশাল ইনভেনশন- জিরাপানি ইয়াম্মী ইয়াম্মী।

মোরগ পোলাউ জাফরানী।

ফিসফ্রাই,আলুবোখারা চাটনী, বেগুনভাঁজা, সালাদ আর জামভর্তা।

ফ্রায়েড রাইস, ফ্রায়েড চিকেন এ্যান্ড ফিস এ্যান্ড ঢেড়সভাঁজা, ফ্রেঞ্চ ফ্রাইজ ও শশা টমেটোর টুকরা।:)

সাথে পানীয় উইথ স্পেশাল ইয়াম্মী জাম্র শরবৎ :) :)

সাথে আলুবোখারা চাটনী ।

পুদিনা নান

কলিজা সিঙ্গাড়া

বুট, নাগেট আর মুড়ি

ভাঁজাপোড়া ইফতার ।

আমার গৎস্য ফ্রুট প্লেট

এটা আমরাঙু ইফতার প্লেট

ফ্রায়েড রাইস, রেশমী কাবাব,চিকেন তন্দুর, ভেজিটেবল আবার ছোট এক পিস ফ্রায়েড চিকেনও।

শুরু হোলো কালারফুল ইয়াম্মী প্লেট ১,২,৩


কালারফুল ইফতার উইথ চিকেন স্যুপ


এবার কালারফুল প্লেট উইথ বার্গার এক্সপেরিমেন্ট



মাই ফেভারিট ডেকোরেটেড ইফতার ডিশ


মোস্ট ফেভারিট ওয়ান


কড়াইগোস্ত ইন কড়াই ডেকোরেশন উইথ পারাঠা:)

মেতে ছিলাম ইফতার খাওয়া দাওয়া থেকে বেশি ইফতার সজ্জায়-


যাইহোক সবাই ভালো থাকুক, আনন্দে আর নিরাপদে থাকুক..........

সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা.......:)

মন্তব্য ৪০২ টি রেটিং +৩৯/-০

মন্তব্য (৪০২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

শায়মা বলেছেন: উর্বি আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!

আই এ্যাম স্যরি!!!!!!!!!!!!!!!!!!

তোমার মন্তব্যগুলো সহ আগের পোস্ট গায়েব হয়ে গেছে।:( :( :(

২| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

জেন রসি বলেছেন: এগুলা কি জাদুর কাঠি দিয়া বানানো হইছে??

কোন মানুষের কাজ বইলা মনে হইতেছে না!!! :P

সসমস চিকেন লেগের নামকরনের রহস্য কি?

যাইহোক আপাতত ক্ষুধা চাপাইয়া রাখছি!!!

যুদ্ধের ডাক দিব চিন্তা করতেছি!!! :P

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: না না ভাইয়ু!!!!!!!!!!!

যাদুর কাঁঠি না এসব যাদুর পেন্সিলে আঁকা.....

যাদুর পেন্সিল আহা যাদুর পেন্ষিল
আমার থাকতো যদি এমন একটি যাদুর পেন্সিল
তাতে যা আঁকা যায় যদি সত্যি হত তবে হাতের মুঠোয় পেতাম রে ভাই

বিশ্ব নিখিল .........:):):)

৩| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০০

জেন রসি বলেছেন: উর্বি আপু, সব পরী জগতের ষড়যন্ত্র!!!

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০২

শায়মা বলেছেন: উর্বি আপুকে এনে দাও জিনি ভাইয়া!!!!!!!!!!

তোমার যাদুর ল্যাম্প দিয়ে।:(

৪| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: ইফতারীর আইটেম দেখতে দেখতে ক্ষুধার কথা ভুলেই গেছি। সালাদের রেসিপিটা দিলে খুশি হতাম সেই সাথে অসংখ্য ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৫

শায়মা বলেছেন: ভাইয়া এই সালাদ হলো দুনিয়ার সবচাইতে সহজ আর মজাদার সালাদ

শশা টুকা
গাজর টুকরা
টম্যাটো টুকরা
আপেল টুকরা
আলু সিদ্ধ টুকরা
চিকেন সিদ্ধ টুকরা মানে কিউব আরও দুনিয়ায় যা আছে মানে হাতের কাছে পাওয়া যায় আমি দিয়ে দেই।
সব কিউব করে কেটে নিয়ে সালাদ ড্রেসিং ঢেলে দেবে সাথে কাচা মরিচ, পেয়াজ দিতে পারো এছাড়া অবশ্য অবশ্য গোলমরিচ, লবন :) :) :)

৫| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৩

নতুন বলেছেন: এতো কিছু কি একদিনের ইফতারির আয়োজন? :|

একদিন ইফতারি করলে তো সারা মাসের ইফতারি হয়ে যাবে :)

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৬

শায়মা বলেছেন: না ভাইয়া!!!!!!!!!!!!!

রোজ রোজ ছবি তুলেছি তো !!!!!!!!!! :)

৬| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৬

জেন রসি বলেছেন: না না ভাইয়ু!!!!!!!!!!!

যাদুর কাঁঠি না এসব যাদুর পেন্সিলে আঁকা.....

যাদুর পেন্সিল আহা যাদুর পেন্ষিল
আমার থাকতো যদি এমন একটি যাদুর পেন্সিল
তাতে যা আঁকা যায় যদি সত্যি হত তবে হাতের মুঠোয় পেতাম রে ভাই

বিশ্ব নিখিল .........:):):)

তার মানে এগুলা সব মিথ্যা!!!

:P ;)

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৭

শায়মা বলেছেন: মিথ্যা হবে কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

যাদুর পেন্সিলে যা আঁকা হয় সব সত্যি হয়ে যায়!!!!!!!!!!


দূর তুমি কিচ্ছু জানোনা ভাইয়ু!!!!!!!!!!

৭| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:১১

সুপান্থ সুরাহী বলেছেন: আপ্পু তুমি পঁচা। খালি খাওনের পোস্ট দেও। খাওয়াও না!
পুস্টে মাইনাচচচচচচচ... :)

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৩

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!


কেমন আছো??????????????

কত্তদিন পর!!!!!!!!!!!!

আরে আমি শুধু খাওনের পোস্ট দেই নাকি????????

আমি তো তোমাকে কবেই দাওয়াৎ দিয়েছি!!!!!!!!!!! তুমি তো আসতে পারোনা। ডানা নেই কি আর করা!!!!!!!!!!:(



:P

৮| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার পুরা রমজান পার হল শুধু ইফতারি বানাতে বানাতেই... :P

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৪

শায়মা বলেছেন: কি বলো ভাইয়া?????????

শুধু বানাবো নাকি!!!!!!!!!!!!!!!!!!

আমাকে কি বাবুর্চি ভাবো!!!!!!!!!!!!!!!

হায় হায় !

আমি খেলাম না বুঝি !!!!!!!!!!!!!:(

৯| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৬

কম্পমান বলেছেন: আমাদের সব ব্লগার দাওয়াত কবে পাব?? অপেক্ষায় রইলাম...................... B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৮

শায়মা বলেছেন: কালকেই !!!!!!!!!!!!

ভাইয়া কালকেই চলে আসো পরীর দেশে!!!!!!!!!


দাওয়াৎ!!!!!!!!!!!!!!:)

১০| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: দেখে দেখেই জনম গেল খাওয়া হলো না
লোভে জিভে পানি এল পাওয়া হলো না

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৯

শায়মা বলেছেন: আহালে ভাইয়া......

থাক থাক কান্দেনা


নিজে নিজেই বানাই খাও নাইলে কিনে খাও কি আর করা!!!!!!!!!!


তোমাকে দাওয়াৎ দেওয়া যাবেনা।

১১| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৮

নিশাত সুলতানা বলেছেন: ওরে আল্লারে !!!!!!!!
রীতিমত ইফতারি মিউজিয়াম !!!
আমাকে শিখাতে হবে আপুনি !
আগামী রমজানে এগুলি বানিয়ে ''ওদের'' বাসার সবাইকে চমকে দেব ।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩০

শায়মা বলেছেন: অবশ্যই অবশ্যই কি কি শিখতে চাও বলো বলো বলো!!!!!!!!!

এখুনি শিখিয়ে দিচ্ছি আসলেও আমি ভাবছিলাম রেসিপির বই লিখলে মানুষের উপকারই হবে সাথে খানাপিনার সাজুগুজু সেটা আমি বেশি ভালো পারি আপুনি!!!!!!!!!!!!!!!


অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তোমার জন্য!!!!!

১২| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬

নুর ইসলাম রফিক বলেছেন: কি দেখালেন ভাই? জিবে পানি এসে গেল।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:০২

শায়মা বলেছেন: ভাইয়া কেমন আছো??

১৩| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এইসব কিন্তু ভালো না আপু ! আপনি মজার মজার সব খাবারের ছবি দিয়া এই রোজা রমজানে আমাদের দুঃখ বাড়াইয়া দিলেন । এখন আপনি ইফতার পার্টির আয়োজন করেন :) :)

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:০২

শায়মা বলেছেন: ইফতার পার্টি কালকেই চলে আসো ভাইয়া!!!!!!!:)

১৪| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৪

দুর্বৃত্ত বলেছেন: এগুলা কি?
মানসিক পীড়া দেও শুধু ছবি পোস্ট করে :'( :'(

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৭

শায়মা বলেছেন: আরে!!!!!!!!!!!!!

এত্ত সুন্দর করে করে খানাগুলো সাজালাম কোথঅ দেখে মানসিক শান্তি হবে তানা অশান্তি!!!!!!!!!


কি বলো ভাইয়া??? B:-)

১৫| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৯

শ।মসীর বলেছেন: সংযমের কোন লক্ষনই তো নাই..........।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:১২

শায়মা বলেছেন: কে বলেছে ভাইয়া???????????

সারাদিন তাইলে কে সংযম করে শুনি????????????

B:-) B:-) B:-)

১৬| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: কোন হোটেলে কাম করেন কে জানে! লুকাইয়া লুকাইয়া ছবি তুইলা আনছে। :P আমরা এতোসব খাইনা। রমজান ভোগের মাস নহে। ঈদের দিন দিলেও হইতো। পোস্টে অপশন না খুইজা পাইয়া অদৃশ্য মাইনাস!;)

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৭

শায়মা বলেছেন: আমার হোটেলে কাজ কলি শতদ্লুভাইয়া!!!!!!!!!

তুমি সারাদিন কই ছিলে?? পাবনা গেছিলে নাকি???
আর এতসব খাবে কই থেকে তুমি তো শুধু মুলি খাও তাইনা????? আহারে তোমাকে তোমার মালকিন খেতেও দেয়না। চুকচুক।:(


ঈদের দিনও পোস্ট দেবো তখন দেখো আমাদের পরীর দেশে আমরা গোলাপফুলের বিরিয়ানী খাই।:)


১৭| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩১

অন্তু নীল বলেছেন: যে রাঁধে,,,,,,,,সে চুলও বাঁধে।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৭

শায়মা বলেছেন:

শুধু রাঁধা আর চুল বাঁধা
সেতো পারে সব গাধা
আরও কিছু পারতে
চুনোপুটি ধরতে
কাটাকাটি ফাটাফাটি
লাঠালাঠি করতে
সব হবে পারতে
এক ঘায়ে মারতে
জলছবি আঁকতে
শাক মাছ ঢাকতে
বাড়তে ও চাখতে
কান ধরে ঝাঁকতে। :)

১৮| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এত এত খাবারের আইটেম দেখালেন, অথচ দাওয়াত দিলেন না! ব্যাপারটা কেমন হয়ে গেলো না?

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: কে বলেছে দাওয়াৎ দিলাম না!!!!!!!!!!

আমি তো সব সময়ই দাওয়াৎ দেই ভাইয়া!!!!!!!!!!!


তোমার দাওয়াৎ আজকেই পরীর দেশে।:)

১৯| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ওলাপফুলের বিরিয়ানী, হাহা, ভালো কইছেন।। বেশি কইরা খান। ;)

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: ওলাপফুল!!!!!!!!!!

ভাইয়া চোখের ডাক্তার দেখাও। আগেই জানতাম এই হবে । ছোটমাছ খাওনা । এই বয়সেই চোখ যাবেই । আহারে ! আহারে!!!

কাল থেকে মলা ঢেলা রেঁধে খাবে একা একা
কাউকেই দেবেনা, কোনোদিকে চাবেনা
কচু ঘেচু আরও যত শাক পাতা ভিটামিন
কাঁচাকলা পাকাকলা সাথে আরও আয়োডিন
বেশি বেশি খাবে তুমি বয়স এইতো কুড়ি
এই বয়সে কত আর শুধু শুধু খাবে মুড়ি??? :(

২০| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মজার খাবার।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: স্বর্নুমনি!!
সোনার খনি!!!!!!!!!!

কেমন আছো ঝুনঝুনি???

২১| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪২

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: হায় খোদা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এটা কি সংজমের মাস নাকি ভোগ-যমদের পুনরুত্থান পুনর্বাস উল্লাস?

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!

বেশি দুত্তু হইসো না!!!!!!!!!!!!!!!

ভোগ যম কি?????????
আহা তুমি যে সেদিন বড় বাপের পোলায় খায় খেতে গেছিলা পুরান ঢাকা জানিনা না??
হা হা সাবধান আমার কিন্তু অনেক চোখ আছে। :)

২২| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: আপু আপনি খুখুববববববব পঁচা !! /:)

আমি'তো আর রোজা রাখি না, রান্না করার সময় আমাকে ঢাক দিলে, একটু একটু টেস্ট করে দেখতে পারতাম সব ঠিকঠাক আছে কিনা !! ;) কারণ আপনি'তো ঐসময় রোজা ছিলেন। তাই আমি এ সুযোগে একবার খেয়ে নিতাম।
আবার ইফতার আপনাদের সাথে করেই বাসায় ফিরতাম। কারণ আপনি'তো আর আমাকে ইফতার না করে আসতে দিতেন না !!! হাহাহাহা......

চমৎকার সব রান্না, দেখেই লোভ হচ্ছে এবং বুঝাই যাচ্ছে খুব ভাল হয়েছে।

ভালো থাকুন।

১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!

তোমার সব সময় দাওয়াৎ
রাঁধার সময়, চাখার সময় দেখার সময় সবই
জানি তুমি আমার রান্না নিয়ে লিখবা কাব্য কবি!!!!!!!!!!!!:)

২৩| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫১

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ভোগ যম হলো আমার বানানো শব্দ, আজকেই বানাইসি, মানে হলো যারা যমের মত খায়,

আমিতো এমনি বাপের বড় পোলা, আমি যামুনা কেলা?
তুমি কেমনে দেকলা? কই আসিলা, কওনা কেলা?

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৩

শায়মা বলেছেন: ঐ ভাইয়া আমি যমের মত খাই কে বলেছে!!!!!!!!!!!!


বরং তুমিই খাও বুঝাই যাচ্ছে......

আমি আছিলাম আকাশে
দেখলাম এক বাপের বড় পোলা সে
যাচ্ছে হেলে দুলে সে
খাচ্ছে গলাগপাসে
তারপর থপ থপাসে
ধপাস করে পপাসে
পড়েছে চিৎপটাসে ! :P

২৪| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল, আপনি?

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৪

শায়মা বলেছেন: আমিও ভালো আছি।:)

২৫| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার গিন্নীর জন্য একটা রেসিপির বই লাগবে , প্রথম অর্ডারটা আমিই করলাম ।
আর হ্যাঁ , সালাদের মধ্যে বেগুনও দেখলাম মনে হয় ?

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৭

শায়মা বলেছেন: ইয়াক থু থু থু

সালাদে বেগুন খাওয়া যাবে নাকি কাঁচা কাঁচা!!!!!!!!!!!

ছি ছি ভাইয়া ছি
তোমার জন্য নো বুক রেসিপি
শেষে কলা দিতে গিয়ে তুমি দিয়ে বসবে মুলা
ভাবীসাহেব রেগে গিয়ে দেবেন কান মলা.......


