নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ভাইয়ামনি খায়রুল আহসানভাইয়ার জন্মদিনে রংধনু রং শুভেচ্ছা......

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৯


এই ব্লগে সৌম্য, শান্ত, বুদ্ধিদীপ্ত ও ভীষন ভীষন জেন্টেল মানুষটি আছেন যিনি। তিনি আমাদের খায়রুলভাইয়া। আমার ধারণা এই কথার সাথে সেই আদিকাল থেকে আজ পর্যন্ত যত ব্লগার ভাইয়া আপুরা আছে তারা কেউ দ্বিমত হবে না। ভাইয়া আমাদের ব্লগের এক রত্ন। ভাইয়ার এক লেখায় জেনেছিলাম ভাইয়া শুধু নিজেই রত্ন নন। তিনি তিন তিনজন রত্ন পুত্রের পিতাও.। ভাইয়ার ছেলেরা এস,এস,সি এইচ, এস সি তে বোর্ড সেরা রেজাল্ট করেছিলো এবং এখন এই কৃতি সন্তানেরা সাফল্যের জীবন যাপন করছে।
ভাইয়ার লেখা, ভাইয়ার কমেন্ট সব কিছুই আমাদের ভীষন ভীষন প্রিয় কিন্তু ভাইয়া জানেনা একটা গোপন কথা যে ভাইয়াকে যখনই দেখি তখনই আমি তাকে তার সেরা সাফল্যের মূল্য দেই এই কথাটা ভেবেই যে ভাইয়া তিন তিনজন রত্মপুত্র গড়ে তোলা একজন সফল পিতা।
ভাইয়ার কথা মনে পড়লেই তার সেরা সাফল্য আমার এটাই মনে পড়ে।
তারপর তার এই ব্লগে অবাধ সুচিন্তিত ও মার্জিত বিচরণ! বাব্বাহ কি করে এত ধৈর্য্য ধারণ করে রাখে ভাইয়া অবাক হয়ে যাই! আর তার প্রতিটা পোস্ট খুঁটিয়ে পড়া ও লেখা ও লেখককে পর্যবেক্ষনের ক্ষমতা অসাধারন.....
ভাইয়ার নিজের লেখায় যে উচ্চমার্গের পরিচয় থাকে তা বর্ননা বা বিশ্লেষন করার ক্ষমতা আমার নেই। তবে যাদের আছে তারা সকলেই বুঝবেন।

যাইহোক ভাইয়া তুমি আরও আরও অনেক বছর বেঁচে থাকো। আমাদের মাঝে এইভাবেই লিখে চলো, কমেন্ট করো আর তোমার পুরো পরিবার নিয়ে অনেক অনেক সুখে থাকো এই কামনা করি .....
এই শুভদিনে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আর ভাইয়ার জনমদিন উপলক্ষ্যে সবার জন্য আমার রংধনু রং খানাপিনা.....







হ্যাপী বার্থডে খায়রুল আহসান ভাইয়া .......

মন্তব্য ১৬৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১৬৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

মেহবুবা বলেছেন: শুভকামনা খায়রুল আহসান এর জন্য।
বর্ণিল আয়োজনে মুগ্ধ!


অ:ট: আমার জন্য এমন রঙীন বাহারী আয়োজন কোনওওওওওদিন করনি !!!

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

শায়মা বলেছেন: জন্মদিনটা শুধু একবার বলো আপু......
তোমার জন্য শুধু রংধণু নাকি!!!!!!!!!!!!!!!!

বর্নিল ফুল পাখি প্রজাপতি সব আনবো!!!!!!!!!!!! :)

২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের প্রিয় ব্লগার শ্রদ্ধেয় ব্লগার জনাব খাইরুল ভাইয়ার জন্মদিনে অনেক শুভেচ্ছা ভালোবাসা আর দোয়া রইলো। অনেক ভালো সুস্থ ও নিরাপদ থাকুন স্বপরিবারে


আপুনি জাজাকিল্লাহ খাইরান তুমিও ভালো থেকো

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৪

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!

লাভ ইউ লাভ ইউ লাভ ইউ!!!!!!!!!!!!

আমি ভালো আছি! তবে অনলাইন ক্লাস নিয়ে মহা ঝামেলায় আছি!!!!!!

২০টা বাচ্চা সাথে আরও ৪০ জন বাবা মা হা করে তাকায় থাকে । মাঝে মাঝে দাদা দাদী নানা নানিও .......

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৭

মেহবুবা বলেছেন: আমি জানি যে তুমি কত কি করবে।
কিছুই লাগবে না, তোমাকে এখানে দেখে মন ভরে গেল।

কদিন দেখছিলাম না তো একটু চিন্তা হচ্ছিল।
ভাল থেকো নিজের মত করে নিজের জন্য!

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!
বলো বলো বলো .......
জন্মদিনটা বলো আপু!!!

আর একটা কথা আমি ঠিকই ছিলাম কিন্তু!!! লুকিয়ে ছিলাম তাই দেখোনি!!!!!!


আমি তো ঠিকই তোমাকে দেখেছি যখনই এসেছো তখনি......

সেদিন তোমার লেখা পিছের পাতায় চলে গেলো। তুমি খুব অভিমান করলে ..... হা হা হা

আপু আমি ভালো আছি তবে মহা মহা মহা বিজি!!!!!!!! ইজি কাজেই শুধু বিজি না কঠিন কাজেও বিজি .....:(

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০১

রামিসা রোজা বলেছেন:
আমার প্রিয় একজন ব্লগার খাইরুল আহসান এবং আজ
উনার জন্মদিনে শুভেচ্ছা রইলো । অসংখ্য ধন্যবাদ এতো
চমৎকার করে একটি পোস্ট লিখার জন্য ।

ভালোকথা, আমি তো খেতে পছন্দ করি এখন তো জিভে
জল এসে গেলো করণীয় কি শায়মা আপু ?

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩

শায়মা বলেছেন: এ্যই!!!!!!!!!!!!!! তোমরা সবাই খাইরুল খাইরুল লিখছো কেনো!!!!!!!!

আমি তো ভয়ে শেষ!!
আবার গিয়ে নামের স্পেলিং চেক করে আসলাম।

যতক্ষন বাফারিং হচ্ছিলো ভাবছিলাম চোখের পাতায় মনের খাতায়..... তবে কি আমি এতদিন ভাইয়ার নামটা ভুল পড়েছি!!!!!!!!!
সবাই একরকম পড়লো আর আমি কিনা অন্যরকম !!!!!!!!!!

হায় হায় সাধে কি মানুষ আমাকের বলে উল্টা বুড়ি!!!!!!! :P

যাইহোক আমার বাসায় চলে আসো!!!

পরীর দেশে । উড়ে উড়ে চলে আসো আপুনি!!!!!!! তারপর খাওয়াবো রংধনু রং খানাপিনা ......

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৫

মুরাদ বেগ বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় ব্লগার খাইরুল আহসান স্যারের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া .....থ্যাংক ইউ সো মাচ!!!!

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৬

নেওয়াজ আলি বলেছেন: এমন একজন নিখাদ ভদ্র লোককে আন্তরিক শ্রদ্ধা । ছবিতে আয়োজন ভালো হয়েছে। তবে উনাকে দাওয়াত দিলে আময়াও পিছনে পিছনে যেতাম।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৪

শায়মা বলেছেন: দাওয়াৎ দাওয়াৎ দাওয়াৎ।

ভাইয়াকেও তোমাদেরকেও ভাইয়া!!!

কিন্তু পরীর দেশে উড়ে আসতে হবে ভাইয়ামনি!!!

আমি কিন্তু আকাশে থাকি!!! :P

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১১

চাঁদগাজী বলেছেন:


ব্লগার খায়রুল আহসান সাহেবকে জন্মদিনের শুভেচ্ছা; অনেক অনেক শুভ কামনা রলো।
তিনি প্রকৃতির কবি, খুবই বিজ্ঞ-পাঠক।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৭

শায়মা বলেছেন: ভাইয়া থ্যাংকস আ লট!!!!!!!!!!!

তোমার জন্মদিন বলো ভাইয়া......

ট্রাক্টর কেক বানাবো.......

তার তলায় ব্লগারদের নেমসহ কেক...... :)

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৩

মেহবুবা বলেছেন: তোমাকে অনেক ভালমেয়ে ভেবেছিলাম এখন দেখছি না খুবই দুষ্টু তুমি ! লুকোচুরি খেলেছো !!
তোমাকে "মাইনাচ' (চিকনমিঞার অনুমতি সাপেক্ষে)।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৮

শায়মা বলেছেন: হি হি আপুনি!!!!!!!!!

এতদিনে এই চিনলে!!!!!!!!!!!

আমি তো ছোট্টবেলা থেকেই মা থাকতো ডালে ডালে আমি থাকতাম পাতায়...... কত মজাই খেলে যেত আমার ছোট্ট মাথায় ........

