নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

একটি ছুটির দরখাস্ত...

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩০


একদিন এই পৃথিবীর সকলের কাছে ছুটি নেবো আমি,
এই সমাজ, এই সংসার, এই সাজানো মুখোশ,
ব্যক্তিত্ব বয়ে চলা দায়িত্ববোধ,
সকলের কাছেই শুধু একটা দিনের ছুটি চাই আমি,
শুধুমাত্র একটা দিন....

এই একটা দিনের জন্য
আমি সকলের চোখে পরিয়ে দিতে চাই,
কালো কুচকুচে কাঁপড়ে বাঁধা ঠুলি,
বন্ধ করে দিতে চাই,
সকল সমাজ রক্ষক ও জগতের রীতি-নীতি
বেঁধে দেওয়া বুদ্ধিজীবিদের বুলি।
আমি চাই একটা দিনের জন্য
অন্ধ হয়ে যাক জগতের সব লোক...
অথবা প্রগাঢ় কোনো নেশায়
মদির হয়ে থাকুক তাদের কুটিল চোখ......

শুধু একটা দিনের ছুটি চাই আমি -
শুধু একটা দিন- সকাল হতে সন্ধ্যা-
সেদিন রাস্তায় না চলুক কোনো যানবাহন,
আকাশথেও না উড়ুক কোনো আকাশযান,
জল স্থল বন্দরে বা অন্তরীক্ষেই
সব খানেই সেদিন ছুটি ঘোষিত হোক।
সকলের চোখ ঘুমে ঢুলুঢুলু অথবা
রঙ্গিন স্বপনে বিভোর থাকুক তারা।

যে রুক্ষ কঠিন মানবটির প্রানেও
কোনোদিন জাগেনি ভালোবাসা
সেও সেদিন গলে যাক মোমের মতন,
জলবৎ তরলং হয়ে বেঁজে উঠুক তার প্রাণে
ভালোবাসার জল তরঙ্গের মিঠে ও কোমল সূর।
যে হাহাকারচারী কখনও পায়নি ভালোবাসা,
কখনও কেউ বাসেনি যাকে ভালো,
সেদিন তার অন্তরও ভরে উঠুক কানায় কানায়।

হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁজাক ফের সন্মোহনের বাঁশি,
ছুটে আসুক তার অন্তঃপুরবাসিনী আজন্ম বন্দিনী প্রেমিকা
কৃষ্ণ নামুক আকাশ চিরে আবার এই ধরাধামে,
রাঁধা নাচুক বর্ষামঙ্গল অথবা মেঘমল্লার তানে।

পৃথিবীতে সেদিন সবার ছুটি,
সবার মনেই সেদিন প্রেম আর ভালোবাসা,
কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই,
নেই কোনো আক্ষেপ বা জটিলতা,
সবারই সেদিন স্বপ্নে হারা চোখ,
নেই কোনো চোখ রাঙ্গানিয়া সমাজ রক্ষক।

সবার কাছেই এই একটা দিনের ছুটিই চাই আমি,
শুধু একটা মাত্র দিন ।
প্রাণ ভরে টেনে নেবো বিশুদ্ধ খোলা বাতাস,
চেপে রাখা দীর্ঘশ্বাস মিলিয়ে দেবো আকাশে।
বুকের পাঁজরে ঢেকে রাখা কষ্টগুলোকে মুক্তি দিয়ে দেবো,
তারপর এক ছুটে চলে যাবো -
তোমার কাছে.....
শুধু মাত্র একটা দিনের জন্যই শুধু
নিজের মত একটুখানি বাঁচতে চাই আমি .......



অনেকদিন পর এই আমার স্টাইল কবিতা লিখলাম আমি। আগে মনে যা আসতো তাই দিয়ে দিয়েই এন্টার চেপে কবিতার মত সাজিয়ে দিতাম । এখনও অবশ্যতাই করি। তবে আগের মত পাবলিশ করে দেই না যা হলো তাই। সেই নাপিত ডক্টরের মত ভেবে ভেবে আর ছাপাই হয় না। তবে নিজের মনে বলা কথাগুলো মাঝে মাঝেই এন্টার চেপে কবিতা বানাই আমি। তারপর লুকিয়ে রাখি। তারই একটা দিয়ে দিলাম আজ। একরামুল শামীমভাইয়া বলেছিলো পরিচিতি নাকি মানুষের ইনোসেন্সী বা আবেগ কেড়ে নেয়। মানুষ হয়ে ওঠে ক্যালকুলেটিভ। তাই নাকি আমি আগের মত যা মনে আসে তাই ছাপিয়ে দেই না। ভাইয়া ঠিকই বলেছিলো। গুরু মানুষ। দেখি আজ কবিতার গুরু সোনাবীজভাইয়া কি বলে? )

সাথে মরুভূমির জলদস্যুভাইয়াকেও অনেক অনেক থ্যাংকস। ছবি বড় করে সামুতে দেবার টেকনিকটাও ঝালাই করে নেওয়া হলো। :)

একটি ছুটির দরখাস্ত...

মন্তব্য ১৬২ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১৬২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪০

ভ্রমরের ডানা বলেছেন: যদি আমিও পারতাম একদিন ছুটি নিতে

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: দরখাস্ত লেখো আমার মতন।

দেখো মন্জুর হয় কিনা ! :(

২| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪০

হাবিব বলেছেন: চমৎকার কাব্য। দারুণ ছবি।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: আসলে এমন এন্টার চেপা কাব্য হাজার হাজার আছে।

ছাঁপি না আর আজকাল। তবে এই কথা সত্যি যে ছবিটার এক্সপেরিমেন্ট বেশি গুরুত্বপূর্ণ ছিলো। হা হা

৩| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫১

ঢুকিচেপা বলেছেন: এটার আবৃত্তি চাই, তারপর লাইক দিয়ে কমেন্ট করে যাবো।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: ইয়ে!!!!!!!!!!! ভাইয়ু!!


আমিও এটাই ভাবছিলাম।

আর তোমাকে কঙ্কাবতী পাঠাবার কথাও ভুলিনি কিন্তু!

শুধু একটু দেরী হচ্ছে এই যা.......

৪| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এমন একটা ছুটির দিন সবার জন্যই আসুক এই কামনা করছি। কবিতা খুব ভালো লেগেছে।

তবে ছুটির দরখাস্ত এইভাবে লিখলে ছুটি নিশ্চিত পাবেন -

মাননীয় প্রধান শিক্ষক
ভুরুঙ্গামারি প্রাথমিক বিদ্যালয়
কুত্তামারা গলি
ফরিদপুর

জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার পেট ব্যথার কারণে আগামী কাল বিদ্যালয়ে উপস্থিত হইতে পারিব না।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ১ (এক) দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত ছাত্রী
শায়মা হক
পূর্ব মুর্দাবাজার, ফরিদপুর।
তারিখ-১০/০৭/২০২১ খ্রিঃ :)

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: হা হা হা হা ভাইয়া তুমি ছোটবেলায় কত্ত দুষ্টু ছিলে আগে সেটা বলো!!!!!!


শায়মা হক
পূর্ব মুর্দাবাজার, ফরিদপুর

সবচেয়ে মজা লেগেছে এটা!!!!!!!!!! পূর্ব মুর্দাবাজার!!!!!!!! হাহাহাাহাহা .....


ভালোই বুদ্ধি!!!! রুপক রুপক রুপক!!!!!!!!! মরিয়াই গিয়াছিলাম তো পূর্বে ভাইয়ু!!!!!!!!!! এখন আমি জীবন্মৃত!! হা হা হা

কিন্তু ভাইয়া বুদ্ধি আছে বুঝিলাম বটে তবে জ্যোতিষী হইলে কেমনে???

কেমনে জানলে আমার প্রথম প্রেমী ফরিদপুইরা আছিলো!!!!!!!! :P

৫| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি আজীবন ভদ্র ছেলে ছিলাম। এখনও আছি। যদিও আমার বড় বোন বলতো আমি না কি মিনমিনা শয়তান।

আপনার প্রথম প্রেমিকের বাড়ি কোথায় ছিল এটা জানার জন্য জ্যোতিষী হওয়ার দরকার পড়ে না। আপনার প্রথম প্রেমিক যখন আপনার কাছে ছেঁকা খেয়ে কচু গাছে ঝুলে আত্মহত্যা করতে যায় তখন আমি তাকে থামাই। সে ই আপনার নাম আমাকে বলে। আমি তাকে বলি যে তুমি বড় বাঁচা বেচে গেছো। এই মেয়ে তোমার জীবনে আসলে মা দুর্গার মত তোমাকে শাসনের উপর রাখতো আর নাকে দড়ি দিয়ে ঘুরাত। ব্লগের ছেলেরা এই মেয়ের কাছে ঘেষতে পর্যন্ত ভয় পায়। এই কথা শুনে সে হাফ ছেড়ে বাচে। :)


১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৭

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!

