নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
আমি তার কাছে কঙ্কাবতী রাজকন্যা। যদিও এই রাজকন্যা ছদ্মবেশের পিছে আমার বহুল পরিচিত একটা পরিচিতি আছে। তবুও তার সাথে যেহেতু এই রাজকন্যার বেশেই আমার পরিচয় কাজেই ছদ্মবেশ খুলে ফেলার পরেও সে মানতে রাজীই না আমি যে ছিলাম এক ছদ্মবেশী রাজকন্যা।
রাজকন্যা বেশে আমি যেদিন লিখেছিলাম,
নতুন বাবার বাড়িতে যখন পৌছলাম তখন বেশ রাত। অবশ্য রওয়ানা দিয়েছিলামও আমরা ও বাড়ি হতে বেশ দেরী করেই। নয়তো ওয়ারী থেকে ধানমন্ডি কতটুকু আর দূরত্ব ছিলো? তখনকার দিনে আজকের মত এত যানজট তো ছিলো না। সব রাস্তাই ফাঁকা ফাঁকা লাগতো। গাড়ি ঘোড়াও এমন গিজগিজ করতোনা সারাটা পথ জুড়ে। আমি বসেছিলাম মায়ের পাশ ঘেষেই, গাড়ির পেছনের সিটে। আমার নতুন বাবা, মধ্যে মা আর জানালার কাঁচের ধারে আমি। গাড়িতে চড়লেই আমার সবচাইতে বেশি আনন্দের কাজটাই ছিলো রাস্তা বা বিপনী বিতানগুলির আলোকসজ্জা দেখা ও তাদের নামগুলো বানান করে করে পড়া.......
লেখাটা পড়ে সেদিনই তিনি লিখলেন,
নতুন বাড়ী, নতুন জীবন.........নতুন বাবা!!!
ছোটবেলায় এমন দুঃখ কেউ যেন না পায়। গল্প বা সত্যি যাই হোক, অন্তর ছুয়ে গেলো!!
তার এই মন্তব্যও রাজকন্যারূপী আমারও অন্তর ছুঁয়ে দু'আখিও ছুঁয়ে গেলো সেদিন......মেঘ গলে নামলো শ্রাবন ধারা .....
যাইহোক এর পর পর্ব ৩,৪, এ তার আর কোনো খবর নেই।
পর্ব ৫ এ আবার তার দেখা। লিখলেন,
একটা একা হয়ে যাওয়া মেয়ের বেড়ে ওঠার কাহিনী.....ভালো লাগছে পড়তে। এই মেয়ে যে জীবনে সফল হবে তা বলাই বাহুল্য। পুড়তে পুড়তেই তো সোনা একসময় খাটি হয়, তাইনা!!!
ঠিক তাই ভাইয়া ঠিকই ধারণা করেছিলেন।
এরপর আবার ৬, ৭,৮ এ তার দেখা নেই।
কিন্তু ৯ পর্বে এসে লিখলেন,
আবেগ আর বাস্তবতায় অনেক পার্থক্য! সমস্যা হলো বাস্তবতা বোঝার জন্য যে ম্যাচ্যুরিটি দরকার তা আমাদের থাকে না, যে বয়সে আবেগ বেশী থাকে!
সবগুলো পর্ব পড়লাম। গল্প হলে, আপনার গল্প বলার মুন্সিয়ানার প্রশংসা করতেই হয়। আর বাস্তব হলে...........শেষ পর্যন্ত না দেখে বলা যাচ্ছে না।
এইভাবেই ভাইয়াটা রয়ে গেলেন আমার কঙ্কাবতী রাজকন্যা নিকে লেখা সিরিজ একি খেলা আপন সনের সাথে সাথে ......
রাজকন্যার লেখাটা মোটমাট ২০ পর্বে ছিলো। তবে বই হিসাবে প্রকাশ করবার বা রাজকন্যার ছদ্মবেশ ছেড়ে নিজরূপে আবির্ভূত হবার কোনো ইচ্ছেই আমার ছিলো না। তবে হুমায়রা হারুন আপুনি বললেন, লেখাটি চমৎকার। আমার ই -ম্যাগাজিনে উপন্যাসটি প্রকাশ করতে চাই। অনুমতি দেবেন? আমি বেশ আগে ই- ম্যাগাজিন প্রকাশ করতাম, আবারো কাজ শুরু করব। আমার ফেসবুক গ্রুপে ম্যাগাজিন লিংক দেখতে পারেন । ম্যাগাজিনের নাম ‘নব আলোকে বাংলা।’
চাঁদগাজী ভাইয়া বললেন, উপরে একজন ব্লগার আপনার লেখাকে ম্যাগাজিনে প্রকাশ করার প্রস্তাব করেছেন; এটা আপনার জন্য খুবই সন্মানের কথা; কিন্তু ম্যাগাজিনে প্রকাশ না করে আপনার লেখাটি বই আকারে প্রকাশ করার কথা ভাবুন।
জুলকারনাইন নাঈম,আমি জানি না আপনি কে। তবে আপনার লেখা খুব ভালো।
চাঁদগাজী,সম্রাট ইজ বেস্ট, ডঃ এম এ আলী,মলাসইলমুইনা,মনিরা সুলতানা, জাহিদ অনিক, জেন রসি, আহমেদ জী এস, কালীদাস,খায়রুল আহসান,গিয়াস উদ্দিন লিটন,মোস্তফা সোহেল ,কথাকথিকেথিকথন,মাহমুদুর রহমান সুজন ,
করুণাধারা,আখেনাটেন ভাইয়া এবং আপুনিরা থেকে গিয়েছিলেন আমার লেখাটার সাথে। তাদের অকুন্ঠ ভালোলাগার প্রকাশ আর অনুরোধে ঠিক করলাম আমি এইবার প্রকাশিত হব.......
এসবের সাথে সাথে জেনেছিলাম ভাইয়া আর ভাবী দুজনই আমার লেখার অপেক্ষায় থাকে। দুজনই আমার লেখার মুগ্ধ পাঠক। সেদিন বেশ অবাক হলাম। অদ্ভূৎ ভালোলাগা আর ভালোবাসার ভরে উঠলো মন।
তাই বই প্রকাশের সিদ্ধান্ত আর প্রকাশের পর প্রথমেই মনে হলো ভাইয়া আর ভাবীকে আমার বইটা পৌছে দিতে হবে।
কিন্তু বিঁধি বাম। ভাইয়া থাকেন দূর দেশে। আর আমারই মতন এক ছদ্মবেশী মানুষ।কাজেই ভাইয়াকে জানালাম ভাইয়ামনি আমার বই তোমাদের হাতে পৌছাতে চাই।
ভাইয়া বেশ কাঁঠ খড় পুড়িয়ে সেই বই নেবার ব্যাবস্থা করলেন .......
কিন্তু এরপর হঠাৎ সেদিন ভাইয়া জোরেসোরেই ঘোষনা দিয়ে বসলেন - নো এক্সিউজ......আমিও রাজকন্যার ভাই আরেক রাজপুত্র ভূয়াকুমার ..... হা হা হা হা কাজেই শুনতেই হবে আমার কথা...... আমি আমার রাজকন্যা বোনটার জন্য পাঠাতে চাই এক বক্স চকলেট........ সেটা তোমাকে খেতেই হবে........ রাজকন্যার ভাই রাজপুত্র বলে কথা.......