যাইহোক রেসিপির বুকটা চুপি চুপি ভাবীকে পাঠাতে হবে ভুলেও যেন সেটা তোমার হাতে না যায়।:)

২৬| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৪

জেন রসি বলেছেন: হালকা পাতলা যুদ্ধ দেখি লাইগা গেছে!! :P ;)

নদী ভাই, পরীর দেশে সবাই চাঁদের আলো খেয়ে বাঁচে। তাই তারা মুড়ি খাইতে না পারার আফসোসে গোলাপ ফুলর বিরিয়ানীর স্বপ্ন দেখে। ;)

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৪

শায়মা বলেছেন: আসছে চামচাটা দিগগজ পন্ডিৎ
লেজ ধরে টান দেবো বের হবে সব গীত
চাঁদের আলো পাওনা তাই এত হিংসা?
চিড়া মুড়ি খেয়ে খেয়ে পেট হলো চিমশা

আমি খাবো গোলাপের লাল লাল জরদা
বেলিফুল শরবৎ, যুইফুল ফালুদা
ফিরনীতে দেবো আমি রঙ্গন মিশিয়ে
হাসনাহেনার ঘ্রানে মধুফুল ভিজিয়ে।


তোমরা তো পাবেনা তা কথা বড় বড় তাই
থাক থাক চলে আসো দাওয়াৎ দিলাম ভাই।

২৭| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সব ব্লগার তোমার বাসায় দাওয়াৎ খেয়ে ভূড়ি ভরেছে তাতেই আমি খুশি । তোমার দাওয়াৎ দরকার নেই। এসব চোখ লাগানো জিনিস খেয়ে পেট খারাপ করতে চাইনা । এসব রান্না বান্নার চেয়ে রাধুনীকে আমার বেশি পছন্দ । তাই খুশি করার জন্য বলি ইয়াম্মী রান্না আসলে যে কি রান্না কর তুমি জান । একা একা খেয়ে হাতি হওয় ভাল কথা নয় । #:-S

১০ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৭

শায়মা বলেছেন: তুমি তো না খেয়েই হাতী!!! শুধু হাাতী না গবেট হাতী!!!:)

২৮| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩০

দর্পণ বলেছেন: চক্ষু জুড়াইলো পরান পুড়াইলো।

বার্বিকিউ নাই?

১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: না নাই।

২৯| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:০০

এফ.কে আশিক বলেছেন: সায়মা আপু কেমন আছেন, অনেক দিন পর ব্লগে....... এতদিন কি এসব রেসিপি নিয়েই ছিলেন? ব্লগে খুব মিস করেছি, বেশী খাবার একসাথে হলে আমার খিদে চলে যায়, আপনার দাওয়াদ রইলো, পরীর দেশে না, সত্যি সত্যি........

১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪২

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়া।
না শুধু রেসিপি নিয়ে থাকবো নাকি?? অনেককিছু নিয়েই ছিলাম । তোমার দেশে দাওয়াৎ হলে তো উলটাটা ঘটাতে হবে আমার এখন ডানা খুলে আসতে হবে।

যাইহোক ভালো থেকো অনেক অনেক।

৩০| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৭

জেন রসি বলেছেন:
চিড়া, মুড়ি মাছে ভাতে
খুব সুখে আছি মেতে।
চাঁদের আলোয় তাই
জোছনার স্বাদ পাই।

পরীরা দেখে সব অলীক ছায়া
তাই দেখে খায় তারা স্বপ্নের কায়া।


;) :P



১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৪

শায়মা বলেছেন: স্বপ্ন খাওয়া অনেক ভালো জানো?
যদি তা হয় বিনামূল্যে মানো
কিনতে হবে স্বপ্ন আবার এমন হাঁদা নাকি?
যা পাওয়া যায় ফ্রিতেই তাহা কিনবো আবার আমি??

৩১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:

তাই তো লোকে বলে, আপনি পেটুক।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০৩

শায়মা বলেছেন: হায় হায় কোন লোকে বলেছে ভাইয়া?????????


কেউ বলেনি তুমি এই জীবনে প্রথম বললে..... :P

৩২| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০৭

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: আবারো খাবারের পোষ্ট, কিন্তু দাওয়াত দিলেন না X( X((

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:০৯

শায়মা বলেছেন: দিলাম তো!!!!!!!!

দিলাম না সেদিন ভাইয়া???????

ওকে আজকেও দিলাম।

শিঘরী উড়ে উড়ে আসো!!!:)

৩৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:১০

ভয়ংকর বিশু বলেছেন: বুঝাই যাচ্ছে বেশ পেটুক মানুষ, ডায়াবেটিস না হইলেই হয়।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:১৬

শায়মা বলেছেন: ভাইয়া তুমি যেমনি বাজে নিক নিয়েছো তেমনি বাজে পিকও!!!!!!!!

মানে ভয়ংকর টাইপ ১০০০% কাজেই তুমি যা বলবে তাই সই। ওকে ওকে আমি পেটুক বাট আর ডায়াবেটিস এর বদ দোয়া দিওনা।
এমনিতেই কদিন আগে মরার ভয়ে মরে যাচ্ছিলাম আবার ডায়াবেটিসের বদদোয়া করো!!!!!!!!!!!!!


:( :( :(

৩৪| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:১২

শতদ্রু একটি নদী... বলেছেন: উহা টাইপো ছিলো। মাথায় অতিরিক্ত প্যাচঅলারা কিছু পাইলেই ওইটারে টাইনা স্টার জলসায় পাঠাইয়া গাজাখুরী কাহিনী বানাইয়া ফেলে। সবই জীনের দোষ ;) পরীর জামাই জীন না, ডিএনএ আরএনএর ভিতরের জীন

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:২০

শায়মা বলেছেন: আমি তো গাঁজাখুরী বানাই বাট গাঁজা খাইনা সত্যিকারের আর তুমি যে স্বয়ং এলএসডিখোর এবং খুরি মুড়ি বানাও শব্দ ধরে ধরে বসে বসে!!!!!!!!!!!!!!!!!


পরীর জামাইকে খুঁজতে এসোনা শেষে মহাশূন্যের উপকূলে পাঠায় দেবে এক ঘুষিতে।

অবশ্য আমি তখন তোমাকে বাঁচাবো হাজার হোক আমার প্রিয় একমাত্র ঝগড়ুটে পিচ্চু ভাইয়াতা!!!!!!! :P

৩৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন:

জীন দুলাভাই মাইরের উপর রাখে নাকি? কাহিনীতো সেইরকমই মনে হয় ;)

তুমি কি নিজেকে বাঘ ভাবো, বাকিদের ফেউ?
পচানো শুরু হইলে কিন্তু বাচাবেনা কেউ!
মিথ্যে তৃপ্তি নাও খালি লোভী জিভে চেটে
জানা আছে কী প্যাঁচ তোমার পেটে পেটে।;)
জীন দুলাভাই মাইরের উপর রাখে নাকি? কাহিনীতো সেইরকমই মনে হয় ;)

তুমি কি নিজেকে বাঘ ভাবো, বাকিদের ফেউ?
পচানো শুরু হইলে কিন্তু বাচাবেনা কেউ!
মিথ্যে তৃপ্তি নাও খালি লোভী জিভে চেটে
জানা আছে কী প্যাঁচ তোমার পেটে পেটে।;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৬

শায়মা বলেছেন: যাহারেই আমি যাহা ভাবি তাহা তোমারে ভাবি যে নদী
নেই কাজ কাম শুধু ধুমধাম বসে থাকো নিয়ে গদী।
গদীতে রয়েছে ছারপোকা ধোকা তাদের কামড়ে তুমি এত বোকা
তাই মনে হয় অন্যের পেটে প্যাচ লেগে গেলো একি
রমজান মাসে জিলাপী খাইয়া এই বোধ হলো দেখি!

জীন দুলাভাই আমাকে মারবে বলছো তুমি কি কথা!
তোমারে হাতের কাছে যদি পায় ভাঙ্গবেই নাকি মাথা।
লোভী বলো তুমি আমার মতন দানশীলা রমণীকে!
বাঘ হবো কেনো আমি বাঘিনী যে ব্যাকরণ শেখো নিযে
বাঘ হয় সেতো মেল ভারশন আমি বাঘিনি ফিমেল জেনো
এই বেলা আমি বলে রাখি বাছা পড়ালেখা করে নিও।

৩৬| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৮

জেন রসি বলেছেন: বেজে উঠল কি যুদ্ধের দামামা?
কেউ বলে বাঘ, কেউ বলে ফেউ
যুদ্ধের ময়দানে আছে নাকি কেউ।?

কেউ বলে আকাশ, কেউ বলে মাটি
আমার সাথে আছে মুড়ি এক বাটি। ;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৯

শায়মা বলেছেন: আসলে তুমি আবার নিয়ে মুড়ি এক বাটি
পালাও পালাও শতদ্রুভাই ধরলো তোমার ঝুটি
এলএসডির কল্যানে তার মাথায় উঠছে শিং
শতদ্রুভাই রাতদুপুরে লাফাচ্ছে ডিং ডিং
চারিদিকে দেখছে তিনি জীন আসছে তেড়ে
জীনটা বুঝি মুড়ির বাটি নেবেই এবার কেড়ে
কোথায় লুকায় মুড়কি মুড়ি কোথায় লুকায় শিং
শতদ্রুভাই রাগে দুঃখে লাফাচ্ছে ধিং ধিং!

৩৭| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: দেশে থাকলে না হয় মেয়ে-বউকে রেসিপি দিয়ে বলতাম বানাও।। কিন্তু এই বিদেশ-বিভূইয়েতো আর সেটা সম্ভব না,তাই চিরায়ত পিয়াজু, বেগুনি আলুচপ আর বুটভাজাই সম্বল মোদের কম্বলখানির মত।।

১১ ই জুলাই, ২০১৫ রাত ২:০২

শায়মা বলেছেন: হাহা ভাইয়া মনে করিয়ে দিলে সেই কবিতা
সম্বল তার কম্বলখানি ..........

ভাইয়া মেয়ে বউকে বলতে হবে কেনো নিজেই ট্রাই করো। আমি রেসিপি বলে দেবো।:)

৩৮| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন:



কি যে সে বলে, কি যে সে লিখে?
এসব সয়ে আলকাতরাও হচ্ছে ফিকে!

কিছুই পায়না লেখার মত
চুরি করে খাবারের ছবি যত;
প্রকাশলোভ করছে না ত্যাগ
যাও খুজো কোন ছাতামাতা ম্যাগ!

যা পায় সবই দেয় সেঁটে,
সর্বংসহা এই নেটে...
কি যে সে বলে, কি যে সে লিখে?
এসব সয়ে আলকাতরাও হচ্ছে ফিকে!

কিছুই পায়না লেখার মত
চুরি করে খাবারের ছবি যত;
প্রকাশলোভ করছে না ত্যাগ
যাও খুজো কোন ছাতামাতা ম্যাগ!

যা পায় সবই দেয় সেঁটে,
সর্বংসহা এই নেটে...

১১ ই জুলাই, ২০১৫ রাত ২:০৯

শায়মা বলেছেন:

জানতাম আগেই চোখের দশা বেজেছে তেরোটা
আলকাতরা ফিকে দেখছো, লুচিকে পরোটা।

ছবি দিচ্ছি সত্যি খানার তোমার মত নাকি
লিখছো মুড়ি দেখছি না তা সত্যি নাকি ফাকি?

খানার লোভ যায়না যেমন তেমনি চাও প্রকাশ
ওমা আমি এটা শুনে পড়লাম থেকে আকাশ


আহা আমার সর্বংসহা, সর্বহারা ভাই
তবে তুমি একাই থাকো আমি এবার যাই

আমি থাকলে তোমাকে তো যাবেই না দেখা
মিশমিশে রঙ ভুত কি যায় অন্ধকারে দেখা?

৩৯| ১১ ই জুলাই, ২০১৫ রাত ২:০৪

জেন রসি বলেছেন: কেউ তুলে খায় এক টুকরা বিপদ
কেউ গিলে খায় অসুখের মদ
কেঊ দেখে এক টুকরো চিকেনের পা।
তাই দেখে হাজির হয় মামদো ভুতের মা। ;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ২:১৩

শায়মা বলেছেন: মামদো ভুতের মা কি সেই আমাদের জেনভাবী?
মামদোটা কি তোমার ছেলে, খেলাম এবার খাবি
চিকেনের পা খেতে কি সে ভীষন লাইক করে?
মদটা নিশ্চয় তুমিই খাও বিপদ আসার ডরে!

৪০| ১১ ই জুলাই, ২০১৫ রাত ২:১৪

জেন রসি বলেছেন: খাবই নাহয় এক বাটি মুড়ি, তাতে কি?
পরীদের খাওয়া সব তদের মতই মেকী!
মানবের জন্য নয় মেকী খাবারের আয়োজন
তাই আমাদের নেই কোন প্রয়োজন।
ক্ষেতে পারি শিশুর হাতের দুএকটি মোয়া
কিংবা একটু সুখে ধুমায়িত ধোঁয়া। ;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ২:২২

শায়মা বলেছেন: শিশুর হাতের মোয়া খাওয়া ভীষন অন্যায়
তোমার নেই কি একটা ফোটাও পরকালের ভয়?
ওরা শিশু তাই বলে কি ভুলিয়ে খাবে মোয়া
সাবধান ভাই শিশুর মায়ে দেবে কিন্তু বদদোয়া

ধোঁয়া খাওয়া সেটাও আবার বোকার মত কাজ
হার্মফুল সব কাজ যে করো নেই কি মোটেও লাজ?
এর চাইতে মেকী খাবার হাজার ঢের ভালো
ইহকাল ও পরকালের নেই আন্ধার কালো।:)

৪১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ২:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: ধুমা ধুমা, টান উঠছে ভাই
এইবার বারান্দায় যাই;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ২:২৬

শায়মা বলেছেন: এই ছুটেছেন ধুম্রজালে রুদ্র ছেলে শতদ্রু ভাই
বারান্দাতে চেয়ার পেতেছে জেনভাইয়া কোথাও নাই
ধোয়ার জালে ঘুরছে মাথা পাগল সেতো এমনিতে
এবার তুমি পাবনাতে যাও এটা বলি কেমনিতে?

৪২| ১১ ই জুলাই, ২০১৫ রাত ২:২৫

জেন রসি বলেছেন: পরীদের খাওয়ার নেই কোন মান!
নদী ভাই, আপনি বারান্দাতেই যান।
পরীরাও চাবাবে জর্দা দেওয়া পান....
তাই দেখে ভূতের মামা চুলকাবে কান! ;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ২:৪০

শায়মা বলেছেন: ভুতের মামা তোমার শালা?
তাকে আবার ডাকলো কে?
রাতদুপুরে হেড়ে গলায়
এমন সুরে হাকলো কে?

এমনিতে সে(শতদ্রুভাইয়া) অন্ধকারে
ধুম্রশলা খাবে
ভুতের মামা মানে তোমার শালার
ডাক শুনে তার পিলে চমকে যাবে।:(

৪৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ২:৪৩

জেন রসি বলেছেন: ভূতের মামা নয় আমার শালা
তার বোনেরে দেই নাই মালা।
জেগেও স্বপ্ন দেখে আমাদের খালা
এইবার পরীর পাবনা যাওয়াই ভালা। ;)

নদী ভাই, একটা আরামছে টান দেন
উপরে ঘুরতেছে কি সুন্দর ফ্যান!
পরীরা বলে যাক, যা আসে মনে
তাহাদের কথা শুনে হাসেন জনে জনে। ;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ২:৫২

শায়মা বলেছেন: বললেই হবে নাকি সে তোমার শালা না??
এত রাইতে মিছা কথা একদম বালা না।
পাবনায় যাবো আমি এটা কি স্বপ্ন নাকি?
তারচেয়ে টানাটানি, পিছে করো কানাকানি
এবারে চললাম আমি
রাত জাগা মানা রে।

৪৪| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৩:২৬

জেন রসি বলেছেন: রাত জেগে আমাদের মাথা হয় না নষ্ট
তোমার মত পাইনা, রাত জাগার কষ্ট!
মিছা কথা আমরা কখনও বলিনা
পরীদের মত কিন্তু চোখ বুজে চলিনা। ;)

১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:২৯

শায়মা বলেছেন: মিছা করে মিছা কথা বলে মিছাবাদীরা
চোখ বুজে চোখ খোলা বলে এই পাঁজীরা
রাতজাগা নিশাচর হবো আমি নাকি?
পরী থেকে পেত্নী হয়ে যাবো দেখি
বুঝি বুঝি সবই বুঝি ইহা ষড়যন্ত্র
হবেনা বাবাজী কাম ঝাঁড় ফুক মন্ত্র।
পারবেনা জিনি ভাইয়া কোনভাবে ভুলাতে
রিজু তালগাছটাকে কোনোভাবে টলাতে।:)

৪৫| ১১ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০০

ভয়ংকর বিশু বলেছেন: দেন, সালাদের রেসিপিটা দেন। আগাম ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪২

শায়মা বলেছেন: ওকে কত রকম সালাদ চাও ভাইয়া?

এই রেসিপি আপাতত ট্রাই করো
শশা টুকা
গাজর টুকরা
টম্যাটো টুকরা
আপেল টুকরা
আলু সিদ্ধ টুকরা
চিকেন সিদ্ধ টুকরা মানে কিউব আরও দুনিয়ায় যা আছে মানে হাতের কাছে পাওয়া যায় আমি দিয়ে দেই।
সব কিউব করে কেটে নিয়ে সালাদ ড্রেসিং ঢেলে দেবে সাথে কাচা মরিচ, পেয়াজ দিতে পারো এছাড়া অবশ্য অবশ্য গোলমরিচ, লবন :)

৪৬| ১১ ই জুলাই, ২০১৫ ভোর ৪:২৫

মৃদুল শ্রাবন বলেছেন: এত্ত এত্ত ইফতারি???? কত্ত দিন ধরে খাইতেই থাকবেন খাইতেই থাকবেন .......।

জলহস্তি ও তো এত্ত খাইতে পারে বলে মনে হয় না আপু :P :P

১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৪

শায়মা বলেছেন: আরে এসব তো খাওয়া শেষ ভাইয়া।

কতদিন হয়ে গেলোনা রোজার!!!!!!!!!!!


