নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়.....আমার কবিতার বই এবং আমার ছড়িয়ে দেওয়া ইচ্ছেগুলো...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১


খোকাভাই,
আর কখনও লিখবোনা তোমাকে,
জানতে চাইবো না আর কোনোদিন,
কেমন আছো?
শুধু

তুমি রবে নীরবে হৃদয়ে মম।


এই ছিলো খোকাভাই ও নিরুপমার শেষ চিঠি। আমি যখন শায়মা নিকে ব্লগে লেখা শুরু করি প্রথম দিককার লেখাগুলিই ছিলো এই খোকাভাইকে নিয়ে। সে সময় অনেকে অনেকদিন আমার কাছে জানতে চেয়েছেন কে এই খোকাভাই ? আমার লেখা যারা পড়েছেন তাদের মজা করে হোক বা সত্যি কৌতুহল থেকেই হোক খোকাভাইকে নিয়ে জানার কিছু ইচ্ছে ছিলো বলেই মনে হয়েছে আমার। অনেকে অনেক কিছু সন্দেহ করেছেন। সে খোকা নামক বিশিষ্ঠ জন থেকে শুরু করে গলির ধারের পাগলা বুড়ো খোকা পর্যন্ত বাদ যায়নি সে সন্দেহ তালিকা থেকে।

যে কোনো ধরনের লেখায় লেখক বা লেখিকার আত্মতৃপ্তি বলে একটা কথা আছে বলে আমি মনে করি। আমি সেই পরম আত্মতৃপ্তিটুকুই অনুভব করেছি খোকাভাই ও নিরুপমাকে নিয়ে লিখতে গিয়ে। আমি জানি কতখানি বক্ষে ধারন করেছি আমি এ দুটি চরিত্রকে। নিরুপমা আর খোকাভাই এর কথা লিখতে গিয়ে আমি নিজেই রুপান্তরিত হয়েছি খোকাভায়ের সেই নিরুপমায়। নিরুপমার সাথে সাথে আমি চলে গেছি সেই জীর্ণ, পুরোনো, একটু সেকেলে বনেদী বাড়িটাতেই। সেখানেই কাটিয়ে এসেছি আমার শৈশব ও কিশোরীকাল।

কখন যে হয়ে গেছি আমি নিজেরই অজান্তে বেনীদুলানো স্কুল পালানো মেয়েটি ! আর খোকাভাই, বাড়ির অবহেলিত সে ছেলেটিকে পরম মমতায় বুকে টেনে নিয়েছি। ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছি। দূর করে দিতে চেয়েছি তার সকল কষ্ট ও বেদনা। তবুও আর দশটা বাঙ্গালী কিশোরীর মত পারিনি সমাজ ও পরিবারে রক্তচক্ষুকে উপেক্ষা করতে । অসহায় কিন্তু লক্ষী মেয়েটির মত বাবা মায়ের পছন্দের প্রতিষ্ঠিত পাত্রকেই বরন করে নিয়েছি জীবন সঙ্গী হিসাবে। ঠিক যেমনটা হয় আমাদের এ স্বার্থপর সমাজে। ওদের কষ্টটা সত্যিই যেন মনে প্রাণে অনুভব করেছি। লেখাগুলো যদিও ছিলো আমার কল্পনার মিশেলে আমাদের সমাজেরই আমাদের দেখা কোনো নিরুপমার কথা তবুও আমি জানি এই নিরুপমা এক জীবন্ত চরিত্র যে বেঁচে থাকে শত কোটী বাংলাদেশের মেয়েদের হৃদয়েই।

আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই যারা সেসব লেখা পড়েছেন ও আমাকে সঙ্গ দিয়েছেন আমার কল্পনার সাথী হয়ে। খোকাভাই আর নিরুপমা আমার কবিতার মানুষগুলো আর এসব কবিতারা অনেক অনেকদিন হয়তোবা সারাটাজীবনই জেগে রইবে আমার হৃদয়ে। সেই সাথে আরও অনেক অনেক আবেগ, আধেক কল্পনা এবং আধেক সত্যির মিশেলে আমি লিখে গেছি একের পর এক আমার হৃদয়ের আরও সব কথাবলী নিয়ে এই বইটিতে......
বইয়ের নাম- ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়
প্রকাশনী- সব্যসাচী প্রকাশন
স্টল নং- ৫২ লিটলম্যাগ চত্তর, বাংলা একাডেমি, ঢাকা
অমর একুশে গ্রন্থমেলা


বইটিতে আমার লেখা মোট ৮০ টি কবিতা আছে। কবিতাগুলি আমি ভাগ করেছি কয়েকটি পর্বে -

১) নস্টালজিয়া
২) প্রেম
৩)অভিমান
৪)খোকাভাই ও আমি

যাইহোক যদিও মেলার ১০ তারিখে বইটি মেলায় আনার কথা দিয়েছিলো প্রকাশক শতাব্দী ভবভাইয়া। তবুও সেই ১০ যখন ১৩ তে গড়ালো একটু একটু মন খারাপ হতে হতে ফাল্গুনের সকালে আমি যখন সেজেগুজে সাত সকালে বের হচ্ছিলাম ভাইয়ার মেসেজ সেদিনও রেডি হয়নি বইটা। এটা আমার সাজুগুজু করে কাজল দেওয়া চোখের কাজল নষ্ট করে দিলো কারণ এই মেসেজে আমার সাথে সাথে কান্না এসে গেলো। আমার ফাল্গুনী সকালটাই বিবর্ণ হয়ে যেত আর একটু হলেই তবে আমি তো দমার পাত্র নই কাজেই চোখ মুছে আবার ঝাঁপিয়ে পড়লাম ফাল্গুনের আনন্দ যজ্ঞে। যাক অবশেষে আজ বিকালে বইটা মেলার মুখ দেখলো সেই রক্ষা।

আমার সকল ব্লগার আপুনি আর ভাইয়া সবার প্রতি রইলো কৃতজ্ঞতা ও ভালোবাসা। ফরহাদ মেঘনাদ ভাইয়ার প্রতি রইলো বিশেষ কৃতজ্ঞতা। আর জেন রসিভাইয়া না বললে আমার কবিতাগুলি মলাটবন্দী করার কথাই মাথায় আসতো না হয়তো তাই ভাইয়ার প্রতিও রইলো অশেষ কৃতজ্ঞতা।


আমার প্রিয় একটি নস্টালজিক কবিতা-

ছেলেবেলা আমার মধুর ছেলেবেলা
মিষ্টিসূরের সেই পিছুটান,দূর-কলতান,
কেমন আছিস, কোথায় আছিস তুই?
গভীর রাতে চমকানো দুঃস্বপ্ন দেখে
হুড়মুড়িয়ে মায়ের ঘরে, জায়গা নিতে,
আজও কি তুই দৌড়ে পালাস?
পড়িস কি তুই আজও তেমন,
ভূত তাড়ানো মন্ত্রগুলো
চক্ষুমুদে, বিড়বিড়িয়ে ?
খুব সকালে ঘুম ভাঙ্গানি পাখির ডাকে,
শিউলিতলা শিশিরভেজা ঘাসের পরে
নগ্নপায়ে খামখেয়ালী হাটিস কি তুই ?
বিনিসুতোয় গাঁথিস কি তুই আজও মালা
কিশোরবেলা,জাফরাণী রং শিউলিফুলে!!!

ছুটির দিনে সবাই যখন ভাতঘুমে ঘোর,
দুপুরবেলা চিলেকোঠার আলসে ঘেসে বসিস কি তুই?
গুনগুনিয়ে ভাজিস কি সূর আপনমনে?
একা একা খেলিস কি তুই,
আজও একা পুতুলখেলা, নিসঙ্গবেলা ?
দুই বেনীতে চুলের ফিতা সাদা কালো,
চোখের ভিতর লাল নীল রঙ কমলা হলুদ
ঘোর লাগা সব স্বপ্নগুলো দেখিস কি তুই ?
ছুটিস কি তুই ধরতে আজও
ঝিলমিল রং, প্রজাপতির রঙ্গিনপাখা, স্বপ্নমাখা ....
মেঝের পরে উপুড় হয়ে,
বই এর পিছের শেষ পাতাটায়,
ক্যালেন্ডারের উল্টোপিঠে,
অথবা সেই চকখড়িতে
তুই কি আজও আঁকিস ছবি?
সেই যে ছিলো ক্ষ্যান্তবুড়ি,
ভুতুমপেঁচা রাজকুমারী কাঁকনমালা ?
জুতোর বাক্সে বানাস কি ঘর পুতুলগুলোর
বিছান বালিশ, কৌট দিয়ে যতন করে ?
মুড়িয়ে দিস টুকরো কাপড়, লেসের ফিতায়?
আতশ কাঁচে থাকিস চেয়ে মুগ্ধ চোখে
ঝুম অপলক আগের মত?
বৌ পুতুলের গায়ে জড়াস লালশাড়িটা,
পুঁতির মালা, নাকের নোলক, মায়ের ফেলে দেওয়া
কোনো পুরোন দুলে, গয়নাগাঁটি পরাস কি তুই?
রান্নাবাটি পাতার ঝোল আর
টুকরো ইটে চচ্চড়িমাছ হাপুস হুপুস?
কাঁচের বাক্সে হাওয়াই মিঠা, শনপাপড়ি,
আমের সবুজ কাঁচামিঠায় বোশেখ দুপুর,
মায়ের নিষেধ তেঁতুল আচার, চুম্বকটান..
এখন কি তা তেমন টানে আগের মত?

আচ্ছা এবার বলতো রে তুই......

এখনও কি কষ্টে ভুগিস?
কাঁদিস কি তুই চুপিচুপি ?
ঠিক তেমনি, একা একা যেমনি পেতিস
দুঃখগুলো, নিঝুম দুপুর মেঘেরা তোর
ব্যথার সাথী, ডাহুকপাখি গাছের ডালে।
আবার ভুলে দৌড়ে যেতিস বারান্দাতে
অবাক চাওয়া ঝুলরেলিং এ ফেরিওয়ালা কিংবা
পথের বস্তি শিশু, সঙ্গহীনা, তোরই দোসর,
ঠিক যেন তোর দুঃখ ভোলা, দমকা হাওয়া একটা ঝলক!

ছেলেবেলা, কেমন আছিস?
অনেক ভালো তাইনারে বল?
এখন তো তুই অনেক বড়,
অনেক কঠিন পাথরবাটি?
আগুন পোড়া সোনার কাঁঠি,
জ্বলজ্বলে কোন টুকরো হীরা,
ঝকঝকে চাকচিক্যে ভরা, রাংতামোড়া,
অভিমানী ছেলেবেলা।
কেমন আছিস? কোথায় আছিস বল?
একছুট্টে দেখে আসি একটু তোকে
বায়োস্কোপের রঙিন কাঁচের ঘুলঘুলিতে.....
চোখটা পেতে একটুখানি!

মন্তব্য ৪৪৯ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৪৪৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

শ. ম. দীদার বলেছেন: ভালো করেছেন জানিয়ে। শনিবার যাবার ফন্দি ফিকির আছে। কিনে এবং পড়ে তারপর বলবো!
শুভকামনা অনেক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!

আর আমার কাছে মজা লেগেছে বেশি যে বই এর প্রচ্ছদটাও আমি এঁকেছি। যদি প্রকাশ করতে দেরী হচ্ছিলো দেখে রাগে আর দুঃখে আমার জ্বরই এসে গেছে ভাইয়া!:(

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৯

সায়ান তানভি বলেছেন: অনেক শুভকামনা আপু :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!! :)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

জলপাতা বলেছেন: খোকা ভাইকে নিয়ে প্রথম দিকের লেখা গুলি কিছু আমি পড়েছি।কেমন আছেন শায়মা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: ভালো আছি আপুনি!!!!!!!!

থ্যাংক ইউ আমার খোকাভাইকে মনে রাখার জন্য!!!!!!!! :)

যদিও আমার সব কবিতার পিছেই কিছু না কিছু গল্প আছে। :)

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

সুমন কর বলেছেন: শুভকামনা ......

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!! :)

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

ওমেরা বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল আপু ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: বই প্রকাশে অভিনন্দন। কবিতাখানা পড়ে পুলকিত হলাম। অসাধারণ!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমিও আমার ছোটবেলার কথা ভাবলেই পুলকিত হই তবে মাঝে মাঝে কান্নাও পায়

ছেলেবেলা আমার মধুর ছেলেবেলা
মিষ্টি সুরের সেই পিছুটান, দূর কলতান কোথায় আছিস, কেমন আছিস বল??? :(

দাঁড়াও তোমাকে একটা খোকাভায়ের কবিতাও পড়াচ্ছি!!!!!! :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

শায়মা বলেছেন: খোকাভাইকে নিয়ে লেখা আমার অমিমাংসিত পুরুষ....

নির্মলেন্দু গুণের অমীমাংসিত রমণীর মত,
তুমিও আমার এক অমীমাংসীত পূরুষ।
সেই কবিতার খোকাভাই আর তোমার নামের মিল দেখে-
চমকে উঠেছিলাম আমি।
আমিও সুনীলের কবিতার নায়িকা নই,
তবুও
কি অদ্ভুত এক উপায়ে;
আমার ডাকনামটাও মিলে গেলো
তার কবিতার মেয়েটার নামের সাথে।


সাতটা বছর!
কম সময় নয় ,
তবুও, তবুও কেনো আজও
আমার কবিতা মানেই তুমি?

আমার কবিতা মানেই,
আমাদের সেই ছাদ,
বকুলতলা,
ফুল কুড়িয়ে মালা গাঁথা-
কেউ শুনলে বলবে বড্ড সেকেলে
কিন্তু সেটাই যে আমাদের সত্যি।

তুমি খুব চুপচাপ আর শান্ত গভীর ছেলেটা
কি করে যে চলে এলে, একবাড়ী মানুষের মাঝে,
ঠিক আমার হৃদয়েরই কাছটিতে
খুব কাছে।

সে এক চির অজানা রহস্য!

খোকাভাই,
কখনও কি মনে পড়ে তোমার?
একদিন এক পড়ন্ত বিকেলে,
ইটের টুকরো কুড়িয়ে,
ছাদের দেওয়ালে এক কোনে,
লাল লাল হরফে লিখেছিলে
খোকা+ নিরু?
কি ছেলেমানুষী কান্ড!
ভাবলে বড্ড হাসি পায় এখন।


পরদিন দুপুরে তুমি কলেজ থেকে ফিরতেই;
চাচীমা কান ধরে হিঢ়হিঢ় করে টেনে নিয়ে গেলো ছাতে,
তার আগেই আমার তলব পড়েছিলো সেখানে।
তারপর অজস্র বকুনী আর ঘড়া ঘড়া জল ঢেলে;
মুছে ফেলতে চেয়েছিলেন উনি,
আমাদের সেই ভয়ংকর ছেলেখেলার স্মৃতি।

বিধাতা কি আড়ালে মুচকি হেসেছিলেন সেদিন?

জানো, বিয়ের পর,
তুমি তখন বিবাগী, নিরুদিষ্ট,
একদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে বেড়াতে এসে,
আমার ভালোমানুষ স্বামী বললেন,
"বড্ড গরম পড়েছে-
চলো, ছাদে বেড়িয়ে আসি।"

সেদিনও ছিলো গোধুলীলগ্ন।
আমরা ছাদের ঠিক সেই কোনটাতেই গিয়ে দাড়ালাম।
আমার চোখ অলখে চলে গেলো সেই দেওয়ালটাতেই।
খুব অস্পষ্ট কিন্তু তবু জ্বলজ্বলে,
দেখা যাচ্ছিলো অক্ষরগুলো।
যেখানে,একদিন তুমি লিখেছিলে,
একটি চিহ্নের বাঁধনে,
দুটি নাম।
খোকা+ নিরু।

আমি ভয়ে ভয়ে আড়চোখে তাকালাম সেদিকে।
ঘড়া ঘড়া জল, প্রখর রৌদ্র-তাপ আর প্রবল ঝড়ঝাপ্টাও-
নিশ্চিহ্ন করে দিতে পারেনি সেই নাম।
খুব ঝাপসা কিন্তু দেওয়ালের রুক্ষপ্রস্তর,
দৃঢ় কঠিন ভাবে,
তার পাষান হৃদয়ে ধরে রেখেছে দুটি নাম।
খোকা+ নিরু.....


৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

টুশকি বলেছেন: কংগ্র্যাটস!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: টুসকিআপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তুমি তো আসোই না!!!!!!!!!!!!!!!!!!!!! :(


লাভ ইউ আপুনিমনি!!!!!!!!!!!!! :)

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

পুলহ বলেছেন: কবি শায়মা আপুর জন্য শুভকামনা, শুভকামনা এবং শুভকামনা।
ভালো থাকুন আর এমনই উচ্ছ্বল থাকুন সবসময় !
বসন্তের শুভেচ্ছা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া মনি!!!!!


তবে একটু চিন্তায় আছি!!!!!

গেমুভাইয়াটা যে কই গেলো!!!!!!!!! :(

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

আহা রুবন বলেছেন: ‌আপনার লেখা পড়ি কিন্তু মন্তব্য করি না, আজ প্রথম করলাম। শুভ কামনা রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০১

শায়মা বলেছেন: কেনো করোনা ভাইয়া!!!!!!!!

কবে যেন তোমার মজার একটা পোস্ট পড়ে অনেকগুলা মন্তব্য করেছিলাম!!!!!!!!! :)


অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!!!!!!

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫

জেন রসি বলেছেন: আজ বইমেলায় গিয়েছিলাম। গিয়েই আপনার বইটি পেয়ে গেলাম। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া!!!!!!!!!!!!

তাইলে তুমিই এই বই এর প্রথম দর্শক!!!!!!!

মানে আজ বিকাল ৫ টায় উনি মেলায় গেছেন!!!!!!!

তোমার আগে নিশ্চয়ই আর কেউ পায়নি!!!!!!!!!!!!!


লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!!

আর থ্যাংকস আমাকে এই কু পরামর্শ দেবার জন্য মানে বইটার কারনেই আমার প্রচ্ছদ আঁকা আর সেটা এঁকে আমি খুশি!!!!!!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

শায়মা বলেছেন: ভাইয়া বইটার একটা ছবি তুলে দাও। আমি এখনও দেখিনিতো!!!!! ফরহাদভাইয়া এইটা দিলো! :)


১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

বর্ষন হোমস বলেছেন: আপুউ শুভকামনা রইলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০২

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আপনার খোকাভাইয়ের কবিতা পড়তে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। তয়.. ইয়ে... মানে... বলছিলাম যে.. আমি আসলে ভাইয়া না, আপু :|

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩১

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!

স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!

উপরে খোকাভাই দিয়েছি আপুনিমনি!!!!!!! :)

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

ANIKAT KAMAL বলেছেন: ‌ কোন স্ব‌র্গের যাদুকরী লেখার পরশ নি‌য়ে এ‌সে‌ছি‌লেন ভা‌লোথাকুনভা‌লো লিখুন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!

অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!:)

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

জেন রসি বলেছেন: হা হা হা হা

আমার পরামর্শ কু সু এর উর্ধে্!!!! :P

সবটাই আপেক্ষিক! ;)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: আপেক্ষিককেই থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!! :)

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দ.
আশাকরি পাঠকদের আকর্যণ করবে।
সংগ্রহ করার চেস্টা করবো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

শায়মা বলেছেন: তুমি কবিতা পড়বে ভাইয়া!!!!!!!!!!

থ্যাংকস আ লট!!!!!!!!!!!!! :)

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


স্যরি, টাইপো ছিল আগের মন্তব্যে

অভিনন্দন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

শায়মা বলেছেন: বুঝেছি ভাইয়া!!!!!!!! :)

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

জাহিদ অনিক বলেছেন: বাহ । বেশ বেশ । বইএর ছবিটা এবার দেখে নিলাম ।

লিটলম্যাগ চত্তরের স্টল নং- ৫২ এর মেয়েটা আমাকে চোখ রাঙিয়ে যা বলেছিল তা শুনে আমার আর উচিত হবে না আগামী দুই এক দিনে ঐ স্টলে যাওয়া ;) B-)

কিন্তু যেতে তো হবেই !!!



ছোটবেলায় আমি পুতুল খেলি নি । পুতুল খেলার লোক ছিল না ! এয়ার ফাইট এয়ার ফাইট খেলেছি ।
দেখি তোমার চার স্তরের কবিতা পড়ে পুতুল খেলা যায় কি না !


খোকাভাই রহস্যের সমাধান কি আছে এই বই এ ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

শায়মা বলেছেন: না ভাইয়া তখন বইটা আসেনি বলেই ওমন খেপেছিলো মনে হয় আমি তো তাদের জান জ্বালাই খেয়ছিলাম রাগ হবে না বুঝি!!!!!!!

না আর বুড়া কালে পুতুল খেলা লাগবেনাা!!!!!! তোমার জন্য একটা বুড়াদের কবিতা দিচ্ছি!

আরশীতে জলমোতির ছায়া

প্রথম বর্ষের প্রথম ক্লাস
উচ্চতর গণিতের ক্লাসটা
ছিলো আমারই,
"মে আই কাম ইন স্যার?"
বিরক্তি আর অবজ্ঞায়
ভ্রু কুঁচকে তাকালাম দরজায়।
প্রথম ক্লাসেই -
সতেরো মিনিট লেট!
দরজায় নতমুখী
ঝিরিঝিরি বেতসলতা !

রেজিস্টার খাতায়
থমকে গেলো আঙ্গুলগুলো,
চশমার ভাজে চালশে দু'চোখ-
স্থির, শান্ত, স্তব্ধ!
অনুমতি অথবা নিছক তিরষ্কার
ভুললাম সবই-
আরও বার দুয়েক প্রার্থনা-
মৃদু গুন্জন বয়ে গেলো ক্লাসে-
একটু হাসিহাসিও হয়তোবা,
সম্বিৎ ফিরতেই, সন্মতি দিলাম তাকে।

ধীরে হেঁটে কোনের দেয়াল ঘেসে
বসলো নতমুখী,
গভীর, কালো টলটলে চোখে
একুশ বছর আগের
সেই অবাক বিস্ময়!
আমার অচিন রুপকথা!
হারিয়ে যাওয়া
বসন্ত বিকেলের সোনা রঙ ছায়া,
উড়ন্ত নীল প্রজাপতি
ফাল্গুনী গান,কোকিলের কুহুতান!

প্রথমদিনের সুবাদে
ক্লাসের ফাঁকে নাম ধাম পরিচয়।
কৌশলে জানা হলো তাকেও
আদৃতা রাহমান-
আরও একটিবার
সকলের অলখে বুকের মাঝে
লুকানো তন্ত্রীতে
সুক্ষ্ণ চিনচিনে ব্যথার টান-

অফিস ফাইল খুলে
জেনে নিলাম এরপর
তার নাড়ী নক্ষত্র আর হাড়ির খবর---
আরও অতঃপর
অস্থির আর অস্থিরতায়
চালশে চোখে কাটলো রাত
নিঝঝুম নির্ঘুম !!

যুদ্ধ- নিজের সাথে উনষাট ঘন্টা
ব্যাক্তিত্বের লড়াই, অবশেষে পরাজয়
কাঁপাহাতে নম্বর টিপে
একটি অপরিচিত নম্বরে
পরিচিত সেই কন্ঠস্বর।
নিলাদ্রীতা রহমান!

একুশ বছর আগে হারিয়ে যাওয়া
বসন্ত বিকেল,
আমার অচিন রুপকথা।
বুকের মাঝে
সুক্ষ্ণ চিনচিনে ব্যথার তন্ত্রীর টান-
চালশে চোখে ঝাপসা কাঁচ
আটকে রাখা নিশ্বাস,
ব্যাথায় কন্ঠরোধ!!!

বলা হলোনা তাকে -
কেমন আছো নিলাদ্রীতা?
তোমার মেয়েটা হুবুহু
তোমার কার্বন কপি হয়েছে!!!
একুশ বছর আগের
বাগানবিলাস ডালে
ফুটেছে নতুন কুড়ি !!
সবুজ পাতার ভাজে
নব অলোক-মন্জরী!!!

সে কি তোমার মত
সঞ্চয়িতা পড়ে অথবা নজরুল?
আর অন্য এক কিশোর
চেয়ে রয়-
চোখে নিয়ে সাত সাগরের
অবাক মুগ্ধ বিস্ময়!!!



কিছুই বলা হলোনা আমার তাকে.......


আর খোকাভাই এর রহস্য আমি তোমাকে বলে দেবো কানে কানে!!!!!! :)

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন: কেমন আছো নিলাদ্রীতা?



নীলাদ্রীতা ভালো আছে । তার একটা মেয়ে আছে । স্বামী আছে । গতকাল আমাকে ফোন দিয়েছিল। হ্যালো বলেই বলল, পরে ফোন দিচ্ছি একটু পরে , বাবু ঘুম থেকে উঠে গেছে ।



কানে কানে বলিবেক ! আচ্ছা বলে দিও কিন্তু !!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০২

শায়মা বলেছেন: হায় হায় এত বড় কলেজে পড়া মেয়ের পরে এতটুকু ঘুম পাড়ানো বাবু!!!!

ধ্যাৎ এইটা কি হলো ভাইয়া!

না না এটা অন্য কোনো নীলাদ্রিতা হবে, মনে হয় দিশাহারা রাজপুত্রের নীলাদ্রিতা! :)

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫

খায়রুল আহসান বলেছেন: মনে পড়ে, খোকা ভাইকে নিয়ে লেখা আপনার একটা পোস্ট পড়ে আমি তাৎক্ষণিকভাবে মুগ্ধ হয়েছিলাম এবং বোধকরি সেটাই ছিল আমার পড়া আপনার প্রথম পোস্ট। এতদিন পরে সে লেখাগুলো বই আকারে বের হচ্ছে জেনে ভাল লাগছে।
প্রকাশকরা সাধারণতঃ তাদের কথা ঠিক রাখতে পারেন না কারণ কাজটা তাদের একার হাতে থাকেনা। প্রুফ রীডার, প্রিন্টার, বাইন্ডার- এদের হাত ঘুরে একটা বই শেষ পর্যন্ত আলোর মুখ দেখে। আর এদের সবার মাঝে সবচেয়ে খতরনাক দল হচ্ছে বাইন্ডারগণ। এদের হাতে অনেক সময় প্রকাশকগণ নাচার থাকেন। তবু ভাল যে আপনার বইটা আজ আত্মপ্রকাশ করলো। অনেকের তারিখ এ মাসের ২৮ তারিখেও আছে বলে জানি। :)
অভিনন্দন ও শুভকামনা! আপনার বইটির ব্যাপক প্রচার ও প্রসার কামনা করছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া!!!!!

বাইন্ডারের কারনেই নাকি ফালগুনের দিনে হয়নি!!!!!!!!!

বাইন্ডার শয়তানটার জন্য আমার ফাল্গুনী সকাল কান্না কান্না হলো !!!!!!!!!

যাইহোক অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!!!!! :)

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

জাহিদ অনিক বলেছেন: হা হা হা হা হুম হতে পারে আমার ভুল হয়েছে । জিজ্ঞেস করতে হবে দিশেহারা রাজপুত্রকে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

শায়মা বলেছেন: ভুলতো অবশ্যই!!!!


তবে দিশেহারার নীলাদ্রিতার কোনো বাবু নেই!!!!!!!!:)


আমি নিশ্চিৎ!!!!!!!!!!

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১

জেন রসি বলেছেন:

এ বইয়ের একটা রিভিউ লেখার চেষ্টায় আছি! :P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩

শায়মা বলেছেন: আমি কিন্তু ভুই পাচ্ছি!!!!!!!! লদ্দাও পাত্তি!!!!!!!!!!

রিভিউ লেখার আগে কানে কানে একটা কথা বলতে হবে ভাইয়ু!!!!!!!!!! :P

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
বই মেলায় গিয়ে ফ্রি পড়ে আসবো । B-)
শুভ কামনা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৬

শায়মা বলেছেন: তার থেকে তোমাকে পান্ডুলিপিটা পাঠিয়ে দেই ভাইয়া!!!!!!!

একদম ঘরে বসেই পড়তে পারবে!!!!!!!! :)

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১২

চিন্তক মাস্টারদা বলেছেন: অভিনন্দন

এবারের বইমেলা আলোড়ন সৃষ্টি করুক ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়

শুভকামনা গ্রহণ করুন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!!!

তোমার জন্য কবিতার বই থেকে একটা কবিতা দেই-

আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ বিকেলবেলা
অবসরের অবসাদে লাগছে ভীষন একা
হাজার বছর হাত দুটো তোর হয়নি ছুঁয়ে দেখা।

কত সকাল দুপুর রাত
কেটেছে এক সাথে
মুখোমুখি নির্বাক ক্ষন হাত রেখে তোর হাতে
দুঃখ গুলো আড়াল করে মনের জানালাতে।

কত মান আর অভিমানে
কত ভালোবাসার গানে
ঝগড়া বিবাদ রাগ অনুরাগ সেই দুটো মন জানে
স্মৃতির ক্যালেন্ডারে ওড়ে ভালোবাসার মানে!

আজ কোথায় আছিস তুই
আর কোথায় আছি আমি
একদিন তোর খবর গুলোয় আমিও ছিলাম দামী
তোর নতুন পাতার খবর খাতায় আজ আর নেই আমি।

জানি ভালোই আছিস
তোকে থাকতে ভালো হবে
বলতে পারিস ঠিক কিভাবে ভুলবো তোকে কবে?
তুই যেমনি ভুলে গেছিস সেই কবে সেই কবে !


কত নতুন দিনের কাজে
কত নতুন স্মৃতির মাঝে
স্মৃতির মুকুর মুখখানি তোর আমার চোখে ভাসে
তোকে ভুলতে গিয়েও এ মন আবার তোকেই ভালোবাসে।

এখন ছুটন্ত সব কারে
আর জ্যাম রাস্তার ভীড়ে
আচমকা ক্ষন মন উচাটন খুঁজিনা আর তোকে
বাজেনা আর তোর মুঠোফোন আমার কাজের ফাঁকে !

অহংকারের কাছে
আজ ভালোবাসার পরাজয়
আমরা দুজন দুই বিজয়ী পাথর দুই হৃদয়
তবু বর্ষন আর ব্যাথার ক্ষরণ সেই পাথরের ক্ষয়......

আমার হারিয়ে যাওয়া তুই....
আজ হঠাৎ শূন্য সাঝে
তোর অবসাদ স্মৃতির পাহাড় দুঃখ হয়ে বাজে
ব্যাথায় ব্যাথায় ভাঙচুর কাল এই হৃদয়ের মাঝে।



হঠাৎ হঠাৎ মিস করি কোনো এক প্রিয় বন্ধুকে.........

প্রিয় বন্ধু,
অনেক অনেক কথা জমে আছে তোর জন্য আমার। আমার যত ভালো লাগা, মন্দ লাগা বা এমন অনেক অনেক রাগ দুঃখ আর ভালোবাসা নিয়ে অনুভুতির ঝাঁপি উজাড় করে ঢেলে দেওয়া হয়না আমার আর তোর কাছে। অনেক অভিমানে অনেক দুরে চলে গেছিস তুই আজ।তোর কোনো খবর জানার আর কোনো উপায় রাখিসনি তুই অথবা আমার খবরেও তোর আর কোনো প্রয়োজন নেই আর। তবুও শায়ানের হারিয়ে যাওয়া বন্ধুর মত ভীষন অপ্রয়োজনেই তোকে খুঁজে বেড়িয়েছি আমি কতদিন, কতখানে। দূর থেকে দেখে সরে গেছি। কি এক অদৃশ্য কাঁচের দেওয়াল আটকে দিয়েছে আজ আমাকে তোর কাছে অবাধে চলে যাবার পথটুকুকে।

কত ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও যে ভালোবাসছি অসম্ভব!
এই গানের কথাগুলো ছুঁয়ে ছুঁয়ে যায় আমাকে, আমার হৃদয়ের তন্ত্রীর পাঁজর ঘেসে। অবাক হয়ে ভাবি কিভাবে বলেছে সে আমার মনের কথাগুলোই!

তুই কতদূরে চলে গেলি তোকে হারিয়ে ফেলেছি আমি
এই দুঃখটা হয়ে থাক এই দুঃখটা বড় দামী।

তুই দুঃখ হয়েই থাক........ এই দুঃখটা বড় দামী.....

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

খোলা মনের কথা বলেছেন: আপু!!!!!

