নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
ঈদ চলে গেলো প্রায় এক সপ্তাহ হতে চললো কিন্তু এবারে আমার ঈদসংখ্যাটা প্রকাশ করতে একটু দেরী হয়ে গেলো । দেরীর কারণটা অবশ্য আর কিছুই না আমার এবারের ঈদ এত এত খানাপিনা, সাজুগুজু, ঘুরাঘুরি আর অতিথি আপ্যায়ন আর তাদের বাড়িতে দাওয়াৎ খেতে খেতে কেটেছে যে আমার এবারের সামু ঈদসংখ্যা প্রকাশের সময়ই ছিলোনা।
অনেকেই বলে, আগের দিন আর নাইরে ভাই। সেই ছোটকালে ঈদ ছিলো ঈদের মত্, এখন আর ঈদ আগের মত ভালো লাগেনা। দূর একটা দিন ঘুমিয়েই কাটিয়ে দেই বা এমন কিছু। অনেকেই আবার এই একটা দিনকে নিয়ে এত আদিখ্যেতার মানেই খুঁজে পায়না আবার অনেকেই ভাবে ঈদ মানেই ছোট বাচ্চাদের আনন্দ। আমি এটা একদম মানতে রাজী না আমার কাছে ঈদ এখনও সেই ছোট্ট বেলায় মা আমাকে হারিয়ে যাবার ভয়ে পায়ে নুপুর পরাতো সেই বেলাটা থেকে এই এতটা বয়সবেলা পর্যন্ত মনে হয় একই রকম আনন্দময় আর সুন্দর।
সেই ছোট্টবেলার ঈদে মানে ঈদ শুরুর সেই একমাস আগ থেকেই প্রথম রোজা থেকেই ফেরদৌসী খালামনির এসো গান শিখি অনুষ্ঠানের গান, তিরিশ দিনে রোজার শেষে ঈদ হবেরে ভাই, এখন থেকে খুশীতে মোর ঘুম আসেনা তাই, ঈদ হবে রে ভাই সেখান থেকেই শুরু হত আমার ঈদের আনন্দ। আমি খুব মন দিয়ে যেমনি গানটা শিখে ফেলতাম তেমনি গানের কথাগুলোর মতই মন দিয়ে ফিল করার চেষ্টা করতাম ঈদের আনন্দটা। এখনকার দিনে কোনো বাচ্চা সেটা করে কিনা আমার জানা নেই। মনে হয় করেনা।
সে যাইহোক, আমার ছোটবেলায় আমি খুবই দয়ালু এবং বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য বা তাদের শিশুদের জন্য তাদের কষ্টটা একদম বুকের ভেতরেই ফিল করতাম। ঠিক এই কষ্টটা আমি ফিল করতে শিখেছিলাম যখন, তখন শুনেছিলাম কাজী নজরুলের সেই অসাধারণ ঈদের গানটা, নাই হলো মা বসন ভুষন এই ঈদে আমার, আল্লাহ আমার মাথার মুকুট রাসুল গলার হার। আধ্যাত্নিক ব্যাপার স্যাপারগুলো তেমন তখনও বুঝতাম না তবে এই গানের মাঝে সবচেয়ে যে কষ্টের দৃশ্য আমার চোখে ফুটে উঠতো একজন গরীব বাচ্চা, ঠিক আমারই মতন বয়সী বাচ্চা এই ঈদে বুঝি একটা নতুন জামা পায়নি। এই ব্যাপারটা আমাকে খুব কষ্ট দিত।
আমার ছোটবেলায় শুনেছিলাম, ২৭শে রোজায় মেহেদী লাগালে নাকি অনেক সওয়াব হয় তাই সেদিনই মেহেদী লাগানোর নিয়ম। তখন এক একটা পাড়া আর ছেলেমেয়েরা এত আপন ছিলো । বড় আপুরা ছোটদেরকে নিজের ইচ্ছায় যত্ন করে কাঁঠি দিয়ে মেহেদী লাগিয়ে দিত নানা রকম নক্সায়। মেহেদী লাগানো হত ২৭ রোজার বিকেলে কারো বাড়ির খোলা ছাঁদে আর তারপর মাত্র দুদিন কি তিনদিনের অপেক্ষা। এর পর চাঁদ দেখা। তারপর বাজীর আওয়াজ, তারাবাজী, আতশবাজী আকাশে আকাশে আলোর ঝরণা। সে এক মজার ভুবন। এখনকার পুরান ঢাকার বাচ্চারা ছাড়া এইসব আনন্দের দেখা আর কেউ পায় কিনা জানা নেই আমার।
যাইহোক, একটু বড় হবার পর শুরু হলো সাজুগুজু নিয়ে চিন্তা, ঘরবাড়ি সাজানো বা সুন্দর থালাবাটিতে করে ঈদের দিনে খানাপিনা পরিবেশ। এ অভ্যাসটা আমি পেয়েছিলাম আমার প্রচন্ড সৌন্দর্যবিলাসী মায়ের থেকেই। সেই অভ্যাসটা এখনও আছে এবং ঈদ আনন্দের সাথে মিশে আছে সে ভালোলাগাটাও। সেই মেহেদী আজও দেই আমি। মেহেদী ছাড়া ঈদ হয়না তবে মিস করি সেই ছাঁদ আর তাতে পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে মেহেদী দেই আর ঈদের আনন্দ নেই সেইরকম ব্যাপারটা আর কি?
আর ঈদে কি পরবো না পরবো , কি রান্না হবে, ঘর বাড়ি কেমনে সাজানো হবে সবই এখন নিজের মাথায় ঘুরে। আমার আজও ঈদ মানেই আনন্দ এবং স্পেশাল আনন্দ, যেটা আসলেও হারিয়ে যায়নি আমার ছেলেবেলার সাথে সাথে।
যাইহোক এবারে বলি আমার ঈদসংখ্যা -২০১৫ এর কথা-
ঈদের সকাল শুরু হলো আলার্ম শুনে ঠিক ৬ টায়। ঘুম ভেঙ্গে জানালার পর্দা খুলে ঈদের সকালটা দেখলাম। তারপর কি কি নাস্তা খানাপিনা হবে সেটার একটু ব্যাবস্তা করা হলো-
এবারের ঈদের স্পেশাল আইটেম ছিলো - প্রন শাসলিক-
এটা যে এত্ত সুন্দর দেখতে হবে আর খেতে আরও আরও মজা তা স্বপ্নেও ভাবিনি আগে
মোগলাই মোরগ
বানানো হয়েছে সিদ্দিকা কবির (আমার এক রকম নানুর) রেসিপি বুক থেকে
এটা বিফ মুঠি কাবাব-
ইন্টারনেট রেসিপি
মগজের কারিকুরি
এটা আমার মাইক্রো কুকিং টিচার দীপা আমিনের কাছে শেখা রেসিপি ফাইল থেকে নেওয়া
এটা চিকেন স্ট্রিপস
আমার এফ এফ সি খেয়ে খেয়ে বুঝে ফেলা রেসিপি
এটা গরুর মাংস
এটার রেসিপি আমি জন্ম থেকেই জানি
এটা পোলাও
এটা ছানা
আমাদের আনোয়ারার রেসিপি
এটা জর্দা-
রীতা মুজিব রেসিপি- যখন আমি কুকিং কোর্স করিয়াছিলাম সেই ফাইল হইতে
এটা হালিম ও ফিরনী
আমাদের পাশের বাসা দিয়েছে - রেসিপি তারাই জানেন বা রাঁধুনী হালিম মিক্স রেসিপি
খানাপিনা শেষ হলো এইবার সাজুগুজু-
ঈদের দিনে সাজুগুজুর পর আমার প্রিয় ঈদের শাড়ি
ঈদের পরদিন দাওয়াৎ খেতে গিয়ে তুললাম তাদের খানাপিনা ছবিসসস
চিংড়িমাছের ভাজাভুজা
রোস্ট
সালাদ
সব্জী
গরুর মাংস আর পোলাও এর ছবি আর দিলাম না।
পরদিন এক কাজিন এলো তার পিচ্চিকে নিয়ে
তখন তো কিছুই ছিলোনা তার জন্য ভাজা হলো রুপচাঁদা আর পোলাও । সাথে অবশ্য সালাদ, ফিরনী সেসবও ছিলো।
এইবার আমি একটা গিফট জামা পরে বেড়াতে যাই মামাবাড়ি
পরেরদিন যমুনা সিনেপ্লেক্স- টারমিনেটর দর্শন
এই আপাতত আমার ঈদসংখ্যা ২০১৫ কাহিনী-
প্রতি বছর নতুন দিন আসে, আসে আমাদের জীবনের নতুন ভালোলাগা, আনন্দ ব্যাথা বা বেদনার ইতিহাস। মানুষের জীবনের প্রতিদিনের ইতিহাস লিখে রাখা হয়না কোনো ইতিহাস বই এ। সে সব জমে থাকে শুধুই বুকের গভীরে। জমতে জমতে একদিন হয় স্মৃতির পাহাড়। স্মৃতির পাহাড়ে একের পর এক স্মৃতি চাপা পড়ে পুরোনো স্মৃতিগুলি ঔজ্বল্য হারায় তাদের নাম হয় তখন বিস্মৃতি। স্মৃতি বিস্মৃতির অন্তরালে একটা সময় কত স্মৃতিই হারিয়েও যায়। তো এই ব্লগগুলো মানে আমার এসব আবল তাবল কথার ঝাঁপি পোস্টগুলোও আমার তেমনি স্মৃতির পাতা। আমার জীবনের ইতিহাস বই এর একটা পাতা।
সে যাই হোক এবারের ঈদ নিয়ে কতগুলো ঘটনা না বললেই না।এবারের ঈদের কিছু মজার স্মৃতি যা না বললে ঈদ-২০১৫ স্মৃতিচারণ সম্পূর্ণ হবেনা।
ঘটনা-১
ঈদের সকালের খানাপিনা সেরে সাজুগুজু করতে বসলাম। মুখে ফেস পাউডারের পাফ বুলাতেই মনে পড়লো শতদ্রু শত্রু ভাইয়াটার কথা। আমি নাকি মুখে দুই স্তর বেসন লাগায় বসে থাকি। তাও আবার শুধু বসেই থাকা না ঈদের দুইদিন আগে থেকেই নাকি বসে থাকি!!!!!!!!!! এটা ভেবে আমার হাত থেমে গেলো। তারপর ভাবলাম নো পাত্তা শতদ্রু শত্রুভাইয়ার কাজ শত্রু করেছে বলেছে বেসনের কথা হিংসা করে তাই বলে কি সেটা ভেবে আমার সাজুগুজু বন্ধ করা যায়!!!!!!!!!!!! কাভি নেহি!!!!!!!!!!!!!! আাবার মনের আনন্দে, ফেস পাউডার, ব্লাসন, আই লাইনার, লিপিত্তিক কিছুই বাদ না রেখে মনের আনন্দে সাজুগুজু করে ফেললাম।
ঘটনা-২
এরপর বলি খানাপিনার গল্প। এই সারামাস রোজা রেখেও আমার এত্ত এত্ত খিধা যে কই থেকে আসলো আল্লাহ জানে। যা খাই তাই মজা লাগে। তখন মনে পড়লো জেন রসি ভাইয়া আর শত্রুভাইয়া আমাকে না দেখেও কেমনে বুঝলো আমি ...........
ঘটনা-৩
এরপর সবচেয়ে অবাক কান্ড। সিনেমা দেখতে বসেছি। প্রথম ৩/৪ মিনিটস থ্রি ডি চশমা চোখে কিছুক্ষন অবাক হয়ে রইলাম। কিন্তু একটু পরেই মনে হলো হায় হায় চারিদিক অন্ধকার ঘুটঘুটে। বাইরের আলো বাতাস কিচ্ছু ঢুকছে না। হায় হায় হায় আমার তো নিশ্বাস বন্ধ হয়েই যাবে। আম্মা!!!!!!!!!!!! আর একটু হলে এটা ভেবে আমি হার্ট এ্যাটাক করতাম। চোখ থেকে চশমা খুলে এদিক ওদিক উশখুশ শুরু হলো আমার। তারপর অনেক দোয়া দরুদ পড়ে নিজের মান সন্মান লজ্জা শরম নিয়ে কষ্ট করে বসে থাকলাম চোখ বুজে মিঃ বিনের মত। উফ!!!!!!!!!!!! রিকি আপু যে কেমনে এত সিনেমা দেখে বুঝিনা।
যাইহোক ঈদ কাটলো এভাবে .......হাসি, আনন্দ, খানাপিনা, সাজুগুজু, বেড়াবেড়ি, ঘুরাঘুরি আর শেষে একটুখানি ভয়ে ভয়ে........
আমার এবারের ঈদসংখ্যা ২০১৫ উৎসর্গ করছি আমার অনেক অনেক প্রিয় চারজন, শতদ্রু নদী শত্রুভাইয়া, জেন রসি শত্রুর দোসরভাইয়া,, দর্পন আতেল কবিভাইয়া লুকাই লুকাই শত্রুর দলে যোগ দেওয়া ভাইয়া আর শত্রুদের সাথে আঁতাতকারী রিকি আপুনিকে।
আরও দুজন প্রিয় মানুষ ইপ্ষিমনি আর উর্বি আপুনির জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা।
সবাই কে আবারও বাসী ঈদ মুবারাক!!!!!!!!!!
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৩৬
শায়মা বলেছেন: ঐটার প্রেতাত্মা!!!!!!!!!!!! সামুতে মেইল করে করে আমি নিজেই মেইল হেয় গেছি মুছে যাওয়া পোস্ট ফিরিয়ে দেবার জন্য। শেষে প্রেতাত্মা ধরে আনলাম!!!!!!!! ব্ল্যাকমাজিক করে করে।
২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৩৯
উর্বি বলেছেন: খিদা লাগে তো! যাই ফ্রিজ খুলে দেখি কি আছে
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৪২
শায়মা বলেছেন: উর্বিমনি তোমার ঈদের শাড়ি, জামা, লেহেঙ্গা সব দেখাও।
৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৩
জেন রসি বলেছেন: ব্ল্যাকমাজিক!!!!!
এ দেখি পরী খালা থেকে ডাইনি খালার দিকে বিবর্তিত হইতেছে!!!!!!!
ব্ল্যাকমাজিক!!!!!
এ দেখি পরী খালা থেকে ডাইনি খালার দিকে বিবর্তিত হইতেছে!!!!!!!
