নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
এটা আমার থ্রি ইন ওয়ান পোস্ট। যারা আমাকে চেনে তারা প্রায় সবাই জানে আমার মাথায় নানান সময় নানান ভূত চেপে বসে তবে রক্ষা এই যে, ভূতগুলোর আবাস বড়ই ক্ষনস্থায়ী। তাই স্বল্প সময়েই তারা আমাকে ছেড়ে যায় এবং জীবনেও আর ফিরে আসে না। এর কারণ আমার মতে, যতদিন তারা আমার ঘাড়ে চেপে বসে তাদের উপরে এমনই অত্যাচার চলে অহরহ যে তারা আমাকে ছেড়ে পালাতে পারলে আর ফিরে আসার নামটি করে না।
এমনই এক ভূত কদিন আগে চেপেছিলো আমার ঘাড়ে তার নাম কাগজের ফুল ভূত। ছোট থেকে কাগজ দিয়ে, কাপড় দিয়ে, কাঁঠ, বাঁশ, পাতা দিয়ে নানা রকম ফুল বানাইনি তা নয়। তবে এবারে যে ভূত মাথায় চাপলো তা শুধুই অফসেট পেপারের গোলাপ। তবে নরমাল হ্যোয়াইট কালারের অফসেট পেপার নয়। উহা ছিলো বিশেষ কিছু অপূর্ব সুন্দর রঙ্গের রঙ্গিন অফসেট পেপার। আর লেগেছিলো শুধুই একটা কাঁচি আর একটা গ্লু.... নাথিং এলস..... তবে শিখিয়ে দেই কেমনে বানানো যায় এই অদ্ভুত সুন্দর সব রঙ্গের রঙ্গিন অফসেট পেপারের রোজ ফ্লাওয়ারস!!!!
১. প্রথমেই রেকটেঙ্গেল সাইজড কালারড অফসেট পেপারকে স্কয়ার সেপ করে কেটে নিতে হবে।
২. এরপর কোনাকুনি তিনকোনা করে পেপারগুলিকে তিনবারে এইভাবে ভাঁজ করে নিতে হবে।
৩. এইবার পেন্সিলে এঁকে নিতে হবে পাঁপড়িগুলো।
৪. এরপরে কেঁটে নাও!
৫. খুলে ফেল্লেই হয়ে যাবে এত্তগুলো পাঁপড়ি। তার থেকে এক অংশ কেটে ফেলতে হবে।
৬. এক অংশে গ্লু লাগিয়ে জোড়া দিতে হবে।
৭. এর পর দুই পাঁপড়ি তারপর তিন এবং চার পাঁপড়ি করে কেটে রাখতে হবে। তবে কোনো অংশই ফেলা চলবে না।
৮. কাটা অংশে গ্লু লাগাতে হবে। মুড়িয়ে আটকাতে হবে।
৯. তারপর ছোট থেকে বড় মুড়ানো অংশ একটার পর একটা গ্লু দিয়ে জোড়া দিতে হবে।
এইভাবেই হয়ে গেলো ১ টা ফুল।
২টা ফুল
৩টা, ৪টা ফুল....
অনেকগুলা ফুল......
তারপর জুড়ে দিলাম ছোট ক্যানভাসে। সাজিয়ে দিলাম মোমবাতিগুলি .....
বাহ বাহ বাহ নিজের কাজে তো আমি নিজেই মুগ্ধ!!!!!
যদিও শিরোনামে আমি ছোট্টমনিদের জন্য লিখেছি তবে আমার মত বুড়া ছোট্টমনিরাই এ পোস্ট পড়বে বা দেখবে আর ক'জনে উদ্ভুত হবে জানিনা তবে অদ্ভুত আমি আর ফাতেমা ছবি আপুনির জন্য বিশেষভাবে পোস্টের এই অংশটুকু উৎসর্গিত হইলো।
এইবার আসি তারও কিছুদিন আগে আমার মাথায় চাপা নানা রকম ওয়াফেল ভূতের গল্পে। ওয়াফেল জিনিসটা যে আমার খুব পছন্দের তা নয়। তবে তার খোপ খোপ চেহারার অপূর্ব কারুকার্য্যে আমার মন জুড়ায়, প্রাণ ভুলায়। তাই আমি ওয়াফেল নিয়ে নানা রকম এক্সপেরিমেন্টের জন্য কিনে আনলাম এক ওয়াফেল মেকার। আর তারপর ইউটিউব তো আছেই। ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে গেলাম নানা রকম রেসিপি। তবে এই নানারকম রেসিপি দেখার পর আমার উন্নত মস্তিস্ক বানালো আরও নানা রকম রেসিপি। তারই একটা শেয়ার করবো আমার ভ্রমরের ডানাভাইয়ার জন্য। যদিও ডানা ভাইয়ার পছন্দ ব্যাকডেটেড রেসিপি বোরহানী, মোরহানী, দইবড়া, কইবড়া। সেসব তো কবেই আমার এক্সপেরিমেন্ট শেষ। যাই হোক রেসিপি ফর মাই স্পেশাল ওয়াফেল-
· ২৫০ গ্রাম বাটার ( গলানো)
· ১ কাপ ময়দা
· ১ টেবিল-চামচ বেকিং পাউডার
· ১ টেবিল চামচ চিনি
· ৪ টি ডিম
· ৪০০ মি.লি.দুধ
- কোকা পাউডার
- ড্রাই ফ্রুটস
- ভানিলা এসেন্স- ১ চা চামচ
মাইক্রোওয়েভ কিংবা চুলায় বাটার গলিয়ে নিতে হবে। এরপর গলে যাওয়া বাটার কিছুক্ষণের জন্য ঠাণ্ডা করে একটি বড় পাত্রে ময়দা, বেকিং পাউডার, চিনি একসঙ্গে মিশাতে হবে। ডিম ভেঙে সাদা অংশটি কুসুম থেকে আলাদা করে নিতে হবে। এরপর একে বিটার দিয়ে বিট করে নিতে হবে। একে একে বাটার, ময়দার মিশ্রণ, ডিমের সাদা অংশ ও ভ্যানিলা, দুধ মিশিয়ে গোলাটা আগে থেকেই প্রিহিট করে রাখা ওয়াফেল মেকারে ঢেলে দিতে হবে। কিছুক্ষন ওয়েট করার পর ঢাকনা খুলে দেখে নিতে হবে ওয়াফেলে কালার ধরেছে কিনা আর মচমচে হয়েছে কিনা। ইচ্ছা করলে কোকা পাউডার, ক্রিম, ড্রাই ফ্রুটস নিজের মনের মত এ্যাড করা যায়। পরিবেশনের জন্য মধু, চকলেট সিরাপ কিংবা আইসক্রিম ব্যবহার করা যায়। একই ভাবে ঝাল ওয়াফেলও বানানো সম্ভব। ওয়াফেল দিয়ে স্যান্ডুইচও বানানো যায়। মানে ওয়াফেল এমনই এক মজাদার খাবার যা দিয়ে বানানো যায় নানা রকম এক্সপেরিমেন্টাল খাবার দাবার।
এই ওয়াফেলে আমি ড্রাই চেরী, ব্লুবেরী,স্ট্রবেরী স্টিকস,চিজ, ইউজ করেছি।
এখানে শুধুই চিজ আর স্ট্রবেরি স্টিকস টুকরা
এখানে আইসক্রিম আর ড্রাই ফ্রুটস দিয়েছি
এটা কোকা পাউডার দেওয়া চকলেট ওয়াফেল
এটা ঝাল ঝাল এগ এ্যান্ড চিজ স্যান্ডুইচ ওয়াফেল
এইভাবেই গোলা ছেড়ে দিয়ে সবগুলোই বানিয়েছি তারপর নানা রকম ডেকোরেশন!
গত রোজার ঈদে একটু সিক থাকায় কোনো ঈদসংখ্যা পোস্ট দিতে পারিনি। তাই এবারে কোরবানী ঈদের নান্নাবান্নাগুলি! বিশেষ করে ওমেরা আর ভ্রমরের ডানা ভাইয়ার জন্য ......
এবারে একটু ঈদের সাজুগুজু ঘর বাড়িয়া....
আমার ঝকঝকে তকতকে কিচেন.... এখানে অবশ্য আমি ছাড়া আর কেউ এবং হাঁড়ি, কড়াই, নেতা কানি প্রবেশ নিষেধ....
সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার মত একটু সময় বের করে নিয়ে কাগজের ফুল বানাও আর ওয়াফেল বানিয়ে খাও....
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া এইবার একটা ফুল বানিয়ে দেখাও।
তারপর ওয়াফেল।
২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সায়মা আপু
মধ্যরাতে দারুন এক কর্মযজ্ঞ!!
হয়তো মাঝরাতে সৃষ্টি করা সহজ হয়।
মাঝ রাতে চাইলে স্রষ্টাকে পাওয়া অসম্ভব নয়।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬
শায়মা বলেছেন: মাঝরাতে স্রষ্টাকে পাওয়া যাবে!!!
টাইলে নেক্সট টাইম এই যজ্ঞই চালাবো মধ্যরাতে ভাইয়ামনি!
তুমি তো বরেন্য ব্যক্তিদেরকে ফুলেল শুভেচ্ছা জানাও সদা এবং সর্বদা।
এবারে ফুল বানানো শিখে নাও।
রঙ্গিন কাগজ না পেলে সাদাটা দিয়েই বানাও।
৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহা! দারুন।দারুন।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩১
শায়মা বলেছেন: বানিয়ে ফেলো তাইলে অন্তত একখানা কাগজের ফুল। ওয়াফেল কাল বানিও ভাইয়া।
৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩১
জাহিদ অনিক বলেছেন:
কাগজের ফুলের শুভেচ্ছা--
না কোনদিন বানাবো- না কোনদিন এতে অলী আসবে -
আর ওয়াফেল - সেটাও একই জিনিস- দেখতেই ভালো- না বানাবো না খাবো-- এসব রেসিপি মোটেও ব্যাচেলর বান্ধব না --
যাইহোক-- গান শোন--- https://www.youtube.com/watch?v=O7dzdXOJhdI
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭
শায়মা বলেছেন: হা হা অরিগ্যামী ফ্লাওয়ার বানাবার কথা ছিলো।
আর কাগজের বউ হতে পারলে কাগজের ফুলে অলি আসবে না কেনো!!!!
আর তুমি দূর হতেই শুধু দেখেছো!!!!!
এত বড় মিছা কথা বললা!!!!!!!!!!!
যাইহোক তোমার জন্য আরেকটা গানা মানে ফাঁকিবাজদের জন্য যারা কাগজের ফুল বলিয়া অলি আসিবেক না বলে.....
৫| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮
বিষাদ সময় বলেছেন: কর্মযজ্ঞে বিমোহিত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!~!!!!!
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪
শায়মা বলেছেন: কর্মযজ্ঞ শুনে মনে পড়ে গেলো
বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও
৬| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: কাগজের ফুল বানিয়েছিলাম আমার বেডের পাশে লাগানো আছে,ফার্স্ট টাইম বানাইছিলাম,সুন্দর হয়নি,আপনার টা দেখে আবার বানাতে আগ্রহী হচ্ছি
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮
শায়মা বলেছেন: ছবি তুলে দেখাও এখনি ভাইয়া!!!!! প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!
৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯
টুনটুনি০৪ বলেছেন: অসাধারন সুন্দর লেগেছে ,কাগজের ফুলগুলো। আমিও বানানোর চেষ্টা করবো।++++
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০১
শায়মা বলেছেন: বানও টুনটুনিমনি!!!! ইটস ইজি পিজি !!!!
৮| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৪
বিষাদ সময় বলেছেন: আগে পাগলের মত রবীন্দ্র সঙ্গীত শুনতাম................অনেকদিন পর আপনার দেয়া লিন্কে গিয়ে আবার শুনলাম,
ধন্যবাদ নস্টালজিক করার জন্য।
এক সময় আমার বড় বোন খুব কাগজ আর কাপড়ের ফুল বানাতো আর আমি ছিলাম তার অন্যতম হেলপার ............ হাঃ হাঃ
সব সময় সজিব থাকুন কাগজের ফুলের মত..............তবে সৌরভসহ.......
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১০
শায়মা বলেছেন: ভাইয়া আমি এত বড় হয়ে গেছি তবুও এক একটা ফুল হয়ে যাবার পরে যে কি প্রানফাটা আনন্দ তা বলে বুঝাতেই পারবো না। আসলে সৃষ্টির আনন্দ বা শিল্পের আনন্দ কি তা যে করে সে ছাড়া কেউই বুঝে না!!!
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৫
শায়মা বলেছেন:
এই কাজগুলি করার সময়ই আমি সেই আনন্দের জোয়ারে ভেসেছিলাম।
আজও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি....
৯| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৭
ইমরাজ কবির মুন বলেছেন:
বানাইতে পারবোনা, বানায়ে পাঠান
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩
শায়মা বলেছেন: ওকে ঠিকানা দাও পাঠায় দেই দু একটা।
তবে তুমি বানাতে পারবে না জানতাম। যদিও তুমি ছোট্টমনি!
১০| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৯
মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন:
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫
শায়মা বলেছেন: ভেরি নাইস ভাইয়ামনি!
তবে পেপারগুলো আরও সুন্দর হলে ফুলগুলও অটো সুন্দর হয়ে যেত।
নিউমার্কেটের মডার্নে অনেক রকম মজাদার কাগজ পাবে ভাইয়া।
১১| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২০
তারেক সিফাত বলেছেন: ভালো লেগেছে পোস্টটা শায়মা আপু।
ঈদ মোবারক।
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৬
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
ঈদ মুবারাক!
১২| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৫
বিষাদ সময় বলেছেন: কাজের প্রতি ভালবাসা না থাকলে সৃষ্টি হয়, শিল্প হয় না। ভালবাসা আছে বলেই আপনার কাজগুলো শিল্প হয়ে ওঠে.............
পোস্টে লাইক দিতে খালি ভুলে যাই........... এবার আর ভুল হবেনা
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫০
শায়মা বলেছেন: হা হা অনেকেই বলে লাইকের জন্য কমেন্টের জন্য আমি নাকি নানা নিক বানাই!