ভাল লাগলো আপনার কবিতাগুলো পড়ে।

এর প্রচ্ছদটাও আমি এঁকেছি। ডিজাইন করা বেটাগুলোরও ভাত মারবেন আপনি!!!!
শুভেচ্ছা রইল আপনার নতুন বইয়ের জন্য আর আপনার জন্য!!!!!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩

শায়মা বলেছেন: ভাইয়া তোমার আফফানের জন্যও একটা আফফানের বউ আঁকবো ওকে!!!!!!

ইদানীং সেই ছোট্টবেলার মত আঁকাআঁকিতে ফিরে গেছি!!!!!! :)

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

জাহিদ অনিক বলেছেন: তবে দিশেহারার নীলাদ্রিতার কোনো বাবু নেই!!!!!!!!:)


আমি নিশ্চিৎ!!!!!!!!!!




তুমি যখন এতই নিশ্চিত তাহলে আর কি আমারই ভুল হবে । অন্য কোন নীলা হবে । অন্য কোন দেশ থেকে ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৯

শায়মা বলেছেন: তাই তো মনে হচ্ছে!!!!!!!

এটা অন্য কোনো নীলা!!!!!!!!

হা হা ভাইয়া!!!!!!!!! এটা অন্য গ্রহের নীল রঙের নীলা!!!!!!!:)

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধার 'ছেলেবেলা'র কাজকর্ম চিন্তাভাবনা আশা আকাঙ্খার কোন কিছুরই অভাব নেই কবিতায়। মনোযোগী করে তুলেছিল আমাকে পড়ার সময়। অসম্ভব ভালো লাগা রইল আপু আপনার ছেলেবেলায়।


শুভকামনা রইল 'ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়'তে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!

অনেক অনেক ভালোবাসা!!!!

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: হুহ এত্ত দেরিতে জানতে পারলাম :(
লিস্ট এ রেখেছি জলদী হাতে পাবো আশা করি !

অনেক অনেক শুভ কামনা শায়মা মনি , আর ভালোবাসা :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩০

শায়মা বলেছেন: তুমি জানতে না আপুনি!!!!!!!!!!!!

অবশ্য আমি নিজেই তো মেলায় আসেনা দেখে মনের দুঃখে বনে যাচ্ছিলাম প্রায় আর জানাবো কি বলো!!!!!!! :(

তবে তুমি তো সেই দূরদেশে!!!!!!


কেমনে হাতে পাবে!!!!!!! :(

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৪

পলাশমিঞা বলেছেন: সফলতা কামনা করছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!


তুমি আমার কবিগুরুদের একজন!!!!!!! :)

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: খোকাভাই এর কবিতা পড়লাম। ভালোলাগা রইল :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!

প্রেম পর্ব থেকে আরেকটা পড়াবো নাকি ভাবছি!!!!!!!

যদিও সেটা এইখানে দিতে চাইনা!!!!!!

কারণ আছে কারণ!!!!!!!!!! :P

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সায়মাপু তোমার বই এর সফলতা কামনা করছি। একটি বই কিনব ইচ্ছা প্রবল। কি করতে পারি বলতো? তোমার প্রকাশনার ওরা কি কুরিয়ার করে দিবে(বাংলাদেশের কোন ঠিকানায়? তাহলে বিকাশ একাউন্ট আমাকে দিলে খুশি হতাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

শায়মা বলেছেন: আমি জানিনা তারা কুরিয়ার করবে কি করবেনা তবে আমি জিগাসা করে দেখবো ভাইয়ামনি!!!!!!!!!

অনেক অনেক ভালোবাসা!!!!!!!!

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮

শায়মা বলেছেন: ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায় বইটা এখন রকমারীতে পাওয়া যাচ্ছে।

৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৮

আমিই মিসির আলী বলেছেন: ২৪ তারিখে বইসহ আপনাকে মেলাতে পাইলেই হয়।
শুভকামনা রইলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯

শায়মা বলেছেন: ২৪ তারিখ বই সহ আমি কেনো!!!!!!!!!!!!!

শুধু বই থাকলে বুঝি আমি তার ভেতরে থাকবোনা ভাইয়া!!!!!!!!! :(

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



ব্‌ইটির সাফল্য কামনা করি ।
অামি নিজে এই মহুর্তে বইটি
সংগ্রহ করতে পারবনা বিধায়
আমার লোকজনকে বইটি
সংগ্রহ করার জন্য অনুরোধ
করেছি ।

অনেক অনেক শুভ কামনা রইল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০

শায়মা বলেছেন: এই সব জানিনা!!!!!!!!!!!!!!

তোমার লোক জন সান্ত্রী সেপাই পাইক পেয়াদা সবাইকে লাগাও আমার বই তোমার কাছে পৌছে দিতে।

তুমি না পড়লে কেমনে হবে ভাইয়া!!!!!!!

তুমি যে পড়ুয়া একদিনেই পড়ে শেষ করে পুঙ্খানুপুঙ্খ রিভিউ পারবে!!!!!!!


না না আজকেই পৌছাও আমার বই তোমার হাতে ভাইয়ামনি!!!!!!!!!!!!!

৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৯

অনন্ত দিগন্ত বলেছেন: পরী ... অনেক অনেক শুভকামনা আর অভিনন্দন রইলো তোমার বইটির জন্য ...

এবছর মেলায় গিয়ে তো আর কেনা হবে না , তাই দেশে গেলে না হয় তোমার হাত থেকেই উপহার হিসেবে নিয়ে নিবো ;)



তোমার পোষ্ট টা পড়ে কিছু লিখতে ইচ্ছে হলো ---

অদৃশ্য সুতোর বুননিতে গাঁথা
নিঃশব্দে চলা সময়গুলোতে
আজ আর আলোর ঝলকানী চোখে পড়ে না ...

হয়তো সে আলোক উৎসের করুণ পরিনতির দোষে
নয়তো কালো সান গ্লাস অথবা অন্ধত্বের ...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩

শায়মা বলেছেন: বাহ অন্তমনি!!!!!!!!!!!!!!

তুমি তো জাঁত কবি!!!!!!!!!!!! জানিই আগেই!!!!


যাইহোক ঠিক আছে!!!!!!!!!

আমাডের পরীর দেশে চলে এসো ভাইয়ামনি!!!!!!!!!!!

৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:২৮

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা আপু।
কবিতাটি খুব সুন্দর....

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!!!!!!

৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫২

জুন বলেছেন: শায়মা ব্লগের সেই প্রথম দিকে খোকাবাবুকে নিয়ে তোমার লেখা গল্প কবিতার মুগ্ধ পাঠক ছিলাম । আজ সেই খোকাবাবু ব্লগ ছেড়ে ছড়িয়ে পড়লো দিকে দিকে । সত্যি অনেক ভালোলাগলো দেখে । অভিনন্দন আর শুভকামনা মুছে দিক তোমার লেপ্টে যাওয়া চোখের কাজল । বসন্ত দিনের তোমার নাচ গানের মতই তোমার বই এর সৌরভ ও ছড়িয়ে যাক দুনিয়াজুড়ে এই শুভকামনা রইলো । বইটির সাফল্য কামনা করি মনেপ্রানে :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ভালোবাসা আপুনিমনি!!!!!!!!!

সত্যিই খোকাভাই আমার রিয়েল লাইফের মানুষ যেন এমনই সত্যি মনে হয় তাকে!

অনেক অনেক খুশি হলাম তোমার মন্তব্যে আপুনিমনি!!!!!!!!!!!!


লাভ ইউ সো মাচ!!!!!!!!!!

তুমি এমন কেনো বলোতো!!!!!! জুন না হয়ে তোমার নাম হওয়া উচিৎ ছিলো জুঁই!!!!!!! কারোন শুভ্র জুঁই ফুলের মত মনটা তোমার সে তোমার কথা শুনেই বোঝা যায়!!!!!!!

৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪

অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ আপু .... দারুণ দিয়েছেন ছেলেবেলা অনুভূতি। বাকি নেই কিছুই।



আপনার কবিতার বইয়ে শুভকামনা থাকবে, প্রত্যাশা প্রচুর। ছড়িয়ে পড়ুক বিশ্বময়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৯

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!! :)

৩৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: বুঝতে পারছি না মেলায় যাওয়ার সুযোগটা করে উঠতে পারবো কিনা, তবে চেষ্টা থাকবে যাওয়ার, আর গেলে একগাধা বইয়ের সাথে এটাই থাকবে নিশ্চিৎ........শুভ কামনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২১

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!!! :)


অনেক ভালো থেকো!!!!!!

৩৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩

নুর আমিন লেবু বলেছেন: আপু, আপনার লেখা এই বইটি আমাকে পার্সেল করে দিতে পারবেন। প্লিজ, আপু।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২২

শায়মা বলেছেন: অবশ্যই পারবো ভাইয়া!!!!!!!

তোমার পার্সেল করার ঠিকানা দিও!

অবশ্য আমি নিজেই এখনও পাইনি একটা বইও! :(

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: ভাইয়া বইটা এখন রকমারীতে পাওয়া যাচ্ছে। :)

৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫২

বিলিয়ার রহমান বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো শায়মাপি!:):)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!

বাট ভাবছি চোরগুলা এসে যদি বই এর মাঝেও হামলা দেয় তখন কি হবে!!!!!!!!!!!

৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৭

বিলিয়ার রহমান বলেছেন: তোমার কবিতা কেউ চুরি করলে সবার আগে আমি ওরে ১ম জন্মদিনের পেষাক পড়াইয়া ছাড়মু!!!!!!:):)


কথা দিলাম!!!!:):):)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

শায়মা বলেছেন: :P


হা হা হা

যাইহোক বইমেলার পরে আন্দোলন শুরু হবে!

আন্দোলনটা হবে এমন যে শুধু চুরি করে নিয়ে যাবার পরে লাঠি নিয়ে দৌড়ানো না! চুরির জন্য নিজেদের বাড়ি ঘরেও ভালো নিরপত্তা ব্যাবস্থা প্রয়োজন যেটা আমাদের সামুতে নেই সেটার ব্যাবস্থা আগে করতে হবে!

অনেক ওয়েব সাইটই আছে যেখান থেকে কোনো লেখা কপি করা যায় না। এত বড় একটা বাংলা ব্লগ সাইটে সেই ব্যাবস্থা যে নেই সেটাই লজ্জার! কাজেই আমাদের দাবী মানতে হবে! আমাদের ভালোবাসার সামু ব্লগ এবং ব্লগারদের লেখাকে বাঁচাতে হবে!!!!!!!

৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

বিলিয়ার রহমান বলেছেন: আমাদের ভালোবাসার সামু ব্লগ এবং ব্লগারদের লেখাকে বাঁচাতে হবে!!!


শত শত ব্লগারের মনের কথা বলে দিলে আপি!!!!:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

শায়মা বলেছেন: বললাম তো বইমেলা যাক আন্দোলন জোরদার হবে!!!!!!!!! :)

কিন্তু আমি তো নিজেই সিক হয়ে গেলাম!!!!!!!!

রাগে আর দুঃখে সিকনেসের শুরু এখন ঠিক হচ্ছে না!!!!!!!!!! :(

৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

অরুনি মায়া অনু বলেছেন: প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। তোমার বই এখন একুশের বই মেলায় এ খুবই আনন্দের খবর। যেহেতু আমি ব্লগে খুব বেশি দিন আসিনি তাই তোমার আগের লেখাগুলো পড়া হয়নি। খোকাবাবু আর নিরুপমার কথা আজ জানলাম।
শুভকামনা রইল আপু। অনেক দূর এগিয়ে যাও তোমার লেখনীর ডানায় ভর করে এই কামনা করছি। ভাল থেকো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!

অনেক অনেক ভালোবাসা!!!!!!!

৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, লোকজন লাগিয়ে দিয়েছি, বইমেলা থেকে এই মহুর্তে প্রায় ৯ হাজার কিলোমিটার উত্তরে আছি, আমার হাতে আসতে একটু সময় লাগবে । তাই পুরা ব্ইটি পাঠে রিভিউতে একটু সময়তো দিতেই হবে !!!

শুভেচ্ছা রইল ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

শায়মা বলেছেন: হা হা ওকে ভাইয়ামনি!!!!!!

তোমার পাইক পেয়াদা সান্ত্রী সেপাই জিন্দাবাদ!!!!!!!!!! :)


অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!

৪৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

আমিই মিসির আলী বলেছেন: আজকাল সেল্পী ছাড়া বই চলে নাকি!!
আর যদি না থাকেন তাহলে স্পেশাল অটোগ্রাফ দিয়া রাইখেন ব্লগারদের জন্য। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

শায়মা বলেছেন: সেল্পী আই ডোন্ট লাইক ........ আই লাইক শিল্পী!!!!!!!! :)

তবে স্পেশাল অটোগ্রাফের বুদ্ধিটা অবশ্যই ভবিষ্যতে কাজে লাগাবো ভাইয়া!!!!

৪৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপুনি অনেক ভাললেগেছে। অফুরন্ত শুভ কামনা ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!

৪৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
তার থেকে তোমাকে পান্ডুলিপিটা পাঠিয়ে দেই ভাইয়া!!!!!!!
একদম ঘরে বসেই পড়তে পারবে!

তাতে আমি ধন্য, লেখকের আদি নক্ষত্র সব জানা যাবে ..........। =p~

১) নস্টালজিয়া
২) প্রেম
৩)অভিমান
৪)খোকাভাই ও আমি


দেখি বই মেলায় গিয়ে বইগুলো সংগ্রহ করতে পারি কিনা !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩

শায়মা বলেছেন: ঐ ভাইয়া বই তো একটাই!!!!!!!!!!!!!!

১) নস্টালজিয়া
২) প্রেম
৩)অভিমান
৪)খোকাভাই ও আমি


এই সব পার্ট অব দ্যা বুক!!!!!!!!!! হা হা হা

৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

ক্লে ডল বলেছেন: অভিনন্দন!!

অনেক অনেক শুভকামনা রইল বই এবং লেখিকার প্রতি। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!! :) :) :)

৪৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
আন্তরিক সরি B-) পোষ্ট পুরোপুরি দেখিনি .........
আচ্ছা, তাহলে সংগ্রহ করমু না । মেলা শেষ হয়ে গেলে ১ বছর পরে । কবিতাগুলো ব্লগে প্রকাশ করেন। অতীব আগ্রহের সহিত কবিতা পড়ার অপেক্ষা রহিলাম ................। কি বলেন?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

শায়মা বলেছেন: হা হা

আত্তা তাহাই হইবেক!!!!!!!!!

জাস্ট ওয়েট এ্যান্ড সি আই মিন রিড!!!!!!!! :)

৪৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:

বইয়ের নাম- ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়
প্রকাশনী- সব্যসাচী প্রকাশন
স্টল নং- ৫২ লিটলম্যাগ চত্তর, বাংলা একাডেমি, ঢাকা
অমর একুশে গ্রন্থমেলা


বই প্রাপ্তির এই তো ঠিকানা। কিছু দিন ধরে একটু ব্যস্ত, দেখি সময় পেলেই বই মেলায় যাবো !

ভালো থাকুন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: আমিও !!!!!!!:(

যত অনুষ্ঠান সব এই মাসে এসেই জুটেছে!!!!!!! :(

তারপর আবার আসলো জ্বর!!!!!!!!!!

তাই বলে আমিও যাবো!!!!!!!!!! :)

৫০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
জ্বর কবে থেকে ?
সদি কাশি এগুলো হলো ছ্যছড়া রোগ, একে পাত্তা দিতে নাই। =p~

আর, আমার মাসের বেশি ভাগ সময় ঢাকার বাহিরে কাটে ....নিজের কাজে ।

এই ধরুন, আজকেই কিছু সময় পরে বাসা থেকে বের হবো এবং একটা পাটিতে যোগ দিতে হবে । B-)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: আমার তো রাগে জ্বর এসেছে ভাইয়া!!!!

সেই ১৩ থেকে। পোস্টে লেখা আছে! আজ অনেকটাই ভালো!!!!!

৫১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪

গেম চেঞ্জার বলেছেন: ধারুণ!! ধারুণ!! :-P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: গেমু তুমি কই ছিলা!!!!!!!!!!!!!!!!!!