কি আর করা ! ভাইয়ার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ............
শেষ মেশ পৌছালো সেই উপঢৌকন। সুদূর দূরদেশ হতে .........
প্যাকেটটা খুলতেই চোখে পানি এসে গেলো আমার .....
দূরদেশী এই ভাইয়ামনি, অদেখা হলেও তুমি যে অনেক অনেক কাছের একজন সেও আমি জানি। আর ভাবীরজীর কথা কি বলবো!!!!!!!!!! আমাকে কি করে বুঝে ফেললেন ভাবীমনিটা এটা ভেবেই আমি অবাক!
ঠিক রাজকন্যার জন্য রাজকন্যার মতনই এক হিরক খঁচিত স্বর্ণ পাদুকা......
আর আমাকে অবাক করে দিয়ে চাঁদগাজী ভাইয়া মানে এই লেখায় আমার প্রথম কমনে্টকারী চাঁদগাজীভাইয়ার তরফ থেকে তিনি পাঠালেন চাঁদগাজী ব্রান্ডের পেপার ওয়েটটা।
ভাবীমনি আরও পাঠিয়েছেন ভালোবাসায় মোড়ানো একটা কফি মাগ! আজ আমি সেটা স্কুলে নিয়ে গিয়ে সবাইকে এই গল্প বলেছি।
আর বিশ্ববিখ্যাত এই শামুক ঝিনুক চকলেট বক্সটা! আমি খাবো নাকি সাজিয়ে রাখবো ভাইয়ামনি!!!!!!!!!!!
মোহেবুল্লাহ অয়ন,বানেসা পরী, শাহরিয়ার কবীর, সত্যপথিক শাইয়্যান, প্রামানিক,সুমন কর, বিলিয়ার রহমান,জুন , ভ্রমরের ডানা, ফয়সাল রকি, রাসেল উদ্দীন,বেয়াদপ কাক ,মেহেদী হাসান তামিম,নাঈম জাহাঙ্গীর নয়ন, সাদা মনের মানুষ, হুমায়রা হারুন,দিশেহারা রাজপুত্র,অজানিতা,মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ,মথুরেশ রায় মধু,বিদ্রোহী ভৃগু,রূপক বিধৌত সাধু ,অনিকেত বৈরাগী তূর্য্য ,দেবজ্যোতিকাজল,ওমেরা,রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ ,মোহাম্মাদ আব্দুলহাক,এফ.কে আশিক,আমার কণ্ঠ ,মোঃ মাইদুল সরকার,যূথচ্যুত,স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা ,নীহার দত্ত ,রায়হান চৌঃ,নূর-ই-হাফসা ,গেম চেঞ্জার , মেঘনা পাড়ের ছেলে, অলিউর রহমান খান,মাইনুল ইসলাম আলিফ ,রাতু০১ ,জে আর সিকদার ,অজানিতা ,অনন্য দায়িত্বশীল আমি,নীল-দর্পণ,যাযাবর চখা ,আমার আব্বা ,ধ্রুবক আলো,নীলপরি ময়না বঙ্গাল ,তারেক ফাহিম ,নিশাত১২৩ নাগরিক কবি, মানিজার ,তাসবীর হক
যারা ছিলেন আমার লেখার সাথে........
আজ কোথায় তারা জানিনা আমি ............
সামুতে প্রবেশের ঝামেলায় অনেকেই হারিয়ে যাচ্ছে দিনে দিনে.......
এভাবেই কি হারিয়ে যাবে আমাদের ভালোবাসায় মোড়ানো গল্পগুলোও???
বলো ভুয়া রাজপুত্র ভুয়া মফিজভাইয়ামনি????
অনেক অনেক অনেক ভালো বাসা তোমার জন্য, ভাবীমনির জন্য আর বেবীদের জন্যও ........
অনেক ভালো থেকো তোমরা সারাটাজীবন........
কৃতজ্ঞতার ভাষা জানা নেই আমার এই ভালোবাসার মানুষগুলোর কাছে.......
আমার সেই নিক
কঙ্কাবতী রাজকন্যা
আর মনে আমার ফাগুন হাওয়ার গান ............
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
শায়মা বলেছেন: শুভরাত্রী ভাইয়া!!!!!!!!!
হিরক খচিত স্বর্ণ জুতাখানা কেমন লাগলো বললে না!!!!!!!!
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসব, আসব। আবার আসব তোমাদের কাছে ফিরে। এ মায়ার বাঁধন যে ছঁড়ার মত নয়।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৫
শায়মা বলেছেন: হায় হায় সম্রাটভাইয়া!!!!!!! ভূত হয়ে গেলে নাকি!!!!!!!!!! চন্দরবিন্দু দিয়ে নাকি সুরে কি বললে !!!!! ছঁড়ার মঁত!!!!!!!!!
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ছেঁড়া হয়ে গেল ছঁড়া! হা হতোস্মি!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
শায়মা বলেছেন: হা হা হা যাক বাবা!!!!!!!!
তবুও ভালো !
আমি তো ভাবলাম তোমার ঘাড়ে বুঝি ভূত চেপেছে!!!!!!!!!!
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: শুভরাত্রী ভাইয়া!!!!!!!!!
হিরক খচিত স্বর্ণ জুতাখানা কেমন লাগলো বললে না!!!!!!!!
খুব সুন্দর ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!
আর চকলেটগুলো তো ইয়াম্মী ইয়াম্মী!!!!!!!!!!!!!!
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
এ্যাক্সজাবিয়ান বলেছেন: জুতোর ছবিটা প্রথমে না দিলেও পারতেন
খুবই দৃষ্টিকটু হয়ে গেলো
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৫
শায়মা বলেছেন: তোমার কাছে দৃষ্টিকটু হলে কি হবে ভাইয়া!!!!!!!
সেটাই আমার সব চেয়ে পছন্দের লেগেছে!
হিরক খচিত এমন একটু সোনার জুতা আমারো আছে দাড়াও ছবি তুলে আনি!
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়া একদম নীচে ভিডিওটা কি দেখেছো?
মনে আমার ফাগুন হাওয়ার গান ????
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩০
এ্যাক্সজাবিয়ান বলেছেন:
পোষ্টের মাঝেও ছবিটি আছে, তাই প্রথমে দেখতে দৃষ্টিকটু
জুতো যতো দামীই হোক এটি পায়েই থাকে
আপনার এমন জুতো শত শত থাকতে পারে
আপনি এমন মন্তব্য করবেন যদি জানতাম
আপনার পোস্টে মন্তব্য করতাম না
আমার ভুল হয়ে গেছে
দুঃখিত, আমি ভুল পোষ্টে মন্তব্য করেছি
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৬
শায়মা বলেছেন: হা হা হা হা
তোমার দুঃখ দেখে আমার হাসি পাচ্ছে ভাইয়ামনি!
থাক দুঃখ পেতে হবে না ......
শুনো আমি সাজুগুজু মানে নিজে যেমনই পছন্দ করি তেমনি আমার ঘর বাড়ি খানা পিনা টেবিল চেয়ার রান্নাবান্না সবাইকেই সাজাতে পছন্দ করি!
