| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শায়মা
	দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

সুখে ও শান্তিতেই দিন কাটছিলো এই পৃথিবীবাসাীদের। হঠাৎ করোনার করাল থাবায় গত বছরের মার্চ মাস হতে আমাদের দেশ তথা সারা বিশ্ববাসীর সুখ শান্তি আনন্দ ভালোবাসা আর ভালো লাগায় ছেদ পড়লো।  উৎসব ও আনন্দপ্রিয় বাঙ্গালীদের আনন্দের দূয়ার রুদ্ধ হলো।  গত বছর এই সময়টা একেবারেই বন্দী দশায় কেটেছে আমাদের । তবে হ্যাঁ মানুষ বড়ই অপ্রতিরোধ্য, নির্ভিক ও সকল পরিবেশেই খাপ খাইয়ে নিতে পারা জীব।
যাই বলি করোনায় আমাদের কম শিক্ষা হলো না। হঠাৎ থমকে গেলেও এই প্রতিকূলতায় চলতে শিখে গেলাম আমরা। ভার্চুয়াল দুনিয়ায় বসবাস শুরু হলো আমাদের। সবচয়েে মজার আর একই সাথে কষ্টের হলো আমার জীবনে অনলাইন স্কুলিং সিস্টেম। অনলাইনেই হলো র্ভতি এসেসমেন্ট। অনলাইনইে হলো প্যারেন্টস মিটিং আবার অনলাইনইে হলো নানা রকম উৎসব। এবারে হবে বৈশাখী অনুষ্ঠান। তারই তোড়জোড়ে আমাকে করতে হলো পাপেট শো বা পুতুল নাচ। কিন্ত অন্যবার তো বাঙ্গালীর হাসির গল্প দিয়ে চালিয়ে দেই এবারে অনুরোধ আসলো করোনা নিয়ে কিছু একটা করে দেখাতে হবে বাচ্চাদেরকে। একই সাথে শিক্ষামূলক ও মজাদার। বাচ্চারা যেন আনন্দের মধ্যেও শিখতে পারে করোনায় কি কি করণীয়। 
একই সাথে বুক উইক বা বইমেলাও চললো অনলাইনে। সেখানেও আবার আমি পন্ডিৎ স্টোরী টেলারকে স্টোরী শুনাতে হবে বাচ্চাদেরকে।  স্টোরী বা গল্প শুনাতে আমি বড়ই ভালোবাসি। ছোট থেকেই বানিয়ে বানিয়ে গল্প বলতাম সত্য মিথ্যায় মিলিয়ে আর এমনই সব মিথ্যে যে এক্কেবারেই সত্যেরই মত বলেই ভুল হয়ে যেত সবার!!! যাইহোক সেটাই কিন্তু সফল স্টোরী মেকারের কাজ তাইনা??? 
 
যাক করোনা ও পাপেট শো নিয়ে ভাবতে ভাবতে মনে পড়ে গেলো সাজু রুপাই এর ঘটক মশাইকে।  ঐ নাটকের ঘটকমশাই আমার জীবনের  সবচেয়ে হাসির মানুষ মনে হয় আমার। তাই  মজাদার মানুষ সেই ঘটক, সেই ঘটক থেকে সাজু রুপাই সেই সাজু রুপাই থেকে  বোকা জামাই এর গল্প সব মিলেমিশে হুড়মুড় করে নামলো আমার চোখের  পাতায় আর মনের দূয়ারে।  সাথে সাথে পেয়ে গেলাম আইডিয়া। আর এই ব্লগের রফিকভাইয়া আর জেসনভাইয়ার সাথে ছড়িতা যুদ্ধের সুবাদে ছড়ারা থাকে এখন আমার আঙ্গুলের ডগায় ডগায়........
যাইহোক মাত্র আধা ঘন্টায় লিখে ফেলললাম অং বং চং....... তারপর যাকে শুনাই সেই হাসে। সুফিয়া বলে বালা হইসে আসমা বলে এই রমিজ্জা আর করিম্মা তো আমগো গেরামে আছে। আপনে কই পাইলেন!!!  আর আমাদের প্রিন্সিপ্যাল তো মহা খুশি। আমাকে আমার মতন করইে এতগুলি এক্সক্লেমেটরী সাইনে লিখে পাঠালেন তার উচ্ছসিত আনন্দ বারতা। ঠিক এমনটাই চেয়েছিলেন তিনিও। 
আচ্ছা সবাইকেই পড়াই সেই পুতুলনাচের স্ক্রিপ্টটা...... 
 
ছড়া ও ছন্দে পুতুলনাচ - করোনা ভাইরাস এবং হাবু
ন্যারাটর- নামটি তাহার হাবলু মিয়া
সবাই ডাকে হাবু.....
 
 
এই আমাদের হাবু......
হাবু- হা হা হা আমি হাবু !
নামটি আমার হাবু হলেও
করতে পারি এক নিমিষে 
একশোজনকে কাবু.... হা হা হা হি হি হি হো হো হো হো 
বন্ধু- আরে বাবা থামো থামো থামো
শুনছো নাকি আসিছে এক ব্যামো???
হাবু- ব্যামো? 
এসব বলে বাপু মোরে বইলোনা রে থামো।
আমি হাবু , নামটি আমার হাবু।
এক নিমিষে করতে পারি একশোজনরে কাবু। 
হাবু আর তার বন্ধু
বন্ধু- অতো বড়াই হাবলু মিয়া 
লাগে যে হাস ফাস,
শুনছো নাকি আইছে দ্যাশে করোনা ভাইরাস?
হাবু- হা হা হা হো হো হো মাথায় উঠছে পোকা?
ভাবছো বুঝি হাবলু মিয়া এতই বুঝি বোকা?
জনম থেইকা খাইয়া আসছি করলা ভর্তা ভাজি।
আর তুমি মিয়া করলা ভাইরাস নিয়া আসলা আজি!
ভর্তা ভাজি খায়াই আমি বড়ই আছি ভালা।
তোমার ভাইরাস নিয়া তুমি দূর হও হাবা কালা।
করলো মরোলা থোড়াই কেয়ার পটল কুমড়া,ঢেড়স, 
টমেটো আলু, লাউ, ঝিঙ্গা---
খাইবি পিটা বেশি যদি বাড়স। 
বন্ধু- আরে বাবা করলা না করোনা ভাইরাস। 
সাবধান হও নইলে মিয়া মিটবে সকল আঁশ।
হাবু- যা যা যা নিয়া যা তোর  করলা ছাইবাঁশ
শ্বশুরবাড়ি যাচ্ছি খাইতে মুরগী গরু হাঁস। 
***********************************
বাড়িতে  ফিরে -----------
হাবু - ওমা ওমা ওমা, যাবো শ্বশুর বাড়ি
পোলাও খাবো কোরমা খাবো ভরা হাড়ি হাড়ি।
হাবু ও মা
মা - যাবি  বাবা যাবি। পোলাও কোরমা খাবি
কিন্তু শুনি আসছে দ্যাশে  করোনা নাম দানো...
হাবু_ উফ ফু মা করলা নিয়া তুমিও দেখি জানো!
জনম ভরা খাইলাম আমি করলা খেত তুইলা
কিন্তু 
তুমিও আজ দানো শুইনা গেলে সবই ভুইলা!
মা- নারে বাবা না। আমি যে তোর মা।
বড়ই লাগে ভয়রে বাবা তুই যে চোখের মনি।
করনা যে প্রাণ কাইড়া নেয় রে সকলখানে শুনি। 
হাবু- রাখো তোমার শুনাশুনি করলা কোর ছার
এই সব কথা আমি হাবু করিও না কেয়ার। 
মা- আইচ্ছা তবে সাবধানে যা দোয়া দরুদ পইড়া
তোর কিছু বাপ হইলে আমি যাবোই যাবো মইরা।
হাবু - মা আমার মা। তোমায় বড়ই ভালোবাসি
চিন্তা কইরোনা না মা আমার এবার আমি আসি।
রাইখো মনে আমার নাম হাবু। 
এক নিমিশে করতে পারি একশোজনরে কাবু। 
করলা ঢেড়শ কুমড়া পটল করবে আমার কি? 
আমায় তুমি এত রোগা ভোগা ভাবো ছিহ!
মা আমার মা। তোমায় বড়ই ভালোবাসি
চিন্তা কইরোনা না মা আমার এবার আমি আসি। 
মা- সাবধানে যা বাবা আমার চান মানিক রতন
শুশুরবাড়ি ভালো মন্দ খাইয়া থাকিস যতন। 
হাবু যখন বাজারে...
ন্যারেটর- চললো হাবু শ্বশুরবাড়ি বাজারের পথ দিয়া।
সবার মুখে মুখোশ আঁটা এইডা আবার কি হ্যা!
হাবু- ও মিয়া ভাই ও দোস্ত রতন মনে বড়ই সুখ!
ব্যাপার কি ভাই!
গরুর মতন মুখে  ঠুলি!  কারু খ্যাতে দিসো মুখ?
বন্ধু-  আরে মিয়া রাখো তোমার আজব মশকরা।
মুখে কুলুপ তুমিও আটো তোমার বাড়িছে আশকারা।
করোনা থেইকা বাঁচতে চাইলে মুখোশ আজই পরো।
এই নাও ভাই তোমার জন্য নতুন একখান ধরো। 
হাবু- হে হে হে  হইতে গরু সাধ লাগিছে তোমার
এসব মুখোশ গরুর জন্য, জন্য নহে আমার।
ন্যারেটর- হাবু গেলো কিনতে মিঠাই দোকানী বলে একি।
ও মিয়াভাই তোমার মুখে মুখোশ নাই যে দেখি।
হাবু- খেতে গরু না দেয় মুখ মুখোশ আটি তাই।
তোমার মিঠাই দোকান কবে খেত হইলো ভাই?
নাকি আমায় ভাবছো গরু তাই পরাবে মুখোশ।
তোমারও দেখি ওদের মতন কঠিন মাথার দোষ!
দোকানী- না না ভাই মুখোশ ছাড়া বেচা বিক্রি বারণ।
কারণ আছে কারণ। 
হাবু - মানিনা আমি কারণ বারণ লাগবেনা তোর মিঠাই।
মুখোশ ছাড়াই মিঠাই ছাড়াই শ্বশুর বাড়ি যাই। 
করোলা খেত খাবো নাকি মুখোশ আটবো মুখে!
যা মলো যা আমি রাজা থাকবো আমি সুখে। 
 