তোমার চিন্তায় আমি কাঁদতে কাঁদতে কাঁদতে কাঁদতে.......:(

৫২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

গেম চেঞ্জার বলেছেন: আছি, কাছেই!!!!!!!! B-))

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: কই কই !!!!!!!!!!!!!! :(

৫৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

খোলা মনের কথা বলেছেন: শুধু আফফান্নের লাইগা??? মোর লাইগা একখানা অাকন যায় না আফা!!!!! :( :( :(

সেই কবে থেইক্কা একখান সপন দেহি........ বুকটা শুধু হাঁসফাঁস করে গো বুবুজান!!!! :P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

শায়মা বলেছেন: তোমারটাও আঁকবো !!!!!!!!
নাম দেবো টেরা আফফান!!!!!!!

মানে আফফানের নামের আড়ালে তুমি !!!!!!!!!!!!!:)

৫৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০

M A Saeid Khan বলেছেন: সুন্দর, একটি কথয় লিখে দিলেম হাজার লক্ষ কাথা........

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!! :)

৫৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: আপনার বই কত কপি বিক্রি হইল??? আমার জন্য অটোগ্রাফ সহ...........................। :) :) :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: হা হা জানিনা তো পিচ্চু!!!!!!!!!! :P

৫৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০

বুরহান ০০৭ বলেছেন: ২৫ তারিখে মেলায় যাবো এবং অবশ্যই সংগ্রহ করব। ভালো হয় যদি একটি অটোগ্রাফ সম্বলিত বই। সাইন দিতে না জানলে টিপ-সই তো দিতে পারবেন!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া তবে আমি তো শুধু টাইপিং জানি!!!!!!!!!

লিখতেও পারিনা টিপসইও না!!!!! :P

৫৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

কাছের-মানুষ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য কবি আপু।
বইটি সফলতা পাক দোয়া রইল !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!! :)

৫৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: অটোগ্রাফ সহ কিভাবে পাবো,
নইলে কিন্তু মইরে যাবো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

শায়মা বলেছেন: মরে যাবা!!!!!!!!!

থাক থাক অটোগ্রাফেরও দরকার নাই। বইয়েরও নাই। তবুও মরো না ভাইয়া!

৫৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: অভিনন্দন শায়মা।
আপনার জন্য সবসময়ের শুভকামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!! :)

৬০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: এটা আপনার কত নম্বর বই?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: ২নং

আর

৩নং টা ২০ তারিখে আসছে :) :) :)

৬১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়' দিয়ে লিস্ট শুরু করলাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: :P
হা হা

এটা দিয়ে লিস্ট শুরু!!!!!!!!!

শেষটাও বলে যাও ভাইয়া!!!!!!!:)

৬২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

কালীদাস বলেছেন: কেস করমু X(( আমার এন্টেনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র সরকারি দল আর বিরোধী দলের যৌথ চক্রান্ত। জাতি এই জিনিষ কোনদিন মানবে না :((











অভিনন্দন জানবেন :) প্রচ্ছদটাও বেশ :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

শায়মা বলেছেন: ভাইয়া উপরের পোর্শন বুঝলাম নাতো!!!!!!!!!!:(

এন্টেনা ষড়যন্ত্র!!! মানে কি !!!!!!!!!!!




অভিনন্দন আর প্রচ্ছদের জন্য অনেক অনেক থ্যাংকস আর প্রচ্ছদ আমি এঁকেছি ভাইয়া!:)

৬৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪২

কালীদাস বলেছেন: প্রচ্ছদটা আগের পোস্টে ছিল মনে হয়, তাই না? এটা কি আপনার নিজের চেহারা স্কেচ করেছেন?
এন্টেন যড়যন্ত্র মানে জানেনই তো কবিতার সাইডএফেক্ট আমার দুর্বল এন্টেনার উপর :((
তারপরও একটা দাওয়াত টাওয়াত দিলে না হয় পেট ভৈড়া খায়া যাইতাম পেলাস পরের বইয়ের জন্য খাসদিলে দোয়া বখসায়া যাইতাম B-))

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: হা হা হুম ভাইয়া ছিলো!!!!!!!!! তবে এটা আমার নিজের চেহারার ভেতরের চেহারা ভাইয়া!!!!!!!!!! আমার উনিশ বছর!!!!!!!! :P


ওহ কবিতার এন্টেনা!!!!!!!!!!

আরে আমারগুলা কি কবিতা নাকি!!!!! এইসব এন্টেনা ক্যাচার!!!!!!!! :) :) :)


তারপরও তোমার দাওয়াৎ ভেড়ার মাংসের ভেড়ভেড়ি!!!!!!!! আমার নিউ টেস্টি রেসিপি!!!!!!!!!!! :) :) :)


তোমার দোয়া তো ভেড়ার মাংস খাওয়ানোর আগেই লেগে গেছে ভাইয়া!!!!!!!


কেমনে!!!!!!!!!

না হয় নাই জানা হলো!!!!!!! :)

৬৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৬

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: শায়মাপু , আমার পরিচিত জনেরা আমাকে এখনো 'খোকা ভাই' বলে ডাকে কেন ? :'( সাইডএফেক্ট হিসেবে আজও একখানা মিষ্টিপরী বৌ জুটলো না কফালে :'(
শায়মাপু, তোমার কবিতার বইয়ে আমার মত 'খোকা ভাই'দের মানে ব্যাচেলরদের জন্য কোনো কবিতা বরাদ্দ রেখেছো কি ? তাইলে বই কিনবো নইলে এবার ফ্রি আপ্যায়ন করাবে; পরেরবার কিনবো :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: তুমিও খোকাভাই!!!!!!!!!

হায় হায় খোকাভাইরা একটু বোকা হয় মানে বোকাভাইও!!!!! :(

তাই কপালে বউ জোটে না!!!!!!!!:( বাট একদিক দিয়ে তারা ভাগ্যবান কারন তারা কবিতার নায়ক হয়!!!!!!! :)

আর আমার কবিতার বই এ কি আছে এত কিছু শর্ত শুনিয়া আমি ভুলিয়া গিয়াছি ভাইয়ু!!!!!!!! :(

৬৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

শেখ আশরাফ বলেছেন: ভাল লেগেছে কবিতাটা।
টাকা থাকলে অবশ্যই সংগ্রহ করতাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!

৬৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: আপু অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!

৬৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



হুম ... ইচ্ছেগুলো উড়িয়েই দেয়া যায় । ঘুরে ফিরে তার কাছেই বারবার উড়ে উড়ে যায় ইচ্ছেরা । যেমন আপনার ইচ্ছেগুলিও কবিতার কাছেই উড়ে গেছে বারে বারে । যায় অনেকেরই ।
আপনার ছড়িয়ে দেওয়া ইচ্ছেগুলো উড়ে যাক পাঠকের কাছে , বইখানি হোক স্বয়ম্বরা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: ঠিক ভাইয়া সব ইচ্ছেগুলোকেই উড়িয়ে দিয়েছি কবিতার পাতায়.......:)

আমার সব ইচ্ছে কবিতাদেরই এক একটা হিডেন স্টোরী আছে। এই দেখো তেমনি এক ইচ্ছে!!!!!!!!!!!!

একদিন বিকেলে
আমরা দুজন চলে যাবো,
ছোট্ট পানসিটা বেয়ে
নাম-না-জানা, ঝির ঝির বয়ে চলা,
দূর পাহাড় ছুঁয়ে থাকা,
নির্জন শান্ত গাঢ় নীল
ওই গভীর হৃদটা পেরিয়ে।
রাখাইন ছেলেটা
অবাক চোখে তাকিয়ে রইবে
তার মাছ ধরা ফেলে।
যেন আমরা কোনো অজানা গ্রহের না-জানা প্রাণী।

পাড়ে নেমে সর্পিল আঁকাবাঁকা ওই পথটি বেয়ে
উপরে উঠে যাবো আমরা,
আমাদের লক্ষ্যস্থল হবে ঐ পাহাড় চূড়া।

পেছনে ফেলে শান্ত শীতল জল
আর অপার্থিব সৌন্দর্য্য
আমি মুগ্ধ হবো!
মনে হবে এমন সুন্দর মুহুর্ত
আর কখনও পৃথিবীতে আসেনি।

পাহাড়ের অপুর্ব সুন্দর ঢালটায় গিয়ে
বসবো আমরা ।
সবুজ নির্জনতায় মন হারাবো।
পাশাপাশি শুয়ে দেখবো আমরা
নির্জন সে লোকান্তরে
মাথার ওপরে কিন্তু
খুব কাছাকাছি চলে আসা
নীলাম্বরী আকাশ।

তুমি অবাক কন্ঠে বলবে
"দেখো,
ঠিক সাদা মেঘের মত মেঘ রঙ শাড়ি তোমার।"
আর তখনি আমার চোখে পড়ে যাবে,
তোমার আকাশরঙ নীল শার্টটা
তুমি আমাকে
অনেক ভালোবাসায়
আর আদরে
মুড়িয়ে দিও ।

আমাদের দেখাবে ঠিক আকাশ
আর আকাশের ঐ মেঘটার মত।

আকাশের বুকে যেমন মেঘ জেগে থাকে
তেমনি তোমার আকাশরঙ নীল শার্টের বুকে
জেগে রইবো মেঘরঙ শাড়ি
এই আমি।

উফ! ভাবতেই বুক ধুকপুক করছে আমার!
পৃথিবীটা যেন এক পলকে স্বর্গ হয়ে যাবে।

তারপর গাঢ় অন্ধকারে, চারিদিক ঢেকে যাবার পরও
ফিরে যেতে চাইনা আমি।
তারপর ?
তারপর কি হবে ???

একটা পরী অথবা এক রাজকুমারের
গল্পের শুরু !

আমার একটা মেয়ে হয় যদি
তার নাম রাখবো প্রজাপতি ।
আর ছেলে হলে?
এখনও ভেবে দেখিনি
তবে তার নাম রাখা যায় রুরু
রুরু মানে হরিণ,
তোমার হরিণ চোখের মত
চোখ হবে তার।
নাহ্‌ নামটা বড্ড মেয়েলী হয়ে গেলো।
থাক, তুমিই একটা নাম
ভেবে বের করো না হয়।

মেয়েটাকে আমি নাচ শেখাবো,
আর ছেলেটাকে শেখাবো গান।
তোমার গান গুলো একদিন গাইবে সে
কি যে মজা হবে তখন!
গানগুলো শুনতে শুনতে আমি
চুপি চুপি ফিরে যাবো
সেই পাহাড়ের ঢালটায়
একদিন নির্জন কোনো এক গোধুলীতে
স্বর্গ নেমেছিলো যেথায়।


http://www.mediafire.com/?dys7ou8t0bn8t3r


৬৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপুর শরীরডা কি ভালো.....?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: একটু ভালো!!!!!!!!!! :(

৬৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেন কেন আপু..... একটু ভালো কেন !!!?




২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

শায়মা বলেছেন: মানে স্টিল জ্বর গলা ব্যাথা আছেই! :)

৭০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

শামীম সরদার নিশু বলেছেন: অনেক অনেক শুভকামনা আপু। কাঙ্খিত লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাও।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!!!!!!

৭১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

টুনটুনি০৪ বলেছেন: ভালো লাগল । আপনার জন্য শুভ কামনা রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!:)

৭২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৫

সজিব। বলেছেন: আপু কবে থাকবেন ? বইএর সাথে আপনার অটোগ্রাফ চাই

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৯

শায়মা বলেছেন: জানিনা কবে থাকবো ভাইয়া!!!!!!!!!!!

অটোগ্রাফ দেওয়া হবে না!!!!!!!!! :(

তবে এরপর থেকে নিশ্চয়ই আমি অটোগ্রাফসহই বই ছাপাবো ভাইয়ামনি!!!!!!! :)

৭৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রচ্ছদের বামপাশের কিয়দংশ আসে নাই। X(

হতাশ!!

পোস্টে মাইনাস এই এক্টা কারনে..... । ঝাতি এর কারন ঝানতে চায়

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: হায় হায় কেনো!!!!!!!!!!!!


বইটার ভেতরের কিছুও তো আসে নাই ভাইয়া!!!!!!

কারো বই এর ভেতরটাই আসেনা..... আচ্ছা এটা ছিলো শুধুই প্রচ্ছদের খসড়া। আমি পুরা বইটা দেখাই!!!!!!!!! যদিও আমিও ছবিই দেখেছি সত্যিকারের বইটা এখনও নিজের চোখেও দেখিনি!!!!!!!! :(


৭৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বইটির সাফল্য কামনা করি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!! :)

৭৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

জাহিদুল ইসলাম চৌধুরী শান্ত বলেছেন: জেআইসিত্রস নামে ছিলাম [অনেক চেষ্টা করে আগের আইডি প্রবেশ করতে পারছিনা]

লিখা ও ছবির দারুন সমন্বয়

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

শায়মা বলেছেন: আমিও অনেকগুলা আইডিতে পারিনা ভাইয়া। :(

৭৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

গেম চেঞ্জার বলেছেন: বলেছিলাম না!
কবিতাদের আটকে রেখেছি আমি! B-)

কি লাভ এই অমুল্য জিনিসের অবমুন্যায়ণ হতে দিতে!
:)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: কোনো লাভ নাই

তুমিও ইচ্ছাদের উড়ায় দাও ভাইয়ু!!!!!!!!!



বই এর নাম হবে ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম ম্যাজিক ওয়ান্ডের মাথায়.....:)

৭৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

গেম চেঞ্জার বলেছেন: অবমুন্যায়ণ = অবমুল্যায়ণ

! :

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: বুঝেছি!!!!!!!!!!!

৭৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

গেম চেঞ্জার বলেছেন: //বই এর নাম হবে ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম ম্যাজিক ওয়ান্ডের মাথায়.....:)//

বই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমি গেছি!! B:-)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: তাইলে কি হবে!!!!!!!!!

ই এর হায়গায় উ,ঊ,এ,ঐ,ও ঔ নাকি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৭৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

গেম চেঞ্জার বলেছেন: বই প্রকাশের কোন স্পর্ধা হয়নিতো!!!!!!!!!!!!!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

শায়মা বলেছেন: আরে হয়ে যাবে!!!!!!!!!

তুমি এত ডরপুক নাকি!!!!!!!

৮০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

গেম চেঞ্জার বলেছেন: ডরপুক না!

আমি এ জগতের না। এটাই কারণ! B:-/

মন খারাপ, ঠিক হয়েছে?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: তুমি তো এলিয়েন!!!!!!!!!!!!


না হবে না!!!!!!!!!!!

যতক্ষন না ........ :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: তোমার আধ্যাত্মিক কথন না বুঝিয়াই ডিলিটিত করিলাম গেমু...... :-/

৮১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

ব্যাপার না। ফজলুর রহমান বাবুর গান আমার খারাপ লাগে না! :)

আর ওঠছি এখন। ব্লগে বেশি সময় দিলে রিয়েল লাইফের ক্ষতি হয় তো!! :| :|

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

শায়মা বলেছেন: ঠিক ঠিক!!!!!!!!

বাট ব্লগ ইজ আ পার্ট অব লাইফু!!!!!!!! :P

৮২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

গেম চেঞ্জার বলেছেন: //ব্লগ ইজ আ পার্ট অব লাইফু!!!!!!!! :P//

আমার মতঃ-
ব্লগ ইজ আ পার্ট অব এন্টারটেইনমেন্টো! ;) ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শায়মা বলেছেন: সেই কথা বলা হলো না

:( :( :(

৮৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

নাগরিক কবি বলেছেন: এক্সটাওডিনারি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২২

শায়মা বলেছেন: B:-)


কি রকম!

৮৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

নাগরিক কবি বলেছেন: ব্যাখা করার সাধ্য আমার নেই। আপনার ইচ্ছের সাথে আমার একটি ইচ্ছে দিয়ে গেলাম।

ইচ্ছে গুলো উড়িয়ে দাও
নীল আকাশের মাঝে,
স্বপ্ন গুলো আসবে ফিরে,
রাত্রি তারার সাজে।
সেই সাজেতে সাজিয়ে নিও তোমার তুমিকে,
দেখবে তুমি ইচ্ছে গুলো তোমার সানিধ্যে।।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!


অনেক সুন্দর!!!!!!!!!! :)

৮৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

গেম চেঞ্জার বলেছেন: ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০ ০
লেখক বলেছেন: তাইলে কি হবে!!!!!!!!!