কাজেই পায়ে থাকার জুতা শুধু দামীই না সুন্দর হলে সেটা আমার কাছে মাথায় থাকা মুকুটের চাইতেও বেশী মূল্যবান!
আর সবচেয়ে বড় কথা এটা একটা শিল্প। ডেকোরেটিভ কি রিং।
কাজেই এই শিল্পের মূল্য আমার কাছে অনেক বেশি।
দেখো তোমার মত করেই তুমি বুঝেছো।
জুতা! সেতো বুঝি নোংরা কাঁদার জিনিস!
জুতা!!!!! সে তো বুঝি মানুষকে পিটানোর জিনিস
জুতা! ছি ছি এটা কেউ টেবিলের উপরে উঠায় রাখে!!!!!!!
এমন কিছু ভাবনা থেকেই তোমার মনের মাঝ দিয়ে কটু ব্যাপারটা দৃষ্টিতে গিয়ে ঠেকেছে!
ব্যাপারটা পুরাই দৃষ্টিভঙ্গি এবং শিল্প বুঝাবুঝির ব্যপার!
আমি আবার দারুন শিল্পবোদ্ধা তো তাই আমার কাছে এটা ঠিক ঠিক আর তোমার কাছে বেঠিক ......
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৮
এ্যাক্সজাবিয়ান বলেছেন:
মানুষ ভুল করে - আমি মানুষ।
আমার ভুল হয়েছে।
আপনি কি তা আপনার তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য
আশা করি ব্লগারগণ জানবেন।
আপনার পোষ্টে মন্তব্য করার জন্য
আপনি সহ ব্লগের সবার প্রতি আমি ক্ষমা চাচ্ছি
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৪
শায়মা বলেছেন: এ্যাক্সজাবিয়ান বলেছেন:
মানুষ ভুল করে - আমি মানুষ।
আমার ভুল হয়েছে।
উঃ ভুলের জন্য ক্ষমা করে দেওয়া হলো। কারণ আমি ভুল না ভাবলেও তুমি নিজের ভুল নিয়ে ও মন্তব্য নিয়ে ইতস্তত করছো! কাজেই ক্ষমা পেলে যদি শান্তি পাও তো ক্ষমাই দেওয়া হলো !
আপনি কি তা আপনার তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য
আশা করি ব্লগারগণ জানবেন।
উঃ আমি কি ভাইয়ুমনি!
আমার তুচ্ছ তাচ্ছিল্য হাসি ঠাট্টা সিরিয়াস এবং ঝগড়া ঝাটি এবং ফাইটিং মাইটিং এই ব্লগের কারো জানতেই বাকী নেই ভাইয়ামনি। শুধু তোমার জানারই বাকী ছিলো।
নতুন তো তাই জানোনা!
খুব শিঘ্রী জেনে যাবে ! অযথা ব্লগের সকল ব্লগারগণের জানাজানির অপেক্ষায় থেকো না নিজের জানার অপেক্ষায় থাকো!
আপনার পোষ্টে মন্তব্য করার জন্য
আপনি সহ ব্লগের সবার প্রতি আমি ক্ষমা চাচ্ছি
আবারও ক্ষমা!!!!!!!!
আমি ছাড়া ব্লগের আর কেউ ক্ষমা করবে নাকি জানিনা!
কাজেই আমারটাই যথেষ্ঠ!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
শায়মা বলেছেন: এই নাও আমার গান শোনো
তবে ভুলেও আর মন্তব্য করো না!
অলরেডি ক্ষমা চাওয়া আর পাওয়াও শেষ!
এখন শুধুই শুনতে পারো আর মাঝে মাঝে অন্য কমেন্টগুলোও দেখতে পারো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০০
শায়মা বলেছেন: ওহ আরও ইনভেস্টিগেশন চাইলে পুরোনো পোস্টের সকল কমেন্টগুলোও পড়ে আসতে পারো।
কিন্তু তাতে চাই তোমার অফুরন্ত সময়!
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: রাজকন্যার পরিচয় পর্ব, সঙ্গে বোনাস হিসেবে পাওয়া আর এক রাজপুত্র এবং ভাবীমনিকে নিয়ে চমৎকার হৃদয় অনুভূতিতে মুগ্ধতা।
বিশ্বকাপ ফুটবলের সোনার বুটের মতই আপনার হীরক খচিত পাদুকা পুরাণের বৃত্তান্ত জেনে চমৎকৃত হলাম।
কমেন্ট করতে দেরি হল, আমি অবশ্য ওই পাড়াতে আগে হাজিরা দিয়েছি। হাহাহা...
শুভেচ্ছা নিয়েন আপু।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৮
শায়মা বলেছেন: হা হা অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!
সত্যি ভুয়া মফিজ ভাইয়ার উৎসাহ ও অনুপ্রেরনা আমার বইটাতে মিশে থাকবে। ভাবীমনিও আমার লেখা পড়তো জেনে আমার অনেক ভালো লেগেছিলো।
হীরক খচিত পাদুক নিয়ে আমি আসলেই মুগ্ধ!!!!!!
এটা আমি আমার ক্রিস্টাল আলমারীতে সাজিয়ে রাখবো ভাবছি!
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: মিলে গেল তাহলে
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৯
শায়মা বলেছেন: কি মিলে গেলো সোনামনি!!!
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৭
রোকসানা লেইস বলেছেন: কঙ্কাবতি রাজকন্যার গল্পটা পড়া হয়নি। আর আসল কঙ্কাবতির গল্পটাও ঝাপসা হয়ে গেছে মনে। তবে শায়মা লেখকের ভালোবাসা পাওয়ার জীবনের গল্পটা ভালোলাগল
শুভেচ্ছা সব সময় ভালো থেকো
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩১
শায়মা বলেছেন: আপুনি
তোমার ঠিকানা দাও তোমাকেও পাঠিয়ে দেই!
তোমার বিচিত্রার সাথে সময়গুলো পড়ে মুগ্ধ হয়েছি!
আপুনি আমার গান শুনেছো???
ফাগুন হাওয়া??
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: বুঝিয়া লও আপুমণি
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৮
শায়মা বলেছেন: কি বুঝিবো????
যাইহোক আমার নিউ এডিকশন ভিডিও মেকিং উইথ মাই ঔন গানা দেখেছো???
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৩
ল বলেছেন: রাজকন্যার জন্য রাজকীয় শুভেচ্ছা রইলো।।।।
চাঁদগাজীর গিফটটা ভালো লাগলো।।।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ফর রাজকীয় শুভেচ্ছা ভাইয়ামনি!!!!!
চাঁদগাজী ভাইয়ার জন্য না!!!!!!!!!!
চাঁদগাজী ভাইয়া ব্রান্ড বলেছে ভাইয়া!!!!!