এখন বড় হয়ে তো ভালো হয়ে গেছি!!!!! :)

৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভ জন্মদিন ব্লগার খায়রুল আহসান। ধন্যবাদ শায়মাপু।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৯

শায়মা বলেছেন: থ্যাংক ইু থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!!!

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৩

মেহবুবা বলেছেন: তুমি কি দেখেছো পোষ্ট?
কিছু বললে না যে ! কারন কি ?

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩০

শায়মা বলেছেন: বলেছি তো!!!!!!!!!!!!!


তুমি চেনোনি তো!!!!!!!!


হা হা হা আমি না বললে কি তুমি প্রথম পাতায় যাবার বুদ্ধি পেতে???? :P

১১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৪

মিরোরডডল বলেছেন:



সবগুলো উপাধিই সো ট্রু !
নো ডাউট দ্যা মোস্ট জেন্টেলম্যান এভার এন্ড এবসোলিউটলি ফাদার ফিগার ।

বার্থডে বয়কে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা !








১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

শায়মা বলেছেন: ডলুমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!


অনেক অনেক ভালোবাসা........

আচ্ছা আমাদের মিসিং বয়টা কোথায় গেলো???

কোথায় আছে ? কেমন আছে?

নিশ্চয় ভালো আছে........


এই পোস্ট দেখলে নিশ্চয় সে দেখা দেবে .........

অনেকদিন আগে পূর্ব নামে এক ব্লগার ছিলো। সে মনে হয় ২০০৮ এর কথা...... তার কথা মাঝে মাঝে আমার মনে পড়ে। সে অবশ্য অভিমান করে চলে গেছিলো .......

যাইহোক ভালো থাকুক সকল মিসিং মানুষেরাও ..... উই আর মিসিং দেম অল!!!!!!!!

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

মেহবুবা বলেছেন: এখন বুঝেছি, তাই তো তাকে অভিজ্ঞ মনে হল।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

শায়মা বলেছেন: হা হা হা হা লাভ ইউ আপুনি!!!!!!!!!!!!

হা হা হা ........

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২

মিরোরডডল বলেছেন:



মিসিং কেনো হবে ! বলেইতো গেছে, এটা সাময়িক বিরতি ।
আই’ম সিওর হি ইজ সুপার বিজি । একটু ফ্রি হলেই ঠিক চলে আসবে দেখো ।

আই’ম হ্যাপি ফর হিম । হি ডিড দ্যা রাইট থিং ।
এই যে দূরে চলে গেছে বলে তুমি মিস করছো, এটাও একরকম ভালোলাগা :)


১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৭

শায়মা বলেছেন: মিস না করে উপায় আছে!!!

বাপরে!! যে সাংঘাতিক পাঠক .......
তার ভয়ে তো গল্পের ঐ ১% মিথ্যা যার উপরে পুরো গল্প দাঁড়িয়ে আছে সেটাই বলা হলো না.......

মানে আমি কোনোভাবেই তার কষ্টের কারণ বা আমি যে এক নাম্বার শয়তানের লাঠি এমন ভাব আনাতেই চাইনা ......

আমি চাই এই পাঠক যা খুশি তাই ভাবুক আমাকে ভুল না বুঝুক মানে আমি যে ভালোমানুষ তাহা জানুক!!!!!!!

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২

মেহবুবা বলেছেন: পূর্ব এর কথা মনে পড়ছে আমারও ।
কেন বলছো ওর কথা ?

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৯

শায়মা বলেছেন: পূর্বের কথা মাঝে মাঝে আমার মনে পড়ে। কেনো বলছি সেটা এইখানে বলাই যাবেনা......
তাকে কেনো মনে পড়ে সেই কথা পূর্বও জানে না হা হা :P

আপু তুমি তো আজ আমাকে শুধু শয়তানের লাঠি না ওরে শয়তানের লাঠির লাঠি ভাববা!!!!!!!!!! :P

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, " তোমার জন্মদিন বলো ভাইয়া...... "

-আমি গরীব বাংলার মানুষ, জন্মদিন পাল করি না।

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫১

শায়মা বলেছেন: পাল মানে পালন সে কথা বুঝলাম.......

কিন্তু এই জন্মদিন পালনে কোনো ক্ষতি নেই .......

ঐ যে কথায় আছে না??

ভালোমানুষ হইতে পয়সা লাগে না ঠিক তেমনই এই জন্মদিন পালনেও পয়সা লাগেনা .......

কাজেই গরীব বড়লোক নো ভেদাভেদ.........


নিশ্চিন্তে বলে ফেলো ভাইয়া........

ট্রাক্টর কেক উইথ তার তলায় ব্লগারেরা এই থিমে কেক অর্ডার করিতে হইবেক ...... :)

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

শুভ জন্মদিন!

Happy birthday!

Joyeux anniversaire!

১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!!!

ওয়েটিং ফর খায়রুলভাইয়া .....

তুমি কেমন আছো????????

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

মিরোরডডল বলেছেন:



হা হা হা ...... ডোন্ট ওয়ারী আপুটা ।
উই অল নো যে শয়তানের লাঠিটা একজন খুব ভালো মানুষ । সো নো চিন্তা :)

আসলে নতুন জায়গায় রিলোকেট করা, ইউনিতে এনরোলমেন্ট এসব আরো অনেক কারণে বিজি থাকাটাই স্বাভাবিক ।
আসবে আসবে, জাস্ট ওয়েট ।


১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০০

শায়মা বলেছেন: চলে আসুক ভাইয়ামনিটা ...........
উই আরে মিসিং হিম........ তবে সব কাজ শেষ করে শান্তি করে আসুক .......

আমিও কাজ থাকলে এ মুখো হইনা ........

যাইহোক ভালো মানুষ বলছো?? তাইলে কি সেই ১% মিথ্যাটা তাড়াতাড়ি বলে ফেলবো বলছো???

না না বাবা ভুই পাই !!!!!!!! ভাইয়ু যদি সেখান থেকে আমার মাথায় পাথর ছুড়ে মারে ........ :(

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৩

মিরোরডডল বলেছেন:



ট্রাক্টর কেক উইথ তার তলায় ব্লগারেরা এই থিমে কেক অর্ডার করিতে হইবেক ...... :)

হা হা হা... তুমি পারোও আপুটা :)

মিসিং বয়দের জন্য তোমার মিস করা নিয়ে একটা গান ।





১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: ঠিক বলেছি না বলো?
ভাইয়ার জন্য উপযুক্ত কেক...... :P

আর গানটা শুনি দাঁড়াও ....... :)

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক শুভকামনা
শুভদিনের শুভক্ষনে প্রার্থনা
ভালো রেখো দো-জাহানে হে পরওয়ার
শুভ জন্মদিন- প্রিয় সিনিয়র।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি......

খায়রুলভাইয়া কোথায় গেলো আজ?

২০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ২০টা বাচ্চা সাথে আরও ৪০ জন বাবা মা হা করে তাকায় থাকে । মাঝে মাঝে দাদা দাদী নানা নানিও ....... াহাহাহাহাহা হাহাহা

বেশী সাজুগুজু করে উপস্থিত হবা....। সাজুগুজু যেন মিস না হয়। মাঝে মাঝে ওদেরকেও পড়াবা :)

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: হা হা হা সাজুগুজু কি করিনা নাকি!!!!!!!

দিন দিন বেবি হয়ে গেলাম....

২১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: খায়রুল ভাইয়া (তিন তিনটি রত্নের গর্বিত পিতা ও ) কে পয়দা দিবসের শুভেচছা ও দোয়া ।

সাথে সাথে শায়মা বনির সাথে আড়ি X(( কারন এতসব খাবার শুধু খায়রুল ভাইয়ের জন্য আর আমাদের পয়দা দিনের দাওয়াত না দেওয়ার জন্য।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: ওয়েটিং ফর ভাইয়ামনি.......

যাইহোক কে বলেছে তোমাদের দাওয়াৎ না???

এত খাবার কি ভাইয়া খেতে পারবে???

২২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

অধীতি বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: ভাইয়াকে দিয়ে দিলাম শুভেচ্ছা ভাইয়া।

অনেক অনেক ভালোবাসা....

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

পদ্মপুকুর বলেছেন: করোনার মধ্যে এ রকম আয়োজন এর তীব্র নিন্দা জানাই। হয় এই কেক আমাকে পার্সেল করে পাঠাতে হবে, না হয় করোনা সেরে গেলে আবার আয়োজন করতে হবে। তখন কিন্তু ইন্টারনেট থেকে ছবি খুঁজে দিলেই হবে না...।

প্রিয় ব্লগার খায়রুল আহসান স্যারকে জন্মদিনের শুভেচ্ছা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: ওকে ওকে পার্সেল করে দেবো ঠিকানা দাও...... হি হি


আরে ইন্টারনেট থেকে ছবি কেনো? নিজে হাতে বানিয়ে দেবো টোনাটুনি কেক টুন টুন........:)

২৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন।
তার জন্য অনেক শুভ কামনা। তিনি ভালো তাহকুক, সুস্থ থাকুক এই কামনা করি।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক ভালোবাসা......

২৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৭

রানার ব্লগ বলেছেন: আমি বেশি খেতে পারি না, পারলে ভালো হত। শুভ কামনা বার্থ ডে বয় কে ।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: তুমি অল্প অল্পই খেও কিন্তু গান শুনিও :)

২৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২

নতুন নকিব বলেছেন:



আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুন। সুস্থ সুন্দর রাখুন।

পোস্ট দিয়ে তাকে স্মরণ করায় কৃতজ্ঞতা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৮

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!! কেমন আছো???

অনেক অনেক থ্যাংকস তোমাকে। ভাইয়া আসুক। ওয়েটিং ফর ভাইয়া......

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা ! বর্ণীল আয়োজন !!
অনেক অনেক শুভ কামনা ভাইয়ার জন্য।
তোমাকে ও ধন্যবাদ চমৎকার পোষ্টের জন্য।

১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপু.......

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

ঢুকিচেপা বলেছেন:
শ্রদ্ধেয় ব্লগারের জন্মদিনে তাঁর প্রথম পোস্ট থেকে ৪ লাইন তুলে আনলাম।
আশা করছি সুন্দর সুন্দর অনুভূতিপূর্ণ লেখা উপহার দিবেন এবং আমাদের অনু্প্রাণিত করবেন।
জন্মদিনের আনন্দ ছড়িয়ে যাক মনে ও প্রাণে।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০২

শায়মা বলেছেন: ঢুকিআপু!!!!!!!!!!!!!

তুমি নাকি ভাইয়া!!!!!!!!!!!!!

২৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

কলাবাগান১ বলেছেন: জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধেয় ব্লগার। উনি একজন ট্রু জেন্টলম্যান এন্ড এ কিন অবজার্ভেন্ট।

যদি মিস ক্যারজটা না হত??????? তাহলে চিলেকোঠোয়....

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৩

শায়মা বলেছেন: ভাইয়ুমনি!!!!!!!


হা হা হা হা চিলেকোঠায় আমি তো ইহজনমে পাও দেইনি...... এক পাও না!!!!!!!!!!!! আধা পাও না!!!!!!!!!!!!!! :P

৩০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় ব্লগারের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। উনি একজন আইকন ব্লগার। আমার অন্যতম প্রিয় ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। চমৎকার একটি পোস্টের আয়োজন করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ আপু। নিরন্তর শুভেচ্ছা আপনাদেরকে।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৪

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!

৩১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২০

একলব্য২১ বলেছেন: শায়মা আপু,

দারুন আয়োজন করছেন।

চিলেকোঠার প্রেম গল্প পড়ে এতটাই involved হয়ে গিয়েছিলাম যে একজন পরিনত মানুষের মস্তিষ্কের ব্যাখ্যার ও বিশ্লেষণের প্রয়োজন বোধ করছিলাম। যা অনেকটাই খাইরুল ভাইয়ের কমেন্টের মাধ্যমে পূরণ হয়েছে। আমি উনার কমেন্টের ভক্ত হয়ে যাই। এনি ওয়ে হ্যাপি বার্থডে টু ইউ স্যার।

পথে আছি। পোস্ট মোবাইল দিয়েই পড়েছি। শায়মা আপু আমি তুমুল ব্যস্ততার মধ্যে আছি। বলছি না কিছু সময়ের জন্য ব্রেক নিয়েছে। সামু আমাকে distracted করে। X(( আমি নিভৃতে নির্জনে ধ্যানস্থ হতে চাই।

শায়মা আপু ও মিরোরডল খুব ভাল যেন থাকে। :)

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫২

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

এত কিছু জানিনা........ রোজ না হলেও দুদিন পর পর দেখা দিও ..........

যাইহোক তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনেক বড় হও!!!

হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও

৩২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৯

একলব্য২১ বলেছেন: হড়বড় করে মোবাইল দিয়ে টাইপ করলাম। উপরের কমেন্টে কি লিখলাম জানি না। তাড়াহুড়ো করে কাজ করাটা আমার একটা চারিত্রিক ত্রুটি। শুধু এটুকু জানি love u folks. :)

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: লাভ ইউ টু ভাইয়ু!!!!!!
পিচ্চু ভাইয়ু!!! সামু নিয়ে ডিস্ট্রাক্ট হয়ো না.........

শুধু মাঝে মাঝে প্রাণের তোমার পরশখানি দিও ....... :)

আর অনেক ভালো থেকো.........

৩৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০০

সোহানী বলেছেন: খায়রুল ভাই এর জন্মদিন উপলক্ষে বিশাল আয়োজন এর জন্য ধন্যবাদ। সাথে যদি একটু ঠিকানাটা পোস্ট করতা তাইলে আমাদের সকলের পক্ষ থেকে দোয়াটা আরো বেশী মজবুত হতো :P

শুভ জন্মদিন প্রিয় লেখক। হাজার বছর এভাবেই কাটুক হাসি আনন্দে আর ভালোবাসায়।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০২

শায়মা বলেছেন: আসো আসো আকাশের ঠিকানায় চলে আসো আপুনি!!!!


পাখা কয় জোড়া পাঠাবো বলো........ :)

৩৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৭

একলব্য২১ বলেছেন: আমি পিচ্চু না। ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা। হা হা হা অনেস্টলি। :)

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৫

শায়মা বলেছেন: তবুও পিচ্চুই ..........আমাদের পিচ্চুভাইয়া। ফ্রি হয়ে কিছু মিছু লিখো আমাদের সামুর বুকে .......

৩৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৯

একলব্য২১ বলেছেন: কেমন আছে ক. রাজকন্যা. এই নিয়ে কিন্তু উপন্যাস লেখার কথা আছে। এক এক করে আমি আপনার সব লেখা পড়বো। তবে এখন না একটু সুস্থির হয়ে নেই। একটু পরেই ব্যস্ত হয়ে পড়বো। বাই ফর নাও। :)

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: হ্যাঁ লিখবো। ১৯ তারিখের পর মনে হচ্ছে একটু ছুটি পাবো।

আজ এমন ঝগড়া লাগাই দিসিলাম স্কুলের সাথে........

রিপোর্ট কার্ড রাইটিং,
মেইলিং
স্টোরি টেলিং শেসন,
এডমিশন টেস্ট
আর্ট কমপিটিশন ড্রইং কালেকশান
মিটিং সিটিং ক্লাস

আমি বললাম থাক তোর জব আমি নাই ........

আমি গল্প লিখবো!!!!!!!!!!! ছবি আঁকবো আর !!!!!!!!!!! গান গাবো!!!!!!!!!!

যাইহোক অচিরেই আসছি কেমন আছে কঙ্কাবতী নিয়ে!!!!!!!!!!!!!!

৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৫

খায়রুল আহসান বলেছেন: এ পোস্ট আমার জন্য শুধু অপ্রত্যাশিতই নয়, এক বিরাট চমকও বটে। আমি অভিভূত, আপ্লুত এবং আনন্দিত, এ কথা বলার অপেক্ষা রাখে না।
আমার ছেলেদের লেখাপড়ায় ভাল করার পেছনে কৃতিত্ব সিংহভাগ আমার উত্তমার্ধের, কিয়দংশ আমার। আমরা যখন প্রবাসী ছিলাম, তখন আমার বড় দুই ছেলের স্কুলিং শুরু হয়। ঘরে কোন ডমেস্টিক এইড ছিলনা। গিন্নী একহাতে ঘর-সংসার সামলেছেন, ছেলেদের হাতে খাতা পেন্সিল ধরিয়েছেন, ঘড়ির সাথে পাল্লা দিয়ে ছেলেদের এবং আমার টাইম টেবল মেনে আমাদের মুখে অন্নও যুগিয়েছেন, আবার আমাদের সোশ্যাল/ডিপ্লোম্যাটিক লাইফও ঠিকঠাক মত মেইনটেইন করেছেন। দেশে ফিরে ছোট ছেলেটাকে পেন্সিল ধরাতে গিয়ে আমরা উভয়ে গলদঘর্ম হতে থাকি। কিছুতেই সে লিখতে চায় না। একবার ডান হাতে পেন্সিল ধরে, একবার বাঁ হাতে। ওর মা ডান হাতে পেন্সিল ধরিয়ে দেয়, ও কিছুক্ষণ পর তা বাঁ হাতে ট্রান্সফার করে। এটা লক্ষ্য করে আমরা তাকে বাঁ হাতে লিখতে উৎসাহিত করি, এতে কাজ দেয়। ওর স্কুলের সামনে খেলাধুলার কিছু সরঞ্জাম ছিল। ব্রেকের সময়ে ছোট ছোট ছেলেমেয়েরা সেগুলোতে খেলতো। সে স্কুল পর্যন্ত গিয়ে কিছুতেই আর ক্লাসরুমে ঢুকতে চাইতো না। সে বলতো সে স্কুলে যাবে, কিন্তু ভেতরে নয়, বাইরে। নানারকমে বুঝিয়ে শুনিয়ে ওর মা ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে বারান্দায় বসে থাকতো ওর দৃষ্টিসীমানার মধ্যে। আমি যথাসময়ে অফিসে চলে যেতাম। এসব সহ্য করে ওকে পড়াতো ওর মা। আমি শুধু আমাদের তিন ছেলেদেরকে ইংরেজী আর অংক পড়িয়েছি। বাকি বিষয়গুলো ওর মা। আমাকে এবং আমার ভাইবোনদেরকেও ইংরেজী আর অংক পড়াতেন আমাদের বাবা।

এ ব্লগে বহু বছর ধরে আপনার খানাপিনার পোস্ট দেখে দেখে কেবল মুগ্ধ হয়েছি, আজ তেমন কিছু আমার উদ্দেশ্যে নিবেদিত হওয়াতে রীতিমত কিংকর্তব্যবিমূঢ়! এত এত খানাপিনা শুধু টাচ করে গেলেও তো পেটে কুলোবে না!