এইটা চিনেন?????
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৭
শায়মা বলেছেন: ও মাই গড!!!!!!!!!!
আই লাইক দ্যা ডল এ্যান্ড দ্যা পিন পিন আলপিন। একদম চোখ থেকে শুরু করে হৃদপিন্ড পর্যন্ত ফুটা হয়ে যাক!!!!!!!!!!!!!!!!!!!!!
৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৪
উর্বি বলেছেন: এইটা তো voodoo doll , তাই না!
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৫০
শায়মা বলেছেন: হুমমমমমমমমম!!!!!!!
তুমি চেনো কেমনে!!!!!!!!!!!!!!
এইটার দিকে তাকায়না সোনামনি উর্বি!!!!!!!!
৫| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৫
উর্বি বলেছেন: আমি সালোয়ার কামিজ ই বেশি পড়ি । ওয়েট......... দেখাই
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৫২
শায়মা বলেছেন: ওকে ওকে দেখাও!!!!!!!
৬| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৩
রিকি বলেছেন: আগের পোস্ট আত্মহত্যা করে প্রেতাত্মা হল শেষ পর্যন্ত....আগের কমেন্টগুলোকেও তাহলে প্ল্যানচেট করে ফিরিয়ে আনেন ! উর্বি আপুর...নতুন প্রো পিক টা কিন্তু জোশ হয়েছে...একেবারে কুললল ম্যান...ইয়ো
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৬
শায়মা বলেছেন: আগের কমেন্টগুলো আর ফেরানো যাবেনা আপুনি!!!!!!!!!!!!!!!
ভুডু ডল বা ব্ল্যাক ম্যাজিকে পোস্ট ফেরানো যায় কিন্তু কমেন্ট আর ফিরে আসেনা। অভিমানী প্রেমের মত!!!!!!!! আহা আহা!!!!!!!
৭| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৭
শতদ্রু একটি নদী... বলেছেন:
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:০০
শায়মা বলেছেন: গুড গুড গুড !!!!!!!!!!!! থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!! সেই সেই গয়না পিকগুলি কষ্ট করে ফিরিয়ে আনার জন্য!!!!!!!!!
গুড বালিকা বয় আর আম্মুর লক্ষী ছেলে আমাদের শতদ্রুভাইয়া!!!!!!!!!!!!!!
লাভ ইউ সো মাচ ভাইয়ামনি!!!!!!!!!!!!!
সেদিন এই ছবি গুলিও পোস্টের সাথে মুছে যাওয়ায় অনেক অনেক দুঃখ পেয়েছি তো!!!!!!!!!!
৮| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৯
শতদ্রু একটি নদী... বলেছেন: বালিকা ঈদ গিফট ১ ও আম্মু ১
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:০১
শায়মা বলেছেন: জানি তো!!!!!!!!!!!!
আমার মেমোরী খুবই ভালো আই ডোন্ট ফরগেট আনিথিং ভাইয়ু!!!!!!!!!!!
প্রথমটা বালিকার জন্য আর দ্বিতীয়টা আম্মুর জানি জানি জানি!!!!!!!!!
৯| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:০১
শতদ্রু একটি নদী... বলেছেন:
বালিকা ঈদ গিফট ২ ও ৩
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:০৩
শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহা
গুড গুড গুড!!!!!!!!!!
লেহেঙ্গা দেখাতে চেয়েছিলে ঐ যে আমরা যেন হিংসা না করি!!!!!!!!!!
১০| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:০২
সরষে ফুল বলেছেন: খাবার দেখে জিহবা আমার লকলক করছে
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:০৪
শায়মা বলেছেন: সরষে ভাইয়া তুমি তরমুজে ঢুকলে কেমনে?????? এটা কি তোমার ঈদের জামা??? মানে তরমুজ মার্কা ঈদের জামাটাও খুব সুন্দর হয়েছে ভাইয়ামনি!!!!!!!!!!!
১১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:১২
দর্পণ বলেছেন: হুম গুড। কষ্ট করে আবার লিখেছো। তোমার ধৈর্য্যের প্রশংসা করতে হয়।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:১৪
শায়মা বলেছেন: তোমার ধৈর্য্যের কাছে আমি কিত্তু না!!!!!!!!!!!!
১২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:১৭
দর্পণ বলেছেন: হুম আমার অনেক ধৈর্য্য।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:১৯
শায়মা বলেছেন:
১৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:১৯
রিকি বলেছেন: @শতদ্রু ভাই: সেদিন আমরা এগুলো অবলোকন করে ফেলেছি....কমেন্ট দিতে গিয়ে বালিকার খালা শাশুড়ীর পোস্ট ভ্যানিস...আজকে সেই পরিপ্রেক্ষিতে তাই বালিকা আপনাকে কি দিয়েছে তার ছবি দিতে হবে...(N.B: আপনাকে ব্লগ জীবনে ফার্স্ট টাইম সিরিয়াস মনে হয়েছে...ছোট বড় যে কোন অনুভূতি অনেক অনেক অমূল্য হয়...It's a great pleasure to be a shareholder of such a kind of valuable feeling ...আপনি উর্বি আপুর জন্য শেখ খুঁজে আনেন...আমরা আপনার বালিকার জন্য নামিবিয়া থেকে বাঁদী নিয়ে আসছি ) @দর্পণ ভাই: আরে এই খুশিতে শতদ্রু ভাইয়ের খালু ও এসে পড়েছে... ভাই কিছু বলেন আপুনি আপনাকে 50টা খাওয়ার সমৃদ্ধ পোস্ট উত্সর্গ করেছে...আপনার পেটের অনুভূতি কি?
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:২২
শায়মা বলেছেন: ইয়েস!!!!!!!!!!!!!!!!!!!!!
শুধু বালকই দিবেক!!!!!!!!!!!!!!!!!!!! তাইলে বালিকা কি দিবেন??????????? আমাদের জানতেই হবে রিকি আপুনি!!!!!!!!!
বালিকার আগমনে শতদ্রুভাইয়া বড়ই সুবোধ বালকের ভেক ধরিয়াছে তাই আমরা অবশ্য একটু দুস্কিত। অনতিবিলম্বে বালিকাকে ব্লগে আনা হৌক।
উর্বি আপুর জন্য শেখ আর বালিকার জন্য নসিমন। আর শতদ্রুভাইয়ার খালু কি বলবেন???????? খানা দিলাম আমি আর সে কি বলবেরে!!!!!!!!!!!!!!!!
১৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩০
শতদ্রু একটি নদী... বলেছেন:
এমন আরকি
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩১
শায়মা বলেছেন: বাহ বাহ ভালোই তো কিনতে পেরেছো???
আহারে আমার ভাইয়াটার সব টাকা পয়সা শেষ হয়ে গেলো!!!!!!!!! বালিকার গিফ্ট কবে দেখাবে ভাইয়ু????
১৫| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩২
উর্বি বলেছেন: মামনি দিসে
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৪
শায়মা বলেছেন: বাহ বাহ !!!!!!!!!!!!!
১৬| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৩
উর্বি বলেছেন:
বাবা দিসে
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৫
শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!!!!!!!!!!!!! অনেক সুন্দর আপুনি!!!!!!!!!! লাভ ইউ সো মাচ!!!!!!!
১৭| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৪
উর্বি বলেছেন: আমার চাচাতো বোন জীবনে প্রথম দিসেন আমারে গিফট
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৬
শায়মা বলেছেন: এইটাও তো খুবই সুন্দর!!!!!!!!
রিকি আপুনির শাড়ি দেখতে হবে!!!!!!!!!!! এইবার!!!!!!!!!!!!!!!
১৮| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৬
উর্বি বলেছেন:
এয়াত নানুমনি দিসেন
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৮
শায়মা বলেছেন: বাপরে!!!!!!!!!!
তুমি নিশ্চয় বাসার একমাত্র কন্যা!!!!!!!!!!!
১৯| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৮
শতদ্রু একটি নদী... বলেছেন: ক্যান রিকি ভাইয়া, আমি আমার সব পোস্ট কমেন্ট পুরাই সিরিয়াসলি শক্ত হইয়াই দেই। আর এইগুলা হইলো আনন্দ। আনন্দের প্রকাশ অন্যরকম হয়। আমারে যা দিছে ফুটু তোলার মত না। যন্ত্রপাতির মত। জামাকাপড় গোপনই থাকুক। এতো রাইতে কে বাইর করবে ফুটু তুলতে?
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৪২
শায়মা বলেছেন: বুঝছি তোমাকে রোবোট মার্কা জামা দিসে!!!!!!!! হায় হায় বালিকা কিছু শপিং জানেনা!!!! তুমি এত সুন্দর সুন্দর কিনলে আড় সে দিলো হাতুড়ী মার্কা!!!!!!!!!!!! বুঝেছি সে ঠিকই বুঝেছে তোমাকে হাতুড়ীর উপর মানে হাতুড়ীর ভেতর রাখতে হবে।
২০| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৪১
উর্বি বলেছেন: বাপ মায়ের একমাত্র দজ্জাল কইন্যা !
আর নানুবাড়িতে মেয়েদের মাঝে আমার অবস্থান প্রথম ।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৪৪
শায়মা বলেছেন: দেখলে তো!!!!!!!!!!
আমি ঠিকই ধরেছি!!!!!!!!!!!!!! তাইতো আল্লাদী আর রাগী রাগী আর একটু বোকাও আছো তুমি??? শুধু অকারনে কষ্ট পাও সবাই এত ভালোবাসে তবুও!!!!!!!!!!!!!
২১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৪২
উর্বি বলেছেন: @রিকি আপি আমার কাউকে চাই না
খুব শিক্ষা হইসে জীবনে
একটা বাচ্চা দত্তক নিব
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৪৬
শায়মা বলেছেন: ওলে!!!!!!!!!!!!!
তুমি তো নিজেই একটা বেবিআপুনি!!!!!!!!!!!!
শুনো রিকি আপুনি মনে হয় ঘুমাচ্ছে কাল আমরা তার শাড়ী দেখবো আর আমাদের রিকি দুলাভাইয়ার পাঞ্জাবী!!!!!!!!
২২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৪৬
শতদ্রু একটি নদী... বলেছেন: মাইয়াগুলারই ঈদ। আর উর্বির মত পিচ্চি সাইজের হইলে কথাই নাই। রিকি ভাইয়ার কি অবস্থা কে জানে। উনারে মনে হয় হ্যামারই গিফট করছে, নানা রং এর নানা ওজনের হ্যামার, সাথে কোদাল শাবল এইসব।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫১
শায়মা বলেছেন: হাহাহাহাহা
কোদাল মার্কা শাড়ি!!!!!!!!!!!!!!!!!!
বেশি কথা বলোনা রিকি আপুনি রোজ রান্না করে!!!!!!!!!!!!!!
২৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৪৭
উর্বি বলেছেন: এইগুলা বাবা গিফট দিসে । ঈদের আগে ইস্তানবুল আর জার্মানি গিয়েছিল তখন নিয়া আসছে
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫১
শায়মা বলেছেন: খুবই সুন্দর!!!!!!!!!!!!!!
২৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৪৯
উর্বি বলেছেন: @শায়মা আপি আমি একটা ইডিয়ট ছাড়া কিছুই না কেন যে মানুষরে সহজে বিশ্বাস করি ??
২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫৪
শায়মা বলেছেন: বিশ্বাস করবা ঠিক আছে বাট বিশ্বাস ভাঙ্গলে হাসবা!!!!!!!!!!!!!! এই তোরে বিশ্বাস করছিলাম!!!!!!!!!!!! ছি!!!!!!!!!!!!!!!!! বলে থুথু থু থু থু!!!!!!!!!!!!!
তারপর আনন্দে মেতে থাকবা!!!!!!!
এই বেপারে কালকে বক্তব্য দেবো তোমাকে। এখন ঘুমাতে যাই।
২৫| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫০
উর্বি বলেছেন: আমারে বাচ্চা বলসে কে??
গড়াই নদিতে ফেলায় দেব ধাক্কা মেরে হুউউউউউউম
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২১
শায়মা বলেছেন: আরে গড়াই নদী!!!!!!
তুমি কি কুষ্টিয়ার!!!!!
২৬| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫১
রিকি বলেছেন: @শতদ্রু ভাই: হ্যাঁ ভাই আপনি গাজী ভাই আর সাধু ভাইয়ের ক্ষেত্রে সিরিয়াস থাকেন...আর শায়মা আপুনির কলেরা হাসপাতাল নিয়ে! আপনারে বললাম কি...আনন্দ প্রকাশে বাড়ে, দুঃখ প্রকাশে কমে...তাহলে আপনার আনন্দে তো ভাগ বসাতে ছাড়ুম না তাইনা! @উর্বি আপু: গুড ডিসিশন...কিন্তু আইন প্যারা লাগাবে..!
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২৬
শায়মা বলেছেন: রিকিমনি নদীভাইয়ার বালিকা রান্না পারেনা তো তাই এত হিংসা! কলেরা হসপিটাল হসপিটাল করে!
যাই হোক ঈদের শাড়ি আর ভাইয়ার পাঞ্জাবী দেখাও শিঘরী! এই পোস্টের নিয়ম সবার ঈদের জামা দেখানো।
২৭| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫১
উর্বি বলেছেন: শায়মা আপু আর অন্যান্য আপুদের কাছে আমি আদুরে বাচ্চা এইটা ঠিক আছে
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৪
শায়মা বলেছেন: উর্বি তুমি আমাদের আদূরে বাচ্চাই। তাই যদি আর একদিন দুঃখ দুঃখ কথা শুনি!!!!!!!!!!!!!!!! মাইর দেবো!!!!!!!!!!!!!!!
এখন থেকে শুধু হাসিখুসী কাব্য ওকে??????????
গাছের পাতায় রোদের ঝিকি মিকি
আমায় চমকে দাও চমকে দাও .......
২৮| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫৪
শতদ্রু একটি নদী... বলেছেন: এইখানে একটা কমন পরছে উর্বি। ইস্তাম্বুল থেকে কেনা নিশ্চিত। লাকী চার্ম। সেম এই বস্তু আমার গাড়িতে ঝুলাইয়া রাখা আছে। ডানের নীচের হালকা নীল বেগুনি ওইটা। ইস্তাম্বুলে গেলে সবাই কেনে।
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৫
শায়মা বলেছেন: কই কই দেখি দেখি তুমি সত্যি বল্লে নাকি মিথ্যে!!!!!!!!!!!!!!!