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১১
জাহিদ অনিক বলেছেন: বাহ! একজন লেখক হিসেবে এটা নিশ্চয়ই খুব অনুপ্রেরণার (অবশ্য তোমার কোনো বাহ্যিক অনুপ্রেরণার দরকার নাই, সে ভিন্ন কথা)।
কংকাভাইয়াকে তোমার মারফত শুভেচ্ছা ও ভালোবাসা পৌছে দিও।
উপঢৌকন প্রেরণকারী নিশ্চয়ই মহৎ ও ভালো মানুষ। লেখাটা তাকে ছুয়ে গেছে।
বাই দ্যা ওয়ে, হাই হিলের সাথে পা'কড়ি কেন? পালিয়ে যেন যেতে না পারো সেই ভয়ে?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৪
শায়মা বলেছেন: হা হা হা হাই হিলের সাথে পা,কড়ি!!!!!!!!!!
হা হা হা ভালো বলেছো!!!!!!! ইহা এক রকমের শেকল মানে
শেকল পরা ছল মোদের এই শেকল পরা ছল .......
১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৬
রোকসানা লেইস বলেছেন: আমি যখন দেশে আসব তখন তোমার সাথে দেখা করে নিয়ে নিব। আমার একটা বইও তোমাকে দিব তোমাকে আশা রাখি। আমি এবছর না হলেও আগামী বছরে আসব আশা করছি।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
শায়মা বলেছেন: আপুনি !!!!
থ্যাংক ইউ !!!!
আপুনি তোমার নামের মিনিং কি?
আমার জানতে ইচ্ছা করে অনেক দিন!
কিন্তু তুমি খুব কম কম কথা বলো তাই জানা হয় না......
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৯
রোকসানা লেইস বলেছেন: ও তোমার গানের লিঙ্কটা দাও গান শুনি সে পর্যন্ত।
আমার লেখা গান গেয়ে ছিলেন, খালেদ হাসান মিলু ও জুয়েল সেই লিঙ্কগুলো পোষ্ট দিব এক সময় । শোন তখন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
শায়মা বলেছেন: গানের লিঙ্কটা কিন্তু পোস্টেই আছে।
হা হা একদম নীচে ......
জুয়েল , খালেদ হাসান মিলু তোমার গান গেয়েছে!!!!!!!!
দু'জনই তো আজ এই পৃথিবীতে নেই। গানগুলোই অমর হয়ে আছে ......
শিঘ্রী লিঙ্ক দাও আপুনি!!!!
আমি শুধুই রবীন্দ্র সঙ্গীত গাই ........
১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: তার এই মন্তব্যও রাজকন্যারূপী আমারও অন্তর ছুঁয়ে দু'আখিও ছুঁয়ে গেলো সেদিন......মেঘ গলে নামলো শ্রাবন ধারা ..... লাইনটা চমৎকার ছিলো আপু।
গল্পটা পড়তে ইচ্ছে করছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
শায়মা বলেছেন: দাঁড়াও তোমাকে লিংক দেই ভাইয়া ......
এই নাও প্রথম পর্ব
১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
অভিনদন রইল ।
আমার চারদিকে শুধু বই আর বই ,
চেয়ার টেবিল, শোকেজ , আলমারী ,
খাটের উপর নীচ , সোফার কিনার
খাবার টেবিল, চায়ের টেবিল, ড্রেসিং টেবিল ,
পাকঘর , রান্নাঘর , অজুখানা , গোসলখানা ,
নামাজখানা , শিড়ি , ছাদ , চিলেকোঠা ,
বাগানবাড়ী , অফিস সবত্রই খালি বই
আর বই , জীবনের কামাই সবই বই
এই বই ছাড়া তাই দেবার মত নাই
আর কিছুই, সেখান হতে কিছু তাই
তোমার বই প্রকাশ উপলক্ষ্যেই
প্রিতি উপহার দিয়ে যেতে চাই
যদিও তা নয় রাজকন্যার মানানসই
গ্রহণ যদি কর তাহলে বড়ই প্রীত হই।
হিরক খচিত জুতা দেখে চক্ষু জোড়ায়
লেখার নীচে দেয়া গানে প্রাণ জোড়ায়
বাহিরে ঝড় ঝড়ে , . বিজনে দ্বিপ শিখা
তোমার লেখা বইএ যেন আসরে পরে
এ কামনা রেখে গেলাম ।
শুভেচ্ছা রইল
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
শায়মা বলেছেন:
ভাইয়া বলো এটা কি?
তোমার জন্য ধাঁধা .......
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:২৫
আনমোনা বলেছেন: রাজকন্যার শেষ লেখার পরেও অনেকদিন নতুন লেখার অপেক্ষা করেছিলাম। তারপর বুঝলাম, রাজকন্যা তার ছদ্দবেশ খুলে ফেলেছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২
শায়মা বলেছেন: হাহাহাহা নতুন বেশ নিলে খুঁজে বের করো আপুনি!!!!!!!!!!
২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!
২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
নতুন নকিব বলেছেন:
রাজকন্যা বলে কথা! ভয়ে কঙ্কাবতী রাজকন্যার আশপাশে যেতে সাহস করিনি। রাজকন্যার আগমনের পর থেকে তাই দূরে দূরেই থেকে গেছি। বই প্রকাশের পরে এসে জানলুম, সে আপনি।
আসলে আপনি ঠিক ঠিকই রাজকন্যা। নতুন নিকে তখন আপনাকে চিনতে না পারার বোকামির দায় আমাদেরই।
স্মৃতিচারণগুলো অনেক ভালো লাগলো। অনেকেই আজ আর ব্লগে আসেন না অথবা ব্লগের উপর আরোপিত মিথ্যে খড়গের কারণে আসতে পারেন না। তাদের না পেয়ে সত্যিই মন খারাপ হয়। তবে অবশ্যই সামুর শুভ দিন আসবে- সেই প্রত্যাশায় প্রহর গুনি।
শুভকামনা, বোন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
শায়মা বলেছেন: আমি রাজকন্যা!
হা হা হা ভাইয়া!!!!!!
রুপকথায় বসবাস আমার !!!!!!!!!
২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: রাজকন্যার খোলা ছদ্মবেশ,
এতো নামের ভীড়ে খুজে ফিরি তাঁরে
মানসপটে ভেসে আসে স্মৃতি
সময়ের বাহুডোরে নিয়েছে যে ঠাঁই
সব আছে সব আছে
তবু কি যেন নাই কে জানো আছে
সবার অগোচরে হৃদয়ের আঙিনায়।
সুন্দন ।+ (সালমান বাদশাহ) ওভাবেই বলে ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
শায়মা বলেছেন: হা হা সুন্দনের জন্য অনেক অনেক শুভকামনা!
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫২
সেলিম আনোয়ার বলেছেন: রাজকন্যার খোলা ছদ্মবেশ,
এতো নামের ভীড়ে খুজে ফিরি তাঁরে
মানসপটে ভেসে আসে স্মৃতি
সময়ের বাহুডোরে নিয়েছে যে ঠাঁই
সব কিছু আছে সবই তো আছে
তবু কি যেন নাই কে যেন আছে
সবার অগোচরে নিয়েছে যে ঠাঁই হৃদয়ের আঙিনায়।
সুন্দন ।+ (সালমান বাদশাহ) ওভাবেই বলে ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
শায়মা বলেছেন: হা হা ডাবল ডাবল কমেন্টো!
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো আপি গল্প পড়ে
তুমি ভাগ্যবতী
আল্লাহ তোমাকে আরও সাফল্য দিন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!!!
