নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
এ গল্পটা শোনেনি বা পড়েনি এমন লোক মনে হয় খুঁজে পাওয়া দুস্কর! আমার ছোটবেলার হাজার হাজার প্রিয় গল্পগুলির মাঝে এ অবিস্মরণীয় গল্পটি আজও আমার কাছে চির স্মরণীয় হয়েই আছে। গল্পটা আবারও আমি লেখায়,গানে আর আবৃতিতে পড়াচ্ছি, শোনাচ্ছি আর দিব্যচোখে দেখাচ্ছি! ঠিক আমার স্কুলের বেবিদের জন্য আমি যেভাবে গল্প বলি।
এক ছিলো দুষ্টু শেয়াল। খরস্রোতা এক নদীর আশেপাশের জঙ্গলেই ছিলো তার বাস।সেই নদীতে থাকতো এক কুমীর।কুমিরটা ভীষন বোকা আর তার ছিলো সাতটি ছানা।
এক যে শেয়াল দুষ্টু শেয়াল বড্ড পাজী ধূর্ত
দিন দুপুরে নদীর ধারে সকাল বিকাল ঘুরতো।
সেই নদীতে থাকতো কুমির সাতটি ছানা সঙ্গে
একটা হাসে একটা কাঁদে নানান রকম ঢঙ্গে!
কুমিরের সাতটি দুষ্টু দুষ্টু বাবুরা সারাদিন দুষ্টুমি করতো। কুমিরের খুব সাধ ছিলো তার বাচ্চাগুলো কোনো পাঠশালায় পড়ে মানুষ হোক। কিন্তু পাঠশালা ছিলো অনেক দূরে। মানুষের পাঠশালা ! সেথায় কি আর যাওয়া যায়! কুমিরের কোনো ধারনাই ছিলোনা। সে শুনেছে লজিং টিচার রেখে বাড়িতেও বাচ্চাদের পড়ালেখা শেখানো যায়। অনেকদিন আগে মানুষ বাড়িতে খানাপিনা আর থাকার বিনিময়ে এমন সব লজিং টিচার রাখতো যারা যে বাড়িতে থাকতো সে বাড়ির ছোট ছোট বাবুদেরকে পড়াতো আর নিজেরাও পড়ালেখা করতো।
সাতটি ছানা দুষ্টু ভীষন পড়াতে নেই মন যে
পাঠশালাটা যেটাও আছে সেটাও দূরের গঞ্জে।
কি আর করে কুমির মাটা উপায় যদি থাকতো
ছানা পোনার জন্য নাহয় লজিং টিচার রাখতো।
কুমির মায়ের মনে অনেক দুঃখ ছিলো। ওরা গরীব, ওদের হয়তো সাধ্য নেই কিন্তু স্বপ্ন তো আছে! কুমির মা স্বপ্ন দেখতো ছেলেরা ছাত্র আর মেয়েগুলো ছাত্রী হয়ে রোজ রোজ পাঠশালা যাচ্ছে আর অনেক পড়ালেখা করে অনেক বড় বড় মানুষ হচ্ছে। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যেত। আশা পূরণ হত না কুমির মায়ের তাই দুঃখে বুক ভেঙ্গে যেত তার।
গরীব ওরা সাধ আছে ঠিক নেইকো মোটেও সাধ্যি
কুমির মায়ের চোখ জুড়ে হায় করুণ সুরের বাদ্যি।
ছেলেগুলো ছাত্র হবে আর মেয়েরা ছাত্রী
কুমির মাটা স্বপ্ন দেখে সকাল দুপুর রাত্রী।
দিন কেটে যায়। সুদিনের চিন্তায় কুমির মায়ের মনে শান্তি নেই অথচ ছেলেমেয়েরা মনের আনন্দে নেচে গেয়ে খেলে বেড়াচ্ছে। এইভাবে কাটে দিন, কাটে রাত।কুমির মায়ের স্বপ্ন পূরণ হয়না।
আসবে কবে এমন সুদিন সেটাই মায়ের চিন্তা
দিন কেটে যায় ধিনাক পিনাক তাক ধিনা ধিন ধিন তা
তাক ধিনা ধিন ধিন যায়রে কেটে দিন
তাক ধিনা ধিন তাত যায়রে কেটে রাত।
অডিও লিঙ্ক-১ম পার্ট]
এইদিকে সেই যে নদীর তীরে বনটায় থাকতো শেয়ালটা। সে মাঝে মাঝেই নদীর ধারে মিষ্টি ফুরফুরে বাতাসে ঘুরতে যেত।নদীর হিমেল হাওয়া তার বড়ই প্রিয় ছিলো। সে হাওয়া তার মনটা উদাস করে তুলতো। তো একদিন তাই সে বিকেলবেলা নদীর তীরে বেড়াতে গেলো।
শেয়াল নাচে তাই রে না
আজকে যাবে বাইরে না
থাকবে নদীর ধারে, নদীর হিমেল মিষ্টি বাতাস
কেবল বারেবারে উদাস করে তারে, শেয়াল তাই দাঁড়িয়ে থাকে!!!!!!
এইদিকে ঠিক এ সময় কুমির মাটাও ডাঙ্গায় উঠেছে। শেয়াল তো কুমিরটাকে দেখে ভীষন ভয় পেলো।সে ভেবেছিলো কুমির বুঝি তাকেই ধরতে এসেছে বা কোনো কারণে কুমির তার উপরে রেগেছে। কি করবে এখন সে !
পায়ে পায়ে কুমির মাটা উঠে এলো ডাঙ্গায়
শেয়াল ভাবে কুমির বুঝি তাকেই চোখ রাঙ্গায়
কি করা যায় কি করা যায় কুমির কেনো রাগলো
হঠাৎ করে সেই শেয়ালের বুদ্ধি মাথায় জাগলো।
সে খুব ভয় পেলো কিন্তু সে খুবই চালাক ছিলো তাই তাড়াতাড়ি একটা বু্দ্ধি আটলো। কুমিরকে খুশী করতে সে বললো-
হুক্কা হুয়া হুক্কা হুয়া কেমন আছো মাসী
ইচ্ছে আমার অনেক দিনের আলাপ করতে আসি।
সুযোগ কি আর জোটে পাইনে সময় মোটে।
এই কথা শুনে বোকা কুমির ভাবলো নিশ্চয় এই শেয়ালটা তার অনেক দূরের নদীতে বাস করা বোনের ছেলে। হ্যাঁ ঠিক ওর মতনই তো লাগছে । আরে এইতো সেই পাবলো।
মাসী বলে কেরে আমায় ডাকে?
বোকা কুমির অবাক চেয়ে থাকে
শেয়ালটাকে দেখতে পেয়ে বোকা কুমির ভাবলো
এই বুঝি তার বোনের ছেলে নাম ছিলো তার পাবলো!
সে খুব খুশী হয়ে গেলো কিন্তু দুঃখ করে বললো!!!
পাবলো ওরে কোথায় থাকিস কত্ত বছর আসিসনা
আসলে এই মাসীকে তুই মোটেও ভালো বাসিসনা।
শেয়াল ভাবলো যাক বাঁচা গেলো। কুমিরকে সে বোকা বানাতে পেরেছে। আর তাই সে বললো তাকে অনেক ব্যাস্ত থাকতে হয়। অনেক পড়া লেখা করে অনেক বড় চাকুরী করছে সে। তার সময়ই হয়না এতটুকু যে আত্মীয় স্বজনের বাড়িতে একটু যায়।
শেয়াল ভাবে এই তো সুযোগ মাসী আমার মাসী গো
চাকরি করি সরকাররি তাই কেমন করে আসি গো
আমার নামের আশে পাশে কত রকম ডিগ্রী
ইংরেজীতে অনার্স নিতে যাচ্ছি বিলেত শিঘ্রী।
কি সাংঘাতিক! তারই বোনের ছেলে হয়ে পাবলো এত পড়ালেখা করেছে! এত বড় চাকুরী করছে! আবার ইংরেজীতে অনার্স নিতে সে খুব শিঘ্রীই বিদেশেও যাচ্ছে!!! হায়রে আর আমার বাচ্চাগুলো! কি হলো তাদের জীবনে ! তারা তো মুর্খ হয়েই রইলো!
কথা শুনে কুমির মায়ের উথলে ওঠে দুঃখ।
সাতটি ছেলে মেয়ে আমার রইলো হয়ে মুর্খ!
অডিও লিঙ্ক প্রাকটিস-২য় পার্ট
দুষ্টু শেয়ালের মাথায় আরও দুষ্টু বুদ্ধি জাগে। সে অবাক হয়ে বলে ও মাই গড!!!! আমার মাসীর ছেলে মেয়ে হয়ে তারা এখনও পর্যন্ত মূর্খ হয়ে রয়েছে!! এই কথা কি মানা যায়! আমি নিজেই যেখানে একটা পাঠশালা খুলে বসেছি পশুপাখির ছেলেমেয়েগুলোকে মানুষ করার জন্য আর সেখানে আমার নিজের মাসীর ছেলেমেয়েই পড়ালেখা করছেনা। এতো হতে পারেনা! এত কাছে আমার পাঠশালা অথচ আমার মাসীর তার বাচ্চাদের সেখানে পাঠানোর কোনো খবরই নেই!!! সে অবাক হয়ে বলে-
অবাক হয়ে শেয়াল বলে কি কথা জঘন্য!
এত্ত বড় পাঠশালাটা খুলেছি কার জন্য!
পাঠশালাটা এই তো কাছে অনেক ছাত্র ছাত্রী
আরাম হারাম করে আমি পড়াচ্ছি দিন রাত্রী।
শেয়াল আরও বলে খুব কম বেতন নিয়েই সে পশুপাখির বাচ্চাগুলোকে পড়াচ্ছে আর তার মাসীর বাচ্চাদের জন্য পড়ালেখা একদম ফ্রি! সে মাসীকে নিশ্চিৎ করে--
পশুপাখির ছানাগুলো মানুষ করার ইচ্ছে
বিনিময়ে নামমাত্র মাইনে ওরা দিচ্ছে!
তোমার কাছে মাইনে?
চাইতে পারি?
চাইনে!!!!
অডিও লিঙ্ক প্রাকটিস-৩য় পার্ট
এই কথা শুনে পরদিন কুমির মা টা বাচ্চাগুলোকে সাজিয়ে গুছিয়ে শেয়ালের কাছে দিয়ে এলো। তার পাঠশালাতে পড়ালেখা শিখিয়ে শেয়াল যেন বাচ্চাগুলোকে মানুষ করে তোলে-
সাত সকালে লাজুক লাজুক এবং ভীরু পায়
সাতটি ছানা সঙ্গে কুমির পাঠশালাতে যায়!
বেশ কিছুদিন পর---কুমির মায়ের মনটা কেমন যেন করছিলো- সে ভাবলো ---
অসুখ বিসুখ করেনিতো আমার কোনো ছানার?
দিন পনেরো পার হয়েছে সময় হলো জানার
কিন্তু ওরা কেমন আছে পাঠশালাতে মা ছাড়া?
দেখতে ভীষণ ইচ্ছে করে কথাও আছে তা ছাড়া---
তার মন একটু খুত খুত করছিলো।পাবলো তো তার বাচ্চাদের আপন ভাই না । বোনের ছেলে। ভালো মত খেয়াল রাখছে তো! নাহ একটু খোঁজ খবর নেওয়া উচিৎ! সে চললো শেয়ালের পাঠশালায়, বাচ্চাদেরকে দেখতে-
পাবলো আমার বোনের ছেলে ওদের আপন ভাইনা।
কুমির মায়ের মন ছটফট আজই কেনো যাইনা।
এইদিকে ---দুষ্টু শেয়াল মনের আনন্দে দু তিন দিন পর পর একটা একটা করে কুমিরের ছানাদের মজা করে খাচ্ছে! বাকী রইলো মাত্র একটা ছানা।
দুষ্টু শিয়াল ধূর্ত শেয়াল ভীষন মজা পাচ্ছে।
দুতিনদিন পরপরই সে কুমির ছানা খাচ্ছে।
ছটি ছানা সাবাড় হলো সাতটি ছানার মধ্যে
পাঠশালাটা চলছে ভালোই পদ্যে এবং গদ্যে
এদিকে কুমির বাচ্চাদেরকে দেখতে এসেছে দেখে তো শেয়াল মহা চিন্তায় পড়লো! এখন কিভাবে সাত বাচ্চাকে দেখাবে সে! সে বুদ্ধি খুঁজতে লাগলো! কিন্তু উপরে উপরে খুব বিরক্তি দেখালো । বললো আরে পাঠশালাতে এইভাবে রোজ রোজ যখন তখন বাচ্চা দেখার নিয়ম নেই তুমি চলে যাও মাসী!
কুমির এলো দেখতে ছানা
শেয়াল বলে দেখতে মানা।
মাস পেরোলে শেষে, দেখে যেও এসে----
কিন্তু কুমির মায়ের আজ মনটা কেমন কেমন করছে। সে বললো না বাবা আমার খুব মন খারাপ লাগছে । প্লিজ একটুখানি দেখা।
কুমির মায়ের দুচোখে জল ঝরে
ওদের জন্যে বুক ছটফট করে।
ওদের ছাড়া কেমনে থাকি একা
পাবলোরে তুই একটুখানি দেখা।
কুমিরের কান্নাকাটি দেখে না পেরে শেয়াল বললো । ওকে দাঁড়াও ওদেরকে আমি নিয়ে আসছি কিন্তু তুমি খবরদার ভেতরে আসতে পারবেনা। পাঠশালার ভেতরে মায়েদের ঢোকার নিয়ম নেই। শুধু বাচ্চারাই সেখানে থাকে নইলে অন্য বাচ্চাদের ডিস্টার্ব হয়। সে ভীষন বিরক্ত ভাব দেখালো । কুমির মা টা একটু লজ্জাও পেলো , ভয়ও পেলো কি ভুলটা বুঝি সে করে ফেলেছে।
শেয়াল বলে কি মুসকিল মাসী
আচ্ছা দাঁড়াও ওদের নিয়ে আসি
বাইরে থেকেই দেখবে তুমি ভেতর আসা বারণ
কারণ আছে কারণ!!!!
এরপর-
কুমির মা টা দাঁড়িয়ে থাকে বাইরে
পাঠশালাতে ঢোকার কোনো নিয়ম নাকি নাইরে!!!
দুষ্টু শেয়ালটা এরপর একটি ছানাকেই ১ বার, ২ বার, ৩ বার এইভাবে করে ৭ বার জানালা দিয়ে দেখিয়ে বলে এই তোমার সাত ছানা।
দুষ্টু শিয়াল বন্ধ ঘরের জানালাটা খুলে
সাতটি ছানা দেখায় মাকে একে একে তুলে
কুমির মাটা হদ্দ বোকা বুঝতে কি আর পারে
ধূর্ত শেয়াল একটি ছানায় দেখায় বারেবারে!
বোকা কুমির কিচ্ছু বুঝতে পারেনা। সে একটা ছানাকেই সাত বার দেখে সাতটি ছানাই দেখেছে ভেবে খুশী মনে বাড়ি ফিরে যায়।
বোকা কুমির খুশী মনে বাড়ির দিকে যায়
ধূর্ত শেয়াল দারুন খুশি ডিগবাজি সে খায়।
অডিও লিঙ্ক প্রাকটিস-৪র্থ পার্ট
তারপর একমাস পরে কুমির আবার দেখতে এলো বাচ্চাদেরকে। কিন্তু একি!!!!----
তারপর ঠিক ঠিক এক মাস পরে
দেখে শুনে কুমিরের চোখে জল ঝরে
ছানা নেই পোনা নেই নেই পাঠশালা
দরজায় ঝুলে আছে ইয়াব্বড় তালা!!
বোকামীটা বুঝতে পেরে নিজে
কুমির মাটা কাঁদতে থাকে কি যে!!!
কুমির মা টা বুঝলো ধূর্ত শেয়াল তাকে বোকা বানিয়ে তার সাত ছানাকেই খেয়ে ফেলেছে! সে ভীষন দুঃখ পেলো। তার চোখের জলে নদীতে বন্যা এসে গেলো।
অডিও লিঙ্ক প্রাকটিস ৫ম পার্ট
অনেকদিন পর----
একদিন শেয়াল পানি খেতে চুপি চুপি নদীতে নেমেছে। কুমির অনেকদিন অপেক্ষা করেছিলো কিন্তু কোনোভাবেই তার হদিস পাচ্ছিলোনা। সে পানির নীচে লুকিয়ে ছিলো । যেই না শেয়াল পানি খেতে নদীতে নামলো অমনি কুমিরটা তার পা খেক করে কামড়ে ধরলো!
একদিন শেয়ালের পেলো খুব তেষ্টা
নদীতেই পানি খেতে করলো সে চেষ্টা
কুমিরটা টের পেয়ে পাটি চেপে ধরলো
শেয়ালটা বুঝলো কি বোকামি সে করলো।
ত----খ---ন----
অমনি শেয়াল বুদ্ধি করে বলে
ফাঁদ পেতেছো কুমির তলে তলে !
কিন্তু বোকা মনে করে পাটি
ধরলে কিনা আমার হাতের লাঠি!
কুমিরের এই কথা শুনে বোকা কুমির ভাবলো হায় হায় ধ্যাৎ কি যে ভুল করলাম! ভুল করে পা না ধরে শেয়ালের লাঠি ধরে ফেলেছি!!! নো প্রবলেম এখুনি তার পা কামড়ে ধরছি! আজ পালাবি কোথায়!!! শেয়াল তোর রক্ষা নাই!!!! কিন্তু----
কুমির ভাবে হলেও হতে পারে
পা ধরতে লাঠিটা যেই ছাড়ে
অমনি শেয়াল দৌড়ে ডাঙ্গায় ওঠে
উর্ধশ্বাসে উল্টো দিকে ছোটে।
কুমির অবাক হয়ে দেখে-- শেয়াল পালিয়ে গেলো----
ছুটতে ছুটতে শেয়াল গেলো বনে
কুমির মা টা কাঁদছে ক্ষনে ক্ষনে!!!!!