জলহস্তি ইফতার খায়না। সমুদ্রে থেকে থেকে তুমি বোকাই রয়ে গেলে ভাইয়া।:(

যাইহোক তোমাদের ছবি দেখে মাঝে মাঝে ভাবি আমাকেও একটা সারেংবউ লিখতে হবে।

অনেক ভালো থেকো ভাইয়ামনি!!!!!!:)

৪৭| ১১ ই জুলাই, ২০১৫ ভোর ৫:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারন আপুনি। ফেবুতে দেখেই বেড়িয়ে গেলাম । রমজানের শুভেচ্ছা।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৩

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা আপুনি!!!!!!!


ভালো থেকো অনেক অনেক!!!!!!!

৪৮| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ৭:১১

প্রবাসী পাঠক বলেছেন: এগুলো কি একদিনের ইফতারির আয়োজন নাকি?

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৯

শায়মা বলেছেন: না না একদিনের নাতো ভাইয়া। অনেকদিনের ছবি তুলে তুলে দিলাম।:)

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৪

শায়মা বলেছেন:

এই নাও তোমাকে একদিনের আস্ত একটা ইফতার টেবিলের ছবি দিলাম ভাইয়া।

৪৯| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২১

রাতুল রেজা বলেছেন: আপু রেসিপি গুলা দেন তো। বিশেষ করে সালাদের।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১০:২৬

শায়মা বলেছেন: সালাদটা আসলেই মজার ভাইয়া। আর এটা ছাড়াও আরও অনেক সালাদ রেসিপি আছে ......ইফতারী সালাদ ছাড়া অপূর্ণ থেকে যায়...

এই সালাদটা নানাভাবে বানাতে পারো

শুধু শশা, গাজর, আপেল আর চিকেন কিউব থাকলেই চলে এছাড়া আরও অনেক কিছুই এ্যাড করা যায়........
শশা টুকা
গাজর টুকরা
টম্যাটো টুকরা
আপেল টুকরা
আলু সিদ্ধ টুকরা
চিকেন সিদ্ধ টুকরা মানে কিউব আরও দুনিয়ায় যা আছে মানে হাতের কাছে পাওয়া যায় আমি দিয়ে দেই।
সব কিউব করে কেটে নিয়ে সালাদ ড্রেসিং ঢেলে দেবে সাথে কাচা মরিচ, পেয়াজ দিতে পারো এছাড়া অবশ্য অবশ্য গোলমরিচ, লবন :)

৫০| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৬

কাবিল বলেছেন:


আপু, তোমার বিপদ কেটে গেছে আর শুরু করে দিলা হরেক রকমের খানা পিনা।
আসলে পরীদের কি বেঁধে রাখা যায়?
ছেরে দিলে যা তাই।
অনেক হয়েছে ঈদ পর্যন্ত বিশ্রাম নাও।
আবার ঈদের স্পেশাল কিছু রান্না করতে হবে।
(হরেক রকমের বিরিয়ানীর পাশাপাশি আমার জন্য পুডিং চাই)



তোমার সুস্বাস্থ্য কামনা করি।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৮

শায়মা বলেছেন: আরে ভাইয়া বিপদের ধার ধারলে চলবে??

তাইলে তো মরার আগেই মরতে হবে!!!!!!!! :( তার চেয়ে এই ভালো :) :) :)
ঈদ পর্যন্ত বিশ্রাম চলবেনা!!!!!!!

ঈদেও স্পেশাল নান্না বান্না সাজুগুজু সবই হবে!!!!!!!!:)

৫১| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৪

কাবিল বলেছেন:



তাইলে আর কি করা
তুমিও মডু সডু হবে
আমাদেরকেও বানাবে। :P
চলতে থাক
নান্না বান্না জিন্দাবাদ
সাজুগুজু জিন্দাবাদ
নান্না বান্না জিন্দাবাদ
সাজুগুজু জিন্দাবাদ
( আমার পিছে কেও নাই দেহি) :(

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৭

শায়মা বলেছেন: তোমার পিছে যারা আছে সবাই এখন ঘুমাচ্ছে ভাইয়া

যাইহোক আপাতত একটা মজার খানা দেই তোমাকে দেখে বলো এসব কি ......

৫২| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪০

জুন বলেছেন: সালাদ আর ছোলা যেন মালকিনের মতই সাজুগুজু প্রিয় #:-S
তুমি এই পোষ্ট ইফতারের পর দিবা আর সেহেরির পর সরিয়ে নিবা X((

মজার খাবার মজার পোষ্ট যথারিতী শায়মা স্টাইলের B:-/

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৯

শায়মা বলেছেন: শুধু সালাদ আর ছোলা!!!!!!

সব্বাইকেই সাজুগুজু করিয়েছি তো আপুনি!!!!!!!!!

৫৩| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫১

উধাও ভাবুক বলেছেন: দেখলাম।
অনেক খাবার আর অনেক মন্তব্যের লম্বা লাইন।

ভাল থেকো সর্বদা।

১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: ভাবুকভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!


শুধু খানাপিনা আর মন্তব্য দেখলে??? :(

খানাপিনাগুলোকে যে এত কষ্টে সাজুগুজু করিয়েছি সেটা দেখলে না???????:( :( :(

৫৪| ১১ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৬

উধাও ভাবুক বলেছেন: খাবারের প্রতি আমার আগ্রহ খুবই কম। যেটুকু না হলেই নয়। তারপর ও তোমর পোষ্ট বলে পড়া এবং দেখা।
মাঝখানে ডুব দিয়েছিলে কেন?

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০০

শায়মা বলেছেন: কত কারণে ডুবাডুবি হয়!!!!!!!!!!!!

বাট এবারের কারণটা ভয়ংকর ছিলো ভাবছিলাম ভেসে আর ওঠাই হবেনা।

আমি অনেক বেশি সিক হয়ে গেছিলাম।:(

ডক্টর বলেছিলো ২ মান্থ ফুল রেস্ট নো লেখালিখি, নো ব্লগাব্লগি, নো সাজুগুজু, নো রান্নুবান্নু নো নাচানাচি, নো আঁকাআঁকি অনলি গান গাওয়া যাবে বসে বসে মনের আনন্দে।

বাট আমি ডক্টরের কথা শুনিনি যদিও তবে একটু একটু শুনেছি।

৫৫| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০

রিকি বলেছেন: দাওয়াত না দিলেও আমি প্রস্তুত !!!! ;)

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: রিকি আপুনি!!!!!!!!!!!!! তুমি কি খাবে বলো?????????:)

৫৬| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন:

এক বাটি আম্র?

নাকি


ডিম্রের হালুয়া?:)


@ রিকি আপুনি!!!!!!!!!!!

৫৭| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮

রিকি বলেছেন: মোরগ পোলাউ জাফরানী আর স্পেশাল ইয়াম্মী জাম্র শরবৎ ;)

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫১

শায়মা বলেছেন: ওকে ওকে তাইলে তো এইখানেই আছে। আমি অবশ্য আরও আরও স্পেশাল আনতে পারি তোমার জন্য

হাজী বিরিয়ানি, নান্না বা ফখরুদ্দীন বা সুব্রত বিরিয়ানী ফ্রম বসুন্ধরা কনভেনশন সেন্টার ইফতার মেলা!!!:)

৫৮| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



এটাকে কিছুতেই "আমার ইফতারের রঙীন দিনগুলো " বলা গেলো না । এটা " সাজিয়ে দিলাম রকমারী....." টাইপের লেখা হয়েছে। নিদেন .. " বাপের বড় পোলায় খায় ......" টাইপ বলা যেত । :( :D
কারন আমার " আমি" কে এখানে দেখা যাচ্ছেনা , তার ছায়াটুকুও নেই । তাহলে " মাই কালারফুল ... হয় কি করে ? :((

শিরোনামের সাথে লেখার শরীরের মিল না থাকলেও মন্তব্যের এই ঘরে রকমারী রঙীন আমেজের দেখা মিললো , যা আপনার চটকদার খাবারের চেয়েও কম ....ইয়াম্মী ..ইয়াম্মী নয় ।

রমজান ডে'র বাকী ইফতারীও যেন কালারফুল হয়ে আপনার নসীব হয় ।
আমেন.....। :-P

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: ঠিক ঠিক ভাইয়ু!!!!!!!!!!!!!

উচিৎ ছিলো শিরোনামটা এমন "ইফতার তোমার সাজাবো যতনে, কুসুমে রতনে, সুন্দর সুন্দর টেবিলক্লথে, ম্যাটে আর থালাবাসনে" :P
বাট বড় বাপের পোলায় খায় কেনো???????
ইয়া আল্লাহ আমর ইফতার কি তেমন জগাখিচুড়ি টাইপ হইসে বলো !!!!:(

আর আমাকে দেখা যাচ্ছেনা বটে তবে কাবিলভাইয়াকে দেওয়া কমেন্টের টেবিলের ছবিতে আমার কালারফুল লাল টকটক ড্রেস দেখা যাচ্ছে তো একটুখানি ভাইয়া!!!!!!!!! কাজেই বুঝেই নাও শুধু খানা নহে জামা কাপড়ও কি কালারফুল আহা !!!!!!!!:)


আর মন্তব্যে রকমারী রঙ্গীন আমেজ???????? তুমি কি কম নাকি আমার থেকে ভাইয়ামনি???????? হাহাহাহা

যাইহোক অনেক অনেক থ্যাংকস ভাইয়া ।

ভালো থেকো অনেক অনেক ।:)

৫৯| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইগুলান তুমি রাঁধছো! আর ছবি দিচ্ছো!

জুনাপু বলেছে
তুমি এই পোষ্ট ইফতারের পর দিবা আর সেহেরির পর সরিয়ে নিবা X((
একদম ঠিক কথা।

আমাদের ক্ষিদা লাগে না বুঝি?

আপু সহব্লগারদের মন্তব্যগুলোতে +++

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: হা হা আমি রাঁধছি মানে উইথ দ্যা হেল্প অব সাম হেল্পিং হ্যান্ডস!!!!!!!!!!!!! :P

বাট সবকিছু আমি সাজাইছি!!!!!!!!!!!!!!

আই এ্যাম এনজয়িং ফুড সাজুগুজু !!!!!!!!!!!!!!:)

ওকে ওকে এইবার সেহরী টাইমে সেহরী পোস্ট দেবো ওকে ভাইয়ু!!!!!!!!!!!!!!

৬০| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২২

জেন রসি বলেছেন: ঝাড় ফুক ভূত আর পরীদের মন্ত্র
আমাদের নেই কোন আজগুবি তন্ত্র।
মিছে কথা বলে যারা, দেখেও দেখে না
পরীদেরও আছে সেই অদেখার বেদনা!
তাল গাছ দেখলেই দেই না কিন্তু তাল
তাই দেখে পরীরা দেয় একটু ফাল! ;)

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: তাল নিয়ে এসেছি ছুড়ে ছুড়ে মারবো
এইবার এইম মত ঠিক আমি পারবো
মাথাটাই তাক করে ফাটাবোই ফাটাবো
তারপর চুলগুলো নেড়ু করে কাটাবো।
টাক মাথা নেড়ুবেল বেশি কথা বলোনা
বড় হও বেবি থেকে দুত্তুমি কলোনা।:)

৬১| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪০

রিকি বলেছেন: আম আর হালুয়া চলবে না---খালি ফাঁকি দেন!!! :(

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

শায়মা বলেছেন: আরে ফাঁকি কেনো?????????????????

দাঁড়াও একটু পর ডেস্কটপ গিয়ে আজকের ইফতার এমন মজার জিনিস নিয়ে আসবোনা!!!!!!!!!!!!!!!!!!


দেখেই অক্কা পাবেই!!!!!!!!!!!!!!

এত্ত এত্ত সুন্দর রিকিমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

৬২| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: জেনে খুশি হলাম। আর এ তো জানিই তুমি সাজুগুজু তে এক্সপার্ট।

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

শায়মা বলেছেন: হাহাহাহা গুড গুড গুড!!!!!!!!!!!!!!:)

৬৩| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৫

লেখোয়াড়. বলেছেন:
গতকালই বলতে এসেছিলাম খাবার নিয়ে আপনার পোস্ট কবে আসবে।
যাক ভাবতেই পোস্ট এসে গেল।

আগে খাইয়া লই, পরে কথা কমুনে।

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

শায়মা বলেছেন: হাহাহাহাহা লেখোয়াড়ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!! ওকে ওকে খাও খাও!!!:)

৬৪| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৩

কাবিল বলেছেন:



বলব না, বললে সবাই জেনে যাবে।
চুপি চুপি বলি.................. ঠিক বলেছি তো? :P
মজার খানার জন্য একটা গান উপহার দিলাম।

১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ গানার জন্য ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!:)

৬৫| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

জাহাঙ্গীর গুরু বলেছেন: এত ইফতারি খাইতে খাইতে নামাযের টাইম শেষ!

১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:০০

শায়মা বলেছেন: হায় হায় এখুনি নামাজ পড়ো ভাইয়া!!!!!!!!!!!!!!

৬৬| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

কেউবা বসে সালাদ খেলো
কেউবা খেলো আম,
কেউবা গেলো খালি হাতে
কেউবা দিল দাম !

চিকেন মিকেন ঢেঁড়স ভাঁজা
একদিনেতেই খেয়ে তাজা,

এমন খেয়ে বাপ দাদাদের
ভুলেই যাবে নাম !
হবে যে বদনাম ! B-) :P

১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৭

শায়মা বলেছেন: হাহাহাহাহাহা

এতদিনে লিখেছো তুমি একটা ভালো ছড়া
গিফ্ট হিসাবে তাইলে নাও বাঁধাকপির বড়া
কড়া করে এক কাপ চা কিংবা সব্জী স্যুপ
খেয়ে দেয়ে তরতাজা হও খুব খুব খুব খুব!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৬৭| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: উর্‌র্‌র্‌রেএএএ
হুক্কাহুয়া
ইয়াম্মি
উল্‌ল্‌ল্‌জ্‌জ্‌জ্‌
স্রুপ স্রুপ
এসব বললে পুরোটা বুঝানো হবেনা,তারচেয়ে বরং চিটাগংয়ের ভাষায় বলি,
''ওবুক!!!কি হইতাম বাজি,লেওস্যা ঝরের''
আপনার কি বাঁদর পোষার শখ আছে অথবা অথর্ব ধেড়ে খোকা?তাহলে বলব প্লিজ এডপ্ট মি.....পায়ে পড়ি,মাথা কুটি

১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৬

শায়মা বলেছেন: ওকে বান্দর ভাইয়া!!!!!!!!!


কালকে তোমার বাসায় খাঁচা পাঠায় দেবো।:):):)


কিন্তু কমেন্টের প্রথমেই তোমাকে আমি শিয়াল ভেবেছিলাম!!!!!!!!!!!!!:(

৬৮| ১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: এত খাবার! গোল্লা গোল্লা চোখে চেয়ে থাকতে হয় :)

১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:২০

শায়মা বলেছেন: পরীর দেশে উড়ে চলে আসো ভাইয়া। তাহলে খাওয়াও হয়ে যাবে!!!!!!!!!!!!!!!:)

৬৯| ১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

লিংকন১১৫ বলেছেন: হায়রে এটা কি সংজমের মাস নাকি ভোগের মাস ! অবশ্য এই মাসে আমাদের খাওার বেপারে কোন লিমিটেসন নাই ।
ইস , আপ্নেগো লগে আত্মীয়তা করতে পারলে ভালা হইত :P প্রতিদিন এমূন সব ইফতার খাইতে পারতাম B-) ;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৪

শায়মা বলেছেন: চলো ভাইয়া তোমার সাথে আত্মীয়তা পাতাই!!!!!!!!!!!!!
তোমার ছেলের সাথে আমার বোনের মেয়ের বিয়ে দেই।:)

তারপর শুধু দাওয়াৎ আর দাওয়াৎ!!!!!!!!!!!!!!:)

৭০| ১১ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

নীল-দর্পণ বলেছেন: কী জঘইন্য, বিশ্রী, অশ্লীল সব পিক। এসব মানুষ এভাবে দেয়!! একফোটাও খেতে ইচ্ছে করছে না । /:) :-< |-)

আলু বোখারার চাটনির রেসিপিটা দেওতো :) আম্মার খুব পছন্দ। আমাকে রেসিপি জোগাড় করতে বলেছিলেন।

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৪

শায়মা বলেছেন: হায় হায় কি বলো নীলমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমার এত সাধের খানাপিনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আলুবোখারা, তেতুলগোলা কিসমিস, খেজুর কুচিকুচি একটু গুড় বা চিনি দিয়ে সাথে গোলমরিচ লবন আর মেথী দিয়ে জ্বাল দিয়ে ঘন করলেই হয়ে গেলো চাটনী।:)

৭১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:১০

আমিভূত বলেছেন: এমনিতেই প্রতিদিন আম্মুর কাছে ইফতারের আইটেম গুলার নাম শুনি আর আফসোস করি, ফেবু তে ও বিরক্তি ধরে গেছে খাবারের ছবি দেখে দেখে আর যেই না সামু তে ফিরে এলাম অমনি লোকজন আরও খাবারের ছবি দিয়ে আফসোস বাড়িয়ে দিচ্ছে :(

:(( :(( X((

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৫

শায়মা বলেছেন: ভুতভাইয়ু!!!!!!!!!!