২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৬
তারেক_মাহমুদ বলেছেন: ফেসবুকে পাদুকার ছবিটা দেখার পর থেকে গল্পটা জানার অপেক্ষায় ছিলাম । ব্লগে কংকাবতীর গল্প পড়া হয়নি , একদিক দিয়ে ভালোই হয়েছে ছাপার অক্ষরে প্রথম পড়েছি আর অভিভুত হয়েছি। বেশিরভাগ সময়ই চোখ জলে ভিজেছে। একটা ভাল বই পাঠের আনন্দ অন্যদের সাথে ভাগাভাগি করার জন্য আরও দুই একজনকে বইটি পড়ার জন্য দিয়েছি যারা পড়েছে তারাই অভিভুত হয়েছে।
ব্লগার চাঁদগাজী ও ভুয়া মফিজ ভাইয়ের গিফটগুলো ভাললাগলো সাথে গল্পটাও অনেক মায়াময়। পরিশেষে লেখিকার জন্য একজন মুগ্ধ পাঠকের অনেক শুভেচ্ছা ও ভালবাসা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
শায়মা বলেছেন: হা হা অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!
২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: message from chandgazi
@শায়মা,
আমি কমেন্ট ব্যানে আছি; আপনার আজকের পোষ্ট, "এই ছবিগুলোর একটা গল্প আছে ...... "'এ কমেন্ট করতে পারছি না; আপনার "একি খেলা আমার সনে" উপন্যাসটা অনেক শক্তিশালী বই।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২
শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!
কমেন্ট ব্যানে থাকবার পরেও এত কষ্ট করে কমেন্ট দেবার জন্য!!!
ভাইয়া তোমার ব্রান্ড পেঁচার ছবি দেওয়া পেপার ওয়েটটা নিয়ে ভুয়া মফিজ ভাইয়া এটাই লিখেছে জানো??? হাহা হা হা হা হা
যাইহোক আবারও তোমার কমেন্ট ব্যান শুনে খারাপ লাগলো!
আহারে ভাইয়া আজও মুখ সমালাতে শিখলে না আবারও ব্যান খেলে!!!!!!!!
দোয়া করি তাড়াতাড়ি ব্যানের আসর কেটে যাক!!!!!!!
লা হাওলা কুয়াতা ........
২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮
রায়হান চৌঃ বলেছেন: আপু.... অনেক দিন পর, কেমন আছেন ?
সত্যি বলতে কি, ব্যস্ততা আমাদের অনেক কিছুই কেড়ে নেয়। এই আপ্সর / অন্সর / ড্রিলিং রীগ গুলো গুর গুর করে সময় হয়ে ওঠেনা। তার পর ও বলছি আপনার "একি খেলা আমার সনে" "কঙ্কাবতীর রাজকন্যা" এত বেশি পড়া হয়েছে, লিখা গুলো নিয়ে এত বেশি ভাবা হয়েছে আপনি কল্পনা ও করতে পারবেন না। "একি খেলা আমার সনে" লিখাটা আমার মনে এত বেশি দাগ কোটেছে যে মাঝে মাঝে নিজেই আৎকে উঠি, হার্ট ব্রিথং রেট বেড়ে যায় নিজের ই অজান্তে। আমি জানি, এত বেশ রিয়েলাইজেশন মোটেই ঠিক না, তার পর ও বলছি আমার ছোট্ট একটা মেয়ে আছে। কেমন যেন, মাঝে মাঝে নিজেই ভায় পেয়ে যাই আমার টুনটুনি পাখিটার জন্য, নিজের ই অজান্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে সবসময় আমার রাজকন্যার মতো ই রাখেন।
ভালো থাকবেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:০৯
শায়মা বলেছেন: তোমার রাজকন্যার জন্য অনেক দোয়া!!!
আজকের রাজকন্যারা তো আরে আগের দিনের মত নেই ভাইয়া!
তারা জানে নিজেকে নিজেই রাজকন্যা বানিয়ে ফেলতে .......
কাজেই ভয় পেয়োনা একদম!!!!!
সে অনেক অনেক বড় হবে নিশ্চয়ই!!!!!!!
২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কঙ্কাবতীর লিখাগুলি খুব পরিপক্ক ছিল। তার পরও আমি ধরতে পারিনি, এটা শায়মা মনি লিখছে ।
কমেন্টটি করার আগেও তোমার বইটির কিছু পাতা উল্টালাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৯
শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি!!!!!!!!
লুকিয়ে থাকার জন্য তাহলে ভালোই এক্টিং জানি আমি !!!
২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মুক্তিযোদ্ধা ব্লগার জনাব চাঁদগাজী কে ব্যান করার প্রতিবাদে পোস্ট দেয়া থেকে বিরত আছি।
এটাই আমার প্রতিবাদ। আমাদের হাত বাঁধা কেন ? আমাদের চোখ খুলে দাও!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪০
শায়মা বলেছেন: ভাইয়া তাড়াতাড়ি মুক্তি পাক!
৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৮
তারেক ফাহিম বলেছেন: ব্লগের কঙ্কাবতী রাজকন্যা কি হারিয়ে যাবে?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪২
শায়মা বলেছেন: হা হা হা সে এখন মৃগয়ায় আছে.......
৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৭
কাওসার চৌধুরী বলেছেন:
সোনার কঙ্কাবতীর সোনার জুতার জন্য আমার নিজের তৈরী আঁচারের বৈয়ম দিলাম।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০১
শায়মা বলেছেন: হায় হায় এই আচার কি সোনার জুতায় ভরে তুলে রাখবো!!!!!!!!!!
নাকি খাবো!!!!!!!!!!
৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপু গতকাল দুই পর্ব পড়েছি, পুরুটা পড়বো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৪
শায়মা বলেছেন: ওকে ভাইয়া
১০ পর্বের পর বাকী পর্বগুলো আমি ড্রাফটে রেখেছিলাম বই প্রকাশের পরে।
দাঁড়াও সেগুলো ওপেন করে দিয়ে আসি!
৩৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২০
সোহানী বলেছেন: যাক ভাইয়ামনি আর আপুমনির গল্প শুনলাম। তোমার লিখা আমি সত্যিই ধরতে পারিনি......।
বাই দা ওয়ে আমি সেইম চকলেট আর পাদুকা থুক্কু প্যাঁচা মাত্রও আমি পেলাম তবে বই লিখে নয় .............. !!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
শায়মা বলেছেন: বই না লিখেই!!!!!!!!!!!!!!
দাঁড়াও ভাইয়া নেক্সট ইয়ার বই না লিখেওওওও এই প্যাচার ভাই ঘ্যাচা বা প্যাচার বোন পেঁচি যদি আমাকে না পাঠায় তো কি করি দেখো!!!!!!!!!!