অডিও লিঙ্ক ৬ষ্ঠ পার্ট
তার আর তখন কিছুই করার নেই!!! কুমিরটা আজও কাঁদছে!!! ছেলেমেয়েদেরকে হারানোর দুঃখে আবার শেয়ালের উপর প্রতিশোধও না নিতে পারার শোকে!!!
মোরাল অব দ্যা স্টোরী- দুষ্টু লোকের মিষ্ট কথায় ভুলতে নেই।
ঈদের পরে ঈদ পূনর্মিলনী এক অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট বেবিদেরকে নিয়ে এই গল্পের গীতি-নৃত্যনাট্য মঞ্চায়ন করতে যাচ্ছি। বিশেষ করে আহমেদ জি এস ভাইয়াসহ সকলের মতামত আর দোয়া চাই। সবাইকে ঈদের শুভেচ্ছা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪
শায়মা বলেছেন: না পড়েই ঈদের অনুষ্ঠানে যোগ করে দিলে!!!!!!! পার্শিয়ালটির জন্য কিন্তু আন্টি মারবে তোমাকে ভাইয়া!
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১
সচেতনহ্যাপী বলেছেন: থাকতে না পারার দুঃখে পড়েই বিদায় নিলাম।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪
শায়মা বলেছেন: কোথায় থাকতে পারলে না??
ভাইয়া কি বলো ???
হা হা
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২২
জেন রসি বলেছেন: মোরাল অব দ্যা স্টোরী- দুষ্টু লোকের মিষ্ট কথায় ভুলতে নেই।
দুষ্ট লোকদের চিরতার রস খাওয়ার পরামর্শ দেওয়া যাইতে পারে!!!তাহলে তিতা আর মিষ্টির বিক্রিয়ায় বোবা হয়ে যাবে!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬
শায়মা বলেছেন: ওকে এরপরের গল্প হবে দুষ্টলোকের কপালে কেমনে চিরতার শরবৎ গলা দিয়ে ঢুকে আর মিষ্ট কথার কার্য্যসিদ্ধির উদ্দেশ্যে উদ্দেশিত বিক্রিয়ায় বোবা বানায় দেয়!
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৮
কালীদাস বলেছেন: আহ, মেলা ছুটু থাকতে শুনছিলাম
যাউকগা, শুভকামনা থাকল, কিপ রকিং
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৭
শায়মা বলেছেন: ভাইয়া এবার আমার অডিও গুলো শোনো। ১মটা দিতে পারছিনা এইখানে!
2nd3rd4th5th
6th
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩০
জেন রসি বলেছেন: শিয়ালের জন্য কিছু কুকুর আনা যাইতে পারে!!! কুমির দিয়া শিয়াল নিধন হবে না!!শিয়াল দিয়া বরং হাল চাষ করানোর চেষ্টা করা যাইতে পারে!!! আর কুমির নাকি মাঝেমাঝে নিজেই নিজের বাচ্চা খাইয়া ফেলে!!!এইটা নিয়া কি যেন একটা প্রবাদ আছে! ভুলে গেছি!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১
শায়মা বলেছেন: হায় হায় কুমির তো দেখছি আসলেও বোকা!!!!!!!! নিজের বাচ্চা নিজেই খায়!!!!!!!!!
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৩
জেন রসি বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: থাকতে না পারার দুঃখে পড়েই বিদায় নিলাম।।
হা হা হা........
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪২
শায়মা বলেছেন: মনে হয় না পড়ার দুঃখে বলতে চেয়েছিলো ভাইয়া।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৩
গুলশান কিবরীয়া বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা । খুব সুন্দর একটি আয়োজন ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপু! ঈদের পরে হবে আমাদের অনুষ্ঠানটা।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১
সুমন কর বলেছেন: অনেক আগে শুনেছিলাম.......ভুলেই গেছিলাম... মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
আর কিসের পার্শিয়ালটি !! এমন চমৎকার এবং শিক্ষনীয় পোস্ট অবশ্যই ঈদের সংকলনে সংযুক্ত হবে। পারলে ঐ আন্টি একটা লিখে দিক..
পোস্টে ৪র্থ প্লাস।
এ্যাড করে এসেছি। অগ্রীম ঈদের শুভেচ্ছা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৩
শায়মা বলেছেন: ঠিক ঠিক ঠিক সবাইকে শিক্ষা দীক্ষা দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য ভাইয়া!
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১
জেন রসি বলেছেন: কুমিরের সাতটা বাচ্চার একটা বাচ্চার পার্ট আপনি নিয়েন!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৫
শায়মা বলেছেন: ঐ তাইলে তো মানুষ মাইর দেবে!!!!!!!!! কুমিরের দাদী থাকলে হওয়া যেত!
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৫
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ঐ তাইলে তো মানুষ মাইর দেবে!!!!!!!!! কুমিরের দাদী থাকলে হওয়া যেত!
মানুষ মাইর দিবে না!!!!! মানুষ বরং সত্য অনুধাবন করতে পারবে!!!! কুমিরের দাদীর পার্ট কাকে দেওয়া যায় চিন্তা করতেছি!!!!ইদানীং ব্লগে জেন্ডার পরিবর্তনে আগ্রহী এমন একজনকে দেখা যাচ্ছে!!!তাকেও দেওয়া যাইতে পারে!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৭
শায়মা বলেছেন: জেন্ডার পরিবর্তনে আগ্রহী মানে!!!!!!! বুঝলাম না ভাইয়ু!!!
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৩
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: জেন্ডার পরিবর্তনে আগ্রহী মানে!!!!!!! বুঝলাম না ভাইয়ু!!!
মানে হইছে এক বলদ আছিল!!!তাকে দিয়া হাল চাষ করানো হইত!!!কিন্তু অতিরিক্ত আন প্রোডাক্টিভ গোবর প্রডিউস করায় তাকে বিতাড়িত করা হয়!!!!সেই বলদের এখন মনের দুঃখে আন্টি হওয়ার সখ হইছেন!!! বাদ দেন!!!! আপনি তারে চিনবেন না!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯
শায়মা বলেছেন: আমার নেটে কি যে প্রবলেন হলো! বার বার লগ আউট হয়ে যাচ্ছে!
বলছিলাম সেই আন্টির কথা বলছো যে আঙ্কেল হয়ে পিঠে ডানা সেটে আকাশে উড়তে চায়??? গত বছরও তার এমন সাধ হয়েছিলো তবে সেবার তিনি নামের আগে স্যুইট লাগিয়েছিলেন। তখন জানতামনা একমাত্র মাঝে মাঝে তারই জেন্ডার চেঞ্জ হয়!
আরও একজন ফেসবুকিও ঘটন অঘটন নিয়ে রম্য লেখার ব্যার্থ চেষ্টা মানে ব্যার্থ বলছি একারণে যে রম্য লিখতে গিয়ে কুটনামি বদনামি বা স্বভাব সিদ্ধ কেচালবাজি বের হয়ে যায় তিনাকেও জানতাম না যে ইনিরই কাজ! যাইহোক মানুষ চিনতে কেউই পারেনা এত সহজে !!!!
কি বলবো দুস্কেরও কথা
হস্ত পদ কর্ন মাথা নাইরে !!!!!!!!!!!
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: কাল ঈদ আমাদের এখানে। ঈদ নিয়ে দৌড়ের উপর আছি। পোস্ট পড়ি নি। ফ্রি হয়ে কাল পড়ব।
ঈদের শুভেচ্ছা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
শায়মা বলেছেন: ভাইয়া! কতদিন পর!!! ঈদ মুবারাক!!!
ভালো থেকো অনেক অনেক !!!
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:২০
মহান অতন্দ্র বলেছেন: শৈশবে ফিরলাম যেন। ভাল লাগলো আপু।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪১
শায়মা বলেছেন: আপুনি এই কাব্য নাট্যের সাথে বেবিদের দিয়ে কাজ করানো হবে! ভালো হবেনা বলো??? অনেক অনেক থ্যাংকস আর ঈদের শুভেচ্ছা তোমাকে!
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পরিপাটি নতূন পোষ্ট
ছন্দে মজার ছড়া,
বাড়তি মজা লিংকগুলো সব
আপুর হাতেই জুড়া।
লিংক শুনেছি,লোড করেছি
কন্ঠ কতো মিষ্টি,
আবৃতি এক শিল্প জটিল
কন্ঠে কিস্সা সৃষ্টি।
স্তব্ধ আমি,রুদ্ধ বাকে
কমেন্ট কি আর করবো যে,
আপু তুমি গ্রেট আপুনি
কি বলতে চাই নাও বুঝে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮
শায়মা বলেছেন: আই লাভ ইউ ভাইয়া তোমায়
ইউ লাভ মি টু
তাইতো আমি যা লিখি তাই
বলছো ভালো খুব!
আসলে তা অংবং আর
কানা বগীর ছা
সেসব আমি খুবই বুঝি
ভালোই বুঝি তা।
তবুও কথা সত্যি জানো
লিখতে লিখতে আমি
হয়ে গেছি সবার কাছে
অনেক অনেক দামী।
আশে পাশে আছেন যারা ( মানে আমার পরীর দেশে)
ছড়া লিখতে হলে
ঠিক আমাকে খুঁজে পেতে
আনবেন ঠিক ধরে।
লিখতে হবে নাটক কোনো
লিখতে হবে গান
শায়মা পাজী কোথায় গেলো
আন ধরে তার কান!
লিখালিখি খেলতে গিয়ে
অনেক মজা হলো
ভেড়ার মাঝে মেড়া আমার
দামটা বেড়ে গেলো।
আগে থেকেই ছিলাম আমি
গায়ে না মানা মোড়ল
এখন অনেক বাড় বেড়েছে
আমি হেন তেনো!!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাহাহা
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ঐ তাইলে তো মানুষ মাইর দেবে!!!!!!!!! কুমিরের দাদী থাকলে হওয়া যেত!
মানুষ মাইর দিবে না!!!!! মানুষ বরং সত্য অনুধাবন করতে পারবে!!!! কুমিরের দাদীর পার্ট কাকে দেওয়া যায় চিন্তা করতেছি!!!!ইদানীং ব্লগে জেন্ডার পরিবর্তনে আগ্রহী এমন একজনকে দেখা যাচ্ছে!!!তাকেও দেওয়া যাইতে পারে!!!!
রসি ভায়া ঠিক বলেছো
তোমার সনে এগ্রি
ঘাড় ধরে দাও পরীমনিকে
দাদীর পার্টটি শিঘ্রী
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৮
শায়মা বলেছেন: না না বাবা চাইনা আমি
ধারে কাছেও এমন জন
অনেক আমার শিক্ষা হলো
নাকে ক্ষত দিচ্ছি এখন!
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১০
জেন রসি বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন:
রসি ভায়া ঠিক বলেছো
তোমার সনে এগ্রি
ঘাড় ধরে দাও পরীমনিকে
দাদীর পার্টটি শিঘ্রী
কখন কবে কাহার সনে
কে কোথায় মগ্ন
তাই দেখে পরী আঙ্কেলের
হৃদয় হয় ভগ্ন!!!!
মনের দুঃখে তাই সে
হতে চায় মাইয়া
আঙ্কেল থেকে আন্টি হতে
হয়ে যায় ছাইয়া!!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
শায়মা বলেছেন: ভাবছি এবার কষ্ট তারে
আর দেবোনা আমি
নিজেই গিয়ে ধরা দেবো
এই এসেছি আমি!
বলবো ওগো প্রানেশ্বরো
অনেক হলো খেলা
গালাগালি প্রানপাতেতে
জীবন হেলাফেলা।
মুখোশ পরে নৃত্য করে
ধিতাং ধিনা নেচে
ভুতের মত সং এর সাজে
আবল তাবল বেশে।
শেষে কিনা সাইয়া সাজে
আসতে তোমার হলো
ও মাই গড শেষ কালেতে
এও বাকী ছিলো?
হিরোর মত লম্ফ ঝম্ফ
ছেড়ে কিনা তুমি
এই সাইয়া বেশেতে এখন
করছো পেনপেনানি ?
দুঃখে আমার কলিজা ফাটে
এও ছিলো মোর ঘটে?
তুমি গালিবাজ সাইয়া হলে আজ
তুমি আজ চোর বটে!
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: না না বাবা চাইনা আমি
ধারে কাছেও এমন জন
অনেক আমার শিক্ষা হলো
নাকে ক্ষত দিচ্ছি এখন!
ঠিক বলেছেন!!!!!সেই একজনকে পার্ট দিলে মাইকে টুট টুট আওয়াজ ছাড়া কিছু শুনা যাবে না!!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫১
শায়মা বলেছেন: হায় আল্লাহ তাইলে তো দর্শকেরা কিছুই বুঝবেনা।
১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
কাবিল বলেছেন: দারুন হয়েছে আপু, গল্পটা ছন্দে ছন্দে বাচ্চাদের সামনে উপস্থিত করায় আরও সহজলভ্য হয়েছে।
এই না হোল শিক্ষা গুরু।
ঈদ মোবারক।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০০
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!
ঈদের পর এই অনুষ্ঠান তাই ঈদের ছুটিতে প্রিপারেশন প্রাকটিস করে রাখলাম ভাইয়া!!!
১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১
জেন রসি বলেছেন: গীতি-নৃত্যনাট্য কি ভাবে হবে? চরিত্র কয়জন থাকবে?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
শায়মা বলেছেন: একজন ঢোলক বাদক
৪ জন সঙ্গী
ঢোলকবাদক প্রথম প্যারাটা নাচের সাথে পরিবেশ করবে সাথে চার সঙ্গী। তখন আসবে শেয়াল টা হলো ৬ জন।
আরেক সাইডে আসবে পান্তাবুড়ি লাঠি হাতে সে বলবে-
সেই নদীতে থাকতো কুমির সাতটি ছানা সঙ্গে-----
তখন আসবে কুমিরটা। হলো ৮ জন সাথে ৭ ছানা মোট ১৫জন ।
আমার আরও ৫ জন কে ঢুকানোর দরকার । কই যে দেই জানিনা। ভাবছি একটাকে গাছ আরেকটাকে পাতা আরেকটাকে ফুল বানায় দাঁড়া করায় রাখবো!
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটা পড়ে কুমিরের জন্য খুবই খারাপ লাগলো! বাচ্চারা এটা সইতে পারবে তো?
যাহোক, শুভ কামনা রইলো । ঈদ মোবারক
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১০
শায়মা বলেছেন: ভাইয়া বাচ্চাদেরকে ছোট থেকেই শিখতে হবেনা!!!!!!! নইলে তো বড় হয়ে মিসের মত বিপদে পড়বে!
ঈদ মোবারক ভাইয়ামনি! ভালো থেকো অনেক অনেক!
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: একজন ঢোলক বাদক
৪ জন সঙ্গী
ঢোলকবাদক প্রথম প্যারাটা নাচের সাথে পরিবেশ করবে সাথে চার সঙ্গী। তখন আসবে শেয়াল টা হলো ৬ জন।
আরেক সাইডে আসবে পান্তাবুড়ি লাঠি হাতে সে বলবে-
সেই নদীতে থাকতো কুমির সাতটি ছানা সঙ্গে-----
তখন আসবে কুমিরটা। হলো ৮ জন সাথে ৭ ছানা মোট ১৫জন ।
আমার আরও ৫ জন কে ঢুকানোর দরকার । কই যে দেই জানিনা। ভাবছি একটাকে গাছ আরেকটাকে পাতা আরেকটাকে ফুল বানায় দাঁড়া করায় রাখবো!
এক কাজ কইরেন!!আসল শিয়াল আর আসল কুমির ধইরা নিয়া আসেন!! সাথে কুমিরের সাতটা বাচ্চা!!! তারপর সবগুলোকে ষ্টেজের উপর উঠাইয়া দিবেন!!!
আপনি ষ্টেজের বাইরে থাইকেন!!!এমন ভাবে থাকবেন যেন কুমির আপনাকে গাছ মনে করে!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
শায়মা বলেছেন: ঐ তার মানে তুই বলতে চাস আমি এইসব স্টেজে উঠাই দিয়ে তারপর আড়ালে লুকাই থাকি তাইনা!!!!!!!!
কোডিং কিন্তু ব্রেক করে ফেল্লাম!!
এইবার তোমাকে শিয়াল নয়তো কুমিরের সামনে ফেলে দেবো!!!!!!!!!!!!
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
ক্রিবিণ বলেছেন: বোকা কুমির ধোকা খেলু/ শেয়াল পন্ডিতের বুদ্ধিতে।/ ছড়ার গাঁথন জমকালো,/ এসেছি আমি সুদ দিতে।। / ভুল বলেছি, সুদ হবেনা,/ ভুল মানসে বুদ হবেনা,,/ ছড়ার মায়া লুট হবেনা,,/ গল্প খেয়া ছুট হবেনা।। / এই আসরে যা পড়েছি আমি,/ লিখতে থাকো এমন লেখা তুমি।/ আশা রাখি, অনুষ্ঠানটি বেশ হবে,/ অজস্র ঈদ শুভেচ্ছা সাথে রবে।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
শায়মা বলেছেন: ক্রিবিনভায়া যাচ্ছে বুঝা
তুমি ছড়ার সমঝদার
তাই তো ছুটে আসলে
হেথায় গড়তে ছড়া মজাদার।
গড়গড়িয়ে লিখতে থাকো
রেলগাড়ি এই ছড়া
কালকে ঈদ আনছি আমি
থাইয়ান চিকেন বড়া!
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সেই প্রাচীন কালের গৎবাধা চালাক শিয়াল আর বোকা কুমির । শিক্ষনীয় গল্পের মানদন্ড হয়ে থাকলো । মানুষকে শিখাতে কুমির আর শিয়ালের ব্যবহার ।বাস্তবে শিয়াল হিংস্র পশু নয়। অথচ কুমির মাংশাসী । প্রিডেটর ।ভয়ানক।
াা
ভেবেছিলাম এবারে গল্পে গর্তে পরা হাতী আর হুলো বিড়াল থাকবে । এই ভেরিয়েশন আনলে আরো ভাল হতো ।
অনুষ্ঠানের সাফল্য কামনা করছি ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
শায়মা বলেছেন: ঠিক বলেছো এবার হবে
গল্পে পড়া হাতী
হাতীর সাথে হুলোও রবে
তারা দুজন সাথী।
তুমি একাই ডাবল রোলে
এক্টিংটা করো
হাতীর সাথে হুলোর ফাইট
আছাড় খেয়ে মরো!