তাড়াতাড়ি দেশে চলে আসো!!!


তাহলেই নো আফসোস!!!!!!!!!!:)

৭২| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৪

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: অাপু এত্তগুলো খাবার!!! সামুতে অসময়ে ইফতারটা সেরে নিলাম! মাইন্ড কইরেন না! তাইলে কিন্তু আপু শাইনের বারো বেজে যাবে!!!..................

ধন্যবাদ....
..চকবাজারের সেরা প্রমিলা রাধুনীর পুরুষ্কারটা ঈদ বোনাস দিলাম..আপুমনি!!!

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৭

শায়মা বলেছেন: না না তোমার কথায় আমি মাইন্ড করতে পারি!!!!!!!!!!!

আর থ্যাংকস ঈদ বোনাসের জন্য!! যাই শাড়ি কিনে আনি!!!!!!!!:)

৭৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৮:৪৪

জেন রসি বলেছেন: পরী দেখি আজকাল স্বপ্নেও ভুল দেখে
ফাটাবে মাথা নাকি দুহাতে তাল রেখে!
হত্যার হুমকি দেয়! কি আজব ভ্রম
তাই দেখে হাসেন আজ স্বয়ং যম!
আমার মাথা নাকি করে দিবে বেল !
ভাবনার জগতেও মারেন তিনি ফেল। ;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৩

শায়মা বলেছেন: নানা পুরা বেল না, হাতে মেখে তেল না
কেটে ছেটে সিথি পেতে রেখে দেবো টিকিটা
লিকলিকে সিকসিকে আর থাক বাকিটা...... :)

৭৪| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:১২

কলমের কালি শেষ বলেছেন: খেলমু না আমি ! :( এতোদিন চুপিচুপি সব খাইয়া আইসা এখন ব্লগে পোস্ট দিয়া আমাগো জিহ্বার রস বাইর করার ধান্দা নাহ !!

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৬

শায়মা বলেছেন: কে বলছে সব খেয়ে ফেলছি!!!!!!!!!!!!!!

আরও কত কত আছে!!!!!!!!!!!!!!!!!


কি খেতে চাও বলো !!!! এখুনি এনে দিচ্ছি!!!!!!!!!!!

৭৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৩

হাসান মাহবুব বলেছেন: আপনার সংযম দেখে স্বয়ং যমও ভয় পাবে (যেমন আমি) :|

১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: আরে তুমি তো যম না !!!!!!!! তোমাকে তো দেখেই ফেললাম আজকে হামাবেবিভাইয়ু!!!!!!!!!!!!! হাহাহাহাহা সত্যি সেই মজাটা ভোলার না!!!!!!!! :P

৭৬| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

জেন রসি বলেছেন: পরীর মাথা দেখি পুরাই হ্যাং
তাই দেখে লাফ দেয় দুএকটা ব্যাঙ !
মাথা যদি হয়ে যায় গরম
তেল দিয়ে করে ফেল নরম।
কাট মাথার দুএকটা চুল!
তাহলে আর করবেনা ভুল। ;)

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৪

শায়মা বলেছেন: চুল কাটতে কু বুদ্ধি দাও তুমি !!!!!!!!!!!
আমি কেশবতী জানো চুল ছুঁয়েছে ভূমি!!!!!!!!!!!!
কদিন পরে গিনেস বুকে উঠবে আমার নাম
আর তুমি বলছো চুল কাটতে খেয়ে পাওনা কাম!!!!!!!!! X((

৭৭| ১১ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

নীলনীলপরী বলেছেন: আপা আপনার কারণে আমি পুরাই ফেমাস হইয়া গেলাম।
কারন কি জিগাবেন না।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৫

শায়মা বলেছেন: সব পরীরাই তো ফেমাস হয় আপুনি!!!!!!!!!

তবে আমার চাইতে বেশি না!!!!!!!!!!!

অপু ভাইয়া বলেছে সব পরীর সেরা পরী আমি তার বড় বোন!!!!!!!!:)

৭৮| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৪

দীপংকর চন্দ বলেছেন: সাংঘাতিক আয়োজন!!!

অসম্ভব ভালো উপস্থাপনা!!!

স্বাদও নিশ্চয়ই অসাধারণ হবে!!!

ভালো লাগলো প্রাণবন্ত মন্তব্য-প্রতিমন্তব্যও!!!

হাসান মাহবুব: আপনার সংযম দেখে স্বয়ং যমও ভয় পাবে (যেমন আমি)

হা হা হা হা

এই মন্তব্যটা বিশেষভাবে উল্লেখ করাই উচিত!!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তাইলে সংযমের পাশাপাশি আমার ধৈর্যমেরও প্রশংসা করো!!!!!!!!!!:)

৭৯| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

অপু তানভীর বলেছেন: দাওয়াত না দিয়া এই টাইপের ফটু আপলোড করা ঘোরতর মানবাধিকার লঙ্ঘন !!

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: আরে তুমি তো কালকেই দাওয়াতে আসছো ভাইয়া!!!!!!
তবুও রাগ করো কেনো???????

৮০| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫০

মশিকুর বলেছেন:

ব্যাপক ইফতার সমগ্র; দেখেই সুস্বাদু লাগতেছে... :)

সেহেরির ছবিগুলো কোথায় আপু?

১১ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
সেহেরীর ছবিগুলো নিয়ে একটা ছবি পোস্ট দিতে হবে ।:)

৮১| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি, খাবার দেখেই আমার মুখে জল চলে এল। :)

যদি কিছু মনে না করেন, তবে আপুনি একটা সত্য কথা বলি। মুখে জল আসার পরই মনে হল রমজানের রোজা তো সংযমের তাই না? আর কত মানুষ দু'মুঠো মুড়ি দিয়ে ইফতার সারে। জানি মন্তব্যটি এই পোস্টের পরিবেশের সাথে যায় না। তবু বললাম। আমার প্রিয় ইফতার চিড়া সাথে দুধ, দই, কলা, আপেল আর খুরমা (যখন যেটা যোগাড় করা যায়, বেশীরভাগ সময় সবকয়টার সংমিশ্রন ঘটে না) আর এক গ্লাস লেবুর শরবত হলেই আমি খুশী।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া না রাগ করিনি। তুমি যা বলছো সেটাও জানি আর তুমি আমার প্রিয় ভাইয়া আর ভালো মনের তাই কিছু মনেও করিনি।
তোমার ইফতারগুলোও খুব ভালো। তবে আমি প্রতিবছরেই রোজার মাসে ইফতার নিয়ে আনন্দে থাকি । এই বছরেও ইফতার নিয়ে মেতে আছি। মানে ইফতার সাজসজ্জায়।

প্রতি বছরই তোমার মত দু একজন ভাইয়া আমাকে মনে করিয়ে দেয় এই সংযমের মাসে একি বেসংযম। তবুও আমার আমার রমজান ইফতার ঈদ আনন্দের সাথেই কাটাতে চাই যতদিন বেঁচে আছি।

আর গরীবের জন্য বা আত্মীয় অনাত্মীয়দের জন্য কি করি বা কি করা হয় আমাদের সেসব বলে অযথা হাসির পাত্র হতে চাইনা। শুধু মনে রেখো আমরা আমাদের বাসায় কাজ করতে আসা প্রতিটা মানুষকেই নিজেদের মানুষই মনে করি।

ভাইয়া অনেক ভালো থেকো।:)

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: ভাইয়া এই পোস্টটা পড়ো
http://www.somewhereinblog.net/blog/saimahq/29642486
মেয়েটা আমাদের বাসায় ছিলো তার ছোটবেলা থেকেই। এই মেয়েটার বাবা মা নেই। তাকে আমরা অনেক ভালোবেসেছি। একটু পড়ালেখার সাথে সাথে বড় করে তুলেছি নিজেদের বোনের মত করেই। একটা ছেলে খুঁজে তাকে চাকুরী দিয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছি। মেয়েটা এখন একটা মেয়ের মা। ওর নাম সুমি। এমন সুমি আমাদের কাছে আরও এসেছে।
যাইহোক এসব গল্প বলে নিজেকে ইমোশনাল করে তুলতে চাচ্ছিনা। এমনিতেই হঠাৎ একটু আগে .......:(

৮২| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: দুঃখিত বোন শায়মা, আমি আসলে আঘাত করে ফেলেছি নিজের অজান্তেই হয়ত। আমি নিজেও যখন পোস্টে ঢুকি তখন এই বোধ ছিল না। কিন্তু হঠাৎ করেই মনে হল আহারে কত খাবার আমরা রোজ খাই, আর পৃথিবীর কত প্রান্তে মানুষ না খেয়ে থাকে। তাই উপরের কমেন্টটা করা। প্লিজ আপুনিটা, মন খারাপ করে না। প্লিজ, প্লিজ, প্লিজ।

১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: মন খারাপ করিনি ভাইয়া। একটু আগে অন্য একটা কারণে হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেছিলো। তোমার কথায় না!!! তোমার মনে হতেই পারে কত মানুষ না খেয়ে আছে আর এইটা কিনা খানাপিনা নিয়ে খেলাধুলা করছে??? সেটা মনে হতেই পারে আমি কিছু মনে করিনি। কিন্তু তাই বলে আমি শুধু নিজেরাই খাচ্ছি যারা পায়না তাদের কথা মনে রাখছিনা তা না ভাইয়া। আমি রাগ করিনি!!!!!!!

আমি জানি তুমি আমাকে কত্ত ভালোবাসো, কতটা পছন্দ করো কাজেই এমন মনে করার প্রশ্নই আসেনা। :)

৮৩| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২০

জেন রসি বলেছেন: বোকা ভাই সংগ্রাম চালাইয়া যান! ;)

এভাবে রাজপথ ছেড়ে দিলে হবে না।

সুকান্তের কবিতা পড়েন।

বলতে পারো বড়মানুষ মোটর কেন চড়বে?

গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?

বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,

গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?

বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে,

কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?

ধনীর মেয়ের দামী পুতুল হরেকরকম খেলনা,

গরীব মেয়ে পায়না আদর, সবার কাছে ফ্যালনা।

বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য,

ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য?

‘হিং-টিং-ছট’ প্রশ্ন এসব, মাথায় মধ্যে কামড়ায়,

বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।


শায়মা আপুর জন্য কবিতা,

আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে –
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার – ভাঙা কল্লোলে।
আসল হাসি, আসল কাঁদন
মুক্তি এলো, আসল বাঁধন,
মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে।
ঐ রিক্ত বুকের দুখ আসে –
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আসল উদাস, শ্বসল হুতাশ
সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,
ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,
গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে!
ঐ ধূমকেতু আর উল্কাতে
চায় সৃষ্টিটাকে উল্টাতে,

আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ হাসল আগুন, শ্বসল ফাগুন,
মদন মারে খুন-মাখা তূণ
পলাশ অশোক শিমুল ঘায়েল
ফাগ লাগে ঐ দিক-বাসে
গো দিগ বালিকার পীতবাসে;

আজ রঙ্গন এলো রক্তপ্রাণের অঙ্গনে মোর চারপাশে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!
আজ কপট কোপের তূণ ধরি,
ঐ আসল যত সুন্দরী,
কারুর পায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন,
কেউ মানিনী চোখের জলে বুক ভাসে!
তাদের প্রাণের ‘বুক-ফাটে-তাও-মুখ-ফোটে-না’ বাণীর বীণা মোর পাশে
ঐ তাদের কথা শোনাই তাদের
আমার চোখে জল আসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে!

আজ আসল ঊষা, সন্ধ্যা, দুপুর,
আসল নিকট, আসল সুদূর
আসল বাধা-বন্ধ-হারা ছন্দ-মাতন
পাগলা-গাজন-উচ্ছ্বাসে!
ঐ আসল আশিন শিউলি শিথিল
হাসল শিশির দুবঘাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আজ জাগল সাগর, হাসল মরু
কাঁপল ভূধর, কানন তরু
বিশ্ব-ডুবান আসল তুফান, উছলে উজান
ভৈরবীদের গান ভাসে,
মোর ডাইনে শিশু সদ্যোজাত জরায়-মরা বামপাশে।

মন ছুটছে গো আজ বল্গাহারা অশ্ব যেন পাগলা সে।
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!!


দ্বন্দ্ব না থাকলে বিকাশ হবে কেমনে???

:P :P :P

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৮

শায়মা বলেছেন: আরে বোকাভাইয়াকে কি শতদ্রুভাইয়া পাইছো?
এসব কুটকচালি এইখানে চলিবেক না জিনিভাইয়াজি!:)
আই লাভ মাই বোকাভাইয়া।
সে একজন খাঁটি মানুষ।:):):)

ভাইয়া যা ইচ্ছা তাই বলবে! তার সাত দুগুনে চৌদ্দ খুন মাফ।:)

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৪

শায়মা বলেছেন:


জিনিভাইয়া কালকের ইফতার ........:)

৮৪| ১২ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৫

এস কাজী বলেছেন: ুউফফ সায়মা আপু, এতদিন পরে আসছ তাও এসব নিয়া?? রোজা রমজানের দিনে এই দুপুরবেলা এসব দেখলে তো পাপ তোমারিই হবে :P :P

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: না না পাপ দিওনা!!!!!!!

এই নাও এক প্লেট ইফতার মজাদার--- প্যাকেট করে দিলাম ..। সন্ধ্যায় খাবে ওকে ভাইয়া????????

৮৫| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০

কাবিল বলেছেন:


একটি বিশেষ ঘোষণা।

খানাপিনা দেখলে যাদের জিভে জল এসে যায়
তাদেরকে ইফতারের পরে এই পোস্টি দেখার জন্য অনুরোধ রইল।

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!!!!!

আমি তো ইফতারের পরই দিয়েছিলাম!!!!!!!!!!!

শেষ রোজার দিলে ভালো হত তাইনা???

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৪

শায়মা বলেছেন:

এই নাও রেড ভেলভেট উইথ জিলাপী :)

৮৬| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৪

শায়মা বলেছেন:

এইটাতে একটু নুডুলসও আছে ।:)

৮৭| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

সুফল এস কে বলেছেন: ইশ আমি যদি সব বানাতে পারতাম! দেখলেই লোভ হয়। অসাধারণ

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: পারিব না এ কথাটি বলিওনা আর

তুমিও পারবে ভাইয়া.......


পৃথিবীতে চেষ্টা করলে কিছু পারা যায়না .....এ কথাটা আমি মরে গেলেও বিশ্বাস করিনা!!!!!!!!!!!:)

৮৮| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১

সুফল এস কে বলেছেন: তাহলে আপনি আমাকে শিখিয়ে দেন। :D

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: কি শিখতে চাও বলো ভাইয়া!!!!!!!!!!!!!

আমি কিন্তু প্রফেশনেও টিচিং এই আছি !!!!!!

৮৯| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫২

সুফল এস কে বলেছেন: ওয়াও খুব ই ভালো। আমি আপনার কাছ থেকে মোরগ পোলাও রান্না শিখতে চাই। পুরুষ মানুষের ও কিছু রান্না শিখে রাখা দরকার তাই শিখবো।

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৪

শায়মা বলেছেন: এটা একটা ব্যাপার হলো!!!!!!!!!!!!!!

আজকেই শিখিয়ে দেবো। ফিরে আসি বাইরে থেকে।

আরেকটা কথা---------

ভাইয়া পৃথিবীতে বড় বড় সেইফরা তো পুরুষই!!!!!!!!!!:)

৯০| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০২

সুফল এস কে বলেছেন: ঠিকাছে..... ভালো করে শিখিয়ে দিবেন। অপেক্ষায় রইলাম।

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: ওকে ভাইয়া ! অবশ্যই .......