২৯| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫৭
উর্বি বলেছেন: তাই? আসলেই কি লাকি?
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৬
শায়মা বলেছেন: তো কি!!!!!!!!!!!!!!!!!!
আবার বলছো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
দাঁড়াও আমি আসছি তোমার বাসায়!!!!!!!!!!!!!!!!!!
৩০| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫৮
জেন রসি বলেছেন: খাইছে আমারে......
এইখানে দেখি খালার ব্ল্যাক ম্যাজিকে সবাই সম্মোহিত হয়ে গেছে!!!
নদী ভাই, অনেক অনেক সুন্দর হয়েছে।
উর্বি আপু, পরী খালা কিন্তু ঠিক বলেছে। সবাই এত ভালোবাসে! তবুও এত মন খারাপ কেন???
রিকি আপু, আপনার আর দুলাভাইয়ের গিফট দেখান!!!
দর্পণ খালু, গোপন সুত্রে খবর পাইছি খালা নাকি ব্যাপক কিপটা!!!!
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৭
শায়মা বলেছেন: হা হা তুমি এখন সন্মোহিত হতে বাকী আছো........ যাও ঈদের পাঞ্জাবী নিয়ে আসো!!!!!!!!!!!!
রিকি আপুও দেখাবে আজকেই।
দর্পনভাইয়ুর খালা কই???????????
৩১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ২:৫৯
উর্বি বলেছেন:
মামনি দিসে
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৮
শায়মা বলেছেন: বাহ বাহ বাহ উর্বিমনি!!!!!!!!!!!!!!!!
৩২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: না মনে হয়, এইটা ঝুলাইয়াও তো এক্সিডেন্ট করছি।
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৯
শায়মা বলেছেন: এইটা আমাকে দিও তো আমি একখানে পাঠাইতে চাই। যেন ব্লাকম্যাজিক সফল হয়!!!!
৩৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:০০
উর্বি বলেছেন:
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৯
শায়মা বলেছেন: সবগুলা গয়না আসলেই ইয়াম ইয়াম!!!!!!!!
৩৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৩
উর্বি বলেছেন: @শতদ্রু একট নদী .।।
কন কি? আমারো ঝামেলা হইসিল এইবার গন্ডগোল একটা লাগসিল ছোটখাট । পরে মিইট্মাট হইলেও রেশ রয়ে গেসে । অথচ আমার হাতেই ছিল
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২০
শায়মা বলেছেন: তোমারটাও আমাকে দিও উর্বিমনি!!!!! দুইটা একসাথে পাঠাবো। ডাবল সাফল্য!
৩৫| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৪
উর্বি বলেছেন: @জেন রসি
কি করব? অভিমানী ইকটু বেশি তো
problem is here
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২১
শায়মা বলেছেন: অভিমান টান ছাড়ো!!!!!!!!!!!
৩৬| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৫
লেডি বার্ড বলেছেন: ঈদ মুবারাক।
ইয়ে মানে কইছিলাম কি এত্ত খানাপিনা, পোকার খিদা লাইগা গেলোত
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৪
শায়মা বলেছেন:
আপুনি তোমার জন্য স্পেশাল খানাপিনা!!!!
৩৭| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪০
উর্বি বলেছেন: এটা এইবার নানুমণি দিসে। পাত্র দেখা হচ্ছিল তো। বাইচান্স যদি শুভকাজ হয়ে যায় তাই আগেই বানায়ে রাখসে। কিন্তু মহা গৌরবে সেই কাজে পানি ঢাইলা আমি রাজশাহী থেকে চইলা আসলাম
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৭
শায়মা বলেছেন: বাহ বাহ !!!!! শিঘরী বউ সাজা ছবি দেখবো ইনশাল্লাহ!!!!!!! কিন্তু তুমিও রাজশাহী???????????? রিকি আপুনি তো তোমাদের আত্মীয় মনে হচ্ছে এখন আমার। রাজশাহীর কোথায় থাকো? প্রফেসরপাড়া, সাহেব বাজার, উপশহর, মহিশ বাথান, মিশন হসপিটালের আশে পাশে, পদ্মার পাড়ে নাকি হরিয়ানায় নাকি ......... ........... ......... কোথায় বলো বলো বলো!!!!!!!!!!!
৩৮| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪৭
আমি ভাল আছি বলেছেন: মজার
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৮
শায়মা বলেছেন: ভাত ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!
কত্তদিন পরে তোমাকে দেখলাম!!!!!!!!!!!
কেমন আছো??????
কোথায় আছো?????????
৩৯| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪৯
উর্বি বলেছেন:
টিকলি দিসে ছোট খালামনি
কাজল দিসে সেজ খালামনি
আর বড় খালামনি দিসে বিশাল সালামী...
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৯
শায়মা বলেছেন: বাপরে !!!!!!!!!!!!! বাপরে!!!!!!!!!!!!!!!
আমি তোমাদের বাসায় দাওয়াৎ চাই!!!!!!!!!!!!
৪০| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫৬
Mir_Harun বলেছেন: আপনি তো অনেক সুন্দর?ভাত ভাইয়া মানে তারেক চিটাগাং ও এসে গেছে দেখি?পুরান রিক্রুট।দেখে ভালো লাগছে পুরান আর নতুন রিক্রুটের সমাহার।
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩০
শায়মা বলেছেন: ভাত ভাইয়া এসে গেছে তো তোমার কি?
আর তুমিও তো নতুন রিক্রুট মনে হচ্ছে যদিও পুরান বোতলে নতুন পঁচা আঁচার আমি ভালোই চিনি। যাই হোক ডোন্ট লাইক ইওর কমেন্ট!!!!!!!
৪১| ২৬ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৩৩
তন্ময়০১৩ বলেছেন: আপু কেমন আছো ? মিস ইউ সো মাচ।
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩
শায়মা বলেছেন: ভালো আছি!!!!!!!!!!
কেমন আছো ভাইয়া????????
তোমাদের বিয়ের দাওয়াৎ দিতে ভুলোনা কিন্তু!!!!!!!!!!!
লাভ ইউ সো মাচ!!!!!!!!!!!!!!
৪২| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
অনেক আয়োজন, ভালো
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৩
শায়মা বলেছেন: ভাইয়া থ্যাংক ইউ!!!!!!!!!!!!
অনেক অনেক ভালো থেকো!!!!!!!!!!
৪৩| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৫৬
লেখোয়াড়. বলেছেন:
যত কান্ড এখানেই।
চলুক।
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৪
শায়মা বলেছেন: এখানে সবার ঈদের জামা দেখানোর নিয়ম ভাইয়া। তোমার পাঞ্জাবী নিয়ে আসো!!!!!!!!!
৪৪| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১৬
ঢাকাবাসী বলেছেন: বিশাল আর চমৎকার ব্যাপার স্যাপার!
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫
শায়মা বলেছেন: ভাইয়া থ্যাংকস আ লট!!!!!!!!!!!
তোমার ঈদের জামা কই?????
৪৫| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩৩
***মহারাজ*** বলেছেন: এত খনাপিনা দেখলেই খাইতে মুন চায় ।
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!!
তুমি তো মহারাজ।
তোমার জন্য তাই মোগলাই মোরগটা!!!!!!!!!!
৪৬| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩২
কসমিক- ট্রাভেলার বলেছেন: ঈদ মোবারক
ঈদের পর আজ প্রথম ব্লগে আসলাম
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৬
শায়মা বলেছেন: ঈদ মোবারক ভাইয়া!!!!!!!!!!
এইবার ঈদের পাঞ্জাবীটা আমাদেরকে দেখাও!!!!!!!
৪৭| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৮
নীল-দর্পণ বলেছেন: আমি এখনো গ্রামে গিয়ে চাঁদ রাতে তারাবাতি না জ্বালালে আমার ঈদই লাগেনা। এইবার পিচ্চি দুই বোন কে মেহেদী দিয়েছি, তারাবাতি জ্বালিয়েছি, পিচ্চি ভাগনে, ভাইয়ারা বাজি ফুটিয়েছে আর আমি পাশে থেকে খুবই মজা করেছি
তোমার চেকের শাড়ীটা কোথা থেকে নিয়েছোগো আপু। ভীষণ সুন্দর। সুতী?
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩৯
শায়মা বলেছেন: আমার খুব ইচ্ছা করে কোথায় ঈদ করতে যেতে দাদুবাড়ি, নানুবাড়ি কিন্তু.......
নীলুমনি চেকের শাড়িটা সুতী না সিল্কিস বিলকিস......
এটা বসুন্ধরা সিটির শাড়ি সেন্টার থেকে। শাড়ির নাম নাকি কাঠঠি কাতান !!!!!!!!! হাহাহাহাহাহাহাহা বানাইসেন আর কি উনারা।
যাইহোক কমলা রঙ ছিলো আরেকটা আরও আরও সুন্দর। কিন্তু এই রঙকেই আমার আরও আরও সুন্দর মনে হলো তখন!
যাইহোক অনেক অনেক ভালো থাকো নীলমনি!!!!!!!
লাভ ইউ সো মাচ!!!!!!!!!
৪৮| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ফেসবুকে শেয়ার দেখে ব্লগে এসে দেখি শায়মাপুর পোস্ট নেই। হতাশ হয়ে ফিরে গেসিলাম।
আজ আবার নতুন করে পোস্ট পেলাম। পোস্টটি দিতে দুসরা কস্ট করতে হল আপনার।
যাই হোক পোস্টে আয়োজন ব্যাপক হইছে।
২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫০
শায়মা বলেছেন: কি আর করবো ভাইয়া। হঠাৎ একটা পাগলের ছবি রিপোর্ট করতে গিয়ে তাড়াহুড়া করে নিজের পোস্টই মুছে ফেলেছিলাম!!!!!!!!!
তারপর সামুতে কত মেইল করলাম!!!!!!!!!! সবাই ঈদের ছুটি ছেড়ে মনে হয় অফিসেই ফিরেনি!!!!!!!!!! তাই আবার কষ্ট করতে হলো!!!!!!!!!!!
যাইহোক ভাইয়া তোমার ঈদের পাঞ্জাবী দেখাও। আর ভাবিজীর শাড়ি।
আর সকালবেলা নীলমনি আমার মন খারাপ করে দিয়েছে একটা গানা মনে পড়িয়ে!!!!!!!!!
https://www.youtube.com/watch?v=GJU1C7DiAvk
৪৯| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৩
সুমন কর বলেছেন: লেখা, ছবি সব এক।
আপনি কষ্ট করে আবার দিয়েছেন, বলে খুশি হলাম।
ভালো থাকুন।
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩১
শায়মা বলেছেন: হুম আগেরটা মুছে ফেলেছিলাম তো এক বেক্কলের দেওয়া ছবি রেপোরট করতে গিয়ে নিজের পোস্টই গায়েব করে দিয়েছিলাম
৫০| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮
আবু শাকিল বলেছেন: এহ
আমার মহা মুল্যবান কমেন্টস গুলা হারিয়ে গেল কেম্নে ?
"চাই না আপ্নের,খাবার দাবার,শাড়ী গয়না,
কমেন্টস ফিরাইয়া দ্যান"।
-
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেনো আমার, হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে.. :'( :'(
view this link
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০০
শায়মা বলেছেন:
স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সেই মুছে যাওয়া পোস্টের সাথে সবার কমেন্টগুলিও হারিয়ে গেছে!!!!!!!!!!!!!!!
তাই এগেইন এ্যান্ড এগেইন স্যরি ভাইয়ু!!!!!!!!!!!!
৫১| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৬
আবু শাকিল বলেছেন:
আপপু !
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২২
শায়মা বলেছেন: কিপ্পু ভাইয়া????????????????????
৫২| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৯
যুগল শব্দ বলেছেন:
যেখানে ঘর বাঁধবো আমি আসে আসুক বাণ,
তুমি যদি ভাসাও মোরে চাইনে পরিত্রাণ...
দারুন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৮
শায়মা বলেছেন: হার মেনেছি মিটেছে ভয়
তোমার জয় তো আমারই জয় !!!!!!!!!!!!!
এটা আরও দারুন!!!!!!!!!!
কাউকে সত্যিকারের ভালোবাসলে তার কাছে হার মানাও যেমন খুব সহজ তেমনি তার জয়ই আমার জয়!!!!!!!
৫৩| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩১
ইমিনা বলেছেন: আপু, খাবারের ছবি দেখবো না। দেখলেই যখন তখন খেতে ইচ্ছা করবে :/
...
...
...
অফটপিক: একটা ছবিতেও কি ভুল করে শায়মা আপুর মুখটা দেখা যেতে পারে না
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪০
শায়মা বলেছেন: খেয়ে ফেলো খেয়ে ফেলো!!!!!!!!!!!!!! কিনতু ইমিনামনি তুমি কোথায় হারিয়ে গেছো????????
আর অফটপিক পড়ে হাসছি!!!!!!!!!!!!!!!!!!
৫৪| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর সব ছবি, আনন্দময় ঈদ... বাহ, খুব ভাল।
ভালো থাকুন সবসময়, শুভকামনা।
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪১
শায়মা বলেছেন: আমার ঈদ আসলেই আণন্দে কেটেছে ভাইয়ু!!!!!!!!!!
তোমার ঈদের পাঞ্জাবী কই?????????
৫৫| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪
কাবিল বলেছেন: বিশাল আয়োজন। সব উন্নত মানের খাবার।
ভাল লাগল।
২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৫
শায়মা বলেছেন: কাবিলভাইয়া!!!!!!!!!!!!!!
কোথায় ছিলে এতক্ষন?????????
৫৬| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৮
কাবিল বলেছেন: ঈদের পরে অনেকবার খোঁজ করেছি এই পোস্টের জন্য।
২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০০
শায়মা বলেছেন: ভাইয়া এক বেক্কলের আক্কেলহীন ছবি কমেন্ট রিপোর্ট করতে গিয়ে নিজের পোস্টই গায়েব করে নিজেই বেক্কল হয়ে গেছিলাম।
৫৭| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪২
জেন রসি বলেছেন: আমি ব্ল্যাক ম্যাজিকে সম্মোহিত হই না!!!!
তবে সবার গিফট দেইখা এবং আনন্দ দেইখা অনেক আনন্দ পাইছি!!!!
মাঝে মাঝে এইরকম দুএকটা ম্যাজিক দেখাইয়েন!!!!
আপনার শাড়িগুলোও সুন্দর হইছে!!!!