২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
লালপরী বলেছেন: আপু আপনি আমার অনেক অনেক প্রিয় এক আপু । আপনার সব লেখা আমার ভালোলাগে । তবে সেলিম আনয়ার ভাই এর সাথে একমত আপু । এক কিন্ডারগার্টেন স্কুলে কিছুদিন হলো টিচিং করি । সেখানকার বাচ্চারা এসব গল্প শুনলে বলে 'মিস নতুন গল্প বলেন, শিয়াল কি পড়তে জানে' ? আপু আজকালকার বাচ্চারা অনেক চালাক
তবে লেখা ভালো লাগছে । ইদ মোবারক আপু ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
শায়মা বলেছেন: তুমিও আমার প্রিয় কারণ তুমি পরী! নিজের মত পরী!!!!!! তুমিও বেবিদেরকে পড়াও!!!!!! আমিও!!!!!!
বাচ্চাদেরকে গল্প শুনানোর অনেক মজার ব্যাপার আছে!!!!! আমি এটা নিয়ে ট্রেইনিং করেছি এবং এখন করাই!!! আমি একই সাথে অনেক রকম ভয়েস দেওয়াও শিখেছি এখন ! হাহাহাহা
তোমাকে আমার জায়নামনির গল্প পড়াতে হবে বুঝতে পারছি! আজকালকার বাচ্চারা কেমন চালাক আর কেমন বোকা বানাতে পারে সে এক জায়নামনির গল্প পড়লেই জেনে যাবে!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
শায়মা বলেছেন: Click This Link
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪
শায়মা বলেছেন: আপু এইটাও দেখো!!!!!!
http://www.somewhereinblog.net/blog/saimahq/29943960
২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লিখেছেন, ভাল লেগেছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!! ঈদ মুবারাক! ভালো থেকো অনেক অনেক!!!!!!!
২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ঐ তার মানে তুই বলতে চাস আমি এইসব স্টেজে উঠাই দিয়ে তারপর আড়ালে লুকাই থাকি তাইনা!!!!!!!!
কোডিং কিন্তু ব্রেক করে ফেল্লাম!! (
এইবার তোমাকে শিয়াল নয়তো কুমিরের সামনে ফেলে দেবো!!!!!!!!!!!!
নাট্যকলা ছাইড়া হ্যাকার হওয়ার কি দরকার ছিল????
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
শায়মা বলেছেন: তোমার মত জিনিয়াস ভাইয়াজানের সঙ্গদোষে হ্যাকার হয়ে গেছি!!!!!!!
অসৎ সঙ্গে ........হ্যাকারবাস
২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: শিয়াল আর কুমিরের প্রেম হয়ে যাক । নতুন ছানায় ভরে যাক জল স্থল ।সব ।
শিয়ালের মন আছে ,মন আছে কুমিরের
কি আছে মানে বল প্রেম হারা জীবনের ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
শায়মা বলেছেন: উফ!!!!!!!!!!!!!!
মানুষের মাথায় নাকি থাকে ভরা গোবরে
মাঝে মাঝে জানি তাহা লেখা থাকে খবরে
তোমার মাথাতে কি প্রেম ছাড়া কিছু নেই?
নির্বোধ অগা বগা সব্বার পিছু নেয়!!
শোনো ভায়া বলি এক কথা অতি সত্যি
এইবার বিয়ে করো খাঁটি কথা রত্তি।
আমাদের তারপর করে ফেলো ইনভাইট
তোমার এই বিরক্তিতে নো মোর এনি ফাইট!
আর একবার যদি শুনি গাধারাম হাদা কথা
কুত্তা লেলিয়ে দেবো ভাঙ্গবে তোমার মাথা!!
কিছু না বলে বলে বাড় বেশি বেড়েছে
গাধামিও কম কথা নিলাজতা বেড়েছে।
মানুষ এত এনোইং হয় বুঝি কেমনে?
তোমারে না দেখলে জানা হত নাকো জীবনে।
মান সন্মান নিয়ে লেখো পড়ো কথা কও
না যদি পারো তবে এই বেলা দূরে যাও!!!
২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: তোমার মত জিনিয়াস ভাইয়াজানের সঙ্গদোষে হ্যাকার হয়ে গেছি!!!!!!!
অসৎ সঙ্গে ........হ্যাকারবাস
সঙ্গ কোন ব্যাপার না!!! যাহা প্রকাশিত হয় তা আসলে সুপ্তই থাকে!!!
শুধু প্রভাবক পাইলেই ব্যাপ্ত হয়ে যায়!!!!
সৎ সঙ্গ, অসৎ সঙ্গ এগুলো আপেক্ষিক ব্যাপার!!!!
যেমন হিটলারের ভালো বন্ধু গোয়েবলেস আবার ফিদেল কাস্ত্রোর চে!!!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
শায়মা বলেছেন: উফ এই পন্ডিৎটাকে নিয়ে কই যাই!!!!!!!!!
ওকে ওকে ওয়েটিং ফর মাই রিকি পন্ডিৎ আপুনি!!!!!!!!!!
আসুক আমার জামাই বাবা, সাহসীভাইজান!!!!!!!!!!!
২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: উফ এই পন্ডিৎটাকে নিয়ে কই যাই!!!!!!!!!
ওকে ওকে ওয়েটিং ফর মাই রিকি পন্ডিৎ আপুনি!!!!!!!!!!
আসুক আমার জামাই বাবা, সাহসীভাইজান!!!!!!!!!!!
কোথাও যাওয়া লাগবে না!!!!!
একটু পর আমি নিজেই চলে যাচ্ছি!!!!!!!
সাহসী ভাইজান আর আপনার জামাইবাবা মনে হয় এখন গরু নিয়া দৌড়ের উপর আছে!!!!!!!
আর রিকি আপু নিশ্চিত গরুর বৈজ্ঞানিক নাম নিয়া গবেষণা করতেছেন!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩
শায়মা বলেছেন: যেখানে যাচ্ছো সেখানে কি নেটওয়ার্ক নাই ভাইয়ু!!!!!!!!!!
যেখানেই যাও নেটখানা সাথে নিয়ে যাও ভাইয়াজান!!!!!!
আর তিনারা গরু নিয়ে দৌড়ায় আসতে আসতে আবার গরুর খানাপিনার সময় হয়ে যাবে। খানাপিনা করে গরুকে ঘুম পাড়িয়ে আবার কালকে কাটাকাটি !!!!!!!!!!
যাইহোক ঈদ মুবারাক!!!!!!
৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গরু কিনলাম আজকে ! দৌড়ের উপ্রে আছি , শায়মাকে শুধু ঈদ মোবারকটা জানাতে এলাম
তারপরও পড়ে ফেলেছি , শোনা হয়নি ।
আবার আসবোরে --------------------------------------------------------
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
শায়মা বলেছেন: শুনে ফেলো ভাইয়া! আর শুধু শুনবেইনা বাবুদেরকেও শোনাবে অবশ্যই। ঈদ মুবারাক তোমার বাসার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা!
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: শুনো । সব দোষ কুমিরের । শিয়ালকে একটু আদর করে খাইয়ে দিলেই হত ।তাহলে সে আর কুমির ছানা খেত না । শিয়াল তো বুদ্ধিমান ।তারে খামাখা ভিলেইন বানানো ঠিক হয়নি । যাই হোক তারপরও কুমিরের জন্য মায়া লাগছে ।
এখন সে ছানা পাবে কই।
শিয়াল ও প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ।ছানা উৎপাদনের কোন সম্ভাবনা নেই ।
ঈদের মধ্যে শিয়াল বেচারা খাবে কি ?
কুমিরটা গর্ভবতী হয়ে থাকলে ভাল হত ।তাহলে হয়তো খাবারের নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হতো। শিয়ালের জন্য শুভকামনা ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
শায়মা বলেছেন: তুমি কমেন্ট লেখার সময় কি চিন্তা করে লেখো নাকি আবোল তাবল যখন যা মাথায় আসে তাই বলে বসে থাকো?? খোদা তায়া কি লাজ লজ্জা জিয়ান বু্দ্ধি কিছুই দেয়নি???
এই বুদ্ধি নিয়ে সমাজে চলো কেমনে আল্লাহই জানে।
৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: রূপকথার গল্প বলে আর বাচ্চাদের ভুলানো যায়না!!
ভাবতে অবাক লাগে কি সহজ আর সরল ছিলাম আমরা,
সেই তুলনায় বর্তমান পিচ্ছিদের কাছে বারে বারে
পরাজিত হচ্ছি বুদ্ধির খেলায়। প্রশ্ন জাগে কারা ভালো
ছিলো আমরা না বর্তমানের পিচ্চিরা !!
আসলে "বিশ্বাসে মিলাম বস্তু
তর্কে বহু দূর...................."
ধন্যবাদ আপু শিশুতোষ গল্পের
কাব্যিক রূপের জন্য। তবে বর্তমানের
শিশুরা মজা পাবে কিনা গ্রান্টি দিতে পারছিনা!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া এখন রুপকথা বললে বলে ধ্যাৎ রাক্ষস আবার কি? সব মিথ্যা কথা!!!
তোমাকেও অনেক অনেক থ্যাংকস ভাইয়া! ভালো থেকো অনেক অনেক ! ঈদ মুবারাক!
৩৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
এস কাজী বলেছেন: শীট ম্যান, আমি এ লেখা এত বাদে দেখলাম কেন? লেখা তো পড়লাম। কিন্তু কমেন্টগুলো কবে পড়ব! উফফ এমনিতেই গরু নিয়ে বিজি। মা'জান কই তুমি? ছোট্টবেলার এত্তগুলা ছরিতা মনে করিয়ে দিলে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
শায়মা বলেছেন: বাবা!!!!!!!!!!!!!!!
আমি তো তোমার জন্য ওয়েটিং করতে করতে চিকেন স্যাটে আর একটু হলে পোড়াই ফেলতাম বাবাজান!!!!!!! গরু নিয়ে বিজি কেনো??? তুমি কি গরুর সাথে খেলাধুলা করিতেছো বাবাজি???
৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
এস কাজী বলেছেন: আর আমার মতামত তো চাওনি। তারপর ও ভাবলাম দিয়ে দেই। খুব ভাল হবে, করে ফেল। আর ভিডিওটা আপলোড দিও। ছোট্টবেলার শেয়াল সামার কথা খুব মনে পড়ল
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
শায়মা বলেছেন: ঐ শেয়াল সামা কি ?? তুমি কি তোমারে শ্বাশুড়ি আম্মার নামে শিয়ালের নাম দিবা নাকি!!!!!!!!!!!!!!!!!! যাও এই অপরাধে এই ঈদে ডায়ামন্ড ওয়ার্ল্ড থেকে অসূর্য্যস্পর্শির জন্য হিরকের নেকলেস কিনে আনার পানিশমেন্ট দেওয়া হলো। না হলে কিন্তু হীরক রাজার দেশে পাঠায় দেবো!!!!!!!!!!!!!!!
৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮
এস কাজী বলেছেন: হাহাহাহা। লিখছিলাম শিয়াল মামা। মোবাইল থেকে লিখছি। ডিকশনারি কবে চেইন্জ হয়ে গেছে খিয়াল করিনি। আমি আমার আম্মাজানের নাম কি চেইন্জ করতে পারি
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
শায়মা বলেছেন: হা হা হা
সাবধান শেষে গোপাল ভাঁড়ের কেচ্ছা হয়ে যেতে পারে বদমাইশ মোবাইলের জন্য। আমারও একবার অটো ডিকশনারীতে এমন হয়েছিলো স্যুইমিং এ যাচ্ছি লিখেছি এবং তাড়াহুড়ার মাঝে আর সেটা হয়ে গেলো স্যুইপিং এ যাচ্ছি এবং আমি রেগেও ছিলাম একটু।
তারপর ফিরে এসে দেখি উত্তর : স্যুইপার হইলি কবে থেকে?
হায় হায় নিজের ফান্দে নিজেই পড়েছিলাম এই বদমাইশ অটোস্পেল এর জ্বালায়।
৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
এস কাজী বলেছেন: আর আমার যা হয়েছিল তা তুমি মুরুব্বী মানুষ তোমাকে বলতে পারবনা না। হহাহাহা। আর গরুর সাথে খেলি না তোমার জামাই বাবাজি কে তুমি এরকম মনে করলে?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: হা হা হা
থাক আর বলার দরকার নেই।
তবে তোমাকে বিশ্বাস নেই গরুর সাথে খেলাধুলাও করতে পারো! কে জানে!!!
৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
জেন রসি বলেছেন: এস কাজী বলেছেন: আর আমার যা হয়েছিল তা তুমি মুরুব্বী মানুষ তোমাকে বলতে পারবনা না। হহাহাহা। আর গরুর সাথে খেলি না তোমার জামাই বাবাজি কে তুমি এরকম মনে করলে?
আপনার কি হইছিল এইটা আমারে কানে কানে বইলা যাইয়েন!!!কি বলতে কি বলেন এইটা জাইনা রাখা ভালো!!! পরে কন্যাকে তাহার মাতার মত স্যুইমিং এর বদলে স্যুইপিং বললে কি হবে, এইটা ভাইবা আমার নিজেরই স্যুইপিং করতে মন চাচ্ছে!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫
শায়মা বলেছেন: ঐ তুমি আমার অসূর্য্যস্পস্পর্শীর নামে কিন্তু সব সময় বদনাম করো!!!!!!!!!!!! মামা হয়ে একি শয়তানী কুটনামী!!!! বুঝছি তোমার জামাইবাবাকে পছন্দ হয়নি তাই ভাগানোর চেরেষ্টা তাইনা????
কাজী জামাইবাবা সাবধান!!! ভাংচি দেওয়া মামাশ্বশুরের কথা ভুলেও কান দেবেনা যেন!!!! কিন্তু আমার সাহসীভাইয়া কই গেলো!!!! সে নিশ্চয় কন্যার জামাইকে পছন্দ করিবেক!
৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: ঐ তুমি আমার অসূর্য্যস্পস্পর্শীর নামে কিন্তু সব সময় বদনাম করো!!!!!!!!!!!! মামা হয়ে একি শয়তানী কুটনামী!!!! বুঝছি তোমার জামাইবাবাকে পছন্দ হয়নি তাই ভাগানোর চেরেষ্টা তাইনা????
কাজী জামাইবাবা সাবধান!!! ভাংচি দেওয়া মামাশ্বশুরের কথা ভুলেও কান দেবেনা যেন!!!! কিন্তু আমার সাহসীভাইয়া কই গেলো!!!! সে নিশ্চয় কন্যার জামাইকে পছন্দ করিবেক!
মামা হয়ে আমার একটা দায়িত্ব আছে না??? তাই সব যাচাই বাছাই কইরা নিতাছি!!!! পরে কন্যা যখন কান্নাকাটি শুরু করবে তখন জামাই বাবাজীকে গরুর শিং দিয়া গুঁতানো ছাড়া কোন উপায় থাকবে না!!!!!তাই উভয়ের ভবিষ্যৎ নির্মল করার চেষ্টা করতেছি!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
শায়মা বলেছেন: রিয়েলী!!!!!!!!!!!!!!!!!!
তাই বলো!!!!
থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!
৩৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার দায়িত্ব আরো বেশি কন্যাকে সূর্যের মুখ দেখানোর চেষ্টা করা। কন্যার মাকে অংকশাস্ত্রে জ্ঞান দান করা । কন্যাকে গরু খাদক বানানোর চেষ্টা ।তাছাড়া তো গরু খাওয়া কপালে নাই। যে কন্যার স্বামী হবার চায় তাকে গরুখোর হতে হবে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
শায়মা বলেছেন: গরুভাইয়া তুমি মানুষরূপে পৃথিবীতে জন্মগ্রহন করিয়াছো জানা ছিলোনা। হাটে যে সব গরু পাওয়া যাচ্ছে তার থেকে তোমাকেই সেখানে বিক্রি করে দেওয়া দরকার!!!! আজকে নাকি গরু শর্ট পড়িয়াছে!!! প্লিজ সেখানে যাও। এইখানে বকবক করে লাভ নেই। তোমার মানুষ হবার দূরশা কোনোদিন পূর্ণ হবেনা।
আর এইখানে কমেন্ট করলে সত্যি এইবার খবর আছে ! খবরদার সাবধান ! এইবার তোমার নামে আমি সামু অফিসে মেইল দেবো।
৪০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: রিয়েলী!!!!!!!!!!!!!!!!!!
তাই বলো!!!!
থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!
কেন আপনার মনে কি সন্দেহ হইতেছে নাকি??মায়ের চেয়ে মামার দরদ বেশী এই প্রবাদ কিন্তু এইখানে চলিবেক না!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
শায়মা বলেছেন: না সন্দেহ নাই বাট মামা হয়ে একটা উপকার করো। একটা মোটা দেখে দড়ি কিনে আনো বইনের জন্য! আর ঐ যে গরুদের মুখ লাগায়না একটা ছোট্ট বাস্কেটের মত জিনিস সেটা কিনে আনো। ডাবল লাগবে। সেলিমভাইয়ার মুখে আটকাই দেবো। এইখানে যেন আর ভেউ ভেউ না করতে পারে।
৪১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ৭ম ভাল লাগা ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
শায়মা বলেছেন: এই টাইপ মন্তব্য ছাড়া আর কোনো রকম মন্তব্য প্রদান এই ব্লগে তোমার জন্য নিষিদ্ধ করলাম!
৪২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
এস কাজী বলেছেন: জেন মামা ভাগ্নির ভবিষ্যৎ নির্মল করছেন নাকি কন্টকময় করছেন? না আম্মাজান এই মামার চিন্তাভাবনা সুবিধার ঠেকছে না। ইনি হচ্ছেন কিসের ঘরের মাসী আর কিসের ঘরের পিসি যেন বলে সেরকম।
মামা সাবধান।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
শায়মা বলেছেন: মামাশ্বশুর শুধু বইনের স্বভাব চরিত্র কন্যার মাঝে দেখতে পাচ্ছে! কন্যা নাকি বেহিসাবী, অপচয়কারী আর ছেকা দিয়ে তোমাকে দেবদাস বানানোর প্রবৃত্তি/ মনোবৃ্ত্তির হবে!!!