ফিরে এসে মোরগ পোলাও রেসিপি যত রকম চাও।:):):)

৯১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫১

জেন রসি বলেছেন: কাবিল বলেছেন:


একটি বিশেষ ঘোষণা।

খানাপিনা দেখলে যাদের জিভে জল এসে যায়
তাদেরকে ইফতারের পরে এই পোস্টি দেখার জন্য অনুরোধ রইল।


এই পোষ্ট দিয়ে সবার সংযমের পরীক্ষা নেয়া হচ্ছে!!
যার জিভে জল আসবে সে ফেল করবে!!!
কিন্তু ইচ্ছাকৃত ভাবে প্রশ্ন এমন ভাবে করা হয়েছে যেন সবাই ফেল করে!!!!
সব পরী জগতের ষড়যন্ত্র!!! ;)

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: আরে তোমাকে না দাওয়াৎ দিলাম আমার মর্ত্যের বাড়িতে!!!!!!!!!!!!

৯২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৯

জেন রসি বলেছেন: আপনার বাড়ি নির্ঘাত এভারেস্ট এর চুড়ায়!!!!

এই জন্যই দাওয়াত দিয়েছেন!!!!!!! ;)

১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:২১

শায়মা বলেছেন: না না মর্ত্যেও আছে তো। শুধু একটু পাতালের সিড়ি দিয়ে নামতে হয় ভাইয়ু!!!!!!!!! ডোন্ট ওয়ারী। একখানা মশাল হাতে দিয়ে দেবো।:)

৯৩| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:১৯

জেন রসি বলেছেন: ঠিক আছে!!!!!!!

কালকে আসতেছি!!!!!!!!!!

কুকুরগুলোকে আটকাইয়া রাইখেন!!!!!!!!!!

দারোয়ানের কাছে বন্দুক থাকলে সেটাও রাইখা দিয়েন!!!!!!!!!

;)

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৫

শায়মা বলেছেন: হাহাহা

:P

তোমাকে কি কুকুর দিয়ে কামড় খাওয়াতে পারি?? বন্দুক দিয়ে গুলি খাওয়াতে পারি ভাইয়া????? কি বলো!!!!!!!!!!!!!!!!!!!!১

৯৪| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৩

জেন রসি বলেছেন: আমাকে দেখলে আপনার কুকুর আর দারোয়ান নিজেদের দায়িত্ব মনে কইরাই ঝাঁপাইয়া পড়বে!!!!!!!!!!

তাই আগে থেকেই সাবধান থাকা ভালো!!!!!!!!!!

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:০২

শায়মা বলেছেন: না না না না কিছুতেই না সেটা শতদ্রুভাইয়া আসলে বলবো গাঁদা বন্দুকটা বের করতে। ভাইয়া মনে হয় অবশ্য ইলেকট্রিক সোর্ড আনবে সাথে আর্দালী মিলিটারী গ্যাং ........

তবু আমার দারোয়ান দুইটার কাছে খাবেই তারা ল্যাং

৯৫| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: রসি ভাই, কুকুর দারোয়ান এইসব কই পাবে? সবই গলা্বাজি। বড়জোর মশাদের রাখতে পারে পাহারায় পাহারায়। মশারা মাছিদের ভাই লাগে, আর মাছিরা পরো গোত্রীয়। উভয়েরই পাঙ্খা আছে। এরওসল সাথে রাইখেন, তাইলেই হবে ;)

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৫

শায়মা বলেছেন: তোমার মত!!!!!!!!!!!


আনো আনো তোমার মিলিটারী গ্যাং
হারপিক স্প্রে দিয়েই তাদের করবো আমি হ্যাং


৯৬| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:০৭

জেন রসি বলেছেন: নদী ভাই, এইটা একটা বিবেচনার কথা বলেছেন!!!!

বিবেচনায় রাখলাম!!!;)

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:১১

শায়মা বলেছেন: ভাইয়া তারে বিশ্বাস করোনা।
ভাইয়া নাকি সবুজ জঙ্গলা পোষাক পরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বন্দুক নিয়ে!!!!!!!!!!!!!!!

সে কিন্তু তোমাকে ভুলায় ভালায় গুলি করে দেবে। আমি না হয় পরী, পাখা আছে উড়াল দেবো, তুমি কই যাবে? পাখাও নাই যে উড়াল দেবে.......আবার উলটা দিকে নদীগর্ভে পড়িয়া বিলীন হইবে।:(

৯৭| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন:


একি কইলা? তোমারে সাইজ দিতে লাগবে মিলিটারি গ্যাং?
তোমার জন্য পাটকাঠিই এনাফ, পিটাইয়া ভাংবো ঠ্যাং!!

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:১৯

শায়মা বলেছেন: হাহাহাহা ভাইয়া আমি অনেক মজাই আছি
ভেঙ্গে গেলো তোমার দেয়াল, খুললো দড়ি কাছি
তালপাতার সেপাই তুমি, পাটকাঠিটাই সোর্ড
ড্যাং ড্যাং ড্যাং যুদ্ধখেলা শিশুর মত ( ওয়ার্ড মেলানো গেলোনা মানে বাচ্চাদের মত লাফালাফি হবে আর কি :P )

৯৮| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:২১

শায়মা বলেছেন: রেগে গেলেন তো হেরে গেলেন , গালি দিলেন তো মইরাই গেলেন .......... হাহাহাহাহাহাহাহাা


অনেক হাসছি আজকে সি আর পি তে বসে বসে ......... :P


আসলেই গালি দিয়েই মানুষ মরেই যায় .......... ইহকাল , পরকাল ও সর্বকাল হইতেই ........

৯৯| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৭

শতদ্রু একটি নদী... বলেছেন:

ব্যাঙ চিনো? তিড়িং বিড়িং লম্ফ দেয়া ব্যাঙ?
ভাইজা তোমারে খাওয়ানো হবে কুনো ব্যাঙের ঠ্যাং!!

তাইলেই ভালো হইয়া যাবেন। মানুষে পরিনত হবেন চিঙ্গু স্টাইলে।

সিআরপিতে ক্যান? স্ট্রোক খাইছেন নাকি কোমড় ভাংছেন?

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১

শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা

সত্যিই হাসছি!!!!!!!!!!!!!!!!!!!

থাক থাক আর বলে দেবোনা........

তুমি যে ডিটারজেন্ট ফ্রি ফ্রি পাও সে খবর আমি জেনে গেছি কেমনে........

কাউকে বলবোনা ভাইয়ু........তোমাকে আর কত্ত করে ব্যাং রান্না করতে হবেনা....


সি আর পি তে গেছিলাম !!!:(:(:(

কেনো বলবোনা!!!!!!!!!! |-)

১০০| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৪

মনিরা সুলতানা বলেছেন: হ দেখলাম .।

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!

তুমি কোথায় গায়েব হয়ে গেছো ইদানিং???:(

১০১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন: বোঝা যায় ক্যান গেছিলেন। নাচতে জানেনা তো উঠান তো আকাবাকা লাগবেই। আর আকাবাকা লাগলে ব্যালেন্স তো হারাবেই। আর ব্যালেন্স হারাইলে কোমর তো ভাংবেই। ;)

এই বয়সে একটু লাফঝাপ কম দ্যান। দুনিয়ারে একটু রহম করেন। এইদেশের বেশিরভাগ বিল্ডিংই ভুমিকম্প সহনশীল না। ;)

আর আমার হবু শ্বশুর যে ডিটারজেন্ট কোম্পানীর মালিক এইটা জানা ছিলনা। কতকিছু আজাইরা আন্দাজ কইরা নেয়া শিখছে মানুষ। :P

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: আরে ডক্টর বলেছে নাচ ছেড়ে গানে মন দিতে তাই তো সেদিন গুপী গাইনের কাছে ক্লাসিক্যালের তালিমটা ঝালাই করে নিচ্ছিলাম।

যাইহোক ভাইয়া তোমার হবু শ্বশুর ডিটারজেন্ট কোম্পানীর মালিক হবে কেনো? সে তো সেখানকার .........ইয়ে মানে দারোয়ান তাই যা কিছু ডিটারজন্ট হাত সাফাই করে তাই দিয়ে তোমার শ্বাশুড়ি আম্মাকে ধোলাইখাল মানে ধোলাইখানা খুলে দিসে আর সেটাই তুমি যৌতুক পেতে যাচ্ছো।

তবে সাবধান ভাইয়া ধোলাইখানার মেয়েরা কিন্তু ধোলাই এক্সপার্ট। বেশি তেড়িবেড়ি করলে ঝাকি দিয়ে ফাকি বের করে দেবে। এরপর সোজা ওয়াশিং মেশিন ধোলাই!!!!!!!!!!!!!

১০২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৬

মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে সব কিছু অগোছালো লাগে তখন ডুব দেই
ভাবতাছি কার পক্ষ নিমু এই যুদ্ধে ;)

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫০

শায়মা বলেছেন: আপু অবশ্যই আমার পক্ষ। এইখানে পুরুষতন্ত্র চলিতেছে। বেশ কিছুদিন ধরে। আমার রফিকভাইয়া থেকে শুরু করে জেনভাইয়া পর্যন্ত সব শত্দ্রু শত্রু ভাইয়ার দলে চলে যায়!!!!!! ইভেন উর্বি, রিকি আপুরাও!!!!!!!

আমার দল বল কমে যাচ্ছে!!!!!!!!!!!!!

যদিও আমি একাই একশো!!!!!!!!:)

তুমি আসো আমরা দোকাই দুইশো হবো!!!!!!!:) তারপর কোনো ভুই ভুই নাই!!!!!!!

একবাড়ি দিয়ে দিয়ে সবগুলার ঠ্যাং ভাঙবো!!!!!!!!!!:)

১০৩| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: মনিরা আপা, আপনি আমার বড় বইন লাগেন, প্রায় আদর্শগত বড়বোন। আর কেউ জানুক না জানুক কিংবা মানুক না মানুক, আমি জানি আর মানি আপনে আমাদের দল। আমরা শক্তি আর আপনেই বল, আমরা আসলে আপনেরই দল। :)

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: ঐ কুটনামি করো অন্যখানে এইখানে না!!!!!!!!!!!!!!!!

মনিরা আপুর হার্ট দূর্বল!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি কিন্তু ভাইয়াকে বলে দেবো!!!!!!!!!!!!

১০৪| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কালকে তোমার বাসায় খাঁচা পাঠায় দেবো।
সারাদিন অপেক্ষায় থাইক্কা বিকালে আইলো কেয়ারটেকার একগাদা কাগজ হাতে,বিদূ্ৎ বিল,পানির বিল,গ্যাস বিল,ময়লার বিল,সমিতির চান্দা,গার্ডের চান্দা,কেলাবের চান্দা,ঈদ বখশিস.........ইয়াল্লা
ধরণী দ্বিধা হও আমি গাছে উঠি
আপা খাঁচার বদলে উচা দেইকখা মাচা পাঠান
চাইরপাশে দলাদলির ফুসুরফাসুর হুনতাছি,আপা খাওনের সুগন্ধ পাইয়া বিনা শর্তে আপনের দলে জয়েন দিলাম,এক্কেরে নিবেদিত পরান,কাম থাকলে খালি আওয়াজ দিয়েন।
কামের পরে খাওন।কাবিখা :প

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: আমার দলে যোগ দিয়েছো তাই খাঁচা মাঁচা সব পাঠাই দেবো আর তোমার জন্য স্পেশাল খানাপিনা........

আর কাম হলো এইখানে নদীভাইয়া ষড়যন্ত্র করে সবাইকে তার দলে নিচ্ছে মিলিটারীর ভয় দেখিয়ে। সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তুমি আবার মিলিটারী ভয় পাও নাতো ভাইয়া?

১০৫| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৯

দর্পণ বলেছেন: বার্বিকিউ নাই তাইলে কলিজাভুনার রেসিপিটা আমি দিয়ে দেবো বানায়া খেয়ে দেখতে পারো।

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

শায়মা বলেছেন: নিজের কলিজা ভুনা বানাও। আমার রেসিপি লাগবেনা। আমি আগে থেকেই কলিজা ভুনা করতে জানি।

১০৬| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২২

বশর সিদ্দিকী বলেছেন: ওওওওহহহহ......... যত বেশি স্ক্রল করে করে নিচে নামতেছিলাম তত বেশি খিদা বারতেছিল। আহারে এইরাম ইফতারি খাইতে পারতাম যদি। কপাল।/

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

শায়মা বলেছেন: ভাইয়া পরীর দেশে এমন ইফতারী সাজানো হয়।:)

তোমাকে দাওয়াৎ দিয়ে দিলাম।

১০৭| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৪

সুফল এস কে বলেছেন: আমার আর মোরগ পোলাও শিখা হল না। :( :(

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

শায়মা বলেছেন: কে বলেছে হলোনা???


দিয়ে দেবো তো। সারাদিন শপিং এ বিজি ছিলাম তাই দেওয়া হয়নি ভাইয়া।

১০৮| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাচ্চুমনী এগুলো তুমি কলেছো...? আমি জানি তুমি করো নাই...হিহিহি! আর সংযমের মাসে এত্ত এত্ত খাবার... তবে দেখতে মন্দ লাগছে না... কিন্তু এত খাওয়া যায় না কি হু?

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:১২

শায়মা বলেছেন: আমি করেছি তো!!!!!!!!!!!!!!!

তবে অনেকগুলা হেল্পিং হ্যান্ড ছিলো।:)

আর আসলে খানাপিনার থেকে খানাপিনাগুলো সাজুগুজুতেই মন ছিলো বেশী আমার।:)

এত খাওয়া তো একদিনের না!!!!!!!!!!! আমি কি রাক্ষস নাকি!!!!!!!!


চুপচুপ আস্তে বলো নদীভাইয়া শুনলে আবার কুটনামি লাগাই দেবে আমাকে রাক্ষস বলে।:(

১০৯| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১০

দর্পণ বলেছেন: ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাচ্চুমনী এগুলো তুমি কলেছো...? আমি জানি তুমি করো নাই...হিহিহি! আর সংযমের মাসে এত্ত এত্ত খাবার... তবে দেখতে মন্দ লাগছে না... কিন্তু এত খাওয়া যায় না কি হু?

ঈপ্সিতাআপা আমারও বিশ্বাস হয়না এতসব তার রান্ধা। ইনার নাকি অসুখ। বেডরেস্টে থাকেন। কেমনে বিশ্বাস করি?

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৩

শায়মা বলেছেন: তোমার বিশ্বাসের ধার ধারি!!!!!!!!!!! না করলে না করো!!!!ফুহ ফুহ ফুহ....

১১০| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আমার কাউরে দলে টানতে তেল মারা, ভয় ভীতি প্রদর্শন, ঘুষ প্রদান, কান্নাকাটি, ভং চং ঢং কিছু লাগেনা। মানুষ জানে কারে সমর্থন দিতে হয়। সমাজে যেইসব রীতিমত ঢংগী এখনো বর্তমান, সাধারন নাগরিকদের মতো ব্লগার ভাই বোনেরাও তাদের ঘৃনাভরে প্রত্যাখ্যান করে। ;)

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৯

শায়মা বলেছেন: ঐ ভাগ আমার ব্লগ থেকে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! X((


আমি ঢঙ্গী সবাই জানে তবুও আমাকে সব্বাই আমার ভাইয়ু আপুনিরা অনেক ভালোবাসে সবাইকে আমি কালকেই ইফতারের দাওয়াৎ দেবো। :):):)

শুধু তোমাকে ছাড়া। নদীর পানি সব ছেঁচে আকাশে পাঠায় দেবো।

তখন বাহাদূরী, জারিজুরি,ব্লগাব্লগি সব উড়ে যাবে। :) :) :)

১১১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: ওইরকম ফটুঅলা ইফতার দিনে ২৪ বার করাইলেও অমস্যা নাই। একই ইফতার পোষ্ট ঘন্টায় ঘন্টায় রিপোস্ট দিলেই হইবো। ;)

রাইগা গেলো তো হাইরা গেলো, উলটাপালটা বকা শুরু হইলো তো মরার দিকেই পা বাড়াইলো। আহারে বেচারী খালা, কোমর ভাইঙ্গা মানসিকভাবেও ভারসাম্যহীন হইয়া আছে। কি কইতে যে কি কয়! ;)

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৭

শায়মা বলেছেন: হাহাহাহাহা

তো তুমি এই জীবনে কয়বার মরেছো নদী ভাগ্নেভাইয়া????