আসলে লাইক দিলেও কিছু না না দিলেও না। তুমি পড়েছো, কমেন্ট করেছো এই বেশি!~
আর শিল্পী হয়ে গেলে আরও বেশি।
হ্যাঁ আই লাভ মাই ওয়ার্ক। সেটা স্কুলের বাচ্চাদেরকে পড়ানোর সময়ও!
১৩| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
এই সব ওয়াফেল আমাল, কেউ নজল দিবেন না........
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫২
শায়মা বলেছেন: ওহ আরও এত্তা মজাল খানা আছে। আনছি ওয়েট!!!!
১৪| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
ইয়েএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএএ............
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৭
শায়মা বলেছেন: আরে আনছি দাঁড়াও!!!!!!!
২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬
শায়মা বলেছেন:
এই যে আমার রেইনবো কেক.......
২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮
শায়মা বলেছেন:
লেমন কেক
কফি কেক
রেড ভেলভেট
১৫| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫
বাকপ্রবাস বলেছেন: জয় হোক শৈল্পিক মন এর
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!
১৬| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ঈদের শুভেচ্ছা নিবেন আপু। রমজানের ঈদের পরে আজ আপনার পোস্ট পড়লাম। ক্যামন আছেন?
ভ্রমরের ডানা ভাইয়ের রেসিপি এই রেসিপিগুলার দ্বারে কাছেও যাইবার পারবো না।
কাগজের ফুলগুলোও দারুণ ছিলো।
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:০৬
শায়মা বলেছেন: হা হা হা হাসতে হাসতে মরলাম ভাইয়া!!!!!!!!!!!!!!!!
ভ্রমরের ডানা ভাইয়ের রেসিপি এই রেসিপিগুলার দ্বারে কাছেও যাইবার পারবো না।
ঠিক ঠিক ঠিক বলেছো!
ভাইয়া তুমিও কি রাজশাহী ইউনিভার্সিটি!!!!!!!
১৭| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৭
দিগন্ত নীল বলেছেন: ক্রাফটিং করার অনেক সখ ছিলো এক সময়,কই যে চলে গেলো সব।।ভালো ছিলো ।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬
শায়মা বলেছেন: বুঝেছি তুমি তখন ছোট্ট ছিলে আর এখন বুড়া হয়ে গেছো!
১৮| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: কাগজের ফুল বানানো বড়ই জটিল কাজ । আমার মত আলসের জন্য ঘরের টবে বিভিন্ন পদের টিউলিপ ভালব লাগিয়ে রাখলেই কাম ফতে, কিছু দিন যেতে না যেতেই নীজে নীজেই ফুটতে থাকবে ,মাঝে মধ্যে গোড়ায় দুএক ফোটা পানি দিলেই চলবে । তবে কাগজের ফুলের সাথে খানা পিনা ভালই লাগছে । প্রিয়তে না গিয়ে কি আর পারে । পার হয়ে যাওয়া ঈদের পাওনা শুভেচ্ছাটি এ সাথে দেয়া হল ।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৮
শায়মা বলেছেন: আহা জটিল কোথা ভাইয়ামনি
দেখিয়ে দিলেম সোনার খনি
হাউ টু মেক রোজ ফ্লাওয়ার
চিন্তা কি আর বানাও এবার!!!!
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ভাইয়া!!!!!
১৯| ২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বোউ এর কথা পড়েছিলাম। আজ শায়মাপু কাগজের ফুলের কাব্যও পড়লাম। শেষ বেলায় আবার চেটেপুটে খেলামও। তবে এ ফুলে ভ্রমর না এলেও বোধহয় ক্ষতি নেই ,কারন ইতিমধ্যে কবিভ্রমরের ডানাভাই চলে এসেছেন আর ওমেরাপুও খুব শীঘ্রই আসবেন বলে মনে হচ্ছে। আপুর নান্দনিকতায় একরাশ মুগ্ধতা। ++
শুভকামনা অফুরান।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০
শায়মা বলেছেন: আমারও কাগজের ফুল বানাতে গিয়ে কাগজের বউ এর কথাই মনে পড়েছে ভাইয়া!! হা হা হা ঠিক ঠিক কাগজের ফুলে ব্লগের কাগজের ভ্রমরভাইয়া!!!!!
ওহ হো ভাইয়ার জন্য তো কাল থেকেই আমার এক বিশেষ খানা আনার কথা । ভুলেই গেছিলাম!!!!!!!
যাই যাই আনি আনি .......
২০| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৩
সিগন্যাস বলেছেন: নাই কাজ তো কই ভাজ
আহা কথাটার কি সুন্দর প্রতিফলন এই পোষ্ট । কোন বাচ্চা জিনে ধরেছে বোধহয় তোমাকে
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১
শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহা ঠিক ঠিক বাচ্চা জ্বীন তো আমাকে ছাড়েই না!!!!!!!
২১| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১
ওমেরা বলেছেন: আপু রান্না আমার পছন্দনীয় কাজ না , তবে förrätt , efterrätt আমি বানাই সেটা বাধ্ হয়ে । আর হাতের কাজে সময় আর ধৈর্যের দরকার আমার কোনটাই নেই ।
আপু আপনার ফুলগুলো অপূর্ব সুন্দর হয়েছে ।আমার আন্তরিক ঈদ শুভেচ্ছা আপনার জন্য আপু ।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫
শায়মা বলেছেন: ওহ নো ওমেরামনি!!!!!!! জানার আছে অনেক কিছু! তোমার förrätt , efterrätt দেখে ভাবলাম বুঝি তোমার কম্পুটারের মাথায় তখন ভূত চেপেছিলো। পরে দেখলাম ইহা মানে ডেজার্ট। ইউ নো মাই হবি ইজ লার্নিং কাজেই জেনে খুশি হলাম। কিন্তু তোমার রান্না ভালো লাগে না !!! ধৈর্য্য নাই!!!!!!!!! তাইলে তো চলিবেক না!!!!! রান্নার চেয়েও রান্নার সাজুগুজু আমার বেশি পছন্দের!
কানে কানে একটা কথা বলি। আমার ফুলগুলো দেখে আমি নিজেই মুগ্ধ! শুধু চেয়ে থাকি আর চেয়ে থাকি!!!!!!
২২| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুটো কাজের একটাও আমি পারবো না। আমি হলাম অকর্মার ঢেঁকি।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬
শায়মা বলেছেন: স্যরি স্যরি স্যরি!!!!!!! বিশ্বাস করিলাম না ভাইয়ুমনি!!!!!!
চেরেষ্টা করেই দেখো !!!! আমি জানি তুমি পারবেই!
২৩| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার খাবার দাবার খাচ্ছি গত দশ বছর ধরে। যত খাই ততই মোটা হই। সেই সাথে ইন্টেরিয়র ডেকোরেশন, সাজুগুজু তো আছেই। ব্লগে একটা নোবেল প্রাইজ প্রবর্তনের প্রস্তাব করছি- যার নাম হবে 'কলাবরিষ্ঠা দ্য গ্রেট' এবং প্রথম কলাবরিষ্ঠার নামও নির্ধারিত- ভিঞ্চি দ্য রবীন্দ্রনাথ শায়মা সুকুমার (কোনো ইমো নাই)
আমার বাসায় আছে এরকম একজন- আমার মেয়ে। ছুটিতে বাসায় এসে সে সারাদিন ছোটোভাইকে নিয়ে রন্ধন শিল্প নিয়ে ব্যস্ত থাকে; বাসায় কেউ এলেই তাকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে
আপনার হাতের কাজ আর হাতের লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কলাবরিষ্ঠা, অনন্যসাধারণা।
আমার মেয়ের একটা ভিডিও
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮
শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!
এ দেখছি একদম অপ্সরা ফুপ্পিমনির মত হয়েছে!!!!!!!!
গুড গুড ভেরি গুড!!!!!! আমি মুগ্ধ মুগ্ধ এবং মুগ্ধ!!!!!!!!!
সত্যিই মুগ্ধ কিন্তু!!!!!!!!!
অনেক অনেক অনেককককককককককককককককককককককককককককককককককককককককককককক ভালোবাসা আর দোয়া বাবুটার জন্য!!!!!!!!
২৪| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ দেখছি একদম অপ্সরা ফুপ্পিমনির মত হয়েছে!!!!!!!! অবিকল।
সে ডাক্তার হতে যাচ্ছে। দোয়া করবেন।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩
শায়মা বলেছেন: অনেক অনেক অনেক দোয়া! অন্তর থেকে দোয়া ভাইয়ামনি!
যেমনই তোমার দোয়ায় আমি কলাবরিষ্ঠা হয়েছি!!!! ফুপ্পিমনির দোয়ায় সে যেন সারাবিশ্বের বিখ্যাত একজন হোক এটাই চাওয়া!
২৫| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭
খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কর্মযজ্ঞ, এরকম আরো দশটা (মানে অনেক!) কর্মযজ্ঞের মতই!
মুগ্ধ হয়েছি। + +
২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩
শায়মা বলেছেন: বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও॥
নয়কো বনে, নয় বিজনে, নয়কো আমার আপন মনে--
সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেথায় আপন আমারও॥
সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতেই প্রেম জাগিবে আমারও।
গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে--
সবার তুমি আনন্দধন,হে প্রিয়, আনন্দ সেই আমারও॥
ভাইয়া তোমার জন্য প্রিয় প্রিয় গান....
রাগ: ভৈরবী-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ আষাঢ়, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী
২৬| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯
শায়মা বলেছেন:
২৭| ২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা হইছে একটা গুণের ডিব্বা!!!
কত কিছু জানেরে !!!!!!
২৫ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫
শায়মা বলেছেন: হা হা গিয়াসুলভাইয়ু!!!!!!!!!
তোমার জন্য আমার পুরা কিচেন .....
২৮| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২
সুমন কর বলেছেন: ধুর !! এতো কিছু একা পারলে হবে !!!
+।
এই নাও, তোমার জন্য:
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
শায়মা বলেছেন: আমি বানালাম ফুল আর তুমি বানালে মালা!!!!!!!
গুড গুড গুড ভাইয়া!!!!!!
২৯| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
সুমন কর বলেছেন: ওটা মালা না। দুই লেখা। আমার মেয়ের ২ বছরের দিন, তার মা বানিয়ে ছিল।
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
শায়মা বলেছেন: বুঝেছি আমি! এটা যে বাবুটার জনমদিনেই বানানো! তবে আমি ভেবেছিলাম মালা বানিয়ে ২ লেখা!
৩০| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
ভুতকে যদি এলাকা ছেড়ে পালাতে হয়, মানব সন্তানের কি অবস্হা হবে?
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
শায়মা বলেছেন: মানব সন্তান যাবে ভূতের বাড়ি .....
৩১| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সুমন কর বলেছেন: টিস্যু পেপার দিয়ে বানানো।
২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
শায়মা বলেছেন: খুবই সুন্দর হয়েছে ভাইয়া! আমি মুগ্ধ!
৩২| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১১
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর পোস্ট। সাথে ভিডিও থাকলে মন্দ হত না। চাক্ষুষ বানানো দেখতে পারতাম।
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫
শায়মা বলেছেন: আমিও ভিডিও বানাবো ভাবছি। তবে ফুল বানাবার নানা রকম ভিডিও আছে ভাইয়া।
৩৩| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬
মেহবুবা বলেছেন: ফুলওয়ালী কেমন সতেজ ফুল বানিয়ে ফেলল। এবারের ভূতটা ভাল ভূত।
২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!
কেমন আছো!!!!!!!!!
৩৪| ২৬ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৮
সোহানী বলেছেন: তোমার লিভিংরুম আমার বেশী পছন্দ হয়েছে.............
এখানে এতো ধরনের ওয়াফার পাওয়া যায় যে ঘরে বানানো সময়ের অপচয়। তবে তোমারগুলো দারুন হয়েছে।
ফুলগুলো অসাধারন........
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুনি.....
খুব ছোট থেকেই আমি সৌন্দর্য্যবিলাসী আপুনিমনি!!!!!!
আর কেউ সৌন্দর্য্যবিলাসের প্রশংসা করলে তো আমি আকাশে উড়ে যাই .....
ছোট বেলাতেই ঈদ হোক আর রোজ রোজ হোক আমার ঘর দূয়ার বারান্দা হওয়া চাই সুন্দর ঝকঝকে তকতকে আর রাতে ঘুমাতে যাবার আগের বিছানা একদম পরিপাটি।
আল্লাহর রহমত যে মনের মত যা খুশি তাই করতে পারার জন্য আমাকে বাঁধা দেবার কেউ নেই!!!!!!!! থাকলে যে কি হত সে আল্লাই জানে!!!!!!!!!
আপুনি আমার কিচেন দেখো ...... শুধুই আমার, হাড়ি কড়াই নেতা কানি প্রবেশ নিষেধ.....
৩৫| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ওয়াফেল-এর ছবিগুলোকে 'ওয়াহ' বললেও ফেল করতে হবে। বলতে হবে- 'ওসাম'!
ঈদের শুভেচ্ছা।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!
৩৬| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮
কুঁড়ের_বাদশা বলেছেন: এতগুলো ছবির মধ্যে আমগো শায়মা আপারে দেখলাম কিন্তু ছবিটা হয়েছে পেত্নীর মত।
ঈদ মোবারক।
২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৫
শায়মা বলেছেন: বাাদশাভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!
আমি তো ভেবেছিলাম তুমি বনে চলে গেছো সন্যাসী হয়ে!!!!!!!!!
এখন বুঝলাম পাগলা গারদ ছিলে আর তাই পরীর ছবি লাগছে পেত্নীর মত!!!!!!
আহারে কোন পরীর ছেকা খেয়েছিলে ভাইয়ুমনি!!!!!!!!!!!!!!