আরও বলে তার বাক্যবান নাকি এতই খারাপ হবে যে তুমি আত্মহত্যা করতে যাবা!
দেখছো কি শকুনীমামা হইছেন
কংসরাজের বংশধর
৪৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
রিকি বলেছেন: জেন ভাইকে শিয়াল বানিয়ে দেন আর মিরপুর থেকে একটা আম্মা কুমির আর তার কয়েকটা কাচ্চা বাচ্চা ধরে নিয়ে আসেন----আপনার নাট্য সার্থক হয়ে যাবে !!!! হয় জেন ভাই কুমিরকে কোমাতে পাঠিয়ে দিবে পরাবাস্তব তত্ত্ব দিতে দিতে আর নাহলে কুমির মহাশয় জেন ভাইকে ইউক্যালিপটাসের চূড়ায় পাঠাবে !!! আর আপনার নার্সারি কাচ্চু বাচ্চুদের চিয়ার লিডারর্স বানিয়ে দেন---হেই হেই হেই করবে !!!! চাইলে আপনিও যোগ দিতে পারেন আপুনি ইইইইইইইইইইইইই!!!
@ জেন ভাই: আর ভাই গো+ এষণা--জ্বর নিয়ে বাঁচছি না !!!! সাথে হাতে ২-১ টা কাজ নিয়ে আরও পেরেশানিতে আছি !!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২
শায়মা বলেছেন: রিকিমনি!!!!!!!!!
তোমার জ্বর!!!!! হায় হায় শিঘ্রী ভালো হয়ে যাও!
জিনিভাইয়াকে শিয়াল বানিয়ে নাকে চশমা এনে বন্দী করে রাখছি। কালকে আম্মা কুমির খুঁজতে যাবো!!!!!
৪৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৬
বাঘ মামা বলেছেন: ঈদ মোবারক
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: হায় হায় বাঘমামা মহারাজা চলে আসছেন!!!!!!!
শিঘ্রী শিয়ালের বিচার করো বাঘমামা!!!! সে কুমিরকে ধোকা দিয়ে সব ছানাপোনা খেয়ে ফেলছে!
৪৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
এস কাজী বলেছেন: জেন মামা শকুনী মামা! জেন মামা এও শুনতে হল? আহা বেচারা হবু ভাগ্নী জামাই এর কান ভারী করতে গিয়ে নিজেই ফেঁসে গেল। হাহাহাহা
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০
শায়মা বলেছেন: শুধু শকুনীমামা না তিনি কংশরাজের বংশধরও!!!!!!!!!!!! শকুন্তলার সাথে তাকে এইবার জোট বাঁধিয়ে দেওয়া হবে!!!!!
আই এ্যাম মিসিং মাই সাহসীভাইয়া!!!!!!! ভাইয়াটা মনে হয় গরু খাওয়াচ্ছে মানে দেখভাল করছেন! আহারে বেচারা ভাইয়া ইজ বিজি!!!!!!
৪৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
এস কাজী বলেছেন: তাহলে জেন মামাকে মৃগয়া পাঠিয়ে দিতে হবে শকুন্তলার মামীর কাছে
সাহসী মামা মনে হয় গরু নিয়ে ব্যস্ত
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
শায়মা বলেছেন: জিনিমামা মৃগয়ার উদ্দেশ্যে অলরেডি বের হয়ে পড়েছেন!!! তিনি মৃগয়া না হলেও মর্কটয়া, সর্পয়া, জোকুয়া, বিছুয়া কিছু একটা করে ফিরবেন!
৪৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২
এস কাজী বলেছেন: এহেরে তোমার ভাইয়া গফ নিয়ে বিজি বোধহয়। লল। গফ মানে বুঝ?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪
শায়মা বলেছেন: সে মনে হয় আমাদের হবু ভাবিজীর সাথে গফ করতে করতে আমাদেরকে ভুলেই গেছে!!!!!!
৪৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭
এস কাজী বলেছেন: এই গফ সেই গফ না। এই গফ মানে জিএফ। এর বিপরীত হল বফ।বফ মানে বিএফ। হাহাহাহাহা। আমার মামী শ্বাশুড়ির সাথে কোন চিপায় জিনি মামা আল্লাহ জানে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
শায়মা বলেছেন: হা হা গফ বফ !!! হায় আল্লাহ এটা কোন দেশি ভক্যাবুলারী আনলে জামাই বাবা ভাইয়াজান?????????????জিনি মামা মৃগয়ায় গেছে বললাম না!!!!!!
৪৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
এস কাজী বলেছেন: এটা হল ইয়ো ইয়ো মধু মিয়া প্রজন্মের ভাষা।
জিনি মামা মৃগয়া মামী শিকারে গেসে নাকি পাখি শিকারে? নিশ্চিত চিপায় বসে গফের সাথে আড্ডা দিচ্ছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
শায়মা বলেছেন: বাবা তুমি জানোনা আমাদের জিনিভাইয়া সন্যাসী প্রকৃতির। তিনি ধ্যান মগ্ন হইয়া কিসের আরাধনা করেন আমার জানা নাই!!!! হাহাহাহা
তবে বদ স্বভাবের মধ্যে একটাই। শুধু আমার অসূর্য্যস্পর্শীর নামে বদনাম করা!!!
বলো নিজের ঘরের কথা পরকে মানে নিজের বইন আর ভাগ্নীর কথা তার জামাইকে জানাতে হয় এমন করে!!!!!!!!!
৫০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
রিকি বলেছেন: আর বলেন না আপুনি, কাল মাথা, ঘাড় ব্যাথা চরমে উঠেছিল, ওষুধ খেয়ে একটু কমেছিল---আবার সকাল থেকে একই অবস্থা !!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
শায়মা বলেছেন: কি হয়েছে ! টেস্ট করিয়েছো??? ডেঙ্গু হচ্ছে খুব!! খুব সাবধান!!! সাইনাস আছে নাকি তোমারও!
৫১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন:
ঈদের পরে ঈদ পূনর্মিলনী এক অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট বেবিদেরকে নিয়ে এই গল্পের গীতি-নৃত্যনাট্য মঞ্চায়ন করতে যাচ্ছি। বিশেষ করে আহমেদ জি এস ভাইয়াসহ সকলের মতামত আর দোয়া চাই। সবাইকে ঈদের শুভেচ্ছা। --------
আপু তুমি এগিয়ে চল, আমরা আছি সাথ সাথ!!!!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!!
৫২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: শিয়ালের ক্যারেকটা আমাকে দাও আর তুমি কুমির । তবে শর্ত আছে শিয়ালের পায়ে কামড়ের দৃশ্যটা বাদ দাও। তুমি সুযোগ পেলে সত্যি কামড় দিয়ে বসবে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২
শায়মা বলেছেন: থু থু !!!!
ইয়াক থু!!!!
শখ দেখে মনে হয় ঈদের আগের রাতেই ইন্তেকাল হবে!
৫৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
উর্বি বলেছেন: ঈদ মোবারক
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২
শায়মা বলেছেন: উর্বিমনি!!!!!!!!!!
ঈদের সাজুগুজু দেখালেনা???
৫৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
রাফা বলেছেন: আবার শিশু বেলায়তো যেতে পারবোনা....তবে লেখা পড়ে সেই দিন গুলোকে স্বরণ করিয়ে দেওয়ার জন্য-ঈদ মুবারক।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!! আমি তোমাকে একটা সিরিয়াস এ্যান্ড দরকারী কমেন্ট করেছিলাম আজকে!!!!!!!!
৫৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ছোট মামার মুখে প্রথম শিয়াল কুমিরের গল্প শুনেছিলাম । তখন বয়স বড়জোর ৩/৪ হবে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
শায়মা বলেছেন: তবুও তোমার শিক্ষা হলো না এই বয়সেও।
আসলে কথায় যে আছে যার হয়না চারে তার হয়না চল্লিশে কথাটা ভুল না।
৫৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৮
কলাবাগান১ বলেছেন: দুঃখ লাগে যে বাংলাদেশের গ্রামের একটা স্কুলের বাচ্চারা এমন মননশীল শিক্ষা থেকে বন্চিত হচ্ছে আর তাতে শ্রেনী বৈষ্যমের স্বীকার হবে উপেক্ষিত বাচ্চারা। আমেরিকায় দেখি ওয়াশিংটনের স্কুলে বাচ্চারা যা শিখছে তা মিসিসিপির গ্রামের স্কুলের বাচ্চা রা ও সমমানের শিক্ষা পাচ্ছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: ঠিক তাই।
আমারও এমনটা মনে হয় ভাইয়া। আমার মাঝে মাঝে ইচ্ছে করে এটা নিয়ে কিছু পোস্ট লিখি, কি করে মহা আনন্দ নিয়ে পড়ালেখা শিখছে কিছু বাচ্চারা। গ্রামের ব্র্র্যাকের কিছু স্কুলে ভালো পড়াশুনা হয় বটে তবে এত আনন্দ নিয়ে কিনা জানা নেই আমার, যদিও ছোট্টবেলা যত কষ্টেরই হোক না জীবনের সবচেয়ে সুন্দর সময়!!!
অনেক অনেক থ্যাংকস ভাইয়া। ভালো থেকো!!!
৫৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮
রিকি বলেছেন: নাহ সাইনাসের সমস্যা নাই আপুনি...বিপি লো থাকে মাঝেমাঝেই....আরও কিছু সমস্যা আছে। আর মাঝে গরম পড়েছিল, তারপর বৃষ্টি..ব্যস ইম্প্যাক্ট শুরু! ও সেরকম কিছু না..ডেঙ্গু হলে আমাকে অনলাইনে পেতেন নাকি যে!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০
শায়মা বলেছেন: তোমার খানাপিনা বাড়াতে হবে রিকিমনি!! সাস্থ্যের যে দূরাবস্থা!!! এই কারনেই বলি এত ম্যুভি দেখা ছেড়ে রান্নাবান্না ঘরকন্নায় মন দাও!!
এত পড়ালেখা করলে কি টায়ার্ড হবেনা বলো?
৫৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬
সাহসী সন্তান বলেছেন: আপুনি পোস্ট পরে পড়বো, কেমন আছেন তাই আগে বলেন? অনেক অনেক মিস করছি আপনাদের কে!
ঈদ মোবারক আপুনি!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮
শায়মা বলেছেন: ভালো আছি!!!
আনন্দে আছি!!!!
আমরাও তোমাকে অনেক অনেক মিস করছি ভাইয়ু!!!!!!
স্পেশালী আমি ! আর তাই জামাই বাবার সাথে সেটাই বলছিলাম।
অনেক ভালো থাকো। অনেক আনন্দে কাটুক তোমার ঈদ!!! ঈদ মুবারাক ভাইয়ু!!!
৫৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪
সাহসী সন্তান বলেছেন: আপুনি এই গল্পটা অনেক আগে পড়া! আমার একটা প্রিয় গল্প! শক্তিশালী কুমিরের বোকামী আর শেয়ালের বুদ্ধিটা মনে হলে ভীষন হাসি পেত! তবে অনেকদিন পর গল্পটা আবারও পড়তে ভালই লাগলো।
আপুনি আমারও ভীষন খারাপ লাগছে আপনাদের সাথে যোগাযোগ না করতে পেরে!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
শায়মা বলেছেন: গল্পটা সবার পড়া তবে গল্পটার কাব্যরূপটা পড়তে দিয়েছি ভাইয়া। আর তাছাড়া অডিও প্রাকটিসটা শুনে কারো কোনো কমেন্ট যদি ঈদ পরবর্তী এই অনুষ্ঠান করতে কাজে লাগে তো আমার অনেক ভালো হবে।
নো খারাপ লাগা!!! মজা করে ঈদ কাটাও!!! আহা বাড়িতে ঈদ কাটানোর মজা আর কিছুতে আছে নাকি??? আর শিঘ্রী বাসায় যাও।
৬০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন:
সাধারণ
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
শায়মা বলেছেন: হা হা চাঁদগাজীভাইয়া! একটা অ লাগাতে ভুলে গেছো মনে হচ্ছে!
৬১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
রাফা বলেছেন: কি কমেন্ট....ফেসবুক নিয়ে নাকি..?
আমিতো মেইল করেছি তোমাকে আপু।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
শায়মা বলেছেন: ওকে ভাইয়া ! এখুনি মেইল চেক করছি। থ্যাংকস আ লট!
৬২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
গেম চেঞ্জার বলেছেন: কুমিরের জন্য খুবই খারাপ লাগলো! শুভ কামনা .
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৩
শায়মা বলেছেন: কুমিরের জন্য তো সবারই খারাপ লাগবে। শিয়ালটা তো মহা শয়তান। তবে বোকাদের এমনি হয়!
৬৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১
সাহসী সন্তান বলেছেন: চলেই যাচ্ছিলাম তো! আপনি প্রতি উত্তরে দেরি করছিলেন বলে! অল্প কয় দিনে আপনারা সবাই অনেক আপন হয়ে গেছেন আপুনি! অসুবিধা নেই, আমার কিচ্ছু হবে না। কারন সাথে আপুনি আছে না?
একটা পারসোনাল কথা বলবো, যদি কিছু মনে না করেন! তবে এখানে নয়, অন্য কোথাও (বুঝে নিয়েন)!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৪
শায়মা বলেছেন: ওহ আমি কিচেনে গেছিলাম!!! কালকের জন্য সব কিছু গোছগাছ করে আসলাম । এখন ঘুমাতে যাবো! যাইহোক অনেক ভালো থেকো ভাইয়া। আর পারসোনাল কথাও বলে দিও।
৬৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৩
সাহসী সন্তান বলেছেন: আপুনি আপনার জন্য ছোট্ট একটা ঈদ উপহারঃ-
গরু ডাকে হাম্বা হাম্বা ছাগল ডাকে ব্যা,
মহিষ বলে কি হয়েছে এত চেঁচাও ক্যা?
মনের দুঃখে বলে গরু কি আর কবো ভাই,
কাল সকালে হতে হবে কুরবানির জবাই!
কেঁদে কেঁদে ছাগল জানায় আমারো কেস তাই ,
তুমিও ভাই পার পাবেনা বাঁচার উপায় নাই!
কথা শুনে মৃদু হাসে মহিষ ভায়া তখন ,
ভাল করে বুঝিয়ে দেয় জ্ঞানী গুরুর মতন।
শোন হে ভাই শোন তবে আসল কথা কই,
আমরা তো কেউ এ দুনিয়ায় অমর মোটেও নই!
একদিন হলেও যেতে হবে দু'দিন আগে পরে,
তার চেয়ে ভাল কুরবান হওয়া মহান আল্লাহর তরে!
ছাগল গরু ভেবে দেখে কথা পুরো ঠিক,
সাথে সাথে কান্না থামায় নিজেদের দেয় ধিক!
উঁচু কন্ঠে বলে সবাই ওহে মহিষ ভাই,
আল্লাহর তরে প্রস্তুত মোরা মনে তো ভয় নাই!
"এবার ঈদে দাওয়াত আমার শায়মা আপুর বাড়ি,
গানা গাবো, খানা খাবো ভরবো নিজের ভূড়ি!"
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩২
শায়মা বলেছেন: হা হা ওকে ওকে চলে এসো পরীর দেশে!!! ভুল করে আমার আন্টির বাড়ি চলে যেওনা যেন !!!!!!
ওকে ভাইয়া শুভরাত্রী এবং ঈদ মুবারাক! অনেক ভালো থেকো ভাইয়া!
৬৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৩
সাহসী সন্তান বলেছেন: আন্টির বাড়ি! ইমপসিবল!
শুভ রাত্রি, আপুনি! আপনিও ভাল থাকবেন! আবারও ঈদ মোবারক!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬
শায়মা বলেছেন: শুভসকাল আর ঈদ মুবারাক ভাইয়া!
আন্টির মেল ভারশন আংকেল দেখলাম অনেক বাণী দিয়েছেন!
মানুষ বাণী দেবার আগে নিজের চেহারাটা আ্য়নায় দেখে নিলে মনে হয় ভালো করতো!
৬৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৬
দর্পণ বলেছেন: ব্যাপার কি সাহসীভাই? সক্কলে দেখি শিশুকালে ফিরে যাইতে চায়?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪১
শায়মা বলেছেন: শিশুকালে ফিরে যাওয়াটা স্বাভাবিক কিন্তু আমার পুরোনো এক বন্ধুর মত আবার কুৎসিত রুপ দেখাতে সাই্য়া হয়ে যেওনা।
ঈদ মুবারক!
৬৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৪
সাহসী সন্তান বলেছেন: "দর্পণ বলেছেন: ব্যাপার কি সাহসীভাই? সক্কলে দেখি শিশুকালে ফিরে যাইতে চায়?"
-আর কইয়েন না ভাই! সবাই ইবলিশ শয়তানের ভায়রা ভাই (আমি বাদে)! শিশু কালের আকাম কূকামের কথা কি আর সহজে ভুলা যায় কন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩
শায়মা বলেছেন: আহা আমার জামাইবাবা কত ভালো ছেলে!
৬৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৫
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক মুগ্ধতা-অসাধারন ...
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!ঈদ মুবারক!
৬৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৫
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ছোটবেলায় এই গল্প পইড়া কুমিরের লিগা বুকটা ফাইট্টা যাইতো আপু ।
অনেক ভালো হইসে ++++
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯
শায়মা বলেছেন: থ্যংক ইউ ভাই্য়ু!
৭০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫২
শায়মা বলেছেন:
৭১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০০
শায়মা বলেছেন: ঊপরের হাসিমুখি ইমো উইল বি ডিলিটেড লেটার অন!
৭২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০২
আমি মিন্টু বলেছেন:
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৫
শায়মা বলেছেন: ভাই্য়াজান ঈদ মুবারাক!ঈদের ঈটা সর্পের মত হয়ে গেছে কেন?
৭৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০২
ধূর্ত উঁই বলেছেন: ঈদ মোবারক ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
শায়মা বলেছেন: ঈদ মুবারক!