হেরেছো যে বার বার জানি কিন্তু ভুলে যেওনা মরতেও দেখেছি তোমাকে । হাহাহাহাহা

আর আমার কোমর ভাঙ্গছে তোরে কে বলছে!!!!!!!!!!!!!!! X(( X(( X((

আমার হাত হঠাৎ প্যারালাইসিস হয়ে যাচ্ছিলো শত্রুদের বদদোয়ায়!!!!!!!!!:( শেষে অনেক কষ্টে এ যাত্রা মনে হয় রেহাই পেয়েছি।:(


আমার এত গুণবতী হাত নষ্ট হলে আমি কি করে এমন সব পরীরাজ্যের খানাপিনা সাজাবো!!!!!!! |-)

১১২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৪

অদ্ভুত_আমি বলেছেন: আপু,
আমি এবার রোজা শুরুর হবার পর আপনার “অল এবাউট ইফতারিজজজজজ” পোস্ট টা খুজে বের করে আবার দেখেছি ।

এতো আইটেম কি সব একদিনের ইফতারী তে, নাকি ভিন্ন ভিন্ন দিনের, মোরগ পোলাউ জাফরানী দেখলাম, আবার ফ্রায়েড রাইস ও দেখলাম দুই প্রকার, আবার পুদিনা নান - তন্দুরী প্রায় একই রকম টাইপ তো তাই ... .. .

এতো এনার্জি , স্ট্যামিনা কিভাবে পান আপু, আমার বাসায় আসরে অনেক টায়ার্ড লাগে আর খালি ঘুম পায় :(

আপু জিরাপানি এর রেসিপি টা দিয়েন একটু ।




১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!

কেমন আছো???????

আমি জানি ক্রিয়েটিভ পিপল অলওয়েজ এপ্রিশিয়েট ক্রিয়েটিভিটি। এই যেমন তুমি।:) :) :)

সবাই যা বানায় বুট, পেঁয়াজু, বেগুনি সেসবই বানিয়েছি আমি সবাই যা খায় বিরিয়ানি টিরিয়ানি সেসবই খেয়েছি শুধু একটু সুনদর করে সাজিয়েছি মনের আণন্দে আর তাই নিয়ে কত কিছু দেখোনা।:(

জানি তুমিও এমন সুন্দর মনের আর নানা কিছু ক্রিয়েশন নিয়েই থাকো তোমার তাই ভালো লেগেছে।

ভাইয়া একদিনের ইফতার না। আমি রোজ সকালে প্লান করি এই এই আইটেম হবে । এভরিডে একটু কিছু ডিফারেন্সি আনার ট্রাই করি। একেক সপ্তাহকে আমি নাম দিয়েছি একেকভাবে। সবাই বলে কেনো যে এসব এক্সট্রা ঝামেলা করিস!!!!!!!!!! বাট আই এনজয় ইট আ লট!!!!!!!!!
কতমানুষ তো পিজা ইন কে এফ সি গিয়ে ছবি তুলে তুলে দেয় কই আমি তো সেসব দেইনা। শুধু একটু নিজের ভালোলাগাটা শেয়ার করি তাই এত কিছু!!!!!!!!!!!!!:(

আমার অনেক স্ট্যামিনা ভাইয়া। যদিও প্রায় দুইমান শয্যাশায়ী ছিলাম প্রায় মানে সেই অবস্থা যদিও আমি থাকিনি।

যাইহোক অনেক অনেক অনেক থ্যাংকস তোমাকে।

জিরা পানি ইজ ইজি!!!!!!!!!!!


৩ টে চামচ তেতুলগোলা
৫ চা চামচ আখের গুড়
২ চা চামচ চিনি আর একটু গোলমরিচ বিটলবন
আর ২ চা চামচ জিরা ভাজা মানে শুকনা টালা নিয়ে মিশিয়ে দিলেই হয়ে গেলো জিরাপানি।

অবশ্য অনেকে একটা স্পেশাল ফ্লেভার আনার জন্য হজমী ট্যাবলেট ও গ্লাসে ফেলে দেয়।তাতে ঝাঁঝালো ভাবটা আসে। বাট আমি দেইনা। এইভাবে করে দেখো । অনেক মজা!!!!!!!!!!!!!!!!:)

১১৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:২৮

অদ্ভুত_আমি বলেছেন: আপু সরি , পোস্ট এর শিরোণামে উল্লেখ আছে “মাই কালারফুল ইফতারী ডে'জ অব ২০১৫” । ডে’জ শব্দটা টা খেয়াল করিনি প্রথমে :(

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৭

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে নো প্রবলেমো ভাইয়ামনি!!!!!!!!!!:)

১১৪| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৩

আকাশ মামুন বলেছেন: রোজা তো যাইযাই করছে। আমার দাওয়াত কবে? :P

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৫

শায়মা বলেছেন: কালকেই!!!

কালকেই তোমার দাওয়াৎ ভাইয়া!:)

১১৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: হাত প্যারলাইসড হতে হতে ঠিক হয়েছে । যাক তবু ভাল ঠিক হয়েছে । শুভকামনা থাকলো । :) একটু ডায়েট করার চেষ্টা করো । নাচ বন্ধ হলে তো আরো মোটা মহিলা হাতি হবার চান্স । B:-) যত বেশি মোটা তত বেশি রোগ ঝুকি । #:-S মনে থাকে যেন ।

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬

শায়মা বলেছেন: সেলিমভাইয়া না হেসে আর পারলাম না। তোমাকে ডক্টর নাচের এ্যডভাইস দিলে কি হবে অবস্থাটা ভেবেই হাসছি।

১১৬| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

জেন রসি বলেছেন: কে কার দল?
ক্ষয় হয় বল!
তারচেয়ে চল
ঢেলে দেই জল ;)

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: কোথায় জল ঢালবে তুমি, টাকলু নাড়ু মাথায়?
জল আর ঘোল মিশিয়ে দিও চড়িয়ে দিও ঘোড়ায়
উল্টো করে বসিয়ে দিয়ে ঘুরিয়ে এনো পাড়া।
ব্লগবাড়িতে হই হই রই পড়েই যাবে সাড়া।

১১৭| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: সবই ঠিক আছে। কিন্তু ইফতারে যেটা না হলে চলেই না-সেটা কই? খেজুর?

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৮

শায়মা বলেছেন: কি বলো ভাইয়া???
তোমাকে চোখের ডক্টরের কাছে পাঠাতেই হবে এইবার......
এটা দেখতে পেলেনা???


১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: কিংবা এটা !!!!!!! B:-)

১১৮| ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৬:১৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''শতদ্রু একটি নদী
তেড়িবেড়ি কর যদি
ডাকুম টেকনাফের বদি
বানাইবো সোফার গদি''
ব্যাস আপা,কাম খতম......খাওন দেন
বদিরে ঠেকান মোদি ছাড়া বেসম্ভব,আর দিল্লী বহূত দূর
আপনের নদী অহন দলাদলি ছাইরা দিল্লীকা লাড্ডু(সাদী)খাইবার গেছে
রেসিপি থাকলে দিয়া দেন

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: রিয়েলী!!!!!!
কাল নদীভাইয়ার শাদী ছিলো নাকি!!!!!
হায় হায় আমি তো জানলাম না!!!!!!!!
যাইহোক
নদীভাইয়াকে বানাও গদী
তারপরে এক হাতীকে
চাপিয়ে দাও তাহার পরে
করুক আতি পাতি সে।
বদিভাই বা বাকেরভাই
তোমার বড় বন্ধু কি??
এখুনি যাও নিয়ে আসো
ইয়া বড় এক বন্দুকই।
কিন্তু ভায়া একটা কথা
মনে রেখো অবশ্যই
যদি ভাইয়ার জঙ্গলা পোষাক
তওবা পড়া আবশ্যক
শেষে কামান নিয়ে তিনি
দৌড়ে আসেন যদি
কই পালাবে তোমার বাকের,
টেকনাফের সে ই বদী?:(

যাইহোক আমার নিউ রেসিপি কড়াই গোস্ত আর পারাঠা ইফতার খাও ভাইয়ু!!!!!!!

১১৯| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: আমার উপদেশ নেন, অকুপেশন আর ফিজিও একসাথে গুইলা খাওয়ায় দিব ইফতারের সাথে। হাত আর হাত থাকবেনা, আঙ্খা হইয়া যাবে। আপনার তো ওইটাই দরকার। ;)

আর মানুষ দলে টাইনা লাভ নাই। আপনি একা একশই হন আর দুইশ, আমি এক কদম আগাইয়াই থাকি। ;)

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

শায়মা বলেছেন: আঙ্খা মানে কি ?
আর তুমি আগাইয়াই থাকো আর বাগাইয়াই থাকো এক বাড়ি দিয়ে ঠ্যাং ভেঙ্গে দেবো বেশি বাড়লে সাবধান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১২০| ১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আবু শাকিল বলেছেন: পরী আপু,এক্কান প্রশ্ন জাগ্রত হইল ?
এই রমজানে আপনার ওজন কমেছে নাকি বেড়েছে !

১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

শায়মা বলেছেন: আমার তো ওজনই নাই ভাইয়া। জানোনা আমি উড়ি।:)
আর এইসব আমি খাই না তো। শুধু সাজাই!:):)

১২১| ১৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৫

জেন রসি বলেছেন:
টাকলু নাড়ু মাথা নিয়া, তোমার দেখি আজব ঘোর!
ঘোরের মধ্যেই চেয়ে দেখ রাত্রি নেমে আসে ভোর।
ঘোড়া দৌঁড়ায় এঁকেবেঁকে, ভূতের দেশের রাস্তায়
পরী দেখে খানাপিনা, আজব সব নাস্তায়!!!


ভূতের দেশে আজ সব হতাশ....
পরীর দেশে আজ বইছে সুবাতাস
খানাপিনার বিচিত্র আয়োজন ও ঘ্রানে
মৃত মানুষেরও খুধা লাগে প্রানে।

বাঁদরের গলায় আজ ঘণ্টা ঝুলে.....
কে দিবে তাহারে মালা???
নিজের মনেই মুচকি হাসেন
আমাদের পরী খালা।
তাই দেখে শুরু হয়ে যায়
ইঁদুরের মনে জ্বালা!!!


;) ;)








১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৫

শায়মা বলেছেন: ইঁদূর বাঁদর কিংবা হুলো টিভির টম এ্যান্ড জেরী
সবার পায়ে পরানো হবে লোহার ডান্ডা বেড়ী
তারপরেতে মাথার ওপর মারবো কষে ডান্ডা
সব বাহাদূর পালিয়ে যাবে এক্কেবারে ঠান্ডা।

১২২| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: টাইফু হইছিলো গো খালা। আঙ্গা হইবোনা, পাঙ্খা হইবো। :P

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৬

শায়মা বলেছেন: শত্দ্রু ভাগ্নাভাইয়ু!!!!!!!!!!!

তাইতো বলি আমি ভাবলাম আবার শিয়াল পন্ডিৎ হয়ে অঙ্গার লিখতে গিয়ে আঙ্গা লিখলে নাকি!!!!!!!

১২৩| ১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০০

শহুরে আগন্তুক বলেছেন: আপু , আপনার ওজন কতো ? :| :-&

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০২

শায়মা বলেছেন: ভাইয়া আমি তো খাইনা এইসব !!!!! শুধু সাজাই তবুও ওজন বলতে হবে!!!!!!!!! :( :( :(

১২৪| ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

রোহান খান বলেছেন: মালোয়ারী ও আরাবিক স্টাইলের সুন্দর সংমিশ্রন।
এখন ইউএই সময় ৩ টা, ইফতারের আরো ৪ ঘন্টা বাকি।
এত আগে ক্ষুদা লাগিয়ে দেবার জন্য আপনার ১০০ টাকা জরিমানা করলাম।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯

শায়মা বলেছেন: ভাইয়ু নো জরিমানা। আজকের শেষ রোজায় তাড়াতাড়ি চলে আসো ইফতার খানাপিনায়।

১২৫| ১৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

দর্পণ বলেছেন: রোহান খান বলেছেন: মালোয়ারী ও আরাবিক স্টাইলের সুন্দর সংমিশ্রন।
এখন ইউএই সময় ৩ টা, ইফতারের আরো ৪ ঘন্টা বাকি।
এত আগে ক্ষুদা লাগিয়ে দেবার জন্য আপনার ১০০ টাকা জরিমানা করলাম।

রোহানভাই একশো টাকা বড় কম হয়ে গেলো। করেন করেন এই পোস্টের মালকীনরে কোটি টাকা জরিমানা করেন এমন বেরহম বে দরদী কাজ কারবারের জন্য।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১২

শায়মা বলেছেন: তোমার অনেক বড় খবর আছে। আসছি একটু পর।

১২৬| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ১:১৪

হৃদয়বন্ধু বলেছেন: অনেক ভালো লাগলো। প্রিয়তে নিলাম।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি।

১২৭| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৪

জেন রসি বলেছেন: চারপাশে শুনতেছি আপনি নাকি রাগে আকাশ, পাতাল নদী নিয়া কি একটা রান্নার আয়োজন করতেছেন?? ;) ;)

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: করেছি এবং করছি , খেয়েছি এবং খাচ্ছি কিন্তু চারজন শত্রুর সাথে আমার কোনো কথা নাই। এই কথা যেন তারা মনে রাখে। আমার খানা পিনা সাজুগুজু দিকে যেন না তাকায়। হিংসামী ছুটাই দেবো একদম তাইলে।

X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

এই কথা তোমার যেন খুব ভালোভাবে মনে থাকে।

১২৮| ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪২

কাবিল বলেছেন: ইফতারি আর খাইতে ইচ্ছে করছে না।
গরম গরম কিছু চাই।



ঈদ মোবারাক।



২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

শায়মা বলেছেন: ওকে ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!:)

ঈদ খানাপিনা ওকে?????????????

বাসী না কিন্তু একদম বানাই আনছি। গরমাগরম!!!!!!!!!!!!! :) ডেকোরেটেড উইথ কালারফুল থালাবাটি টেবিলক্লথ, টেবলম্যাট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি..........।

১২৯| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈদ মোবারক আপ্পি।

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

শায়মা বলেছেন: ঈদ মুবারাক রাজপু্ত্র ভাইয়ামনি!!!!!!!!!!!!:)

১৩০| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: শুভেচ্ছা এহসানভাইয়া। তুমিও ভালো থাকো অনেক অনেক !!!!!!!!!!!!!

১৩১| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ঈদ মোবারক। !:#P

শুভকামনা আপু।

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১

শায়মা বলেছেন: ঈদ মুবারাক!!!!!!!!!!!! ভাইয়া!!!!!!!!!!!!!:)

১৩২| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫১

দর্পণ বলেছেন: ঈদপোস্টের অপেক্ষায় আছি নির্বাসনে যাবার আগে
আমার খানা যদি আবার চলে যায় অন্যদের ভাগে

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১

শায়মা বলেছেন: তুমিও শত্রুদের দলে যোগ দিয়েছো। নো খানা নো পিনা নো পোস্ট ফর ইউ!!!!!!!!!!!

১৩৩| ২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০০

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।আশাকরি আপনার ঈদ ভালো কেটেছে ।

২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

শায়মা বলেছেন: অনেক ভালো কেটেছে আপুনি!!!!!!!!!!!!


অনেক অনেক ভালো থেকো!!!!!!!!!!

১৩৪| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৭

উর্বি বলেছেন: খিদা লাগিল লাগিল লাগিল রে!

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৪

শায়মা বলেছেন: আমার বাসায় চলে আসো উর্বিমনি!!!!!!!!!!

নো খিদা লাগালাগি :)

১৩৫| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪১

দর্পণ বলেছেন: ইডা কোনো কথা হইলো?:(


পিত্থিমী উলটায়া গেলেও আমি তোমার শত্রু না

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৫

শায়মা বলেছেন: তাই নাকি? তাইলে পৃত্থিমী উল্টাক আগে

১৩৬| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৩

দর্পণ বলেছেন: :(

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৫

শায়মা বলেছেন: অনেক ঢঙ শিখছো আমিও ফেইল।

১৩৭| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: দর্পন ভাই, ঈদের বাসি খাবার উনারেই খাইতে দ্যান। ওজন আরও একধাপ কমবে। কেকা নাকি কুকু ফেরদৌসী নামের একজন আছেননা, উনার লেভেল থাইকা মমতাজ আন্টির লেভেলে চইলা আসবেন। উনার ভালোর জন্যই অন্তত এই দয়াটা করেন। ;)

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৭

শায়মা বলেছেন: তোর জন্য বিষ মেশানো খানা বানাচ্ছি। কেকা কুকু বা ক্যাকো কিছুই করা লাগবেনা সোজা জাহান্নাম দেখবা।:)

১৩৮| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৩

দর্পণ বলেছেন: বাসী,পঁচা,পান্তা শায়মা যা খাওয়াবে তাই অমৃত। তার খানা ছাড়া কি ব্লগে ঈদ সম্পূর্ণ হয়!

নদীভাই আপনি আমারে আর কুবুদ্ধি দিয়েন নাতো। এমনিতেই আমারে আপনাদের মানে শত্রু দলভুক্ত করে ফেলছে। আমি তার খানা পোস্ট ঈদ পোস্ট চাই চাই চাই।নাইলে কিন্তু নির্বাসনে যাবোনা। এখানে আমড়ন অনশন চলিবে।:(

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৮

শায়মা বলেছেন: বুঝেছি এখন নির্বাসনে না যাওয়ার ধান্ধা!!!!!!!!!! না না তোমাকে নির্বাসনে যেতেই হবে।:)

১৩৯| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩০

জেন রসি বলেছেন: দর্পণ ভাই, আমরণ অনশন শুরু করেন।দেখবেন উনি খানাপিনা নিয়া হাজির হয়ে গেছে!!!