ই এর হায়গায় উ,ঊ,এ,ঐ,ও ঔ নাকি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


হাঃ হাঃ হাঃ বসলে আবার ঠিক ছিল। ;) ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: তাইলে উ বসায় দাও গেমুবাবা!!!!!!!!! :)

৮৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ :`> :P

তবে তাই হওয়া উচিত!!!!!!!!!!!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০২

শায়মা বলেছেন: হোক হোক !!!!!!:)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

শায়মা বলেছেন: Click This Link

এটা পড়ো!!!!!!!!!! :) :) :)

৮৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৩

জেনুইন শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

শায়মা আপুনি দেখেন দেখেন কে জানি আমার আসল নিক শাহাদাৎ হোসেইন (সত্যের ছায়া) হ্যাক করে উল্টাপাল্টা পোস্ট/,মন্তব্য করছে। এরউপর নতুন কারা জানি শাহাদাৎ হোসেইন (বেকুবের ছায়া), শাহাদাৎ হোসেইন (সত্যের ছায়.) নামে বদনামি নিক করে উল্টাপাল্টা মন্তব্য করছে পোস্টে পোস্টে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

শায়মা বলেছেন: আহালে ভাইয়ু!!!!!!!! :(


আমার অনেক কষ্ট হচ্ছে তোমার কষ্ট দেখে! :(

৮৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭

জীবন সাগর বলেছেন: কতকিছু দেখবো আরো কে জানে !!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

শায়মা বলেছেন: আরও কি ?

৮৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৬

জীবন সাগর বলেছেন: সত্যের ছা য়া চার জন!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: হা হা ক্লোন বের হচ্ছে!!!!!!!!!

হতেই থাকুক!!!!!!!! নাই কাজ ক্লোন ভাজ!!!!!!!!!!! হা হা হা

৯০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন আপু ?
জ্বর ছেড়েছে পুরোপুরিভাবে এমনটাই আশা।


ছাপিয়ে দিগ ঘন বরিষণ ভাসিত শ্রাবণ,
দুঃসহ বিরহ কষ্টেসৃষ্টে ঝঞ্ঝাট হিয়া;
বাসনাপূরণে তরবারি বিদ্রোহানল,
বৈষম্যহীন ভৈরবীরাগ সমাহরণ।
উম্মুক্ত মম হৃদয় স্মরণে বিষ্ণুপ্রিয়া,
এ'প্রেমের তৃষিত বান খর অবিচল;
প্লাবিত মনোভূমি দেখো গো সুনয়না,
ঘোর অন্ধকার মহাপ্রলয়ের পূর্বক্ষণ।

আমার 'বিরহবিধুর' শুনিয়ে গেলাম আপু ♥

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!

বিরহবিধুর শোনাবার জন্য আর খবর নেবার জন্য!!!!!!

অনেক অনেক ভালো থেকো।

৯১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

কাবিল বলেছেন: বইটি সংগ্রহ করব কিভাবে?
আমি ঢাকার বাইরে থাকি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: রকমারীতে পাওয়া যাবে মনে হয় ভাইয়া!!!!!!!!! :)


কেমন আছো ভাইয়ামনি?

তোমার ইমেইল আইডি দাও। :) :) :)

৯২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

সানজিদা আয়েশা শিফা বলেছেন: আপনাকে অভিনন্দন ! আগে আলোর পরী নিকে এই ব্লগে বেশ কিছুদিন ছিলাম। তখন আপনার সাথে একটা দারুণ ভাব জমেছিল । সে অবশ্য আপনার চমৎকার হৃদয়ের জন্যই ।

আপনার লেখকজীবনের সাফল্য কামনা করছি ।
লিখে সুখী হন !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: তুমি আলোর পরী!!!!!!!!!!

ওকে এখন থেকে এই নিক মনে রাখবো আপুনি!

লাভ ইউ সো মাচ!!!!!!!

৯৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

কাবিল বলেছেন: রকমারীতে খুজে পেলাম না :( জানা থাকলে লিঙ্ক দিও।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

শায়মা বলেছেন: এখনও মনে হয় রকমারীতে দেওয়া নাই ভাইয়া!


আমি জানাবো ভাইয়ামনি!!!!!!!!!

আর আমার বই পড়তে চেয়েছো অনেক অনেক খুশি হলাম!!!!!!

৯৪| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৩

নিষ বলেছেন: আপনার বই পড়ে ভাল লাগছে। মেলা থেকে সংগ্রহ করেছি। কবিতার পংক্তি নেটে সার্চ দিয়ে সামহোয়ারের পুরনো নিকেও দেখলাম। ব্যাখ্যা করলে কৃতজ্ঞ থাকব।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!! :)

সামহ্যোয়ারের পুরোনো নিকে আমার কবিতা!!!!

হা হা হা

নাহ ব্যাখ্যা করবো না!!!!!!!! :P


নিজ বুদ্ধিতে বুঝে নাও!!!!!!!!! :P

৯৫| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১

নিষ বলেছেন: ওহঃ আপনারই নিক। বুঝে নিলাম। আসলে এই প্লাটফর্মে আমি নতন বলে ঠিক বুঝে উঠতে পারি না। ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: হা হা হা

বাহ তুমি দেখছি বুদ্ধিমান পিচকা!!!!!

কোন ক্লাসে পড়ো ভাইয়া? :)

৯৬| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৪

নিষ বলেছেন: আমি নিজের কথা বলব না বলেই ছদ্মনাম নিয়েছি। কিছু মনে করবেন না। ভাল থাকুন।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: না না মনে করার কি আছে??? :)

৯৭| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:১০

হাফিজ বিন শামসী বলেছেন:

শুভ কামনা রইল।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

৯৮| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: তোমার বই নিয়ে কিছুটা সময় পড়ে ছিলাম হুমরী খেয়ে ।
খুটে খুটে দেখলাম কোথায় কি আছে কিছু কিছু নিলাম ধারণ করে ।

দেখলাম কাছে থেকে
বেনীদুলানো স্কুল পালানো মেয়েটি
খুব সকালে ঘুম ভাঙ্গানি পাখি যখন ডাকে
তখন শিউলিতলায় শিশিরভেজা ঘাসের পরে
নগ্নপায়ে খামখেয়ালী ভাবে কেমন করে হাটে ।

বাদ যায়নি দেখা বিনিসুতোয় কেমন করে গাথ মালা
কিশোরবেলায় ,জাফরাণী রং শিউলিফুলে।

কেমন করে দূর করে দাও তোমার সকল কস্ট বেদনাগুলো ,
হয়েছে বলা যদিও লেখাগুলো ছিলই শুধু তোমার কল্পনার মিশেলে
যা আমাদের সমাজেরই চিত্রগাথা ।
তবে যত কিছু্ই বলনা কেন , সকল প্রকার
নস্টালজিয়া, প্রেম , অভিমান , আর সেই
খোকাভাই আর ---- প্রসঙ্গ বাদ যায় নাই কোনটি বইটিতে ।
আর বইটি পাঠের সময় খেয়াল রেখেছি তোমার সাজুগুজু করে দেওয়া
চোখের কাজল যেন নষ্ট না হয় কোন প্রকারে আমার আনারী হাতে
এই সুন্দর বইটির রিভিউর কারণে, এত সুন্দর মুল্যবান বই এর রিভিউ
আমার সাধ্যের বাইরে ।

অনেক অনেক সাফল্য কামনা করি বইটির, সাথে এর রচনাকারীর সাফল্যও ।

আমার পোষ্টে তোমার করা মন্তব্যের উপরে
একটি ইয়া বড় প্রতি মন্তব্য লিখে রেখেছি
দেখতে পার সেটা দয়া করে ।
শুভেচ্ছা রইল


০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!! :)

আর তোমার বিশাল মন্তব্য দেখেছি আমি!!!!!!

তোমার কথাটা আমার মনে থাকবে শুধু একটু ইজি হই!!!!!!!

৯৯| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:১১

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,



এতোটুক এক মন্তব্যের জন্যে বিশাল এক প্রতিমন্তব্য প্রত্যাশিত ছিলোনা ।
এই অপ্রত্যাশিত মন্তব্যের কবিতাখানির লুকানো গল্পটার যে সুর তা মিলে গেছে বোধহয় এভাবে, এখানে --------------

এভরী ডে, ফর এভরী ওয়ান অব আস, সাম ডিসট্যান্ট ট্রাম্পেট সাউন্ডস ......... বাট নেভার ঠ্যু ফেইন্ট নর ঠ্যু ফার ফর আওয়ার এ্যান্সার টু বি : " ওয়েট য়্যাম কামিং " ।
কারন শেষটায় লিখেছেন এভাবে -
"চুপি চুপি ফিরে যাবো
সেই পাহাড়ের ঢালটায়
একদিন নির্জন কোনো এক গোধুলীতে
স্বর্গ নেমেছিলো যেথায়।"


শুভেচ্ছান্তে ।

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৪

শায়মা বলেছেন: এভরী ডে, ফর এভরী ওয়ান অব আস, সাম ডিসট্যান্ট ট্রাম্পেট সাউন্ডস ......... বাট নেভার ঠ্যু ফেইন্ট নর ঠ্যু ফার ফর আওয়ার এ্যান্সার টু বি : " ওয়েট য়্যাম কামিং " ।

বাহ ভাইয়া!!!!!!!!

তবে আমি আমার মতই লিখেছিলাম!!!!!!!

যার জন্য লেখা ছিলো সেও এটা দেখছে ভাইয়ামনি!!!!!!!! :) :P

১০০| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৬

সিফটিপিন বলেছেন: কেমন বিক্রি হইল?

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬

শায়মা বলেছেন: হইলোনা ভাইয়া! :(

১০১| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:



স্যরি, দুরে থাকায় বই সংগ্রহ করা হয়নি; পরে চেস্টা করবো।
এখন পাঠকদের নিয়ে কিছু বলুন।

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: পাঠকদের নিয়ে মানে!!!!!!!!!!

মানে তুমি বলতে চাচ্ছো এখন লিখবো আমার বই কেনা এবং পাঠকেরা (মানে পড়িলো কি পড়িলোনা জানাজানির দরকার নেই কিন্তু তবুও) সেই সকল প্রিয় ভাইয়ামনিরা ও আপুনিরা!!!!!!!

এই শিরোনামে লেখা দেখতে চাও ভাইয়ামনি!!!!!!!


থ্যাংকস আ লট!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আইডিয়ার জন্য!!!!!!!!!!! :) :) :)

১০২| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

গেম চেঞ্জার বলেছেন: পাঠক মানে আমাকে নিয়ে লিখতে পারো! ;) ;) ;)

০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: হা হা হা হা

গেমু!!!!!!!!!!!!!!!!!!!!! আমাল প্লিয় ভাইয়ামনিতা!!!!!!!!!!!!!!!!! B-)

১০৩| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: @আহমেদ জী এস, পার্ডন মাই ইগনরেন্স, আপনার মন্তব্যের (৯৯ নং ) বোল্ড করা অংশটুকু কোথা থেকে নেয়া একটু জানাবেন কি? খুব ভাল লেগেছে কথাগুলো। নিশ্চয়ই কোন বিখ্যাত কবিতা বা গানের অংশ বিশেষ হবে, তবে আপাততঃ স্মরণ করতে পারছি না।

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪

শায়মা বলেছেন: আমার মনে হয় এটা গানই হবে ভাইয়া তবে আমি জানিনা, ভাইয়াও কোনোদিন দেখবে কিনা জানিনা! :(

১০৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ২:৪০

আহমাদ মুহাইমিন বলেছেন: সিফটিপিন বলেছেন: কেমন বিক্রি হইল?
লেখক বলেছেন: হইলোনা ভাইয়া।

আসলেই কি হইল না? না হইলে দমিয়া যাওয়ার পাত্রী আপনি হইয়েন না।

এগিয়ে যান. .। শুভ কামনা রইল!

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: না দমিবার পাত্রী নহি আমি। বিক্রি হতে হবে এমন কোনো কথা আছে!!!!!

তবে উপহার দিতে কোনো বাঁধা নাহি!!!! :) :) :)



:P

১০৫| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৪২

নায়না নাসরিন বলেছেন: আপুউউউউ ঢাকার বাহিরে থাকি বিধায় তোমার বইটা কেনা হয়নি :(
ভালো থেকো আপু :)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: ওকে আমি ভালো থাকবো!!!!!!!!


থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!! :)

১০৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:৪২

পথে-ঘাটে বলেছেন: আপনার অফুরন্ত প্রাণ শক্তি দেখে আশ্চর্য হই বটে। আপনার লেখা প্রায়ই পড়ি কিন্তু ইউরোম(মন্তব্য) করতে গিয়ে ভাবি শত শত ইউরোমের (মন্তব্য) ভেতরে আমারটা হয়ত হারিয়ে যাবে। আজকে ইউরোম করতে গিয়ে দেখলাম সবার ইউরোমের সুন্দর জবাবে পরিপূর্ণ আপনার আঙ্গিনা।

আপনার প্রাণ শক্তির বৃদ্ধি কামনায়, শুভরাত্রি।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!

আমার উদ্যম, উদ্দীপনা কিছুরই অভাব নেই আসলে!!!! :)

১০৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: থ্যাঙ্কস শায়মা, ১০৩ নং প্রতিমন্তব্যের জন্য।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: তোমাকেও থ্যাংকস ভাইয়া!!!! :)

১০৮| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৫

নীল-দর্পণ বলেছেন: ওয়াও! দেরীতে জানলাম তাতে কী।

অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপু :)

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৯

শায়মা বলেছেন: নীলমনি!!!!!!!!!

অনেক অনেক থ্যাংকস আপুনিমনি!!!!!!!

১০৯| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭

আলী প্রাণ বলেছেন: দেখা হয়নি তোমার বই, আগামী মেলায় দেখা হবে। থাকবো নিজ স্টলে। পরবর্তী পান্ডুলিপি চেয়ে রাখলাম।

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: ওকে ভাইয়া!

তুমি কি প্রকাশনী দিয়েছো!!!!!

তোমার ইমেইল দাও !!!!!!!!! :)

১১০| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৮

আলী প্রাণ বলেছেন: [email protected]


০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: মনে পড়েছে!

তোমার একটা পোস্ট দেখেছিলাম মনে হয় ভাইয়া!

থ্যাংকস আ লট! :)

১১১| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অভিনন্দন, আপুনি।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

১১২| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫০

মোঃ গাউছুল আজম বলেছেন: দারুন লেখা

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:১২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!! :)

১১৩| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫২

আমি সৈকত বলছি বলেছেন: খুঁজে বের করে ফেললাম এবং পড়লাম ব্লগটা এক নিঃশ্বাসে...


দীর্ঘদিনের টানতো তাই :) :D

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!! :)

১১৪| ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৭:০২

হাবীব কাইউম বলেছেন: কবে যে একটা কবিতার মতো কবিতা লিখতে পারবো। ঈর্ষায় জ্বলছি।

অনলাইনে খুব একটা আসা হয় না বলে আপনার পোস্ট দেখতে পারিনি। অনলাইন থেকে কিনবো। তবে...আপনার অটোগ্রাফ লাগবে। সেটা কীভাবে পেতে পারি? মতিঝিল এসে দিয়ে যাবেন?

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: তুমি খুব ভালোই কবিতা পারো। ঈর্ষায় জ্বলার কারণ নাই!!! :)

আর আমার অটোগ্রাফ!!!!

চলে আসো পরীর দেশে!!!!!!!!! :)

১১৫| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

কাজী রিদয় বলেছেন: ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম আকাশে, আমার যত ই্চ্ছে দেখে পুলকিত মেঘ হাসে...ভালো লেগেছে আপনার কবিতা..লিখে যান এমনি করে..

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!! :)

১১৬| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৪

অচিন্ত ব্যানার্জী বলেছেন: অনেক শুভ কামনা রইল আপু আপনার জন্য।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!! :)

১১৭| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার বই'এর প্রতি পাঠকদের থেকে উৎসাহ কেমন দেখলেন?

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

শায়মা বলেছেন: আমি তো মনিটরের এপাশে। এপাশ থেকে দেখেছি যা দেখবার !!!!!!

তবে বেশি উৎসাহ ভালো না ইহা বলিয়া নিজেকে উৎসাহ দেখাদেখি হইতে সম্বরণ করিয়াছি ভাইয়া!!!! :)

১১৮| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫

বিজন রয় বলেছেন: আপনার বইটি এখনো কিনতে পারিনি।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫১

শায়মা বলেছেন: রকমারীতে আছে এখন ভাইয়া!!!!!!!! :)

১১৯| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫২

বিজন রয় বলেছেন: সবাই রকমারীতে যেতে চায় কেন? তারা কি মার্কেটিংএ ভাল?