৭৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
এস কাজী বলেছেন: এই আম্মাজান শোন নান্না বান্না শেষ হলে একটু ডাক দিও। পেটে ইঁদুর বাসা বেধেঁছে
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
শায়মা বলেছেন: নান্না বান্না শেষ!! মানে আর রান্না হবেনা!!! সকালে যা আছে সেই অনেক!!! দিচ্ছি বাবা একটু দাঁড়াও! হাত ধুয়ে বসো!!
৭৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
রিকি বলেছেন: এটা কুমিরের আম্মাকে উৎসর্গ করে !!!
view this link
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
শায়মা বলেছেন: রিকিমনি ভিডিও দেখার সময় নাই!!!!!!
খানা খাও। নীচে দিয়েছি!!!
৭৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
এস কাজী বলেছেন: রিকিপুভাই এর ভিডিওটা দেখে হাসতেছি
রিকিপুভাই আর আপুভাই নাই। খালা শ্বাশুড়ি হয়ে গেছে
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: রিকি খালাম্মার সাথে পোলাও মাংস খাও বাবা।
এইটা স্পেশাল গরুমাংস গলগলা।( মাংস গলে গেছে তাই নিউ নেম এ্যন্ড ফেম ) শুধু তোমার জন্য।
৭৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
শায়মা বলেছেন:
মরিচ পোলাও আর চিকেন স্যাটে!!!!!!!!!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
শায়মা বলেছেন: ওপস এই দুইটা আমার জামাই বাবার জন্য স্পেশাল রাঁধছিলাম।
৭৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
শায়মা বলেছেন:
পরোটা আর চিকেন রেশমিকাবাব।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
শায়মা বলেছেন: এই পরোটা রেশমী কাবাব রিকি আপুর জন্য । জামাই বাবাও খেতে পারো !
৭৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
এস কাজী বলেছেন: ইয়া আল্লাহ দাড়াও হাতটা ধুই। একটু শসা দিতে পারবা? আমার চাকা চাকা শসা খেতে ভাল লাগে। বসে খেয়ে নিই। অসূর্য্যস্পর্শী কই? ইয়ে মানে একসাথে বসে খাওয়ার জন্য
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
শায়মা বলেছেন: হা হা পারবোনা আবার!!!!!!!
এখুনি কেঁটে আনছি। তুমি বসো বাবা অসূর্য্যস্পর্শী এইসব খেতে পারেনা। তিনি খান শুধু ফুলের মধু! ফুলপরী কিনা???
এই নাও লেবুও আছে।
৮০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
এস কাজী বলেছেন: আহা আমার স্বাদ বুঝে মনে হয় আগেই রেডি করে রেখেছ। আচ্ছা বাকি খাবার জুমার নামাজ পড়ে এসে খাব। তুমি প্রিপিয়ার কর
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
শায়মা বলেছেন: হা হা কি চাই বলো!!
হেন কিছু নাই যে জামাই বাবাকে খাওয়াতে পারবোনা! হাহা
৮১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
রিকি বলেছেন: রেশমি কাবাবটা ভালোই লাগলো খেতে !!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
শায়মা বলেছেন:
এই নাও চিকেন বল বন বন। কালকে হাড়ি কাবাব বানাবো!!!!!!!!!।
৮২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২
রিকি বলেছেন:
রেশমি কাবাব খেয়েই চিত হয়ে গেছি, বাকিগুলো যা যা বানাবেন কাল পরশু তরশু মরশু ফরশু খাবোনি!!!! ভাউকে খালি লেবু আর কাঁচালঙ্কা আর শসা দিলেন !!!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
শায়মা বলেছেন: উফ এই টুকু খেতে পারোনা!!!!!!!!!! এই কারনেই তো বিপি বাড়ে না।
যাইহোক ভাউকে শুধু শশা মশা দেইনি। উপরে আরও কত কিছু দিলাম দেখলে না!!!! এখন আমি সাজুগুজু করে বাইলে দাত্তি!!!!! কখন ফিলবো জানিনা লিকিমনি!!!!!!!! ততখন বাই বাই!
৮৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
সাহসী সন্তান বলেছেন: আপুনি আমার খাওন কৈ?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
শায়মা বলেছেন:
তোমার জন্য স্পেশাল জরদা উইথ মাওয়া। আর কি কি চাই বলো এখুনি হাজির করছি!!!
৮৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
চোখের কাঁটা বলেছেন: শায়মা আপু, খাওয়া দাওয়া কি সব শেষ না আমার জন্যেও কিছু আছে?
ঈদ মোবারক আপু! কেমন আছেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
শায়মা বলেছেন: আল্লাহর কসম ভাইয়া তোমার কথা মনে পড়েছিলো!
ভাবছিলাম আজকে.... আমার জন্য তুমি এই নিক বানিয়েছিলে তড়িঘড়ি করে।
একটা প্রশ্ন মনে জাগে নতুন নিক বানাতে হলো কেনো পুরান নিকে সমস্যা কি??? কিন্তু তুমি নিষেধ করেছো জিগাসা করতে তাই করলাম না!
তবু জানতে ইচ্ছে করে....
ঈদ মুবারক ভাইয়া ।
অনেক ভালো থেকো আর খানাপিনা যা চাও তাই খাওয়ানো হবে দরকার পড়ে বানিয়ে দেবো নতুন নতুন খানা তখনি নিউ নিকের মত!
৮৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
আবু শাকিল বলেছেন: জুন আপুর পোস্টে একটা কমেন্টস করেছিলাম।সেটাই কপি-পেস্ট দিচ্ছি কিন্তু-
"নাতি-পুতি পয়দা হইলে তাদের শোনাব ।
স্টকে রাখছি সব
ধন্যবাদ আপু ।
আপু-কমেন্টস এর যায়গায় অনেক মজাদার রান্না-বান্না দেখলাম ।আপনি ত সাজুগুজু পছন্দ করেন ।আমাদের কে সাজুগুজু র ছবি দেখাবেন না ??
আর হ্যাঁ - সত্যি সত্যি বলছি।
আমি জীবনে কারও কন্ঠ শুনে প্রেমে পড়িনি।কিন্তু আমি পড়ে গেছি --
এখন উঠব কিভাবে ???
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
শায়মা বলেছেন: ভাইয়া সাজুগুজু করা শেষ । এখন বের হবো।
আর
রান্নাবান্না ঘরবাড়িকেও সাজুগুজু করাতে পছন্দ করি ভাইয়া। আর আমার কত্ত সাজুগুজু দেখালাম আর বলো দেখাইনি!!!! হায় হায় !!!
কন্ঠ শুনে প্রেমে পড়ার কথা শুনে ভয়ে আছি ব্লগে ইদানিং আমার এক আন্টি এসেছেন তিনি সবাইকে কমেন্ট দিয়ে বেড়াচ্ছেন আমি মানুষকে নাকি প্রেমে পড়াই হেন তেন নানা কিছু। এই সব নাকি তিনি ছুটাবেন!!! হায় হায় এখন তোমার কি হবে ভাইয়া?? আমার স্বভাব চরিত্র ছুটাতে গিয়ে তিনি আবার তোমাকেও তাড়া না করে।
চিন্তায় পড়লাম। যাক দেখা যাক আপাতত একটু বাইরে থেকে ঘুরে আসি।
৮৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
চোখের কাঁটা বলেছেন: "একটা প্রশ্ন মনে জাগে নতুন নিক বানাতে হলো কেনো পুরান নিকে সমস্যা কি???"
-আপু, সত্যি বলতে আমি আমার পুরানো নিককে অনেক ভালবাসি। তাছাড়া আমার ধারনা ছিল আমার পোস্টের পরে যদি আমাকে ব্যান করা হয় সে ভয়েই তাই এই নতুন নিক খুলেছিলাম। ব্লগে আসার পরে আমি যত জনের সাথে ভাব বিনিময় করেছি তার মধ্যে আপনাকেই অনেক ভাল পেয়েছি। আমি ঐ আইডির মাধ্যমে করা আপনাকে কমেন্ট গুলো দেখেছিলাম। আর তাতে মেজাজ এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আসলেই আমি কি করছিলাম নিজেই জানতাম না।
ঈদের দিন, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। আপনি আমাকে মনে রেখেছেন সেটাই অনেক। ভাল থাকবেন আপু! শুভ অপরাহ্ন!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
শায়মা বলেছেন: হা হা তুমি কি আমার ভাইয়া নাকি আপু??
আপু আপু লাগছে!!! বিশেষ করে একটা আপুর সাথে ভীষন মিল পাচ্ছি। যাইহোক কিছু মানুষ তাদের নিজেদের দোষ তো বুঝেই না বরং ভাবেন তাদের কৃত সকল ডাস্টবিন মারকা কাজগুলোকেও আমাদেরকে ভালোবেসে নিতে হবে। অথচ এইভাবে তারা হয়ে ওঠে নর্দমার কীট। নোংরা কাঁদা নিজেদের গায়ে লেগে থাকে বলেই তা অন্যের গায়ে লাগাতে মরিয়া হয়ে ওঠে।
পৃথিবীর কোথাও তা গ্রহনযোগ্য নহে । বন্ধুত্ব বলো বা দাম্পত্য বলো বা যে কোনো ধরণের রিলেশনই বলো না কেনো পৃথিবীর কারো অধিকার নেই জোর করে কাউকে ভালো লাগানোর। হ্যাঁ পৃথিবীতে অনেক মধুর সম্পর্ক খুব তুচ্ছ কারণেও যেমন ভেঙ্গে যায় ঠিক তেমনি অনেক চেষ্টা করেও অনেক ভাঙ্গা কাঁচ জোড়া লাগেনা।
তুমি যেই আইডির কমেন্টগুলো দেখেছিলে সেই আইডিটাও কোনোভাবেই মানতে পারছেনা তার কৃতকর্মগুলো কোনোভাবেই আমার কাছে গ্রহনযোগ্য নয়। সে ভাবছে এইসব করে বেড়ালে আমাকে খুব ছোট করা হবে এবং আমি লজ্জায় আর মুখ দেখাতে পারবোনা এবং অনলাইন ছেড়ে পালাবো।
এই উদ্দেশ্যে সে তার জীবন উৎসর্গ করেছে। সে নিজেও জানেনা এসবের শেষ গন্তব্য কোথায়। খুব ক্ষুদ্র গন্ডির ভেতরে ভাবনা যাদের তারা খুব শর্ট টাইম ব্যাপার গুলো নিয়ে ভাবে এবং লং টাইম সাফারার হয়। সত্যি মাঝে মাঝে করুনা হয়। যাইহোক গেলাম। পরে আসবো।
৮৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
রিকি বলেছেন: উফ এই টুকু খেতে পারোনা!!!!!!!!!! এই কারনেই তো বিপি বাড়ে না।
নাহ আমি ডায়েটিং এ আছি !!!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০
শায়মা বলেছেন: মাই গড!!!! আবার ডায়েটিং ও!!!!!!
৮৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
লেখার একদম শেষে এসে চমকাতেই হলো । মতামত চেয়েছেন । কিন্তু আপনার না হয় অফুরান সময় আছে , আমার সময় যে আষ্টেপৃষ্ঠে বাঁধা । মতামত দিতে তো সময় লাগে !
আগেভাগেই বলে রাখি আমি কিন্তু কোনও পন্ডিত নই ।
যদিও বলার তেমন নেই । আপনার অডিও প্রাকটিসগুলো অনেক পারফেক্ট । সময়ের দিকে খেয়াল রেখে তবুও ঝট করে কিছু বলছি -------
আসবে কবে এমন সুদিন সেটাই মায়ের চিন্তা
দিন কেটে যায় ধিনাক পিনাক তাক ধিনা ধিন ধিন তা
তাক ধিনা ধিন ধিন যায়রে কেটে দিন
তাক ধিনা ধিন তাত যায়রে কেটে রাত।
এইখানটায় আর একটু রিদেমিক মানে ফাস্ট হলে ভালো হয় ।
তোমার কাছে মাইনে?
চাইতে পারি?
চাইতে পারি এখানটাতে স্বরটা্ আর একটু প্রশ্নবোধক হবে ।
ধূর্ত শেয়াল একটি ছানায় দেখায় বারেবারে!
এখানে সম্ভবত ছানায় নয় , "ছানা-ই" হবে ।
ছুটতে ছুটতে শেয়াল গেলো বনে
কুমির মা টা কাঁদছে ক্ষনে ক্ষনে!!!!!
এখানে ভাবতে পারেন , প্রথম লাইনটি চটুল আর সাথে সাথেই শেষের লাইনে দুঃখ আনা যায় কিনা ।
আবহ সঙ্গীতের দিকে খেয়াল রাখুন যদিও এটাকে "প্রাকটিস" বলেছেন ।
ঈদের শুভেচ্ছা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
শায়মা বলেছেন: মাইগড!!!
ভাইয়া এমনি এমনি কি বলেছি পা দুইটা এইদিকে দাও। সালাম করি। থ্যাংকস আ লট ভাইয়া!!!! অনেক অনেক অনেক খুশি হলাম। ভাইয়া আমি জাস্ট বাসায় গুন গুন করে প্রাকটিস করে রেখেছি। আমি এটা ঠিকঠাক গেয়ে এবং আবৃতি করে আবার রেকর্ডটা শুনাবো!!!
এত কষ্ট করে এই দীর্ঘ রেকর্ডিং শোনার জন্য অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!!!!!!!
ঈদের আর সবসময়ের জন্য শুভেচ্ছা।
৮৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
এস কাজী বলেছেন: অকা। এখন শোন-
ঈদের পরের দিন থেকে গরু আমি খায় না। সো এগুলো বাদ। এখন অন্য কিছু দিও। ওজন বেড়ে যাচ্ছে। বাকি খাবারগুলো আমার মামা শ্বাশুর আর খালামনিদের দিয়ে দিও। প্রিপিয়ার সামথিং নিউ ফর মি
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
শায়মা বলেছেন:
পিজ্জা চলবে ফ্রম পিজ্জা হাট!
৯০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭
এস কাজী বলেছেন: ওয়াও পিজ্জা মাই ফেভ চলবে মানে দৌড়াঁবে তবে ভেজিটেবল হলে ভাল হয়
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২
শায়মা বলেছেন: উফ আবার ভেজিটেবল!!!!! এত জ্বালানী জামাই তো আর দেখিনি!!!!!!!!!!!!!!!!!! ওকে পিজ্জা ভেজেটেবল আনতে পারবোনা তবে
এইটা!!!!!!!!! : )
চলবে!!!!!!!!!!!
৯১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭
এস কাজী বলেছেন: না না আমি ননভেজ পিজ্জাও খায়। বাট এখন খেতে চাচ্ছিলাম না আর কি অকে এটাতে চলবে থ্যাংকু আম্মাজান
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৯
শায়মা বলেছেন: হা হা ওকে বাবাজান। অনেক মজার আছো বুঝাই যাচ্ছে। অবশ্য সব সময় তোমাকে মনে হয় আনন্দেই থাকো।
অনেক অনেক আনন্দেই থাকো।
৯২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
অদ্ভুত_আমি বলেছেন: ঈদ মুবারক আপু
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
শায়মা বলেছেন: ঈদ মুবারক ভাইয়ু!!!! নতুন কোনো সৃষ্টিশীল প্রতিভা বিকশিত হয়নি???
তোমার জন্য আমার হ্যান্ডমেড ভুতুমপেঁচা পপ আপ কার্ড।
৯৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। ঈদের শুভেচ্ছা!
৯৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬
এস কাজী বলেছেন: ব্যঙ্গ করে হাসছে হয়েছে এবার মুছে দাও কমেন্টটা। নাহয়ে তোমার আত্নীয় স্বজনরা এসে আমাকে নিয়ে মজা করবে
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০
শায়মা বলেছেন: অসূর্য্যস্পর্শী তোমার ছবি দেখে হাসছে তো!!!!!!!!! আগে বলবা না???? সে তো দেখেই ফেললো!!!
৯৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
এস কাজী বলেছেন: এটা মোটেও আমার মত না ভাবছি পরীর দেশে গিয়ে অসূর্য্যস্পর্শীর সাথে একটা ডেইট দিয়ে আসব। আই মিন দেখা করে আসব বুঝিয়ে দিব আমি নই সেই ছবির আমি
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: আহারে জামাই বাবাজী । থাক থাক এত হিরোগিরিতে কাজ নেই। তুমি এমনি থাকো!!
৯৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
জেন রসি বলেছেন: হুমমমমমমমমম!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!
কি খবর ????
৯৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ঈদ মোবারক
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।
৯৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
জেন রসি বলেছেন: খবর!!!!!
হা হা হা হা হা!!!!!!!!!!!!!!
নাই!!!!!!!!!!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
শায়মা বলেছেন: খবর নাই!!!!!
কি বলো ভাইয়ু??? খবর ছাড়া কি মানুষ হয়??? কাজীভাইয়া, সাহসীভাইয়া তোমাকে অনেক মিস করেছে। আমিও!!!!!!!
৯৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: খবর নাই!!!!!
কি বলো ভাইয়ু??? খবর ছাড়া কি মানুষ হয়??? কাজীভাইয়া, সাহসীভাইয়া তোমাকে অনেক মিস করেছে। আমিও!!!!!!!
আমিও আমাকে মিস করছি!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২
শায়মা বলেছেন: নিজেকেই মিস!!!!!!!!!!!!
আমাদেরকে না করে নিজেকেই মিস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এই ছিলো আমাদের ঘটে?????????
১০০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: নিজেকেই মিস!!!!!!!!!!!! (
আমাদেরকে না করে নিজেকেই মিস!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (
এই ছিলো আমাদের ঘটে?????????
মানুষ না হইলে এইরকমই হয়!!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
শায়মা বলেছেন: জিনিভাইয়া তুমি কি ভুত!!!!!!!!!!!!!!!!!!!!
১০১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: জিনিভাইয়া তুমি কি ভুত!!!!!!!!!!!!!!!!!!!!
না!!!!! আমি জিনিভাইয়া!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৩
শায়মা বলেছেন:
এইটা তুমি তাইনা???????
যাইহোক গেলাম আমি। বাই বাই । ঘুমাই এইবার!!!!