শ্বশুর বাড়িতে হাবু
ন্যারেটর- শ্বশুরবাড়ি পৌছে হাবু ডাকছে শালাশালী
হাবু- ও রমিজা ও করিম্মা কোথায় তোরা গেলি
রমিজা ও করিম- একি দুলা কোথায় তোমার মুখোশ কোথায় ভাই
করোনা ভাইরাস নিয়া তোমার কোনোই কি ভয় নাই!
 
হাবু- ও মোর খোদা!!!! শ্বুশুরবাড়িও আইসে সে ভাইরাস
এই দুনিয়ার কোথাও কি নেই শান্তি সুখ আর আঁশ!
রাখ রেখে দে মুখোশ বাকোস আন মন্ডা মিঠাই দুধ।
মাথার থেইকা নামা তোদের করোলা ভাইরাস ভূত। 
শালাশালী- না দুলাভাই ইটি আর যে হবার নাইকো কোনো
করোনা ভাইরাস নিয়ম কানুন মানতে হবে মানো। 
সাবান দিয়া গোসল করো বাইরে থিকা আয়া
হাত ধুইবা ২০ সেকেন্ডে কিছুখন পর যায়া।
মুখোশ পরো দূরে থাকো সাবধান হও আরও
অকারণে এদিক সেদিক ঘোরা ফেরা ছাড়ো। 
হাবু- কি জ্বালারে সকল খানে শান্তি যে আর নাই।
শ্বশুরবাড়ি আয়াও আমার রক্ষা যে নাই ভাই। 
ন্যারেটর- রাতের বেলা ঘুমায় হাবু খেয়ে খাটের পরে
আধেক রাতে ঘুমটি ভাঙ্গে গা যাচ্ছে পুড়ে জ্বরে।
গলায় ব্যাথা, সারা শরীর ক্লান্তিতে অবশ।
হাবু মিয়ার ততক্ষনে ফেরে বুঝি হুশ!
হাবু- কি সর্বনাশ করোনা বুঝি করলো ঘাড়ে ভর
করনা হইলে কম্প দিয়া আসে নাকি জ্বর।  
গলায় ব্যাথা সারা শরীর ক্লান্তিতে যায় ভরে।
ও মাগো মা আমি যে আজ যাচ্ছি ভয়ে মরে।
ন্যারেটর- -মায়ের সাথে হাবুর দেখা হবে !
এ রোগ যে প্রাণঘাতি
এত রাতে কষ্টে হাবু করেন ইতিউতি। 
 
কোয়ারেনটাইনে হাবু
শ্বশুরবাড়ি বন্ধী থাকেন দু সপ্তাহ ধরে।
শালা শালী শ্বাশুড়ি শ্বশুর থাকেন দূরে দূরে। 
ওষুধ চলে পথ্য চলে বিস্বাদ লাগে জীভে। 
কত বড় ভুল করেছেন হাবু এখন ভাবে। 
ভয়ে পরান কাঁপে তাহার কষ্টে যে বুক ফাটে
নিয়ম কানুন মানবে এবার এ সিদ্ধান্ত আঁটে। 
 
 
হাবুর উপদেশ
হাবুর মত ভুল করো না করোনাও ভয়।
একতা নিয়ে লড়াই করো হবেই হবে জয়।
আইছে দেশে প্রতিষেধক ভুল করো না নিতে
রেজিস্ট্রেশন করে ফেলে সেন্টারে যাও দিতে।
সবাই মিলে একই সাথে লড়াই করি চলো
হবেই যে জয় নেই কোনো  ভয় 
একতাই বল বলো। 
 
 হাবু এখন বুদ্ধিমান...... 
আরেকটা কথা-  পুরা অডিওটাই আমার গলায় শুধু শালাশালী ছাড়া। তবে ভয়েস চেঞ্জার দিয়ে চেঞ্জ করে দিয়েছি ফিমেল টু মেল। 
হা হা হা নামটি আমার ....... ?????????????????? 
এই পুতুলনাচটি এই ব্লগের সকল ভাইয়া আপুনিদের বাবুনিদের জন্য....... সবাই বাবুদেরকে দেখাও আমার এই করোনা মহামারীতে  একটু আনন্দ ও শিক্ষালাভের জন্য  মজাদার পাপেট শো টা.......  
 
 
  
এই যে এখানে আমার আজকের পাপেট শো-
 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫৭
শায়মা বলেছেন: ভাইয়া তোমার বাসায় কি বাবু আছে???
থাকলে তাদেরকে দেখাও প্লিজ!!!!! ![]()
২| 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:০১
শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া!!!!!!! ![]()
![]()
 