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: না খুবই ইজিলি যে কোনো জায়গা থেকেই পাওয়া যায় ক্লিক করলেই তাই রকমারীতে যায়।

১২০| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০১

বিজন রয় বলেছেন: তার মানে তো তাই-ই দাঁড়াল।
আধুনিক সুযোগ-সুবিধা আর কি।

তো পরবর্তী বই কবে আসবে?

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

শায়মা বলেছেন: পরবর্তী বই!!!!!!

এই তো আসলো বলে!!!!!!!! :)

১২১| ১৩ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

কলমের কালি শেষ বলেছেন: আমার বাড়িতে উঁকিঝুঁকি দিয়ে কী দেখো ! ;) তাই আমিও দেখতে আসলাম তোমার বাড়ি, তবে উঁকি দিয়ে নয় !! :P

তোমার বইটা সুন্দর হয়েছে । আর তোমার নস্টালজিয়া এবং তোমার বই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সে জন্য বইটা আরো উজ্জ্বল ।

কবিতাটি ছেলেবেলার, ছেলেখেলার । এগুলো এই কর্মব্যাস্ত বয়সে মন ও মগজকে প্রশান্তি দেয় । ভাললাগা একরাশ ।

১৩ ই মার্চ, ২০১৭ রাত ৮:০১

শায়মা বলেছেন: দেখলাম এতদিন পরে এলে কেমন আছো সেই দেখতে যাওয়া। তবে লগ ইন থাকলেও মহা বিজি আমি।:(

মানে এই মার্চ এপ্রিল মাসে আমার জীবনের সব ঘটনা বহুল ঘটনা ঘটতে থাকে তাই নিয়ে হিমসিম খেতে খেতে আমি কিছুটা নির্বাক হয়ে যাই :(

আর আমার বইটা সুন্দর বলার জন্য অনেক অনেক থ্যাংকস!!!!!!!!

১২২| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: আপনার বইটা গত রাতে স্বপ্নে দেখেছি। আপনার বই এবং আপনি ভাল থাকুন।

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:২০

শায়মা বলেছেন: স্বপ্নে আমার বই!!!!!!!!!!

হা হা


ওকে ওকে !!!!!! :)

১২৩| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৩

ধ্রুবক আলো বলেছেন: দেরি করে হলেও বইয়ের জন্য শুভ কামনা,
বইটি পড়ার ইচ্ছে আছে।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!! :)

১২৪| ২৫ শে মার্চ, ২০১৭ ভোর ৪:২৫

ডঃ এম এ আলী বলেছেন: দেখতে এসেছিলাম নতুন কোন লিখা আছে কিনা ।
ইজি হয়েতো দেখি আরো বেশী বিজি হয়ে গেছ :) :)
শুভেচ্ছা রইল ।

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০০

শায়মা বলেছেন: ভাইয়ামনি!

কেমন আছো???

ফেব্রুয়ারী মার্চ এপ্রিল আমার মহা ব্যাস্ততার মাসগুলি, দিনরাত নাচতেই থাকি হা হা হা ....

এপ্রিলের পর ইনশাল্লাহ ইজি হয়ে যাবো.....

তবুও আছি কোথাও না কোথাও.....
আশে পাশে কাছাকাছি ........

কিন্তু তুমিও মনে হচ্ছে মহা বিজিই আছো ভাইয়া .......

আগের মত দেখা যায় না আজকাল ......

অবশ্য এমনই হয় , এমনই নিয়ম ........

১২৫| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩০

চানাচুর বলেছেন: কেমন আছো শায়মা আপুমণি B-)

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪১

শায়মা বলেছেন: ভালো আছি!!!!!!!!

কতদিন পরে এলে!!!!!!!!!

ভেবেছিলাম আমার উপর রাগ করেছো!!!!!!!!!

অনেকেই যেমন করে মাঝে মাঝে!!!!!!!!!

আর তোমাকে দেখলেই আমার জেরীকে মনে পড়ে!!!!!!!!!!!!!

আমার উপর অনেক অনেক রাগ করেছিলো সে!!!!!!!!!!!!!!

দুঃখ দিয়েছিলাম আমি জেরীমনিকে!!!!!!!!!!!:(

মাঝে মাঝে কি যে হয় আমার!!!!!!!!!! :(

তার সাথে তোমার যোগাযোগ থাকে বলো আমি তাকে আমার বসন্তদিন পাঠাতে চাই!!!!!!!!!!

আমার বসন্তদিনের সবচেয়ে বড় ফ্যান সেইই ছিলো এবং একদিন সেটা মিথ্যে ভেবে সে ভীষন কষ্টও পেয়েছিলো এবং খেপেওছিল!!!!!!!!!!

যদিও সব সত্যি কখনও জানা হবেনা কারো মানে আমি জানতে দিতে চাইনি এবং চাইও না শুধু তাকে বসন্তদিন পাঠাতে চাই তার ঠিকানা আমার দরকার! জেরীর সাথে যোগাযোগ থাকলে তাকে বলো আমি তাকে অনেক অনেক মনে রেখেছি! :(

১২৬| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৩

চানাচুর বলেছেন: তোমার ওপর কেন আমি রাগ করবো!!! :|

আপু আমার কারো সাথে যোগাযোগ নেই। আর ব্লগকে এক সময় খুব সিরিয়াসলি নিতাম। অনেক মানুষকে আপন মনে হত। কিন্তু কিছু কিছু কারণে এসব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে হয়েছে আর সেসব বাধ্য হয়েই। সুতরাং আগে কার সাথে আমার কি সম্পক ছিল ওটা চিন্তা করে আমাকে কিছু জিগগেস কোরলে আসলে উত্তর দিতে পারব না। #:-S

কোন কিছু নিয়ে আফসোস নেই। ভাল থেকো :)

৩০ শে মার্চ, ২০১৭ রাত ১১:০২

শায়মা বলেছেন: আমি ভালো আছি.......
তুমি এখন খুব কম কম আসো। নিশ্চয় এখন বিজি হয়ে গেছো অনেক।
সবকিছুই আসলে বদলে যায় এতে দুঃখ পাবার কিছু নেই!

এখন নিশ্চয়ই তুমিও অনেক বড়!!!!!!!! জব টব করছো কিনা জানিনা তবে তুমিও ভালো থেকো অনেক অনেক আপুনি!!!!!!!

লাভ ইউ অলওয়েজ!!!!!!!!!!


:) :) :)

১২৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৫৭

রেজওয়ান তানিম বলেছেন: বইয়ের জন্যে শুভকামনা। মাঝে বহুদিন ব্লগে ঢুকিনি।

ভাল থাকা হোক

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ তানিমভাইয়ু!!!!

হুম জানি তুমি অনেক বিজি!!!! :)

আমি ভালো আছি !!!! :)

১২৮| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২০

কানিজ ফাতেমা নবগ্রাম বলেছেন: খুব সুন্দর হয়েছে ++++

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:১৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!! :)

১২৯| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯

পিকাচু বলেছেন:
কৈই?

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২০

শায়মা বলেছেন: গান গাচ্ছিলাম তো !!!!!!!!!!

:(

১৩০| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বৈশাখী শুভেচ্ছা রইল আপু
শুভ নববর্ষ।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৩

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!

অনেক অনেক শুভেচ্ছা!!!!!!!!!

১৩১| ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার ব্লগ ঘুড়তে আসলাম, এসে দেখি আপনার ব্লগ লাকি সেভেন হয়ে গেছে ! খানিক নুন সহ পান্তা খেতে দেন !

১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০

শায়মা বলেছেন: লাকি সেভেন!!!!!!!!!


কেমনে বাচ্চু?


আমি অনেক অনেক ঝামেলায় আছি!!!!!!!

কেবলি পান্তা ভাত, পেঁয়াজ মরিচ, লবন তেল মেখে সরিষা ইলিশ আর মগজ ভুনা দিয়ে খেয়ে আসলাম !!!!!! ইয়াম ইয়াম!!!!!!!!!:)

১৩২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

ব্লগে ৭ বছর কথা বলেছি B-) সেদিন আপনার কষ্ঠে, গান শুনলাম ভালো লাগলো B-)




গরীবের কথা কেউ ভাবেন, এতো ভালো খাবার খেয়েছে !

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: হায় হায় কবে ৭ হলো!!!!!!!!!!!! B:-)

দেখিনি তো!!!!!!!!!!!!


তাইলে তো একখানা বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা উচিৎ ছিলো!!!!!!! :(

আমার গান কোথায় শুনেছো ভাইয়ু!!!!!!!!!

আর কোনটা বলো বলো বলো!!!!!!!!!

১৩৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি. আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥ সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো--. রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি ॥ মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,. ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে--. দাও ছেড়ে দাও, ওগো, ..




তোমার কন্ঠের............ লিংক টা দাও তারাতারি .................

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: উফফ!!!!!!!! লিংকটা নীচে চলে গেলো!!!!!!! সেখান থেকেই শুনো বেবিভাইয়ু!!!!!!!!!!

১৩৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
তোমার গান স্বপ্নে শুনেছি ...................... B-)

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩২

শায়মা বলেছেন: স্বপ্নে দেখা শাহরিয়ার রাজার কুমার


:) :) :)

১৩৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: লিংক টা


:P

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: শারিয়ারভাইয়া এইখানে লিংক দেখো । আর কষ্ট কত্তে পাব্বো না!!!!!!! :(

১৩৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কষ্ঠ ! নৃত্য পারো কি ................... B-)

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮

শায়মা বলেছেন: সেটাই তো আমার মেইন !!!!!!!!!!


মানে নৃত্য!!!!!!!!!

আর গান তো সাইড হবি!!!!!!!!!!


হা হা হা :P

১৩৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: বুবু,
আমি জানতাম তুমি লেখিকা ও ছবি আঁকতে পারো ; এখন দেখি নাচে ও গানে সবকিছুতে অলরাউন্ডার ! B-) এতু ফতিভা তুমার আমি মুগ্ধ =p~ .............. আর একটা প্রতিভার কথা কিন্তু জানা বাকি রইল ? কোন হিটলারের ঘর করো, সে কি করে B-) ভালো তুমি হ্যাপি একটা মানুষ । হাসিখুশি মানুষ গুলো ভালো লাগে এবং সবসময় ভালো থাকো ।


১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

শায়মা বলেছেন: হা হা হা এত দিনে জানলা আমি যে গুনবতী!!!!!!!!!!!!!!!!


:P


আর হিটলারের ঘর করলে কি আর হ্যাপী থাকতাম নাকি!!!!!!!!

তওবা!!!!!!!!!!!!!!!! তওবা!!!!!!!!!!!!!!! তিন তওবা!!!!!!!!!!!!

১৩৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
বুঝেছি তোমার হিটলাম এমন দেখতে B-) হিটলার হলেও কিন্তু প্রেমিক পুরুষ ,,,,,,, ইতিহাস পড়ে নিও ।

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: হইসে লাগবে না এমন হিটু মিটু!!!!!!!!!!!!

যা আছি ভালো আছি!!!!!!!!!!!!!:)

১৩৯| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৯

বিদেশে কামলা খাটি বলেছেন: সুন্দর।

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৫

শায়মা বলেছেন: হা হা নিক দেখে হাসছি ভাইয়া!!!!!!

:) :) :)

১৪০| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
বুবু তোমার গলায় গানটা শুনে তো পুরাই ফিদা হয়ে গেছি B-) প্রায় প্রতিদিন শুনা হয় ।



ধরো, একটা শুকনা ধন্যবাদ দিলাম দিয়ে গেলাম । =p~

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

শায়মা বলেছেন: একটাই শুনেছো!

আরও আরও শুনো ভাইয়ু!!!!!!

১৪১| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ৭ বছর পূর্তিতে অভিন্দন সুপ্রিয় শায়মা। নিরন্তর শুভকামনা । :)

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সেলিমভাইয়ু!!!!!!! :)

১৪২| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, সবগুলো শুনেছি ..................... কন্ঠটা বিশেষ পরিচিত ............................



আরো আপলোড দিবা , কেমন ?

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

শায়মা বলেছেন: ওকে.... অডিও দেওয়া যাবে কিন্তু ভিডিও দিতে লুইজ্জা পাই তো!!!!!!!!!!! :P


আমি তো লজ্জাবতী লতা ভাইয়ু!!!!!!!!!!

১৪৩| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা যা দিবা তাই শুনবো .............. কিন্তু তোমার মেইন হবি দেখাবা কবে .............. সাইড দেখে লাভ কি ??? লজ্জার কিছু নাই, আমরা আমারই তো ! B-)

তুমি একটা জিনিষ, খুব কঠিন ! সবকিছু পারো । অলরাউন্ডার B-)





২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: হবি মানে শখ!!!!!!!!

নাকি ছবি নাকি কবি নাকি হাবি মানে হাসব্যান্ডু??????????


কি বললা বুঝি নাই ভাইয়ু!!!!!!


ইয়েস ইয়েস আই এ্যাম অল রাউন্ডার একদম গোলগাল !!!!!!!!!! :P

১৪৪| ২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
ধুর তোমার হাসব্যান্ডু দিয়ে আমি কি করমু ......... B-)
ধুয়ে পানি খামু !!!! দেখতে চাইলে তোমার বেবীর কথা বলাতাম ।



তোমার নাচের ভিডিও এবং গানের কথা বলেছি.........................



২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: হায় হায় বলেছি না আমি লজ্জাবতী!!!!! তার চেয়ে অডিও ই ভালো ......

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

শায়মা বলেছেন: আপাতত আমাদের রিয়ামনির মনোমুগ্ধকর নাচটা দেখে চোখ জুড়াও ভাইয়ু

১৪৫| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
তোমরা আর কেহ প্রযুক্তিবিদের সহিত, কোন প্রযুক্তির মিথ্য বলিও না, ইচ্ছা থাকিলে উপায় হয় ....................... শেষ কথা !


এখন ভালা থাকো, বাহিরে যাবো ................. B-)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১১

শায়মা বলেছেন: ওহে প্রযুক্তিবিদ.....বাহিরে যাও

ফিরিয়া আসিয়া

চন্দ্রকন্যার নৃত্য দেখিও

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১২

শায়মা বলেছেন: ওহ হ্যাঁ ইচ্ছেগুলো উড়িয়ে দিয়েছি প্রজাপতির পাখায়!!!!!!!!

আর ধরতে পারছি না !!!!!!:(

১৪৬| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
লিংকে এটা কি দিলা ... এ দেখি কার্টুন । B-) নাচতে না জনলে উঠান বাঁকা ! =p~ জানো তো আমার ধৈর্য্য কিন্তু কম ! রবোটের মত করে জীবন যাপন করি .. ইনপুট আর আউটপুট... কখনো সিরিজি চলি আবার কখনো প্যরালালে চলি। #:-S

বাহিরে বৃষ্টি হয়, একারণে বেশি দূর যেতে পারলাম না, ফিরে আসতে হল ।

আমারও ইচ্ছাগুলোর ময়না তদন্ত করতে পাঠিয়েছি ..রিপোট পেলে জানা যাবে -সব মিথ্যা ছিল । B-)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

শায়মা বলেছেন: বাপরে কি সব কঠিন কথা শুরু করলে .......

বৃষ্টির ফোটা পড়ে কি মাথা গড়বড় হয়ে গেলো নাকি!!!!!!!!!!

১৪৭| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
আহারে কিেএমন কঠিন কথা ! B-)


অভিনয় পারো না ?????



আমি ছোট বেলায় ভিলেনের অভিনয় করে একটা পুরস্কার পেয়েছিলাম । যদিও নায়ক হওয়ার শখ ছিল কিন্তু নায়িকার আকালে বেহাল দশায় হয়ে, তা আর হয়নি । B-) ঘটনাটা দারুণ না !

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

শায়মা বলেছেন: বুঝেছি তুমি কেমন দেখতে আজ বুঝলাম !!!!!!!!


থাক থাক দুঃখ পেয়োনা। সবাই কি নায়ক হয় বলো?

১৪৮| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
বিন্দু মাত্র দুঃখ নাই তাতে ... চেহারা সুরুত দেখতে, যদি না্য়কের মত কিন্তু নায়িকাদের ঢং দেখলে । তখন ভিলেন হয়ে যাই।
মনে হয়, দু গালে আগে দু থাপ্পড় দেই ,,, তারপর কথা বলা শুরু করি । X((

এখন কথা হচ্ছে, এমন সহৃদয় বান নায়িকা কি কোথায় পাই ! B-) আর এ জনমে পাওয়া যাবে ? =p~

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: সহৃদয়বান নায়িকা মানে ???????????? যে দু থাপ্পড় দিতে দেবে!!!!!!!!!!!!!