যদিও সৌন্দর্য বিষয়ক আমার জান একটু কম!!!
২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৭
শায়মা বলেছেন: হা হা হা
সৌন্দর্য বিষয়ক আমার জান
হা হা হা হা আমি অবশ্য খেয়াল করিনি। আমার পরী পরী গিয়ানী চোখ অটো সঠিক বানান পড়িয়া লইয়াছিলো।
বাট নীচে তোমার আত্ম পক্ষ সমর্থন দেখে হাসতে হাসতে মরলাম।
রসিভাইয়া আমার আজকে অকারণ হাসির রোগে ধরেছে।
৫৮| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৪
জেন রসি বলেছেন: সৌন্দর্য বিষয়ক জ্ঞান কম!!!
উপরে বানান ভুল এসেছে!!!
২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৮
শায়মা বলেছেন: জানি জানি তোমার জান প্রাণ সবই কম ভাইয়ু!!!!!!!!!
৫৯| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৪
জেন রসি বলেছেন: ইমিনা বলেছেন: আপু, খাবারের ছবি দেখবো না। দেখলেই যখন তখন খেতে ইচ্ছা করবে :/
...
...
...
অফটপিক: একটা ছবিতেও কি ভুল করে শায়মা আপুর মুখটা দেখা যেতে পারে না (
পরী খলার মুখ দেখলে যে কেউ অক্কা যাইতে পারে!!!!
তাই উনি কাউকে মুখ দেখান না!!!!!
পরী খালা নিষ্ঠুর হইতে পারে তাই বলে নিজের মুখ দেখাইয়া মানুষ মেরে ফেলবে এইটা কেমন কথা!!!
২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩০
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা ঠিক ঠিক আমিও সেই কথাটাই বলি কিন্তু কেউ কিছুতেই বুঝতে চায়না !!!!!!
আমি এত মায়াবতী আর আই লাভ ইউ অল!!!!!!!!!!!!!!!
তাই কাউকে চেহারা দেখাইনা।
তবে খুব শিঘ্রী কোনো রাক্ষস খোক্ষস তোমাদেরকে মেরে ফেলার ব্যাবস্থা করবে বলে ধারণা করছি।
আহারে তখন তোমাদের কি হবে তাই ভেবেই আমি দুস্কে মরে যাচ্ছি!!!!!!!!
৬০| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫
সুমন জেবা বলেছেন: আরে এইডা তো দেহী কাপরের আর খাওনের দোহান ..
ভুলে ঢুইক্কা পরলাম নি ..?
২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩১
শায়মা বলেছেন: ভাইয়া ঢং কম করো!!!!!!
শিঘরী তোমার ঈদের পাঞ্জাবী আর খানাপিনার ছবি নিয়ে আসো!!!!!!!! নো ভুল নো মাফ!!!!
৬১| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১০
লিংকন১১৫ বলেছেন: পরথমে মনে করছিলাম আমার বড় বইনের ব্লগে ভুল কইরা ঢুইকা পরছি যেমনে জিনিষ পত্র দেহা দেহি হইতাছে
শায়মা আপুকে আমার বড় বোন মনে হচ্ছিলো আর উর্বি কে ছোট আপু
দুই আপ্পুর বান্ধবিরা বাসায় আসতো আর আমার উপর অর্ডার আসতো জা আলমারি উপরের থাক থেকে আমার জামা গুলা নিয়া আয় আমি সুবোধ বালক তাই সুন্দর ভাবে এনে দিতাম , এমা এনে দেয়ার পরি আমাকে রুম থেকে বেরকরেদেয়া হতো
ইস আপ্পুদের কে অনেক অনেক মিস করি ।
আর আগেই বলে ছিলাম শায়মা আপুর সাথে আত্মীয়তা করতে হপে , তাইলে খাওন আর খাওন
২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
শায়মা বলেছেন: হাহাহা ভাইয়া!!!!!
তোমার আলমারী কাহিনী শুনে আমি হাসতে হাসতে শেষ!!!
৬২| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৭
সুমন জেবা বলেছেন: Sis..শায়মা ,
১ ছবিতেই ছোড/বড় দুই 'ধরনের ডেরেস এর পিকু দিলাম। চলবো তো ..হি ! হি !
২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
শায়মা বলেছেন: চলবো তো!!!!!!
৬৩| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৮
সুমন জেবা বলেছেন:
--@সুমন জেবা
২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
শায়মা বলেছেন: বাহ বাহ বাহ ভাইয়া!!!!!!!!!
কিন্তু তোমরা ওয়াল ফুঁড়ে বের হলে কেমনে???
আলাদীনের দৈত্যের কারসাজি!!!!!!!!!!!!
ভাইয়া জেবাভাবীর শাড়ি কই?
৬৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৪
উর্বি বলেছেন: আমার নানুবাড়ি রুয়েটের সামনে,নয়ন পেট্রোল পাম্পের পিছনে, মসজিদের কাছে
২৬ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪২
শায়মা বলেছেন: গুড গুড গুড!!!!!!!!
এইবার রাজশাহী গেলেই বেড়াতে যাবো!!!!!!!!!
৬৫| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৮
দীপংকর চন্দ বলেছেন: ওরে!!!
সীমাহীন কাজে সীমাহীন ভালো লাগা!!
শুভকামনা। অনেক।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৮
শায়মা বলেছেন: হাহা
থ্যাংক ইউ ভাইয়া!!
থাক তোমাকে আর ঈদের পাঞ্জাবী দেখাতে বললাম না!!!!!!!!
৬৬| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৪
জেন রসি বলেছেন: সবই ঠিক আছে!!!!
তবে মনে হচ্ছে সাজুগুজুতে আপনি কিছুটা কাঁচা !!!!!
এই ব্যাপারে উর্বি আপু, রিকি আপু কিংবা নদী ভাইয়ের বালিকার পরামর্শ নিয়া দেখতে পারেন!!!!
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:২১
শায়মা বলেছেন: কি?????????????????????????
কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ককি কি কি কি কি কি কি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি সাজুগুজুতে কাঁচা আর পরামর্শ নেবো ওদের!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কাভি নেহি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৬৭| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৪
প্রামানিক বলেছেন: যেমন ঈদের বর্ননা তেমন রান্না, তেমন রান্নার ছবি। দেখে জিহ্বায় জল এসে গেল। কিন্তু জিহ্বায় জল এলে কি হবে পাবো কোথায়? আপাতত মুখ বন্ধ করে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া উপায় নাই। না খেয়েই ধন্যবাদ। আরো ধন্যবাদ সুন্দর পোস্ট দেয়ার জন্য।
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!
কোথায় আবার পাবে ? পরীর দেশেই পাবে!!!!!!
৬৮| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪১
দর্পণ বলেছেন: আজ কি রেঁধেছো?
চুলগুলো বেঁধেছো?
তানপুরা নিয়ে তুমি
গলাটা কি সেঁধেছো?
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৭
শায়মা বলেছেন: আজ কিছু রাঁধিনি,
চুলগুলো বাঁধিনি
পূ্ণিমা জ্যোস্নায়
দেখিনিও চাঁদিনি!
৬৯| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫১
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: কি?????????????????????????
কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ককি কি কি কি কি কি কি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি সাজুগুজুতে কাঁচা আর পরামর্শ নেবো ওদের!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কাভি নেহি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কি বুঝাইতে চাচ্ছেন???
এরা কি সাজুগুজু পারে না???
আপনার চাইতে ভালো পারে!!!!!!!
শুধু আপনি মন খারাপ কইরা কান্নাকাটি করবেন বইলা সেইসব দেখাইতেছে না!!!!!!
২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:০০
শায়মা বলেছেন: কাঁচকলা পারে!!!!!!!!!!!!
ওদেরকে জিজ্ঞেস করে দেখো !!!!!!!!!!!
কার সাহস আছে আমার চাইতে বেশি সাজুগুজু পারে বলার!!!!!!!!!!!!!!!
৭০| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১:১৪
জেন রসি বলেছেন: সবার সাহস আছে!!!
কিন্তু তারা আপনি কান্নাকাটি করবেন বলে সেটা বলবে না!!!!
ওরা কি আপনার মত........ নাকি????
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১:২১
শায়মা বলেছেন: আহা আহা আহা!!!!!!!!!!!!!
তাই নাকি?????????
আসলেই পারবেনা তাই করবেনা!!!!!!!!!!!!!!
৭১| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৭
মহান অতন্দ্র বলেছেন: এত কিছু কি তুমি নিজে করেছো? আমিও করেছি অনেক কিছু। তবে এতটা নয়।
২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩
শায়মা বলেছেন: এত কিছু নিজে মানে.......
যেমন ধরো আপুনিএকটা রান্নার কথা বলি-
প্রণশাসলিকটা কি কি দিয়ে মেরিনেট করতে হবে সেটা দেখালাম আর আনোয়ারাবুয়া মাখিয়ে রাখলো।
তারপর শশা, ক্যাপসিকামটা কেমনে কাটা হবে সেটা জুলেখাবুয়াকে বললাম সে কাটাকাটি করলো তারপর রাজু সেসবের কাঁঠিগুলি বের করলো, ধুলো তারপর সেসব কেমনে কাঁঠিতে গাঁথতে হবে আমি দেখিয়ে দিলাম, সবাই মিলে গাঁথলো ( উফ কি যে বিরক্তিকর কাজ এইটা কখন যে কাঁঠির চোখ দিক হাতে ফুটে যায় দেখলেই ভয় লাগে) যাই হোক সব কিছুর পর আবার আনোয়ারা বুয়া ভাজলো ।
এর পর আমি মজা করে সাজালাম আর সব হেল্পিং হ্যান্ড আর গেস্টদের নিয়ে খেলাম।
ঠিক এইভাবেই আমরা সবাই মিলে সব খানা গুলোই রেঁধেছি। ওহ মাছগুলোও আনোয়ারা বুয়া কেটেছে। আমি মাছ কাটা শিখিনি।
যাইহোক আপুনি তোমার খানাপিনা জামা কাপড় সব দেখতে চাই ঈদের।
৭২| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪০
সায়েম মুন বলেছেন: দারুণসব খাবার দাবারের সাথে তোমার ঈদ গল্প জানলাম। তোমাকে লেট লতিফ ঈদ মোবারক।
২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮
শায়মা বলেছেন: ভাইয়া লেট লতিফার সাথে ঈদ পাঞ্জাবী আর আমাদের লতিফা ভাবীর শাড়ি দেখাও!!!!!!!!!!!!!!!
৭৩| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০২
সুফল এস কে বলেছেন: শায়মা আপু....... আপনি কিভাবে এত সুখ অনুভব করেন? আমাকে কি শিখিয়ে দিবেন? আমি সবসময় ই অস্থিরতার মধ্যে থাকি। কিছু ই ভালো লাগে না। একা একা থাকি.......কিচ্ছু ই ভালো লাগে না।
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়ু!!!!!!!!!!!!
সুখে আছি সুখে আছি আপন মনে
সুখে থাকবে কি থাকবেনা সেটা কিন্তু তোমার নিজের উপরে । যদি ভেবে থাকো আহা এমন কেনো হলো, তেমন কেনো হলো? আমারই কেনো এমন হয় ? সবাই আমাকে দুঃখ দেয়। আমাকে কেউ ভালোবাসেনা। এমন সব কিছু তাহলে আর সুখে থাকা হবেনা ভাইয়া। বরং ভাবো সুখ দুঃখ আনন্দ বেদনা সবই পার্ট অব আওয়ার লাইফ। কাজেই সব কিছুর স্বাদই আস্বাদন করিতে হইবেক আর শুধু তাই না এমনকি প্রতিটি ব্যাক্তিকেই একদিন মৃত্যুর স্বাদও আস্বাদন করিতে হইবেক।
কাজেই যতটা দিন বাঁচা যায় আনন্দেই বাঁচবো বরং দুঃখ হয় এমন জিনিসগুলো লাইফ থেকে ছেটে ফেলো পারলে। কিছু কিছু ঝামেলা অবশ্য তোমাকে ছাড়তে চাইবেনা। লেগেই থাকবে যতই ঝেঁটিয়ে বিদায় করতে চাওনা কেনো কারণ তারা পরজীবি। তোমার উপরেই বাঁচে তারা। কি আর করা তারপরও সুখে থাকতেই হবে। বাই হুক অর বাই ক্রুক!!!!!!!!
আসলে তোমাকে আনহ্যাপী করার সাধ্য পৃথিবীর কারো নেই যদি তুমি নিজেই নিজেকে না আনহ্যাপী করো!!!!!!!
ভালো থেকো ভাইয়ামনি!!!!!!!!!!
অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা তোমার জন্য।
২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪০
শায়মা বলেছেন: ওপস একটা কথা মনে পড়লো--------
তুমি না মোরগ পোলাও রেীপি চেয়েছিলে!!!!!!!!!!!
স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!
ভুলেই গেছিলাম ভাইয়ামনি!!!!!!!!!!!!
৭৪| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈদ মোবারক।
২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!!!!!!
৭৫| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৯
সুফল এস কে বলেছেন: হা হা হা হা......... শায়মা আপু, আমার এই কথা এখনো আপনার মনে আছে? আমি ভাবতেই পারি নাই যে আমার মোরগ পোলাও এর কথা আপনার এখনো মনে থাকবে। অনেক ধন্যবাদ আপু। কিন্তু মোরগ পোলাও কিন্তু আমি আপনার কাছ থেকে ই শিখবো।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:২২
শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমি তো কিছু ভুলিনা জানোনা?????????
আমি কিচ্ছুই ভুলিনা!!!!!!!!!!!!!!
মোরগ পোলাও রেসিপি :-
মোরগের মাংস (বড় টুকরা করা) ২ কেজি, দুধ ২ কাপ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ (আস্ত) ৫-৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, টক দই ৪ টেবিল-চামচ।
এই সব কিনবে!!!!!!!