৩৭| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন:
আমি কাগজের ফুল বানাতে পারিনা ।মালাও নয়। কাগজের ফুলে পারফিউম স্প্রে করলে ফুলের মত সুগ্রাণ বিলোবে। কিন্তু বৃষ্টিতে পানিতে নষ্ট হয়ে যাবে। বৃষ্টিতে ভিজালে ন্যাচারাল ফুলের সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ। আমার ভালো লাগে
বৃষ্টি ভেজা ফুল
লাগে বিউটিফুল
কাগজের ফুলও চলে
দেয় যদি কেউ তা
ভালোবাসি বলে।
ওয়াফেল গুলোর ছবি আগে দেখেছি ফেসবুকে। ওগুলো বোধহয় নষ্ট হয়ে গেছে। নাকি অনেকদিন লাস্টিং করে কাগজের ফুলের মতো??
খাবারের আয়োজন বেশ হয়েছে।
বগুড়ার দই আমার ভীষণ প্রিয়।
সাজুগুজো বেশ হয়েছে।
পুরো ড্রয়িং রুম ফাকা
একটি সোফায় একটি পরী
কেবল সযতনে রাখা।
দারুন পোস্ট। একর ভিতরে কয়েক ।
বাসি ঈদ মুবারক।
২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮
শায়মা বলেছেন: কষ্ট করিয়া এত বড় কমেন্ট করিবার জন্য ধন্যবাদ।
৩৮| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: তোমার বিশাল আয়োজনের কাছে আমার বড়ো কমেন্ট কষ্টের কিছু নয়। দারুন পরিশ্রমী পোস্ট। কাগজের ফুল আর তার আলোকসজ্জা অসাধারণ হয়েছে।
এত কাজ করো কীভাবে??
যাই হোক পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
তোমার জীবনে সৌভাগ্য আসুক পরিশ্রমের পাখায় ভর করে।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ
আমি অলরেডি সৌভাগ্যবতী!
৩৯| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এবারো অপ্রকাশিত পান্ডুলিপি
''বিবিজান শমশেরি''
আর পারিনেগো ছাই
অসহ্য ধুত্তোরি;
প্রতি ঈদে চলছেই
আপুনির জোচ্চুরি !
নেটছবি মেরে কয়
নিজ হাতে রান্না;
মিছের কি নেই সীমা
ছি ছি থুথু ঘেন্না।
যাই দেখে চাই তার
ক্রেডিটটা জানানো;
শোপিসের ফুলও নাকি
নিজ হাতে বানানো !
না দেখলে বুঝবেনা
ঝুটনির ঝুট কি?
ঈদের দিনে খেয়েছে
কচুলতি শুটকি।
সোহানিপুরে সে দিলো
কিচেনের যে ছবি;
নেটেরই পিক্স যত
কপিক্যাট তা সবি।
হাওয়াতে সে দু'চালার
নড়বড়ে কাত'রুম;
কিচেন সে দুরে থাক
মাঠে সাড়ে বাথরুম !!
এমনই যে তার হাল
সংসার অভাবের;
সে দোষ না,দোষ তার
মিছে যত স্বভাবের।
আরি বাবা যেটুক আছে
অতে সুখি থাক না;
তা না বাপু অলীকে সে
মিছে মেলে পাখনা !!
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮
শায়মা বলেছেন: ঐ তোরে ছুঁড়ে দেবো আসমানী বাড়িতে
ভেন্না পাতায় ছাওয়া গোঁজা ছেঁড়া শাড়িতে
কাঁদা মাদা পাঁকে পড়ে হবি তুই কাঁদাখোঁচা
মিছাকথা কত মজা বুঝিবিরে নাক বোঁচা।
কচুলতি খাই আমি, সাথে দিয়ে শুটকি!!!!!!!
তুই খাস সাপ ব্যাঙ, তোর বউ মুটকি!
জীবনে কি দেখেছিস মোর মত ঝকঝক
আহা কিয়া রঙে ঢঙে হেসেলিয়া তকতক!
তাই সব মনে হয় নেট ছবি কপিপেস্ট
বুঝিবিরে কিরে তুই গাঁধা তোর খেতুমাখা টেস্ট
তুই যাস রোজ প্রাতে স্টেশনে টাট্টি
ফেরি করে বেড়াসরে পিঠে নিয়ে গাট্টি!
ফির পথে ভাং খাস সাথে চরস আর গাঁজা
ভাবী তাই দিয়ে পিটা ভাঙ্গিয়াছে তোর মাজা
ভাঙ্গা মাজা নিয়ে চোখে সরিষার ফুলফুল
গাঁজাখুরি কাব্য লিখেছিস ভুলভুল!
তাই তোরে দিলাম না গুজবের ফান্দে
শেষে দেখিবোরে গাধা ফান্দে পড়ে কান্দে.....
৪০| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গোস্যাতে বুঝা যায়
কথা গায়ে লেগেছে;
সত্য সে পিনসম
শুনে তেনা রেগেছে।
:
:
:
:
:
:
:
:
:
:
আমি হ্যান,আমি ত্যান
টিসি/বাই শায়মা;
নিজ থুথু মহাসুখে
চেটেপুটে খাই মা।
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭
শায়মা বলেছেন: ঘ্যান ঘ্যান প্যান প্যান
টিসি মিসি বাই বাই
তিনি হ্যান তিনি ত্যান
বুঝিলো না কেহ হায়!
তার মত হ্যান্ডো
গায়ে দেন স্যান্ডো
সরকারী অফিসেতে
তার যত কান্ড।
পারবে না কেহ হতে
তার মত হিরো যে
হিরোমীতে নাম্বার ওয়ান
তিনি জিরো যে !!!
মনোদুখে দেন টিসি
বাই বাই হায় হায়
লম্ফঝম্পটা শেষে
ফের তিনি এসে যায়।
৪১| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কাগজের ফুলগুলো ভালোই,
চলো, ওসব বিক্রি করে চটপটি খাই।
ওয়াফেল একটা ফালতু জিনিষ!!
মেগাবাইটের দাম দাও....
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪০
শায়মা বলেছেন: আমার শিল্প আমি বিক্রি করিবোক না!!!!!!!
তুই রাস্তা থেকে কাগজ টোকাই করে চটপটি খা!!!!!!!!!!
৪২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০
মলাসইলমুইনা বলেছেন: না না, আমাকে কখনোই ব্লক করা যাবে না I বিয়ের দাওয়াত নেই, ঈদের রসরাজ কোনো ভোজের নিমন্তন্ন নেই তারপরে আবার এই কাগজের ফুলে (চেয়ে থাকার মতো সুন্দর সেটা অবশ্যই বলছি) ঈদ শুভেচ্ছা ! বিপ্লবি হয়ে উঠবার সব কার্য কারণ সম্পর্কই উপস্থিত আছে I কিন্তু তারচেয়েও বড় ব্যাপারটা হলো যে রক্তপাতহীন বিপ্লবে ব্লগ জীবনের প্রায় প্রথম দিন থেকে পাওয়া আপনার আন্তরিকতাকে আমি সত্যি অনেক দামি হিসেবেই সব সময়ই ভেবেছি I এখনো সেই ভাবনা তেমনিই আছে I যাক, ব্লগে সামনে বেশ কিছুদিন,অনেক দিন বা সব সময়ের জন্যই একটা বিরতি পড়তে যাচ্ছে মনে হয় I কিন্তু ফিনিক্স পাখির মতো যদি আবার ফিরে আসতে পারি তাহলে আপনার ব্লগেই 'আমি পথ ভোলা এক পথিক এসেছি' গান গেয়ে প্রথমে আসবো, প্রমিজ I কিন্তু আমার আসার সেই দরজাটা যেন খোলা থাকে সেই চাওয়াটা নিয়ে যাচ্ছি I ইদানিং পার হয়ে যাওয়া (ও দাওয়াত না পাওয়া) উৎসবগুলোর জন্য গুচ্ছ শুভেচ্ছা নেবেন আর অনেক ভালো থাকবেন I
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৩
শায়মা বলেছেন: ঢং ঢাং কম করো!!!!!!!!!!!!
শুনো পৃথিবীতে সবচাইতে কম দামী মানুষের চোখের পানি.....
সবচাইতে মূল্যহীন অভিমানের মূল্য.........
বেঁচে থাকা মানে লড়াই........
এই লড়াইটা নিজের সাথে ......
হা হা হা
শুনো ভাইয়া কার উপরে রাগ তোমার? কার উপরে অভিমান? একটা পাবলিক প্লেসের কিছু মানুষের উপরে? এখানে তো অনেক মানুষ। খোলা জায়গায় হাঁটতে গেলে ধাক্কা লাগবেই। কিছু ধাক্কা অজান্তে কিছু ধাক্কা সজান্তে। তাই বলে তুমি রাগ করে বসে থাকবে? বিচার পাওনি বলে অভিমান নিয়ে থাকবে? এই বিচারের ক্ষমতা তো শুধুই তোমার নিজের হাতেই। নিজের হাতেই চাবুক চালাও। তুমি তা বেশ ভালোভাবেই করেছো।
সব চাবুকের শব্দ নেই। শব্দহীন চাবুক চালনাই আসল খেলা। এই জগতের খেলা ভাইয়ামনি! তুমি এতো ইমোশনাল কেনো???
এত ইমোশনাল হইয়োনা। এত কষ্ট মনে রেখো না।
তুমি এই ব্লগেরই শুধু না ..... তুমি আমাদের.......
আমাদের অনেকেরই ......
৪৩| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৭
সোহানী বলেছেন: @ কি করি আজ ভেবে না পাই, বেচারা এত্তো কস্ট করে এত্তো কিছু করলো আর তুমি তাতে পানি ঢালার চেস্টা করেই যাচ্ছো। আরে ওই কিচেনে চা বানিয়ে ড্রয়ইরুমে বসে খেতে চা খাওয়ার মজা অনেক। কিন্তু সমস্যা ওই কিচেনে বা ড্রয়ইরুম এরকম ফিটফাট রাখতে যে কি পরিমান মাথার ঘাম পায়ে ফেলতে হয় তা তুমি বুঝবা না। তার উপ্রে যদি আমার পোলাপানের মতো অগোছালো ও আমার বয়ফ্রেন্ডের মতো অাইলসা হয় তাইলেতো খবরই ছিল................। সারা সাপ্তাহ দৈাড়ের পর শনিবারে সকালে উঠে যখন ঘরের চারপাশ দেখি তখন হার্টফেল করার অবস্থা
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭
শায়মা বলেছেন: আর আপুনি আমার প্রথম কাজ হলো ঘরে ঢুকে এক চক্কর। কোথায় কি অগোছালো হয়েছে! নাওয়া খাওয়া আগে বাদ! আগে ঘরবাড়ি বিছানা বালিশ চেকিং। আমাদের বুয়ারা ফিসফাস করে দজ্জালনী আসছে। ( কি করি ভাইয়া যেন না শুনে) আমার বাসার একটা চামচও এক চুল সরালে আমি বুঝতে পারি কারণ সকলি আমার নিজের হাতে রাখা। ঠিক যেখানে যা সেখানেই কাজ শেষে রেখে দিতে হবে ....
নইলে দক্ষযক্ষ!!!!!!!! হা হা হা হা
৪৪| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তোমার মত কুনোব্যাঙকে কমেন্ট করাই ভুল....
আইলা ভিউ, না না আই হেট ইউ....
পুনশ্চঃ
ওয়াফেল একটা ফালতু জিনিষ
ফেল করা একটা ফালতু জিনিষ
ওয়াফেল একটা ফালতু জিনিষ....
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮
শায়মা বলেছেন: এই এরে পাগলটা মহা মহা খেপেছে
রেগে মেগে টং হয়ে কমেন্টো লিখেছে
কুনোব্যাঙ না হয়ে কি তবে হবো টোকাই!
কি ভেবেছো আমি কি আর তোমা মত বোকাই!!!!!!
কাগজের ফুল দিয়ে গড়িয়াছি শিল্প
চটপটি খাবো বেঁচে এই হেনো কল্প!
যদি করো যাও বাবা রাস্তায় কত যে
পড়ে আছে ছেড়া খোড়া কাগজটা শত যে।
তুলে নিয়ে বস্তায় বেঁচো গিয়ে সস্তায়
তারপর চটপট, চটপটি ঝটপট
খেয়ে ফেলো তারপর লাফ দাও আকাশে
আহা আহা কত সুখ ঐ উঁচু আকাশে।
আকাশের চাঁদটাকে ধরতেও যদি চাও
চটপটি খেয়ে তুমি আরও আরও লাফ দাও।
ওহ নো স্যরি আমি ওয়াফেল বলেছি
ভুলে গেছি ফেল শুনে তোমা দুখ তুলেছি।
সেই যে গো ক্লাস টু এ ফেল তুমি পড়লে
তারপর এ জনমে পাস নাহি করলে।
সেই দুখে যেথা দেখো ফেল ফেল শব্দ।
রেগে মেগে গালি দাও ফেলটাকে জব্দ!
ওয়াফেল, মাহাফেল, ট্রেইন বাস ফেইলে
শুনলেই মন চায় ভরো তারে জেইলে!!!!!!!
৪৫| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলো কাগজের ফুল আমার চাই চাই-ই------
তোমার মগজে এত সার
কথায় তোমার বড়ই ধার
মানলাম তুমি কাজে গুরু
উচিত কাজটা করা শুরু---
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৯
শায়মা বলেছেন: হা হা আপুনি কেমন আছো???
৪৬| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: এক কথায় অসাধারন।
২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!
৪৭| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
চাঙ্কু বলেছেন: ওয়াফল আর পেনকেক ভালা লাগে না। আফসুস
তবে ফুলডি সৌন্দর্য হইছে!!
২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
শায়মা বলেছেন: না লাগুক !
আমার লাগে!
দুনিয়ার সব কিছুই আমার সৌন্দর্য্য লাগে!!!!!!
৪৮| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
বর্ষাকালে ব্যাঙ
ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ,
(আমি আর ছড়া লিখতে পারছি না, আজ নাকি নজরুলগীতি শোনোঃ
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ......
আলগা করো হে খৌঁপার বাঁধন, দিল ওহি মোরা ফাঁস গ্যায়ি...
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১০
শায়মা বলেছেন: এই সব বলে লাভ নেই আগে কাগজ কুড়াও বাচ্চু!!!!!
দেখি তুমি কত কাজ জানো!!!!!