১০২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কেমন হলো তোমার অনুষ্ঠান ?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: কিসের অনুষ্ঠান!!! স্বপ্ন দেখছো নাকি হাঁদারাম গাধাভাইয়া???
১০৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ঈদের পরে ঈদ পূনর্মিলনী এক অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট বেবিদেরকে নিয়ে এই গল্পের গীতি-নৃত্যনাট্য মঞ্চায়ন করতে যাচ্ছি।
এইটা ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: এখনও হয়নি!!
এক সপ্তাহ পর হবে!
১০৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
বিপ্লব৯৮৪২ বলেছেন:
ইজি চেয়ারে বসইয়া
কানে হেডফোন লাগাইয়া
চোখ বুঝে শুনছি
নিজে নিজে দুলছি
কিছু কিছু বুঝছি
শোনা শেষে লিখছি
ভাল হইছে বলছি
আরো হোক চাচ্ছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়া
ভালোই ছড়া লিখেছো!!!!!!
এতদিন পর শুনতে আসলে!!!!!!!!
অফিস ছিলো আজকে???
১০৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫
জেন রসি বলেছেন: অনুষ্ঠানের দিন অবশ্যই সাথে কইরা কয়েকটা কুকুর নিয়া যাবেন!!! আর কুমিরের জন্য কিছু গরুর মাংস রান্না কইরা নিয়া যাইতে পারেন। তবে দেইখেন কুকুর যেন সেই মাংস না খেয়ে ফেলে। তাহলে কিন্তু কুমির কুকুর খেয়ে ফেলবে!! আর শিয়াল কুমিরের বাচ্চা নির্ভয়ে খাইতে পারবে!! অর্থাৎ যাহা ৫২ তাহাই ৫৩!!!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩
শায়মা বলেছেন: শিয়াল কুকুর কুমির গরু ছাগল যা ইচ্ছা তাই খাক আমি তো গল্প আর নাটকেই তাহাদের সাথে থাকবো ভাইয়ু!!!!!!!!!!!!
১০৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
এস কাজী বলেছেন: মা জননী আমার ঈদের গরু কেনার কাহিনী লেইখা ফেলসি। ভাবতেসি পোস্টামো কিনা। তয় এইডা হাসির হইব কইলাম
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪
শায়মা বলেছেন: ওকে বাবা পোস্টাও শিঘ্রী!!!!!
আমরা দেখি হাসির না কান্নার????
১০৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১২
জেন রসি বলেছেন: লেখক বলেছেন: শিয়াল কুকুর কুমির গরু ছাগল যা ইচ্ছা তাই খাক আমি তো গল্প আর নাটকেই তাহাদের সাথে থাকবো ভাইয়ু!!!!!!!!!!!!
ধরেন কুকুর শিয়াল খেয়ে ফেলল!! তাহলে কিন্তু গল্পের প্যাটার্ন পরিবর্তন হয়ে যাবে!!! তাই কে কাকে খাচ্ছে এইটাও গুরুত্বপূর্ণ!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৮
শায়মা বলেছেন: হায় হায় তখন তো বিপদ বোকা কুমির আবার গরুও বোকারাম !!! দুই বোকারামে কি আর বন্ধুত্ব হবে? কিংবা শত্রুতা!!!!!!! তখন তাহারা নিশ্চিন্তে সুখে এক বোরিং লাইফ লিড করিতে থাকিবে! কোনো গল্পের সৃষ্টি হইবেক না!!!!!
যদি কোনোদিন সেই জগতে কোনো গাধারাম লেখক আসে তো তাহাদের নিয়ে গল্প রচনা করিবেক।
আকাশে তখন চাঁদ
সেই বোকাটার হলো গল্প লেখার সাধ
ঝিমাচ্ছিলো কুমির আর জাবর কাটছিলো গরু
তাদের মধ্যে ছিলোনা স্বপ্ন, ছিলোনা প্রেম কারু!
তখন ব্যাক গ্রাউন্ডে গান বাজিবেক শিয়ালের গলায়
তবু মনে রেখো
যদি দূরে যাই চলে
তবু মনে রেখো .......
১০৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৬
অন্ধ দাঁড়কাক বলেছেন: অডিও লিংগুলো নিশ্চয় তোমার নিজের গাওয়া!!! চমৎকার। পৃথিবীতে কিছু মানুষের এত প্রতিভা, অন্যদের বলতে গেলে কিছু নাই! এইটা কোন কথা হল!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
শায়মা বলেছেন: দাঁড়কাকভাইয়া!!!! কোথা থেকে আসো এতদিন পর পর !!!
আর তোমার বলতে গেলে কিচ্ছু নাই আই ডোন্ট বিলিভ!!!!!! মিথ্যা বলোনা ভাইয়ু!!!!!
১০৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
আলোরিকা বলেছেন: ........অসাধারণ আপু ! আমার বাবাই সোনার জন্য প্রিয়তে নিয়ে রাখছি। অবশ্য ওকে এই গল্প শোনাতে গেলে দুঃখিনী কুমীর মাতার শোকে চোখের পানিতে একটা ছোট- খাট নদী বানিয়ে ফেলতে পারে ! "এরপর দুঃখিনী রাজকন্যাকে রাজা বাড়ি থেকে তাড়িয়ে দিলেন , এটা শোনার পর বলবে - মা মন খালাপ হয়ে গেছে এই গল্প আল শুনব না , আল একটা বল ।" আবৃত্তি আমারও খুব পছন্দের । আইডিয়াটা চমৎকার আপু ++++ ভাল থাকবেন সব সময় , শুভকামনা
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
শায়মা বলেছেন: তোমার বাবাই সোনার জন্য আমি আরও আরও মজার কবিতা পড়ে দেবো।সেসব শুনে হাসবে সে। নো মোর কান্নাকাটি!!! আলোরিকা আপুনি অনেক অনেক থ্যাংকস ! সকাল থেকে ভীষন মন খারাপ!! যা আমার হয়না! যেটা হয় মেজাজ খারাপ কিন্তু মন খারাপটা খুব অসহ্য একটা ব্যাপার!
১১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০
আলোরিকা বলেছেন: 'বিষাদ ছুঁয়েছে আজ মন ভাল নেই ' - হাসি -খুশি আপুনিটার মন খারাপ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!! ভুট্টা ফুটে পপ আপ হওয়া আর তারপর ভালোবাসা চিত্র দেখে না হেসে পারলাম না!
বুঝেছি অনেক অনেক দুষ্ট হয়েছো তোমার বাবাই এর মত!!!!!
১১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৫
আলোরিকা বলেছেন: ধূর এটা কি হল ! মন্তব্য মুছে ফেলার উপায় কি ? কেমন ক্লাউন হলাম !!!! ঠিক আছে এবার তো হাস
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
শায়মা বলেছেন: হা হা মুছে দেবো? একবার দিয়ে ফেলা মন্তব্য যাকে দিয়েছো সেই শুধু মুছতে পারে! আমি তো হাসছিই তবে দূরে কোথাও দূরে দূরে,আমার মন বেড়ায় ঘুরে.....
১১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
এস কাজী বলেছেন: যাও দিলাম আমার গরু কাহিনী। কিন্তুক হাসি না আসলে আমাএ দোষ নাই
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
শায়মা বলেছেন: আমার এখন রাগ লাগছে কাজেই তোমার রম্য পড়ে হাসি আসবে কিনা চিন্তাই আছি! যাই দেখে আসি হাসি পায় কিনা!
১১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: দিন দুপুরে নদীর ধারে সকাল বিকাল ঘুরতো ।
একটা হাসে একটা কাঁদে নানান রকম ঢঙ্গে!
কুমির মায়ের চোখ জুড়ে হায় করুণ সুরের বাদ্যি।
তাক ধিনা ধিন ধিন যায়রে কেটে দিন
তাক ধিনা ধিন তাত যায়রে কেটে রাত।
এই বুঝি তার বোনের ছেলে নাম ছিলো তার পাবলো!- অডিও এর সাথে এই লাইনগুলোর হালকা গরমিল আছে বোধয় ।
আসলে এই মাসীকে তুই মোটেও ভালো বাসিসনা।- এই লাইনের পর অডিওতে আরেকটা লাইন শুনলাম যেটা এখানে নেই ।
পাঠশালাটা চলছে ভালোই পদ্যে এবং গদ্যে ।- এই লাইনটাইয়ও অডিওয়ের সাথে একটু আগ পিঁছ আছে ।
তোমার গলা খুব মিষ্টি । অনেক সুন্দর গাইতে পারো । পড়তে এবং শুনতে খুব ভাল লেগেছে ।
শেষে বুঝতে পারি আরে আমিতো অনেক বড়ো হয়ে গেছি !!!
মঞ্চায়ন করেছো কিনা জানি না । না করে থাকলে শুভ কামনা রইলো এবং অনন্যঅসাধারণ হবে ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
শায়মা বলেছেন: কথাকেথিকথিকথন আপুনি!!!!!
কোথায় ছিলে এ কদিন????
অনেক অনেক থ্যাংকস ! আর অডিও আর লেখালিখি মিলিয়ে নেবো !! থ্যাংকস মন দিয়ে পড়ার জন্য আর লেখার জন্য আপুনি!!!
তবে সকাল থেকেই আমার মন খারাপ!
১১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । অসাধারণ হয়েছে । লেখা এবং অডিও । আপনার গলা খুব সুন্দর ।
শুভ কামনা রইলো ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১
শায়মা বলেছেন:
ভাইয়া!!! থ্যাংকস আ লট!!!!!
১১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০
কথাকথিকেথিকথন বলেছেন: পত্র পল্লবের সাথে দেখা করতে গিয়েছিলাম !!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮
শায়মা বলেছেন: দেখা হলো তোমার শাখা প্রশাখা লতা পাতা আর পত্র পল্লবের সঙ্গে!!
কথা হলো কথাকথিকেথিকথন!!!!!!!!!
প্রোপিকের নাথায় ওটা কি আপুনি? ব্রেইনের তার আটকে রেখেছো নাকি?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০
শায়মা বলেছেন: দেখা হলো তোমার শাখা প্রশাখা লতা পাতা আর পত্র পল্লবের সঙ্গে!!
কথা হলো কথাকথিকেথিকথন!!!!!!!!!
প্রোপিকের মাথায় ওটা কি আপুনি? ব্রেইনের তার আটকে রেখেছো নাকি?
১১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
রাবার বলেছেন: রুপকথা আর মন্তব্য সবই মজা পাইলাম । আপনি কোথায় ? ব্লগে দেখি না কেন আমার প্রিয় আপুকে। অডিও শুনলাম আপু আর আপনার গলা কি যে মিস্টি কি যে মিস্টি তা বলবার নয় ++++++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৮
শায়মা বলেছেন: হা হা রাবারভাইয়া! থ্যাংকস আ লট! আমাকে ব্লগে দেখোনা! এই কথা শুনলে সবাই হাসবে! এখন ছুটি তাই বেশিই থাকি আর কত গুলা পোস্ট লিখেছি দেখেছো?
বরং তোমাকেই দেখিনা!
১১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
লালপরী বলেছেন: সোজা প্রিয়তে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!
তোমার বাবুদেরকে শোনাবে। মানে স্কুলের বাবুদেরকে!
১১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
রাতুল_শাহ বলেছেন: ঈদ মোবারক ।
কেমন আছেন আপনি?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪
শায়মা বলেছেন: ও মাই গড!!!!! ভাইয়া তুমি কিভাবে এলে???
তোমাকে নাকি আমি ব্লগ থেকে তাড়িয়েছি!!!!!!!! একজন এমনি কথা বলে বেড়ায় নানা নিকে!!!!!
যাইহোক আমি ভালো আছি!!!!!!
তুমি কেমন আছো ভাইয়ু???
ঈদ কেমনে কেটেছে???
১১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
রাতুল_শাহ বলেছেন: বাসে আইলাম, জ্যাম নাই।
ঈদ ভালোই কাটলো.......
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০০
শায়মা বলেছেন: তার মানে তোমাকে আমি তাড়াতে পারিনি!!!!!
হায় হায় কি হবে!!!!!!!!
যাইহোক ভালো থেকো ভাইয়ু!!!!!!!!
লাভ ইউ অলওয়েজ!!!!
মাসকালাই এর রুটি কিন্তু খাওয়াওনি আজও???
১২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
উধাও ভাবুক বলেছেন: তোমার পোষ্টগুলো যেমন বড় তেমনি কমেন্টের লাইন ও অনেক বড়।
কেমন আছো, ঈদ কেমন কাটল।
ভাল থেকো সর্বদা।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
শায়মা বলেছেন: ভাবুকভাইয়া!!!!!!!!
ভালো আছি!!!!!!!
ঈদও মজাতে কেটেছে!!!!!!! যদিও আর ঈদ পোস্ট খানাপিনা দিয়ে কাউকে ডিস্টার্ব করলাম না!
১২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫
রাতুল_শাহ বলেছেন: যমুনা টিভিতে একদিন সরাসরি বানানো দেখাচ্ছিলো, ইউটিউবে খুঁজে দেখেন পাবেন।
আর আপনারে তো খুঁজে পাওয়া যায় না। কোথায় থাকেন তাও জানি না। খাওয়াবো কেমনে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন: আমাকে খুঁজে পাবে আকাশে ভাইয়ু!!!!!!
যাইহোক সেদিন ত্রিশঙ্কুভাইয়াকে দেখলাম গুলশান ২ লেসিক আই ক্লিনিকের সামনে। ছাইছাই রঙ গেঞ্জি আর চশমা পরা ভাইয়া উদাস মুখে হেঁটে যাচ্ছিলো। হাতে ছিলো একটা মোবাইল । তখন রাত ৯ টা মনে হয় । ভাইয়া ঐ আঁধারেও গাছের ছবি তোলার ট্রাই করছিলো। আমি ভাবছিলাম কে যেন চেনা চেনা!!!!! হঠাৎ চিনে ফেললাম!!!!! আরে এটা তো আমাদের ত্রিশঙ্কুভাইয়া!!!!!! হাহাহা
১২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৬
রাতুল_শাহ বলেছেন: কোনদিন?
আপনাকে তিনি চিনতে পেরেছিলেন?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
শায়মা বলেছেন: আমাকে তো দেখতেই পায়নি। আমি লেসিকের সামনে গাড়িতে বসে ওয়েট করছিলাম ফুপির জন্য!
১২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
রাতুল_শাহ বলেছেন: নেমে গিয়ে কথা বলতে পারতেন। কাজটা ঠিক করেন নাই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
শায়মা বলেছেন: হা হা ঠিক ঠিক !!!
তাই করতে হতো!!!!!!
কিন্তু তোমাকে দেখলেও চিনবোনা!!!!
১২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১
রাতুল_শাহ বলেছেন: আপনারেও তো সরাসরি কথা বললেও চিনতে পারবো না।
আর আমাকে চিনে কোন লাভ নাই, কারণ চিনতে পারলেও কথা তো বলবে না।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!
গানে গানে পরিচয় হবে । বাংলা ম্যুভিতে যেমন হয়!!!!!!
১২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
রাতুল_শাহ বলেছেন: কি এমন গান , যে টা গাইলে চিনতে পারবো বা পারবেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
শায়মা বলেছেন: ঐ যে বাংলা ম্যুভিতে যেমন হয় !!!!!
গান গেয়ে গেয়ে মানুষ ভাই বোন বাবা মা খুঁজে পায় তেমন টাইপ কোনো গান!
১২৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
রাতুল_শাহ বলেছেন: এমন গান কি আছে নাকি? একটা বলেন, গানটা গেয়ে আপনারে খুঁজি
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
শায়মা বলেছেন: আরে সেটা তো সামনে গিয়ে খুঁজতে হবে ! এইখানে বসে বসে গাইলে হবে নাকি!!!!!!!!
একটা গান শুনেছিলাম-
তুমি আমার কত চেনা সেকি জানোনা!!!!!
১২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
রাতুল_শাহ বলেছেন: নারে ভাই জানিনা।
কতটুকু চেনা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
শায়মা বলেছেন: আরে কতটুকু চেনা কি ভাইয়ু!!!!!!!
আমি তো বাংলা ম্যুভির সেই গানার কথা বললাম!!!!
১২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
রাতুল_শাহ বলেছেন: ও...............
তাহলে এই গান দিয়া আপনাকে চেনা যাবে না।
কোন গান গাইলে চেনা যাবে, সেটা বলেন
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
শায়মা বলেছেন: সে না হয় একটা গানা লিখে দেওয়া যাবে। যা দিয়ে চেনা যাবে!
১২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: পত্র পল্লব । তারাতো নিষ্পাপ । তাদের সাথে বন্ধুত্ব পবিত্র ।
হা হা হা । হতেও পারে !!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২
শায়মা বলেছেন: হতেও পারবে মানে কি । এটাই ঠিক। তোমাকে দেখলেই একটা স্নিগ্ধতা পবিত্রতা ভাব জাগে আপুনি!!!!!!! তোমার কথার মাঝে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে!
১৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
সাহসী সন্তান বলেছেন: মন্তব্য পেয়েছি: ৪২৪৪০টি
-আপুনি আপনার রাউন্ড ফিগারটা ভেঙে দিলাম? আপনার অডিও লিংকের কন্ঠটা কার?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪
শায়মা বলেছেন: আমার আবার কার!!!!!!!!!!! যদিও স্টুডিও রেকর্ডিং না ! এটা বাসায় বসে বসে মিনমিন রেকর্ডিং!!!!! মানে প্রাকটিস!
১৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯
সাহসী সন্তান বলেছেন: কন্ঠটা যে আপনার সেটা কি আমাকে কখনো বলেছেন? এক্কেবারে তেলেবেগুনে জ্বলে উঠলেন যে? কন্ঠটার চেয়ে লেখাই ভাল! কোন ঝামেলা নেই!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৪
শায়মা বলেছেন: ঐ কন্ঠে কি ঝামেলা!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ওকে ওকে এইবার স্টুডিও রেকর্ডিং করে আনবো একদম ঝকঝকা!!!!!!!!!!
১৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: স্নিগ্ধতা ভেবে হারাইও না দিক
হয়তো সে শুদ্ধ নয়
তার আঁড়ালে কালও হাসতে পারে
উদাহরনে সিদ্ধ ইতিহাস
যদি তব ঘেঁটে দেখো !!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
শায়মা বলেছেন: ইতিহাস বা পাতিহাস
যাহা হোক তাহা
কালেরও আড়ালে হাসুক
অতিকাল আহা!