তুমি দেখছি আসলেই জ্যোতিষী!!!!!!!!!!!!!

আমার তো চক্ষু ছানাবড়া হয়ে যাচ্ছে!!!!!!

আমি একদিন মহা দুস্কু করে বললাম, জানো তোমার জন্য আমার পরানটা না !!!!! ::( :( :( :((
সে বলে - কচু... X(
আমি তো অবাক! কি বলে রে! আমি পরম বিস্ময়ে কহিলাম
- কচু!!!!!!! B:-) সে বললো
- হ কচু... আমি তো বিস্ময়ের উপর বিস্ময়
- কচু!!!!!!!!!!!! সে বললো
- কত্তবার বলবো। কচু কচু কচু..... এত ঘোলা পানি জনমে খাইনাই যত খাওয়াইছো তুমি..... ( কেমন শয়তান চিন্তা করো) আমি তো দুঃখে কষ্টে বেদনায় বাকরোদ রোধ অবস্থা। তারপর সে বলে,
- শুনো। অনেক হইছে আমি আর এখন সেই টিন এইজ বয় না বুঝছো। এখন আর তোমার এইসব বুলিতে কার্য্য হইবেক না। তুমি বরং একটা কাজ করো একটা কচু আনো। হ্যাঁ মানকচু। বাজার ্থেকে আইজকাই কিন্না আনবা। তারপর তার গাঁয়ে একখান কালো মার্কার দিয়ে আমার নাম লিখবা। তারপর সেটা নিয়ে বসে থাকো।যাও!!!!!

আমি তো অবাকের উপর অবাক!!!!!

আজ বুঝলাম কেনো কেনো সে ই কচু কচু করছিলো। কচু গাছে আত্মহত্যাই তার কারণ ছিলো!!!! ওওওওওওও

গল্প কিন্তুক ১০০% সত্য ঘটনা অবলম্বনে রচিত হইলোক।

৬| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন।
বড় ছবি পোস্ট করা সফল হয়েছে।


এই কবিতার পরে রবীন্দ্রনাথের মতো বলা চলে শুধু-
পাগল হইয়া বনে বনে ফিরি
আপন গন্ধে মম
কস্তুরীমৃগসম।
ফাল্গুনরাতে দক্ষিণবায়ে
কোথা দিশা খুঁজে পাই না।
যাহা চাই তাহা ভুল করে চাই,
যাহা পাই তাহা চাই না।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: ভাইয়া
এমনিতেই আমার মনোকষ্টের কবিতা লিখলাম।
তুমি তো এই কবিতা মনে করিয়ে আমাকে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিলে। :( :( :(


কতদিন মনে পড়ে গেলো এই প্রিয় কবিতাটা। আসলেই দিন বদলের সাথে সাথে কত কিছুই যে হারাই আমরা..... :(

৭| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৬

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




ওয়াও ...... করোনাকালীন কাজ-কামবন্ধতা থেকে উৎসারিত ভাবাবেগের কবিতা। ছুটি ...ছুটি...ছুটি.. করোনার-ই সিম্বল।

আপনার কবিতা দরখাস্ত মঞ্জুর করে ফুটনোটে বলি --- জাগতিক যাবতীয় কাজ থেকে ছুটি হোক মানুষের , শুধু খোলা থাকুক ভালোবাসিবার একটি দিন ।

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: হাহাহা ভাইয়া কবিতাখানি লিখিয়া মনের দুস্ক উগরাইয়া দিয়া একটু স্যুইমিং এ গিয়েছিলাম। তারপর মোবাইল থেকে একটু উঁকি দিয়েই তোমাদের কমেন্টগুলো পড়ে হাসতে হাসতে দুঃখ দূর হইলো।

সাধে কি ডঃ নিহাররঞ্জন চৌধুরী বলিয়াছিলো মনের দুঃখ লিখিয়া ফেলিলেই আধা দূরিভূত প্রশমিত হয়?


না না করোনার ছুটির টুটি টিপে ধরতে চাই। করোনা লকডাউনে কেমনে তাহার কাছে যাবো?

ঠিক ধরেছও ভাইয়া - জাগতিক যাবতীয় কাজ থেকে ছুটি হোক মানুষের , শুধু খোলা থাকুক ভালোবাসিবার একটি দিন ।

ইহাই ঠিক। আসলে মনের ভাব ঠিকঠাক বলে দিলে কি আর কবিতা হয়?? যতই এন্টার চাপি না কেনো???

৮| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: উনিশ নম্বর লাইনে আকাশথে নয় আকাশপথে। হবে পুরো কবিতায় আমার ক্ষুদ্র দৃষ্টিতে ঐ একখানি টাইপো ধরা পড়লো ।

বহুদিনপর সুপ্রিয় শায়মা কবিতার ভূবনে। কবিতার ভূবনে তোমায় স্বাগতম সুস্বাগতম । তবে কলমকে ছুটি দিও না । ভালোলাগা।

সুন্দর।+

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: বাপরে!! কবি ভাইয়ু! পাঠক হিসাবে ১০০ তে ২০০ দেওয়া হইলো।:)

৯| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০২

কুশন বলেছেন: বাংলাদেশের মানুষ তো ছুটিতেই আছে। লকডাউন।
রবীন্দ্রনাথের ছুটি গল্পটা পড়েছেন?

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩০

শায়মা বলেছেন: ভাইয়া
এই ছুটি চাহি নাকো!!!!!!!

লকডাউন হইলে কেমনে তাহার কাছে যাবো বলো???:(

১০| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১২

ঢাবিয়ান বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা। তবে ছুটি নিয়ে যদি ঘরে বসে থাকতে হয় তবে দরকার নাই সেই ছুটির। চাই করোনামুক্ত পৃথীবি যাতে ছুটি নিয়ে বেরিয়ে পড়তে পারি

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

শায়মা বলেছেন: করোনার ছুটি নিপাত যাক!!!

লকডাউনের ছুটি
টিপে ধরবো তাহার টুটি!!


করোনার ভূত দূর করার দোয়া দরুদ তন্ত্র মন্ত্র শুরু করতে হবে!!!

১১| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১২

শেরজা তপন বলেছেন: ছবিটা আপনার ভিডিও থেকে চুরি করেছেন- ;)
ওইভাবে ছুটির দরখাস্ত লিখলে কার বাপের সাধ্যি আছে ফেরায়! যান দিলাম একদিনের ছুটি :)

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪২

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া যা দিনকাল পড়েছে নিজের ভিডিও পরের ভিডিও নেই। চুরি করলেই বন্দী দশা!!!


যাক কয়েকজনের কাছে তো ছুটি পেলাম এবার লকডাউন দূর হলেও দৌড় দেবো তাহার কাছে।

কিন্তু সে তো রাগ করে বলেছে কি চুয়াত্তর ভাইয়ার কমেন্টের রিপ্লাই এ দেখো।
সবার থেকে ছুটি নিয়ে মানকচু নিয়ে বসে থাকতে বলেছে!!!!!!!!! :(

নাহ ভালোবাসা মনের আশার আর কোনো দাম নেই। :(

১২| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৯

স্প্যানকড বলেছেন: আপু ছুটি চাহিয়া লজ্জা দিবেন না বহু কাম বাকির খাতায় লটকে আছে । মানব জন্মের কোন ছুটি নাই তবে ছুটে চলা আছে। চোখ বুজলেও মানুষ ছুটে । ভালো লাগলো কবিতা। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

শায়মা বলেছেন: ঐ ভাইয়া নিজে সারাদিন ছুটো ঐ মেয়েটার পিছে আর আমি ছুটি চেলেই প্রবলেম না!!!!!!!!!!


ছুটি দাও বলছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


চোখ বুজলেও মানুষ ছুটে । ঠিক ঠিক সেই মানুষটা তুমি। তাহা আমরা জানি। :)


তুমিও ভালো থাকো। আরও ছুটাছুটি কলো আরও কবিতা লেখো। :)

১৩| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

অর্ক বলেছেন: দারুণ লাগলো আপু, দারুণ! খুবই স্নিগ্ধ হলাম পড়ে। সন্ধ্যা মুখার্জির একটা গান মনে পড়ছে, "আমাদের ছুটি ছুটি চল নেবো লুটি ওই আনন্দ ঝরনা"।

চমৎকার কাটুক আগামী দিনগুলো। অনেক অনেক শুভেচ্ছা।

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি। অনেক ভালোবাসা। :)

১৪| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: বনি,ছুটি কি শুধু শুধু ফাকিবাজির জন্য নাকি :P বিশেষ কারো সাথে একদিন কাটানোর জন্য?