৩| 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাপেট শো-টা সুন্দর হয়েছে। ছোটোবেলায় মেলায় পুতুল নাচ দেখেছি। বড়ো হয়ে এর উপর ডকুমেন্টারিও দেখেছি। পুতুল নাচ বা পাপেট শো যারা পরিচালনা করেন, তাদের একটা বিশেষ কৌশল বা স্কিল অর্জন করতে হয়, যা সবার পক্ষে সম্ভব না। আপনার পাপেট শো অসাধারণ হয়েছে, একেবারের পেশাদারদের মতো।
ইউটিউবে আমার কমেন্ট রেখে এসেছি।
ছড়ার ছন্দে সংলাপ রচনায় উন্নত প্রতিভার ছাপ সুস্পষ্ট। অডিওতে কণ্ঠ যারা দিয়েছেন, সবাই ভালো করেছেন, আপনার কমেন্ট্রিও চমৎকার।
সব মিলিয়ে চমৎকার একটা শো।
 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:০৫
শায়মা বলেছেন: ভাইয়া আসলে পুতুলনাচটাই করতে গিয়ে পাপেটের বদলে মাপেট শো করি আমি। মানে উপর থেকে সুতা ধরে না নিচে থাকে স্টিকে পুতুল লাগিয়ে বা হাতের মধ্যে পরে নিয়ে। 
ইউটিউবের কমেন্ট দেখেছি ভাইা। থ্যাংকস আ লট!!!!!!! 
আমার অবশ্য এই ছড়া ছন্দই সবচাইতে বেশি পছন্দ হয়েছে। কারণ এত কিছু আমি ছড়ায় ছড়ায় লিখতে পেরেই মহা খুশি!!!! হা হা হা 
অডিও সবই আমার শুধু শালা শালি আর মিষ্টির দোকানী ছাড়া।
ন্যারেটর , হাবুর  হাবুর বন্ধু এবং হাবুর মা সবই আমি আমি আমি !! হা হা হা মেল ভয়েসটা ভয়েস চেঞ্জারে চেইঞ্জ করে দিয়েছি তো!!!!!!!!!! তাই বুঝাই যাচ্ছে না!!!!!!!
৪| 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:০৪
রাকু হাসান বলেছেন: 
অং এবং চং নয়, ভালো হয়েছে।আধা ঘণ্টায়.. দারুণ... পুতুলনাচের ভয়েসটা খুবই অমায়িক! 
 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:১৪
শায়মা বলেছেন: হা হা হা 
থ্যাংক ইউ থ্যাংক ইউ !!!!!!
ভয়েস 
ন্যারেটর - আমি
হাবু - আমি
হাবুর বন্ধুও আমি  তবে এই দুজনের ভয়েস চেঞ্জ করে দিয়েছি।
আর শালাশালি ও মিঠাইওয়ালার ভয়েস অন্য দুজন......
৫| 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৩৯
মা.হাসান বলেছেন: সাজু-রুপাইয়ের ঘটক কোথায়? আমার তো অর্ধেকটা পড়ে মনে হলো শমশের ভাইয়ের কথা পড়ছ. খালি শমশের ভাইয়ের ট্রেডমার্ক ডায়ালগের একটু ঘাটতি (ছোটোদের স্কুলে অবশ্য ঐ ডায়ালগ দেয়াও মুশকিল)। মনে হলো এরে কয়েকদিনের জন্য জেনারেল করা লাগতো 
 । যা হোক আপনি কয়েকদিনের জন্য কোয়ারেনটিনে/জেনারেল অবশ্য করলেন  
 । অভিজ্ঞতায় কয় হাবলু বদলাইবো না। ফলে প্রয়োজন পড়লে এর ২য়/৩য়/৪র্থ/... পর্ব আনার সুযোগ থাকলো। 
বাচ্চাদের রিঅ্যাকশন কি? নাকি এখনো ব্রডকাস্ট হয় নাই, আজ হবে?
 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৫৩
শায়মা বলেছেন: হা হা হা শমসের ভাই না!!!!!!!!!!!!!
ইহা হাবু!! তবে হাবু হইলো আসলেই হাবু..... শমসের ভাই এর ডায়ালগ পড়ার ফল আর কি রাইটারের।
ঠিক শমসেরের মতই গোয়ার এবং হাবলু। এত মানুষ বুঝাচ্ছে কিছুতেই নিজের ভুল বুঝবেই না বেটা।
না না না আমি রাইট বলেই চিল্লাচ্ছিলো গাধাটা। এই গাধাকে জেনারেল করার আগে একটু শিক্ষা দেবার দরকার ছিলো। মানে পুলিশ দিয়ে জেইলে ঢুকানো যেত মাস্ক না পরে ভ্যা ভ্যা করার অপরাধে। কিন্তু যাইহোক পুলিশের বাবা মানুষকে দিয়েই কোয়ারেন্টাইলে আটকানো হলো।
হাবলু আবার ছাড়া পেলেই চিল্লাবে.. ঠিক কথা.... চোরাই না শুনে ধর্মের কাহিনী তেমনই হাবলু না শোনে মানুষের বুঝানি এবং নিজের ভুল.....
ওকে ওকে নিজের অভিজ্ঞতা বাড়ুক আরও আরও দেখি এবং শিখি তারপর আরও ২/৩/৪/ পর্ব লেখা যাবে অভিজ্ঞতার আলোকে ভাইয়ামনি! ![]()
বাচ্চারা তো এহেন গোয়ার গোবিন্দ পাগলা হাবুকে দেখে মজাই পায়। তাই তো বলি জীবন এবং জীবনে অভিজ্ঞতার উপরে কিছুই নাইরে ভাইয়া!!!!
৬| 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৫১
একলব্য২১ বলেছেন: চোখ বুলালাম। ওয়াও! তুমি তো অনেক গুনী মানুষ। সত্যজিৎ রায়ের "হীরক রাজার দেশে" ছবির সংলাপ ছন্দের ভাষা কথা মনে পড়ে গেল।
 
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৫৫
শায়মা বলেছেন: হা হা হা ঠিক ঠিক তাই তো তাই তো......
আসলেই ছড়ায় ছন্দে লিখে মজা পেয়েছি ভাইয়া!!!
তোমাকে ক্ষুদেকে পাস  করে দাও...... ![]()
৭| 
১৪ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
বাহ চমৎকার হয়েছে হাবু নামা !!
বুদ্ধি যদি ঘটে থাকে একটু মাথা ঘামা।
করোনাকে ভয় করো থাকো নিরাপদ
তা না হলে হাবুর মতো আসবে যে বিপদ।
সাবধানের মার নাই গুনী জনে বলে
উল্টা পথে চললে কেই দিবে কান মলে।
হাবু মিয়া ভালো থাকো এই দোয়া করি
সুখে দঃখে একসাথে থাকি গলা ধরি!!
 
১৪ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪০
শায়মা বলেছেন: লোকে যায় সোজা পথে হাবু যায় ভিন্ন
তবু বোকা হাবু ভাবে তিনিই অসমান্য। 
তিনি বুঝি সব বুঝে লোকে বুঝে ছাইপাস
তাই হাবু করলাকে মনে করে ভাইরাস।
নো পাত্তা কোনোকিছু উনি এক হনু
ধরা খাওয়া হলে পরে বুঝলেন মনু......
মাস্ক ছাড়া চলেই না হাতে হাত মোজা
এত দিনে নাক কেটে হয়েছেন সোজা......
৮| 
১৪ ই এপ্রিল, ২০২১  বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
 
১৪ ই এপ্রিল, ২০২১  সন্ধ্যা  ৭:২৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!! ![]()
৯| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: শায়মা,
বলতেই হবে - অপূর্ব অনুধাবন। জিনিয়াস লেখা। 
বিশাল ছড়ায় একটুও ছন্দের ঘাটতি নেই। করোনার মতোই রূপ পাল্টেছে প্রতিটা ইপিসোডে।
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৮:৩৩
শায়মা বলেছেন: হা হা ভাবছিলাম তোমাকে ভিজিটর লিস্টে দেখে ভাইয়া ......
এই রে এবার গেছি....... 
 
কত কত ভুল করেছি আমি জানি। তবে  এটা সত্যি পুরো পাপেট শো একা একা পরিচালনা করতে গিয়ে হিম শিম খেয়েছি তবে লেখাটাই একমাত্র ঠিকঠাক মনে হয়েছে কিছুটা।
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:২০
শায়মা বলেছেন: 
  