আপনার আমরণ অনশন দেখলে উনি আনন্দে আমরণ খানাপিনা শুরু কইরা দিতে পারে!!! ;)

২২ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৯

শায়মা বলেছেন: তোমার জন্য ডাবল বিষ মেশানো খাদ্য।

১৪০| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৫

দর্পণ বলেছেন: ওখে শুরু হইলো অনশন জেনভাই। তবে আপনাদের কোনো কিছুতে আমি আর তাল, কাঁঠাল,নারিকেল কিছুই দিতেছি না

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০০

শায়মা বলেছেন: নিজের মাথায় ফেলো তাল, জাম্বুরা, নারকেল, বেল স-----ও------ব!!!!!!!!!!:)

১৪১| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:০২

জেন রসি বলেছেন: দর্পণ ভাই, ভাবছিলাম আপনাকে খালু ডাকব!!!

কিন্তু আপনার মত এইরকম ভীতু খালু দিয়া আমারা কি করব???

আপনিত খালার ভয়ে মনে হচ্ছে আমাদের গুল্লিও মাইরা দিতে পারেন!!! ;)

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০১

শায়মা বলেছেন: গুল্লি মারলে আমি দর্পনভাইয়ার জন্য বেহেস্তি খানা বানায় দেবো। :)


ঠিক হবে বেশি বাড় বাড়ছে তোমাদের জেন বান্দরভাইয়া আর শতদ্রু বান্দরের ভাই

১৪২| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:২০

দর্পণ বলেছেন: আপনারে গুল্লি মারা কোনো ব্যাপার হইলো? তার খুশির জন্য আমি নিজের মাথায়ই কামান দিয়া উড়ায়া দিতে রাজি আছি।

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০২

শায়মা বলেছেন: গুড গুড। নিজের মাথায় কামান দেবার আগে ঐ দুইটারে গুলি মারতে ভুলোনা দর্পন ভাইয়ু সোনামনি ভাইয়ামনি!!!!!!!!!!!:)

১৪৩| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩

বৃতি বলেছেন: ঈদ মুবারাক, শায়মা আপু। খাই-দাই পিক ভালো লেগেছে :)

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৫

শায়মা বলেছেন: বৃতিমনি!!!!!!!!!!!!!!!!!!!!

কেমন আছো???????????

ঈদের দিনে কি করলে আপুনিমনি!!!!!!!!!!!

আমার ঈদ এখনও শেষ হয়নি। শেষ হলেই ঈদ সংখ্যা পোস্ট!!:)

১৪৪| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

বৃতি বলেছেন: এখানে ফ্রাইডে'তে ঈদ হয়েছে শায়মা আপু, উইকডে হওয়াতে সেদিনের থেকে বরং তার পরের দুদিন ছুটিতে বেশি আনন্দ ছিল- অনেকের সাথে দেখা হল। দেশের বাইরে উৎসবগুলোর কথা ভাবলে মনে হয়- ঈদটা দেশে বেশি মজার।

ঈদ সংখ্যা পোস্ট তাড়াতাড়ি দাও- তোমার রান্না বান্না, সাজুগুজু দেখি :)

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৩

শায়মা বলেছেন: গুড গুড তবুও তো পরপর দুদিন ছুটি পেয়েছো মজা করতে!!!!!!

দেশের ঈদ মজার তো বটেই। ছোটবেলার ঈদগুলো আরও মজার ।আমার অবশ্য এখনও একই রকম মজাই লাগে ঈদ!!!!!!!

ঈদ সংখ্যা পোস্ট পারলে আজকেই দেবো যদি না কোনো গেস্ট আসে বৃতিমনি!!!!!!!!:)


অনেক অনেক ভালো থেকো!!!!!!!

১৪৫| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৩

দর্পণ বলেছেন: শায়মা ঈদ পোস্ট কই হে?
রমজান পার হয়ে তো সপ্তাহ গড়ায়া গেলো।

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬

শায়মা বলেছেন: তোমার জন্য স্পেশিয়াল তন্দুর ছ্যাকছ্যাকা উইথ স্পেশিয়াল পয়জিওনাস মেন্যু আসিতেছে। :)


ইহা ঈদ পরবর্তী স্পেশাল আইটেম।:)

১৪৬| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২১

দর্পণ বলেছেন: আমি নীলকন্ঠ
বিষের ভয় দেখিয়ে লাভ নেই প্রিয়তমা
অমৃত জ্ঞানে পান করে নেবো সেই হেমলক
পাবে তুমি এই উত্তীয়ের ক্ষমা
বাসিতে পারোনি ভালো তাতে নেই ক্ষেদ, নেই দুঃখ কোনো
তোমা তরে উৎসর্গীত এই জীবন, দিতে পারিনা নেই এমন বস্তু হেনো.....


হা হা নিউ কবিতা ইজ কামিং সুন ..তার ট্রেইলার দেখালাম :)

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪

শায়মা বলেছেন: এমনিতেই তুমি কালিদাস পন্ডিৎ খেতাব পাওনি ভাইয়ু। আরাব আমিরাতে আরবী ফারসী কবিদের আদলে খৈয়ামী কবিতা লিখলেও ভালো হত।

১৪৭| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৪

টুইংকল বলেছেন: এ দেখি মহাযগগ। ইফতারটাইমে আইতে পারিনাই আফা। ঈদখানা নো মিস। B-))

২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: ওকে ওকে ঈদখানা শেষ আবার নতুন করে রান্না করি ওয়েট !!!!!!!!!

১৪৮| ২৪ শে জুলাই, ২০১৫ ভোর ৪:০৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ক্ষুধা লেগে গেল যে............

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১১

শায়মা বলেছেন: এখন তো রমজান শেষ!!!!!! খিধা তো লাগবেই!!!!!!!!!! ভাইয়া কেমন আছো???

১৪৯| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২১

মহান অতন্দ্র বলেছেন: মাথাটা তো খারাপ করে দিলে আপু। যাক বেশ গুন তোমার আর তোমার বেগুনীটাও ছবি দেখে ভাল হয়েছে মনে হল।

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১২

শায়মা বলেছেন: আপুনি কেমন আছো??? বেগুনীটা টেম্পুরা দিয়ে ভাঁজা! :)

১৫০| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: লেখক বলেছেন: সেলিমভাইয়া না হেসে আর পারলাম না। তোমাকে ডক্টর নাচের এ্যডভাইস দিলে কি হবে অবস্থাটা ভেবেই হাসছি।


হাসো প্রাণ খুলে হাসো । তোমার সঙ্গে নাচতে হলে খারাপ নাচতাম না । !:#P ফুটবল বা ক্রিকেট খেলার আগে যে স্ট্রেচিং করতাম সেটা কিন্তু এক প্রকার নৃত্য বলা চলে। :)
তা তা থৈ থৈ ........

তুমাকে ডক্টর কি এডভাইচ দিয়েছে শুনি #:-S

নৃত্যের তালে তালে খাবার পরিবেশন ব্যাপারটা কেমন?

অতিথি বসে আছে তার দিকে নাচতে নাচতে অপসরা খাবার নিয়ে আসছে।অবশ্য দরি টরি থাকতে পারবে না ।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:১২

শায়মা বলেছেন: এখন আমি ১০০% ওকে আছি। নো ডক্টরস এ্যাডভাইস!

১৫১| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৮

প্রতিফলন বলেছেন: ওরে খাদক রে?!!!!

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৬

শায়মা বলেছেন: প্রতিফলন!!!!!!!!

কেমন আছো??? :)

১৫২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা বর্ষাও তুমি এসেছে শ্রাবণ মাস,
আমাদের মিলনের মধু সময় এসেছে আজ।
কেন এক পলক বিচ্ছেদ এ প্রাণে সহেনা ,
কেন সব নিশ্বাসে কেবল তুমি তুমি ভাবনা ।
যদি পাই তোমায় দেব এক সমুদ্র ভালবাসা
কত রাত যে কেটেছে জেগে এ কেমন নেশা!
ভিজে ভিজে তোমার অনুরাগ বৃষ্টি হয়ে ঝরছে,
ভাগ্যের প্রসন্নতায় বুঝি এমন বর্ষা নেমেছে ।
শ্রাবণের বর্ষা ধারা হৃদয় ছুঁয়ে যাও
ভালবাসার সাগর ধরাতে সুখ নামাও । :)

২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৭

শায়মা বলেছেন: সুন্দর বর্ষা বন্দনা ভাইয়া।:)

১৫৩| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৩

রফিক এরশাদ বলেছেন: হলে এতো ইফতারী, লতা পাতা ঘাস-
থাকতে পারবো রোজা আমি বারো মাস! ;)
আপুনি রান্না করে মোটামুটি, তবে-
রান্নার আগে হাত ধুয়ে নিতে হবে!! :P
ভাল করে চুলে খোপা বেধেঁ নেয়া চাই-
তাইতো আপুর খাবারে ম্যালা চুল পাই!! :P
আপু রাঁধে শাড়ি পড়ে দাঁড়িয়ে মাটিতে,
শাড়ির আঁচল যায় ডালের বাটিতে!! :-P :P

২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৯

শায়মা বলেছেন: বলছে?
তোমারে কানা ------
আমি শাড়ি পরে রাঁধি কবে?
এ কারনে চশমাটা পালটাতে হবে।

চোখ গেছে আগে জানি তাই বলে মাথা
এত দুরাবস্তাটা একদম যা তা
জানো আমি গ্লভস পরি রান্নার আগে
এপ্রোন সেটে নেই, চুলে ক্যাপ তারও আগে
ডাল আমি রাধিনাকো রাধি চাওমিন
মিছা কথা বলো কেনো বোকা মিনমিন।

আমি রাধি মোগলাই আমি করি বেক
জাপানিজ রাধি আমি বারবির কেক।
সিচুয়ান,থাই মাই সব নস্যি
সব খেয়ে বদনাম পাজি দস্যি!!!!!!
তবু খোঁজ এত দোষ এত কিছু খেলে
মাথা মুড়ে একদম দেবো ঘোল ঢেলে।

যত কাঁদো পেন পেন আর ভেউ ভেউ
হা হা হি হি একদম বাঁচাবেনা কেউ!!!!!!!!!!!:)

১৫৪| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯

রফিক এরশাদ বলেছেন:

আপুনির ইফতারী
খাওয়া বড় দিগদারী-
খেয়েই ফেঁসেছি!
খাওয়া শেষে ঝট করে
চা খেলাম হট করে-
ফার্মেসি থেকে এটা নিয়েই এসেছি!!

২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:২৫

শায়মা বলেছেন: ভাইয়া তোমার ছড়িতার যেন তেন রিপ্লাই দিলে চলবেনা তাই কাল এই ছড়িতার কড়িতা জবাব আসিবেক। :) আমার বুঝি তোমার থেকে শিখতে হবেনা?? আর তাই মন দিয়ে কাব্য মানে ছড়িতা চর্চা।:)

২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩১

শায়মা বলেছেন: ফার্মেসি থেকে নাকি রাস্তার থেকে
কুড়িয়ে আনলে তুমি, আরও জানি কে কে
সাথে ছিলো আরও কিছু চোর ছ্যাচ্ছোড়
পুলিশটা দেখে দিলে দুদ্দাড় দৌড়

শুধু খাও আর করো এত বদনাম
খানা দিয়ে তোমাকে নেই আর কাম!

১৫৫| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৯

রফিক এরশাদ বলেছেন: আমার আপু রাধেঁ-বাড়ে ‌গ্লভস আর ক্যাপে,
এপ্রোনটাকে নেয় সারাগায়ে চেপে।
ডাইল ভাত রাধেঁ না সে, রাধেঁ চাওমিন-
যার যত খুশি খান, সব ফাও নিন। :#)
সত্যি কথাটা হল, সব কিনে এনে-
ডেকোরেশানটা হয় তার ডাইনিংয়ে। :P
আর বলে, 'আমি রাধিঁ, যত খুশি খান,
এই যে বারবি স্যুপ, থাই সিচ্যুয়ান।
বেক করা কেক? নাকি শেক করা দই?
অর্ধেক খেয়ে বলে, ওয়াশরুম কই?
বুদ্ধি বেজায় তার-কি হল তাতে!!
কিচেন আর ওয়াশরুম বানায় একসাথে। :P



বেরুতে হয় না যারা এ কিচেনে যায়..
আপুর রান্না যারা একবার খায় !! B:-)
মাফ করে দেন আফা, আমি ছোট কবি-
এখানে দিলাম তোমার কিচেনের ছবি!!

২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১২

শায়মা বলেছেন: ভাইয়া তোমার মিথ্যে কথায় হাসবো নাকি কাঁদবো?
কি ভেবেছো তোমার মতন টয়লেটেতেই রাঁধবো?
তুমি কিপটা তার ওপর পাগল, বানাও সব এক সাথে
উফ ভাইয়া, মানুষ তুমি, এতদিনে তাও উঠলে না জাঁতে
গরু ছাগল পশুর মত এমন তোমার রিতী
একই স্থানে সকল কর্ম খানা দানা গিতী!!!!!!!

ছি ছি ছি ভাইয়া আসলে আমার বাড়ি এবার থেকে
বাইরে থেকেই হাম্বা হাম্বা করবে এখন থেকে।
বাইরে তোমার খানা দেবো ভেতর ঢোকা বারণ
কারণ আছে কারণ!

কারণটা নয় গুপ্ত থাকুক নইলে আবার তুমি
পালিয়ে যাবে দড়ি ছিলে এই পৃথিবীের ভূমি!:(




( হা হা হা হা হা ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আমি তোমার ছড়িতা সাথে ছবিটা দেখে হাসতে হাসতে মারাই গেছি। ভাইয়া এই পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ ছড়াকার তুমি ভাইয়া। তোমার মত বুদ্ধি করে ছড়া কয়জন লিখতে পারে এই দুনিয়ায় আমার সন্দেহ আছে। ভাইয়া নেক্সট বইমেলায় যদি বই না বের করো তোমার সাথে আড়ি!!!!!!!!!! প্লিজ ভাইয়া!!!!!!!!!!!! প্লিজ!!!!!!!! ছড়ার বই বের করতে হবে)

১৫৬| ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

শতদ্রু একটি নদী... বলেছেন:


ওরে ভন্ড, ওরে নস্ট চাপা ফুল,
ফাস হইলে কথা, হারাইবা দুইকুল। ;)

সবার আছে জানা, কে প্যাচায় ত্যানা।
মারে কে গুল, বড়ই ও হয় আপেল কুল।

সুত্র তাইলে হইছে ফাস,
তাইতো করতেছো হাঁসফাঁস!!
হুট কইরা কবে পাইলা ছাড়া,
পেট কি আবার দিচ্ছে নাড়া? =p~ =p~
তাই বানাইছো ঘরের মধ্যেই টয়লেট কাম কিচেন,
ঈয়া খোদা!! আল্লাহ তোমারে এই রুচি দিছেন???!! :-0 :-0

১৫৭| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: তাই বানাইছো ঘরের মধ্যেই টয়লেট কাম কিচেন,
ঈয়া খোদা!! আল্লাহ তোমারে এই রুচি দিছেন???!


না হেসে আর পারলাম না ধুয়া ধরা ইঁদুর
ভাইয়ার কথার সূত্র ধরে হচ্ছো তুমি বাঁদর!!!!
আমার কিচেন দেখতে কি চাও আনছি ছবি তুলে
এসব কথা তখন তুমি কোথায় যাবে ভুলে!!!!!!!!!!

১৫৮| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:০২

শায়মা বলেছেন:

এই দেখো দেখো!:)

১৫৯| ২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৪২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বলছিলুম, একটা রেস্তুরেন্তো খুলে দিলেও কিন্তু পারেন মশাই! B-))

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫

শায়মা বলেছেন: রেস্টুরেন্ট খুলতে হবে কেনো??????????

নিজে বানাবো আর খাবো। অবশ্য গেস্টরাও খেতে পারে!!!!!!!!!

তুমিও আসতে পারো ভাইয়ু!!!!!!!!!!!

বাট মাই ফুডস আর নট ফর সেল!!!!!!!!:)

১৬০| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পুরা রমজান আপনের লিগা আকাশ বাতাস নদী সাগর সবতের লগে কাইজ্জা কইরা রোজা হালকা করছি।আর হেই আমারি ঈদের খাওন দূরে থাক,ফিতরারও খবর নাই।আফসোস।

২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া কি বলো!!!!!!! তুমি কেনো ফিতরা নেবে????????? তুমি তো আমার বাসায় দাওয়াৎ খাবে। শিঘরী চলে আসো!!!!!!!!!!