আমাকে প্রশংসা করে এত সুন্দর একটি পোস্ট লিখার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি এ ব্লগের অনেকের জন্মদিন স্মরণ করে পোস্ট লিখেছেন, এ এক অনন্য দৃষ্টান্ত। এ মুহূর্তে মনে পড়ছে, দু’বছর আগে ব্লগার, ফটোগাফার এবং কবি কাজী ফাতেমা ছবি আজকের এই দিনে আমার জন্মদিন উপলক্ষে কিছু কবিতার চরণ, কিছু খানাপিনার বর্ণাঢ্য ছবি দিয়ে একটি পোস্ট লিখে আমাকে চমকে দিয়েছিলেন। তার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

মন্তব্যের ঘরে আপনারা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমার প্রশংসা করেছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। পরিবারের সবাইকে নিয়ে কিছু আনন্দঘন সময় কাটাতে গিয়ে আজ ব্লগে তেমন আসা হয় নি, তাই মন্তব্য লিখতে বিলম্ব হয়ে গেল বলে দুঃখ প্রকাশ করছি।

পোস্টটি “প্রিয়” তে নিলাম।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৫৯

শায়মা বলেছেন: যাক তবুও তো এতক্ষন পর এলে ভাইয়া.......
আমি জানি তিন পুত্রের পিছে তুমি ছাড়াও নিশ্চয় ভাবীজীর অবদান থাকবেই। ভাবীজীই আসলে রত্নাগর্ভা তবে তোমার অবদানও বুঝা যায়। যাইহোক তুমি দূরদর্শী আর খুবই ভালো একজন পর্যবেক্ষক বটে আর তাই সবার এত প্রিয়।

অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমাদের পুচ্চি নাতনীটার জন্যও .....

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৬

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: শুভকামনা খায়রুল আহসান এর জন্য।
বর্ণিল আয়োজনে মুগ্ধ!
(প্রথম কমেন্ট কপি পেস্ট করলাম) কিন্তু শুভ কামনা জেনুইন।

কত বছর পরে যে ব্লগে আসলাম।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০০

শায়মা বলেছেন: এত বছর পরেও হলেও এই পোস্টে আনতে পারলাম বলে অনেক অনেক খুশি হলাম ভাইয়া. :)

৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৫

রোকসানা লেইস বলেছেন: বর্ণিল আয়োজনের সব খাবার বার্থ ডে বয় খায়রুল আহসান আর আয়োজক শায়মাসহ অনেক ব্লগার মিলে খাওয়া দাওয়া এবং জন্মদিন পালন করতে পারলে বেশ হতো।
তারপরও র্ভাচুয়াল আয়োজনে জয়েন করলাম।
শুভজন্মদিন খায়রুল আহসান
শুভেচ্ছা আয়োজক শায়মা

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০১

শায়মা বলেছেন: আপুনি যতই তোমাকে দেখছি ততই মুগ্ধ হচ্ছি!!! আগে জানতাম না নামটা দেখে ভাবতে বসতাম কেরে এই আপুনিটা.........

এখন ফেসবুকের কল্যানে তোমাকে জেনে মহা খুশি আমি ......

৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫৯

অনল চৌধুরী বলেছেন: এতোখাবার বানিয়েছে কে?
আর শুধু খাবারের ছবিই দেখছি, কিন্ত খাদক কোথায়?
ব্লগের সবাইকে দাওয়াত দিলেই হতো !!!

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

শায়মা বলেছেন: আমি ছাড়া আবার কে??????????

তবে সুফিয়া কেটেছে, আসমা বেটেছে, শামীম রেঁধেছে আমি সব শেষে সাজিয়েছি......

মানে আমিই সব করলাম.......

জানোই সব ভালো তার শেষ ভালো যার.......:) :) :)

ব্লগের সবার দাওয়াৎ!!!!!!!!!

৪০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান এর জন্মদিনের শুভেচ্ছা রইল ।
গল্প কবিতা ভ্রমন বিবরণী তথা সাহিত্যের সকল গুরুত্বপুর্ণ ক্ষেত্রে তিনি বিরল প্রতিভার স্বাক্ষর
রেখে চলেছেন । বিখ্যাত Poem Hunter এ প্রকাশিত তাঁর ইংরেজী কবিতা বিশ্বের অনেকের
দৃষ্টি আকর্ষন ও প্রভুত প্রশংসা অর্জন করেছে । কর্মক্ষেত্রে তিনি যেমনি সফল তেমনি তিনি একজন
সফল পিতাও । উনিসহ উনার পরিবারের সকলেরই সার্বিক কল্যান কামনা করছি ।

জন্ম দিবসের শুভেচ্ছা জানানোর বর্ণীল সুযোগ করে দেয়ার জন্য আপুমনির প্রতিউ রইল
শুভেচ্ছা ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০০

শায়মা বলেছেন: বিখ্যাত Poem Hunter এ প্রকাশিত তাঁর ইংরেজী কবিতা বিশ্বের অনেকের
দৃষ্টি আকর্ষন ও প্রভুত প্রশংসা অর্জন করেছে ।


ভাইয়া ইংলিশ এ অনেক ভালো জানতাম বাট এই খবর জানতাম না!!!!

তোমার জন্যও অনেক ভালোবাসা ভাইয়া।

ভালো আছো নিশ্চয় তুমি! অনেক ভালো থেকো!!!!

৪১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৬

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার খাইরুল আহসান সাহেবের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।


আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপু। ভালো থাকুন সবসময়।

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১১

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া...

৪২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার খাইরুল আহসান সাহেব অত্যন্ত জেন্টল মানুষ। ওনার জন্য শুভ কামনা নিরন্তর।

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক ভালোবাসা! :)

৪৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: জন্মদিনের পোষ্টে যে সমস্ত খাবারের ছবি দিয়েছেন, তাতে গালে হাত দিয়ে বসে আছি আমি।

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: আহা কেনো?
তোমার জন্য তো বার্গার বানাবো ভাইয়া...আর সাথে কোকও বানাবো। একদম নিজের হাতে.....

৪৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪

আমি সাজিদ বলেছেন: শুভ জন্মদিন। শুভকামনা তাঁর জন্য।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

শায়মা বলেছেন: ভালোবাসা ভাইয়ামনি!!

৪৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: এমন সুন্দর, সুলিখিত, সু-উপস্থাপিত একটি পরিবেশনা সহব্লগারদের প্রতি আপনার আন্তরিক সৌজন্যবোধ এবং ঐকান্তিক ভালবাসার নিদর্শন হিসেবে রয়ে যাবে এ ব্লগে, যতদিন এ ব্লগ বেঁচে থাকে। অবশ্য এমন পোস্ট আপনার জন্য নতুন কিছু নয়, এর আগেও বেশ কয়েকবার এসেছে। আপনি ব্লগে যাই কিছু লিখে থাকেন, হোক সে গল্প, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, রানা-বান্না, সাজসজ্জা, কিংবা একজন শিক্ষক হিসেবে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ ও জ্ঞানসমৃদ্ধ যে কোন পোস্ট, তা আপনার আন্তরিক প্রচেষ্টার স্বাক্ষর বহন করে। এ জন্যই আপনার পোস্টগুলো এত বিপুলভাবে পঠিত হয়ে থাকে। পাঠকেরা লেখায় সততা দেখতে চায়, কপটতা পরিহার করে।

"তোমরা সবাই খাইরুল খাইরুল লিখছো কেনো!!" - এই ভুলটা অনেকেই করে থাকেন। আপনি সেটা খেয়াল করেছেন, সেজন্য ধন্যবাদ! :)