৩৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৬
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
ছবির যেমন গল্প আছে তেমনি এই লেখায় আপনার সুন্দর অভিজ্ঞতার একটা গল্পও আছে। ব্লগের না দেখা মুখগুলোর সাথে এমন বন্ধুত্বপূর্ণ ও সম্মাননার সম্পর্ক নিঃসন্দেহে সুস্থ্যতার প্রতীক।
আপনার বইটি আমার সংগ্রহে আছে যদিও পড়া হয়ে ওঠেনি এখনও।
অবশ্য প্রায় শুরু থেকেই অনুমান করেছিলুম ব্লগের " কঙ্কাবতী রাজকন্যা" আমাদের " শায়মা" না হয়ে যায়না। দেখছি অনুমানটি মিথ্যে হয়নি।
আর সাথের ভিডিওটি দেখলুম। আপনার গানের গলা আগের চেয়ে এবারে খানিকটা ভারী মনে হলো। যে গানটি গেয়েছেন তা দ্রুত লয়ের, চটুল। অনেকেই দ্রুত লয়ে গেয়েছেন এই গানটি। আপনি গেয়েছেন মাঝারি লয়ে। দ্রুত নয় - বিলম্বিতও নয়। গলার দরদ আর গলার কারুকাজের জন্যে একেকজনের গলায় একেক রকমের গান মানিয়ে যায় আর অন্য রকম আমেজ তৈরী করে দেয় । যেমন, দেবব্রতের গলায় বিলম্বিত লয়ের গানই মানায়, দ্রত লয়ের নয়। আপনার গলায় এই গানটি আর একটু ধীর লয়ে ( বিলম্বিত লয়ে ) গাইলে আরও অনবদ্য হয়ে উঠতো মনে হয়। আপনার গলার ধার তাই বলে। আপনি আর একটু ধীর লয়ে নিজে নিজে গেয়ে দেখতে পারেন, আমি ভুল কিছু বললুম কিনা।
আর ভিডিওটি মোটেও ভালো লাগেনি পুরোটা সময় জুড়ে ষ্টিয়ারীং হাতে আপনাকে একদিক থেকে ফ্রেমবন্দী করায়। বিভিন্ন এ্যাঙ্গেলে আপনাকে ধরে মাঝে মাঝে গানের কথার সাথে মিলিয়ে সাজেষ্টিভ কিছু জুড়ে দিলে ( সে ক্ষেত্রে এডিটিং করতে হতো দক্ষ হাতে। ) আরও সুন্দর ও মোহনীয় হতে পারতো।
আমি যদিও কোনও এক্সপার্ট নই তবুও গানের কথার সাথে , সুরের সাথে একাত্ম হয়ে উঠতে চাই বলেই এবং উঠিও বলেই এমনটা বললুম। মন খারাপের কারন হলে ক্ষমা করবেন। যদিও জানি, আপনি সুন্দর করে সামলে নিয়ে অনিদ্য সুন্দর করে একটা হাসি দেবেন।
ভালোলাগা রইলো লেখায় ও গানে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২০
শায়মা বলেছেন: হা হা ভাইয়া প্রথমেই বলি এই ভিডিও ধারণ করেছে আমাদের বাসায় এসেছিলো একটা ছেলে যখন তার বয়স ১০/১২ এখন সে ২৪/২৫। এই এতগুলো দিন ধরে আমাদের বাসায় থাকার কারণে সে হয়েছে সকল কাজের কাজী।
তো কিছুদিন আগে প্য়ারেন্টস মিটিং ছিলো আর তাই যখন তাকে নিয়ে চললাম স্কুলের দিকে তখনই সে পিছে বসে ভিডিও করছিলো।
আমি গাড়ি নিয়ে যাই আর সে গাড়িটা ফিরিয়ে নিয়ে আসে। সে আবার এরই মাঝে ড্রাইভিংটাও শিখে নিয়েছে। অচিরেই আমরা তাকে ফুট ফরমাস খাটা কাজ থেকে অব্যাহতি দিয়ে ড্রাইভার পদে প্রমোশন দেবো। যাইহোক ভাইয়া তো সেদিনই ভুয়া মফিজভাইয়ামনি এই উপহারগুলো পাঠান। আর এই শাড়ি পরেই সেদিন ছিলাম বলে এই ভিডিওটাও শেয়ার করে দিলাম। তবে হ্যাঁ আমি আইডিয়াটা যখন পেয়েই গেলাম তখন সেটা কাজে লাগাবো। আরও ছবি দিয়ে গানের সাথে মিলিয়ে আবারও ভিডিও বানাবো। আর একদিক দিয়ে ভিডিও অবশ্য আমার বুদ্ধি। জানোই আমি লজ্জাবতী লতা!
এইবার আসি কঙ্কাবতী রাজকন্যা প্রসঙ্গে!
আমি জানি তুমি অবশ্য অবশ্য বুঝেছিলে আমিই সেটা। হা হা হা তবে না বুঝানোর জন্য কম অভিনয় আমি করিনি! আমি তো প্রকাশিতই হতে চাইনি কখনও!
আর এই ঘটনা আসলেও অনেক অনেক মজার ভাইয়া!
আমি স্বপ্নেও ভাবিনি ভাইয়াটা সেই সুদূরে বসেও তার রাজকন্যা বোনটার জন্য এমন চকলেট পাঠাতে পারে!
ভাইয়ার মেইলটাতেই ছিলো নো এক্সিউজ! যেমনে পারি আমাকে সেটা নিতেই হবে। হা হা হা
অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি! এত কিছু খেয়াল করে এত কিছু নিয়ে মন্তব্য করার জন্য!
ভিপিএন দিয়ে ঢোকার কারণে আমার আর অনলাইনই আজকাল ভালো লাগে না! মনে হয় নিশ্বাস বন্ধ হয়ে আছে।
৩৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি যে হলো ব্লগটার। কত জনেরে মনে পড়ে।
কিন্তু ওরা নেই সামুতে। স্মৃতিময় পোস্টে অনেক অনেক ফেলে আসা মুখ ভির করছে স্মৃতির এলবামে।
+++++++
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪
শায়মা বলেছেন: হুম!!!!!
এভাবেই সব কিছু স্মৃতি হয়ে যায় !!!!!!!!!!
৩৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি তোমার প্রতিটি পোস্টে আমার বিচরন আছে। যদিও প্রথম প্রথম ব্লগে অনেক ক্যাচাল ছিল তখন তা উপভোগও করতাম। এক সময় ব্লগে এসেই তোমার কোন পোস্ট আছে কিনা খোজে নিতাম। তুমি যে সেরাদের সেরা হয়ে উঠলে দিনকি দিন। ইর মাঝে ব্লগে আসা কমিয়ে নতুন নিকে নিজেকে উপ্থাপনটা ধরতেই পারিনি। মনে করেছিলাম আরেকজন জিনিয়াসের সাথে আছি। পড়তে পড়তে গল্পের সাথে একাকার হয়ে উঠি। এই গল্প নিয়ে রিয়েল লাইফেও আড্ডায় মেথে উঠেছিলাম। সেই তুমি যখন প্রকাশ হলে কি যে ভাল লেগেছিল। তোমাকে পৃথিবীর সকল সাফল্য ছুয়ে যাউক সেই কামনাই করি। ভালো থেকো সদায়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪২
শায়মা বলেছেন: হায় হায় সেই সব কেচালে আমার বিরুদ্ধে লড়েছিলে নাকি!!!!
নিশ্চয়ই হেরেছো!
আর নতুন নিকে উপস্থাপিত হওয়া সে আমার আজন্মকালের ইতিহাস। কোথাও কমাকমি করিনি ভাইয়া!