ভাইয়া নববর্ষের শুভেচ্ছা। পান্তাবুড়ির হাড়ি থেকে পান্তাভাতের শুভেচ্ছা ভাইয়ামনি।
হা হা হা আজ বিকালে বৈশাখী ইফতার বানিয়েছি। তাই ইচ্ছা হলো এখানেও সবাইকে দেখাই।![]()
১০| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:২৩
কলাবাগান১ বলেছেন: বাচ্চাদের জন্য অনেক শিক্ষামুলুক হয়েছে ...দেখার পর, তারা বড়দের কে চাপ দিবে স্বাস্হ্য-বিধি মেনে চলতে। প্রচার এর জন্য, সরকারী/বেসরকারী টিভিতে দেখানোর ব্যবস্হা করুন (ছোটদের প্রোগ্রামে)
একজনকে দেখলাম হাবুকে মাস্ক সাধছে পরার জন্য কিন্তু অনেক বড় সাইজ। ছোট সাইজ এর মাস্ক হলে, পুতুলের সাইজের সাথে ভাল হত
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৩১
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়ামনি!!!!!!!!
ইচ্ছা করেই তো বড় মাস্ক ধরাই দিয়েছি। এটা ইচ্ছা করে !
কিন্ত তুমি ঠিকই বলেছো অনেক বাচ্চাই ভাববে হায় হায় এত বড় মাস্ক এতটুকুন পুতুল পরবে কিভাবে!!!!!
হা হা হা ভাইয়া আমি অনেক বছর ধরেই এই রকম অং বং পাপেট শো করছি। কিন্তু এবারের পরিস্থিতি ছিলো সম্পূর্ন ব্যপারটাই বাড়িতে বসে। স্কুলের যে হেল্পগুলো পাই সেটা পাচ্ছিলাম না। তবুও জানোই আমি একাই দুইশো। সারাজীবন পারি না পারি আগুনে লাফ জলে ঝাঁপ দিয়ে হাছড়ে পাছড়ে কিছু না কিছু পেরে গেছি।
আর এই যে নানা রকম উপদেশ শুনে শুনেই শুধরেছি অনেক ।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া!!!
বাচ্চারা ভিষন লাইক করেছে জানো?
এছাড়াও আমি ওদেরকে লাইভ গল্প পড়ে শুনিয়েছি পুতুল দিয়ে রাখাল ছেলে ও বাঘ। সোনার ডিম ও রাজহাঁস। সবই তাদের অনেক খুশি করেছে। আর তাই আমিও খুশি ভাইয়া। ![]()
১১| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:২৭
পাঁচ-মিশালি বলেছেন: তারই তোড়জোড়ে আমাকে করতে হলো পাপেট শো বা পুতুল নাচ। 
এই গুলা হারাম
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৩৩
শায়মা বলেছেন: ঐ ভাইয়া। হারাম হবে কেনো???
এক্সপ্লেইন ইট। নাইলে একদম তোমার মুখেও মাস্ক পরায় দেবো। বোবার মাস্ক!!!!!!!!!! 
এখন আরেকখানা পহেলা বৈশাখের হারামিও শুভেচ্ছা গ্রহন করো!!!!!!! 
 
 
১২| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:২৭
জুন বলেছেন: অসাধারন শায়মা,  মুগ্ধ হচ্ছি তোমার প্রতিভায় প্রতিনিয়ত 
 
 +
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৩৪
শায়মা বলেছেন: লাভ ইউ আপুনি!!!!!!
অনেক অনেক ভালোবাসা!!!!!!!!
নতুন বছরের শুভেচ্ছা!!
আরও আরও অনেকদিন দেখতে চাই তোমাকে এই ব্লগের পাতায়!!!!
তোমাকে জ্বালাবো তুমিও জ্বালিও কিন্তু আগুন জ্বালাবো না ওকে?????
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৩৬
শায়মা বলেছেন: 
  
আপু তুমি তো আর ব্যাংককের মেছুনী পুতুল দিলে না তাই বাংলাদেশের পান্তাবুড়ি পুতুল দিয়েই পান্তা সাজিয়ে ওর সাথে নববর্ষে পান্তাভাতে ইফতারী খেয়ে মাহে রমজানের প্রথম সন্ধ্যাটি কাটালাম!!! ![]()
১৩| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৩৩
সুনীল সমুদ্র বলেছেন: এই হচ্ছে শায়মা !  ... যে কাজেই হাত দেয়, সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে সেরা সাফল্য ছিনিয়ে আনতে পারে !! ...   মানুষের পক্ষে কতো কিছু করা সম্ভব, একজন মানুষ কতোটা পারে ... তারই জলজ্যান্ত এক উদাহরণ মনে হয় মেয়েটাকে !! Really Nice !  
( ....... ইউটিউবেও মন্তব্য দিলাম )।
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৩৯
শায়মা বলেছেন: লাভ ইউ ভাইয়া!!!!!!!!!!!!
আমার পাপেট দিয়ে তোমাকে ব্লগে ধরে এনেছি!!!
হা হা হা অনেক ভালোবাসা ভাইয়ামনি.......
তোমার জন্য বৈশাখী কাঁচা আম আর তরমুজের শরবৎ
 
১৪| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৪৮
ওমেরা বলেছেন: আমি বসে বসে  দেখলাম হাসালাম , ভাবলাম কত জিনিয়াস আপু আমাদের শায়মা আপু ।
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:০১
শায়মা বলেছেন: উফ !!!!!! পারলামই না তোমাকে ঠিকঠাক করে শরবৎগুলো দিতে.......
 
বার বার দেই আর উল্টা পালতা হয়ে যায়। এখন দেখি নীচে চলে গেলো!!!!!!  ![]()
১৫| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৫৮
ঢুকিচেপা বলেছেন: আমি পড়ছিলাম আর ভাবছিলাম আপনাকে বলবো ভিডিও বানাতে, নিচে এসে দেখি সেটাও হয়ে গেছে (ভিডিওতে লাইক দিয়ে এসেছি)।
শুধু চমৎকার বললে কম বলা হবে, অসাধারণ চমৎকার!!!
ভিডিও লিঙ্ক ঠিকভাবে শেয়ার হলে পুরষ্কার পেতে পারেন।
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:০২
শায়মা বলেছেন: হা হা সত্যি!!!!!!!!!!!!!
কে দেবে পুরষ্কার!!!!!!!!!!!!!!
তুমিই দাও। কে কখন দেবে তার আশায় বসে থাকতে পাববো না!!!!!!!!!  ![]()
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:২২
শায়মা বলেছেন: 
  
তোমার জন্য আগে থেকেই বৈশাখী মন্ডা মিঠাই ভাইয়ু......
১৬| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৫৯
ওমেরা বলেছেন: আপু এত কিছু দেখিয়ে তো লোভ লাগছে , কিন্ত আমি তো এখন রোজা আছি খেতে পারবো না ।
 এত সুন্দর আপ্যায়নের জন্য অনেক অনেক শুকরিয়া আপু।
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:০৩
শায়মা বলেছেন: ওমেরামনি!!!!!!!!!
কতবার সুন্দর করে সাজিয়ে আনছি শরবৎ সব উলটা পাল্টা চলে যাচ্ছে।
আচ্ছা ইফতারের সময় খেও ওকে????
১৭| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:০০
শায়মা বলেছেন: 
 
 
 থ্যাংক ইউ সো মাচ ওমেরামনি!!!!!!!
আসার জন্য, পড়ার জন্য আর দেখার জন্য কি খাবে বলো???
নতুন বছরে শুধু মুখে যাওয়া যাবেন.
অবশ্য তোামর যে বিখ্যাত মিষ্টি বানাবার হাত। ভুলিনি আমি....... যাই হোক শরবৎ খাও......
আমের শরবৎ
তরমুজের শরবৎ
তেতুলের শরবৎ......
 
 
 
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:০৩
শায়মা বলেছেন: এসব ওমেরামনির জন্য...... ![]()
১৮| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:৩১
ওমেরা বলেছেন: থ্যাঙ্ক ইউ সো মাচ আপু।
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:৩৩
শায়মা বলেছেন: লাভ ইউ আপুনি!!! 
 
নতুন বছর অনেক অনেক ভালো কাটুক!!!
১৯| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:৪৮
ঢুকিচেপা বলেছেন: আহা মন্ডা মিঠাই খেতে খুব মজা হয়েছে।
“কে কখন দেবে তার আশায় বসে থাকতে পাববো না!!!!!!!!!”
বসে থাকতে হবে না, শিক্ষা/স্বাস্থ্য সেক্টর ভিডিওটা দেখলে অবশ্যই কিছু একটা হবে।
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১০:৫৫
শায়মা বলেছেন: তাইলে যাই ওদেরকে পাঠয় দেই ভাইয়া!! ![]()
২০| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১১:১২
রিফাত হোসেন বলেছেন: cute.
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৩৭
শায়মা বলেছেন: ভাইয়া 
কত দিন পর আসলে!!
কেমন আছো?
নিশ্চয় অনেক অনেক ভালো।
ভালো থাকো অনেক অনেক .....
২১| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১১:২১
আখেনাটেন বলেছেন: তাহলে আপনি এতদিন এই হাবু-গাবুদের নিয়েই ছিলেন।  
  
শেষে এসে দুচার লাইন বলতে হত 'লকডাউনে হাবু'।  ![]()
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৩৮
শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া.......
হাবু গাবু তো ছিলোই আবার আমার লাইভ স্টোরী টেলিং সেশন ছিলো এক সপ্তাহ!
আর এক সপ্তাহের কিছু আমাকে দিলে আমি সেটা নিয়ে ৩ সপ্তাহ বিজি হয়ে যাই। কেমনে এটা করবো কেমনে সেটা করবো এসব নিয়ে ঘুম ছুটায় ফেলি ......
 