পানি দেড় লিটার, শাহি জিরা আধা চা-চামচ, এলাচ (থেঁতো করা) ৪টি, লবঙ্গ ১০-১২টি, গোল মরিচ ১২-১৪টি, তেজপাতা ২টি, দারচিনি ৪ টুকরা। সব উপকরণ জ্বাল দিয়ে পানি দেড় লিটার থেকে ১ লিটার করে ছেঁকে নিতে হবে।
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, কিশমিশ ও বাদামের কুচি ১ টেবিল-চামচ, আলুবোখারা ৭-৮টি, ঘি ১ কাপ, লবণ স্বাদমতো, মাওয়া (গুঁড়া করা) আধা কাপ।
মাংস ধুয়ে দই ও বাটা মসলা মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজের কুচি একটু ভেজে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে হবে এবং অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে।
চাল ধুয়ে পানি ঝরাতে হবে। মাংস রান্না করার সসপ্যানে মুরগির স্টক দিয়ে তাতে গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে, যেন সব দিকের চাল সমান তাপ পায়। চাল ফুটে উঠলে কিশমিশ, বাদাম কুচি, আলুবোখারা, লবণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে রান্না করা মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও ও মাওয়া দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট দমে রাখতে হবে।
বাস শেষ!!!!!!!!!!
৭৬| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:০২
রুমমা বলেছেন: উফফফ সো ইয়াম্মী লুকিং খানাপিনা।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৩
শায়মা বলেছেন: রুমমামনি সোনারখনি
কেমন আছো?????????
৭৭| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৫
রুমমা বলেছেন: ভালো আছি শায়মা মনি।তুমি এত্ত কিছু কেন পার আগে বলো।যত দেখি তত মুগ্ধ হই।উফফফফ
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:২২
শায়মা বলেছেন: আহা তুমি যেন কম পারো!!!!!!!!!!!!!!!!!!!
তোমার মত আঁকতে পারলে তো হয়েইছিলো । যাই হোক আমার পঁচা ঘঁচা আঁকা দেখো একটা ওকে রুমমামনি!!!!!!!!!
৭৮| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৯
রুমমা বলেছেন: ও য়াও ।কি সুন্দর!!!তুমি ছবিও আকতে পারো!!!!! কান্নার ইমো!!!!আমাকে রান্না বান্নাটা শেখাও না।আমি একদম পারিনা।তোমার ডেকোরেশন তো আরো সুন্দর।আর ভাল্লাগেনা মেয়েটাকে নিয়ে!!!
রান্নায় উন্ন তি করার টিপস দাও
২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪০
শায়মা বলেছেন: আমি আঁকতে পারি বটে!!!!!!!!! তবে অং বং চং রুমমামনি!!!!!!!!!! জীবনেো আর্ট স্কুল যাইনি । নিজে নিজে আঁকাআঁকি!!!!!!!
আর তোমারটা তো ছবি না সত্যিকারের ছবি!!!!!!!!
রান্না শেখা লাগে নাকি?????????
পেয়াজ মরিচ লবন হলুদ দিয়ে চাপিয়ে দিলেই হয় কিছু মিছু!!!!!!!!!
৭৯| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৪
রুমমা বলেছেন: আমিও তোমার দলে ।শিখিনাই তো আমিও কোনো দিন।যা মন চায় আকি আরকি।কিনতু রান্না অনেক কঠিনরে ভাই।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৩
শায়মা বলেছেন: তুমি না শিখেই একদম নাম্বার ওয়ান!!!!!!!! যাইহোক তুমি কি জব করো এখন????
৮০| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩১
অপলক বলেছেন: অনেক ধের্য্য আপনার। এখনও লিখে যাচ্ছেন। আমার তো এই জগতে তেমন একটা আসাই হয়না।
২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৩
শায়মা বলেছেন: তুমি তো আমাকে ভুলেই গেছো ভাইয়া। আজ কেমনে মনে পড়লো???????????? ভাবিজী কেমন আছে? বেবি হয়েছে তোমাদের ভাইয়ামনি!!!!!!!!!!
৮১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১:৪১
উর্বি বলেছেন: শায়মা আপি দারুন আকেন তো
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৫
শায়মা বলেছেন: দারুন না!!!!!!!!!!!!!!!!!! রিক্সাআর্ট টাইপ কিছু পারি আর কি তবে বাচ্চাদের জন্য সিনডেরেলা, র্যাপুনজেল এইসাব পারি মনের মত!!!!!!!!!!!
৮২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৯
মায়াবী রূপকথা বলেছেন: ঈদ পরবর্তী আড্ডা দেখছি ভালোই জমেছে। আমার এমন কালো একটা শাড়ি আছে। কাতান না, ব্যানানা সিল্ক। কিন্তু দেখতে প্রায় পুরাই এক। অনেক আগে কিনেছিলাম খুব সম্ভবত জয়পুর থেকে
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৭
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!! কেমন আছো?????????
আমারটা ভেলভেট!!!!!!! উপরে ভেলভেট, স্টোনের কাজ আর নিচে শিমার কাতান!!!!!!!!!!
আমি কিনেছি বসুন্ধরা সিটি শাড়ি সেন্টার!!!!!!!!!
৮৩| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:০০
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: দুঃখ একটা ই,কষ্ট একটাই এই ঈদ এ একটাও দাওয়াত পাই নাই
৫টা দাওয়াত খাওয়াইলাম নিজের বাসায় ।
আশা করি,সামনের ঈদ এ দাওয়াত দিবা আর কারো টা না পাইলেও তোমার টা যাতে পাই
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
শায়মা বলেছেন: ভাইয়া ঈদ লাগবেনা আজকেই দাওয়াৎ তোমার!!!!!!!!!!!!! শিঘরী শিঘরী চলে আসো পরীর দেশে!!!!!!!!!!
৮৪| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫২
রিকি বলেছেন: উর্বি আপু এটা কিন্তু আপুনি নিজের ছবিই দিয়েছে !!!! আর আপনার নানু বাড়ির ঠিকানায় আরব শেখ কে কোথাও থেকে ধরে এনে বিয়ের প্রস্তাব দিয়ে আসতে বলব--- ইয়া হাবিবি !!!!!
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩১
শায়মা বলেছেন: আমার আরও কত্ত কত্ত ছবি আছে ওকে রিকিমনি একটু পরে মামুনভাইয়ার নাট্যের জন্য আমার অঙ্কিত পোট্রেইটের ছবিখানা খুঁজিয়া দিয়া যাইবো!!!!!!!!!
আর শিঘরী শিঘরী আরব শেখের সহিত উর্বিমনির বিয়ের ব্যাবস্থা করো আমি এ্যারাবিয়ান ড্রেস অর্ডার দেই সাজুগুজুর জন্য!!!!!!!!!
৮৫| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৯
রুমমা বলেছেন: হাহাহা।আমি হলাম নাম্বার জিরো।হুমম জব করি।জব তো আগেও করতাম ।কলেজে লেকচারার ছিলাম আর এখন ডিজাইনার।
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৩
শায়মা বলেছেন: আরে তুমি তো বড় হয়ে গেছো আপুনি!!!!!!!!!!!!!!!!
আমি ভাবতাম তুমি তখন পিচ্চি ছিলে স্কুলে পড়তে বুঝি!!!!!!!
এখনও কি ছুটি???
আমার ছুটি শেষ হয়ে আসছে!!!!!!!!!!
৮৬| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৩
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: হাহাহা, আমার জন্য একটা পরী খুইজা রাখো
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৭
শায়মা বলেছেন: ওকে ওকে ভাইয়ু!!!!!!!!!!
বলো বলো কোন পরী চাও??
লালপরী, নীলপরী নাকি রান্না বান্না, কাপড় কাঁচা, ঘর ঝাঁট দেওয়া কাজের পরী?????????
৮৭| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০০
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: আমার জন্য তুমি যেটা পছন্দ করবা ঐ টা ই নিবো
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩১
শায়মা বলেছেন: তাইলে কিন্তু রান্নাবান্না, কাপড়কাঁচা, ঘরমুছা পরীটাই ঠিক করি ওকে ভাইয়ু????
ভাইয়া তোমার পোস্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ!!!!
৮৮| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪২
ভিটামিন সি বলেছেন: আমার এতো ক্ষুধা লাগছে কেরে? কেডায় অহন আমারে খা্ওয়াইবো??
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬
শায়মা বলেছেন: ভাইয়া আমার পরীর দেশে চলে আসো!!!!!!!!!!!
যা চাও তাই খানাপিনা সেখানে!!!!!!!!!!
৮৯| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪
দর্পণ বলেছেন: গুড টু সি। মুছে যাওয়া পোস্ট ফিরে পেয়েছো। নেভার ডিলিট এনি পোস্ট এনিমোর। তোমাকে এসব মানায়না।
২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: আরে আমি মুছিনিতো ইচ্ছা করে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! কতবার বলবো!!!!!!!!!!!!!! ছবি রিপোর্ট করতে গিয়ে তাড়াহুড়ায় মুছে ফেলেছিলাম। আর পোস্ট ওপেন করতে বাকীটুকু পড়ুন এ ক্লিক করতে গিয়ে মুছে ফেলুন এ ক্লিক। কারন মিঃ মুছে ফেলুন ঠিক বাকীটুকু পড়ুনের নীচেই ছিলো তো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৯০| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৯
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: সারাদিন হাসো ,প্রাণ খুলে বাচো। আর আমাকে আমার পরী দাও
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৪
শায়মা বলেছেন: সারাদিন হাসি তো
প্রান খুলে বাঁচি তো
মাঝে মাঝে সাধ হলে
ধুপধাপ নাচি তো।
গলা ছেড়ে গাই
পেট ভরে খাই
তক্ষনি করে ফেলি
মন যা যা চাই।
লিখি মনে যা যা আসে
কাচঁকলা ছাই
মাঝে মাঝে কারো পোস্টে
মহা মজা পাই।
তুমি সেই পোস্ট লেখা আমার এত্তা পিচ্চু ভাই।
৯১| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: হেহেহে ,সুন্দর হইছে তো বাট তুমি কিভাবে জানছো আমি পিচ্ছি নাকি বুড়া??
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১
শায়মা বলেছেন: তুমি বুড়া!!!!!!!!! হতেই পারেনা!!!!!!!!!!! বুড়া বুঝি সারাদিন রিকিশি মার্কা ছবি পোস্ট দেয়??????
৯২| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০
ভিটামিন সি বলেছেন: একটা পরী নিলাম আমি
শ্বশুর মশাইকে ধরে,
আবার একটা নিলে পরে
মাথা থাকবে না তো ধড়ে।
এই পরীটা বড়ই কিউট
সদাই হাসি-খুশি,
আর কারো হাত ধরলে
আমার গলায় দেবে ফাঁসি!!!
তাই কি তুমি চাও?
পরীর রাজ্যে যাবো না আমি
তুমি সাইলেন্স কে নিয়ে যাও।
২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: হা হা
হাসিখুশি পরীভাবী লক্ষীসোনামনি
জানি আমি সেটাই তোমার মানিক হীরার খনি
ভয় পেয়োনা তাই বলে আর ভাবীকেও বলো
ডানা ছাড়াই তোমরা এবার পরীর দেশে চলো।
নো ফাঁসি নো দুঃখ বিবাদ তোমাদেরকে নিয়ে
আমরা দেবো (সাইলেন্স )ভাইয়ার সাথে রাজার মেয়ের বিয়ে।
৯৩| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
মেহবুবা বলেছেন: ২৩শে জুলাই এর তোমার পোষ্টে বড় একটা মন্তব্য করবার পর জানাল নেবে না , তাই বেশী কিছু না বলে এইটুকু বলি ভাল থেক।
২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
শায়মা বলেছেন: হায় হায় আপুনি!!!!!!!!!!
আসলে ঐ পোস্ট টা মুছে ফেলেছিলাম ভুল করে। সামু অফিসে মেইল করে ফিরে পেতে চেয়েছিলাম দেরী হচ্ছিলো তাই আবার একই পোস্ট লিখেছি আর ঐ ফিরে পাওয়া পোস্টটার কমেন্ট অফ করে দিয়েছি!
তুমিও ভালো থেকো আপুনি!!!!!!!!!!
আমি কিছুদিন খারাপ ছিলাম । এখন ঠিক আছি মনে হয়।
৯৪| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: তো গেস করো আমার স্টাডি লেভেল কি? @বুদ্ধিমতী
২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
শায়মা বলেছেন: কি আবার!!!!!!! ও লেভেল এ লেভেল হবে পুচ্চিভাইয়া!!!!!!!!!
৯৫| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: হেহেহেহে ১১ ,i mean inter 1st year a
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৪
শায়মা বলেছেন: দেখেছো তো আমি ঠিকই ধরেছি ভাইয়ু!!!!!!!!!!! হা হা হা হা
৯৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৭
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: হেহেহে,কিন্তু ফেসবুক এ কেউ জানে না আমি কিসে পড়ি। সবাই ভাবে হয়ত জব করি,ভার্সিটি তে পড়ি । সবাই ভাইয়া ভাইয়া ডাকে
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৯
শায়মা বলেছেন: আমিও ভাইয়া ডাকছি বলে ভেবোনা তোমাকে জব করো ভাবছি ছোট বড় সবাই আমার ভাইয়া/ ভাইয়ু বা ভাইয়ামনি!!!!!!
৯৭| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:০২
সাইন্সলেস সাইন্টিস্ট বলেছেন: হেহেহে তা বুঝতে পারছি।তোমার ফেসবুক আইডি দাও আপুনি
২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৭
শায়মা বলেছেন: তোমারটা দাও ভাইয়ু!!!!!!!
৯৮| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫৫
মায়াবী রূপকথা বলেছেন: বসুন্ধরায় তেমন যাওয়া হয়নি। তাই চিনতে পারছিনা
২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৬
শায়মা বলেছেন: এইবার যেও আপুনি!!!!!!!!
শাড়ি সেন্টার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অনেক অনেক সুন্দর শাড়ি আছে ওদের কাছে।
৯৯| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪৬
প্লাবন২০০৩ বলেছেন: ওরে আল্লাহ্, এত খাওয়া দাওয়া, খাওয়া যায়?
বাসী ঈদ শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৭
শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!!!!
কেমন আছো?? ঈদ মুবারাক!!!
এত খেতে হবেনা একটু একটু খেও!!!!!!!!!
১০০| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬
এস কাজী বলেছেন: আপু, এসব খাবারের ছবি টবি দিয়ে মাথা নষ্ট করে দেয়া ছাড়া কি তোমার আর কোন কাজ নেই? দেরি করলা কেন তোমার পোস্টের কমেন্ট পড়ার জন্যই তো তোমার পোস্টের অপেক্কায় থাকি।হাহাহাহা। যাহোক পোস্টে প্লাস।
২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৪
শায়মা বলেছেন: কি বলো ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!
আমার কত্ত কাজ!!!!!!!!!! কাজ করে সময়ই পাইনা!!!!!!!!!!!!!!