১৬১| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১২

জেন রসি বলেছেন: রফিক ভাই, লাল সালাম। :)

অসাধারন হইছে........

২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: আর আমার টা!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-)

আমাকে কি সালাম???????? X((

১৬২| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

জেন রসি বলেছেন: আগে সালামী দেন!!!!

তারপর সালাম দিব!!! ;)

২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: সালাম করো ভাইয়ু!!!!!!!!!!!!!!

তারপর সালামী!!!!!!!!!!!!!!

সালামের আগে সালামী না!!!!!!!!!!!!!!!!! X((

১৬৩| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২২

জেন রসি বলেছেন: করলাম সালাম!!! :P

এইবার সালামী দেন!!!! ;)

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:০২

শায়মা বলেছেন: ওকে ওকে



এই নাও সালামী। একদম রাজামশাই এর কাছ থেকে পাওয়া!!!!!!!:)

১৬৪| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৭:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কলিং বেল টিপতাসি ১ঘন্টা ধইরা,কোনো খবর নাই
বাইরে রিশকাওলা চিল্লাইয়া আমার ১৪গোষ্টি উদ্ধার করতাছে,ভাবছিলাম সালামীর টেকা দিয়া ভাড়া দিমু।
কই পলাই কন দিনি আপুন্টিস

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৯

শায়মা বলেছেন: আরে পালাবো কেনো???????

আছি তো কস্কিভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তোমার দেখা নাই কেনো???

১৬৫| ৩০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৫৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেখবেন কেমনে?
রিশকালার ডরে সিঁড়ির তলে লুকাইয়া আছি
কি করুম ভাইব্বা পাইতাছিনা
কস্কিভাইয়ু নামডা জবর হইছে, খিক খিক খিক

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া যত করো লুকোচুরি
তোমাকে না চিনে কি আর আমি পারি?
কখনও হবে নাতা যত ঢাকো চোখ কান
জানি জানি খুব জানি তুমি আমার কস্কিভাইয়াজান!!!!!!:)

১৬৬| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

মোঃমোজাম হক বলেছেন: ইফতার দেখবো কি ডেকোরেসন দেখেই পেট ভড়ে গেল :)

৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া ইফতারের চাইতে সেটাতেই মেতে ছিলাম আমি। :P

১৬৭| ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

শাহেদ খান বলেছেন: খিদেয় অস্থির হয়ে গেলাম, শায়মা'পু! :(

ফল-মূলের আধিক্য ভাল লেগেছে! তবে স্যুপ'টা এখনই খেতে ইচ্ছা করছে! :(

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৫

শায়মা বলেছেন: ভাইয়া!!!! কোথায় হারিয়ে গেছিলে??? ওকে পরীর দেশে চলে আসো!!!:)

১৬৮| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮

ব্ল্যাক ফাইটার বলেছেন: রোযা তো চলে গেছে কিন্তু আমার ক্ষুধা তো বেড়ে গেলো

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: রোজা তো আবারও আসবে ভাইয়া!!!!!!!!!!!!!!! কিসের চিন্তা!!!!!!!!!!!!!

১৬৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫

ব্ল্যাক ফাইটার বলেছেন: তা ঠিক! অপেক্ষায় থাকলাম।।।

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯

শায়মা বলেছেন: প্রায় আরও এক বছরের অপেক্ষা ভাইয়া।:)

১৭০| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫

ব্ল্যাক ফাইটার বলেছেন: আমি এক বছর ই অপেক্ষায় থাকব। ইনশাআল্লাহ!

০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: হা হা হা

এক বছর তো তাইলে রোজা রাখা লাগবে ভাইয়া!!!!!!!!! :P

১৭১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫২

ব্ল্যাক ফাইটার বলেছেন: ইতা আবার কিতা শুনাইলেন :D

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:১০

শায়মা বলেছেন: ইতা কিতা কি ভাইয়ু? তুমি কি নোয়াখাইল্লা নাকি?? B:-)

১৭২| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: এটা তো প্রেম নিবেদন কবিতা নয় । :)

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

শায়মা বলেছেন: তো কি হয়েছে?

১৭৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কি হয়েছে তুমি বলতে পারবে । কি হয়নি সেইটা আগে বল ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: তোমার কখন কি হয় তা আল্লাহও জানে কিনা সন্দেহ!!!

১৭৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

ব্ল্যাক ফাইটার বলেছেন: ইতা কিতা এটা ত আমাগো সিলটি ভাষা

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩১

শায়মা বলেছেন: ওহ সিলডি ভাষা আমি জানি তো! কিন্তু .......

১৭৫| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩০

ব্ল্যাক ফাইটার বলেছেন: কিনতু নোয়াখালী কেন মনায় হল?

০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

শায়মা বলেছেন: সবখানে নোয়াখাইল্লা গন্ধ পাই আজকাল ভাইয়া। স্পেশালী তোমার মত বীরপুরুষ মানে ফাইটার যোদ্ধা দেখলে। তাও আবার তুমি অন্ধকারের মানে অন্ধকারের মানুষজন!!!!!!!!! #:-S










:P

১৭৬| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খালি খানা-পিনা আর সাজুগুজু... বাচ্চুমণিটা লাজুলাজু

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: কে বলছে!!!!!!!!

আরও কত্তকিছু!!!!!!!!!!!!!!:)

১৭৭| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

টেক সমাধান বলেছেন: OMK!

১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!
:P

১৭৮| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

কস্কি বলেছেন: শুভ জন্মদিন আন্টি !:#P !:#P

বয়সতো আরও একবছর কমল ;) :P

ভুলি নাই কিন্তুক কিছুই !!!!!!! B-) :D

ভাল থাকপা পিচ্ছি !!! :-P

আর দুষ্টামি কম করবা !!!!! X( <_

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২২

শায়মা বলেছেন: কস্কিভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


কোথায় হারায় গেছো???:(

১৭৯| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৭

কস্কি বলেছেন: হারাইনাই তো আপু !!!!! :D


ফুল্টাইম ভূত হয়ে গেছি !!! B-)


পরীরা তো আর ভূত দেখতে পারে না , তাই দেখেন্না !!! :P

২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

শায়মা বলেছেন: ফুলটাইম ভুত হতে গেলে কেনো ভাইয়া???? :(

১৮০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

আপেক্ষিকতাবাদী বলেছেন: কি টর্চার কি টর্চার... -_-

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: কেনো ভাইয়ু?? এখন তো রোজা নেই। :)

১৮১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২

আপেক্ষিকতাবাদী বলেছেন: রোজাই কি একমাত্র রেস্ট্রিকশন! এই ধরেন বুয়ার রান্না খেতে খেতে যাদের অবস্থা হালুয়া তাদের কাছে জিভে পানি আসা খাবারের গন্ধই টর্চার! বাসার রান্নার স্বাদ ভুলেই গেছি। :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: আহালে ভাইয়াটা নিজেই রান্না করা শিখে ফেলো!:)

১৮২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১

কালীদাস বলেছেন: :(( :(( :(( :((
ইফতারি এতটাই দুর্দান্ত ছিল যে ছবিও তোলার কথা চিন্তা করি নাই। দুইদিন করছি এয়ারপোর্টে :( আর রাত এত ছোট যে, পুরা টাইম ইফতারি করা আর সেহেরির জন্য খাবার রেডি করতেই চলে যেত :| তবে যে তিনদিন ট্রাডিশনাল কাটালান কুইজিন দিয়া করছি, ঐ তিনদিন জোস ছিল, খালি ব্যাপক সাবধান থাকতে হইত পর্কের ব্যাপারে :| কমন আইটেম ছিল টাপাস :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: হায়রে এই সব টাপাস কাপাস খেয়ে বলো দুর্দান্ত ইফতারী!!!!!

বেগুনী পিঁয়াজী ছাড়া কি ইফতারী হয়!!!!!!!!!!!!!!!

১৮৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০

waled ahmed বলেছেন: হ হ ভাল খাবার আমার ত আর দেরি সইছেননা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২১

শায়মা বলেছেন: তিনদিনের মাঝেই এই খানাপিনার গন্ধ পেয়ে গেলে ভাইয়া???

তোমার দেখছি পিনোকিও নাসিকা!!!!!!! B:-)

১৮৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

waled ahmed বলেছেন: আর কি করব বল এত ভাল খাবার

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: তোমার নাসিকা শক্তির মত আমার আবার কিছু মস্তিস্ক শক্তি আছে ভাইয়ুমনি!!!!!! আচ্ছা ঠিক আছে এসেই যখন পড়েছো তখন নেক্সট রমজান পর্যন্ত ওয়েট করো!!!!!!!:)

১৮৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

waled ahmed বলেছেন: can you help me

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: আই এ্যাম ভেরি বিজি!!!!! :(

এত বিজি সময় এলে !!!!!!:( :( :(

১৮৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০

waled ahmed বলেছেন: আপুনি আমাকে কি একটু সময় দেওয়া যাবেনা
plz plz plz plz plz

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

শায়মা বলেছেন: এখন আমার সময় হলো ভাইয়া!:(

১৮৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫

waled ahmed বলেছেন: কি আপুনি ভাল আছেন ত

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

শায়মা বলেছেন: ভালো আছি!:)

১৮৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: মজার মজার সব খাবার আইটেম :) :) :)

খাবার দেখেই অনেক ভালো লাগতেছে :) :)

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: আমারও খাবার খেতে, সাজাতে, দেখতে, নান্না করতে সবই ভালো লাগে ভাইয়ু!!!!!:)

১৮৯| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩১

উদাসী স্বপ্ন বলেছেন: একি একদিনের ইফতারী নাকি ৩০ রোজার ইফতারী?

কেমনে কি? খাবার দেইখা তো আমার এখনোই মাথা ঘুরাইতেছে!

কেমনে কি?

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: ভাইয়া একদিনের না। এইবার প্লান করেছিলাম ৩০ দিনে কালারফুল ইফতারী বানানো হবে। আর তাই রোজ রোজ ছবি তুলেছিলাম। :P



১৯০| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

উদাসী স্বপ্ন বলেছেন: তাই তো বলি, ১ দিনে এতো ইফতারী বানানো জুলুম। নিশ্চয়ই ভাইজানের এইবারের রোজাগুলান অসাম গেছে!

হিংসা হইতেছে ম্যান!

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: হা হা হা

ভাইয়া ভাইজান ভুইজান লাগে নাকি!!!!!!!!!!! আমি তো একাই একশো!!!!!!!

১৯১| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫২

উদাসী স্বপ্ন বলেছেন: আসলে দেশের খাওনের যেই মজা, বাইরে যতকিছু করি যেমনেই বানাই সেই মজা নাই। এমনকি এইখানে অনেক পরিবারে অনেক আন্টি আপুদের রান্না খাইছি কিন্তু কারোটাতেই সেই স্বাদ নাই। দেশে পানি মশল্লায় এমন কিছু আছে যা এই দেশে নাই মনে হয়!

২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:০২

শায়মা বলেছেন: একদম সত্যি। ইভেন ইন্ডিয়ার খানাও আমার নিজের দেশের মত মনে হয় না। ঠিকই বলেছো এ দেশের মাটি এ দেশের জল, এ দেশে বায়ু, এদেশের ফল সবই ধন্য করেছে আমাদেরকে। এমন আর কোথাও নেই।

১৯২| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

ওসেল মাহমুদ বলেছেন: উফ ! চমতকার সব রেসিপি ! জিভে জল !

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪

শায়মা বলেছেন: আবার রোজা এসে যাচ্ছে ভাইয়া!:)

নিউ রেসিপি এক্সপেরিমেন্ট চলিবেক!:) :)

১৯৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ১:৫২

অশ্রুকারিগর বলেছেন: ইহা আমি কি দেখিলাম ! ইয়া খোদা ! কেম্নে পারেন ! :-*

আপ্নে মানুষ না মাস্টারশেফ ????

৩৭ টা ছবিতে ড্রিংক বাদে যা আছে তা দেখে মনে হল না আপনি রমজানের ৩০ দিন কোন ইফতার রিপিট করছেন ! কেম্নে সম্ভব !

এই বছর নিশ্চয়ই নতুন কিছু নিয়ে আসবেন ?

আচ্ছা, আপনার এই জিরাপানি কি RC Cola-র নতুন প্রোডাক্ট জিরাপানির মত ? খাইনি অবশ্য .....

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:০৮

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়ু!!!!!

সে ছিলো এক মজাদার কালারফুল ইফতারী প্রজেক্ট। এই বছরে ছুটি নাই! তাই বলে কি একদম থামা যায় বলো ভাইয়া।:)

তাই দুপুরে ফিরেও এই তিনদিনে বানিয়েছি অং বং কিছু মিছু!:)


নতুন যা কিছুর ইচ্ছা ছিলো তাতে কালকে ফেইল করায় আপাতত বাদ দিয়েছি!


আই ডোন্ট লাইক ফেইল করা!:(


যাই হোক তোমার জন্য ছবি নিয়ে আসবো কিছুদিন যাক।

আমার জিরাপানি নিশ্চয় আরসি কোলা থেকে অনেক ভালো হবে! হবেই!!!!!!!!:)

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:১৮

শায়মা বলেছেন:

এই নাও এইবার ফুড টেরারিয়াম ভাইয়া! হাহাহাহাহাহা :P

০৯ ই জুন, ২০১৬ রাত ৮:২২

শায়মা বলেছেন:


নতুবা আজকের বানানো হোম মেড বার্গার।

১৯৪| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:১২

অশ্রুকারিগর বলেছেন: আহেম ! টেরারিয়াম খেয়ে ফেললেন কেনু ! :(

১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৩

শায়মা বলেছেন: টেরারিয়াম নিয়ে এতই মেতে আছি যে যেখানে যাই সেখানেই দেখি টেরারিয়াম! আর তাই একটু খেয়েও দেখলাম। তবে খেয়ে দেয়ে এই প্রজেক্ট শেষ করতে যাচ্ছি। আমি এখন নিউ প্রজেক্টে আছি।

১। মাই লিটল ফেইরী গার্ডেন ইন ফেইরী ল্যান্ড :)
২। পেন্সিল স্কেচ একদম সত্যিকারের আর্টিস্টদের মত:) :)
৩। নানা দেশীয় ইফতার এক্সপেরিমেন্ট....:) :) :)
৪। শপিং এ্যান্ড শপিং:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)
৫। রেকর্ডিনং চিলড্রেন স্টোরি টেলিং প্রজেক্ট ইত্যাদি ও ইতাদি....:):) :) :)

১৯৫| ২০ শে জুন, ২০১৬ রাত ১১:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: সুপার্ব।

২৯ শে জুন, ২০১৬ রাত ১:৪২

শায়মা বলেছেন: স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

:(


তোমার নাম গোফরান নাকি!!!!!!!!!!!!!!

১৯৬| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যা

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:১২

শায়মা বলেছেন: তোমার কি গোঁফ আছে নাকি!!!!!!

গোফরান নাম শুনলে আমার এমনই মনে হয়।

১৯৭| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: ছবি দেখেই তো বুঝার কথা।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:৩০

শায়মা বলেছেন: গোফ ছাড়া গোফরান.....:)

১৯৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫

অমিত২১২২২৩ বলেছেন: এই দেশে বেল্ট কবে এসেছে নিশ্চিত করে বলা মুশকিল। আশির দশকে যখন দেশি ডিজাইনাররা ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেন, তখনো স্টাইলিশ বেল্টের ব্যবহার চোখে পড়তো না বললেই চলে। নব্বইয়ের দশকে যখন পাশ্চাত্যের এলিমেন্টগুলো প্রভাব ফেলা শুরু করে
BEST FASHION

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: বেল্ট দিয়ে আমার কি!!!!!!


পাগল হলে নাকি!!!!!!!!

সনো বেল্ট হলে তবুও বুঝতাম !!!!! :-<

১৯৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আহা!
একসময় এ ধরনের স্পাইসি খাবার সমূহ অধিক পছন্দের ছিল।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: আমারও এখনও আছে!!

:) :) :)


এখন কি ছবিটার মত বাউল হয়ে সব খানাপিনা ছেড়ে দিয়েছো নাকি ভাইয়া!!! B:-)

২০০| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হা হা হা..............!
বাউল হবার মত যোগ্য ও সাধক আমি নই, হলে ধন্য হতাম।
তবে, সময় ও পরিস্থিতি অনেক কিছুই মেনে নিতে বাধ্য করে।

ধন্যবাদ ও শুভকামনা আপামনি।।

২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: ওহ তাই বলো!!


এই জন্যই বলি যতখন শ্বাস, ততক্ষন আশ...... খাওয়া নিয়ে নো ডায়েটিং মায়েটিং.....শেষে দেখা যাবে ডক্টর বলে দিলো একদিন ইহা খাওয়া যাইবেক না, উহা খাওয়া যাইবেক না!!!!!!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.