শেক্সপীয়ার যদিও বা বলেছেন, "নামে কিবা আসে যায়" (“What's in a name? that which we call a rose
By any other name would smell as sweet.”) - তবুও, নামে বোধহয় অনেক কিছুই আসে যায়!! :)

চাঁদগাজী বলেছেন:- "আমি গরীব বাংলার মানুষ, জন্মদিন পাল করি না"। আমিও তাই। আমিও করিনা। কিন্তু ছেলেরা বড় হয়ে যাবার পর, এখন আর না করে উপায় নেই। মানে আমি কিছু করি না, ওরাই মা-সহ বুদ্ধি করে এটা ওটা করে। তবে সবকিছুই পারিবারিকভাবে, পরিবারের বাইরে কখনো নয়।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০১

শায়মা বলেছেন: খায়রুল আহসান বলেছেন: এমন সুন্দর, সুলিখিত, সু-উপস্থাপিত একটি পরিবেশনা সহব্লগারদের প্রতি আপনার আন্তরিক সৌজন্যবোধ এবং ঐকান্তিক ভালবাসার নিদর্শন হিসেবে রয়ে যাবে এ ব্লগে, যতদিন এ ব্লগ বেঁচে থাকে। অবশ্য এমন পোস্ট আপনার জন্য নতুন কিছু নয়, এর আগেও বেশ কয়েকবার এসেছে। আপনি ব্লগে যাই কিছু লিখে থাকেন, হোক সে গল্প, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, রানা-বান্না, সাজসজ্জা, কিংবা একজন শিক্ষক হিসেবে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ ও জ্ঞানসমৃদ্ধ যে কোন পোস্ট, তা আপনার আন্তরিক প্রচেষ্টার স্বাক্ষর বহন করে। এ জন্যই আপনার পোস্টগুলো এত বিপুলভাবে পঠিত হয়ে থাকে। পাঠকেরা লেখায় সততা দেখতে চায়, কপটতা পরিহার করে।


হা হা ভাইয়া ফার্স্ট থেকে লাস্টের আগের লাইন পর্যন্ত ঠিক আছে। কিন্তু পরিচিত নিক আড়াল করে কিছু মিছু লেখা নিয়ে লোকে বলে কপটতা অসততা। যদিও আমি থোড়াই কলার মোচা বা থোড়..... কিন্তু তুমি আমাকে অনেক ভালোবাসো তাই সবটাতেই ঠিক ঠিক দেখলে ভাইয়ামনি।

আর খাইরুলভাইয়া শুনে আমি নিজেই খানিক সময়ের জন্য কনফিউজড হয়ে গেছিলাম কালকে......

আর চাঁদগাজীভাইয়াও জনমদিন করে মানে তার ছেলেরা আর ছেলেবউরা করায় আর কি আমাদের মিছা কথা বলে সাধু গরীব সাজছে ......জনমদিন করেনা তার প্রমান কি?? আমাদেরকে একবার শুধু জনমদিনটা বলেই দেখুক না....... গরীব থেকে বড়লোক বানায় ছাড়বো ভাইয়াকে ..... :)

৪৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

রামিসা রোজা বলেছেন:

শায়মাআপু আমি ভীষণ দুঃখিত ও লজ্জিত কারণ --
অনিচ্ছাকৃতভাবে খায়রুল আহসান ভাইয়ের নাম লিখতে ভুল করেছিলাম, এখন আবার ভাইয়ার কমেন্ট দেখে বেশ লজ্জা লাগছে ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০২

শায়মা বলেছেন: হাহা ভালো হয়েছে !!!! :P

আর জীবনডে ভুলিবে না ........

৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: "খায়রুলভাইয়া কোথায় গেলো আজ?" - এ প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই ইতোমধ্যে ৩৬ নম্বর মন্তব্যে পেয়ে গেছেন।

"অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমাদের পুচ্চি নাতনীটার জন্যও ....." - সেই পুচ্চি নাতনিটার পরে এখন আরেকটা পুচ্চি এসেছে, সেটা কানাডীয় পাখি। পরিযায়ী পাখির মত সেটা কানাডীয় শীতের আগমনের পূর্বেই দাদাবাড়ী বেড়াতে এসেছে। আর কয়েকটা দিন পর তার এক বছর পূর্ণ হবে, কিন্তু এখনি সমস্ত ঘরবাড়ী লন্ডভন্ড করে দেয়ার জন্য সে একাই যথেষ্ট। তার দীদার সাজানো বাড়ীটাকে (বহুদিন ধরে বাড়ীটা শিশুহীন ছিল) ইতোমধ্যে তছনছ করে ফেলেছে। আর যিনি একটু এখানকার জিনিস ওখানে চলে গেলে হৈ হুল্লোর করতেন, তিনিই এখন নিজ চোখে এই লঙ্কাকান্ড নীরবে প্রত্যক্ষ করেন, নাড়ীর (ভালবাসার) টানে কিছুই বলেন না!
আর সেই পুচ্চি নাতনিটা এখন অনেক শান্ত এবং দায়িত্বশীল হয়ে গেছে। ছোট ভাইটাকে খেলা দেয়, সামলে রাখে। দু'জনে মিলে কার্টুন দেখে। ছোটটা কপি-ক্যাট। বড়টা যাই করে, ওটাও তাই করে।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৪

শায়মা বলেছেন: বাহ দারুন সময় কাটছে তাহলে তোমাদের ভাইয়ামনি.....

তোমার এই মন্তব্য পড়ে তোমাদের বাসার অবস্থা আর দুইটা পুচ্চি পাচ্চাকেও দেখতে পাচ্ছি চোখের সামনে ......

৪৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: "(প্রথম কমেন্ট কপি পেস্ট করলাম) কিন্তু শুভ কামনা জেনুইন" - @মোঃ মুনাব্বির হোসেন, কপি-পেস্ট হোক আর যাই হোক, অনেকদিন পর আপনার মত একজন "প্রাচীন" ব্লগার ব্লগে ফিরে এসে একজন প্রিয় ব্লগারের পোস্ট পড়ে আমার মত একজন সামান্য ব্যক্তিকে শুভকামনা জানিয়ে গেলেন, এটাই আমার জন্য একটা অনেক বড় কথা।

@ডঃ এম এ আলী, আপনার মত একজন জ্ঞানী মানুষের কাছ থেকে এমন উদার প্রশংসা পেয়ে আমি ধন্য।

@রামিসা রোজা, - এখন তো আমি নিজেই লজ্জা পাচ্ছি! ওটা কিছু নয়, এমন ভুল হতেই পারে, so cheer up!

@কলাবাগান১, - মন্তব্য এবং পর্যবেক্ষণের জন্য অনেক ধন্যবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৭

শায়মা বলেছেন: মুনাব্বিরভাইয়া যে এত্ত বড় সড় বিশাল মানুষ দেখতে শুনতে কাজে কর্মে বর্মে শর্মে যেদিন জেনেছি সেদিন থেকে ভাইয়াকে দেখলেই আমার টেবিলের তলায় পালাতে ইচ্ছা করে ........
হা হা হা ভাইয়া আমার কতই না পাগলামী দেখে এইখানে....... :P



৪৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৫

ধ্রুবক আলো বলেছেন: খায়রুল আহসান ভাইয়ের জন্য অনেক ভালোবাসা।
চাঁদগাজী ভাইয়ের ৭ নং মন্তব্য +

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!

কেমন আছো?

৫০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৪

একলব্য২১ বলেছেন: খায়রুল ভাইয়ের জন্মদিনে খালি খানা পিনা। শুধু খানাই তো দেখতাছি। পিনার কিছু কি এন্তেজাম আছে। :P আর গানা তো নাই। তাই আমার তরফ থেকে একটা গান রইলো।

view this link

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: পিনা আছে চা কোক আঙ্গুরের জ্যুস...... চাইলেই হাজির........

ওকে ওকে গানা শুনি.......
তুমি কেমন আছো??? কোথায় আছো???

এখনও বাংলাদেশেই আছো ? নাকি পাড়ি দিয়েছো????

৫১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩

একলব্য২১ বলেছেন: শায়মা আপু,

বললাম না সেদিন কোভিড টেস্ট করাইছি। ৭২ ঘন্টার মধ্যে পত্র পাঠ বিদায় নিতে হবে। কোভিড টেস্ট করতে গিয়ে ভয় পাইছিলাম। টেস্ট করতে গিয়া না আবার contaminated হইয়া যাই। :D

১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭

শায়মা বলেছেন: হ্যাঁ তারপর তো ৭২ ঘন্টা হয়ে গেছে। তারমানে এখন তুমি বাংলাদেশে নেই .....

৫২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩১

একলব্য২১ বলেছেন: শায়মা আপু,

স্কুলের ঝামেলা মিটছে।


১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৯

শায়মা বলেছেন:

মাগটা দেখা যাচ্ছিলো না!!!