কিন্তু অকাজ আসছে সামনে!
মানে স্কুল খুলে যাচ্ছে!!!!!!!!!! তখন আর নান্না বান্না করাই হবেনা!!!!!!!!!!
১০১| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৪
শায়মা বলেছেন:
এই নাও আপাতত হালুয়া খাও!!!!!!
১০২| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩২
এস কাজী বলেছেন: উফফফফ এখানে গাজরের হালুয়া আছে? গাজরের হালুয়া আমার অন্নেক পছন্দের। সেই কবে ভারতে খাইসিলাম
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯
শায়মা বলেছেন: ভারতে কেনো ভাইয়ামনি?????????????
বাংলাদেশের মানুষ বুঝি গাজরের হালুয়া বানায় না??????
এখানে পেপের হালুয়াও আছে, বুটেরও আছে।
১০৩| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৩
এস কাজী বলেছেন: বানায়া তো। আমার আপু ও আমার জন্য বানিয়েছিল। তবে অনেক আগে। লাস্ট ইয়ার চেন্নাই খেয়েছিলাম। মুখে লেড়ে আছে।
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭
শায়মা বলেছেন: চেন্নাই এর স্বাদ মুখে লাগিয়ে রাখা চলবেনা ভাইয়ু!!!!!!!!! ভুলে যাও ভুলে যাও!!!!!!!!!! এখন থেকে আমাদের দেশেরটাই মুখে লাগিয়ে রাখতে হবে।
ও আমার দেশের হালুয়া
তোমার স্বাদেরই আমি .........
হায় হায় হালুয়ার স্বাদে মিলিয়ে মুগ্ধ হবার মত কোনো ছড়িতা ভোকাব্যুলারী পাচ্ছি না।
১০৪| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৫
এস কাজী বলেছেন: হাহাচেথেপগে ( হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলাম) লিখার সময় এত হিউমার পাও কোথা থেইকা আল্লাহ মালুম :v
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৭
শায়মা বলেছেন: শুধু লেখার সময় বুঝি?? এমনিতে কি আমাকে গোমড়ামুখী মনে হয় তোমার ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমিও চেয়ার থেকে পড়ে গেলাম!!!!!!!!!!!!!
১০৫| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সৌন্দর্য বিষয়ক জ্ঞান কম ****
২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৮
শায়মা বলেছেন: ভাইয়া পাতার রঙে ফুল!!!!!!!!! এটাও সৌন্দর্য্য!!!!!!!!
১০৬| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৫
জেন রসি বলেছেন: রফিক ভাইয়ের সেই টয়লেটের একটা ছবিও থাকা উচিৎ ছিল!!!
তাহলে সব আয়োজন পরিপূর্ণতা পাইত!!
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৮
শায়মা বলেছেন: রফিকভাইয়ার টয়লেটে আমার কি?? সেটা কি আমাদের বাসার নাকি!!!!!!!!!!
এহ রে!!!!!!!!!!!!!!
কি আল্লাদ!!!!!!!!!!!!!!!
১০৭| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৮
শতদ্রু একটি নদী... বলেছেন: কাজী ভাই চেন্নাই কই ছিলেন? মাস ছয়েক কাটাইয়া আসছিলাম। কত্ত যে স্মৃতি। ওদের সুইটস যদিও আমার পছন্দ না। আমার নর্থের সব খাবার দাবার ভাল্লাগে, সাউথের কিছু মুখে দেয়া যাইতোনা।
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৭
শায়মা বলেছেন: ধরছি!!!!!!!!!!!!!!
ওপার বাংলার জ্যান্ত এজেন্ট!!!!!!!!!!
যাই দড়ি নিয়ে আসি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমাকে ব্ল্যাকমেইলিং না!!!!!!!!!!!!!!!!!!
১০৮| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১:২০
শতদ্রু একটি নদী... বলেছেন: হ, সব দ্যাশের লিস্টি দেই এখন। সবগুলারই এজেন্ট বানাইয়া দ্যান। অনেক ট্যাকা আইবো
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১০
শায়মা বলেছেন: ও!!!!!!!!!!!!! নিজের বেলায় সব দেশের বাহাদূরী!!!!!!!!!!!!!!!! তাহলে আমাকে যে বলছিলা তখন এই কথাটা মনে আসেনি ভাইয়ু!!!!!!!!!!!!!!!
১০৯| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ২:৪০
ভবঘুরে ভূত বলেছেন: ঈদের আনন্দ কেন জানি ভাটা পড়ে যায় প্রতি বছরে বছরে...
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১০
শায়মা বলেছেন: কই কই!!!!!!!!!!!!!!
প্রতি বছরে প্রতি বছরের মত করে মজা করবে ভাইয়া!!!!!!!!
তাহলেই হবে!!!!!!!!!!
১১০| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০০
নিশাত সুলতানা বলেছেন: তোমার ধৈর্য দেখে আমার হিংসে হয় আপুনি । এত্ত এত্ত ক্যামনে যে কর ?
সব আইটেমের রেসিপি পোস্ট দাও , শিখে নেই । ওদের বাড়ী গেলে কাজে লাগবে ।
৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
শায়মা বলেছেন: আমি অনেক ধৈর্য্যবান তবে মাঝে মাঝে ধৈর্য্যের বাঁধ ভেংগে গেলে মাথার তার ছিড়ে যায়। তখন আমি রেসিপি ভুলে যাই। মাথার তার জোড়া লাগলেই রেসিপি দিয়ে যাবো।
১১১| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৪
মোঃমোজাম হক বলেছেন: মোগলাই মোরগ জীবনেও দেখিনি,তবে মোগলাই পরাটা খেয়েছি অনেকবার।
অনেকদিন পর তোমার ভুবনে বেড়াতে এসে অনেক ভাল লাগলো ।
৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৭
শায়মা বলেছেন: হাহা ভাইয়া মোগলাই মোরগ জীবনে না দেখলে সিদ্দিকা কবিরের বই এ দেখে নাও। সেখান থেকেই তো বানালাম!!!!!!! অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি। নিশ্চয় অনেক ভালো আছো।
১১২| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৩
মোঃমোজাম হক বলেছেন: আচ্ছা রেসিপি দেখে বানাবো।তবে বই পাবো কোথায়
৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৬
শায়মা বলেছেন: হায় হায় সিদ্দিকা কবিরের বই কারো বাড়িতে থাকেনা এটাই জানতাম না ভাইয়া। ভাবীজিকে জিগাসা করে দেখো নিশ্চয় তার কাছে আছেই আছে। না থাকলে আমাকে বলো আমি পাঠায় দেবো একটা। নো চিন্তা প্রিয় ভাইয়ামনি।
১১৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৯
ইমরাজ কবির মুন বলেছেন: ঈদ মুবারাক
৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৯
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া । কই থেকে আসলে এতদিন পর!!!
১১৪| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৭
মোঃমোজাম হক বলেছেন: তোমার ভাবীজী এখণ থাকলেতো,সে এখন বাপের বাড়ী
৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩০
শায়মা বলেছেন: ভাবীকে ফোন দাও আর নইলে বলো স্কান করে সেই পেইজটাকে তোমার জন্য পাঠাতে!
ভাইয়া আরেকটা জন্মদিন এসে গেলো তো তোমার!!!!!!!
১১৫| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:০১
আমি সাজিদ বলেছেন: কত খাবার !!
৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:০৭
শায়মা বলেছেন: অনেক খাবার!!!!
১১৬| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:০৫
সচেতনহ্যাপী বলেছেন: অনেক আগেই পড়েছিলাম।। কিন্তু মুড ইচ্ছে করছিলো না,উত্তর দেবার।।
আজ তারই ডাকে ভাবলাম,এবং এলামও।।
কিন্তু ভয় সেই সেখানেই উত্তরের।। (যদিও আমি সেই ভিখারী নই)।। তবুও নিজেকে মাে মাঝে বড্ড বন্ধুহীন মনে হয়।।যা একসময় ছিলো কি না আমারই জীবন!!
৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:১৫
শায়মা বলেছেন: ভাইয়া কার কমেন্ট কারে দিসো? ভালো করে দেখো । কিছুই তো বুঝলাম না।
১১৭| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:১৩
মাসূদ রানা বলেছেন: ঈদ মোবারক শায়মা ।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:১৯
শায়মা বলেছেন: ঈদ মুবারক!!!
১১৮| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:২৪
সচেতনহ্যাপী বলেছেন: @ শায়মা,ভুল হয়ে গেছে, তোমাকেই লিখতে চেয়েছিলাম,কিন্তু তা এলোমেলো হয়ে গেছে।।
এই ভুলের জন্য দুঃখিত।। কিছু মনে করো না যেন,এই পাগলের কথাতে।।(এজন্যই আমি মন্তব্যের এডিটও দাবী করেছিলাম)।।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:২৮
শায়মা বলেছেন: হাহা ভাইয়া কি দিয়ে এডিট দাবী করলে?
১১৯| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: না এডিট নয়য়,ফ্রেস মন্তব্য।।
তবে সল জিনিস,মানে রেসিপি পেলাম না।। পেলে হয়তো এই হতভাগাদের একটু সুরাহা হতো
৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫১
শায়মা বলেছেন: হা হা ফ্রেস মন্তব্যের দাবী কোথায় করেছিলে সেটাই তো বুঝলাম না ভাইয়া! সে যাই হোক,তুমি চাইলে সব রেসিপি দেওয়া হবে!
১২০| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত্ত খানাপিনার পরে একটু চা না হলে কি জমে ?
৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৮
শায়মা বলেছেন: ওহ চা!!!!!!!!!!!!!
সেটা আর কি এমন হলো!!!!!!!!!!!
দাঁড়াও আনছি!!!!
এখুনি!!!!!!!!!!!!!!!
৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১১
শায়মা বলেছেন: Click This Link
১২১| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৭
শায়মা বলেছেন:
মিন্ট চাও আছে!!!!!!!!!!!
১২২| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৬
শায়মা বলেছেন: আরে হাসো কেনো ভাইয়া!!!!!!!!!!!
আরো আছে!!!!!!!!!!
১২৩| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৩
আজাদ মোল্লা বলেছেন: ঈদ মানে আনন্দ । দেশের মানুষের জন্য ।
ঈদ মানে মহা কান্না । পর দেশে থাকা মানুষের জন্য ।
যাই হোক ঈদে অনেক আনন্দ করেছেন
বুঝতে পারছি
হাসি খুশি থাকা ভালো ।
রান্না অনেক কঠিন কাজ ।
প্রতি দিন করতে হয় ।
ভালো থাকবেন আর একটু দোয়া করবেন ।
৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৮
শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক ভালো থেকো!!! অনেক অনেক শুভকামনা!!!!!!!!!!
১২৪| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০১
আরজু পনি বলেছেন:
আমি কখনো কখনো আপনার ফেসবুক, ব্লগের বিভিন্ন ছবি আমার কন্যাকে দেখাই আর আপনার গুনপনার কথা বলি। গত ৪দিন আগেও ওর নাচের ক্লাসে আপনার কথা মনে হচ্ছিল ।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১০
শায়মা বলেছেন:
আমার কথা মনে হবার জন্য অনেক অনেক থ্যাংকস!!! তোমার কন্যার জন্য অনেক অনেক দোয়া আপুনি!!!!!!!! ক্লাসিকাল নাচ শেখাবে অবশ্যই তাহলেই সব একা একাই হয়ে যাবে পরে।
১২৫| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১২
কলমের কালি শেষ বলেছেন: আহা কী ঈদরে ভাই !!
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৪
শায়মা বলেছেন: হা হা হুম অনেক মজার ঈদ হয়েছিলো ভাইয়া।
১২৬| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৮
কলমের কালি শেষ বলেছেন: এই বৃষ্টি ভেজা ঈদে তুমি কাটিয়েছো এমনি মজায়,
তাই হিংসে হয়ে ঝরছে মনে এক আকাশ বৃষ্টি ।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:২১
শায়মা বলেছেন: আমাদের ঈদের দিন সকালে একটু বৃষ্টি ছিলো তারপর বৃষ্টি ছিলোই না। রাতে যখন আবার এলো তখন বাসায় ফিরে এসেছি কাজেই নো প্রবলেমো ভাইয়া। তুমি কোথায় ছিলে ঈদে?
১২৭| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩০
কলমের কালি শেষ বলেছেন: মাই সুইট হোম ইন ভিলেইজ উইথ লাভ ।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩২
শায়মা বলেছেন: তাহলে তো বেশী আনন্দের ঈদ হবার কথা ভাইয়ু!!!!!!!!!!
১২৮| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৬
কলমের কালি শেষ বলেছেন: হুম অনেক ভাল কেটেছে । তবে বৃষ্টি ছিল প্রচুর। কিন্তু বৃষ্টিকে উপভোগ করেই ঘুরেছি তাই মজা পেয়েছি অনেক ।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৪
শায়মা বলেছেন: ভেরী গুড ভাইয়া। বৃষ্টিকে ভয় পেলে চলবে??? ঈদ তো একটা দিনই কাজেই বৃষ্টিকে নো পাত্তা!!!!!!!
১২৯| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৩
দীপান্বিতা বলেছেন: দারুন জম্জমাট ঈদ গেল! অনেক শুভেচ্ছা
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৬
শায়মা বলেছেন: আসলেই অনেক মজায় কেটেছে ঈদ!!!!!!!থ্যাংক ইউ আপুনি!!! তোমার কাছে অগস্ত্য যাত্রার গল্প শুনতে চেয়েছিলাম তো !
১৩০| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪
আরুশা বলেছেন: আপুনি এত্ত মজার মজার খানা আর শাড়ি পরে কোথায় হারায় গেলেন ? উফ দারুন পোস্ট।++++্
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৭
শায়মা বলেছেন: কই হারালাম??? আছি তো!!!!!!
১৩১| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৮
এস কাজী বলেছেন: আপু, নতুন লেখা কি আগামী ঈদে আসবে? কুরবানির ঈদের পোস্ট তো আমি দেখবনা। খানা পিনার ছবি দিয়া পালায়া যাবা। সত্যি সত্যি তো আর খাওয়াবানা
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২১
শায়মা বলেছেন: না না ভাইয়া এই এখুনি দিচ্ছি। এক মিনিট অপেক্ষা করো।
১৩২| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কস্ট করে আবার পোস্টটা লিখার জন্য ধন্যবাদ ।খাদ্য মন্ত্রীর পোস্ট যথার্থ হয়েছে ।
০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!