৪৯| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
আচ্ছা, আজ নাকি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী?
(যুগান্তর রিপোর্ট ২৭ আগস্ট ২০১৮, ১৫:৪০ | অনলাইন সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা।)
কিন্তু উইকিপিডিয়াতেঃ
কাজী নজরুলইসলাম (২৪ মে ১৮৯৯ - ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ - ১২ ভাদ্র ১৩৮৩ ...
ক্যামনে কী???
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৫
শায়মা বলেছেন: ক্যামনে কি যুগান্তরকে জিগাসা করো বেবি।
৫০| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৮
গুলশান কিবরীয়া বলেছেন: দারুণ পোস্ট আপুনি। তোমার এতো গুণ!! খুব সুন্দর করে সাজিয়েছো তোমার বাড়ি। বোঝাই যায় বেশ সংসারী মেয়ে তুমি-গোঁজ গাঁজ , পরিপাটী।
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৬
শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!
তুমিও কি কম নাকি!!!!!!!
৫১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২
আহমেদ জী এস বলেছেন: শায়মা ,
কাগজের ফুলে সৌরভ না থাকলেও , ফুলসজ্জার পরিবেশনায় শৈল্পিক একটা গন্ধ লেগে আছে যা আপনার এ জাতীয় পোস্টে সহজাত । নীট এ্যান্ড ক্লীন ।
ওয়াফেল আর গৃহকোনের সাথে আপনার নিজেকে পরিবশন করার ঢংটাও পরিচ্ছন্ন ।
সবকিছুই বলে দেয় , "শায়মা" নামের মেয়েটি আসলেই রূচিবান ।
ঈদ পরবর্তী শুভেচ্ছা ।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১
শায়মা বলেছেন: ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ !!!!!!!
৫২| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৭
কাওসার চৌধুরী বলেছেন:
অনেক দিন পর আপুর নতুন পোস্ট পেলাম৷আপনার লেখাগুলো আমাকে মুগ্ধ করে৷অনেক ভাল লাগার অনুভূতি এনে দেয়৷শুভ কামনা রইলো আপু৷
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
এইগুলাও তোমাকে বানিয়ে দেখাবো ওকে???
৫৩| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯
রাকু হাসান বলেছেন: আল্লাহ্ এত এত সুন্দর করে বানাতে পারেন ,প্রথম ছবিটি তো অসম্ভব রকমের সুন্দর । আমি এত কিছুটা চেষ্টা করেছিলাম ।কিন্তু এত সুন্দর করে পারিনি,আপনারগুলো সৌখিন লাগছে খুব আপু । সবগুলো ছবি খুব সুন্দর ও পরিষ্কার কিন্তু আপনি সেই দূরে জিম মেরে বসে আছেন ক্যান!! ,ভাল হয়েছে ।
ভ্রমরের ডানা ও ওমেরা আপুর জন্যই দিলেন ! আমার অবশ্য জল আসছিলো ,কিয়ারমু আর
২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
শায়মা বলেছেন: হা হা আমি তো দূরের মানুষ হতে চাই তাই দূরে বসে আছি ভাইয়ু!!!!!!!!
না না তোমারও দাওয়াৎ আমার বাড়ি !
৫৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনার বানানো কাগজের ফুল দেখে আমিও মুগ্ধ!!!
২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
শায়মা বলেছেন: আমিও মুগ্ধ ভাইয়া!!!!
৫৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে
মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
এমন দারুন দারুন সৃষ্টিশীলতায় সবসময় মুগ্ধ করে রেখো সবাইকে
++++++++++
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!!!!!!
ওকে ওকে রাখিবোক!!!!
৫৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: বাহ...........
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
শায়মা বলেছেন:
মাঝে মাঝে মানে খুবই কম কম মাঝে মাঝে তব দেখা পাই। চিরদিনই কেনো পাইনা ভাইয়া!
৫৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
শায়মা বলেছেন: সামহ্যোয়ার ইন ব্লগ টিম!!!!!!!!!
থ্যাংকস আ লট!!!!!!!!!! স্পেশালী কাল্পনিক ভালোবাসা ( জাদিদ) মডু ভাইয়া এবং টেকনিক্যাল সাপোর্টভাইয়া এবং প্রিয় জানা আপুকে ......
৫৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আমরাও আপনার সাথে সূর মিলিয়ে সামুকে বলি থ্যাংকস আ লট!!!!!!!!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০
শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২
শায়মা বলেছেন: Click This Link
আমি কিন্তু খুশিতে একটা পোস্টই দিয়ে ফেলেছি.....
৫৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
অদ্ভুত_আমি বলেছেন: পোস্ট ফিরে পাওয়ায় ভালো লাগছে । আমাকে উৎসর্গকৃত পোস্ট আমি দেখার পূর্বেই ডিলিট হয়েগেছে জেনে খুবই খারাপ লেগেছিল, আর সেই সাথে ফুল গুলি দেখার জন্য মন অস্থির হয়ে গিয়েছিল ।
আপনার শিল্পকর্ম সব সময়ই অসাধারণ হয় । নতুন করে বলার কিছু নেই ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭
শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া!
পোস্ট ফিরে পেয়ে আমিও বড়ই আনন্দিত!!!!
আর এবার বানাও তুমি কাগজের গোলাপ!
৬০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪
আখেনাটেন বলেছেন: এ পোস্ট কবে দিলেন। এতো দেখছি হাতের কারুকার্যের এলাহী কাজকারবার।
কিছু ফুল তো লাইভ মনে হচ্ছে। চমৎকার।
ড্রইংরুমের চিপায় কে ঐটা বসে আছে?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
শায়মা বলেছেন: ভাইয়া এই পোস্ট নিয়ে নানা কাহিনী!!!!!!!! মানে নিজের ফান্দে নিজেই পড়ছিলাম!!!!!
আর ফুল বানিয়ে আমি মহানন্দিত!!!!!!!
ড্রইং রুমের চিপায় এই বাসায় একটা পেত্নী বাস করে সে .....
আমি না কিন্তু!!!!!!!!
আমি আসমানে থাকি ...... মানে পরীরাণী!
৬১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
আখেনাটেন বলেছেন: ড্রইং রুমের চিপায় এই বাসায় একটা পেত্নী বাস করে সে ... -- পিডায়ে বাসা থেকে বের করেন এডারে...। নুকিয়ে নুকিয়ে চেলফি তোলা। পরীদের কোহেকাফে পেত্নীরা থাকতে পারে না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
শায়মা বলেছেন: পিডাবো!!!!!!!!
নো!!!!!!!!!!!!!! এই পেত্নী তো আমাকে কত্ত কত্ত রকম বুদ্ধি দেয়!!!!!!!
আমাকে আনন্দময় জীবন কাটাতে হেল্পো করে!!!!!!! তাকে কি তাড়ানো যায় বলো!!!!!!
৬২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবই বুঝলাম, খাবার লোভে পরলাম
কিন্ত দাওয়াত তো পেলাম না..
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তাই গাঙপারেই আমার বসবাস ।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০
শায়মা বলেছেন: বাহ বাহ গাঙপারে থাকো!!!!!!
তাইলে গাঙের মাছ ভাঁজা খাও!!!!!!!!!
অবশ্য এই পাখিগুলি ভাজাও খাওয়া যেতে পারে.....
৬৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কত্ত আয়োজন! আপনি পারেনও!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
শায়মা বলেছেন: ভাইয়া ভুলিনি কিন্তু!!!!!!
শুধু খুব খুব ঝামেলায় ছিলাম। বাসায় কেমনে যে ডেঙ্গু ঢুকেছিলো জানিনা!!!
সারাদিন আমরা মশা নিধন কর্মসূচী চালাই তবুও কোন ফাঁকে যে ঢুকলো শয়তানটা!!
৬৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
রাকু হাসান বলেছেন: হা হা আমি তো দূরের মানুষ হতে চাই তাই দূরে বসে আছি ভাইয়ু!!!!!!!!
না না তোমারও দাওয়াৎ আমার বাড়ি !
আরেহ্ দূরের কেন !! ঠিকাচ্ছে খাদক পার্টি নিয়ে হামলা দিমু নে কোনো একদিন ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০
শায়মা বলেছেন: আবার খাদক পার্টি কেনো!!!!
আমি তোমাকে দাওয়াৎ দিলাম তো!!!!!
৬৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
রাকু হাসান বলেছেন: হাহাহা অাইচ্ছা । খুব সম্ভবত তুমি ঢাকায় থাক,আমিও আশে পাশে । তোমার প্রো..পিক কিন্ত আমার খুব ভাল লাগে । লিজেন্ড তুমি,কয়েকটা নিক ,এবং সমান তালে তুমুল জনপ্রিয় ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
শায়মা বলেছেন: হা হা হুম আমি ঢাকা থাকি ভাইয়া.....
তুমি কোন আশেপাশে?? অদূরে নাকি সদরে???
আমার প্রোপিক লিওনার্দো ভিঞ্চির দ্যা হেড অব লেডা ....
আর কি বললে তার পরে!!!!!!!! হা হা হা
৬৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭
রাকু হাসান বলেছেন: ইয়ে হইছে তাইলে । আমি একটু অদূরে তবে ঢাকার সব কিছুর স্বাদ নিতে পারি খুব সহজে । প্রায় প্রায় আসি ,সময় কম লাগে আসতে যেতে ,ঢাকায় ধরা হয় তবে প্রকৃত পক্ষে ঢাকা না ,বুঝে নাও অবশ্য তোমার বাসার আসে পাশে ঘুরাঘুরি করছিই কেননা তেমন জায়গা বাদ নাই ।
হাহাহা তুমি নিজে লিজেন্ড . লিওনার্দো ভিঞ্চি এক লিজেন্ড,আামার পিকের নজরুল তিনিও এক লিজেন্ড
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
শায়মা বলেছেন: হুম!!!!!!!!
বুঝা যাচ্ছে তুমি নজরুল সঙ্গীত লাইক করো অনেক অনেক .....
৬৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
মেহেদী হাসান হাসিব বলেছেন: অপূর্ব শিল্পকর্ম!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
৬৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন: শায়মা আপা, তুমি তো জাদুকর ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
শায়মা বলেছেন: ঠিক ঠিক !!
আমি যাদুকর ভাইয়া!!!
এখন বলো নতুন কি যাদু দেখতে চাহো!!!
৬৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯
আবু মুহাম্মদ বলেছেন: দারুন পোস্ট। একর ভিতরে কয়েক
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
একের ভেতরে কয়েক না দিলে তো হচ্ছিলো না।
মাথায় কত প্রশ্ন/ পাগলামি আসে .....
৭০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
রাকু হাসান বলেছেন:
আবার আসলাম । আমার দুর্বল জায়গায় নক করেছো
নজরুল আমার ফুসফুস আর রবীন্দ্রনাথ আমার অক্সিজেন । যদি তাঁরা গান না লিখতো আমার গান শুনার ইচ্ছা হয়ত মরে যেত । এর লালন,করিম রা তো আছেই ।
যেহেতু সাহিত্য প্রেমী আছো তুমিও ব্যত্রিক্রম কথা ।
একটা গান শুনাই নজরুল সংগীত । মে বি শুনে থাকবে ,দুর্ভাগ্য ক্রমে না শুনে থাকলে ভক্ত হয়ে যাবে
ক্লিক করেও শুনো
আর তুমি
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১৪৯০ জন
পুরাই সেলিব দেখছি
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭
শায়মা বলেছেন: হা হা গানে ক্লিক করার আগে মন্তব্যের এই অংশ পরে হাসতে হাসতে মরলাম!!!!!!
আর তুমি
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১৪৯০ জন
পুরাই সেলিব দেখছি
হা হা হা হা হা
আমি সবাইকেই অনুসরন করি কাজেই নো নিড শুধু শুধু কয়েকজনকে আটকিয়ে রাখা ....
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০
৭১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
শায়মা বলেছেন: আরেকখানা শোনো রাকুভাইয়া
৭২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১
রাকু হাসান বলেছেন:
হাহাহাহাহা
আমি সবাইকেই অনুসরন করি কাজেই নো নিড শুধু শুধু কয়েকজনকে আটকিয়ে রাখা ....
মহা কব্যিক উত্তর
আহ তুমি এই গানগুলো দেওয়াতে কি যে খুশি হয়েছি ,বুঝাই যায় তুমিও নজরুল সঙ্গীত শোনো ।
তবে কথা হেইটা না কথা হলো
শায়মা;
বিরহে অনল দিলা জ্বালাইয়া
প্রথম গানটি কিন্তু আমি আজিই খোঁজ পেলাম । অনেক অনেক থিংকু তোমায় দুটি গানই চমৎকার
চমৎকার গানের খোঁজ দেওয়ার জন্য । তোমার জন্য বকুল আনলাম । হাত পাতো নাও নাও
খাঁড়াও আরেকটা কিছু দেই ,এটা শুনো নজরুল-রবীন্দ্রনাথ না তবে কোনো অংশে কম ও না ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩
শায়মা বলেছেন: হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না .......
একখানা হঠাৎ ব্যাথাতুরা স্মৃতি মনে করায় দিলে ভাইয়া .....
তোমার জন্য
৭৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
রাকু হাসান বলেছেন: সুন্দর গান । পুরানদের গানগুলো খুব ভালো লাগে ।
আইন্দারে ঢিল মারা মত লেগে গেছে গা
এখন মন ভালো হয়ে যাবার কথা
নাপা খাও
এটা নাপা এক্সট্রা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
শায়মা বলেছেন: নাপা কেনো!!!!!!!!!!
তাইলে খাও ভাপা
বাপুই চেংড়া রে .... ফেরদৌসী রাহমান
আমাদের দেশের ভাওয়াইয়া.......
৭৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: শায়মাপু-
দারুন সব কাজকরেছেন।
ওয়াও, বাহ! চমৎকার । নান্দনিক।
++++++++++++++++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!