যদি শুধু শুধু হয় তাহলে এই লকডাউনের মাঝে নতুন করে আর ছুটি দেয়া যাবেনা বলে দুঃখিত ।

আর যদি বিশেষ কারোর সাথে কাটানোর জন্য হয় তাহলে ছুটি মঞ্জুর (কারন,যেখানে এই লকডাউনে সবাই একসাথে থাকতে থাকতে এখন আলাদা হবার উপায় খুজছে সেখানে সাহস করে একসাথে একদিন কাটানোর জন্য করার জন্য ধন্যবাদ)।একটা সুন্দর দিন বিশেষ কারো সাথে কাটানোর হক সবারই আছে।

তবে,সমস্যা অন্য জায়গায় :( ।যদি দেবী দশরথ ছুটিতে যায় তাহলে তার ভক্তকূলের কি হবে? কেমনে কাটাবে ভক্তরা দেবী বিহীন দিন?

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: হা হা হা একদিন এক কবিবরকে জিগাসা করেছিলাম-
আচ্ছা তোমার এই কবিতার মানে কি?
সে বলেছিলো নিজের মত বুঝে নাও।

তারপর থেকে আমিও বলি কবিতা যার যার মত বুঝিয়া লও!!!

কবিতার ধাঁধা কিছুতেই ভাঙ্গা যাইবেক লাই।

১৫| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

রানার ব্লগ বলেছেন: এই করোনার মধ্যে ছুটি নিয়ে কি করবেন, কোথাও তো যেতে পারবেন না, সেই ঘরে বসে উকুন বাছা, তার চেয়ে কাজ করুন, খালি ফাকি মারার তাল খোজেন, এই রকম করলে হবে, কাজ করুন কাজ, আপনারা ইয়াং মানুষ দুই হাতে কাজ করবেন তা খালি ছুটি চাই ছুটি চাই, যান যান ছুটি হবে না। আবার বলে বসবেন না আপনার মেঝো চাচার ছোট শালিকার ননদের মেয়ের দুলাভাইয়ের চাচার মৃত্যু বার্ষিকীর জন্য আপনার যাওয়া খুব জরুরী। নাহ আপনাদের নিয়ে আর পারি না। যান হাফ বেলা ছুটি নিন।

১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৯

শায়মা বলেছেন: সাবধান ছুটি না দিলে কিন্তু চোখে ঠুলি বেঁধে দেবো।
নইলে বুলি বন করে দেবো.......
চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেবো
দরজায় বাইরে থেকে লক করে চাবি পুকুরে ফেলে দেবো
ব্লাক মেইল করবো, মিথ্যা মামলা দেবো..........

আরও আরও উপায় বাতলাবো!!!!!!!!!!

ছুটি আমার চাই ই চাই।

হাফ বেলা টেলা চলিবেক নাহে।

একটা দিন শুধু একটা দিন
সূর্যদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ছুটি চাই আমি
সবার চোখে পড়ে যাক ছানি.......
জানিনা আমি কোনো কিছুই
মানিনা আমি আনি মানি টানি.......

১৬| ১০ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার নীচের অংশে সোনাবীজের নামে যা লিখেছেন, তা পড়ে বিরাট লজ্জার মধ্যে পড়ে গেলাম তো!!

শুরুতেই কবিতা নিয়ে দু-চারটা কথা বলে নিই। টেনশন নিতে পারেন, এজন্য আগেই বলে নিই- কবিতাটা খুব ভালো হয়েছে।

সকলের কাছে শুধু একটা দিনের ছুটি চাই আমি - কবিতার মূল আকুতি এটাই। তারপর কবিতা এগিয়েছে কবিতার গতিতেই। ছুটির দিনটাতে কী কী হতে পারে, কী কী ঘটতে পারে, প্রতিটা পরিস্থিতির সুন্দর বর্ণনা রয়েছে একেকটা স্তবকে।

কিন্তু, কীজন্য এ ছুটির আবেদন? অর্থাৎ, ছুটি নিয়ে কবি সেই ছুটির দিনটাতে কী করতে যাচ্ছেন? সেই উত্তরটাই খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে কবিতার শেষ স্তবকে উত্তর পাওয়া গেল -

সবার কাছেই এই একটা দিনের ছুটিই চাই আমি,
শুধু একটা মাত্র দিন ।
প্রাণ ভরে টেনে নেবো বিশুদ্ধ খোলা বাতাস,
চেপে রাখা দীর্ঘশ্বাস মিলিয়ে দেবো আকাশে।
বুকের পাঁজরে ঢেকে রাখা কষ্টগুলোকে মুক্তি দিয়ে দেবো,
তারপর এক ছুটে চলে যাবো -
তোমার কাছে.....
শুধু মাত্র একটা দিনের জন্যই শুধু
নিজের মত একটুখানি বাঁচতে চাই আমি .......


আমাদের বৈষয়িক বা বৈশ্বিক জীবনে, সংসার বা কর্মক্ষেত্র থেকে ছুটি পাওয়া খুব সাধারণ ব্যাপার না। সংসারীরা সংসারের ডামাডোল থেকে যেমন বেরিয়ে এসে অবসর যাপনের মুহূর্তগুলো উপভোগ করার ফুরসত খুব কম পেয়ে থাকেন, তেমনি চাকরিজীবীদের জন্যও ছুটি পাওয়া খুব কষ্টকর ব্যাপার। এজন্যই ছুটি আমাদের কাছে এত আরাধ্য হয়ে ওঠে। বিশেষ করে, প্রিয়জনকে পাওয়ার আকাঙ্ক্ষা যখন তীব্র হয়, তখন এই ছুটির আকুতিটাও হয়ে ওঠে তীব্রতর।

আমিও ছুটি চাই।

কবিতার প্যাটার্ন - ন্টার চেপে কবিতার লাইন বানানোর ব্যাপারে আবার আসছি।

১০ ই জুলাই, ২০২১ রাত ৯:০৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া
তুমি যে আমার কবিতার গুরু সে কথা না স্মরিলে কি চলিবে??

আরও একজন ছিলো আবদুল হাকভাইয়া। আমার ছড়িতার গুরু।

আমি একজন কৃতজ্ঞ মানুষ। কিন্তু দুস্কের কবিতা লিখিয়া বড়ই মজা পাইতেছি।

মানে সেই কচু কাহানী শুনে .... :P

১১ ই জুলাই, ২০২১ রাত ১:০৪

শায়মা বলেছেন: ভাইয়া কবিতাটা আবৃতি করিনি, পাঠ করেছিমাত্র !!!!!!

১৭| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৪১

জটিল ভাই বলেছেন: দুঃখ টাকে দিলাম ছুটি আসবেনা ফিরে
এক পৃথিবী ভালবাসা রয়েছে ঘিরে
মনটা যেন আজ পাখির ডানা
হারিয়ে যেতে তাই নেইতো মানা
চুপি চুপি চুপি সপ্ন ডাকে হাত বারিয়ে.........

আধাবেলা ছুটি মঞ্জুর করা হলো =p~

১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: আধাবেলা ছুটিতে চলিবেক লাই।

আমার পুরা দিন লাগবে।

নাইলে আন্দোলন...

১৮| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৭

জটিল ভাই বলেছেন:
বড়ভাই ১ দিন দিলো। আমি দিলাম আধাবেল। মোট দেড় দিনের ছুটি পাইয়াও পুরা দিন চান!!! আপনে কি মানুষরে বাহ্ বাহ্! =p~

১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: না!!!!!!!!!!!

একদিনই চাই আধা মাধা ছুটি তোমার হোক। কিংবা নো ছুটি.... ছুটি ছাড়াই থাকো।

১৯| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার লাইন আমি কীভাবে সাজাবো, তা একান্তই একটা ব্যক্তিগত ব্যাপার। যারা ছন্দ বোঝেন, তাদের মধ্যে অনেকেই আবার ন্যাকামি করে খুব হাস্যকরভাবে লাইন সাজিয়ে থাকেন। ব্যাপারটা আরো হাস্যকর হয়ে ওঠে, যখন দেখা যায়, যারা ছন্দ বোঝেন না, কিন্তু ঐ ন্যাকামিপূর্ণ কবিতার আদলে নিজেদের কবিতার লাইন সাজিয়েছেন।

আমি কীভাবে কবিতার লাইন সাজাই? উত্তর দেয়ার আগে বলে নিই- আমি ছন্দ সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করেছি, যা আমাকে কবিতার লাইন সাজাতে খুব সাহায্য করে। এই যে টানা গদ্য লিখে যাচ্ছি, অর্থাৎ এই কমেন্টটি, এটা হলো 'মুক্তক অক্ষরবৃত্ত ছন্দ'। এটাকে লাইনে রূপান্তর করার সময় লাইনটাকে এমনভাবে ভাঙ্গি, যাতে লাইনটা দেখতে সুন্দর দেখায়, লাইন ভাঙার জায়গায় যাতে একটা অর্থপূর্ণ ছেদ (বা যতি) পড়ে। এই কমেন্টের প্রথম প্যারাটাকে আমি নীচের মতো সাজাতে পারি :