১৩৩| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মজায় আছেন, মজায় থাকুন, এই কামনা রইল ...
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!
১৩৪| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
বলাকা মন বলেছেন: ইফতার এরপর ঈদ।
দারুন উদ্যোগ!
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!
১৩৫| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৬
টেক সমাধান বলেছেন: শুধু ছবিই দিলেন, দাওয়াত দিলে কি ক্ষতি হতো!
১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
শায়মা বলেছেন: দাওয়াৎ ও দিয়েছি তো ভাইয়া!!!!!!!!!!!
১৩৬| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩
শ।মসীর বলেছেন: আপু তোমারে দেখলেও কোনদিন চিনবোনা !!! এইটা একটা কথা হল....।
১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
শায়মা বলেছেন: কে বলেছে চিনবানা!!!!!!!!!!!!
আমি তো চিনবো !!!
আর তখনই তোমাকে চিনিয়ে দেবো!!!!!!!!!!!
১৩৭| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪০
এহসান সাবির বলেছেন: খাবার দেখে খুধা লেগে গেল......!
২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২১
শায়মা বলেছেন: কালকেই চলে আসো পরীরদেশে ভাইয়ু!!!!!!!!!!!!!!
১৩৮| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪
জেআইসিত্রস বলেছেন: আমার পছন্দের আনেক খাবারই আছে।
ধন্যবাদ।এতোসব আয়োজনের জন্য।
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩
শায়মা বলেছেন: ধন্যবাদ!!!!
থ্যাংকস থ্যাংকস থ্যাংকস ভাইয়া!!!!!!!
খেতে কেমন লাগলো???
১৩৯| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪
জেআইসিত্রস বলেছেন: সেই সেইরাম।হাহাহাহা।
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭
শায়মা বলেছেন:
১৪০| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৮
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: আগে জানলে তোমার বাসায় বেড়াতে যেতাম ঈদের দিন!! দেখেই ক্ষুধা লেগে গেলো!!!
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: এখুনি বেড়াতে আসো মৌমনি!!!!!!!!!!!!!
নইলে কালকেই চলে আসো আমার পরীর দেশে।
১৪১| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৪
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: বাহ তোমরা এখন ও ব্লগে জাকিয়ে আছো দেখছি ! আহা সেই দিনগুলো
২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০১
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!
কতদিন পর!!!!!!!!!
জনারন্যে নিসংঙ্গ পথিকা ভাইয়া!!!!!!!!!!!!
হা হা হা মনে আছে আমি তোমাকে পথিকা আপু ভাবতাম??????
১৪২| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮
কালনী নদী বলেছেন: বারে আপনি তোহ আর্টিকেল লেখাকেও শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: আমার তো সব কিছুতেই শিল্প!!!!!!!!
১৪৩| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০
কালনী নদী বলেছেন: রোষ্টের পিস ত আমার ক্ষুদা বাড়াইয়া দিছে আপু !
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: রোস্ট তো দাওয়াতের বাসায় ছিলো!
১৪৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
রেজওয়ান তানিম বলেছেন: কইস্যা মাইনাস - - - -
অখনি খাবার পাঠান । ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১২
শায়মা বলেছেন: সাধে কি বলে পেটু ভাইয়ু!!!!!!!!!!!
এত গুলো পোস্ট পেরিয়ে সোজা খানা পিনা পোস্টে হাজির হয়েছো!!!!!!!!!!!!!!!!!!!
১৪৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
কালীদাস বলেছেন: আপনের খাওনদাওনের ফটু দেইখ্যা আমার নিজের এই ঈদের খাওনদাওনের কথা মনে পড়ল আর হাউমাউখাউ কইরা কান্দন আসল পুরাই দৌড়ের উপর ছিলাম সারাদিন, দুপুরে খাইছিলাম মনে হয় ৫টার দিকে মেইন ডিশের ফটু দিলাম, দেখেন
তবে তারপরও এইবারের রোজার ঈদটা আমার জন্য খুবই আনন্দময় ছিল একটা বিশেষ কারণে
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
শায়মা বলেছেন: শুশি!!!!!!!!!!!!!!!!!!!!!
কত্তগুলা শুশি!!!!!!!!!!!!!!!!!!!!!!
ব্যাপার বুঝলাম না সবাই কি বৈদেশে ঈদের দিনে পোলাও এর বদলে শুশি খায়!!!!!!!!!!
আরেকটা কি আইস্ক্রিম কোন কোন????
গুড গুড মজাদার খানা ভাইয়ু!!!!!!!!!!!
এই ঈদ বিশেষ আনন্দ কেনো???
জাপানীজ কন্যার প্রেমে পড়লে নাকি ভাইয়া???
১৪৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪
দর্পণ বলেছেন: রোজার ঈদ পেরিয়ে কোরবানী ঈদ চলে এলো। নেক্সট ঈদ পোস্ট রেডি করো । জাতি অধির আগ্রহে বসে আছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
শায়মা বলেছেন: নো খানাপিনা নো কোরবাণী পোস্ট সবাই আমাকে বুয়া বানাই ছাড়ে। কাজেই নো মোর খানা পিনা!!!!!!!!!!
১৪৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
দর্পণ বলেছেন:
কালিদাসের ছবি দেখে মনে পড়লো, আমার কপালে জুটছিলো মালাইশিয়ান ভাবীর এই টাইপ ফুড
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
শায়মা বলেছেন: ও তুমি আবার মালাইশিয়ান ভাবীর খানা খেয়েছো!!!!!!!!!!! গুড গুড ভেরী গুড!!!!!!
১৪৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪
দর্পণ বলেছেন:
শুসিও ছিলো।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: হায়রে তুমিও শুশি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!হলো কি তোমাদের!!!!!!!!!!
১৪৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
দর্পণ বলেছেন: তো কি করবো? পোলাও বিরিয়ানী না জুটলে শুশিই ঢের।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
শায়মা বলেছেন: পোলাও এর স্বাদ কি আর শুশিতে জোটে?????????
১৫০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭
সাহসী সন্তান বলেছেন: পোস্টটা যদিও আমার জন্য একটু বাসি হয়ে যায় তারপরেও কয়েকটি কারনে মন্তব্য না করে আর পারলাম না! পোস্টটা আগেই একবার পড়েছিলাম, কিন্তু তখন আপনাকে ঠিক-ঠাক মত চিনতাম না এবং ব্লগ পর্যবেক্ষনে থাকার কারনে মন্তব্য করতে পারিনি।
এবার আসল কথায় আসি।
০১। প্রথমেই বলে রাখি আসলেই আমার 'সামুর মামুরা' নামক কবিতাটা রচনার ভিতরে খুব ছোট একটা ভুল হয়ে গেছে। কারন আগে যদি যানতাম যে আপনি এত সাজুগুজু পছন্দ করেন তাইলে মেকাপটা রিকি আপুর ঘাড়ে না চাপিয়ে আপনার ঘাড়েই চাপাতাম। তবে নেক্সটাইম যদি আপনাদের নিয়ে আর কোন কবিতা রচনা করি, তাইলে আপনি ১০১% নিশ্চিত থাকেন যে ওটা এবার আপনার ঘাড়েই উঠেবে।
০২। একটা জিনিস জেনে ভাল লাগলো যে সিনেমা হলে গিয়েও আপনি আল্লাহকে ভোলেন নি! ঈদের দিন সিনেমা হল তার উপর গরমের হাত থেকে বাঁচতে দোয়া দরুদ......!! আপনি তো শয়তানের খালাতো বোন?
০৩। আপুনি একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে। বুঝছি নদী ভাই, রিকি আপু আর জেন রসি ভাই আপনার শত্রু, কিন্তু তাই বলে আপনি আমাকেও তাদের দলে টেনে এনে পাঁজির পাঝাড়া বানিয়ে দিলেন? আবেগে তো কাইন্দালচি.....!!
০৪। গত ঈদ মিস করছি তাতে কি আগামী ঈদে কিন্তু আপনার বাসায় আমার দাওয়াত। আপনি দিতে ভুল করলেও আমি কিন্তু যেতে ভুল করবো না! কারন দাওয়াত ছাড়া কারো বাড়িতে খাওয়া আমার একটা হ্যাবিট। আর তার উপর যদি এমন জিভে পানি আসা খাবার হয় তাইলে তো কোন কথাই নেই!!
০৫। ছবি গুলান দিলেন মানলাম। তবে মাথাটা কেটে রাখলেন ক্যান? ঐটা দিয়ে কি মুড়ো তৈরি করবেন? আমরা একটু দেখে না হয় জিনিয়াস আপুনি কে চিনে রাখতাম। যাতে দাওয়াত ছাড়া আপনার বাড়ি যেয়ে আপনাকে চিনতে কোন কষ্ট না হয়।
০৬। চোখে ১০০০ পাওয়ারের চশমা লাগাইয়াও তো আপনার দাওয়াত খাওয়া জামদানী শাড়ি কোনটা বুঝতে পারলাম না! দুই তিন জনকে তো দেখলাম, তার মধ্যে কোনটা যে আপনার সেইটা বুঝতে তো আমার আবার ম্যাগনেফাইং গ্লাস ব্যবহার করতে হচ্ছে! ম্যাগনেফাইং গ্লাস ভাড়ার টাকা টা পাঠাইয়া দিয়েন!
০৭। পরিশেষে খাওন দাওন গুলান এভাবে দিয়ে আর আমাদেরকে লোভ দেখাইবেন না প্লি...........স...........!!!
দারুন একটা পোস্ট! অনেক মনযোগ দিয়ে পড়ে তারপর মন্তব্যটা করলাম। আপুনি বলে কথা! আগেই প্লাস দিয়ে তারপর মন্তব্য করলাম। আমার দ্বিতীয় (+) প্লাস; আবারও আপনার পোস্টেই পড়লো। মনে হচ্ছে জীবনে যে প্লাস গুলো জমা হইছে সেগুলো সব আপনার হাউজেই ঢালতে হবে। এত সুন্দর পোস্ট হইলে, প্লাস না দিয়ে কি উপায় আছে?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: বাপরে এই কমেন্টের উত্তর দিতে গেলে আমার ঘন্টা কয়েক লাগবে!!!!!!!!
ওকে আমি পরে আসিতেছি সকল জবাব লইয়া এখন যাই স্পুন পাপেট বানায় আসি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
শায়মা বলেছেন: : সাহসী সন্তান বলেছেন: পোস্টটা যদিও আমার জন্য একটু বাসি হয়ে যায় তারপরেও কয়েকটি কারনে মন্তব্য না করে আর পারলাম না! পোস্টটা আগেই একবার পড়েছিলাম, কিন্তু তখন আপনাকে ঠিক-ঠাক মত চিনতাম না এবং ব্লগ পর্যবেক্ষনে থাকার কারনে মন্তব্য করতে পারিনি।
এবার আসল কথায় আসি।
০১। প্রথমেই বলে রাখি আসলেই আমার 'সামুর মামুরা' নামক কবিতাটা রচনার ভিতরে খুব ছোট একটা ভুল হয়ে গেছে। কারন আগে যদি যানতাম যে আপনি এত সাজুগুজু পছন্দ করেন তাইলে মেকাপটা রিকি আপুর ঘাড়ে না চাপিয়ে আপনার ঘাড়েই চাপাতাম। তবে নেক্সটাইম যদি আপনাদের নিয়ে আর কোন কবিতা রচনা করি, তাইলে আপনি ১০১% নিশ্চিত থাকেন যে ওটা এবার আপনার ঘাড়েই উঠেবে।
হা হা হা আমিও সেটাই ভাবছিলাম সাহসী ভাইয়া আমার মত মহা সাজুগুজু ছেড়ে গিয়ানি গুণী গুডি গার্ল পড়ালেখা ছাড়া কিচ্ছু বুঝেনা রিকি আপুকে কেমনে মেকাপ লাগায় দিলো রে!!!!!!!!!!!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
শায়মা বলেছেন: ০২। একটা জিনিস জেনে ভাল লাগলো যে সিনেমা হলে গিয়েও আপনি আল্লাহকে ভোলেন নি! ঈদের দিন সিনেমা হল তার উপর গরমের হাত থেকে বাঁচতে দোয়া দরুদ......!! আপনি তো শয়তানের খালাতো বোন?
আমি কখনও আল্লাহকে ভুলিনা তবুও মানুষ আমাকে অযথা অপবাদ দেয়। আড় গরমের হাত থেকে বাঁচতে আল্লাহকে ডাকিনি। ডেকেছিলাম বদ্ধ হলে আমার আবার একটু বদ্ধ ফোবিয়া হচ্ছিলো তাই। তার উপরে আবার ছিলো অন্ধকার ঘুটগুটে।
আর আমি শয়তানের খালাত বোন হবো কেনো???????????
হলে আপন বোনই আমি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
শায়মা বলেছেন: ০৩। আপুনি একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে। বুঝছি নদী ভাই, রিকি আপু আর জেন রসি ভাই আপনার শত্রু, কিন্তু তাই বলে আপনি আমাকেও তাদের দলে টেনে এনে পাঁজির পাঝাড়া বানিয়ে দিলেন? আবেগে তো কাইন্দালচি.....
নদীভাইয়া, রিকি আপু, জিনিভাইয়া সবাই শত্রু!!!!!!!!!!!!!! এবং তুমিও!!!!!!!!!!!!!!!!!!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬
শায়মা বলেছেন: ০৫। ছবি গুলান দিলেন মানলাম। তবে মাথাটা কেটে রাখলেন ক্যান? ঐটা দিয়ে কি মুড়ো তৈরি করবেন? আমরা একটু দেখে না হয় জিনিয়াস আপুনি কে চিনে রাখতাম। যাতে দাওয়াত ছাড়া আপনার বাড়ি যেয়ে আপনাকে চিনতে কোন কষ্ট না হয়।
০৬। চোখে ১০০০ পাওয়ারের চশমা লাগাইয়াও তো আপনার দাওয়াত খাওয়া জামদানী শাড়ি কোনটা বুঝতে পারলাম না! দুই তিন জনকে তো দেখলাম, তার মধ্যে কোনটা যে আপনার সেইটা বুঝতে তো আমার আবার ম্যাগনেফাইং গ্লাস ব্যবহার করতে হচ্ছে! :`< ম্যাগনেফাইং গ্লাস ভাড়ার টাকা টা পাঠাইয়া দিয়েন!