৭৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭
রাকু হাসান বলেছেন: হহাহাহাহা ভালই মিলাইতে পারলা । এই গানটা শুনলে নাচন আহে
২য় লিংক কাজ করছে না
সাবধান ক্লিক করবা না । ক্লিক করলেই তুমি শেষ । সাহস আছে ।
একটা কবিতা হুনাই এটাতে ক্লিক করলে সমিস্যা নেই ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
শায়মা বলেছেন: হা হা বাইগন ..... এই গান জীবনে প্রথমে শুনলাম .....
৭৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩
শায়মা বলেছেন: এটা শুনেও হাসতে হাসতে মরলাম
৭৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
রাকু হাসান বলেছেন: ভাবছিলাম এমন টা হবে । অনেক সুন্দর কিন্তু । । মৈমনসিংহ গীতিকার আরও ভালো ভালো গান আছে । কিন্তু শিল্পীরা কেন জানি গাইছে না । তোমার
বাপুই চেংড়া রে .... ফেরদৌসী রাহমান
শুনলাম ,আগে শুনি নাই । মন ভালো হয়ে যাবার গান
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
শায়মা বলেছেন: ফেরদৌসী রাহমানের এই গান না শোনার জন্য পানিশমেন্ট হবে.....
গানের চেয়ে গায়কী যেন আরও ভালো
৭৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১
ইমরাজ কবির মুন বলেছেন:
মাত্র ১৫৭টা কমেন্ট দিয়ে কি হবে
কমসে সোয়া থেকে সাড়ে ৩০০ তো লাগবেই
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
শায়মা বলেছেন: কার লাগবে!!!
তোমার!!!!!!!!
কেনো তুমি আমার কমেন্ট দিয়ে কি করবা বেবি!!!
৭৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
রাকু হাসান বলেছেন: আহ কি সুন্দর গান । তুমি এত ভালো ভালো গান শুনো । আমাদের গানের আড্ডা বেশ জমছে দেখছি
অনেকগুলো গানের খোঁজ দিলে । দারুণ লাগছে ।
কিন্তু তুমি তো অপরাধী হয়ে যাচ্ছ দিন দিন ।
নাও এখন এখন জন্য অপরাধী টা শুনো
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
শায়মা বলেছেন: অপরাধী আহা আহা মরুক সব অপরাধীরা !
৮০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১১
রাকু হাসান বলেছেন: জ্বি না শুনেছি -ফেরদৌসী রাহমানের এই গান না শোনার জন্য পানিশমেন্ট হবে..... পরে । ডাউনলোড করেও রাখছি । আর তুমি কি পানিশমেন্ট হবে দিবে । আমার তো মনে হয় কেউ কে জোর গলায় বকাও দিতে পার না
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
শায়মা বলেছেন: হি হি এই কথা সত্য আমার গলাটা একটু নীচু.... জোরে চিল্লালে সাথে সাথে বসে যায় তাই একটু সাবধানে বকা দিতে হয় .....
তাই বলে পারিনা ভেবে থাকলে ভুল করিবেক বাবু।
৮১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
রাকু হাসান বলেছেন: হাহাহা ....দাও তো বকা । ব্লগে কেউ বকা দেইনি এখনও । তুমি রেকর্ডবুকে নাম লেখাবে ।
তাসলিমা নাসরিনের বই বা কবিতা তেমন পড়া ,শুনা না হলেও এটি খুব ভালো লাগে ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!
রুদ্রের কাছে চিঠিটাও অনেক অনেক ভালো !
ভীষন ভালো ....
ভীষন মন খারাপ করা .....
৮২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
শায়মা বলেছেন: শ্রুতিনাটক দেখো রাকুভাইয়া আর হাসতে হাসতে মরে গেলে আমার দোষ নেই
৮৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯
মাহমুদুর রহমান বলেছেন: কোন কথা নয় শুধু তালি হবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
শায়মা বলেছেন: কাগজের ফুল বানাবে না !!!!!
৮৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪
রাকু হাসান বলেছেন: হাহাহা লিপ্টে আসবো না সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো । একদিন খাবেন মা .খোকা আমার বরাবর ই ছন্নছাড়া.....হাহাহাহহা সত্যিই হাঁসতে হাঁসতে শেষ । জোরে হাঁসার কারণে পাশের জনও দেখতে আসলো সত্যিই খুব মজার জিনিস দিছ
আমি শ্রুতি নাটক তেমন দেখি নাই তবে শুনেছি । এটার খোঁজ দিয়ে খুব ভালো করছো । সাবক্রাইব করে রাখছি এখন থেকে নিয়মিত। ধনিয়াবাদ তোমায় শায়মা আপু এটা খুব মজার ভিডিও
আর
কোন কথা নয় শুধু তালি হবে
কাগজের ফুল বানাবে না !!!!! B:-)
তোমার রিয়েকশন টা সেই ছিলো হাহাহহা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
শায়মা বলেছেন: হ্যাঁ সেই তো .....
আমি তো ফুল বানাবার টিউটোরিয়াল দিয়েছি যেন কেউ কেউ বানায় ......
আর শ্রুতি নাটক আসলেও মজার ......
৮৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫
রাকু হাসান বলেছেন: তোমার কিচেনেই পাবা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
শায়মা বলেছেন: ওকে ওকে পাবো .......তাহাকে পাবো..... ভূতও পাবো....
তোমার ভূতের ভিডিও দেখে মনে পড়লো, কদিন আগে আমাদের বাসার একজন কেয়ার টেকার এসে হাউমাউ করে পড়েছে তাকে পাশের বাড়ির গার্ড বুঝিয়েছে আমাদের বাসায় নাকি অনেক ভুত যা ঘোস্ট এ্যপস দিয়ে সে তাকে দেখিয়েছে। সে আর এই বাড়িতেই থাকবে না ।তাকে যতই বুঝাই বাবাজান এটা এ্যাপস সে ততই অবুঝ....
এই সেই ভূত ধরার মেশিন...
৮৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
রাকু হাসান বলেছেন: এতো সাহস তোমার
দেখছি ,ভূত থাকুক আর নাই থাকুক ঐ যে ভূতের ভয় । আমরা ভূত ধরার আগেই ভূত ভেবে নিজের ভিতরে একটি অদৃশ্য ভয় তৈরী করে ফেলি । তোমাদের সাহস কম না .......যে দিন ভূতের মোভি দেখি সে দিন নো বাইরে যাওয়া যাওয়ায়ি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
শায়মা বলেছেন: ভূত!!!!!!!!
ফুহ!!!!!!!!!!
এই জীবনে কত ভূত তাড়ালাম!!!!!!!!
মানুষ ভূত, গাছ ভূত, থালাবাটি ভূত, ঘরবাড়ি ভূত,গরু, ঘোড়া, গাধা ভূত.....
আম ভূত জাম ভূত!!!!!!!!!
ফুহ ফুহ ফুহ ....
৮৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
রাকু হাসান বলেছেন: মানুষ ভূত, গাছ ভূত, থালাবাটি ভূত, ঘরবাড়ি ভূত,গরু, ঘোড়া, গাধা ভূত..... হাহাহা এতো প্রকার ভূত ।জানতাম না ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
শায়মা বলেছেন: আরও অনেক রকম আছে !
মানুষ কি আর সব জানে এই জীবনে!
কত অজানারে !!!!
৮৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
সৈয়দ ইসলাম বলেছেন:
ওরে আপুরে, এতোদিন আমি কোথায় ছিলাম! এত দেখি বিশাল আয়োজন। মিস করলাম।
আগে রিসেন্টলি তৈরি কিছু খাওয়ান, তারপর কথাবার্তা!
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১
শায়মা বলেছেন: রিসেন্ট তৈরী!!
কাল বানিয়েছিলাম সিজলিং বিফ এ্যান্ড বিফ ফ্রায়েড রাইস!!!!
৮৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রাকু হাসান বলেছেন:
শায়মাপু খেলা দেখ না ,খেলা দেখার দাওয়াত দিলুম
হুম অনেক অজানা ,কিছূই জানি না বলতে গেলে ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১
শায়মা বলেছেন: না দেখিনা!
আই ডোন্ট লাইক খেলা!!!
৯০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯
রাকু হাসান বলেছেন: কিছু বলার নেই ।
আচ্ছা উম্মে সায়মা নিক টাতোমার? কনফিউজড আমি । কয়টা নিক তোমার
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯
শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!!!!
উম্মে সায়মা তো আরেক আপুনি!!!!!!!!!!
কি করি ভাইয়া তার নাম দিয়েছে আমার আম্মা সায়মা! হা হা হা হা
আমার নিকের গল্প তো আমি বলেইছি আমার অপ্সরা নিকের ১০ বছর পূর্তী পোস্টে....
আর বাকী হিডেনগুলোও একদিন বলে দেবো!
৯১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩
রাকু হাসান বলেছেন:
কি করি ভাইয়া তার নাম দিয়েছে আমার আম্মা সায়মা! হাহাহা
অপ্সরা টা জানি
দর্পন,স্পর্শিয়া,নীলপরী,বরুন না বরুণাও একটা
সবগুলোতে প্রতিভার স্বাক্ষর তোমার । তুমুল জনপ্রিয় আরও আছে তাইলে ।
১০ বছর ! অনেক । তখন আমার ফেসবুক চালানোর বয়সই দশের অর্ধেক হবে না । আর ব্লগ তো বহুত দূর । লিজেন্ড এমনিতে মানি না
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
শায়মা বলেছেন: হা হা হা হুমমমমমম বেবি!!
এমনি এমনি কি আর কিছু হওয়া যায় বলো!!!!!!!
অনেক সাধনার পরে আমি পেয়েছি তোমায় নাকি যেন একটা সিনেমার গান আছে না!
আমি অবশ্য সিনেমার গানা ডোন্ট লাইক সব সব !!!!!!!
কিছু কিছু খুবই ভালো......
যেমন
৯২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
এ.এস বাশার বলেছেন: আজ আর মন্তব্যে তেমন কিছু না লিখি,,,,,,,,
পড়েছি ভালো লেগেছে, আমার একটি দুষ্ট মিষ্ট ছোট বোন আছে ও এগুলো খুব পছন্দ করে,,,,
তবে আপনাকে আমি শায়মা নামেই চিনি,,,,
অন্য নিক থাকলে অবশ্যই ঠিক খুজে নিব একদিন আপনাকে....
হাসি খুশি থাকুন সবসময়.....
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
শায়মা বলেছেন: হা হা এত কষ্ট করে খুঁজতে হবে না ভাইয়া....
আমার আর একটি নিক আছে অপ্সরা.....
আর এখানে কিছু নিকের নাম দেওয়া আছে
আর অবশ্যই ছোটবোনকে দেখাবে এই পোস্ট আমি চাই সেও বানাক আমার মত কাগজের ফুল.... আর প্রান ভরে পান করুক সেই অমিয় সুধা যা আমি পান করি এক একটি ক্রিয়েশনের পরে...
৯৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জাহিদ অনিকের পোস্টে
শায়মাবলেছেন: জোকার হওয়া দারুন কঠিন....কবি হওয়ার চাইতেও .....জোকারের মূল্যও কোনো অংশেই কম নয় .....
আচ্ছা আপু,
আমাকে কি জোকার মনে হয়?
আমার কিন্তু অ্যাকশান -কমেডি -রোমান্স তিনটাতেই হিরো হবার শখ।।
(আমি কি আপুদের পেজে বেশী লুলামি করি? সময় নিয়ে একটু দেখে/ভেবে বলোতো। এটা নিয়ে মডুরা আবার ব্যান করে দিলে তো মহা সমস্যা...)
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০
শায়মা বলেছেন: সত্যি কথা বলবো কি মনে হয়???
সত্য হজম করবে নাকি আবার তিড়িং বিড়িং লাফ দিয়ে আবোল তাবোল বকা দেবে আমাকে!!!!!
৯৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বকা দেব না। তোমার যা মনে আসে বলো। আমি চাইনা আমার অনর্থক কাজে সামুর রেপুটেশন খারাপ হোক।।
তোমাকে সত্য কথা বলি, তোমাদের পেজে আমি কিন্তু ইচ্ছে করেই এমন মন্তব্য করি।
তোমার কোন পরামর্শ???
সিরিয়াস, একটু সুন্দর করে প্রতিউত্তর করো। পিলিজ...
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫
শায়মা বলেছেন: হা হা
আমি খুব মাঝে মাঝে সিরিয়াস হই নয়তো সামু এবং অনলাইন আসলেই এক নাম্বার ফান টু মি ......
যাইহোক
তোমাকে আমার মোটেও ছোট মানুষ বা অপরিপক্ক মানুষ বলে মনে হয় না বরং মনে হয় অপরিপক্ক সেজে থাকা কোনো বুড়া মানুষ বা সামুর সাথে পরিচিত কোনো পুরান পাঠক যে কখনও কোনো কারণে সামু থেকে বহিস্ক্বত হয়েও থাকতে পারে এবং পুনরায় প্রত্যাবর্তন করিয়াছে।
তবে অকুতোভয় সাজার একটা চেষ্টা আছে তোমার যা তোমার কিছু কিছু কমেন্টে সুস্পস্টভাবে প্রতীয়মান কিন্তু কিছু কিছু অকুতোভয় কমেন্ট অনেক সময় অপরিনামদর্শিতার কারণও হতে পারে কাজেই কথা সামলেই বলা উচিৎ!
নইলেই শুধু মডুরা ব্যান করিবেক নচেত নহে ......
এইখানে অনেক বড় বড় লুল বিরাজমান। তোমার থেকেও অনেক বড় বড় লুল। তাহারা কোনোদিন ব্যান খান বা বা খাবেন না যতখন তাহারা নিয়ম ভঙ্গ না করিবেক সামুতে লুলামি করা যাবেনা এমন কোনো রুল নাই কাজেই অশালীনতা বর্জিত লুলামী জনরোষে পর্যবশিত না হইবা পর্যন্ত নো প্রবলেমো !
তবে তোমার সত্যিকারের ব্লগিং করিবার ইচ্ছা থাকিলে ভালো টপিক নিয়ে লেখো। সেটা এ্যকশন কমেডি বা রোমান্স যে কোনো বিষয়েই হইতে পারে.... তবে লেখার যে অর্গানাইজড প্যাটার্ন তাহা ফলো করার চেষ্টা করো
৯৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
ইসমাঈল আযহার বলেছেন: কাগজের ফুল বানিয়ে কী লাভ, ঘ্রাণ ব্যতীত ফুলের দাম কোথায়?