কবিতার লাইন আমি কীভাবে সাজাবো, তা একান্তই
একটা ব্যক্তিগত ব্যাপার। যারা ছন্দ বোঝেন, তাদের মধ্যে অনেকেই আবার
ন্যাকামি করে খুব হাস্যকরভাবে লাইন সাজিয়ে থাকেন।
ব্যাপারটা আরো হাস্যকর হয়ে ওঠে, যখন দেখা যায়, যারা ছন্দ বোঝেন না, কিন্তু
ঐ ন্যাকামিপূর্ণ কবিতার আদলে নিজেদের কবিতার লাইন সাজিয়েছেন।

অথবা

কবিতার লাইন আমি কীভাবে সাজাবো,
তা একান্তই একটা ব্যক্তিগত ব্যাপার। যারা ছন্দ বোঝেন,
তাদের মধ্যে অনেকেই আবার
ন্যাকামি করে খুব হাস্যকরভাবে লাইন সাজিয়ে থাকেন।
ব্যাপারটা আরো হাস্যকর হয়ে ওঠে,
যখন দেখা যায়, যারা ছন্দ বোঝেন না, কিন্তু
ঐ ন্যাকামিপূর্ণ কবিতার আদলে
নিজেদের কবিতার লাইন সাজিয়েছেন।

এটা ফান করে লেখা হয়েছিল। কিন্তু এখানেও প্যাটার্ন সম্বন্ধে কিছু আইডিয়া পাওয়া যায়।

আমার একটা ঘ্রাণ কবিতাটা হলো 'মুক্তক অক্ষরবৃত্ত' কবিতার উদাহরণ। এগুলো গদ্যাকারে লেখা যায়, লাইন ভেঙেও লেখা যায়, কীভাবে লিখবো আমার মর্জি। এই ব্লগে বোধহয় আমিই সর্বপ্রথম এই প্যাটার্নের কবিতা লেখা শুরু করি। পরে দেখি, আরো অনেকেই এই ফর্মে লেখা শুরু করেছে, এবং এগুলোর নাম দিচ্ছে 'মুক্তগদ্য' :) এবং অনেকে আবার একই জিনিস আগে ক্যাটাগরি দিয়েছে গল্প, পরে বানাইয়া ফালাইছে মুক্তগদ্য :)

যাই হোক, অন্ত্যমিল সম্পন্ন ছড়া বা কবিতাগুলোর লাইন সাজানোর ব্যাপারে আমাদের ছেলে-বুড়ো কারোই কোনো সন্দেহ নাই। যেখানে অন্ত্যানুপ্রাস বা অন্ত্যমিলের বালাই নেই, সেখানে আমি লাইন ভাঙার ক্ষেত্রে একটা নিয়ম মেনে চলি, যাতে আবৃত্তিকার বা পাঠকের আবৃত্তি বা পাঠ করার সময় দম নিতে বা যতি বুঝতে কোনো সমস্যা না হয়। অনেকে, নিছক খামোখাই একটা শব্দকে ভেঙে পরের লাইনে নিয়ে যান, এমনকি একটা 'না' পর্যন্তও আলাদা করে বিশেষ বৈশিষ্ট্য বা ক্রেডিট দেখাতে চান। সেটা তারা কীজন্য করেন আমি জানি না।

অমিল মুক্তক অক্ষরবৃত্ত ছন্দের কবিতার রচনাশৈলী আবার বিভিন্ন ধরনের হতে পারে। কিছু কিছু প্যাটার্ন আছে, এক লাইনেই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন, এই কবিতাটার ২য় ও ৩য় স্তবক দেখুন। আবার টানা গদ্য ও এক লাইনে অর্থ প্রকাশ করে, এমন মিশ্রণের উদাহরণও এই কবিতাটা। বিখ্যাত কবিদের উদাহরণ দেয়া সঙ্গত ছিল, কিন্তু ওগুলো হাতের কাছে নেই। তবে, উপরের কমেন্টে কবিতার প্যাটার্নের উপর যে লিংকটা দিয়েছি, ওখানে আছে।

---

সারাংশ

আপনি যেভাবে লাইন ভেঙেছেন, এই কবিতায় কোনো ত্রুটি দেখি নাই। আগেও আপনার কোনো কবিতায় লাইন ভাঙাভাঙি নিয়া কোনো সমস্যা দেখি নাই। যেভাবে মনে হয়, এন্টার চাইপ্যা যান

১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: ভাইয়া তাইলে এই কবিতার সিরিজ চলুক খোকাভাই কবিতার ন্যায়। যেহেতু কবিতার এন্টার চাপাচাপিতে তেমন কোনো সমস্যা নাই তাইলে মনের আনন্দে কাব্য রচনা করে যাই ওকে???

ভাইয়ামনি তোমার সবগুলো লিঙ্ক এক এক করে না পড়লে অবশ্য এন্টার চাপাচাপিতে আমার নাপিত ডক্টর হয়ে যেতে পারি।

তবে হ্যাঁ মনে যদি ফুটলো মুকুল মানে কবিতার বকুল

লিখবোনা কেনো আমি লিখবো না .... লিখবো না কেনো আমি .... :)


তবে ভাইয়া এই সিরিজের বালকের নাম কি দেবো মানকচু? না ওলকচু? নাকি কচুর লতি সেটাই ভাবছি।

অবশ্য এই সিরিজের কয়েকখানা কবিতা অলরেডি আছে আমার কাছে। সিন্দুকে তোলা। বের করে ফেলবো ভাবছি। :)

২০| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: আমি তোমারে তেল মাখুম না । শব্দ গুলো আরও এলোমেলো , আগে পিছে সাজানো যেত ।


মুল লক্ষ্য ঠিক আছে ।

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৯

শায়মা বলেছেন: হা হা

ভাইয়া এন্টার চেপা কবিতায় মনের কথাই থাকে এলোমেলো....
আলুথালু মন নিয়ে কি আর শব্দ সাজানোর চিন্তা থাকে বলো???

এই সব শব্দদেরকে সাজিয়ে নেবো যখন তোমার মত হবো
মাথায় বুদ্ধিতে কিংবা প্রজ্ঞায়

এখন থাকি না হয় একটু অজ্ঞ সজ্ঞ......

প্রানের আর মনের দুঃখ ভালোবাসা বা বেদনাবিলাস
বুঝে নেই মন দিয়ে .....

আরেকখানি এন্টার চাপাচাপি কাব্য...... :)

২১| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:১০

মিরোরডডল বলেছেন:



আপু দরখাস্ত কার সমীপে । ছুটি কে মঞ্জুর করবে সেটা আগে শুনি ।
ছবিটা খুব সুন্দর !
শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত কেনো ?
সারারাত জেগে তার সাথে গল্প হবে নাহ ?



১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৪২

শায়মা বলেছেন: সবাই...... সবার কাছেই তো ঐ এক দিনের ছুটি মঞ্জুর করাতে হবে.....
এই সমাজ এই সংসার এই সমাজের বেঁধে দেওয়া নিয়ম কানুন বাঁনানো মানুষগুলোর কাছে :(


আবার সারারাত!!!!!!! নিয়ম রক্ষকেরা জানেনা সূর্য্যদয়ের শুভ্রতা বা সূর্যাস্তের বেদনার গান
তারা জানে শুধু চোখ রাঙ্গানিয়া শাসন বারণ...... আর খড়গহস্ত অকারণ.....

:P


২২| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:২০

মিরোরডডল বলেছেন:



বুকের পাঁজরে ঢেকে রাখা কষ্টগুলোকে মুক্তি দিয়ে দেবো,
তারপর এক ছুটে চলে যাবো -
তোমার কাছে.....
শুধু মাত্র একটা দিনের জন্যই শুধু
নিজের মত একটুখানি বাঁচতে চাই আমি .......


শেষের লাইনগুলো খুব সুন্দর !
একটা দিনও দিতে পারে অনন্তকালের ভালোলাগা ।


১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: হ্যাঁ ইমেইল আইডি দাও মিররমনি..... তোমাকে আর শুভভাইয়ুকে পাঠিয়ে দেবো অপ্রকাশিত কাব্য..... বা একটা দিনের ছুটির গল্প...... নইলে আমার ইমেইল দিলাম...... [email protected]


শুভভাইয়ুর ইমেইল রেখেছি শুধু তাকে অপ্রকাশিত এই ছুটির গল্প পড়াবো বলে ....

২৩| ১০ ই জুলাই, ২০২১ রাত ১০:২৯

মিরোরডডল বলেছেন:



মিনমিনা শয়তানের কমেন্ট পড়ে খুব মজা পেলাম !
আঠারো তোমার প্রতিমন্তব্যে অনেক হাসলাম :)

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: শুনো মিনমিনা শয়তাননভাইয়াকে বলা গল্প কিন্তু আসলেই ১০০% সত্য!!!!! :P

মানকচু নিয়ে নাকি নাম লিখে বসে থাকবো!!!!!
এহ রে কাম নাই তো.... :P

১১ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৯

শায়মা বলেছেন: মিররমনি!!!!!!