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০১

শায়মা বলেছেন: সে কি আর মিটে?? লেগেই থাকে আর আমি আরও ঝামেলা পাকাই .....যেমন দেখো ....

কিছুদিন আগে গল্প শুনিয়েছিলাম এক স্কুলের বেবিদেরকে..... মানে যখন তারা আমাকে তাদের বেবিদেরকে গল্প শুনাতে ইনভাইট করলো তখন বললো যে কোনো একটা স্টোরী পড়ে শুনালেই চলবে। কিন্তু আমার তো ঝামেলা না পাকালে ভালোই লাগে না। কাজেই অনলাইন ক্লাসের এত ঝামেলা, ভিডিও বানাও, পিপিটি বানাও প্যারেন্ট মিটিং করো, রিপোর্ট কার্ড বানাও আবার মেইলও করো সব কিছুর পরেও আমি সেই গল্প বলাটাকে কেমনে মজাদার করা যায় ভাবতে গিয়ে গল্পের ছবিটাকে থ্রি ডি ক্রাফ্টে নিয়ে এসে ফেললাম। তারপর মজা করে গল্প বলা!!! সব বেবিরা তো মহা খুশি। আর সাথে মা বাবা টিচারেরাও। তাই তারা খুশি হয়ে আজ পাঠালো ভালোবাসার উপহার ......

৫৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৫

শায়মা বলেছেন:



দেখো গল্প বলার জন্য কি বানিয়েছি....

৫৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৫

জিকোব্লগ বলেছেন:



শায়মা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? বিয়ে শাদী হলে তারিখ
জানাবেন। আমরাও আপনার বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানাবোনি

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

শায়মা বলেছেন: কেনো?? কেনো?? কেনো?? B:-)

তুমি কি ঘটককালী করিবা ভাইয়াজান??? :) :) :)

আর ঘটককালী যদি না করিতে চাহো তবে জানাইবোক....

বিবাহ বার্ষিকীর আয়োজন না করিলে তখন তোমার কিন্তু খবর আছে ভাইয়ু!!!!!!!! X(

৫৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৬

অনল চৌধুরী বলেছেন: শামীম রেঁধেছে[/sb তাহলে কতো পুরো কৃতিত্ব বাবুর্চির, পরিবেশকের না!!!!

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: কে বলছে!!!!!
X((

তুমি বললেই হবে!!!!!!!!!!!!!!! X((

৯৯% আমার :)

৫৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪১

একলব্য২১ বলেছেন: ওয়াও!!!!! আমি আপনার ডেডিকেশনকে কুর্নিশ করি। B:-)


১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু পিচ্চু!!!!!!

৫৭| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৩

সুনীল সমুদ্র বলেছেন: পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে, যাদের সবাই এক বাক্যে উচ্চ মর্যাদা আর পরম শ্রদ্ধার সাথে ভালোবাসে।
আমার কাছে সবসময় মনে হয়েছে, খায়রুল আহসান ভাই এই ব্লগের তেমনই একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ।

উনি পুরনো ব্লগারদের লেখাগুলো পড়ে সেখানে মন্তব্য করে তাদেরকে উৎসাহিত করেন ফিরে আসার জন্য !
এটি আমাকে মুগ্ধ করেছে ভীষণ!
যে কোন লেখার বিষয়ে উনার বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ !
এই অনন্য সাধারণ মানুষটিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা !

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১

শায়মা বলেছেন: ঠিক ভাইয়া।
খায়রুলভাইয়া এমনই একজন.....
ভাইয়া অনেকদিন পর তোমাকে দেখে অনেক অনেক ভালো লাগলো ভাইয়ামনি.....

৫৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

আমি সাজিদ বলেছেন: আমি খায়রুল আহসান স্যারের নামের বানান ভুল করেছিলাম। আমার মনে হয় উনি সে কারনে আমার উপর রাগ করে আছেন। আসলে সেদিন আমি একটা পরীক্ষার জন্য পড়ছিলাম আর একই সাথে উনার বইটি পড়ে একটানে রিভিউ লিখে ফেলেছিলাম। কি বোকার মতো কাজ করেছি আমি, শুরুতেই নামের বানান ভুল। পরে উনি ধরিয়ে না দিলে এই ভুলটা আরও অনেকক্ষন ব্লগে থাকতো।

আমি চাই তাঁর লেখায় মন্তব্য করতে কিন্তু ওই যে আমার মনেহয় স্যার আমার উপর রাগ করে আছেন, তাই সাহস হয়ে উঠে না।

আবারও জন্মদিনের শুভকামনা।

১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৬

শায়মা বলেছেন: হা হা পুচ্চি এখনও তুমি সেই ২০০৮ এর মত পুচ্চিই আছো। খায়রুলভাইয়া এইসব রাগ টাগের উর্ধে.......
খুব সহজে হুট করে রেগে না যাবার এবং মানুষকে ভুল না বুঝে ফেলার সহজাত স্বভাব ভাইয়াটার। আহমেদ জি এস ভাইয়া খায়রুলভাইয়া ইনারা রেগে গিয়ে হেরে যাবার মানুষ নন। অপরিসীম ধৈর্য্য ও বুদ্ধিমত্তার অধিকারী। জীবনে সফল হতে গেলে যা লাগে। এবং তারা তাই সফলও.......

৫৯| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৯

মিরোরডডল বলেছেন:



শায়মাপু বলেছিলাম না চলে আসবে, দেখো তোমার ডাকে কেমন সাথে সাথেই শুভ চলে আসছে ।

গুড টু সি ইউ শুভ । হোপ নতুন জায়গায় মানিয়ে নিচ্ছে প্রতিদিন । ক্ষুদেকে তার চাচ্চু এখন কেমন মিস করছে ? নতুন অভিজ্ঞতা শেয়ার করবে আমাদের সাথে ।

শায়মাপু নতুন বছর নতুন সিরিজের অপেক্ষায় ।


১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: হায় হায় আবারও সিরিজ!!!!! নতুন নামে ? স্বনামে বা বেনামে নাকি সুনামে বা দূর্নামে কোনটায় করবো বলো আয়নাপুতুলমনি!

আয়নাপুতুলমনি আমার প্রিয় একখানা পুতুল নাও

৬০| ২০ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮

একলব্য২১ বলেছেন: মিরোরডল,

মিস তো করি খুব। যেটি বেশী মিস করি তা হল ওকে ছুঁতে পারছি না। কপট রাগ দেখিয়ে আলতো করে দু চারটা মারতে পারছি না। :D ওর গালে আমার গাল ঘষতে পারছি না। পড়াতে পারছি না। উইটিউব খুলে বিভিন্ন বিষয়ে জ্ঞান দিতে পারছি না। :P এরকম আরো কত কি।

আমি চলে যাওয়ার পরের দিন খুদে খুব কেঁদেছিল। বারবার বিড়বিড় করে চাচু চাচু করেছে। এখন একটু ধাতস্থ।

একটা কথা খুদে সব সময় বলে যেটা শুনলে আমি অবাকই হই 'চাচু আমি তোমাকে সব থেকে বেশী ভালবাসি।'

আমি খুদেকে একটা প্রশ্ন মাঝে মাঝেই করি।

আমিঃ তুমি আমার কে?
খুদেঃ বাবা।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৬

শায়মা বলেছেন: আহারে বেবিটা। ভাইয়া মন খারাপ করোনা ....
কিছুদিন পর পর যখন ওর জন্য খেলনা নিয়ে আসবে চকলেট নিয়ে আসবে তখন দেখো কত ভালো লাগবে তোমার। তুমিও বড় হবে। অনেক বড় হবে জীবনে ......খুদে কত খুশি হবে তোমাকে দেখে তখন .....

৬১| ২১ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:


আপু তোমার অনেক পুরাতন পোষ্ট এ
যখন আমার রাগ হলো, ইচ্ছে হলো দুহাত দিয়ে দেই টিপে তার গলা
ছোট একটি মন্তব্য রেখে এসেছি , সময় পেলে দেখে নিয়ো।
শুভেচ্ছা রইল

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৯

শায়মা বলেছেন: হা হা এই কবিতা!!!!!!!!! হা হা হা
ওকে ওকে ভাইয়ামনি......
তোমার শরীর ভালো তো ভাইয়া?