ফুল হয়ত দু’দিন পর সুকিয়ে যায়, কিন্তু তার ঘ্রাণ বাতাসে মিশে থাকে অনেক দিন। আর কাগজের ফুল হয়ত লক্ষ বছর তাজা দেখায় কিন্তু একফোঁটা ঘ্রাণ বেরোয় না কোনদিন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬
শায়মা বলেছেন: ঘ্রান নিয়ে মাথা ব্যাথা নেই ভাইয়া! তবে চোখ জুড়ানো ক্রিয়েশনের মূল্য যতদিন তুমি নিজে তা না করেছো ততদিন কখনই বুঝবে না !
৯৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮
ইসমাঈল আযহার বলেছেন:
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
শায়মা বলেছেন: হা হা কি হলো!
মনে হচ্ছে ভীমরি খেলে!
জানি জানি ইহা বানানো তোমার কর্ম নয় .......
৯৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
ইসমাঈল আযহার বলেছেন:
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
শায়মা বলেছেন: হা হা সত্য কথা শুনলে অনেকেই রাগ করে!
কি আর করা!
থাক রাগ করতে হবে না বরং ট্রাই করে বানিয়ে ফেলো একখানা কাগজের গোলাপ!
অমনি এই রাগী মুখে হাসি ফুটে উঠবে!
চ্যালেঞ্জ!!
৯৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
ইসমাঈল আযহার বলেছেন:
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪
শায়মা বলেছেন:
সত্যপথিক ভাইয়ার কমেন্টের কারণে ছবিটাতে একটু রদবদল করে দিলাম ভাইয়া!
৯৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২
ইসমাঈল আযহার বলেছেন: কেন জানি খুব হাসি পাচ্ছে। কিন্তু হাসতে পারছি না ।পাশে বসে থাকা ছোট বোন মনে করবে ভাইয়া পাগল হয়েছে। আর নয় একা একা হাসছে কেন্?
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭
শায়মা বলেছেন: ছোটবোনকে বরং আমার ফুলফুল পোস্টটা দেখাও সে এটার মর্ম বুঝবে! তুমি না !!!!!!
১০০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
ইসমাঈল আযহার বলেছেন: কাগজ দিয়ে কি আর অতো সুন্দর ফুল বানানো সম্ভব?
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮
শায়মা বলেছেন: কেনো আমি বানালাম না!!!!
তুমি দেখছি কানা!!!!!! সুন্দর দেখতেই পাও না!!!!!
১০১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩
ইসমাঈল আযহার বলেছেন: হ্যাঁ মেয়েদের দ্বারা এগুলা সম্ভব। ছোট বোন পারতে পারে। তবে আমার মতো আলসকে দিয়ে কিচ্ছু হবে না। আম্মুর কথাটা একশ সত্যি। আর আমার যা ধারণা - এ ফুলগুলো নেট থেকে ডাউনলোড করা। সব ধারণা সত্যি হয় না, মিথ্যেও হয়। আমি জানি না আমার ধারণাটা সত্যি না মিথ্যে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬
শায়মা বলেছেন: তোমার ধারনা মিথ্যে কারণ
১। তুমি আমার ঘর বাড়ি টেবল চেয়ার চেনোনা - যারা চেনে এখানে তারাই জানে
২। মানুষ যে নেট থেকে ছবি ডাউনলোড করে এইখানে টিউটোরিয়াল দেয় না তুমি জানোনা- অন্যরা জানে
৩। সর্বোপরি তুমি আমাকেই জানোনা - জানলে আর এটা বলার ................ পেতে না !!!!!!!!!!
যাইহোক আম্মুর কথাটা একশভাগ না পাঁচশো ভাগ সত্যি তুমি আসলেই নাম্বার ওয়ান গোল্লা!
এতে আমার আর কোনো সন্দেহ নেই। সামান্য কাগজের ফুল নেট থেকে নিয়ে বলতে হবে নিজে বানিয়েছি!!!!!! ও মাই গড!!!!!!! এই সব তো ১২ বছরের বাচ্চাদের কাছেও নস্যি হবার কথা!!!!!
যাও যাও ছোটবোনের কাছেই শিখে নাও তার থেকে!~
১০২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩
শামচুল হক বলেছেন: হাত তালি দেয়ার মত পোষ্ট। ধন্যবাদ
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭
শায়মা বলেছেন: ভাইয়া থ্যাংক ইউ ভেরী মাচ!!
১০৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
ইসমাঈল আযহার বলেছেন: আমি তো নতুন তাই চিনতে পারি নি। আর দুঃসাহস প্রদর্শনের জন্য আমাকে কী করতে হবে জানাবা?
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২
শায়মা বলেছেন: একখানা ফুল বানায় আনেন.... দেখি সাহস কমে কিনা ......
১০৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫
ইসমাঈল আযহার বলেছেন: সরি আপু আমার দ্বারা ওসব হবে না। আপনি অন্যকিছু বানানোর কথা বলেলে চেষ্টা করে দেখতে পারি। এতো সুন্দর ফুল আমার হাতে হবে না। সহজ কিছু বইলেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪
শায়মা বলেছেন: তাইলে এক গেলাস শরবৎ বানিয়ে আনো
১০৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
ইসমাঈল আযহার বলেছেন: খাটি লেবুর সরবৎ, প্রাণ জুড়িয়ে যাবে তার গ্রান্টি দিতে পারব না। তবে চোখ খুলে বলতে পারি ভাল লাগবে। কেমন স্বাধ হয়েছে জানাবেন কিন্তু।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১
শায়মা বলেছেন: ছি ছি এইখানেও মামদোবাজি করলে!!!!!!!!!!!!
নেট থেকে ছবি এনে কিনা বলো বানিয়েছো!!!!!!!!!!!!
হায় হায় হায় হায় !!
আচ্ছা থাক লাগবেনা কিছু করতে তার থেকে এক খানা কবিতা লিখে পোস্ট দাও!
১০৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৪
ইসমাঈল আযহার বলেছেন: আচ্ছা আপু প্রথম পাতায় কী আমাদের লেখা প্রকাশিত হবে কোনদিন?
আমি নিজ হাতে মাঝে মাঝে শরবৎ বানাই, আজও বানাতে পারতাম। কিন্তু আপনাকে দেব কীভাবে।
তাই কমপক্ষে দোখ দু’টো যেন জুড়োয শরবৎ দেখে সেই ব্যবস্থা করেছি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
শায়মা বলেছেন: হ্যাঁ হবে .....
১। লিখতে থাকো
২। পড়তে থাকো
৩। লেখা পড়ে মতামত জানাও
৪। নিজের লেখায় মন্তব্যের জবাব দাও ....
তাহলেই হবেই ......
১০৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৭
রাকু হাসান বলেছেন: আজ সুন্দর জোছনায় view this link এই গানটি শুনতে মন চাই শুধু । শুনো তোমার জন্য । আর জোছনা মিস করো না তো
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
শায়মা বলেছেন: জ্যোস্না দেখতে পারবোনা ভেরী বিজি আঁকাআঁকি নিয়ে!
১০৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
রাকু হাসান বলেছেন: এটা একই গান তবে এটা মান্নাদে দেখে ভাল লাগছে । কোনো কারণে হাঁসলাম । কারণ কমু না
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫
শায়মা বলেছেন: হা হা কারণ বলতে হবে না । আমি জানি কেনো হাসলে!!!
বলা যাবে না !
১০৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯
রাকু হাসান বলেছেন: বাহ তুমি আবার শিল্পীও ..........প্রতিভার অন্ত নাই তোমার
হাহাহাহহা..... জানলে তো মে........লা ভালো
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬
শায়মা বলেছেন:
১১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০
রাকু হাসান বলেছেন: Zentangle Method এ ভালোই পার ,Doodle এ পারো নিশ্চয় ।
কোনো কারণে রাগ হলো
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
শায়মা বলেছেন: কি পারি না পারি জানিনা বাট ১০০% আন্দাজে বান্দাজে এঁকেছি !
১১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১
রাকু হাসান বলেছেন: আন্দাজে বান্দাজে তোমার কাছে নতুন শব্দ মাঝে মাঝে পাই ।সত্যিই অনেক সুন্দর হয়েছে । কিন্তু মুখ বিষ করে রাখছে কেন ,লজ্জা লজ্জাও লাগছে
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১
শায়মা বলেছেন: হা হা হা হুম আমার অনেক নিউ ভোক্যাবস আছে।
যাইহোক আমার চিত্রকন্যার অনেক এক্সপ্লানেশন আছে। পরে দেওয়া যাইবেক !
১১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮
রাকু হাসান বলেছেন: আইচ্ছা । আজ যাইগা , পরে দেখমু নে
টুন টুন লাইন কেটে গেছে শুনতে পারছি না
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৬
শায়মা বলেছেন: ওকে ওকে গুড নাইট!
১১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৭
ইসমাঈল আযহার বলেছেন: আপু তুমি তোমার আঁকা যে ছবিটি আমাকে দিয়েছিলে, সেটা খুব ভাল হয়েছে, তোমাকে জানাতে ভুলে গিয়োছলাম। তুমি দারুন আঁকো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!
১১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০
রাকু হাসান বলেছেন: শায়মা আপুুুু
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
শায়মা বলেছেন: কিয়া?
১১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
রাকু হাসান বলেছেন: তুমি এতো মিষ্টি মিষ্টি করে কথা বলো ,প্রায়ই চলে আসি
যাক কি ছবি আঁকলা
আজ খেলায় যেন জয় পাই .দোয়া করো । আর নতুন পোস্ট দাও না কেন
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
শায়মা বলেছেন: শত্রুরা কিন্তু তোমার কথা শুনে বলবে....দুষ্টলোকের মিষ্ট কথা.....
খেলার জন্য দোয়া করতে পারবো না ......
১১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
রাকু হাসান বলেছেন:
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩
শায়মা বলেছেন: হা হা মন খারাপ হ্যোয়াই!!!
১১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
রাকু হাসান বলেছেন: জীবনে এই প্রথম কেউ না করলো ,সে দোয়া করতে পারবে না । এই দুঃখ রাখার জায়গা যে নাই ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪
শায়মা বলেছেন: হা হা দুঃখ কি কোথাও রাখা যায় হে বালক???
দুঃখ এক তলাবিহীন ঝুড়ি....
যতই তাহা পাত্রে রাখো
অপাত্রে তাহার বিচরণ ভুরি ভুরি ....
অস্পৃশ্য অচ্ছুতের মত সে যে অধরা
তবু সে যে অকারণ, শোনে না কারো বারণ.....
ভরে তোলে সদা মন যেন সে সয়ম্বরা!
হা হা হা হা হা
১১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
রাকু হাসান বলেছেন: হাহাহাহা আর কত প্রতিভা দেখাইবা ..
কিছু টিপস দিও । ব্লগিংয়ের ব্যাপারে । যা ইচ্ছা তাই । মানে খুব সফলতার সহিত ব্লগিং করার জন্য ।
আমার আবার ভয় হয় ,পাঠের প্রতিক্রিয়ার মত কেউ লুলামি মনে করে । হাহাহা পাঠের প্রতিক্রিয়ার ভাষায় । এই শব্দ শুনলে না হেসে পারি না
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩
শায়মা বলেছেন: আরে তাইতো!! পাঠকভায়া গেলো কই!!!
১১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার! আপু আপনাকে ধন্যবাদ। অনেক কাজে লাগবে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!
আমার মত ফুল বানাও!
১২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
চাঙ্কু বলেছেন: শায়মা খালা, কেমন আছেন? আপনার নতুন পোষ্ট খুব মিস করি। নতুন পোষ্ট দেন না কেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
শায়মা বলেছেন: কারণ আমি এখন আঁকছি তাই লেখালিখি নেই ...
১২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি আপু, আপনার কাছ থেকেই তো শিখে নিলাম এবার বানাতে অনেক সুবিধা হবে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
শায়মা বলেছেন: তাড়াতাড়ি বানিয়ে দেখাও আপুনি!
১২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০
ল বলেছেন: Brilliant
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!
১২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২
প্রামানিক বলেছেন: নতুন পোষ্ট কই?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
শায়মা বলেছেন: আসিবেক ভাইয়া!
১২৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ব্লগে তোমার পোস্ট খোঁজেনা এমন বন্দা কমি আছে। দেশে ছিলাম বেশ কয়দিন, ছেলের সাথে আনন্দেই কেটেছে।
অনেক সুন্দর পোস্ট তোমার। এই সব এল বেলে চিন্তারা আসে কোথা থেকে বলতো দেখি!
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮
শায়মা বলেছেন: হা হা হা আমি তো এলে বেলে চিন্তা নিয়েই আনন্দে আছি!!!
এলে বেলে চিন্তা করার সময় ক জনের আছে বলো এই কাঠিন্যের দুনিয়ায়!!!!!!!!!!!!!
হা হা হা হা হা
ছেলের জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া!!!!!!!
১২৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮
আখেনাটেন বলেছেন: ইদানিং ব্লগে কম দেখছি অাপনাকে। নতুন লেখা কুথায়....
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬
শায়মা বলেছেন: নতুন লেখা নাই.....
নতুন ইজি কাজে বিজি আছি বেশি ভাইয়া .....
ব্লগে তাই দেখা নাই ......
বলাও যায় না হাওয়া হয়ে যেতে পারি.....
১২৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৫
আখেনাটেন বলেছেন: বলাও যায় না হাওয়া হয়ে যেতে পারি.. ---ছাতন ব্যাপারী বলেছেন, 'এটা তুই কি কস পাগলী! শোন্, কাতল পীরের ঝাঁড়ফুঁক নে একবার! আশা করি বিজি কাজেও তখন ইজি থাকতে পারবি। তখন হাওয়া না হয়েও হাওয়াই ভাসতে পারবি খন! কি খুশি তো এবার!'।
শুনুন ছাতন ব্যাপারীর পরামর্শটুকু কাজে লাগাতে পারেন। কাতল পীরের ঠিকানা হচ্ছে 'ঘড়গগ/২, রোড-০০০০০৬, বংগং সুড়ঙ্গ; কোহেকাফ, পরীস্তান'।
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২
শায়মা বলেছেন: ছাতন পীর!!!!!!