২৪| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:১০

মিরোরডডল বলেছেন:



থ্যাংকস আপুটা, ইমেইলে হানা দিবো ।
এখন গান শোনো ।






১০ ই জুলাই, ২০২১ রাত ১১:১৫

শায়মা বলেছেন: গান শুনবো কি??????

এই মেয়েকে দেখেই তো আমি অজ্ঞান !!!!!!

এত সুন্দল এত্তা মেয়ে!!!!!!!!

২৫| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:২১

একলব্য২১ বলেছেন: ব্যস্ততার মধ্যে তোমার কবিতাটা একবার পড়েছে। খুব ভাল লিখেছ। এই ছুটি নেওয়া নিয়ে লেখিকার কি বুঝাতে চেয়েছেন তা নিয়ে আমি ধন্দে পড়েছি। পরে সময় নিয়ে পড়বো। পাঠকদের সকলের কমেন্ট ও প্রতি উত্তর পড়ে বুঝার চেষ্টা করবো।

১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৩

শায়মা বলেছেন: লেখিকার মনের কথা বুঝিবেক নাহে ভাইয়ু!!!!

তবে আমি তোমাদের তিনজনের জন্য একটা লেখা মেইল করবো।

হা হা হা শুনো মিররমনির দেওয়া গানটা কিন্তু শুনোনা।

এত সুন্দর মেয়েটাকে দেখে আবার কানা হয়ে যেতে পারো।

আহারে আমার পিচ্চুভাইয়া কানা হয়ে গেলে আমার লেখা পড়বে কেমনে!!!!!!!!!

তাই ঐ গানের মেয়েকে দেখা যাইবেক না,:)

২৬| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৪

মনিরা সুলতানা বলেছেন: ওরে এ এ এ
অনেক দিন পর এই ধারায় ফিরলা ।

১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: খোকাভাই সিরিজ পড়েছিলে আপুনি!!!!!!!!!!!


হা হা হা এইটা হবে বোকাভাই সিরিজ.......

নইলে কচুভাই........

রোজ রোজ একটা করে ..... :P

২৭| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৯

ঢুকিচেপা বলেছেন: “আর তোমাকে কঙ্কাবতী পাঠাবার কথাও ভুলিনি কিন্তু!”
আপনি ভুলে যাননি তা জানি কিন্তু স্বয়ং কঙ্কাবতীই আসিবেক ? উহা রাখিব কোথায় ?

আবৃত্তি ছাড়া লাইক পড়িবেক নাই।

১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৫২

শায়মা বলেছেন: সত্যিই ভাইয়া!!
কবে কবে কবে আসিবেক??

আমাদেরকে দাওয়াৎ দিতে ভুলিও না।

স্পেশালি আমাকে আর মিররমনিকে। শুভভাইয়াকেও দিও আত্তা।

ভাইয়া তোমার লাইকের জন্য সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে বসে বানিয়েছি ......


দাঁড়াও ইউটিউবে উঠায় দিচ্ছি।

১০০ লাইক চাই তাপ্পল!!!!! :)

১১ ই জুলাই, ২০২১ রাত ১২:৪১

শায়মা বলেছেন: এই নাও তোমার দন্য ভাইয়ামনি!!!!!!

২৮| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৫০

ডঃ এম এ আলী বলেছেন:




নীজস্ব স্টাইলের কবিতা সুন্দর হয়েছে ।
যাকে বলে শায়মা স্টাইল :)
সরাসরি প্রিয়তে ।

সর্বত্র এমারজেনসি চলছে !
যদিউ ছুটি দানে আমি কেহ নই
তারপরেও বলব
ছুটি না মঞ্জুর !!!!
পরে ভেবে দেখা হবে :)
আপাতত নীজ আবস্থানে থেকে
কাজ চালিয়ে যাও। কবিতা
লেখাও বড় কাজ ।ভাবের
আদান প্রদান হবে সমাধান্।
মানুষ এখন
জীবন মৃত্যুর সন্ধিক্ষনে
বেশী ভাবাভাবির সুযোগ নাই।
কাজে থেকেও গান শুনা যায়,
গানে স্ট্রেস রিলিজ সহ কাজের
গতি বাড়ায়। চাইলে শাহী খানা
পিনার আয়োজন অনলাইনে
করে দিব, ভার্চুয়ালি জগত
ঘুরিয়ে আনব , চিন্তার
কারণ নাই ।

শুভেচ্ছা রইল

১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: ঠিক ঠিক ভাইয়ামনি!!!!!!!!

এই ছুটি চাইনা!!!!!!!

এই ছুটিতে কোথাও যাবার নেই :(

তবে সবাইকে বন্দী করে যার যার বাড়িতে তারপর একা একা বের হলে নো প্রবলেম...... :)

২৯| ১১ ই জুলাই, ২০২১ রাত ১২:০২

একলব্য২১ বলেছেন: ডঃ আলীর সাথে আমিও ১০০% সহমত পোষণ করি। ছুটি না মঞ্জুর। কাজ চালিয়ে যাও। :)

১১ ই জুলাই, ২০২১ রাত ১২:০৩

শায়মা বলেছেন: হায় হায় কেউ ছুটি দেয় না!!!!!!!!!

আমি কি তাইলে শুধু কবিতার মহাভারত রচনা করেই যাবো???????

১১ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৮

শায়মা বলেছেন: শোনো ভাইয়ু!!!!!!

৩০| ১১ ই জুলাই, ২০২১ রাত ১:২৯

ঢুকিচেপা বলেছেন: যত কাজের ফিরিস্তি দিয়ে দরখাস্ত করেছেন তাতে ১ দিনের ছুটি দিয়ে হবে না।
প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা দরখাস্ত করেন তখন বিষয়টা বিবেচনা করা যাবে।

২৪ নম্বরে কি মিরর আপু গান গাইছেন ?

আবৃত্তিটা ভালো লেগেছে, ডাউনলোড করে রেখেছি।
লাইকটা জমা দিয়ে গেলাম।

১১ ই জুলাই, ২০২১ রাত ২:০৮

শায়মা বলেছেন: আরে ছুটি নিয়ে কি করবো তার ফিরিস্তিই দেইনি।

শুধু সবাইকে কেমনে বেন্ধে ছেন্দে ঘরে আটকাই রাখবো শুধু এখ বুদ্ধি আট্ছি তো!!! :)


তাই তো মনে হচ্ছে। মিররআপুকে দেখে আমি মুগ্ধ!!!


আর এই সিরিজ চলিবেক।

অন্তত বারো পর্ব।

৩১| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:১১

দেয়ালিকা বিপাশা বলেছেন: সত্যিই অসাধারণ কবিতা দারুন লিখেছেন !!

১১ ই জুলাই, ২০২১ রাত ২:১৫

শায়মা বলেছেন: আপুনি

থ্যাংকস আ লট!!!


তুমি কি নতুন আপু??

আগে দেখিনি মনে হচ্ছে!!!!!!

৩২| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:১৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: জি আপু

আপনাকেও অনেক ধন্যবাদ । :``>>

১১ ই জুলাই, ২০২১ রাত ২:২১

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাাসা :)

৩৩| ১১ ই জুলাই, ২০২১ রাত ২:২৬

সোহানী বলেছেন: তু ু ু উ উ উ ি ি মি মি কবিতাও লেখো !!!!!!!!!!!!!!!!!!!!

১১ ই জুলাই, ২০২১ রাত ২:৩৭

শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!!!!!

এন্টার চিপলেই কবিতা কবিতা লাগে আর কি!!!!!!!

তবে কবিতা দিয়েই আমার এই নিকটাকে সবার ভালোবাসা শুরু।

আমার খোকাভাই সিরিজ পড়েই তো পাঠক বানাই ফেলছিলাম। হা হা


আমার খোকাভায়ের প্রেমে পড়ে গেলো সবাই।


সমুদ্রকন্যা মানে আমাদের হামাভাবীজি একদিন লিখলো বই এর পাতায় প্রিয় মানুষষের সাথে সাথে আমার খোকাভাই এর নাম।


দাঁড়াও তোমাকে পড়াচ্ছি!!!!!!!

১১ ই জুলাই, ২০২১ রাত ২:৫১

শায়মা বলেছেন: এই যে খোকাভাই সিরিজের একটা কবিতা

৩৪| ১১ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৪

সামিয়া বলেছেন: অসাধারণ লিখেছেন আপু, প্রিয়তে নিলাম।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৩

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপুনি!!!!!!!

লাভ ইউ লাভ ইউ লাভ ইউ!!!!!!!!