আমার তো মাথা নাই!!!!!!!!!!!!! জানোনা???????????? B:-)
আর জামদানী শাড়ি না কালো লাল জামদানী জামার কথা বলেছিলাম !!!!!!! আর তোমার প্লাসগুলো আমাকে ছাড়া কাউকে দেবেনা ওকে ভাইয়ামনি!!!!!!!!
১৫১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
সাহসী সন্তান বলেছেন: মোট প্রশ্ন করছি ৭ টা। তিনটার উত্তর দিয়েই চলে গেলেন? ফাঁকি দেওয়ার লক্ষন না? তা বললে হচ্ছে না!!
আসলেই আমি ভুল বলছিলাম। আপনি শয়তানের খালাতো না আপন বোন? শুধু বোন না; নানী, দাদী, ফুফু, চাচি, মামী সব!!
আমার প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য আপনার নামে মানবাধিকার আইনে মামলা করাম!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
শায়মা বলেছেন: গেছি কে বলছে!!!!!!!!!!!!!
সেই ৩ ঘন্টা ধরে স্পুন পাপেট বানানোর তোড় জোড় চলছে!!!!!!!! বাট বানানো হচ্ছে না ! নাহ দিন দিন আমি তোমাদের পাল্লায় পড়ে ফাঁকিবাজ হয়ে যাচ্ছি!!!!!!!!!!
আর ৪ প্রশ্ন কই???????? আমি সবগুলাই তো দিলাম!!!!!!!!!!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
শায়মা বলেছেন: ওহ আমি মানবাধিকারে একবার গেছিলাম। শুনেছি তারা নারী নির্যাতন ছাড়া পুরুষদের কোনো মামলা নেন না হি হি হি !!!!!!
যাই কিচেন থেকে ঘুরে আসি। সেমাই দিয়ে বাকালাভা বানানো হচ্ছে। মাতবরী করে আসি !
১৫২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
শায়মা বলেছেন: ০৪। গত ঈদ মিস করছি তাতে কি আগামী ঈদে কিন্তু আপনার বাসায় আমার দাওয়াত। আপনি দিতে ভুল করলেও আমি কিন্তু যেতে ভুল করবো না! কারন দাওয়াত ছাড়া কারো বাড়িতে খাওয়া আমার একটা হ্যাবিট। আর তার উপর যদি এমন জিভে পানি আসা খাবার হয় তাইলে তো কোন কথাই নেই!!
ফিরে আসছি!!
আগামী ঈদে কেনো কালকেই তোমার দাওয়াৎ আমার বাড়িতে ভাইয়ু!!!!!!!!! বাট পাখা লাগবে আমি আকাশে থাকি তো উড়ে আসা যাবেনা পাখা ছাড়া।
১৫৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
শায়মা বলেছেন: সব গুলার রিপ্লাই দিসি !
নো মানবাধিকার মামলা !
১৫৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
সাহসী সন্তান বলেছেন: আকাশের কোন যায়গায় থাকেন? খালি ঠিকানা জানাই দেন, যাওনের দ্বায়ীত্ত্ব আমার! সুপারম্যানের মত যাইয়া হাজির হমু না!
তয় একখান সমস্যা আছে আপু, আপনি পাখার কথা কইলেন না? তো আমার একখান তালপাতার পাংখা আছে, সেইটা হইলে কি হবে? ও আর একখান নকশী পাখা আছে তবে ডান্ডা নাই! এই দুইটা হইলে হবে না?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
শায়মা বলেছেন: ঐ দুইটা পাখা চলতে পারে তবে উড়তে গিয়ে পপাৎ ধরণী তল হলে আমার কিন্তু দোষ নাই !!!!!!!!!!!!!!!
তখন কবিরা কবিতা লিখবে
সাহসীর পাখা পড়ে মরিবার তরে .....
১৫৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সাহসী সন্তান বলেছেন: "তখন কবিরা কবিতা লিখবে সাহসীর পাখা পড়ে মরিবার তরে ....."
-দোষ কি? একটা রেকর্ড রেখে গেলাম। অনেকেই তো অনেক কিছু করে রেকর্ড করছে, আমি না হয় উড়তে গিয়ে দড়াম ফটাস হলাম। নেক্সটাইম গ্রিনেজ বুকে খোঁজ নিয়া দেইখেন, আমার নাম দেখতে পাবেন!!
একটা কথা বলি আপু সবার দ্বারা সব কিছু হয় না। সুতরাং আগের থেকে আমার কাছ থেকে একটা অটোগ্রাফ নিয়ে রাখেন। পরে হয়তো মানুষের ঠেলায় চান্সই পাবেন না!! আমার কিন্তু বিখ্যাত হইতো আর বেশি দেরি নেই! সামনেই ঈদ, আর এই ঈদেই আমি সুপারস্টার!!
ওহঃ আর ভাবতেই পারছিনা! আপু একটা দুঃসংবাদ, ছেড়া কাথাটা বুঝি পায়ের ঠ্যালায় আরো বেশি ছিড়ে গেল!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
শায়মা বলেছেন: ছেড়া কাঁথা!!! এ আবার কি রহস্য দিলে ভাইয়ু???
তবে তোমার পোস্টে কাল একজনের কমেন্ট দেখে একটু চিন্তায় আছি। আর একটু দেখি দরকারে কানে কানে বলবো!!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩
শায়মা বলেছেন: স্যুপারম্যান ভাইয়া!!!!!!!!
বিখ্যাত কি হয়েই গেলে নাকি!!!!!!!!
১৫৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
সাহসী সন্তান বলেছেন: ছেড়া কাঁথা!!! এ আবার কি রহস্য দিলে ভাইয়ু???
-ঐ ছেড়া কাথায় শুইয়া সুপারস্টার হওনের স্বপন দেখতাছিলাম তো, তয় আনন্দে একটু লাফ দিছি আর সাথে সাথেই....... শ্যাষ!!
তবে তোমার পোস্টে কাল একজনের কমেন্ট দেখে একটু চিন্তায় আছি। আর একটু দেখি দরকারে কানে কানে বলবো!!
-হাসা নাকি আপু? খাইছে আমারে! টেনশন তো বাইড়া টুয়েলশন হওনের জোগাড়! আপু এমনিতেই লো প্রেসারের রুগি। কখন না জানি এই টেনশনে যন্ত্রপাতি সব লো হইয়া কাজ বন্ধ করে দেয়! তাড়াতাড়ি কইয়া ফেলেন, টেনশন বাড়াইয়েন না.......!!
বিখ্যাত কি হয়েই গেলে নাকি!!!!!!!!
-বিখ্যাত কি আর গাছে ধরে আপু? যে চাইলেই পাইড়া আনুম! তয় চেষ্টা চলতাছে দোয়া রাইখেন! বিখ্যাত হইলেই আমার আপুনির পেট চু্ক্তি খাওন বরাদ্দ.......!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
শায়মা বলেছেন: ওহ তাই বলো কালকেই একটা আমার হাতে বানানো নক্সীকাঁথা পাঠিয়ে দেবো তোমার বাড়ি!
আর নো টেনশন !!!!!!!!!! আমি আছিনা????????
ডু নট ওয়ারী ভাইয়ু!!!!!!!!
আর তোমার পেট চুক্তি কে খায়!!!! আমি কত্ত কিছু বানাচ্ছি!!!!!!!!!!
১৫৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
সাহসী সন্তান বলেছেন: ওহ তাই বলো কালকেই একটা আমার হাতে বানানো নক্সীকাঁথা পাঠিয়ে দেবো তোমার বাড়ি!
-দরকার নাই আপনার কাঁথার! কাঁথার লগে হয়তো ছারপোকাও ফ্রি আসতে পারে। দেশের এখন যা অবস্থা হেইডা কিনলে সেইডা ফ্রি, বিয়ে করলে..... .....ফ্রি! আর সামান্য কাঁথার লগে ছারপোকা ফ্রি থাকবে এতে আর আশ্চার্য হওনের কি আছে?
আর নো টেনশন !!!!!!!!!! আমি আছিনা????????
-আপনি আছেন বইলাই তো ভরসা পাই না! সারাক্ষন খালি টেনশন আর টেনশন!!
আর তোমার পেট চুক্তি কে খায়!!!! আমি কত্ত কিছু বানাচ্ছি!!!!!!!!!!
-সব বোনই তো ভাইকে খাওয়ায়। কয়জন ভাই আছে যে তার বোন কে খাওয়ায়........!! আপনার জন্য একটা সুযোগ আসছে। মিস কইরেন না!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২
শায়মা বলেছেন: হাহা
এই নাও এই মাত্র বানানো বাকালাভা আর রেশমি কাবাব।
১৫৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
সাহসী সন্তান বলেছেন: উপরের টা আমার, তবে নিচেরটা নিলাম না। কারন একটু আগে দেখলাম নিচের টা সুমনদারেও দিছেন! আমি আবার অন্যের জিনিসের প্রতি লোভ দেখাই না।
তয় মজা হইছে মনে কয়, একটু চাইখা দেখুম নাকি?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫
শায়মা বলেছেন: এতগুলা কি একা খেতে পারবা?
অসুখ হবে তো!!!!!!!
তাই একটু ভাগাভাগি করে খেতে দিলাম আর কি !!!!!!!!!
১৫৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
সাহসী সন্তান বলেছেন: কথায় আছে না 'পেট ভরে তো নজর ভরে না'! তাই পারি আর না পারি ভাগের ভাগ ছাড়া ছাড়ি নেই। খাইতে না পারি পাঞ্জাবির পকেট কইরা বাড়িতে লইয় যামু, তয় অন্যরে দিমু না........!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
শায়মা বলেছেন: তুমি এত হিংসুটে!!!!!!!!!!!!!
আগে জানতাম না!!!!!!!!!!!!!
১৬০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১
সাহসী সন্তান বলেছেন: হিংসুটে কিনা জানি না, তবে নিজের ভাগটা বুঝে নিতে ভুল করি না। আর এটা যদি আপনার কাছে হিংসুটে মনে হয় তবে তাই!!
খাওয়ার ব্যাপারে আমি একটু বেশি কেয়ারফুল, আর সেটা যদি হয় আমার প্রিয় কোন খাবার তবে তো আর কথাই নেই!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: মিত্তিতা তেমাই দিয়ে বানাইতি ভাইয়ু!!!!!!!!
১৬১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
সাহসী সন্তান বলেছেন: "লেখক বলেছেন: মিত্তিতা তেমাই দিয়ে বানাইতি ভাইয়ু!!!!!!!!"
-এইটা কুনো কতা! তেমাই বোধ হয় পতা! খাওনের থময় থুদু মিত্তি নাগে!! এত মিত্তি খাওয়া যায়?
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮
শায়মা বলেছেন: দায় তো!!!!!!!!!!!!!!!!
আর থাথে আবাল কনডেন্সড মিলিক দেওয়া!
১৬২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
তন্দ্রা বিলাস বলেছেন: আররে!!! এত্তোগুলা খাবার! আপু খিদা লাগছে!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১
শায়মা বলেছেন: রোজার ঈদের ক্ষিধা কোরবানী ঈদে আপুনি!!!!!!!!!!!!
১৬৩| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেখেই জিভে জল এলো। ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
১৬৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৩
মাধব বলেছেন: অনেকদিন পর তোমার লিখা পড়লাম ও ভালো লাগলো।
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
শায়মা বলেছেন: কেমন আছো ভাইয়া? অনেকদিন পর তুমিও তো আসলে। এখন আসোনা কেনো ? অনেক ব্যাস্ত হয়ে গেছো বুঝা যাচ্ছে। অনেক ভালো থেকো।
১৬৫| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
মাধব বলেছেন: জীবনের প্রয়োজনে ব্যস্ততা বেড়ে গেছে তবে নিয়মিত ব্লগে আসবো।
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
শায়মা বলেছেন: আমার তো এ মাসে মরো মরো অবস্থা ছিলো। সব ছেড়ে ছুড়ে বনবাসে যাবো ভাবছিলাম। হঠাৎ হরতাল আর আজকের ছুটিটা একটু ঝামেলাকে শিথিল করে দিলো। অনেক ভালো থেকো ভাইয়া।
১৬৬| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
মাধব বলেছেন: হম। তুমিও ভালো থেকো।
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬
শায়মা বলেছেন: থাকবো ভাইয়া!
১৬৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নতুন কিছু না পেয়ে পুরানোটাই দেখলাম আর মোহিত হলাম আপুনি। ইস! বছরে ঈদ কেন মাত্র দুইটাই হয়?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১২
শায়মা বলেছেন: আপুনিমনি!!!!!!!!!!!!!
আরও নান্না বান্না করি তো! তবে পোস্ট দেইনা !!!!!!!
তোমার রান্না দেখাও আপুনি!!!!!!!!!
১৬৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হায় হায়! আমি আর রান্না
ভাবলেই পায় কান্না !!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
শায়মা বলেছেন: নো কান্না আপুনি!!!!!!!!!!!!!
না পারলে আমি আছি না!!!!!!!!!!!!!
১৬৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আহা হা , এরকম আপুনি যেন বাংলার ঘরে ঘরে থাকে !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: আপু তুমি কি বাংলাদেশে নাকি বিদেশে আছো এখন?
১৭০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমি তো গতবছরেই চলে এসেছি আপু।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
শায়মা বলেছেন: তাই বলো!!!!!!!! আমি ভেবেছিলাম এখনও বৈদেশ আছো!!!!!!!
১৭১| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০৭
মাহবুব আলী বলেছেন: অনেক পোস্টের ভিড়ে এটি ছাড়া ছাড়া পড়লাম। ছবি দেখে অবাক। ভালো লাগল। শুভকামনা।
০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৫৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
আর স্যরি এতদিন এই কমেন্ট না দেখার জন্য!
১৭২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: নাই হলো মা বসন ভুষন এই ঈদে আমার, আল্লাহ আমার মাথার মুকুট রাসুল গলার হার" কাজীদার গানের লাইন লিখে সার্স দিলাম; এইটা আইলো ক্যা?
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০
শায়মা বলেছেন: কাজীদা আমার দাদু ছিলো তো!!!!!!!!
তাই উনি উত্তরাধিকার সুত্রে আমাকে এইটা দিয়ে গেছেন!
১৭৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ!
চমৎকার!!
লোভনীয় তো বটেই!!!
২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৩৩
জেন রসি বলেছেন: এইটা কি আগেরটা???
না ওইটার প্রেতাম্মা???