কাতল পীরও!!!!!!!!
ইলিশ পীর নাই!!!!!!!!!! হা হা হা হা
যাইহোক ছাতন কাতল রুই কাতলা ইলিশেও কাজ হবে না ভাইয়া....
আমার মাথায় যখন যে ভূত চাপে আমি তাকে না নামানো পর্যন্ত আর কোনো কথা নাই........
এই ভূত কতদিনে নামে আল্লাহ জানে!!!!!!!!
আল্লাহ বাঁচাও আমারে !!!!!!!!!
১২৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু, আসসালামু আলাইকুম।
জুম্মা মুবারক।
এখন তো ইলিশ মাছের দাম কম। তুমি নাকি মাছ খাও না???
পুনশ্চঃ
ব্লগে আসব আর তোমাকে মন্তব্য করব না! ইহা হইবেক না।
০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
শায়মা বলেছেন: প্রথমাংশের উত্তর-
ইলিশ পীর খুঁজেছি বলে মাছ খাবার কথা বলেছি নাকি!!!
আর আগে কখনও বলে থাকলেও ইলিশের কথা আলাদা....
ইলিশ পোলাও আমি সদা ও সর্বদা খাইয়া থাকি .....
আর পরেরাংশের উত্তর -
তাই নাকি!!!
তাই নাকি!!!
তাই নাকি বাছা!!!!!!
হা হা হা পরেরাংশর কমেন্টো দেখিয়া মুখ টিপিয়া হাসিলাম বেবি !
০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
শায়মা বলেছেন: ওপস ওয়ালাইকুম সালাম দিতে ভুলে গেছিলাম!
১২৮| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ইলিশ মাছের তরকারি রান্না করছি। ধৈনা পাতা একেবারে রান্নার শেষ পর্যায়ে দেয়া ভালো না আগে??
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০
শায়মা বলেছেন: শেষে.....
এই কথা তো দুনিয়ার সবাই জানে আর তুমি জানোনা!!!!!!!!
১২৯| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯
বিজন রয় বলেছেন: সবাই অপেক্ষা করছে।
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১
শায়মা বলেছেন: আমার জন্য!!!
কই কই কই যাবো বলো!!!!!!! কোথায় যেতে হবে!!!!!
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১
শায়মা বলেছেন: তুমি আবার ফিরে এসো - এই কমেন্ট করেই ভাইয়ার এই কবিতা পেলাম
১৩০| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০
আখেনাটেন বলেছেন: প্রথমবারের মতো একটি গল্প লেখার চেষ্টা করলাম অথচ আপনার মত সাহিত্য অঘটনঘটাঘটঘটনপটিয়সীর সেখানে পদার্পণ নেই দেখে শুক্রবারে টুপি মাথায় দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে বসে আছি।
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমি সেটাতে ঢুকেও আমার ব্যাস্তবেলায় মন দিয়ে পড়তে পারার সময় পাবোনা বলে তাড়াহুড়ায় পড়িনি।
তবে আজ, কাল এবং আগামী কিছুদিন ব্যস্ততা থেকে ছুটি নিয়েছি কাজেই আজকেই পড়িবোক!!!!!!
তারপর তোমার সাহিত্যের অঘটন ঘটিয়ে ছাড়বো!!!!!! নো চিন্তা !
এখন আজকের ছুটির দিনের বিশেষ মেন্যু ইলিশ পাতুরী বানিয়ে দিয়ে আসি সুফিয়া বেগামকে...... মানে একটু দেখিয়ে আর কি ....... জানোই সব খানেই অঘটন না ঘটালে আমার চলেই না!!!!!!
১৩১| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ধৈনা পাতা শুকিয়ে গেছে। ইলিশের তরকারি খাওয়া হয়ে গেছে। দারুন হয়েছে!!!! পরের বার তোমার টিপস কাজে লাগাবো।
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩
শায়মা বলেছেন: শুধু একবারই খেলে!!!!!
হায় হায় !!!!
আরও ইলিশের কত পদ আছে!!!!!!!!
এই নাও ইলিশ পাতুরী
১৩২| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ আপনার শিপ্লকর্ম দেখে মুগ্ধ হলাম। সুন্দর ফুল , । সব মিলিয়ে সুন্দর
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ু!!!!!!
১৩৩| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮
স্বপ্নডানা১২৩ বলেছেন: speechless
১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪
শায়মা বলেছেন: কেন ভাইয়ামনি!!!!!!!/ আপুনি!!!!!!!!!!!
১৩৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: দেখলেন তো আখেনাটেনসহ কতজন অপেক্ষা করছিল।
তা মতলব কি?
আপনিও কি...........!!!!
১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩
শায়মা বলেছেন: ওহ তাই বলো !!!!!!
আমার মতলব অনেক কিছুই !
তোমাকে বলবো নাকি!!!!!
হুহ ....
১৩৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬
আখেনাটেন বলেছেন: বিজন রয় বলেছেন: দেখলেন তো আখেনাটেনসহ কতজন অপেক্ষা করছিল। --- বিজন দা জিনিয়াস! কত দিকে চোখ থাকে রে!!!!
মেইল পাঠালুম নির্বাসিত ভিতরে বাহিরের উদ্দেশ্যে।
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
শায়মা বলেছেন: বিজনভাইয়ার তো কাজ নাই অন্যের দিকে চোখ দিয়ে থাকা ছাড়া!!!!!!
ভাইয়ার চোখে কালো কাপড় বেঁধে দিতে হবে ......
ওকে ভাইয়া আমি রিপলাই দিচ্ছি। জরুরী দরকার তো!
১৩৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১
শায়মা বলেছেন: এ্যাই !!! হাসো কেনো!!!!
আমার আনন্দ সহ্য হচ্ছে না তাইনা!!!!!
১৩৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২০
আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২
শায়মা বলেছেন: গুড গুড থ্যাংক ইউ জোস তুমি বলেছো
বুঝা গেলো ইমোটাতে তুমি ভায়া গলেছো
জোস জোস কাজ দেখে দেবে তুমি তালিয়া
নইলে যে হয়ে যাবে সেফাতুল কালিয়া!
১৩৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮
ইসমাঈল আযহার বলেছেন: কিরে আপু কোন খোঁজ খবর নেই। কোথায় হারিয়ে গিয়েছেন। নতুন পোষ্ট পাই না কিছু না। তারপর আবার আমার বানানগুলোও কেউ ধরিয়ে দেয় না আজকাল। খুব মিস করছি।
আর যেটা করতে বলেছিলেন সেটা করেছি।
বুঝবেন কি না কে জানে।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩
শায়মা বলেছেন: হারাইনি ভাইয়ু!!! বিজি ছিলাম একটু!!
নতুন পোস্ট লেখার সময় নাই।
কি করবো বলো !!!!
১৩৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪
ইসমাঈল আযহার বলেছেন: তোমার কী এতো ব্যস্ততা হ্যাঁ? আমি তো দেখি তুমি সারাদিন ঠাণ্ডা মাথাই ঘুর ঘুর করে বেড়াও।
জিবি টিবি বুঝি না, তুমি নতুন কিছু আবিস্কার করো। অপেক্ষায় আছি।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩
শায়মা বলেছেন: আরে আমি তো আবিষ্কারেই বিজি!!!!!!!
তোমার কি খবর ভাইয়ু!!!!!!
কি করো সারাদিন পিচ্চু???
১৪০| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫
ইসমাঈল আযহার বলেছেন: তুমি আমাকে পিচ্চু বললে কেন, হ্যাঁ? আম্মু বলেছে আমি অন্নেক বড় হয়েছি, ইয়ায়ায়া বড় হয়েছি।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২
শায়মা বলেছেন: আম্মু বললে কি হবে!!!
খালাম্মু দেখতে পাচ্ছে তুমি পিচ্চু !!!!!
১৪১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬
ইসমাঈল আযহার বলেছেন: অনেক পোকা পাঠিয়েছি তোমাকে কামড় দেবে। আমার নাম দেখে বুঝতে পার না এটা বড় মানুষের নাম?
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬
শায়মা বলেছেন: পোকা!!!
এহ রে আমার বাসা পেস্ট কন্ট্রোলড! পোকারা বোকা হয়ে ফিরে যাবে তোমার বাড়ি .... হা হা হা
১৪২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮
ইসমাঈল আযহার বলেছেন: তোমার বাড়ি মনে হচ্ছে কোনো পোকা নেই।
পারলে ওইখানে ক্লিক করে দেখো একগাদা পোকা গোল হয়ে বসে আছে, সুগোগ পেলে তারা হাত ছাড়া করবে না।
খুউ্উব চালাক পোকাগুলো।
পোকাদের যারা বোকা বলে তাদের তারা ছাড়ে না। একদিন না একদিন ঠিকই কামড়ে দেয়।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: এহ রে!!!
একদল পোকা নাকি আমাদের ফটকের কাছে এসে খুব চি চি রবে চিল্লাপাল্লা করছিলো। আমাদের পেস্ট কন্ট্রোলম্যান তাদের দিকে স্প্রে পাইপটা তাক করতেই সব হুড়মুড় দৌড়ে পালালো.....
কি সব বোকা হাবাদেরকে পাঠিয়েছো !!
চালাক পোকা পাঠাও ভাইয়ু!!!
১৪৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪
ইসমাঈল আযহার বলেছেন: বুঝতে পেরেছি তোমার মতো মানুষের কাছে আমার পোকা সেজে আসতে হবে।
আমি কিন্তুর্ খুউব চালাক। যাইহোক সে কথা এখন বলে লাভ নাই। প্রমান হবে আমার কাজে।
তুমি কান্নাকাটি করলে কিন্তু আমার কোনো দোষ নেই আগেই বলে রাখছি।
তুমি ববিতা ও সরি কবিতা লেখতে বলেছিলে ,একটা কবিতা লেখেছি উৎসর্গও করেছি তোমাকে।
আমি জানিনা কবিতা হয়েছে কি না। তবে আমার বন্ধু বলল তার কাছে কবিতার মতোই মনে হচ্ছে।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫
শায়মা বলেছেন: তাই নাকি!!!!!!!!!
ওকে ওকে এখনি দেখতে যাচ্ছি তাইলে !!!!!!!
১৪৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
ইসমাঈল আযহার বলেছেন: দেখতে যাচ্ছ যাও তবে বদনাম করবা না কিন্তু। তাহলে তোমার ওপর খুব রাগ করবববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববববব
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১
শায়মা বলেছেন: না না বদনাম করিনি!
ইট ওয়াজ এক্সসেলেন্টো!
আর কবিতা পড়ে বুঝলাম তুমি মোটেও পিচ্চু নহো!
১৪৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭
ইসমাঈল আযহার বলেছেন: তোমাকে একটা কথা বলতে মন চাচ্ছে কিন্তু বলতে পারছি না।
প্রশংসা করার জন্য ধন্যবাদ। আসলেই আমি খুব বুড়ো মানুষ।
কিন্তু সবাই আমাকে ছোট ভাবে।
একদিনের কাহিনী, এক লোক ফোনে আমার সঙ্গে জি সাহেব জি সাহেব করে বথা বলছে। কিন্তু সামনা সামনি হওয়ার পর তুমি করে সবকিছু বলল। আমার যখন বাসায় এসে ফোন করি লোকটি সাহেব সাহেব বলছে। আমি আজ তার কোনো কারণ খুঁজে পাইনি।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৭
শায়মা বলেছেন: হা হা হা
বুঝেছি তুমি গিরগিটি মানব!!!
১৪৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫০
ইসমাঈল আযহার বলেছেন: আমি কিন্তু খুব ঝগড়া করতে পারি। তবে কিছু কিছু মেয়ে আছে ঝগড়াইট্টা তাদের সাথে পারি না।
এখন তোমার সঙ্গে ঝগড়া করবো। তুমি আমাকে গিরগিটি বললে কেন? জানো আমি ৫, ৭ ফিট লম্বা। আমি আর অামার এক বন্ধু একসঙ্গে ঝুলতাম গাছে। আমি নাকি শুপারি গাছ হয়েছি। আর আমার বন্ধু ও এখনো সেই ছোট্টই রয়ে গেছে। ওকে কী গাছ বলা যায়। থাক আমি মানুষকে কোন গাছটাছ বলতে চা্ই না। তোমাকে বলতে হবে তুমি কী মানব?
আর একটা কথা, কাল মনে হয় তোমার অফিস নেই। অন্যদিন তো এতো রাত জাগতে দেখি না তোমাকে।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮
শায়মা বলেছেন: হা হা হা এমনিতেই কাল শুক্রবার তারপর চারদিন ছুটি পেয়েছি!
যদিও সারাদিন আমি জলে আর জঙ্গলে ছিলাম বাউলদের সাথে খোল করতাল বাঁজিয়ে গান গেয়েছি। হারমোনিয়ামও নিয়ে বাঁজিয়েছি তাদের সাথে শুধু দোতারাটা বাজাইনি। সেটা পারি না।
ভ্যান চালিয়েছি। ছিঁপ দিয়ে মাছ ধরার টেরাই করিয়া ফেইল করিয়াছি!
নৌকায় উঠে মাঝির সাথে গান গেয়েছি- আমি ডুবতে রাজী আছি..........
তারপর মহা টায়ার্ড হয়ে বাসায় ফিরেছিলাম। কিন্তু এখন ঘুম ছুটে গেছে .... তাই কাব্য লিখি ..... একজনের সাথে পাল্লা দিয়ে.....
যুদ্ধ কাব্য বা কাব্য লড়াই .....
১৪৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১১
ইসমাঈল আযহার বলেছেন: আচ্ছা বলতো তুমি ঢাকা শহরে খাল বিল পেলে কোথায়?
মাছ শিকার করার আমার খুব শখ। কিন্তু কোথায় পুকুর পাবো বলো।
কার সঙ্গে তুমি পাল্লা দেও কাব্য লিখে? কাব্য চর্চায় খুব মজা তাইনা?