৬২| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৬

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
এটাকে কিন্তু পুরোপুরি একটা শত্রু পোস্ট হিসেবে গণ্য করা দরকার আপনার ।
সামরিক শৃঙ্খলায় তৈরী করা আপনার স্বাস্থ্যবিধি পুরো ডিফেন্সলেস করবার একটা প্রচেষ্টা পোস্ট মনে হচ্ছে এটা সঙ্গত কারণেই । অধিক সুখে পাথর হবার জোগাড় হলো এতো আকবরী খাবার দাবারের মহা আয়োজন দেখে । হাহাহা ---। এটা সূচনা মন্তব্য। মূল মন্তব্যটা নিচে করলাম ।

বিলেটেড শুভ জন্মদিন।ভালো থাকুন, সুস্থ্য থাকুন ফ্যামিলির সবাইকে নিয়ে সব সময় । আর শেষ কথাটা হলো, এই পোস্টের লেখিকা এই ব্লগটাকে নিজের লেখা দিয়ে আর সব ব্লগারদের জন্য একরাশ ভালোবাসা জমিয়ে রেখে একাই ব্লগটাকে একটা অমরাবতীর বাগান করে রেখেছে। তার এই আন্তরিকতা অন্য ব্লগারদের জন্য জমিয়ে রাখা ভালোবাসা অনেকের জন্যই ব্লগের লেখাজোখার রাঙা পথ চলাকে করেছে অনেক অনেক সুন্দর আর আনন্দের। খায়রুল ভাই আর পোস্ট লেখিকা দু'জনকেই অনেক শুভেচ্ছা ।

২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২১

শায়মা বলেছেন: মলাভাইয়া!!!

তোমার বই এর খবর জেনে অনেক আনন্দিত হয়েছি .....

আর তুমি যে খায়রুলভাইয়ার মতই আরেকজন জেন্টেল আর জ্ঞানী মানুষ সে কথা জানতেও কিন্তু আমার বাকী নেই। হা হা হা

অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা.....

৬৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২০

মিরোরডডল বলেছেন:



হুম কেনো না !!! নরমালি আমার সিরিজে ধৈর্য নেই কিন্তু আপুর ওইটা পড়ে একটু নেশা হয়েছে ।
কোন নিক থেকে সেটা বিষয় না । ওটা থেকেই লেখো যেহেতু আগের গল্পটা ওখানে বেশ জমে উঠেছিলো ।
ওই আড্ডাটা মিস করি ।

থ্যাংকস ! পুতুল গুলো কিউট । ডানদিকেরটা তোমার মতোই :)

তোমাকেও একটা দিলাম আগামী গল্পের আগাম শুভেচ্ছা !





২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৫

শায়মা বলেছেন: হা হা আমার মত??? আমাকে কই দেখেছো আপুনিমনি???

তোমার পুতুলগুলো যদি পেতাম! আহা আহা !!

৬৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩১

মিরোরডডল বলেছেন:



আহা শুভটা ! বুঝতে পারছি হাউ ইউ ফিল । আমার নেফিউ রসগোল্লাটাকেও আমি ঠিক এভাবেই মিস করতাম এখনও করি
কিন্তু সময় আর ব্যস্ততা সব ভুলিয়ে দেয় ।

শায়মাপুর কাছে শুনলাম ইউ আর হিয়ার ইন ম্যাককোয়ারি ইউনি । কেমন যাচ্ছে ?



২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৬

শায়মা বলেছেন: হা হা আয়নাপুতুলমনি। আমি তো আন্দাজে ঢিল ছুড়েছি। শুভভাইয়া কি আর বলবে সে কোন ইউনি??? :P

৬৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

লেইট হ্যাপি বার্থ ডে টু গ্রেট খায়রুল আহসান ভাই।

আর, তোমার খানা-পিনা'র বাহার দেখে মুগ্ধ!

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৬

শায়মা বলেছেন: তোমার নাচ দেখেও তো আমি মুগ্ধ ভাইয়া। ভালো হত ভাইয়ার জনমদিনে যদি এই খানাপিনার সাথে সাথে তোমার নাচটাও হত তাইনা ??? :)

৬৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন: তোমার নাচ দেখেও তো আমি মুগ্ধ ভাইয়া। ভালো হত ভাইয়ার জনমদিনে যদি এই খানাপিনার সাথে সাথে তোমার নাচটাও হত তাইনা ???

ওগুলোকে নাচ বলতে সাহস পাইনা যে!!! আমি আসলে মেদ কমাতে এমন আয়োজন করেছি! :)

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: হা হা হা ভেরী গুড !!

আমার তো করোনায় বাড়িতে আটকে থেকে আর নাচানাচি জিরো হয়ে গিয়ে মেদ জমে গেলো .... :(

৬৭| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬

আমি সাজিদ বলেছেন: এই বিকেলে খিদে পেয়ে গেল। দেখলাম পোস্টটি এখনও মন্তব্যে সচল আছে। তাই এসে খাবারের ছবিগুলো একটু দেখে নিলাম।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬

শায়মা বলেছেন: হায় হায় অফিসের ছবি দিতে বলা উত্তরটাই মুছে ফেললাম ভুল করে.....

৬৮| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

আমি সাজিদ বলেছেন: অফিসের ছবি দিয়ে ব্লগ কেমনে বানাবো? কঠিন কাজ। আগের মন্তব্যটি মুছে দিয়ে এটাতে প্রতিউত্তর করবেন প্লিজ।

২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: একটু চিন্তা করলেই উপায় পাওয়া যায় .......

৬৯| ২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন: হা হা আমার মত??? আমাকে কই দেখেছো আপুনিমনি???

দেখতে হবে কেনো, তুমিও কিউট, পুতুলটাও কিউট , তাই তোমার মতো :)


লেখক বলেছেন: হা হা আয়নাপুতুলমনি। আমি তো আন্দাজে ঢিল ছুড়েছি। শুভভাইয়া কি আর বলবে সে কোন ইউনি???

শুভ অফলাইনে বলেছে তোমাকে আর তুমিও স্লিপ অভ টাং বলে ফেলেছো, এখন পড়েছো বিপদে :P
হা হা হা... কিডিং আপুটা । নো ম্যাটার কোন ইউনি কোন দেশ, যেখানেই আছে শুভটা যেনো সেইফ থাকে, ভালো থাকে ।
তুমিও ভালো থেকো ।


২৭ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: হা হা হা থ্যাংক ইউ থ্যাংক ইউ.......

না না আমি আসলে আন্দাজে ঢিল ছুড়েছি শুভ ভাইয়ার ইউনি নিয়ে ......

যেখানেই থাকুক অনেক ভালো থাকুক ভাইয়াটা....

তুমিও ভালো থাকো অনেক অনেক!!!!!!!!!!

৭০| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩২

আমি সাজিদ বলেছেন: মিডো আপু আর শায়মা আপুর কথা বুঝিনা কিছু।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: ওহ আমরা তো সাংকেতিক ভাষায় কথা বলছি পিচ্চুভাইু!!!!!!!!!!

৭১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৫

একলব্য২১ বলেছেন: মিরোরডল ও শায়মা আপু,

মেরী ক্রিশমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার।

এই লেখাটা লিখেছিলাম বড়দিনেই। যাই হোক বেটার লেট দ্যান নেভার।
view this link

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৯

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!!

হ্যাপী নিউ ইয়ার আর মেরি ক্রিসমাস!!!!!!!!!

এই নাও আমার হাতে বানানো ক্রিসমাসের শুভেচ্ছা .......

৭২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১১

একলব্য২১ বলেছেন: শায়মা আপু ও মিরোরডল,

ওয়াও! বাহ! খুব সুন্দর। এই না হলে শায়মা আপু। সর্বগুনে গুণান্বিতা।

তারপর মিরোরডলের খোয়াইশ মত শুরু হবে নাকি নতুন সিরিজ যেখান থেকে শেষ হয়েছিল।

আড়ষ্টতা লাগে তারপর বলি love u folks. :`>

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১

শায়মা বলেছেন: নো আড়ষ্ঠতা আমি তো ছেলে বুড়ো সবাইকেই লাভ ইউ বলতে পারি হা হা হা

আর নতুন সিরিজ হবে তো এই কিছুদিনের মাঝেই শুরু হইবেক .......

চেনা যাবেনা কিন্তু আমাকে ....... :P

৭৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৩

আখেনাটেন বলেছেন: অসাধারণ এই মানুষটিকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।

সাথে আপনাকেও.......উনার মতো একজন সাদা মানুষকে উচ্চাসন দেওয়ায়।

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫০

শায়মা বলেছেন: তোমার জন্মদিনটাও বলো ভাইয়া তোমার মত লাল মানুষকেও উচ্চাসন দিতে চাই আমি ....... বিকজ আই লাভ ইউ আ লট!!!