তবে ঐ নিকটাকেই তুমি বেশি ভালোবেসেছিলে সেও আমি জানি!
হা হা হা
অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!
৩৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২১
আহমেদ চঞ্চল বলেছেন: অনেক দিন পরে এলাম। খুব সুন্দর লিখেছেন বরাবরের মতন ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
শায়মা বলেছেন: ভাইয়া আসো না কেনো?
আগের মত আর দেখিনা তোমাকে!
৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৭
আমি তুমি আমরা বলেছেন: কঙ্কাবতী রাজকন্যা আপনার নিক জানা ছিল না। অনলাইনে পরিচিত কারও কাছ থেকে উপহার পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার।সেদিক থেকে আপনাকে বেশ ভাগ্যবতী বলতে হবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: হা হা
আমি তো লেখার সময় যত দূর না জানানো যায় সেটাই করেছি।
হুম আমি অনেক দিক দিয়েই ভাগ্যবতী মনে হয় ভাইয়া!
সত্যি কিন্তু মনে হয়!!!!
৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৫
করুণাধারা বলেছেন: অপুর সংসার সিনেমায় একটা দৃশ্যে অপু বলছে, "কাজলকে দেখলেই আমার মনে পড়ে ওর জন্যই অপর্ণা নেই"! তোমার "কঙ্কাবতীর কথা" বইটা ভালো, কিন্তু ওটা দেখলেই মনে পড়ে, এই বইটা পাবার জন্য কঙ্কাবতী রাজকন্যার চমৎকার গল্প গুলো আর কখনো পড়া হবেনা!! (এই কথাটা কি আমি আগেও একবার বলেছি?) যাই হোক , অন্য কোন নামে আবার গল্পের ঝাঁপি নিয়ে এসো, অপেক্ষায় থাকলাম।
চমৎকার উপহার সব! রাজকন্যার জুতা তো সুপার্ব!! একটা জিনিস ভেবে আমার খুব ভয় লাগছে, কঙ্কাবতী রাজকন্যা প্রকাশ্যে এসেই হারিয়ে গেল। তেমনি তুমি ভুয়া মফিজের নাম প্রকাশ করে দেয়ায় ভুয়া মফিজ হারিয়ে যাবে না তো আবার!! ভুয়া মফিজকে খুব মিস করবো তাহলে। এমন হলে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু পুরোপুরি তোমার!!
চমৎকার পোস্ট। মন্তব্য করতে এত দেরী হল, ভিপিএন ঝামেলা করছিল তাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৪
শায়মা বলেছেন: হা হা আপুনি!
ঠিক আছে কঙ্কাবতী রাজকন্যাকে বলবো আবার গল্প লিখতে।
তবে ভূয়া মফিজ ভাইয়াটার কি হলো ! আসলেও তো চিন্তায় আছি!!!!!!!!!
দাঁড়াও ফিরায় আনার ব্যাবস্থা করছি আজকেই!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৬
শায়মা বলেছেন: আপুনি নিখোঁজ ভাইয়ার খোঁজ পাওয়া গেছে!!!!!!
এই মাসের শেষের দিকে এসে যাবেন ভাইয়ামনি!!!!!!!!
একটু ঝামেলায় আছে এখন!
৪০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭
মা.হাসান বলেছেন: গানের ভিডিওতে যাকে দেখলাম সেটা যদি আপনি হয়ে থাকেন তবে বলতে হয় আপনাকে বড় রোগা লাগছে। আমি আপনার স্বাস্থ্য উদ্ধারে সহায়ক একটা বই পাঠাতে চাই।
এই সব খেলে শরীর খারাপ করতে পারে, আপনি বরং এটা আমাকে দিয়ে দিতে পারেন, ছাইপাশ খাবার অভ্যাস আমার আছে।
(আপনার কঙ্কাবতী আমার জন্য শেষ করা খুব কষ্টকর হয়েছে, কাটাকাটি হিসেবে মন ভালো করার মতো, এই পোস্টের মতো, আরো লেখার অনুরোধ রইলো ।)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৭
শায়মা বলেছেন: রোগা লাগছে তাই না!!!!!!!!
ছোটবেলায় বুঝি খুব পড়েছিলে........ কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না
যাইহোক তাই কানাকে বলবে পদ্মলোচন আর খোড়াকে উসাইন বোল্ট!!!!!
আর কঙ্কাবতী শেষ করা কষ্টকর হয়েছে মানে কি!!!!!!!!!!!!!!
৪১| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:০৩
অবেলার পানকৌড়ি বলেছেন: আপু ভালোবাসা নেবেন[/sb]
০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া।
এতদিন পর কই থেকে এলে?
ভিপিএন না দিয়ে ঢুকতে পারছিলে না বুঝি।
৪২| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১:০১
অবেলার পানকৌড়ি বলেছেন:
লাভ নেই আপু , ক্ষনিকের মেহমান দূর্গা পূজার শুভেচ্ছা নেবেন
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
শায়মা বলেছেন: ভি পি এন কি দুনিয়ায় একটা নাকি!!!!!
পূজার শুভেচ্ছা!!!!!
৪৩| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা,
কেমন আছো?
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
শায়মা বলেছেন: ভালো আছি!!!!!!!
শারদীয়া মেজাজে আছি!!!!!!
ফুরফুরা আছি!
৪৪| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
ডার্ক ম্যান বলেছেন: কোথাও আমি নাই!
আপনার রাশি ভাল দূর দেশ থেকে গিফট পান। গাজী ভাইরে সমর্থন করেও আমার কপালে কিছু জুটলো না।
আপনার বই রকমারিতে পাব? কোন প্রকাশনী?
০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
শায়মা বলেছেন: আহা আহা আমার ক্রাশভাইয়া!!!!!
তোমাকে কি আমি বই কিনতে দিতে পারি!!!!!!
আমাকে এড্রেস দাও আমি পাঠিয়ে দিত্তি!!!!!!
আর সেই দুই দুই লাইনর কাব্য যাহা পরবর্তী সকল নারীগনের জন্য বিলিয়মান হয়েছিলো তাহা এইখানে পেস্ট করো দেখি তোমাকে চিনতে পারি কিনা!!!!!!!
৪৫| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
শায়মা বলেছেন:
তোমার জন্য দুইটা আঁধা ছবি .....
৪৬| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:১১
ডার্ক ম্যান বলেছেন: ছিলাম না কোন কালে মূমিন
শুধুমাত্র তোমার ভালোবাসায় হয়েছিলাম চার্মিং।
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:২০
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়ামনি!
ওকে এড্রেস দাও আমি পাঠিয়ে দেই বইগুলা আমার ......
আমার আইডি [email protected]
৪৭| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৩:৪০
অবেলার পানকৌড়ি বলেছেন: মোবাইলের অপেরা মিনিই ভরসা
০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:২০
শায়মা বলেছেন: হ্যাঁ মোবাইলে ঢোকা যায় কিন্তু ডেস্কটপে ভি পি এন লাগবেই।
৪৮| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২
ফকির গরীব উল্লাহ বলেছেন: অসাধারণ
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
৪৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৪
ইসমাঈল আযহার বলেছেন: তোমার গান আমি অনেক শুনি। যে লিংকগুলো তুমি দিয়েছিল সেগুলো এখনও আছে।
কিন্তু তুমি কথা রাখোনি!