 ![]()
২২| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৪৩
কাওসার চৌধুরী বলেছেন: 
এতো ক্রিয়েটিিভ একজন মানুষ আপনি। সত্যি বিস্ময়কর! পাপেট শো একটা সময় বিটিভিতে মনোযোগ দিয়ে দেখতাম। আজ আবার দেখলাম। এসব অনুষ্ঠান শিশু-কিশোরদের জন্য খুবই ইতিবাচক। হাবু-গাবুদের নিয়ে আরো কাজ করুন। বৈশাখী শুভেচ্ছা।
 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৪৫
শায়মা বলেছেন: থ্যাংক ইউ এন্ড লাভ ইউ ভাইয়া!!!!!!!
অনেক অনেক শুভকামনা । 
অনেক ভালো থেকো!!!!!
২৩| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৫৫
স্প্যানকড বলেছেন: অনেক সুন্দর হইছে । পুতুল নাচ বহুদিন পর দেখলাম। অনেক পুরনো স্মৃতি নিজেকে নাড়িয়ে দিল। শুভ নববর্ষ। ভালো থাকবেন ।  
 
 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ১২:১২
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়া। 
আমিও নিজেই পুতুলনাচ করতে গিয়ে আনন্দে মেতে উঠি ....
অনেক ভালো থেকো......
২৪| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৫৭
করুণাধারা বলেছেন: খালি পোস্ট পড়লে তো হবেনা, এতগুলো মন্তব্যও পড়তে হবে... দেখি কালকে পারি কিনা! আপাতত পোস্টে লাইক
 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ১২:১৬
শায়মা বলেছেন: হায় হায় আপুনি!!!!!!!!!! তোমাকে কি রাজীবভাইয়ার ভূতে ধরলো!!!!!!!!!!!!
হা হা হা মন্তব্যও পড়তে হবে ..... কে কি মন্তব্য করেছে তা দেখার দরকার আছে.....বুঝার দরকার আছে....... হা হা হা রাজীবভাইয়া যে মন্তব্য পড়ে কি বুঝে সেটা ভাইয়াই জানে ....... হা হা হা হা .....
২৫| 
১৪ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: আবার এলাম। 
কে কি মন্তব্য করেছেন, সেটা দেখতে।
 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ১২:১৮
শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!
হা হা হা হা 
কমেন্ট পড়ে পড়ে কি কি বুঝলে কি কি জানলে এই নিয়ে একটা পোস্ট লিখবে ......
অবশ্যই লিখবে ওকে????
২৬| 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ১২:২০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 
এতো দেখি বিরাট তেলেসমাতি 
 অবাক করে দেওয়ার মত। বাচ্চালোকদের মুগ্ধ না হয়ে কোথাও কি যাওয়ার আছে? 
পুতুলনাচে শিক্ষা বেচে দেওয়ার কৌশলিক ব্যবহারটা অসাধারণ হয়েছে। ইচ্ছে করে নেচে উঠি, নাচতে বাধা নেই তবু নাচতে নাহি পারি ওহে আপুমনি  
  ![]()
 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ১২:২৩
শায়মা বলেছেন: তাজুল ভাইয়া আমাদের স্কুলটাই এমন বাচ্চারা কি করে পড়া শেখে লেখা শেখে তা তারা নিজেরাই জানেনা..... তাদের বাবা মায়েরাও বুঝতেই পারেনা......
অনেক অনেক থ্যাংকস পাপেট শো দেখার জন্য ভাইয়ামনি!!!!!!
২৭| 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ১:৫২
কাছের-মানুষ বলেছেন: আপনি একজন প্রতিভাধর ব্লগার। আমার স্যালুট নিন। 
পাপেট শো নিয়ে আমার একটি আক্ষেপ আছে, আমি কখনো লাইভ দেখিনি। 
ইহকালে একবার হলেও পাপেট শো এবং যাত্রা লাইভ দেখার ইচ্ছা আছে। আপনার শোটি আমি পরে সময় করে দেখব ইউটিউব থেকে।
 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ২:০৪
শায়মা বলেছেন: ভাইয়া যদি কখনও করোনা থেকে মুক্তি পেয়ে আমরা স্কুলে ফিরে যেতে পারি। তবে অবশ্যই আমরাও লাইভ শো নিয়ে স্কুলে স্কুলে যাবো। 
 তখন তোমাকে দাওয়াৎ দেবো। তবে হ্যাঁ যাত্রা কিন্তু করতে পারবো না।  ![]()
২৮| 
১৫ ই এপ্রিল, ২০২১  ভোর ৪:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মনে হয় পোস্টটা কেবলই বিনোদনের জন্য। অথচ বিনোদনের ভেতরই শিক্ষা যে হামিয়ে রয়েছে সেটাই কিন্তু দেখার বিষয় হওয়ার কথা।
আপুমনি, ভর্তি হতে চাইলে কেমতে কী করন লাগবো! শিক্ষার্জনে কিন্তু বয়সের সীমানা নাই!  
নববর্ষের শুভেচ্ছা ![]()
 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩১
শায়মা বলেছেন: হ্যঁ। ঠিক তাই। আমি এটাই বলতে চাচ্ছিলাম।  বাবুদেরকে দেখাও !!!
আমরা জানি যদিও মানিনা কিন্তু ছোটদের মজ্জায় মজ্জায় ঢুকিয়ে দিলে সেটাই অভ্যাসে পরিনত হবে। আগামী ভবিষ্যতে আরও কতদিন মাস্ক চলবে জানা নেই ......
 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩২
শায়মা বলেছেন: 
  
আমার পান্তাবুড়ির পান্তা খাও ভাইয়া!!!!!!! ![]()
২৯| 
১৫ ই এপ্রিল, ২০২১  ভোর ৫:০৫
অনল চৌধুরী বলেছেন: কোথায় বানানো হয়েছে?
 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩৩
শায়মা বলেছেন: আমার বাসায় ভাইয়া। আমাদের ছাদরুমে একটা টেবিলের উপর মাইক্রো ওভেনের বক্স দিয়ে ....... ![]()
৩০| 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!!!
হা হা হা হা
কমেন্ট পড়ে পড়ে কি কি বুঝলে কি কি জানলে এই নিয়ে একটা পোস্ট লিখবে ......
অবশ্যই লিখবে ওকে? 
না সেটা ভালো দেখাবে না। এমনি ব্লগের লোকজন আমাকে পছন্দ করে না। আর সত্রু বাড়িয়ে লাভ নেই।
 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩৭
শায়মা বলেছেন: হা হা কেউ তোমার শত্রু না ভাইয়া। 
দেখতে পারে না তাও না আসলে। একটু বিরক্ত হয় আর কি........তোমার হিমু হিমু সাজা পাগলামীতে। সেতো সবার উপর আমরা সবাই হই একটু আধটু........
এখন যদি বলো কার কি কি স্বভাব আমাদের বিরক্ত লাগে কি কি ভালো লাগে আমরা কিন্তু বলতে পারবো। যেমন আমি জানি আমার অতি আহলাদী হা হা হি হি অনের গা জ্বলে যায়। কিন্তু আমি তাতেই আরও মজা পাই !  
  এটা একটা রিজন আরেকটা আসলেই আমি আনন্দে ভাসি তখন । তবে ব্লগে সবচেয়ে মজা পাই ফানি ফানি কান্ড দেখে যেমন একদিন তুমি প্রথম পাতায় ব্যান খেয়ে স্বপ্নেও কাঁদছিলে এটা আমার জন্য খুবই মজার বিষয় ছিলো!! 
কারো পৌষ মাস  কারো সর্বনাশ।  তোমার কষ্ট লাগলে কি হবে আমরা সবাই জানি তুমি অতি গুরুতর অপরাধ কখনও করবে না  কাজেই চিরস্থায়ী ব্যান তোমার জীবনেও হবেনা.....![]()
৩১| 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর আয়োজন।+++++
 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৪০
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!! ![]()
৩২| 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:২৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: " নামটি আমার  
  শায়মা
কেউ আমারে ধরতে পায়না "  - বনি - হাবুনামা সেইরম অইছে ।এজন্য +++।
মনে একখান প্রশ্ন জাগে বনি - এত সৃজনশীলতা নিয়ে কেমনে পারেন আপনি ? ঘুমান কেমনে?
ইরকম একখান পোস্ট লিকার জন্য কত সময় দিতে অইছে এবং মাথার উপর কত প্রেশার গেছে তা ভাবতেই আমার কিমন কিমন জানি লাগতাছে। 
 আমার মত বদ মানুষের মনে আর একখান প্রশ্ন আহে - হাবু বিবাহিত এবং সে শ্বশুরবাড়ী বেড়াতে গেল।যাওয়ার পরে এবং সঙ্গরোধ কালীন সময়ে শ্বশুর-শ্বাশুরী-শালা-শালী এমনকি নিজ বাড়ীতে মা এবং বাজারে দোকানদার সহ অনেকের কথা বলা অইল তয় আসল একজনেরই কোন দেখা মিললনা কিন? সে কই (হাবুর  
 বউ কই) বনি? নাকি তার কতা ভূইললা গেছেন< বদ মানুষের জানবার মুনচায়।
 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:০১
শায়মা বলেছেন: হা হা কামরুজ্জামান ভাইয়া......
এই পোস্ট লিখতে তেমন কষ্ট হয়নি তবে এই হাবু গাবু বানাতে গিয়ে আমার জানটা শেষ হয়েছে। একা একা এই দূর্দিনে শান্তি ছিলো না মনে। এটা হয়না তো ওটা হয়না এটা হয় তো সেটা নেই.....
 