৭৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৩

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: তোমার জন্মদিনটাও বলো ভাইয়া তোমার মত লাল মানুষকেও উচ্চাসন দিতে চাই আমি ....... বিকজ আই লাভ ইউ আ লট!!! -- সামু ও আপনাদের মতো গুণী ব্লগারদের ভালোলাগা-ভালোবাসার ফলেই আজকে ভুলভাল হলেও মাতৃভাষায় লেখালেখির চর্চা করতে পারছি। এজন্য সকলের কাছে কৃতজ্ঞ।
আর আমি যেহেতু জন্মদিন ঘটা করে পালন করি না। শুধু বিশেষ কিছু মানুষ ছাড়া সেটা কেউ জানেও না। তাই...দু:খিত। :(

আপনার ট্রেডমার্ক লেখাও কিন্তু কমে গেছে ইদানিং। বছর শেষে আপনার একটি জম্পেস পোস্ট দেওয়া চাই কিন্তু। :D

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫২

শায়মা বলেছেন: বিশেষ কিছু মানুষ ছাড়া কেউ জানে না!!!!!!!!!!
X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((






যাইহোক ট্রেড মার্ক লেখা লিখবো আপাতত হিডেনমার্কগুলো নিয়ে বিজি আছি নিউ গেইমে। ফেসবুকের সাহিত্য পেজ নামের লাইকু গেমিং পেজ নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছিলাম একটু। যদিও অনলাইন ক্লাস নিয়ে হিমুশিমু!!! :

৭৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৪

মিরোরডডল বলেছেন:



শুভটা দেখি লজ্জাও পায় :P
কি অবস্থা শুভ ? খ্রীষ্টমাস নিউ ইয়ারসের সময়গুলো কেমন যাচ্ছে ।
করোনা না থাকলে নিশ্চয়ই অনেক বেশী এনজয় করতে পারতো ।
যেমন এবার বড় করে কোনও ফায়ারওয়ার্কস হবে না ।

৩০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৬

শায়মা বলেছেন: হা হা বিশাল লজ্জা শুভভাইয়ার......

নিশ্চয় ভাইয়ার সেখানে হিম শিম যাচ্ছে......

আপুনি আমি একটা ঘর বাড়ি সাজানোর গ্রুপে ঘরবাড়ি থালা প্লেট সাজানোর কনটেস্ট নিয়ে মহা বিজি হয়ে গেছি!!!!!!!!

হাহাহা

লড়ছি বাপন রাহমানের সাথে.......

এইটা তো পুরা রকেট নিয়ে ছুটছে...... সারা বিশ্ব তাকে চিনে... আর আমার সাথে আমার টিচারস এন্ড প্যারেনটস হাহাহহাহা
হারতে বসলে স্কুলের বাচ্চাগুলাকেও নিয়ে আসবো ভাবছি!!!!!!!! :P

৭৬| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৪১

রামিসা রোজা বলেছেন:
শায়মা আপু,কই আপনি? মজার একটা কাণ্ড ঘটেছে ,
ঢুকিচেপা যে ভাইয়া এটা আপনার মাধ্যমে চিনেছি কারণ
আমি তো ভেবেছিলাম উনি আপু হন । সেদিন আপনার
মাধ্যমে জেনেছি বলেই উনি রক্ষা পেয়েছেন তা না হলে আমি
উনাকে নারী ব্লগার ভেবে লিখে ফেলতাম । সেজন্য ভাইয়া
আপনাকে ধন্যবাদ দিয়েছেন । সেই ধন্যবাদ আমি পৌছে দিয়ে গেলাম ।

০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৮

শায়মা বলেছেন: হা হা আরে আমিও তো আপুনই জানতাম। আর এখনও তাই মানতেই পারি না...

হা হা হা

এত মজার একটা ভাইয়া/আপু খুব কম কম আছে এই ব্লগে.....

৭৭| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ২:৪৭

রামিসা রোজা বলেছেন: এই গান আপনার জন্য

০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ!!! :)

অনেক অনেক সুন্দর একটা গান.....
এই লাড়কি কি ঢুকি আপু নাকি আমি?? কাকে মনে করে গানটা দিলে রোজাআপুনি???

৭৮| ০৩ রা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

রামিসা রোজা বলেছেন:

আপু গানটা আমি আপনাকে মেনশন করে ভালোবেসে
দিয়েছি কারণ আপনার একে একে অনেক গুণ ......

আর আপনি আমার যে উপকার করলেন তা কি দিয়ে ঋণ
শোধ করি যদি ঢুকিচেপা ভাইয়াকে আপু ভেবে পোস্ট দিয়ে খেলতাম তাহলে ....


১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ আপুনি.........

ব্যাস্ততা কমলেই এসে যাবো আবারও......

৭৯| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫

মলাসইলমুইনা বলেছেন: আমার ধারণাতো বিরাট ভুল ছিলো দেখছি ! সামরিক শৃঙ্খলায় তৈরী খায়রুল ভাইয়েরটা স্বাস্থ্যবিধিরতো কিছু হয়নি মনে হচ্ছে আপনার আকবরী খাবার দাবার আয়োজনে। কিন্তু সে আকবরী খাবার দাবার চেখে দেখতে দেখতে (রকিবুলের ভাষ্য থেকে অন্যদের সেবার ব্যাপারে আপনার রোল আমি জানি তাই সবকিছু আপনি একলাই খেয়ে ফেলেছেন সেটা মুহূর্তের জন্যও ভাবিনি আমি সেটা কিন্তু ভুলবেন না ) আপনার আবার কিছু হলো নাকি সে নিয়েই এখন দুশ্চিন্তায় আছি । হঠাৎ এতো অনিয়মিত হয়ে গেলেন কেন ? ও আরেকটা কথা, গ্রন্থ সরবরাহ সংক্রান্ত বিষয়ে আপনাকে যোগাযোগের একটা রোডম্যাপ যদি বলতেন !

১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি!

ঝামেলা ছাড়া আমার ভালোই লাগে না আসলে।
দীর্ঘ নয় মাস অনলাইন ক্লাসের যুদ্ধশেষে ছুটি পেয়েছিলাম একটু।

এরই মাঝে ঘর সাজাবার এক কনটেস্টে ছবি দিয়ে ঝামেলা বাঁধালাম। লড়াই লড়াই লড়াই। কিসের জন্য কিসের পিছে এই লড়াই না ভেবেই ঝাঁপ দেওয়া। আর ঝাঁপ দেওয়া মানেই আমাকে ভেসে উঠতেই হবেই হবে। সে আগুন হোক বা পানিতেই হোক।

সেই কনটেস্ট জিতে আবার পড়লাম মহা বিপদে। এখন নাকি বাংলাদেশ ওয়েব পেইজে ফেবুলাস হাউজ হিসাবে বাসার ছবি যাবে আর তাই শ্যুটিং করতে আসবেন লোকজন.......

ব্যাস আরেক বিপদ শুরু হোলো...... বাসা থেকে এটা সরাও ওটা ভালো না সেটা কিনো ওটা আনো এই করে আমার রাতের ঘুম দিনের মহানন্দ সব শেষ হলো।

এখন এই নিয়ে এতই বিজি আছি যে একদম অনিয়মিত হতেই হলো ......

আমার ইমেইল
[email protected]

৮০| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৭

মলাসইলমুইনা বলেছেন: হাহাহা ----যাক মধুর ঝামেলা তাড়াতাড়ি সামলে উঠুন সেটাই চাওয়া আর ব্লগেও আরো নিয়মিত হবার সময় যেন পেয়ে যান তার কামনা। থাঙ্কস ইমেইল এড্ড্রেসের জন্য। আপনার প্রিয় আবার কোনো গরুজন ভাইয়া না আবার উদয় হয় ! এমন আশংকা করলে কমেন্টসগুলো মুছেও দিতে পারেন ঝামেলা মুক্তির জন্য।ভালো থাকুন ।

১০ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১২

শায়মা বলেছেন: গরুজন ছাগলজন যেই আসুক আমি কি ডরাই ভাইয়ু ভিখারী গরু মরুকে !!!


হা হা হা

নেভার এভার....... ভুই নাই ভাইয়ু........

তুমি নিশ্চয় ভালো আছো অনেক অনেক.......

আমি ইনশাল্লাহ নেক্সট মান্থে বিজি থেকে ইজি হয়ে যাবো..... তারপর এই বিজি বিজি নিয়ে ব্লগ লিখবো ......

৮১| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

করুণাধারা বলেছেন: দেরি হলেই আসাটাই আসল কথা, তাই দেরি করে হলেও আসলাম...

রঙিন পোস্ট দেখে আঁখি না ফেরে... চমৎকার। দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা সকলের প্রিয় ব্লগার খায়রুল আহসান কে।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৭

শায়মা বলেছেন: আপুনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ.........

নিজেই অনেক অনেক ইজি কাজে বিজি হয়ে পড়েছিলাম......

অবশ্য ঠিক ইজি কাজ ছিলো না ....... ফাজলামি করতে গিয়ে ফান্দে পড়া বলতে পারো হা হা ....

৮২| ১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

খায়রুল আহসান বলেছেন: গতকাল এ পোস্টটা আবার পড়লাম, সব মন্তব্য/প্রতিমন্তব্যগুলোও আবার পড়লাম। হাজার হোক, নিজের প্রশংসা শুনতে কে না ভালবাসে?
পোস্টের জন্য আবারও ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: এই সব প্রশংসার চাইতেও আরও অনেক বেশি প্রশংসার যোগ্য তুমি ভাইয়া!!!!!!!!!!


হ্যাপী বার্থ ডে!!!!!!!!!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.