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১
শায়মা বলেছেন: হায় হায় কি কথা দিয়েছিলাম আবার ভাইয়ু!!!!!!!!
আমি আবার কথা দিয়ে কথা ভুলাভুলিতে ১০০তে ২০০ নাম্বার পেয়ে যাই!
৫০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
পুলক ঢালী বলেছেন: আপনি বহুমুখী প্রতিভার অধিকারী। ছবি আঁকেন, কি সুন্দর আপনার গানের গলা, লেখা লেখিতেও দারুন দক্ষ। নাচতে পারেন কিনা জানিনা তবে ঈদে যেসব খাবার হাজির করেন তাতে বুঝা যায় আপনি পাকা রাধূনীও বটে।
ও হ্যা চকলেটের ব্যাপারে ভুয়াভাই কি সিদ্ধান্ত দিলেন! সাজিয়ে রাখবেন নাকি রসনা তৃপ্তির পথে এগুবেন? দ্বিতীয় পথে গেলে লাইন ধরার সম্ভাবনা আছে।
ভাল থাকুন।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!! সে চকলেট তো দুদিনেই শেষ!
আর নাচের কথা বললে না! সেটাই আমার মেইন শিক্ষনীয় বিষয় ছিলো! গান আঁকাআঁকি এসব তো নাচতে নাচতেই শিখলাম!!!!!
৫১| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৪
প্যারাসিটামল খবিশ বলেছেন: এই জুতা বাংলাদেশে একদিনও পরতে পারবেন না
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৬
শায়মা বলেছেন: হা হা ভাইয়া এটা তোমার পরার জুতা মনে হলো??
ওকে এটা তোমার জন্য ধাঁধা!
বলো এটা আসলেই কি!
ভালো করে দেখে তারপর বলো ভাইয়া!
৫২| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৫
প্যারাসিটামল খবিশ বলেছেন: ও আচ্ছা।চাবির রিং
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১৫
শায়মা বলেছেন: হা হা
হুম ভাইয়া!!!!!!!!!
তুমি ১০০ পেয়েছো।
৫৩| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১:২৮
প্যারাসিটামল খবিশ বলেছেন: থ্যাংকু আপু।জিবনে প্রথম কেউ ১০০ তে ১০০ দিলো।চোখে পানি চলে এসেছে
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৪৫
শায়মা বলেছেন: বুঝলাম তুমি ফেইলটু/ফেইলথ্রি/ফেইলফোর টাইপ স্টুডেন্ট ছিলে!
অংকেও কোনোদিন ১০০ পাওনি!
আহারে থাক ভাইয়া। কিচ্ছু হবেনা আমরা তোমাকে রোজ ১০০ দেবো।
আমি আবার বেশি উদার ২০০/৩০০/১০০০ ও দিতে পারি।
৫৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ২:০৯
প্যারাসিটামল খবিশ বলেছেন: ছিলাম না;এখনো আছি আপু।তোমার মত একজন টিচার পাইলে জিবনটা সহজ হয়ে যেতো
০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫
শায়মা বলেছেন: হায় হায় এখনও আছো!!!!!!! কি সর্বনাশ!!!!!!!!
আমি তোমাকে অনেক নাম্বার দিয়ে দিলাম!
এখন জীবন সহজ করে তোলো!
৫৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: পিঁয়াজ রান্নার কি অবস্থা শামা
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৩
শায়মা বলেছেন: পিঁয়াজ দিয়ে পিঁয়াজী কিংবা মাছ বা মাংসের দোপেঁয়াজা ! আহা কিয়া মজা!!!!
৫৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: পিঁয়াজ বাদে রান্নার কি অবস্থা শামা
০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৯
শায়মা বলেছেন: ওকে সেটাও কোনো ব্যপার না! পেঁয়াজ বাদেও রান্না করা যায়! মানুষ শুধু শুধু পাগল হয়ে ওঠে! যা নিয়ে ঝামেলা হবে সেটা ছেটে বাদ দিলে সিধা হয়ে যাবে শয়তানরা ।
৫৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা , পিঁয়াজের সস বা আচার করা যায় না ?
কিংবা অন্যকোনো ভাবে সংরক্ষণ ?
অনিয়ন চিপস
০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪
শায়মা বলেছেন: যাবেনা কেনো?
নিশ্চয় যাবে......
আদিকালের খানা পিনার সাথে আজকের খানার কত কত পার্থক্য! কাজেই কোনো কিছুই অসাধ্য নহে এই পরিবর্তনের যুগে।
৫৮| ১৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগার মুনীরা চৌধুরীর পোষ্টের লিংক আছে আপনার কাছে?
১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৫
শায়মা বলেছেন: মুনিরা চৌধুরী
এই যে ভাইয়া.....
তবে আপু তো আমাদের ছেড়ে চলে গেছেন এক সড়ক দূর্ঘটনায়।
৫৯| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০
সেলিম আনোয়ার বলেছেন: ২৩/১০/১৯= ২৩+১০+১৯=৫২=৫+২ =৭ লাকি সেভেন
আবারো ২+৩=৫ ১+০=১, ১+৯=১০= ১ ৫+১+১=৭ আবারো লাকি সেভেন।
আজকে শুভ তারিখ সন্দেহাতীত ভাবে ।
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
শায়মা বলেছেন: অংক দেখলেই আমার আজও মাথা ঘোরে....
৬০| ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৮
বিজন রয় বলেছেন: ভাল আছেন আশা করি।
একটা কবিতা পোস্ট করবেন?
২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
শায়মা বলেছেন: কবিতা তো আর লিখিনা ভাইয়া।
প্রেম কাব্য লিখতে গেলে অবশ্য আমার প্রেমে পড়তে হয়!
তবে নজরুলের মত মুক্তিসুখের উল্লাসে মোর চোখ হাসে মোর মুখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে লিখবো নাকি ভাবছি।
৬১| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: রেজাল্ট তো ভালো !!! ৭ লাকি নাম্বার।
তোমার পোস্ট নেই কেনো???
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২১
শায়মা বলেছেন: কিসের পোস্ট!
আনন্দের পোস্ট!
ভয়ে ভয়ে আছি!
সবার এত আনন্দের ভার সামু সহ্য করতে না পেরে আবার ঢলে পড়ে যায় নাকি!
৬২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৮
সেলিম আনোয়ার বলেছেন: শায়মা,
ভয়কে করো জয়—কীসের এতো ভয়
ভয় নেই আর....ভয় থাকে মনে
সাহস করো সঞ্চয়,
সম্মিলিত প্রচেষ্টায় !!!
২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১০
শায়মা বলেছেন: ভয় তাই না!
সাহস আর দুঃসাহস দুইটা জিনিস!
ডোন্ট ফরগেট!
যাইহোক এখন আমি ইজি কাজে বিজি আছি।
অনেক ইম্পর্ট্যান্ট ইজি কাজ ! মাঝে মাঝে ব্লগ দেখি!
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৯
ইসিয়াক বলেছেন: বেশ তো।
শুভরাত্রি ।