পাগল হলে নাকি!!!!!!! মরার শখ হয়েছে!!!!!!!!!!!!!!

১৪৯| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:

পাগল ছাড়া দুনিয়া চলে না কথা বলেছেন ফকির লালন ।

সেচ্চায় যে চড় খেতে রাজি আছে তার কথা বলেছি ........

উল্টা বুঝলে ভারী বিপদ ।।।। B-)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০২

শায়মা বলেছেন: হা হা হা কে সেই নায়িকা কে কে কে ???

খুঁজে পেলে জানিও আমাদেরকে ভাইয়ু!!!!!!!!

১৫০| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: গুগুলে নাকি সব পাওয়া যায় কিন্তু বউ পাই না । B-)
প্রতিদিন গুগুলে সার্চ দেই কিন্তু পাই না । কপাল পোড়া হলে যা হয় আর কি !!!

কোন জোসনা কথা দিল না ............................ B-)

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০

শায়মা বলেছেন: তোমার হইসে কি আজকে!!!!!!!!!

এত বিয়ে পাগলা হলে কবে থেকে ভাইয়া!!!!!!!!!!!!!!!

১৫১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
................ B-) B:-) =p~

জ্যোতিষী গো জ্যোতিষী......................

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: গান শুনে অজ্ঞান হয়ে গেছি!!!!!!!!

১৫২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আর পাড়ি না গুরু !!! সেই শৈশব থেকে শুরু .................... এ বান্দরের গলায় কে আর মুক্ত মালা দিবে । B-)



ভালো থাকো,...... এবার যাই গা । :|

২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩২

শায়মা বলেছেন: কিছুদিনের মাঝেই আলীভাইয়া মুক্তার মালা নিয়ে আসছে তোমার জন্য।

:D

১৫৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৯

সেলিম আনোয়ার বলেছেন:

কোন চালের কি নাম। এগুলো দিয়ে কি করা যায় । এগুলোর রেসিপি তোমার কি জানা আছে? #:-S

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

শায়মা বলেছেন: হাও মাও খাও মানুষের গন্ধ পাও

রেসিপির নাম চাও!!!!!!!!!!!!!!!!

১৫৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫

সেলিম আনোয়ার বলেছেন: এমন কমেন্ট তো আমি চাইনি পরী । 8-|

লাল চাল ভাত তো আতপ চালের ভাতের মত । :(

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০২

শায়মা বলেছেন: নিজে রান্না করেই রেসিপি আমাদেরকে দাও।

এই সব তো আমি জানিনা!!!!!!!!!! B:-)

১৫৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন:

পানিতে ফুটিয়ে নিলেই হল
তারপর অতিকষ্টে গলধঃকরণ ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

শায়মা বলেছেন: আমি তো ভেবেছিলাম নারকেল নাড়ুর পূর্বাবস্থা!

আই থিংক ইহা দিয়া চোলাই উপাদেয়।

১৫৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: এটা খিচুড়ীর জন্য ভাল হওয়ার চান্স। খিচুড়ী আর মুরগীরঝোল তরকারী । তবে খাদ্য মান উচ্চ মার্গের হইবেক। পাহাড়ের খনিজসমৃদ্ধ মাটিতে উৎপন্ন। লাল রং তো আয়রন উপস্থিতি সুনিশ্চিত করে ।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫

শায়মা বলেছেন: আমার আয়রন দক্কাল নাই। সে আমাদের ভাবীসাবকেই খেতে দাও ভাইয়া!!!!!!! :) :) :)

১৫৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২১

শাহরিয়ার কবীর বলেছেন: ওহে রঙ্গিলা বুবু ,
তোমায় দেখবার আইছি, তুমি কেমবা আছুন ? B-)


কি করি আজ ভেবে না পাই, ব্লগে তোমার নামে বদনাম করেছি দেখে নিও।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৫

শায়মা বলেছেন: আমি অনেক খারাপ আছি। অনেকক্ষন ধরে একটা জিনিস লেখার পরে ভুল করে ডিলিট হয়ে গেছে!!!!!!!! :(

১৫৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪১

কবি হাফেজ আহমেদ বলেছেন: শুভকামনা।
কবিতাটি পড়ে অসাধারণ লাগলো।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২

শায়মা বলেছেন: কোনটা?

১৫৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
আহারে ............... কষ্ট পেলাম । আবার চেষ্টা করো । |-)

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩

শায়মা বলেছেন: শেষ!!!!!!!!!! :)

শেষ করিয়াছি!!!!!!!

এখন ঘুমাতে যাই।

১৬০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: বান্দরবান নিয়ে একটি কবিতা লিখলাম । কি করবো ভাবছি ।

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: কি আর করবা! সবাইকে পড়াও !!!!! :)

১৬১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা যাও ..... আজকে একটা কবিতা দিমু ................ কাল পড়ে নিও । B-)

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০২

শায়মা বলেছেন: দাও দাও !!!!!! আজ পড়ে নিই!!!! :)

১৬২| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৯

রবাহূত বলেছেন: আমার লিখা গুলি কি আর পড়েছেন? আপনার উৎসাহে কিন্তু আমি অনেক লিখেছি, আপনার বইটি অবশ্যই পড়ব, ইনশাআল্লাহ! এই লিখাটাও ভালো লাগলো!

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

শায়মা বলেছেন: অনেকগুলো লেখাই পড়েছি ভাইয়া!!!!!!

অনেক অনেক ভালো লাগা তোমার লেখা গুলোতে!!!!!!


কিন্তু কবে যেন জবাব দিলেনা তাই আর মন্তব্য দেইনি!!!!!! :(


আবার পড়ে আসবো বাকিগুলা!!!!!!!!! কিছুদিন মানে ৩/৪ মাস খুব খুব বিজি ছিলাম এখন একটু ইজি আছি! :)

১৬৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:

কেমন আছেন ?
অপ্সরী এর মালিকও কী আপনি ?

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: এতদিনে জানলে!!!!!!!!!!!!

অথচ তুমিও না আমি হবার কথা ছিলো!!!!!!!!!

সেটাই জানলে না ভাইয়ু!!!!!!!!!!!!!

১৬৪| ০২ রা মে, ২০১৭ রাত ১১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: হু হু সেটা তো পুরানো। এটা কী প্রমাণ হয়েছে যে আমরা আলাদা সত্ত্বা !! না এখনো সবাই তাই ভাবে !!

অঃ টঃ - আমি এখন চুরতবই এ আছি !

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১২

শায়মা বলেছেন: দূর এসব নিয়ে বসে থাকলে কি আমার চলবে!!!!!!!!!!!!!!

কাজ নাই তো কে কি ভেবে বসে আছে তাই নিয়ে আমিও বসে থাকি অকর্মার ঢেকীদের মত!!!!!!! ফুহ!!!!!!!!!!!!!!!!!!!!! :-P

আমি তো সেই ছোট থেকেই জানি, পাগলে কি না বলে ছাগলে কিনা ডাকে!!!!!!!!!!!!! :) :) :)

যাইহোক চুরতবই আবার কি!!!!!!! উফফ বুঝলাম সব কথপোকথন বিকৃতি করে লিখতে লিখতে এইটাও বিকৃত হই গেছে !!!!!!!!!! B:-)
:P

১৬৫| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
দারুণ আমেজ! নস্টালজিক হতে হল!

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৩

শায়মা বলেছেন: ডানা ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!

কেমন আছো কোথায় আছো!!!!!!! তুমি আজকাল নাই কেনো!!!!!!!

১৬৬| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:০৯

নাদিম আহসান তুহিন বলেছেন: পরীক্ষা দিয়ে এসে আপনার সব পোস্ট পড়বো।

০৫ ই মে, ২০১৭ সকাল ১০:১৪

শায়মা বলেছেন: গণিতরা কবিতা পড়ে নাকি!!!!!!!!!!! B:-)

১৬৭| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: তার মানে আমি শব্দ বিকৃত করে লিখি ! এটা কিন্তু সত্য নয় ।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: :P

হা হা মানে কঠিন শব্দগুলি আর কি !!!!!!!!! :P

এই যেমন কথাকথিকথকথন!!!!!!! বাপরে!!!!!! #:-S

১৬৮| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: ইচ্ছে করে আমার নিকের বানান ভুল করে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা কিন্তু আমি ঠিকই বুঝি ।

০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:১১

শায়মা বলেছেন: ইচ্ছে কেনো হবে!!!!!!!! B:-)


অটো হচ্ছে ভাইয়ু!!!!!!!!! B:-/

১৬৯| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২০

কথাকথিকেথিকথন বলেছেন: তবে এসবের আমি করি না তোয়াক্কা
লেখায় দিয়ে যাবো সবাইকে ধূম্রজালের ধোঁকা !

০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২৭

শায়মা বলেছেন: ঠিক ঠিক এইভাবেই বানাইবে সক্কলেকে বোক্কা....
হয়ে যাবে বাবু বাবু সকল বুড়ো খোক্কা!!!!!! :P

১৭০| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: বান্দরবান কবিতা পোস্ট করে ফেলেছি।

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: গুড! :)

১৭১| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৪৫

শামীম সরদার নিশু বলেছেন: শ্যাম্পুর লেখালেখি বন্ধ হলো কেনো?
সুস্থ আছেন তো শ্যাম্পু?

০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: শ্যাম্পু নামে অনেক আগে একটা ভাইয়া আমাকে ডাকতো!!!!!!!

সুস্থ্য আছি বাট অনেক ঝামেলায় ছিলাম!!!!!

শিঘরি শিঘরি লিখে ফেলবো!!!!!!!!!!

১৭২| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৩

শামীম সরদার নিশু বলেছেন: কতো অাগে? আর তার নামটা কি মনে আছে?
শুভকামনা রইল।
চলে আসুন জলদি, চকলেত নিয়ে বসে আতি :P

০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: বেশি দিন আগে নহে!

আমি তো কিছুই ভুলি না নামটাও মনে আছে !!!!


যাই হোক আসছি !

শিঘরি তলকেত নিয়ে বসে থাকো!!!!!!

১৭৩| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:২০

শামীম সরদার নিশু বলেছেন: আমি তো কিছুই ভুলি না নামটাও মনে আছে !!!!
নামটা জানতে পারি কি?

ওমা আমি তো চকলেতগুলো আপনার জন্য নিয়ে বসেছিলাম আপনি আসলে আপনাকে দেবো বলো :P

০৬ ই মে, ২০১৭ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: নাম জেনে লাভ নেই সেটা তুমি না তো!!!!!!!! :)

ওকে ওকে আকাশ থেকে নামছি তলকেত নিতে!!!!!! :)

১৭৪| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নাগরিক কবি বলেছেন: শায়মা আপু শায়মা আপু
কোথায় তুমি গেলা?
তোমার ছবি দিয়ে দেখো
হচ্ছে কত খেলা।

রাবু বুবু এপস নিয়েছে
তোমার ছবি আপ দিয়েছে
সেই ছবিটি দেখে আমি
গঙ্গা জলে ঝাপ দিয়েছি

তোমার বাড়ি ঘুরতে এসে
ক্ষুধা পেলো ভীষণ করে
এক বাটি মিষ্টি এনে
দেওনা তুমি আমায় খেতে। :)

বহুদূর থাকি আমি
অনেক দূরের পথ
তোমরা সবাই কাছাকাছি
কত কর হাসা হাসি
দেখে শুধু যাই যে আমি
চুপি চুপি অনেক।খুশি


;) =p~

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: আমার ছবি কোথায় পেলে
স্বপ্নে নাকি বাতাসে!
রাবু আপু দুষ্টু ভীষন
ধোকনা দিয়ে তাই হাসে।

কি খেতে চাও বলো তুমি
কি বাসনা অন্তরে
এক নিমিষে আনছি দেখি
একটি ফুয়ে মন্তরে!!!

১৭৫| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

নাগরিক কবি বলেছেন: ইয়া লম্বা মোচ ওয়ালা
বুইড়া বেটার ছবি দিয়ে
বলছে দেখো শায়মা আপু
পালিয়ে এলাম ভো-দৌড় দিয়ে :)


মনের একটি কথা তোমায়
বলে যেতে চাই
চুপিচুপি রেখো তুমি
বলো না কাউকে ভাই। :)

অঞ্জলি নামের একটি মেয়ে
আমার বাড়ি ঘুরতে আসে
পিচ্চি ভাইটি তোমার কেমন
লজ্জায় গেলো লালা হয়ে।

অঞ্জলি নামটি আমি দিলাম
অন্য কেউ যদি দেখে ফেলে
তখন আবার আমায় নিয়ে
করবে রম্য কানে কানে।

এখন আমার কি হবে
ঘুম আসে না এই চোখে
অঞ্জলি নামের সেই মেয়েটি
কোথায় থাকে কেউ কি জানে B-) =p~

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: জানে জানে সবজান্তা সমশেরিকা জানে
কেউ যেন না জানে যে তাই বলছি কানে কানে... :) :)

এই যে তোমার অঞ্জলি

১৭৬| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নাগরিক কবি বলেছেন: পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল।
তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো
তোমার পদতলে রঞ্জিতে।
B-)



পিচ্চিটা বেশি কিউট। গুলোগুলো :D

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: B:-)

তুমি গান জানো নাকি পিচ্চি!!!!!!

কি গাও নজরুল নাকি রবীন্দ্র নাকি ক্লাসিক্যাল!!!!!!!!!

১৭৭| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নাগরিক কবি বলেছেন: হাহাহাহহাহা। আমার গান শুনলে সিংগাপুরের একটা বিলাই ও আসে পাশে থাকে না। সব ডরে পালায়।

তবে আমি গান শুনি অনেক। :) আমি কি আর তোমার মত গাইতে পারি না নাচতে পারি না আঁকতে পারি। |-)


আমি খালি পুচকামি করতে পারি। =p~

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:০১

শায়মা বলেছেন: পুচকাভাইয়া!!!!!!!!!!

আজ কি খবর!!!!! সেইম সেইম নাকি নিউ নিউ!!!!!!!

১৭৮| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:০৩

নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহহাহা। আপুনি- আমি সেইমে সেইমে শ্যামলী হয়ে গেলাম =p~

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:১১

শায়মা বলেছেন: ফোন দাও তাইলে!!!!!!!!

আল্লাদ নাকি!!!!!!!!!!!! X((

১৭৯| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:২৪

নাগরিক কবি বলেছেন: |-) :-& :-< আমার কপাল মন্দ।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: হা হা

এমন তো কত জনেই বলে!!!!!!!

১৮০| ২১ শে মে, ২০১৭ দুপুর ১:৩৬

নক্ষত্র নীড় বলেছেন: শায়মার কাছে আমার বায়না,কন্ঠে একটা কবিতা তুলে আমার কানের ভিতরে ঢুকিয়ে দাওনা! দুধের স্বাদ আর কাঁহাতক ঘোলে মেটে?

২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৭

শায়মা বলেছেন: ওকে ওকে আগে রেকর্ড করে নেই। :)

১৮১| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৭

নক্ষত্র নীড় বলেছেন: আরে, ওসব ভাঙা রেকর্ড আর কতো শুনবো! মুখে মুখে,মুখোমুখি,সামনা সামনি - কথাটা উহ্য ছিল।

২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: B:-)

কেমনে!!!!!!!

পাগল হলে নাকি ভাইয়ামনি!!!!!!!!!

১৮২| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
মাঝেমধ্যে ছেলেবেলা পড়ে মনটা ভালো করে যাই। আজও পড়ে গেলাম।

২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!! :)

১৮৩| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৩১

বে-খেয়াল বলেছেন: ছেলেবেলা, কেমন আছিস?
অনেক ভালো তাইনারে বল?
এখন তো তুই অনেক বড়,
অনেক কঠিন পাথরবাটি?
আগুন পোড়া সোনার কাঁঠি


শায়মা আপু তোমার লেখা গুলো খুবই ভালো লাগে তোমার হাতে জাদু আছে, লেখায় ভালবাসা রইলো অফুরন্ত
ভালো থেকো সবসময়।

৩০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: বেখেয়ালভাইয়া !!! তোমার প্রোপিকটা কি ? অনেক সুন্দর!