 আর আমিও জানতাম কারো কারো মনে প্রশ্ন জাগবে বউ কোথায় গেলো???
আরে জামাই তো একা একা শ্বশুরবাড়ি এসেছিলো। বউ বউ এর শ্বশুরবাড়িতেই ছিলো। তবে বিদায়বেলা হাবু শুধু মায়ের থেকেই বিদায় নিলো। বউ এর থেকে নিয়েছিলো কিন্তু সময়াভাবে তা দেখানো গেলো না  আর কি......  ![]()
৩৩| 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:২১
মোহামমদ কামরুজজামান বলেছেন: বনি , আরেকটা কথা জানবার মুনচায় - আপনার থাকার আলয় বারিধার ইডা জানি - শিক্ষালয় টা কোথায় ? তাও কি বারিধারা এলাকায়ই ? 
যদি বারিধারা (জে অর গুলশান) এলাকায় হয় তবে তা কি কাল পোশাক না ডোরাকাটা (সাদা-কালো)?
 
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৪৭
শায়মা বলেছেন: হা হা ভাইয়া বারিধারা না গুলশানে পোষাক কালো না ডোরাকাটাও না ....... হা হা হা খুঁজে বের করো দেখি.....
৩৪| 
১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪৭
অধীতি বলেছেন: অসাধারণ মেধাবী মানুষ আপনি।
 
১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৫:৪২
শায়মা বলেছেন: মেধাবী কিনা জানিনা ভাইয়া। তবে সৌখিন বলতে পারো। দুনিয়ার যা ভালো লাগে তাই করতে ইচ্ছা করে ।
৩৫| 
১৫ ই এপ্রিল, ২০২১  সন্ধ্যা  ৭:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অলে বাপ! এতো দেহি বিছাল ছমাহাল ![]()
আমাল দাঁতেল ফাঁকে আতকে দাওয়া গোশত লে বেল কলে দিবে আপু মনি!  
  
 
হা হা হা  
 
বিনোদন হয়ে উঠুক আমাদের শিক্ষার প্রধান উপাদান।
 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ৯:০৫
শায়মা বলেছেন: টুথপিক দেবো??? 
  
হ্যাঁ আসলেই সব  স্কুলগুলোতেই উচিৎ আনন্দময় শিক্ষাদান করা।
৩৬| 
১৫ ই এপ্রিল, ২০২১  সন্ধ্যা  ৭:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মাধ্যম হপে ![]()
 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ৯:০৫
শায়মা বলেছেন: বুঝেছি ভাইয়া।
নো প্রবলেম। ![]()
৩৭| 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ৮:১৩
রানার ব্লগ বলেছেন: আমার বাসায় বাবু নাই, হবেও না। পুরুষ বন্ধ্যা আমি।
 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ৯:০৬
শায়মা বলেছেন: ওকে ওকে।
তুমি দেখেছো তাতেই আমি খুশি ভাইয়া। ![]()
৩৮| 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৩৪
কল্পদ্রুম বলেছেন: পাপেট,স্টেজ,ন্যারেশন,ডিরেকশন সবই সুন্দর হয়েছে। বাচ্চাদের শেখানোর জন্য পাপেট শো খুব কার্যকরী একটা উপায় বলে আমার মনে হয়। কার্টুনের থেকেও এটা বেশি সৃজনশীল এবং উপকারী। আরো ভালো হয় যদি বাচ্চাদেরও সরাসরি কাজে যুক্ত করা যায়। বিটিভিতে মোস্তফা মনোয়ার সম্ভবত 'মনের কথা' নামের একটা প্রোগ্রাম করতেন। সেখানে ষাড়, বাউল এবং একটা ছোট মেয়ের চরিত্র ছিলো। চরিত্রটার নাম ভুলে গেছি। চমৎকার পাপেটগুলো। সিসিমপুরেও দেশি-বিদেশি মিলিয়ে অনেকগুলো পাপেট রেখেছিলো। আমি দেখেছি বাচ্চাদের খুব পছন্দের ছিলো চরিত্রগুলো।
 
১৫ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৪৫
শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া। 
পাপেট আসলে মজাদার শিক্ষার মাধ্যম। 
ভাইয়া আমরাও বাচ্চাদেরকে দিয়ে প্রতি ২১শে ফেব্রুয়ারী প্রথম আলো বর্ণমেলায় নিয়ে যাই। 
করোনায় এই পাপেট একাই বাসায় করতে হয়েছে। এই পাপেট ভারচুয়ালী দেখবে বাচ্চারা......... 
থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আমার ভিডিও।
৩৯| 
১৬ ই এপ্রিল, ২০২১  রাত ৩:২৩
ডঃ এম এ আলী বলেছেন: 
করুনার  এই  বিপদজনক সময় কালে একটি সময়োপোগী শিক্ষামুলক আকর্ণনীয়  পোষ্ট । 
বাহ কত রকমের পাপেট,  রড পাপেট , গ্লাভস পাপেট , পুতুল পাপেট ,সুতা পাপেট ।
পাপেটটের জন্য বিষয় ভিত্তিক ছড়া কবিতা সেওতো এক বিরাট কান্ড কারখানা । 
গল্প কবিতা লেখা সে না হয় বুঝলাম গদ্য পদ্য কিছু  একটা হলেই  হলো  ,
কিন্তু ছড়া প্রতি চরণে জুৎসই ছন্দের একটা ভাল মিলযে থাকতেই হবে
এ যে বিরাট এক অসাধারণ  কষ্টকর  প্রয়াস । সৃজনশীল শিল্পকর্ম
ও মেধার অপরূপ সন্মিলন ।  শুধু প্রসংসাই  নয়, এর  জন্য 
 উপযুক্ত কতৃপক্ষ হতে বিশেষ স্বীকৃতি ও সন্মামনা
দেয়াও প্রয়োজন । জাতীয় পর্যায়ে স্বিকৃতি যথা
একুশে পদকের  জন্য নাকি গুণী জনের 
 নাম দিয়ে  প্রাতিষ্ঠানিক পর্যায় হতে 
মনোনয়ন পেশ করতে হয় । 
আমাদের ব্লগের শিল্পী, কবি, সাহিত্যিক 
ছড়াকার ও সৃজনশীল  মেধাবীদের জন্য সামু 
কতৃপক্ষ হতে মনোনয়ন সরকারের নিকট প্রেরণের 
ব্যবস্থা  করা গেলে ভাল হয়।এতে অনেকেই  আরো বেশী
করে সৃজনশীল কাজে  মনোনিবেশ করতে  অনুপ্রেরনা পাবেন। 
পাপেট  তথা পুতুলের প্রতি স্কুলের বাচ্চাদের যে আকর্ষণ রয়েছে
তাকে কাজে লাগিয়ে এই  করুনাকালীন সময়ে  এরকম আরো অনেক 
সচেতনতামূলক কাজ  করা যেতে পারে। এটা এখনকার জন্য খুব প্রয়োজন।
অনেক পছন্দের পোষ্টটি  প্রিয়তে তুলে রাখলাম। বাংলা নববর্ষের  শুভেচ্ছা রইল। 
 