৩৫| ১১ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: ইশ !!! ছুটি এতো সস্তা না কি , চাইলেন আর দিয়ে দিলাম, দরখাস্ত লেখা হয় নাই, আবার লিখে নিয়ে আসেন !!!! এই বার সবার আগে বড় করে লিখবেন প্রীয় স্যার !!!

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: ভাইয়া
একটা কথা বলি, আমি এমনিতে হুটহাট যা খুশি তাই লিখে দিয়ে মানুষকে কখনও হার্ট করতে চাইঈঈ না। যদি করি তো তার পিছে কারণ থাকে । কিন্তু ফান বা মজা করতে বা হাসতে বা আনন্দে ভাসতে অনেক অনেক মজা পাই। তবে মাঝে মাঝে ফান একটু লিমিট ক্রস করে ফেলে বা মানুষ ভুল বুঝে। কালকে তোমাকে মজা করে উত্তর দিলেও পরে একটু চিন্তায় ছিলাম তুমি আবার ভুল বুঝো কিনা। রাগ করো না কিনা। কসম ভাইয়া এটাই ভয়ে ছিলাম। যাক বাবা বাঁচলাম!!!!!! থ্যাংক ইউ!!!!!!!!! রাগ না করে ফানকে ফানই বুঝার জন্য!!!!!!! অনেক অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা ভাইয়া।

এখন শুনো দরখাস্ত যে লিখতে বললে নিজেই তো বানান ভুল করেছো। হাহাহাহাহাহাহাহাহাহা এই স্যারের কাছে দরখাস্ত লিখিবোক না!!!!!!!!!! :P


তার থেকে তুমি আবার দরখাস্তের আরজি নিজ বয়ানে শুনো। সাথে গানা ফ্রি... :)

একটি ছুটির দরখাস্ত...

৩৬| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:১৯

রানার ব্লগ বলেছেন: উপরের কমেন্ট আবার পড়লাম, রাগের কিছুই পাইলাম না, তবে কিছুক্ষন চোখ কুঁচকে, ভুরু নাচিয়ে , দাত খিচিয়ে, চেস্টা করছিলাম রাগ আসলেই করা যায় কি না, নাহ পারি নাই। এমন তো কিছুই লেখেন নাই যাতে গোস্যা হয়ে ওস্যায় উঠে যাবো। গান শুনতেছি !!!!

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৭

শায়মা বলেছেন: বলা যায়!!!!!!
মানে আমি আবার আমার ফান বক্তবেও মাঝে মাঝে অতি সচেতন হয়ে যাই তো ভাইয়া!!!!!!!!

আর রাগ করার ভ্রু কুঁচকানো বা দাঁত খিঁচানোর চেষ্টা করে রাগ করাারও কিছু নেই আসলে কারণ আমি তো ফান করেই বলেছি। তবুও মাঝে মাঝে সন্দেহপ্রবণ আমি ভুই পাই তো ভাইয়ামনি!!!!!


অনেক অনেক থ্যাংকসসসসসসসসস !!!

শুধু গানা না গানার সাথে সাথে দরখাস্তটাও শুনো ভাইয়া।

৩৭| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৯

রানার ব্লগ বলেছেন: এতো নিখুত হতে কে বলছে আপনারে !!!!

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৫৬

শায়মা বলেছেন: আরে জানোনা আমি পারফেকশনিস্ট!!!!!!!!


:)


মাঝে মাঝে একটু এদিক ওদিক ছুটে যায়। তখনই তো সমস্যা হয় ভাইয়া!!!!!!!!

তোমার পোস্ট পড়লাম!!!!!! বাপরে তুমি ৪২!!!!!!!!

ভেবেছিলাম পুচকা পাচকা হবে। :P

৩৮| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমন একটি দিনের ছুটি মনে মনে মনে হয় আমরা সবাই চাই। শুধু নিজের জন্য একটি দিন একান্ত আপন করে পাওয়া। সুন্দর।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:১৬

শায়মা বলেছেন: হুম ভাইয়া!!!


কিন্তু ছুটি মঞ্জুর হয় না !! :(

দেখোনা উপরে কেউ ছুটি দিচ্ছে না !!!!! :(


৩৯| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৮

জুন বলেছেন: একদিন ছুটি নিয়ে কি হবে বলো! বলো সারা বছর ছুটি চাই :)
বহুত খুব +

১১ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৩

শায়মা বলেছেন: না না সারাবছর তো ছুটি পেতে পেতে আমরা টায়ার্ড হয়ে গেলাম আপু!

আমরা আবার সেই আগের দিনের একদিনের ছুটিই ফিরে পেতে চাই।

৪০| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৯

রানার ব্লগ বলেছেন: হুম ৪২ আমি। পাক্কা বুড়!! তবে বৃধ্য না। আপনার জামাই আপনাকে সহ্য করে কি করে। আমি হলে দুই দিনে পালিয়ে যেতাম

১১ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়ামনি!!!! এই যে তোমরা যেমনে সহ্য করো তেমনেই!!!!!!!! :P

৪১| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১০

মোঃমোজাম হক বলেছেন: অনেকদিন পর কবিতা পড়লাম।
ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ামনি!!!


:) :) :)

৪২| ১১ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

অপু তানভীর বলেছেন: আমি ছুটি নিয়ে নেব সামনের বছরেই । সব কিছু থেকে । একেবারে ।

১১ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!! :( :(

না না সব কিছু থেকে ছুটি নেওয়া যেতে পারে অনলি ওয়ান ডে ..... :)

৪৩| ১১ ই জুলাই, ২০২১ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমি এক রকম ছুটি নেয়াই। শ্রান্তি ও বিনোদন ছুটির মত ই আফিসে থেকে ও নেই রকমের। ডেড ম্যান ওয়াকিং বলতে পারো।

১১ ই জুলাই, ২০২১ রাত ৯:২১

শায়মা বলেছেন: সবাই তো ডেড ম্যান ওয়াকিং এই আছে।

চারিদিকে মৃত্যু।


করোনার ভয়েও বেঁচে থেকেও মরে যাবারই মতন।

৪৪| ১১ ই জুলাই, ২০২১ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: তোমার কবিতায় একটা গভীর দুঃখ আছে। মনে হচ্ছে ভালবাসা হলো কচু পাতার পানি। একজন মানুষ আকাশ সমান ভালোবেসে তোমাকে তোমার মাত্র একদিন ছুটিতে কাছে পেল। যদিও সেটা সমাপ্তিতে। ঐ একদিন কি ন্তু জীবনের শেষ দিন পর্যন্ত নয়। সেই বিবেচনায় গভীর তম দুঃখের কবিতা এটি। নাকি?

১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৩২

শায়মা বলেছেন: আমি দুঃখের কবিতা লিখি না ভাইয়া। দুঃখ বিলাস লিখি।:)

৪৫| ১২ ই জুলাই, ২০২১ রাত ৩:০৪

সেলিম আনোয়ার বলেছেন: খেলা দেখছো ? জমে ওঠেছে অতিরিক্ত সময়ে খেলা চলছে। দুদলের সম্ভাবনা সমানে সমান।

১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৫

শায়মা বলেছেন: আমি খেলা দেখি না ।

শুধু বাংলাদেশ হলে সেটা অন্য কথা।

৪৬| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: তেলের দরকার নেই এমনেই চলে আয়েশ করে খাওয়া গেলেই হলো। তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তেল ছাড়া তরকারি
স্বাস্থ্যের জন্য উপকারী।


আর একটি বিষয় কয়দির সাজা হিসেবে অন্যকে সদোপদেশ দেয়া উত্তম ধরণের সাজা। ভেবে দেখো তো একজন কয়েদিকে বেঁধে রেখেছে পাবলিক প্লেসে তার শাস্তি হলো মানুষ কে নীতি বাক্য শুনানো সদোপদেশ দেয়া। তা হলে সে মন্দ চিন্তা থেকে রেহাই পাবে। লাভ ইউ শায়মা।

১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৭

শায়মা বলেছেন: কি বলো আবোল তাবোল!!!!!!! X((


৪৭| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা তো সেদিনই পইড়া ফেলছিলাম খালি কমেন্ট বাকি ছিলো
দারুন ছিলো।

তোমার পোস্টে ভ্রমরের ডানারে দেখলাম নি। উনাকে তো দেখাই যায় না

১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: হা হা ইহা একখানা এন্টার চাপা কাব্য।

তবে সোনাবীজ ভাইয়া বলেছে এন্টার ঠিক ঠাক মত চাপলেও কবিতা হয়। শাহ আজিজ ভাইয়া বলেছে আর একটু ভাষা এদিক ওদিক করলে ১০১ হয়ে যেত।

যাইহোক উহা কথা নহে। কথা হইলোক। ছবি বড় করে দেবার পেরাকটিস। :)


হায়রে জানার নাই শেষ..... কত কিছু জানি আমরা ..... কত কিছু শিখি...... আবার কত কিছু দেখেও দেখিনা শিখেও শিখি না.....