১৮৪| ৩০ শে মে, ২০১৭ রাত ৮:৩৫

শিপন মোল্লা বলেছেন: কতোদিন পর

৩০ শে মে, ২০১৭ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: ভাইয়া

কেমন আছো?

পরী বেবিটা কত বড় হয়েছে !!!! :)

৩০ শে মে, ২০১৭ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: ভাইয়া তোমার বেবির জন্য

১৮৫| ৩০ শে মে, ২০১৭ রাত ৮:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: বুবু,
তোমার গানের লিংক দেও তো, একটু শুনি !! আগের মেইলে ছিল কিন্তু মেইলের পাসওয়াড একটু ঝামেলা করছে, মেইলে ডুকতে পারছি না !! :P

৩০ শে মে, ২০১৭ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: ঐ আমি ভুই পাই!

যদি আমার গলাটাকেও নকল ভেবে কেউ কেটে নিয়ে যায়!!!!!!!!


না বাবা আমি আর নাই!!!!!!! :((

১৮৬| ৩০ শে মে, ২০১৭ রাত ৮:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
এই যে, রাইতের বেলায় ঢং শুরু করে দিলে, !! মন ভালা নাই, তাই ভাবলাম একটু তোমার গান শুনি !! :(

৩০ শে মে, ২০১৭ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: হা হা হা

আমার গান কেনো???

দাঁড়াও একটা প্রিয় গান দেই.....

প্রিয় গান

১৮৭| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
গায়কের অসংখ্য ভক্ত থাকে, ধরো সেই মধ্যে একজন ভক্ত ! B:-/

৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৬

শায়মা বলেছেন: আমার লিটল মিস নটি পোস্ট পত্তিলা!!!!!!! :P

১৮৮| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
না ,,,, ব্লগে শুধু আড্ডা আর পিরিত গবেষণা নিয়ে ব্যস্ত নীতিকথা বা ভালো কথা শোনার সময় নেই ।। B-)

৩০ শে মে, ২০১৭ রাত ৯:১১

শায়মা বলেছেন: যাও লিটিল মিস নটি পড়ো!!!!!!!!!

নো নটি নটি মিঃ নটি !!!!!!!

১৮৯| ৩০ শে মে, ২০১৭ রাত ৯:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
ধূর ! তোমার ব্লগে আর আসব না , ভাল কথা শোনার সময় আমার নাই !! গান চাইলাম আর তুমি জ্ঞান দেওয়া শুরু করছো। এমনিতে মন খারাপ তারপরে তাতে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে । :((

৩১ শে মে, ২০১৭ রাত ২:৩০

শায়মা বলেছেন: স্যরি!!!!!!!!!!!!!!
ঘুমাই গেছিলাম শাহুবেবি!!!!!!!!! :(

একটু আগে উঠলাম!!!!!!!!

লাগ কলেনা !!!!!!!!

কিন্তু মন খারাপ তোমার হবে কেনো????


সে তো হবে .............

১৯০| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
টোকাইদের মন বলে কিছু থাকে না, আর থাকা উচিৎও না !! কাল একটু খারাপ ছিল আজ ভাল !!! রাগ করিনি আর রাগের হরমোন আমার শরীরে নেই, =p~

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: রাগটা থামাও, ক্রোধটা নামাও- আত্ম সম্বরণ বা ক্রোধ নিয়ন্ত্রনের সুফল এবং লিমিট ক্রসিং এর কুফলhttp://www.somewhereinblog.net/blog/saimahq/29914910


এডিটিং করে দিলাম!!!!!! :)

১৯১| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কি লিংক দিলে এটা ওপেন হয়না !! X(( B:-/

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৭

শায়মা বলেছেন:


এই মাত্র বানালাম ভাইয়া!!!!!!!!! :)
ইনস্ট্যান্ট জিলাপী!!!!!!! :)

১৯২| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর, মনে হচ্ছে এখন খওয়া শুরু করি !! B-)

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: আজকে ফার্স্ট টাইম তো তাই একটু অং বং হইসে!!!!!!!

কালকে শুভ্র সুন্দর বানানো!!!!!!!!

নো মোর জিলাপী ফ্রম শপ!!!!!!!!!!! :)

১৯৩| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ব্যপার না ,তারপরেও খেতে ভালো লাগবে !! আচ্ছা, তোমার বাবু কয়টা। আমি তোমার সমন্ধে তেমন কিছু জানিনা, কিছু মনে নিও না ।। না এখনো অপ্সরা হয়েই আছো ;) যদিও অপ্সরা নিয়ে অনেক কথা আছে ওদিকে যেতে চাচ্ছি না।।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:২৮

শায়মা বলেছেন: হা হা হা !!!!!!!!!
আমার অনেক অনেক বাবু!!!!!!!!!!

এত্ত এত্ত বাবু!!!!!!!!!!!!!!!!!!!!!
ছবিগুলো গুনে গুনে নিজেই বুঝে দেখো!!!!!!!!

হা হা হা হা হা হা :P

১৯৪| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
পার্সোনাল ইনফরমেশন বলতে না চাইলে থাক, !! তবে আমি কিন্তু কোন অভদ্র প্রশ্ন করিনি, যে আফা আপনার বয়স কত !!! =p~

৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৫

শায়মা বলেছেন: থ্যাংকু!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বাট সেটা শুনলে তো আরও বিপদ কখন কোথায় কে সে কথা শুনে ফেলে!!!!!!!! :(

১৯৫| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন:
তুমি খুব ফ্রি মাইন্ডের তাই তোমার সাথে, মনে হয় একটু বেশি মজা করে ফেলি । এখন তুমি যা মনে কর না, কেন সেটা তোমার ব্যপার........ :-P

আড্ডা দেওয়ার জন্য আর বাংলা একটু লেখালেখির করা জন্য ব্লগিং করা !! আবার কবিও সেজেছি , বাহির থেকে দেখলে যে কেউ বলবে কঠিন ছেঁকা খাওয়া পাবলিক ।।। B-)


আহা! আজ বাহিরে খুব সুন্দর বৃষ্টি হয় ।

৩১ শে মে, ২০১৭ রাত ৮:০৭

শায়মা বলেছেন: হা হা না কিছু মনে করিনি। আমি তো রামগড়ুড়ের ছানা না!:)

হুমমমমমম একদম রিমিঝিম নামিলো দেয়া....

৩১ শে মে, ২০১৭ রাত ৮:১৪

শায়মা বলেছেন: বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা .....কোন গানের লাইন বলো !!!!!!!! :)

১৯৬| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
pagla hawar badol dine (rabindra sangeet)

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: গুড গুড গুড বয়!!!!!! :)

১৯৭| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
ধর শোন !! তোমার গাওয়া লিংক দেয় !!

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: :P

১৯৮| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: তোমার গাওয়া লিংক দেয় !! =p~

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:২০

শায়মা বলেছেন: দেয় দেয় কি!!!!!!!!!!! দাও বলতে চাচ্ছিলে নাকি!!!!!!!!!! :)

১৯৯| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
হুম, সরিরররররররররররররররর........... :(

০১ লা জুন, ২০১৭ রাত ৮:১৩

শায়মা বলেছেন: সরির!!!!!!!!!! হায় হায়


যাইহোক আমার আজকের বানানো জিলাপী খাও !!!!!!! :)

২০০| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
না, খুমুনা যদি তোমার জিলাপী খেয়ে অজ্ঞান হয়ে যাই ।( অজ্ঞান পাটি) ;)

০১ লা জুন, ২০১৭ রাত ৮:১৯

শায়মা বলেছেন: এই দেখো আমি এখনও অজ্ঞাম হইনি!!!:)

এই যে লিখছি ....:)

২০১| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
তুমি তো আর অজ্ঞান হবেনা, করবে !! B-) যান্ত্রিক এই শহরে অপরিচিত মানুষকে বিশ্বাস করা বড় ভয় B-)



অপরিচিত কারো দেওয়া কোন কিছু খাবেন না ............. হা হা হা ।

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩১

শায়মা বলেছেন: হা হা হা

ভীতুর ডিম তুমি তাইলে সেই ডিমের হালুয়া খাও ! আমি চললাম নেক্সট কাজ করতে !!!!! :)

২০২| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: মচমচে জিলাপি ;)

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: এই ডিজাইন টেরাই কত্তে হবে!!!!! :)

২০৩| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩০

সেলিম আনোয়ার বলেছেন: জিলাপী টক !:#P

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: হ্যাঁ শিয়ালের কাছে !!!!!!!!!!! :P

২০৪| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ভিতুর ডিম কি ?????? =p~ X((

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৭

শায়মা বলেছেন: এটা দিয়ে এখন ডিমের হালুয়া রাঁধো তারপর খেয়ে ফেলো দেখো সাহস বেড়ে যাবে!!!!!!!!

২০৫| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা ,,, না তোমার জিলাপি সুন্দর হয়েছে । বাস্তবে না খেতে পেরে, এতো কাহিনি করলাম ।। মানে আঙ্গুল ফল টক !! ;) =p~

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৪২

শায়মা বলেছেন: সেলিমভাইয়ার মতন!!!!!!!!!!!

হা হা হা

যাইহোক আর কি কি এই রমজানে শেখা যায় ভাবছি!!!!!! :)

২০৬| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
শায়মামুনি, আর কপি করে না, নিজে ভালো করে শিখে, তারপরে পোষ্ট দিবে । কেমন? =p~ যদি তোমার সিনিয়ার ব্লগার হতাম তবে , এভাবে বলতাম !!! B-) :#)

০১ লা জুন, ২০১৭ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: ঐ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


আমি একদম ফুলকপির বড়া দিয়ে বাঁধাকপি দিয়ে মুড়িয়ে ওলকপির ঝোল বানায় দেবো!!!!!!!!!!!!!!


কাকে বলো দেখি!!!!!!!!! X((

২০৭| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
যদি তোমার সিনিয়র হতাম, তখন =p~

০১ লা জুন, ২০১৭ রাত ১০:০৩

শায়মা বলেছেন: হা হা সিনিয়র জুনিয়র!!!!! নবীন প্রবীন এবং প্রভাবশালী ও দৈন্যশালী ব্লগার!!!!!!!


হা হা হা কত কিছুই না শুনিলাম এ ব্লগ ধরায়!

পুরানরা নাকি থাকে পুরানদের সাথে, নতুনেরাও পুরানদের সাথে ! একি অন্যায়!!!!!

এমনই একজনের শ্লোগান শুনিলাম!!!
ন্যায় অন্যায় জানিনে জানিনে জানিনে শুধু ইহারে জানি এবং এই সব কি !!!!!!!!!!!


হা হা হা হা হা

থাক তুমি পিচ্চি হয়েই থাকো আমি আরও পিচ্চি হয়ে যাচ্ছি!! :)

২০৮| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

০১ লা জুন, ২০১৭ রাত ১০:০৩

শায়মা বলেছেন: কেনো!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :-/

২০৯| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
২০৬. ০১ লা জুন, ২০১৭ রাত !!

প্রতিউত্তরের জন্য !!

০১ লা জুন, ২০১৭ রাত ১০:১৫

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে ! :)

২১০| ০১ লা জুন, ২০১৭ রাত ১০:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
লিচু খাবে ??? গতকাল ইচ্ছামত লিচু খেলে সকাল বেলা কাশি শুরু হয়েছিল । এমন হওয়ার কি কারণ ,বুঝলাম না ব্যপারটা .......

০২ রা জুন, ২০১৭ সকাল ১০:১৮

শায়মা বলেছেন: এমন হবার কারণ তুমি কাজী নজরুলের লিচুচোর তাই !!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহাহাহা

২১১| ০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:২০

তারুন্যের দামামা বলেছেন: আপনার লেখা গুলো খুবই ভালো লাগার মত|

০৯ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া ! :)

২১২| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

প্রতিভাবান অলস বলেছেন: নস্টালজিক কবিতাটা আসলেই নস্টালজিক :-/

১২ ই জুন, ২০১৭ রাত ৯:০১

শায়মা বলেছেন: হুম ভাইয়া!

থ্যাংকস তোমাকে।

২১৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

মলাসইলমুইনা বলেছেন: ফেব্রুয়ারী ২০১৭ ব্লগে আমার জন্মের অনেক আগের আরেক জন্মের কথা | তাই আমি পরে এলেও আর হলেও ২১৯৯তম মন্তব্যকারী আমাকে কটু কথা বলার যে কোনো নিয়ম নীতির উপর ব্যাপক এম্বারগো জন্য ব্লগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা গেলো | নস্টালজিক কবিতাটার নামটাতো জানা হলো না | বইয়ের আরো কবিতা ব্লগে প্রকাশ করার দাবি জানাচ্ছি |

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: তোমাকে কটু কথা বলবে কে!!!!! কার ঘাড়ে কয়টা মাথা!!!!!!! আমাকে শুধু নামটা বলো!!!!


নস্টালজিক কবিতা না এটা একটা পার্ট ছিলো। ছেলেবেলা কবিতার নাম বায়োস্কোপের ঘুলঘুলিতে ফেলে আসা ছেলেবেলা।

আর সব কবিতা প্রকাশ করলে এইখানে শত্তুরেরা মাব্বে!!!!!!!!

সে কি আর এক নিকের কবিতা ছিলো! :P

২১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০

অজানিতা বলেছেন: আপু আপনি কি চমৎকার লিখেন! 8-| 8-|

২১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস অজানিতামনি!!!! :)

২১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭

মরুচারী বেদুঈন বলেছেন: সাধনা!
আমিও স্বপ্ন দেখি স্বপ্ন!
হয়ে যাব একদিন বড়, অনেক বড়!
ইট পাথরের শহরে আমিও হব ব্যস্ত, মহাব্যস্ত!

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬

শায়মা বলেছেন: পুচকা স্বপ্ন তোমার সত্যি হৌক!!!!! :)

অনেক অনেক বড় হও বৎস! :)

২১৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:১১

মরুচারী বেদুঈন বলেছেন: আমার স্বপ্ন কি পুচকা আর চটপটি?

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

শায়মা বলেছেন: ওহ তোমার স্বপ্ন না তুমি নিজেই পুচকা এটা বলতে চেয়েছিলাম। একটা কমা দিয়ে দিলে আর ভুল বুঝতে না। :)

২১৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫০

মরুচারী বেদুঈন বলেছেন: শসসসসসস
আমি পুচকা?
!!!!!

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

শায়মা বলেছেন: হ্যাঁ !!!!!!!!!!! মনে হচ্ছে!!!!!!!!!! :)

২১৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

মরুচারী বেদুঈন বলেছেন: হা হা হা
বড় হওয়ার কিছু টিপস দেন!

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

শায়মা বলেছেন: বড় যদি হতে চাও ছোট হও তবে!!! :)

২২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: লুপারক্যালিয়া
ভালোবাসা লেশমাত্র ছিলনা তাতে
আদিম বর্বর উৎসবে পালিত হতো তা।
রোমান সম্রাট ২য় ক্লদিয়াস
অমানবিক নির্দেশনা দিলেন
আর নহে ভালোবাসা অথবা পরিণয়
ভ্যালেন্টাইন মানেনি তা।
ভালোবাসার অমোঘ বাণী
পৌছে দিলেন দ্বারে দ্বারে
সম্রাটের নির্দেশ অমান্য করায়
মৃত্যুদন্ড হলো তার।
কালের পরিক্রমায়
ইতি হলো রোমান-বর্বরতার
সাধু ভ্যালেন্টাইনের স্মরণে
অবতারণা হলো ভালোবাসা দিবসের।
কোকিল গাহিবে পুষ্প ফুটিবে
দুটি হৃদয়ে উছলে উঠিবে প্রেম
পুষ্পকাননে পবিত্রতম পুষ্প
আলোকিত করিবে অবনী
ভালোবাসার মন্ত্রবলে
বর্বরতার হলো যাবজ্জীন কারদণ্ড
এভাবে ভ্যালেন্টাইনস ডে
মানব হৃদয়ে যুগে যুগে সৌরভ ছড়াবে।
ক্লদিয়াস আজিকে হয়েছে ভিলেইন
ভ্যালেনটিনো স্মরনীয়;
ভালোবাসার ফুলে রঙে
আমাদের পৃথিবী হয়েছে বরনীয়।

কবিতা কেমন হয়েছে ।

২২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কোথায় পাওয়া যাবে এখন দ্রুত বলো।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১০

শায়মা বলেছেন: বাপরে এই সব কমেন্ট তো আজই দেখলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.