আর তুমি বাদ্দবাজনা কতো কিছু বাজাও অথচ আমার কত্ত ইচ্ছে করে এগুলো বাজাতে কিন্তু কোথায় পাব বল?
বনে ঘুরে বেড়তে খুব মজা । কিন্তু কোথায় বন পাব? বন পেলেও পাব না বন্ধু যাদের নিয়ে ঘুরঘুর করে বেড়াব।
আমি এলোপাতারি কথা বলি তুমি কিছু মনে করবা না কিন্তু। আর গান শোনাচ্ছো কবে সেটা এখনই ফাইনাল করো।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৬
শায়মা বলেছেন: ঢাকা শ হর থেকে দূরে ছিলাম....
বাদ্য বাজনা আবার পাওয়া লাগে!!
ইচ্ছা থাকলেই উপায় হয় !!!
আর গান এখুনি শুনাচ্ছি
১৪৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২১
ইসমাঈল আযহার বলেছেন: তোমার তো দেখছি অনেক যোগ্যতা। তুমি গান লেখো । ও সরি গান করো। কবিতা লেখো কত্ত সুন্দর করে।
জানিনা আরো কত্ত কী তুমি পারো। পৃথিবী তোমার মতো যোগ্যদের চায়।
আমিও একটা লেখা লিখেছি। কিন্তু তোমাকে দেখাতে পারব না। খুব লজ্জা লাগবে। তাই দেখতে চেও না ।ঠিক আছে?
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯
শায়মা বলেছেন: দূর দূর কি বলো!!!!!!!!!!!! লজ্জা!!!!!!!!!
করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে –
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।
হৃদয়ে বুদবুদ মত
উঠে চিন্তা শুভ্র কত,
মিশে যায় হৃদয়ের তলে,
পাছে লোকে কিছু বলে।
কাঁদে প্রাণ যবে আঁখি
সযতনে শুকায়ে রাখি;-
নিরমল নয়নের জলে,
পাছে লোকে কিছু বলে।
একটি স্নেহের কথা
প্রশমিতে পারে ব্যথা –
চলে যাই উপেক্ষার ছলে,
পাছে লোকে কিছু বলে।
মহৎ উদ্দেশ্য যবে,
এক সাথে মিলে সবে,
পারি না মিলিতে সেই দলে,
পাছে লোকে কিছু বলে।
বিধাতা দেছেন প্রাণ
থাকি সদা ম্রিয়মাণ;
শক্তি মরে ভীতির কবলে,
পাছে লোকে কিছু বলে।
কবিতাটা পড়োনি!!!!
নেভার এভার থিংক কে কি বলবে? কে কি হাসবে তাই এটা করবো না ! তাইলে শুধু থমকেই যাবে ভাইয়ু!!!!!
১৪৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৪
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: অনেক সুন্দর একটি পোস্ট।
৯৮ নং কমেন্টের প্রতি-উত্তরে যে ছবিটি দিয়েছেন, তাতে একটি সাইন আছে।
সাইন প্রকাশ করাটা একটু বিপদের।
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৮
শায়মা বলেছেন: সে কথা আমি আগেই ভেবেছি ভাইয়া!
তাই সাইনে রদবদল করেই দিয়েছি যা আমি সচরাচর করে থাকি। অনলাইনে দেবার আগে সাবধানেই থাকি। তবুও তুমি বললে তাই আরও বদলে দিলাম! এবার দেখো....
থ্যাংক ইউ!!!!!!!!! লাভ ইউ!!!!!!
১৫০| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
ইসমাঈল আযহার বলেছেন: করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে –
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাক
: দূর দূর কি বলো!!!!!!!!!!!! লজ্জা!!!!!!!!!লেখক বলেছেন- সদা লাজ
বুঝলে কিছু ?
১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
শায়মা বলেছেন: বুঝেছি তুমি লাজবতা!!!
১৫১| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
ইসমাঈল আযহার বলেছেন: আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে, আমার স্বপনলোকের দিশাহারা...
১৫২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
ইসমাঈল আযহার বলেছেন: https://www.youtube.com/watch?v=l_13EqOusag
১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
শায়মা বলেছেন: সে কি আমায় নেবে চিনে !!!
১৫৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
ইসমাঈল আযহার বলেছেন: ভাল লেগেছে খুব।
তুমি কী আমাকে একটা ফতুয়া দিবা কিনে?
আমার জীবনে অনেক কষ্ট দেখার কেউ নেই। তোমাকে এসব বলে কীইবা লাভ। (মনের মানুষ নাই , ভালবেসে কে আমার অন্তর করবে ছাই) ভাল বাসার মানুষ নেই তাই।
আচ্ছা বলো তো আমি লেখার ভেতর লিংক দিতে পারছি না কেন তোমার মতো? একটু শিখিয়ে দাওনা প্লিজ।
( বুঝেছি তুমি লাজবতা)হে হে হে হে হা হা হা হে হু হু হু হা হা তুমি বুঝতে পারনি।
(সে কি আমায় নেবে চিনে !!!) হয়তবা।
১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
শায়মা বলেছেন: লেখার ভেতর লিংক দেবার একটা নিয়ম আছে।
লিংক যুক্ত করুন এ ক্লিক করবা!
ইউ আর এল এ লিংকটা পেস্ট করবা আর টাইটেলে যা লিখতে চাও তাই!!!!!! বাস হয়ে গেলো!!!!!
১৫৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৮
উম্মে সায়মা বলেছেন: এতো ট্যালেন্ট নিয়ে রাতে ঘুমান কিভাবে আপনি শায়মা আপু?
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১২
শায়মা বলেছেন: ঘুমাই না তো!!!
শেওড়া গাছে পাহারা দেই!!!!! হিঁ হিঁ হিঁ
১৫৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩
মলাসইলমুইনা বলেছেন: কি যে করি আজ ভেবে না পাই -এর বেয়াদব রোবট কোথায় আপনাকে খটাশ করে সালাম দেবে তা না টাশ টাশ কি সব লিখেছে সেটা পরেই প্রিয় ব্লগার শায়মা, হক কথা বলি সেই থেকে রাগে কি যে করি ভেবে না পাই I তবে যাই হোক, আপনার র্বতমান উপস্থিতিতে সেদিনের ঘটনায় কোনো আশংকাজনক পরিস্থিতির সৃষ্টি হয়নি দেখে যারপর নেই আনন্দিত হয়েছি জানবেন I কাগজের ফুগুলিতো পুরোনো হইয়া ডাল হইতে পড়ি যাইতেছে !(ওপরে )প্রামানিক ভাইয়ের রিকুর কি হলো?
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪
শায়মা বলেছেন: হাহা ভাইয়া কি লিখেছো রোবোট মোবোট!!! মনে নাই মনে নাই!! কি হয়েছিলো কবে কখন ভুলে গেছি মনে হয় ভাইয়ু!!
কাগজের ফুলগুলি পুরান হয়ে ঝরে না জানোনা!!!!! উহা শুধুই মলিন হয়!!
হায় হায় প্রামানিকভায়ের রিকু কি ছিলো এখন আবার উপরে উঠিয়া পড়িতে হইবেক নাকি!!!! গেছি গেছি গেছি!!!
১৫৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
অবেলার পানকৌড়ি বলেছেন: অনেক সুন্দর আপনার বাসার রুম, কিচেন, রান্নাবান্নার আইটেম সব ঝকঝকে, একদম বেসিক আলির ম্যাডেস্ট এর সাথে মিলে যায়।
১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
শায়মা বলেছেন: হায় হায় বেসিক আলী ম্যাডেস্ট কি!!!!!!!!!!!
১৫৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
অবেলার পানকৌড়ি বলেছেন: বেসিক আলি তার মাকে ম্যাডেস্ট ডাকে।।
আপু আপনার ফেসবুক আইডি আছে?
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
শায়মা বলেছেন: ওহ তাই বলো!
হ্যাঁ আছে
neera nirupoma
১৫৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
অবেলার পানকৌড়ি বলেছেন: একটা এড দিয়ে রাখবো ভাবছি
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬
শায়মা বলেছেন: ওকে ভাইয়া!
১৫৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯
অবেলার পানকৌড়ি বলেছেন: আপনাকে আমার অরিজিনাল আইডি থেকে ইনবক্সে নক দিয়ে রাখছি!
যদিও আইডিটা আবার ডিএক্টিভেট করে দিয়েছি!
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২০
শায়মা বলেছেন: হা হা কেনো?
কিসের ভয়ে ডিএক্টিভেট ভাইয়া?
১৬০| ২০ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:২৭
অবেলার পানকৌড়ি বলেছেন: আপু, একটু ব্যস্ত আছি তাই স্যোসাল মিডিয়া থেকে দূরে আপাতত । ইনশাআল্লাহ জানুয়ারিতে আইডি এক্টিভ করব আর সময় করে তখন একদিন ঢাকায় আসব আপনার বানানো ভ্যানিলা ফ্লেভার্ড ওয়াফেল খেতে।
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১
শায়মা বলেছেন: ঢাকায় আসবে!!
কই থাকো এখন ভাইয়া!!
১৬১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
নজসু বলেছেন:
পুরো পোষ্টটাই এক কথায় অপূর্ব।
ফুলটা চেষ্টা করবো।
খানাপিনা আর কিছু কি আছে?
আমি শেষে এলাম যে।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
শায়মা বলেছেন: নাই তো কি আবার বানিয়ে দেবো ভাইয়া!!!!!!!
কি খাবে বলো!!!
১৬২| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
নজসু বলেছেন:
নতুন করে ভাইয়ের জন্য বোনের আর কষ্ট করতে হবে না।
এরপর যখন আবার স্পেশাল কিছু রান্না হবে তখন না হয় খেয়ে আসবো।
২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
শায়মা বলেছেন: হা হা হা ঠিক আছে!!
তবে কোনো কষ্টই কষ্ট নহে আমার কাছে....
আমার দশ হাত জানোনা!!!!!!!!
১৬৩| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
নজসু বলেছেন:
দশ হাত তো বটেই।
ঘরগুলো সুন্দর গোছানো ছিমছাম সুন্দর।
দেখলেই চোখ জুড়িয়ে যায়।
আর দেখেই বোঝা যায় এসব দুইহাতের কর্ম নয়।
যিনি রাঁধেন, তিনি সুন্দর করে ঘরও সাজিয়ে রাখেন।
২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
শায়মা বলেছেন: হ্যাঁ ঠিক ঠিক তবে আমার নিজের দশ হাতের সাথে আরও ২০টা হাতও এক্সট্রা আছে ভাইয়া!
১৬৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
অবেলার পানকৌড়ি বলেছেন: এখন চট্টগ্রামে আছি!
১৪ ডিসেম্বর অথবা ৩১ শে ডিসেম্বর!
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮
শায়মা বলেছেন: গুড ভাইয়া!!
১৬৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৩
কালীদাস বলেছেন: ওয়াফল জিনিষটা আইসক্রিমের সাথে পুরাই ঝাকানাকা লাগে বাইদ্যাওয়ে, লিয়েগে ওয়াফল বানানোর মেকার কি আলাদা?
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
শায়মা বলেছেন: ভাইয়া ওয়াফেলের মত এমন এক কারুকার্য্য জিনিস এত সহজে বানানো যাবে যদি না ইউটিউব থাকতো আমি কত দিনে শিখতাম কে জানে?
শুধু ওয়াফেল শপেই খেয়েছি যত না স্বাদের জন্য ততটাই কারুকার্য্যময় চেহারার জন্য।
আর আজকালকার দিনে শুধু একটা ইউটিউব আর ইচ্ছে আর টাকা থাকলেই বানিয়ে ফেলা যায় যা ইচ্ছে তাই। তবে ইচ্ছেটাই জরুরী।
তো তোমার লিয়েগে ওয়াফেলও একই মেকারে বাট একটু আলাদা প্রসেসে বানাতে হয়।
এই নাও দেখে নাও -
https://www.youtube.com/watch?v=0KPEKitRSkY
১৬৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪
গেম চেঞ্জার বলেছেন: "এটা আমার থ্রি ইন ওয়ান পোস্ট। যারা আমাকে চেনে তারা প্রায় সবাই জানে আমার মাথায় নানান সময় নানান ভূত চেপে বসে তবে রক্ষা এই যে, ভূতগুলোর আবাস বড়ই ক্ষনস্থায়ী। তাই স্বল্প সময়েই তারা আমাকে ছেড়ে যায় এবং জীবনেও আর ফিরে আসে না। এর কারণ আমার মতে, যতদিন তারা আমার ঘাড়ে চেপে বসে তাদের উপরে এমনই অত্যাচার চলে অহরহ যে তারা আমাকে ছেড়ে পালাতে পারলে আর ফিরে আসার নামটি করে না। "
এই কথাগুলো কপি করতে বেশ কয়েক সেকন্ড কসরত করতে হলো! লেখা চুরদের ওপর খুব রাগ লাগছে!!
যাক, আমি কানে কানে বলে যাই-
[img|"এটা আমার থ্রি ইন ওয়ান পোস্ট। যারা আমাকে চেনে তারা প্রায় সবাই জানে আমার মাথায় নানান সময় নানান ভূত চেপে বসে তবে রক্ষা এই যে, ভূতগুলোর আবাস বড়ই ক্ষনস্থায়ী। তাই স্বল্প সময়েই তারা আমাকে ছেড়ে যায় এবং জীবনেও আর ফিরে আসে না। এর কারণ আমার মতে, যতদিন তারা আমার ঘাড়ে চেপে বসে তাদের উপরে এমনই অত্যাচার চলে অহরহ যে তারা আমাকে ছেড়ে পালাতে পারলে আর ফিরে আসার নামটি করে না। "
এই কথাগুলো কপি করতে বেশ কয়েক সেকন্ড কসরত করতে হলো! চুরদের ওপর খুব রাগ লাগছে!!
যাক, আমি কানে কানে বলে যাই-
[img|
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
শায়মা বলেছেন:
হা হা ওকে ওকে .....
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯
সনেট কবি বলেছেন: সুন্দর পোষ্ট।