হ্যাঁ ভ্রমরের ডানা ভাইয়া আজকাল মাছ হয়ে গেছে। আগে পাখি ছিলো।

তাই উড়তো। এখন ডুব দিয়ে থাকে মাঝে মাঝে ভেসে ওঠে। :)

৪৮| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৮

নীল আকাশ বলেছেন: বসন্তদিনের পর সম্ভবত এটাই আপনার দেয়া ব্লগে কবিতা পড়লাম।
ছবি মডেল নির্ঘাত আপনি!
মানুষের জীবন শুধু সামনের দিকে ছুটে চলা। আর এই চলায় ছুটি মেলে না। সবশেষে একবারে ছুটি মেলে।

১২ ই জুলাই, ২০২১ রাত ৮:১২

শায়মা বলেছেন: সেই ছুটির দিকেই এগিয়ে যাই আমরা। কিন্তু তবুও ছুটির জন্য প্রাণ কেঁদে ওঠে। হ্যাঁ আমি এই জীবনে নানা কিছু প্রাকটিস করেছি। কবিতাও তেমনই এক এক্সপেরিমেন্ট ছিলো। আর মজার ব্যপার হলো ২০১০ এ আমি এই নিকে পদার্পন করি তার আগে আমর বহুল পরিচিত নিকটাই ছিলো অপ্সরা। বেশি বেশি ভালোবাসা আর পরিচিতি আমার সহ্য হত না তখনকার দিনে তাই পালিয়েছিলাম সেই নিক থেকে। আর এই নিকে লিখতে শুরু করেছিলাম খোকাভাই সিরিজ। হা হা এন্টার চাপা সেই কবিতাগুলি ছিলো এক একটা নাটকের এপিসোড। ভাবছি আবার সেসব রিপোস্ট দেবো। নতুনদের জন্য। যাচাই করবো সে যুগ আর এ যুগের মাঝে কবিতা পাঠের মানুষগুলোর আবেগ আর মন। হা হা

৪৯| ১৩ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫০

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: ছুটির কবিতা ভালোই তো লাগলো।

১৩ ই জুলাই, ২০২১ দুপুর ২:১০

শায়মা বলেছেন: হ্যাঁ এমন একটি ছুটি চাই।

লকডাউন সাট ডাউন ছুটি না ...

৫০| ১৩ ই জুলাই, ২০২১ রাত ৮:৩০

আমি সাজিদ বলেছেন: দারুন কবিতা৷ প্লাস।

১৩ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!! রিপ্লাইখানা কমেন্টোতে চলে গেলো!! :)

৫১| ১৩ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: হা হা

এই সিরিজ লিখিবোক ভাবছি।

একটু সময় করে নেই। :)

৫২| ১৩ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৭

দেয়ালিকা বিপাশা বলেছেন: শায়মা আপু!!

কেমন আছো ??

নতুন লেখা কবে দিচ্ছো!!

অপেক্ষায় রইলাম!

১৩ ই জুলাই, ২০২১ রাত ৯:০০

শায়মা বলেছেন: ভালো আছি আপুনি।

কিন্তু সমস্যা হলো আমি সারাক্ষনই লিখতে চাই কিন্তু ইদানিং ঘাড়ে এত ঝামেলা এসে পড়েছে যে পারিনা.....

তবে অনেক এন্টার চাপা কবিতা আছে সেসব দিয়ে দেবো খুব তাড়াতাড়ি! :)

৫৩| ১৩ ই জুলাই, ২০২১ রাত ৯:০৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: অপেক্ষায় রইলাম !! ভালো থেকো :)

১৩ ই জুলাই, ২০২১ রাত ৯:১২

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপুনি!!!!!!! পরশু এর পর আবার দেবো। :)

৫৪| ১৩ ই জুলাই, ২০২১ রাত ৯:১৫

সোনালি কাবিন বলেছেন: আসুক পরীক্ষাটা তারপর ছুটি /
তারপর ঝোলা গুড় আর পাউরুটি
পাগলা দাশুতে আছে ছুটির মেজাজ
সেসব পরের কথা, পরীক্ষা আজ।

১৩ ই জুলাই, ২০২১ রাত ১০:১৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি!!!!!!!

আই লাভ পাগলাদাশু!

সে আমার এক প্রিয় ক্যারেকটার।


এও এক কঠিন পরীক্ষা
জগতের সকল বেড়াজাল ডিঙ্গিয়ে
একটুক্ষনের ছুটি.......


কোথায় পাবো বলো??? :(

৫৫| ১৩ ই জুলাই, ২০২১ রাত ৯:১৬

দেয়ালিকা বিপাশা বলেছেন: :)

১৩ ই জুলাই, ২০২১ রাত ১০:২৬

শায়মা বলেছেন: আপুনিমনি এত খুশি কেনো???

৫৬| ১৪ ই জুলাই, ২০২১ রাত ১:৪৩

কালো যাদুকর বলেছেন: সুন্দর কবিতা এবং মনের ভাব প্রকাশ।

১৪ ই জুলাই, ২০২১ রাত ২:৩৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।

৫৭| ১৪ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১২

মিরোরডডল বলেছেন:



শায়মাপু প্রিয় রবীন্দ্রসঙ্গীতের সাথে তোমার আবৃতি শুনলাম ।
লিংকটা মুল পোস্টে যুক্ত করে দাও । ভালো হয়েছে ।
হলুদ টপসের ছবিটাও খুব সুন্দর ।






১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: মূল পোস্টে দেবো????

সেটা তো ঢুকিচেপা আপুর অনুরোধে বানিয়েছিলাম পরে। :)

আচ্ছা দিয়ে দেবো!!!!! :)

৫৮| ১৪ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৮

মিরোরডডল বলেছেন:



তোমার অপ্রকাশিত কাব্য কতদূর ?
আপুটা তোমার জন্য প্রিয় একটা গান দিয়ে গেলাম ।
ভিডিওটা পছন্দের ।





১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৩

শায়মা বলেছেন: কাব্য তো রোজ লেখা হচ্ছে।

শুধু প্রকাশিত হচ্ছে না......


:P

৫৯| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১:৫১

মেহবুবা বলেছেন: "তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,
তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে॥
কূলে যখন এলেম ফিরে তখন অস্তশিখরশিরে
চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে।
আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥" ...

চেয়ে কি হবে যদি না পাবার সম্ভাবনা থাকে !

১৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৫

শায়মা বলেছেন: সম্ভবনা লুকিয়ে থাকে অসম্ভবনার পিছে।

আর তাই আমরা সব সময় আশা নিয়ে ছুটে চলি........

আসলেই কি পৃথিবীতে কিছুই অসম্ভব?

না অসম্ভব না........

আমরাই অসম্ভবকে সম্ভব করি না আমাদের আশে পাশের প্রিয়জনদেরকে ভেবে...


ক্ষুদ্র স্বার্থ ত্যাগে মহিয়ান হই। :)

৬০| ১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৫০

খায়রুল আহসান বলেছেন: একটি দিনের জন্য প্রত্যেকের চোখে কালো কুচকুচে কাপড়ের ঠুলি পড়িয়ে সবাইকে অন্ধ করে দিতে চাচ্ছেন?

'ছুটি'- বিধি বিধান প্রদত্ত একটি বিশেষ সুবিধে মাত্র, এটা অধিকার নয়। তাই চাইলেই পাওয়ার কথাও নয়। ইতোমধ্যে কয়েকজন আপনার ছুটি নামঞ্জুর করে দিয়েছেন!

যাহোক, ভাবনা এবং উপস্থাপনাটা খুবই অভিনব। + +

২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন: অধিকার আর আবেগ বড়ই সাংঘর্ষিক। তাইনা ভাইয়া ???

তাই আবেগের মৃত্যু হয় অধিকার ঝান্ডা নিয়ে লাল চক্ষু ষাড় হয়ে তেড়ে আসে। হা হা হা

অনেক অনেক থ্যাংকস পড়ার জন্য ভাইয়ামনি....

৬১| ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটি কিভাবে বড় করতে হয় আপি?
প্লিজ....

[email protected]
Plz, i want to know

২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৯

শায়মা বলেছেন: ভাইয়ু
এই ব্যাপারে গুরু হলো জলদস্যু ভাইয়ু... আর ছবি আপুনি.....

দাঁড়াও তোমাকে লিঙ্ক দিচ্ছি ভাইয়ামনি......

সামুতে বড় আকারে ছবি পোস্ট করার কৈশল

৬২| ২১ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৯

বিজন রয় বলেছেন: এই পৃথিবী থেকে সবাই একদিন ছুটি নিবে। একদিনের জন্য জন্য নয়, চিরদিনের জন্য।
কবিতাটি পড়ে আমার এমন মনে হলো।

অটঃ ঈদের খারবারের পোস্ট আসছে নাকি?

২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১১

শায়মা বলেছেন: ভাইয়াাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা!!!!!!!!