১৬ ই এপ্রিল, ২০২১  দুপুর ১২:৩৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
এক নাম্বার কারণ আামার এই পাপেটকে এত এত মূল্যায়ন করার জন্য। আরও আরও থ্যাংকস এত সুন্দর ডিজাইন করে মন্তব্য দেবার জন্য। আরও আরও থ্যাংকস প্রিয়তেও রাখার জন্য! 
অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!!!!!!!
৪০| 
১৬ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: 
হা হা হা হা 
নামটি আমার শায়মা! অমা
একাই একশ কাজের কাজী তুমি জানো না? 
করোনা নিয়ে হাবু কাবু 
পাপেট শোতে প্রমাণ
নৃত্য, গীতে লেখনিতে
তেমনি তাঁহার শান!!
যুগ যুগ জিও শায়মা তুমি
এই দিলাম বর
থেকো সবার আপন এমনি
হয়োনাকো পর! 
++++
 
১৬ ই এপ্রিল, ২০২১  রাত ৮:০৭
শায়মা বলেছেন: হা হা আচ্ছা এইভাবেই থাকবো ভাইয়া।
কিন্তু কখন যে মরে যাই তারই তো ঠি নেই ![]()
৪১| 
১৬ ই এপ্রিল, ২০২১  রাত ৯:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: --"কিন্তু কখন যে মরে যাই তারই তো ঠি নেই "  
  
 
আলাই বালাই ষাট!
অমন করে আর বলোনা
দিলাম তোমায় ডাট!
মরে মরুক তোমার দুষমন
বেঁচে থাকো তুমি
সবার প্রিয় শায়মা মনি
জিও শান চুমি।।
 
১৬ ই এপ্রিল, ২০২১  রাত ৯:৪৬
শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখি আরও কতদিন বাঁচা যায়......
৪২| 
১৬ ই এপ্রিল, ২০২১  রাত ১১:৫০
মিরোরডডল  বলেছেন: 
খুবই মজার এবং শিক্ষামুলক । 
শায়মাপু আমি এই ভিডিও লিংকটা আমার বোনের পিচ্চুকে পাঠাবো, ওটা আমার রসগোল্লা বাবু, ও এটা দেখলে খুশী হবে ![]()
আপু তুমি একটা গুণের জাহাজ ।
তোমার এই গুণ আলোকিত করুক সবাইকে ।
 
১৭ ই এপ্রিল, ২০২১  রাত ১২:০০
শায়মা বলেছেন: মিররমনি!!!!
ভাবছিলাম তুমি এখনও আসছোনা কেনো!!!
অবশ্যই বোনের পিচ্চুকে পাঠাও!!
অনেক অনেক ভালোবাসা!!!!
৪৩| 
১৭ ই এপ্রিল, ২০২১  রাত ২:১০
শুভ_ঢাকা বলেছেন: শায়মা আপু,  
খুব সাবধানে থাকবে। যতটা সম্ভব precaution নিয়ে চলবে। তোমার কাছ থেকে আরও অনেক অনেক লেখার পড়ার ইচ্ছা আছে আমাদের।   
view this link
 
১৭ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৪৮
শায়মা বলেছেন: সাবধানেই থাকছি ভাইয়া।
তুমিও সাবধানে থেকো। আমি যতদিন লিখবো তুমি পড়ো আমিও তাই চাই।
অনেক অনেক ভালোবাসা। 
এই গান আমার অনেক  প্রিয়। যদিও গানে অভিনয় করা মানুষটি আর আসবে না কোনোদিন...
৪৪| 
২০ শে এপ্রিল, ২০২১  রাত ১১:০০
নেয়ামুল নাহিদ বলেছেন: এতো সুন্দর পোস্ট তুমি যে কিভাবে ল্যাখো আর কিভাবে যে এতকিছু করো, আপু। 
অনেক ভালো হয়েছে সবমিলিয়ে।
 
২০ শে এপ্রিল, ২০২১  রাত ১১:২৬
শায়মা বলেছেন: অনেক কষ্টে করেছি ভাইয়া। এ বছরে অবস্থা তত অনুকূলে ছিলো না.....
যাইহোক কেমন আছো তুমি???
৪৫| 
২০ শে এপ্রিল, ২০২১  রাত ১১:৪৫
আখেনাটেন বলেছেন: এখনো পাপেট শো শেষ হয় নি। 
   
 
 নতুন শো নিয়ে আসুন জলদি। ও দিকে ভুয়ারা দেখছি 'আমাদের সাদা মেম' নামে উপন্যাসও বের করে ফেলেছে। 
ব্লগে ইদানিং নাকি 'ধ্যাড়া শয়তান', 'ম্যাড়া শয়তান' নিয়ে বেশ গবেষণা চলছে। ভাবছি এ নিয়ে একটি গোয়েন্দা উপন্যাস লিখলে ক্যামন হয়।  ![]()
 
২১ শে এপ্রিল, ২০২১  রাত ১২:৫১
শায়মা বলেছেন: হা হা পাপেট শো শেষ। এখন কোন শো নিয়ে আসবো ভাবছি! 
ভাইয়া ভুয়াভাইয়ার উপন্যাসের রিভিউ লিখবো ভাবছি। 
ধ্যাড়া আর মেড়া নিয়ে লেখো লেখো। তুমি লিখলে বেস্ট সেলার বই হবে যাবে। 
হা হা
৪৬| 
২২ শে এপ্রিল, ২০২১  সন্ধ্যা  ৭:৩৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
এমন গুণী আপুমণি থাকতে আমার আর চিন্তা কি!
 
২২ শে এপ্রিল, ২০২১  রাত ৯:২৩
শায়মা বলেছেন: হাহা নো চিন্তা ভাইয়ামনি!!!!!
৪৭| 
২২ শে এপ্রিল, ২০২১  রাত ৯:৫৯
উম্মে সায়মা বলেছেন: ওয়াও শায়মা আপু। আপনি এত্ত ক্রিয়েটিভ! খুব সুন্দর হয়েছে। বাচ্চারা নিশ্চয়ই খুব এনজয় করেছে।
 
২৩ শে এপ্রিল, ২০২১  রাত ১:৫১
শায়মা বলেছেন: হা হা হ্যাঁ তাতো করেছে তবে আমি নিজেই সবচাইতে বেশি এনজয় করেছি!  ![]()
৪৮| 
২২ শে এপ্রিল, ২০২১  রাত ১০:১৫
জে.এস. সাব্বির বলেছেন: 
 
আমি নিজেই বাবুুনি। দেখে খুব জমা পেয়েছি আপুমনি! আপনার এই কারিস্মায় আমি রীতিমত মুগ্ধ!!
 