স্নিগ্ধের কি একই রুপ
একই তার বেশ?
হন্যমানে শরীরে তা
লাগুক আবেশ!
নো প্রবলেমো!!!!!!!! স্নিগ্ধতা প্রকৃতিতেও থাকে। থাকতে পারে তা আকাশে বা বাতাসে!!!!!!!!!
১৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
প্রামানিক বলেছেন: এত সুন্দর শিয়াল ছড়া
এত দিনেও হয়নি পড়া
খুব ভাল লাগল। ধন্যবাদ
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
শায়মা বলেছেন:
পড়ার জন্য থ্যাংকস!!!!!!!!
১৩৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০
রাতুল_শাহ বলেছেন: তা গানটা লিখবেন কবে?
গানের কথায় সুর দিবেন কবে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮
শায়মা বলেছেন: কোনো একদিন লিখবো ভাইয়ু!!!!!!!!!!
১৩৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০
রাতুল_শাহ বলেছেন: এত অপেক্ষা করে চেনার দরকার নাই।
না চেনা জানা অধিকতর ভালো
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
শায়মা বলেছেন: ঠিক ঠিক আমিও তো সেটাই বলি ভাইয়ু!!!!!!!
১৩৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: প্রাকটিস ভালই করেছো । খুব মিষ্টি গলা তোমার ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
শায়মা বলেছেন: হায় হায় এতদিন পর প্রাকটিসের খবর!!!!
১৩৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
রাতুল_শাহ বলেছেন: মিষ্টি গলায় ভাইয়ুউ উ বললেই চেনা যাবে।
দুনিয়াতে আপনি শুধুমাত্র আপনিই ভাইয়ুউ বললে ডাকেন। এই ডাক শুনলে থেমে যাবো।
দরকার নাই গান বাধার, মিষ্টি গলার ভাইয়ুউ.......হলেই হবে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮
শায়মা বলেছেন: আরে তুমি তো মহা বুদ্ধিমান!!!!!!!
এই কথাটা এতক্ষনে মনে পড়লো???
১৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: এত খবর নেয়ার সময় নেই ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০
শায়মা বলেছেন: আল্লাহ বাঁচাইছে ভাইয়ু!!! কালকে একটা খাসী জবাই দিতে হবে!
১৩৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০
রাতুল_শাহ বলেছেন: দেখলাম............আর কি আপনার আগ্রহ কতটুকু
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
শায়মা বলেছেন: কতটুকু আবার !!! অনেক টুকুই তো রাতুল ভাইয়াজান!!!!!!!!!!!! তোমার কি অফিস ছুটি নাকি!!!!!!!!!!!!!!!! মনে তো হচ্ছে ছুটিতে আছো এখনও । রিল্যাক্স ম্যুডে!!!!!!!!
১৪০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: খাসী জবাই দেবার দরকার নেই । খাসীর তো প্রাণ আছে নাকি? জবাই দেখলে কান্নাকাটি করো । এখন আবার রেগুলার খাসি জবাই দেয়া শুরু করছো । এখন কষ্ট লাগে না । তোমার ডালমেশিয়ানের খবর কি ? ফুপি কেমন আছে? তাঁর একটু সেবা যত্ন করো ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
শায়মা বলেছেন: ধন্যবাদ। সবাই ভালো আছে।
১৪১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
সাহসী সন্তান বলেছেন: রেকর্ডের সময় সম্ভাবত আপনি মুখটা মাউথ স্পিকারের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন তাই আপনার কথার সাথে সাথে মুখ থেকে বের হওয়া বাতাসের শব্দ পাওয়া যাচ্ছে! তবে আসালেই আপনার কন্ঠটা অনেক সুন্দর! সেই সাথে ছড়াটাও অনেক মজার হয়েছে।
আপুনি সময় করে মেইলটা একটু চেক করে নিয়েন। একটা জরুরী মেইল আছে!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
শায়মা বলেছেন: হুম ভাইয়া এই জন্য নিশ্বাসের শব্দ এসেছে। প্রফেশনাল স্টুডিও রেকর্ডিং হলে আর এসব হত না।
১৪২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
রাবেয়া রব্বানি বলেছেন: ভিডিও দিলে ভালো হত
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
শায়মা বলেছেন: আপুনি এখনও পিচ্চিদের দিয়ে প্রোগ্রামটা করানো হয়নি। মনে হচ্ছে একটু সময় লাগবে। আর ভিডিও দেওয়া কি ঠিক হবে? এতগুলো পিচ্চিপাচ্চার বাবা মায়ের বিনা অনুমতিতে ভিডিও দিলে আবার আমার নামে কেইস করে দিতে পারে।
১৪৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
রাতুল_শাহ বলেছেন: প্রচার চাপে আছি............ফাঁকি দিচ্ছি আর কি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
শায়মা বলেছেন: তাই বলে এত ফাঁকি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
নো মোর ফাকি ভাইয়ু!!!!!!! মন দিয়ে কাজ করো!!!!!!!
১৪৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
রাতুল_শাহ বলেছেন: ধন্যবাদ................
এই রকম কেউ বলে না...............
কারণ এত চাপ নিয়ে কাজের ফলাফল ভালো হয় না তো, এই জন্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
শায়মা বলেছেন: আরে চাপ ছাড়া কি জীবন আছে ভাইয়ু??? চাপের মধ্যেই চাপাচাপি করেই এগিয়ে যেতে হয়। থমকে গেলেই তো পিছিয়ে গেলে। পিছিয়ে গেলেই তো হেরে গেলে ভাইয়ামনি!!!!!!!!
কাজেই চাপ নিয়ে ভাবলে চলবেনা। প্রাকটিস ওয়ার্কিং ইন অল সিচ্যুয়েশন!!!!!
১৪৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
রাতুল_শাহ বলেছেন: আরো কিছু বলেন................
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
শায়মা বলেছেন: আরও বলবো!!!!!!!
আর তুমি শুনবে!!!!!!!!!!!!!!
ফাঁকিবাজি স্বভাব দেখি এখনও গেলোনা। আমার ভাই হয়ে তুই এত বড় ফাঁকিবাজ হইছিস!!!!!!!!!! রেগে যাচ্ছি কিন্তু!!!!!!!!!!
১৪৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
রাতুল_শাহ বলেছেন: কি করতাম, এত চাপ.................
ঘুম চলে আসে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: হায় হায় আবার ঘুমও !!!!!!!! তাইলে ঘুমাও এখুনি!!!!!!!! ভাইয়া তুমি কি নতুন ব্লগার!!!!!!!! এত কমেন্ট দিচ্ছো কেনো??? পুরানোরা তো আর আসেই না!
সবাই কই যে গেলো!!!!!
১৪৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
মাইক-মজিদ বলেছেন: ঈদ মোবারক।
তোমার রান্নার লেখা পাই না কেন ?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮
শায়মা বলেছেন: ঈদ মুবারক ভাইয়ু!!!!!!!!
রান্নার লেখা নাই এইবার!!!!!!!! হাতে ব্যাথা তো তাই আমি রান্না বান্না করিনি!
১৪৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
রাতুল_শাহ বলেছেন:
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬
শায়মা বলেছেন: আশাকরি এতক্ষনে রিপ্লাইটা পড়া হয়েছে ভাইয়ামনি! তাই আর রাখছিনা !
১৪৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
পোস্ট মন্তব্য পড়তে পড়তে হাঁপিয়ে গেলুম ৷ চর্চা চলুক ৷ কোন স্টুডিওতে প্রফেশনালদের সাহায্য নিতে পারেন সাথে কিছু কিছু জায়গায় পরীমনিদের কণ্ঠ ব্যবহার করে দেখতে পারেন ৷ভয়েসের ভ্যারিয়েশন নিয়ে কাজ করতে পারেন ৷নন্দনচর্চা অব্যাহত থাকুন, সুস্থ দেহ ও মনে ৷স্টেজখানি দৃষ্টিনন্দন করে সাঁজাবেন আশা করি সাথে মুখোশ বা পাপেট রাখার কথা ভাবতে পারেন ৷ আপনি অবশ্যই পারবেন ৷ পরীমনিদের জন্য শুভেচ্ছা আর মাদমাজয়েলের জন্য শুভকামনা ৷ ছড়িয়ে পড়ুক আনন্দলোক চিত্তের সবখানে.......
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
শায়মা বলেছেন: হা হা ভাইয়া !!!! স্টুডিওতে রেকর্ড করে নেবো। আর বাচ্চাদেরকে দিয়েও কিছু ক্ষেত্রে ভয়েস দেওয়াবো ভাবছি। স্টেজের চিন্তাটা করেছি এমন যে স্টেজের সামনে দিয়েই নদীর ঢেউ বানানো হবে কর্কশিট আর ফোমের। রঙ চড়ানো হবে তাতে। এক সাইডে রাখবো শিয়ালের পাঠশালা যা পরে স্টেজে আনা হবে। আর থাকবে গাছ পালা ঝোঁপ ঝাড়আর হাসিমুখি সূর্য্য।
অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি! অনেক ভালো থেকো।
১৫০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
রাতুল_শাহ বলেছেন: বুঝলাম না। মাথার উপর দিয়ে গেল
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: তুমি বুঝবেনা কিন্তু কত বড় বড় পন্ডিৎ আসে যায় আমাদের জীবনে!! তাহাদের অমুল্য বাণী আমাদের স্মরণ করিয়া চলিতে হয় সর্বদা। নইলে মনে রাখাবে কি করে? আহা!
১৫১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
বিদগ্ধ বলেছেন: শুধু পড়লাম। শোনার সুযোগ হলো না। অসাধারণ। অনেক চিন্তা দিয়েছেন, বুঝা যায়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
শায়মা বলেছেন: ভাইয়া শুনতেও ভুলবেনা কারন অডিওটা দিয়েই বাচ্চারা অভিনয় করবে!!! কাজেই জানাবে কি কি করা যায় আরও!
১৫২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
রাতুল_শাহ বলেছেন: গভীর কঠিন শক্ত কথা কথা...........
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
শায়মা বলেছেন: হা ভাইয়ু!!!!! বড়ই কঠিন কথা!!!
১৫৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
রাতুল_শাহ বলেছেন:
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১
শায়মা বলেছেন: তুমি এত কমেন্ট দিওনা ভাইয়া তোমাকে আমার আন্টি কিন্তু বকা দেবে!
১৫৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
ফেরদাউস আল আমিন বলেছেন: Sundor ও হইসে
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!
১৫৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫
সাহসী সন্তান বলেছেন: শুভ রাত্রি আপুনি! শুধু ব্লগে বসে কি করছেন? কোন পোস্টেতো মন্তব্য করতে দেখলাম না? নুতান পোস্ট লিখছেন নাকি?
একটা কথা বলি! আপনি আন্টিরে নিয়ে বেশ চিন্তিত আছেন তাই না? আপনি চিন্তা করছেন তাই কিন্তু চিন্তিত? এত ভাবেন কেন? গত কালই না বলেছি ব্লগটা সবার জন্য! এখানে ভাল খারাপ সবাই থাকবে! সুতরাং আপনি আপনার পথে হাঁটবেন, অন্যরা তাদের পথে হাঁটবে!
কে কি বলল/ভাবলো সেটা বড় কথা নয়, নিজে ঠিক থাকলেই হলো!
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:২১
শায়মা বলেছেন: আন্টিরে নিয়ে চিন্তিত না, আমি বিরক্তিত। এতটা বিরক্তির কারণ হতে পারে কেউ আগে জানা ছিলোনা। যাইহোক আমি তো নিউ পোস্ট লিখছিলাম তাই এত চুপচাপ শান্ত শিষ্ঠ লেজ বিশিষ্ঠ হয়ে ছিলাম ভাইয়া।
১৫৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: হাতে ব্যথা পেলে কিভাবে ????
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩
শায়মা বলেছেন: হাতে ব্যাথা পেলাম মানে কি? খোয়াব দেখো?
১৫৭| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩
রাবেয়া রব্বানি বলেছেন: । হাহা আমার মেয়ে ও নাচ করে তাই বলেছিলাম আর কি।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪
শায়মা বলেছেন: ভেরী গুড আপুনি! অনেক অনেক দোয়া পুচ্চিটার জন্য!
১৫৮| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন। প্রিয়তে রাখছি।শুনতে হবে।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!
১৫৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯
দীপংকর চন্দ বলেছেন: প্রিয়তে থাকছে সত্যিকার জিনিয়াস যিনি, তাঁর কাজটি!
শুভকামনা অনিঃশেষ বহুগুণে গুণান্বিতার জন্য।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!
অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!
১৬০| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০১
আলোরিকা বলেছেন: আপুনি আমার বাবাই তো তোমার বোকা কুমিরের গল্প শুনে ফিদা !
ইদানিং প্রায়ই সে শুধু বোকা কুমিরের গল্পই শুনতে চায় । গল্প শোনার পরের সিকোয়েন্স ---
১। মা ,গল্প শুনে মন খারাপ হয়েছে - শিয়াল কে ফোন দিয়ে বকা দাও ।
২। মা কুমীর কে বল কান্না না করতে ।
৩। মা বাঘ আর সিংহ মামা কে বল শেয়ালের পেট থেকে কুমিরের বেবিদের বের করে আনার জন্য ।
৪। মা কুমিরের মন এখন ভাল হয়েছে ?
৫। মা শিয়ালকে কি পুলিশ আংকেল ধরে নিয়ে যাবে ?
অসংখ্য ধন্যবাদ আপু , তোমার কল্যাণে বাবাইটার সাথে অনেক মজার সময় কাটাতে পারছি বলে
তোমার অনুষ্ঠানটি দেখতে পেলে আরও ভাল হত - যদি অনুষ্ঠানে যাওয়ার অনুমতি থাকে জানিও আমার ছেলেকে দেখিয়ে আনব।
শুভেচ্ছা , ভাল থেকো ।
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হা হা হা বুঝা যাচ্ছে বাবাইটাকে নিয়েই একটা গল্প লিখতে হবে এইবার।
অনুষ্ঠান একটু পিছিয়ে গেছে আপুনি।
তার আগে আছে একটা পাপেট শো।
১৬১| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা ব্যাপক মজা পাইছি আপু।
০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি সোনারখনি!!!!!! এতদিন পর ফিরে এলে তাই অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!! অনেক ভালো থেকো!!!!!!
১৬২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
শায়মা বলেছেন: ভাইয়া এত খুশি খুশি কেনো???????????
১৬৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
পোষ্ট পড়ে।
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১
শায়মা বলেছেন: আমি ভেবেছিলাম কমেন্টের রিপলাই পড়ে। ভাইয়া তোমাকে দেখে সত্যি ভালো লাগছে। তুমি খুবই সুন্দর পোস্ট লিখতে আর খুব গোছানো। তুমি প্রবাসী পাঠক আর মামুনভাইয়া তোমাদের লেখাগুলো খুবই সুন্দর আর গোছানো ছিলো। বুঝাই যায় তোমরা অনেক পড়ো! তারপর অভিভাইয়ার কবিতা! কোথায় হারিয়ে গেলে তোমরা ভাইয়ামনিরা?
১৬৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু দোয়া করবেন যেন নিয়মিত হতে পারি।
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭
শায়মা বলেছেন: অনেক অনেক দোয়া ভাইয়া। তুমি আমাদের পুরানো জিনিয়াস । না থাকলে চলবে????? বলো???
১৬৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: লজ্জা পায়না ভাইয়ু!!!!!!!!!! ইউ আর রিয়েলী পুরান জিনিয়াস!!!!!!!!! শুধু কি নতুনেরাই জিনিয়াস নাকি!!!!!!!!!!!!!!
১৬৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সবাই বললে মাইনা নিতাম আপনার কথা। কিছু লোক পেছনে গালিও দেয়। যাই হোক উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন আপু।
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
শায়মা বলেছেন: ধুর ভাইয়া যারা গালি দেয় তারা হলো চামচিকা টাইপ মানে কিচ্ছু পারেনা তাই অন্যের ভালো কাজ সহ্য হয়না। তাদেরকে গালি দিতে দাও আর মন্তব্য করে অন্যের মন ভুলাতে দাও ( তাও যদি পারে আর কি) তোমার মত তো আর জীবনে লিখতে পারবেনা!!!! কাজেই নো পাত্তু!!!!!!!!!!!!!!
ঐ যে একটা গান আছেনা চামচিকারে কে বানাইসে মাতব্বর!! কাজেই পিছে গালি দেওয়া চামচিকাম্যানদেরকে নো পাত্তু!!!!!!!!!!!!!! নো পাত্তু!!!!!!!!!!!!!
১৬৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
দুনিয়াটা আপু হইল আজব এক জায়গা। হাইড এন্ড সিক খেলার জায়গা। যাই হোক আপু দোয়া কইরেন ভাল থাকতে চাই, যেন ভাল থাকতে পারি।
তবে অবশ্যই নো পাত্তু.... !!!
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
শায়মা বলেছেন: হাইড এ্যান্ড সিক দুনিয়ায় খেলা তত সহজ নহে ভাইয়ু!!!!!!!! তবে অনলাইনে ইটস ইজি!!!!!!!!! তবে কি যায় আসে। কেউ কি পারে দিতে পারে জিনিয়াসের সাথে টক্কা? তার আগেতে সেই বোকাটা পেয়েই যাবে অক্কা!
১৬৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
শায়মা বলেছেন:
১৬৯| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: শেয়ালের পড়ার স্টাইলটা পছন্দ হয়েছে । ভারী জ্ঞানী !!!
১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
শায়মা বলেছেন: হাহাহা কথাকতি আপুনি!!!!!!!!!!! আই লাভ ইউ!!!!!!!!!!!!
১৭০| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: আই লাভ ইউ!!!!!!!!!!!! ওহ নো !!! ইটস হার্ট টু টেইক !!!!!!
১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
শায়মা বলেছেন: কেনো কেনো কেনো!!!!!!!!!!!!!!!!
কি বললে এইটা আপুনিমনি!!!!!!!!!!!