২৩ শে এপ্রিল, ২০২১  রাত ১:৫২
শায়মা বলেছেন: জমা পেয়েছো!!!
হা হা হা এইবার ঈদে নতুন জামা পাও সেই দোয়া করে দিলাম! ![]()
৪৯| 
০৭ ই মে, ২০২১  ভোর ৬:০৪
ডঃ এম এ আলী বলেছেন: 
এবার ঈদের প্রস্তুতি কেমন চলছে  
ভাল কিছু একটা হবে মন বলছে ।
 
১০ ই মে, ২০২১  দুপুর ১২:৪৮
শায়মা বলেছেন: ভাইয়ামনি
নিশ্চয় ভালো আছো এখন।
তোমার ব্যথার কি খবর? মনে হচ্ছে ভালো হয়েছে নিশ্চয়। অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।
আমি  ভালো আছি। বর্তমান দুনিয়ার করুন ও বেহাল দশার মাঝেও সৃষ্টিকর্তা এখনও ভালো রেখেছেন তবে কতক্ষন ভালো থাকা যাবে জানিনা। এবারের ঈদের প্রস্তুতি নেই তেমন। আগের ঈদটা গেলো করোনা করোনা করে সেটাও ঈদের মত ছিলো না বটে তবে আনন্দে থাকতে চেয়েছিলাম সবকিছু ভুলে। তাই আপনমনেই ছাদে বাগানে বেডরুমে গান গেয়ে বাগান সাজিয়ে বা ড্রইংরুমে লাইটিং করে আনন্দে থাকতে চেয়েছিলমা কালবেলা কেটে যাবার আশায়।
এবারে তা হলো না। আনন্দে গানে রোজা শুরু করেছিলাম বটে। তবে এবারে রোজার শুরুতেই লকডাউনে রিক্সাওয়ালা মুটে মজুর লঞ্চঘাটে দুস্থ শিশুদের করুন মুখ আমার আনন্দ সবই মাটি করে দিলো। এরপর শুরু হলো আমার ওদেরকে নিয়ে চিন্তা ভাবনা। ওদেরকে কিভাবে সাহায্য করা যায়। আর্থিকভাবে বা খাবার দিয়েও।  আমি কোনো সংস্থা বা এ এটা করছে সে সেটা করছে সেখানে কন্ট্রিবিউট করা পছন্দ করিনা।  এসব কাজে আমি নিশ্চিৎ নই কতখানি কাজ আসলেই হচ্ছে। আমার এক পলিটিকাল কলিগ তার এলাকায় সাহায্যের জন্য কিছু চাইলো। চক্ষুলজ্জায় কিছু দিতে হলো কিন্তু মন থেকে না। কারণ এটা আমি পছন্দ করিনা। পলিটিকাল হয়ে নিজের দাম আড় নাম বাড়ানোর জন্য আমার ঘাড় ভাঙা আমি কোনো মতেই লাইক করিনা। আরেকজন আসলো মসজিদ বানাবে তাই। খুবই ভয়ংকর ইস্যু এখানে কিছু বললে। কিন্তু এই সময় মসজিদ তো না খাওয়া মানুষের মন আর শরীর। নামাজ তো খোলা ময়দানেও পড়া সম্ভব বছরের পর বছর কিন্তু মানুষ কি না খেয়ে বাঁচে? সে যাই হোক তাই নিজে হাতেই নিলাম সেই উদ্যোগ। 
সেই কাজে অবশ্য খুব আনন্দ আছে কিনা জানিনা কারন কেউ একবেলাও খেতে পারছে না আর আমি চর্ব্য চোষ্য লেহ্য পেয় খেয়ে আছি তাকে যতই এক দুই বেলা খাওয়াই তাতে কি আর আনন্দ আসবে ভাইয়া বলো? আর কারো চিরস্থায়ী বন্দবস্ত করার মত কিছু এখনও শিখিনি আমি।
এরমাঝে ধান্দাবাজও দেখেছি। অসহায় আতুরদেরকে সাহায্য করতে দেখেই তারা হাত পেতে বসেছে। এমন রাগ লাগে।  কি যে অবস্থা মানুষের। মরতে বসেও ভয় নেই যেন যতক্ষন শ্বাস ততক্ষন ধান্দাবাজী। আসলেই দুনিয়া বড়ই রঙ্গশালা। যাইহোক ভাইয়া এবারে তাই অন্যরকমভাবে ব্যস{ত হয়ে পড়েছি।  কাল নিজে হাতে আলু কিমা চপ, শামী কাবাব এসব বানিয়ে কিছু দুস্থ মানুষ খাইয়েছি।  ছোলাবুট বেগুনি পেয়াজু বানিয়েছিলো সুফিয়া। যাইহোক এর থেকেও কমে হয়ত ৩ গুন খাওয়ানো যেত। কিন্তু কাল ইচ্ছা হলো আমার মনের ভালোবাসা দিয়ে বানানো খুব মজার কিছু খাবার খাক কিছু অসহায় মানুষ আজ।  
এইসব নিয়েই বেঁচে আছি এখনও। একটু বিষন্নতায়ও ভুগছি হয়ত। কবে শেষ হবে এই করোনাকাল? আর ভালো লাগছে না। মানুষ তো দুবেলা খেয়ে পরে ভালোই ছিলো বাংলাদেশের মানুষেরা।  না খেয়ে মরার মত অবস্থা ছিলো না কিন্তু  । হঠাৎ করোনা এসে সব তচনছ করে দিলো।
বাপরে কত কি লিখলাম আজ। এর থেকে তোমাকে মেইল করাই ভালো ছিলো।
ভালো থেকো ভাইয়ামনি। ঈদের শুভেচ্ছা।
৫০| 
১২ ই মে, ২০২১  রাত ৯:০৬
ঢুকিচেপা বলেছেন: আহা কি শান্তি, লগইন করি বা না করি, মুক্ত বাতাস..............
 
১২ ই মে, ২০২১  রাত ৯:১৯
শায়মা বলেছেন: ঠিক তাই ভেবেছিলাম এই ঈদ সামু ছাড়া কাটাতে হবে! ![]()
 
১৯ শে মে, ২০২১  দুপুর ১:২৪
শায়মা বলেছেন: তুমি কি আমার কবিতা আবৃত্তিটা শুনেছিলে? না শুনলে বলো লিঙ্ক দেবো।
 
২১ শে মে, ২০২১  দুপুর ১:৪৫
শায়মা বলেছেন: It's for you
৫১| 
১৩ ই মে, ২০২১  রাত ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সময়োপযোগী পাপেট শো। করোনা ভয়
 করো না .... টিকা ২য় ডোজ নিয়ে নিলাম। তবুও এখনো আমি র ই বো নাকো বদ্ধ ঘরে চলবে লড়াই ঘরে ঘরে মাস্ক স্যানিটাইজার সচেতনার বর্ম পড়ে হবে মানবের জয়... চমৎকার আয়োজন ।
 
১৯ শে মে, ২০২১  দুপুর ১:২৩
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।
পরবর্তী জীবনে করোনা চলে গেলেও মাস্ক পরা অবশ্য জরুরী।
৫২| 
১৪ ই মে, ২০২১  রাত ২:৪১
ঢুকিচেপা বলেছেন: 
 
১৯ শে মে, ২০২১  দুপুর ১:২৩
শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়ুমনি!!!!!!!!! ![]()
৫৩| 
১৯ শে মে, ২০২১  সকাল ৯:০২
আরইউ বলেছেন: পাপেটারি চমৎকার হয়েছে; লেখাটা পড়েছি, ছবিগুলো দেখলাম।  ভিডিওটা কোন কারণে আমার ডিভাইসে ওপেন হচ্ছেনা।  পরে দেখবো। 
এ সংক্রান্ত একটা এনসাইক্লোপিডিয়া আছে এখানে।  ভালো থাকুন, শায়মা।
 
১৯ শে মে, ২০২১  দুপুর ১:২৬
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!
কোথায় তোমাকে খুঁজে পাবো!!!!!!!!!
কোথাও খুঁজে  পাইনা কেনো????
লুকিয়ে থাকো তুমি পালিয়ে বেড়াও......
হা হা হা যাইহোক আমার পাপেট পোস্ট পড়ার জন্য অনেক অনেক ভালোবাসা আর থ্যাংকস। 
ভিডিওটা অবশ্যই দেখবা আর হাসবাও আমার ভয়েস কেরামতী দেখে। হা হা যদিও এপস দিয়ে মোটা চিকন বানিয়েছি।
এনসাইক্লোপিডিয়া মন দিয়ে শিখবো। 
 
অনেক ভালো থেকো ভাইয়ামনি!
৫৪| 
২৩ শে মে, ২০২১  রাত ১১:৩১
একলব্য২১ বলেছেন: শায়মা আপু,
আমি সঙ্গীত শুধুই শুনি না দেখিও। 
 
view this link
 
২৪ শে মে, ২০২১  রাত ১২:০৬
শায়মা বলেছেন: হা হা হা 
আচ্ছা আমিও দেখি .....
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫০
রানার ব্লগ বলেছেন: হাবু কথন ভালো লাগছে