১৭১| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: শরীর খারাপ তো তাই এতো ভারী জিনিস হঠাত পড়াতে....!!!!!
১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
শায়মা বলেছেন: হায় হায় কি হয়েছে তোমার আপুনি!!!!!!!!!!!!!
১৭২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: জ্বর, সর্দি, গলা ব্যাথা, কাশি.....!!!
১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: হায় হায় কি সাংঘাতিক!
১৭৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩
সোমহেপি বলেছেন: আবৃতি না আবৃত্তি ?
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৫
শায়মা বলেছেন: আবৃত্তি!
কিন্তু এত কষ্ট করে ত য়ে তয়ে লিখতে ইচ্ছা করেনা ভাইয়া।
১৭৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: তোমার হাতে ব্যথা খোয়াবে দেখবো কেন? খোয়াবে দেখলাম তোমার পায়ে ব্যথা ।নাচতে গিয়ে পটাং তারপর ব্যথা ।
সেই ব্যথার কষ্ট কাউকে বলতে পারেছো না । সব ঠিক হয়ে যাবে । তুমি এত কষ্ট কষ্ট করছো মানুষ ভাববে ভয়াবহ কোন ব্যথা । তোমার ব্যথা শুণলে তো আবার তোমার ভক্তকূলের কষ্ট তোমার কষ্টের দ্বিগুন হয় । তাদের কষ্ট লাঘবে অন্তত হাসি দিতে পারো ।
আর দ্রুত প্রশান্তি লাভ করো মনে শরীরে সবখানে । সুস্থতা কামনা করলাম ।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০২
শায়মা বলেছেন: ওকে থ্যাংক ইউ। তবে আমি অসুস্থ্য না। আমি কিছু কাজ নিয়ে বিজি আছি।
১৭৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
সোমহেপি বলেছেন: তাই বুঝি ? এত বড় হিয়ালের কাহিনি ভাল লাগে ?
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০২
শায়মা বলেছেন: লাগেনা? কেনো লাগবেনা?
১৭৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: হুম ! সাংগাতিক ! দোয়া কইরেন একটু।
আপনি ভাল আছেন ??
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০
শায়মা বলেছেন: না আমি খারাপ আছি।
তবুও তোমার জন্য অনেক দোয়া করবো আপুনি!
১৭৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: খারাপ কেনো ?? হুয়াই ?
১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
শায়মা বলেছেন: বলবোনা!!!!!!!!!!!
কোনোদিনও বলবোনা!!!!!!!!!!!!
১৭৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
কথাকথিকেথিকথন বলেছেন: !!!! খারাপ থাকা ভাল না এবং তা কাউকে না বলাও খারাপ কিন্তু !
১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
শায়মা বলেছেন: তবুও বববোনা!!!!!!!!!!!!!!!!!!!!
আমি লাগ কচ্ছি!!!!!!!!!!!!!!!!!!!
মলে গেলেও ববো না!!!!!!!!!!!!!!!!!!!!
১৭৯| ১৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
কথাকথিকেথিকথন বলেছেন: লাগ করলে মনক্ষয় অয় !! তাই লাগ করলে থলবে না !! লাগকে ভেঙ্গেচুরে উড়িয়ে দাও ঈগলের ডানায় । তা থে নিয়ে যাবে কোন দহীন বনে !!! থময় কিছু নিঃস্বতা থেতে মুত্তি পাবে !!!
১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০২
শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!!!!!!!!!!
উড়াবোনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি আলও আলও লাগ কববো!!!!!!!!!!!!!
১৮০| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
কথাকথিকেথিকথন বলেছেন: তাহলে থাক । লাগ করে থাকো । কোন লায়ক তোমার আশেপাশে থাকলে গান গাইতো, লাগলে তোমায় লাগে আলও ভালো... !!!
আমি উড়াবো, নিজেও উড়বো । উড়তে আমার ভাল লাগে । দুটা নতুন পাখা লাগাতে হবে !!!!!
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
শায়মা বলেছেন: হাহাহাহাহা গুড গুড আপুনি!!!!!!!!!!!!!
ইউ আর দ্যা নিউ এ্যাঞ্জেল।
উড়ো উড়ো! দুটো, চারটা , ছয়টা পাখা লাগাও। কিন্তু ভুল করেও তিনটা, পাঁচটা লাগিয়ওনা তাইলেই ধপ্পাস!!!!!!!!!!!!
১৮১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: খুব ক্ষুদ্র গন্ডির ভেতরে ভাবনা যাদের তারা খুব শর্ট টাইম ব্যাপার গুলো নিয়ে ভাবে এবং লং টাইম সাফারার হয়। (৮৬)
দারুণ বলেছেন কথাটা!
আপনার নানামুখি প্রতিভার পরিচয় পাচ্ছি আর মুগ্ধ হচ্ছি।
২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫২
শায়মা বলেছেন: হুম ভাইয়া। কিছু মানুষের কুরুচি ও নিকৃষ্ঠতার পরিচয় সবখানেই পাওয়া যায়। তারা তা গোপন করতে পারেনা। ঐ ৮৬ নং কমেন্টেও তেমন কিছু নিয়েই বলা হয়েছিলো। ঠিক যেমনি চোখের কাঁটা ভাইয়া সে এই নিক সেদিনই বানিয়েছিলো প্রতিবাদ করতে। প্রতিবাদ যেটার বিরুদ্ধে ছিলো সেই কুকীর্তি বা কৃতকর্মকারী নির্বোধটির সে জ্ঞানও ছিলোনা।
শর্ট টাইম ব্যাপারগুলো নিয়ে ভেবে তার উপর ভিত্তি করে যা ইচ্ছা তাই করে বসে থেকে এইসব নির্বোধেরা এমন সব ব্যাপার ঘটিয়ে বসে যে পরবর্তীতে সারাজীবনই হয়তো সাফার করতে হয়। তারা ভাবে যা থাকে কপালে আমিও যা ইচ্ছা তাই করবো, তখন তাদের বোধ কাজ করেনা যে এই যা ইচ্ছা তাই করাটা মানে ক্ষোভের বশে বা হুট করে সিদ্ধান্ত নিয়ে করা কোনো ভুলের সংশোধন বা পরিমার্জন হয়তোবা সারাজীবনেও করা যায় না আর।
ভাইয়া নানামুখী প্রতিভা আছে ঠিকই কিন্তু সবদিকে মন দিলে যেমন কোনোটাই ঠিকঠাক হয়না তেমন আর কি।আসলে আমার হবিটাই হলো লার্নিং আর এই লার্নিং করতে করতে কনফিডেন্স বেড়ে গেছে এই যা।
অনেক ভালো থেকো ভাইয়া। এত মন দিয়ে আমার লেখাগুলো পড়ছো দেখা অবাক হচ্ছি।
১৮২| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: এখানে অনেকগুলো অডিও লিঙ্ক দিয়েছেন। অডিও লিঙ্ক কী করে পোস্ট করতে হয়, তা কি একটু সংক্ষেপে বলা যাবে?
আর অডিও লিঙ্কটা বানাতে হয় কিভাবে?
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমি সাউন্ড রেকর্ডার দিয়ে বসে বসে গান গেয়ে গেয়ে রেকর্ড করেছিলাম তারপর সেটা মেডিফায়ারে আপলোড, তারপর এইখানে লিঙ্কে জুড়ে দিয়েছি।
এটা তোমাকে আরও ভালো করে বুঝাতে পারবে আইটি ভাইয়ারা। নদীভাইয়া ভালো জানবে আরও কেমনে করে এই টাইপ কাজ।
১৮৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫
আমিই মিসির আলী বলেছেন: ঘন্টাখানেক ধরিয়া বিভিন্ন বিষয়ে আপনার অসাধারণ লেখাগুলো পড়িলাম!!
আপনার জ্ঞানের পরিধি অনেক বিশাল! আমাদের এই যুগের রোকেয়া আপা ও বলা চলে।
বেঁচে থাকুন। আর এইভাবেই লিখে চলুন।
২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
শায়মা বলেছেন: আমার জ্ঞানের পরিধি!!!!!!!!!!!
ভাইয়া পা দুইটা দাও সালাম করি!!!!!!!!!
এইসব জ্ঞান নহে এইগুলা শখ এবং আমার শখ ইজ লার্নিং।
১৮৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: না, আমি তিনটা অথবা পাঁচটা লাগাবো । ইস ম্যা কিক হ্যা !!!
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
শায়মা বলেছেন: কথাকথিকেথিকথন বলেছেন:
না, আমি তিনটা অথবা পাঁচটা লাগাবো । ইস ম্যা কিক হ্যা !!
তাইলে তো ইমব্যালান্স হয়ে পড়বে ধরায় ঠিক হ্যা!!!
১৮৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯
আমিই মিসির আলী বলেছেন: আমার শখ আছে বটে তয় ধৈর্য্য কম!
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
শায়মা বলেছেন: ধৈর্য্য ছাড়া কোনো অসাধ্য সাধন সম্ভব নয় ভাইয়া!
১৮৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই তোমায় ধরলুম
সাঁড়াশিতে ক্যাক করে;
ডানা দুটো দেই ভেঙ্গে
দেখি কোথা যাও উড়ে??
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০
শায়মা বলেছেন: কি যে বলো ভাইয়াটা
এই ডানা
কতজনে কতবার ভেঙ্গেছে
তাই বলে এ জীবনে কেউ মোরে
আটকাতে পেরেছে!!!!!!!!!!!!
নো ভাইয়া কাভি নেহি
দ্যাট ইজ ইমপসিবল
এত সাহস কারও নেই
নেই বুকে এত বল!!!!!!!
ভালোবাসি তাই আসি
উড়ে উড়ে এখানে
তুমি এক প্রিয় ভাই
সামুর এই বাগানে।
ছড়িতার বীজগুলো
বুনে যাও রোজ রোজ
মোর বাড়ি এসে এসে
করে যাও রোজ খোঁজ।
ভেবোনাকো আমি থাকি
ভুলে ভুলে তোমাকে
যখনই সময় পাই
দেখে যাই তোমাকে।
আরও থাকি ফুলে ফুলে
কলিদের আড়ালে
( হাহাহাহাহাহাহাহাহাহা না ভাইয়া গোপন কথা ফাঁস কব্বো না!!!!!!!!!!!!!!!! তার থেকে তোমার বাড়ি যাই )
১৮৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরও থাকি ফুলে ফুলে
কলিদের আড়ালে
( হাহাহাহাহাহাহাহাহাহা না ভাইয়া গোপন কথা ফাঁস কব্বো না!!!!!!!!!!!!!!!! তার থেকে তোমার বাড়ি যাই )
সে আমি ঠিকি বুঝি
আড়ালেতে টেটনামি;
নিক কটা দাওনাগো
গিফ্ট দেবো দামী দামী।
২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
শায়মা বলেছেন: এহ নিক দেবো কেনো
নিজে নিজে নাও না?
মাছ দিয়ে ভাত তুমি
রোজ রোজ খাওনা?
নেই হাত নেই মাথা
নেই নাকি চোখ কান
নিজে কাজ না করে
স্বভাব হলো হাতটান!!!!!!!!!
১৮৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অমাগো মা,তেজ কতো
যেই নিক চেয়েছি;
ভাত খোটা সেই সাথে
চোর নামও পেয়েছি।
থাক বাবা কাম নাই
নিক নিয়ে থাকো সুখে;
কথা কইলেই বলে
বড়ো কথা ছোট মুখে।
চুপ থেকে পারি নাকো
পেটে দেয় সুড়সুড়ি;
ফের বলি নিক বলো
ভালোয় ভালোয় গড়গড়ি।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩
শায়মা বলেছেন: ফু ফু ফা ফা বলে দেবো কত শখ
তার থেকে মারো তুমি ধান ক্ষেতে কানী বক।
সাবধান মেরে পাখী জেইলেতে যেওনা।
সশ্রম কারা ভোগ সেথা তুমি পেওনা।
১৮৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: নিক নয় যেনো সব
যক্ষের ডায়মন্ড;
সিক্রেট সুইস ভল্ট
মিলিওন পাউন্ড বন্ড।
ঢংয়ের আর শেষ নেই
নিক নিয়ে বাহাদুরি;
পারলে ঘুমায় নিয়ে
বিছানাতে গড়াগড়ি।
বলি কিবা হয় বাপু
বলে দিলে বাকি নিক;
কথা দিনু মুখে তালা
করবোনা মোটে লিক।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: মুখ সেতো নেই দাম
তার এক সেরও।
সারাদিন বক বক
ফসকায় গেরো।
এই কানে ঐ কানে
সাত কান করো
ধরা খেলে রাম রাম
জীব কেটে মরো।
যেন কত সাধু বাবা
জন্মেও বলোনি
সব্বার কথা ছাড়া
এক পাও চলনি।
আসলে তো হে হে হি হি
কিচ কিচ ক্যাচ
জানি তো পেট ভরা
জিলিপির প্যাচ!
১৯০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: নতুন পোস্ট কই ??
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
শায়মা বলেছেন: নাই আপুনি!!!!!!!!!!!!!! নাই নাই নাই!!!!!!!!!!
১৯১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: আমার তো মনে হচ্ছে লেপের ভেতর ওম দিচ্ছেন ( সন্দেহের ইমো হবে )!!! হঠাত করে বের করবেন আর স্পট কাঁপিয়ে দেবেন !!!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০
শায়মা বলেছেন: হা হা হি হি
আপুনিমনি!!!!!!!!!!!!!!
যে আমারে চিনতে পারে সেই চেনাতে চিনি তারে গো!
একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রানে
তারেই জানি!
যে জন আমায় আপন জানে তারেই জানি!
১৯২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: আপনেরে আপন ভাবিয়া মনে রাখিও দোয়া
প্রাণেতে প্রাণ মিলিয়া খুলিবে স্বপ্নরঙ্গের দুনিয়া
এমনি করে হইবে পথও চলা
থাকিবে না কোন দুঃখ- ব্যাথা !!!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
শায়মা বলেছেন: বাপরে!!!!!!! রাত দুপুরে গেছি!!!!!!!!!
১৯৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: কী ঘটিয়াছে ওই নগরে !!!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: যুদ্ধ!!!!!!!!!!
১৯৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন: আহহ !!!!!! মন পবনে হামলা করলো কোন বাবরী চুলওয়ালা !!!!! হা হা আহ
আই থ্ট মাই জোকস ইজ ব্যাড !!! !!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
শায়মা বলেছেন: বাবরী চুল!!!!!!!
সে তো আউল বাউলদের হয়!!!!!!!তারা কি আর যুদ্ধ জানে???
Aul baul
১৯৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: আউল বাউল চুল তো বাবরী চুলের পরের সংস্করণ ছেলেদের প্রেম চক্রে !!!
গানগুলা কী আপনি রেডি রাখেন নাকি !!! আউল বাউল লালনের দ্যাশে মাইকেল জ্যাকশন আইলরে , আরে সবার মাথা খাইলোরে আমার প্রাণের দুতরা কান্দেরে, আমার স্বাদের সারিন্দা কান্দেরে....!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০
শায়মা বলেছেন: হা হা
হ্যাঁ!!!!!!!!!!!!!!! আমার লাইফের সবকিছুর সাথেই গান রিলেটেড হয়ে যায়!!!!!!!!!!
১৯৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
জনম দাসী বলেছেন: ভালো লাগলো লেখাটি, প্রায় বছর কুড়ি পরে মনে পড়ে গেল, মা তার ছোট্ট খুকিটিকে কোলে নিয়ে গল্পটি শুনীয়ে যাচ্ছেন তো যাচ্ছেন..... ভালো থাকুন সব সময়।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি! অনেক ভালো থেকো।
১৯৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১
এহসান সাবির বলেছেন: নতুন পোস্ট খুঁজতে এসে অনেক কিছুই পড়ে ফেললাম....!! বুঝতে পারলাম না ঠিক ঠাক...!!
আর ঐ পোস্টে মন্তব্য করতে ইচ্ছা করল না।
তাই পুরানো পোস্ট পড়ে চলে গেলাম...
নতুন একটা পোস্ট দিন আপুনি। এবার একটা সুন্দর গল্প লিখুন।
আপনি ভালো থাকুন এই প্রার্থনা রইল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭
শায়মা বলেছেন: ভাইয়া কতদিন পর আসলে।
আমি এ বছরের শুরু থেকেই অনেক ঝামেলায় আছি।
ঐ পোস্টে কিছু পশু মানুষের আনাগোনা না হলে আর সেসব ঝেটিয়ে পরিষ্কার করার দরকার না পড়লে হয়তো এ কদিনও রেগুলার হওয়া হত না। যাইহোক অনেকদিনই লিখছিনা কারন এ বছরে অনেক ঝামেলায় কাটাতে হবে।
নেক্সট ইয়ার ইনশাল্লাহ!!!!!!!!!
আগেই এমন ডিসিশন আছে !!!!!!!!
অনেক ভালো থেকো ভাইয়ামনি!
১৯৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬
এহসান সাবির বলেছেন: নেক্সট ইয়ার!!!
তত দিন তো মামা হয়ে যাবো মনে হয়
ইনশাল্লাহ খারাপ রা কেউ কিছু আপনাকে করতে পারবে না।
দোয়া রইল সব সময়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
শায়মা বলেছেন: খারাপরা কি আর করবে!!!!!!
কিছুই কখনও নেগেটিভিটি দিয়ে হয় না!!!
ভালো থেকো অনেক অনেক ভাইয়া!!!
১৯৯| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭
প্রচেত্য বলেছেন: অনেকদিন পর পুরোনো একটা গল্প পড়ে খুবই ভাল লাগলো
০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯
শায়মা বলেছেন: ভাইয়া এটা মঞ্চস্থ হবে! অনেক আগে হবার কথা ছিলো হয়নি। এই মাসের শেষে হতে যাচ্ছে। বাচ্চারা অনেক অনেক ভালো করছে। মানে আপাতত প্রাকটিস চলছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১
সুমন কর বলেছেন: এইতো আমার সুইট আপু, পোস্ট দেবার জন্য ধন্যবাদ। একটু পরেই বিশেষ পোস্টে সংযুক্ত করে দিচ্ছি।
পোস্ট পরে পড়ছি.......আসছি..