স্যরি স্যরি স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনেক কষ্ট দিয়েছিলাম সেইদিন!!!!!!!!!!!!!!!!!!

ভুলে গেলে কেমনে!!!!!!!!!!!

তাই আমি স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!! :(

লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!! অনেক অনেক ভালো থাকো খুশি থাকো!!!!!!!!!

ঈদের খানাপিনা বাদ দিয়ে এবার নাচাগানা নিয়ে আছি। সেসব দেবো কিনা ভাবছি!!!!!!!!! :P

৬৩| ২২ শে জুলাই, ২০২১ রাত ৩:৫২

ডঃ এম এ আলী বলেছেন:

২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১২

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়ামনি!!!!

অনেক অনেক ভালোবাসা!!!!!!

৬৪| ২২ শে জুলাই, ২০২১ রাত ৯:০৮

নিয়াজ মোর্শেদ বলেছেন: Good.

২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: কি গুড???

কবিতা?? নাকি ছবিতা???

৬৫| ২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২৭

অদ্ভুত_আমি বলেছেন: আপু আমার তরফ হতে ছুটি মঞ্জুর, কেননা আপনার ছুটি মানে তো আর অলস সময় কাটানো না। বরং আমাদেন জন্য অপেক্ষা করছে নতুন কোন শিক্ষণীয় কোন পোস্ট সহ আরও কত কিছু। কিন্তু আমার কোন ছুটি নেই, রোববার থেকে অফিস :( , এই করোনা উপলক্ষেও একটা দিন ছুটি পেলাম না :(

ঈদ মোবারক !:#P !:#P !:#P । কিন্তু ঈদের ঐতিহ্যবাহী শায়মাস কু্ইজিন স্পেশাল খানাদানা কই?

২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: তুমি ছুটি মঞ্জুর করলে ভাইয়ামনি!!!!!! কিন্তু আমার তো পোস্ট লেখার জন্য ছুটি চাইনা। আমি তাহার কাছে যাবো..... :P

৬৬| ২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৯

অদ্ভুত_আমি বলেছেন: কবিতা/ছবিতা private কেন ? তুমি পচাঁ :P

২৩ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: ওহ আচ্ছা ঠিক করে দিত্তি ভাইয়ু!!!!! এক মিনিট ওয়েট।

৬৭| ২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৫

সেলিম আনোয়ার বলেছেন:

২৩ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু। ঈদ মুবারাক।
তবে এই ঈদ কার্ড পড়ার জন্য এখন লকডাউনে আমাকে ডক্টরের এপয়েন্টমেন্ট নিতে হলো।

আই স্পেশালিস্টের আর কি ...... :)

৬৮| ২৩ শে জুলাই, ২০২১ রাত ৯:৩১

একলব্য২১ বলেছেন: ঈদের খানাপিনা বাদ দিয়ে এবার নাচাগানা নিয়ে আছি। সেসব দেবো কিনা ভাবছি!!!!!!!!!

শায়মা আপু,

ভাবাভাবির দরকার নাই। জলদি দাও। হা হা হা।

কেমন আছো বল। ঈদের শুভেচ্ছা রইলো। :)

২৩ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: আচ্ছা দিচ্ছি জলদি জলদি!!!!!!!!

আমি কেমন আছি আমি জানিনা......

দূরে কোথাও দূরে দূরে আমার মন বেড়ায় ঘুরে ঘুরে ভাইয়ামনি......

তোমার জন্যও ঈদের শুভেচ্ছা আর এক রাশ ভালোবাসা....

৬৯| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:১৯

একলব্য২১ বলেছেন: তোমরা দারুণ কাজ করেছো। বিচারক হিসাবে যথার্থ দায়িত্ব পালন করেছো। তোমাদের আলোচনা শুনছিলাম। অর্ক'র তিন ও সপ্তম ছবিটা দেখে কিছুটা সত্যজিৎ রায়ের ফ্লেবার পেলাম। পুরানো ঢাকা গলির ভিতরের ছবিটা দেখে জয় বাবা ফেলুনাথ ছবির বেনারসের গলির কথা মনে পড়ে গেল। শাহ আজিজ ভাইয়ের বায়স্কোপের ছবিটা দেখা দারুণ হয়েছে। সব ছবিই চমৎকার।

২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!

অনেকগুলা ছবি থেকে অনেক চিন্তা করেই এই ছবিগুলা নেওয়া হয়েছে।

এই যে সাদা কালো ছবি বা ওভার এডিটিং নিয়ে কি কি কোয়েশচেন আসবে এবং কারা কারা সেসব করতে পারে সবই জানতাম আমরা।


হা হা সাধে কি এত যুগ ব্লগে আছি ভাইয়ু! :P


৭০| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর :)





২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!


কত্ত দিন পরে !!!!!!!!!!!!!


পথ ভুলে গেছো!!!!!!!!!!!!

৭১| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:


পথ ভুলি নাই। ;)
এই পথে থেকে একটা বউ পাইছি। ;)
কিন্তু প্রেমিকা পাইলাম নারে। B:-/
আর মনের ভুলেও তাহা চাই না। ;)

২৬ শে জুলাই, ২০২১ রাত ১:০৯

শায়মা বলেছেন: তোমার বউ যদি শুনে তো প্রেমিকা পাওয়া বের করে দেবে......


কি এই কমেন্ট কি রাখবো নাকি তার জন্য নাকি ডিলিট করে দেবো???

ভেবে বলো ভাইয়ু!!!!!!!!!

৭২| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
view this link





মন্তব্য ডিলিট করতে হবে না। দুজন দুজনের প্রতি প্যায়ার মহব্বত অনেক বেশি তাই কোন সমস্যা নাই।

২৬ শে জুলাই, ২০২১ রাত ১:৩৮

শায়মা বলেছেন: হা হা আরও প্যায়ার মহব্বত বাড়ুক ভাইয়ু!!!


কিন্তু এই গানা শোনাও নাকি বউআপুকে ????

৭৩| ২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫০

আমারে স্যার ডাকবা বলেছেন: পৃথিবী থেকে ছুটি নিয়ে কোথায় যাবেন? মঙ্গল গ্রহে? ইলন মাস্কের সাথে যোগাযোগ করেন। তার মার্স মিশনে যেন আপনাকে এ্যাস্ট্রোনট হিসেবে পাঠায়। :D

কবিতা সুন্দর হয়েছে। আসলেই মাঝে মাঝে ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে গায়েব হয়ে যাই। :(

২৬ শে জুলাই, ২০২১ রাত ৮:২৮

শায়মা বলেছেন: কোথায় যাবো সেই কথা বলা যাইবেন নাহে ভাইয়া!!!!!


ওপস তুমি তো আবার স্যারভাইয়া.......

এইটা কেমনে নাম হলো!!!!!!!!!!!!

স্যারভাইয়া দুনিয়ায় কি আর কোনো নামই মনে পড়লো না????

থ্যাংক ইউ সো মাচ কবিতা সুন্দর বলার জন্য!!!!!!!!! :)

৭৪| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: দেশের অবস্থা খুব খারাপ। আজকে একজন ফেসবুকে কান্নাকাটি করে টাকা চাইলো। ঘরে খাওয়ার কিছু নেই। আর জে ছিল চাকুরি চলে গেছে । পরে টাকা বিকাশ করে দিলাম । :( তাকে আমি চিনিও না।

২৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৪২

শায়মা বলেছেন: তো এইখানে এই কমেন্ট কেনো??? #:-S

৭৫| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৬

একলব্য২১ বলেছেন: তোমার তো ছুটি শেষ অনলাইন স্কুল শুরু হয়ে গেছে নিশ্চয়। আবার বড় ধরনের ছুটি কবে মিলবে। আর সেটা কত দিনের হতে পারে। প্রিয় লেখিকার প্রতি কৌতূহল থাকাটা স্বাভাবিক তাই না। হা হা হা......না আসলে আমি জানতে চাচ্ছিলাম আবার বড় ধরনের ছুটি কবে বাচ্চারা পেতে পারে এই বছরে। ক্ষুদে ছুটি পেলে খুশিতে আটখানা হয়ে যায়।

view this link

২৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৪১

শায়মা বলেছেন: শুধু খুলেই যায়নি মাথা খারাপ করে দিলো।

বড় ছুটি ডিসেম্বরে। ভাইয়া মাথায় কত গল্প ঘুরে পাচ্ছিনাতো সময় তার। :(


জব ছেড়েই দেবো নাকি? :(


ক্ষুদের জন্য ভালোবাসা।

কি লিঙ্ক দিয়েছো দেখি....

৭৬| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:২৯

করুণাধারা বলেছেন: শায়মা- রচিত কাব্য আগে পড়েছি কিনা মনে করতে পারছি না। কিন্তু মাঝে মাঝেই কোনো কবিতা পড়ে মনে হয়েছে এটা নিশ্চয়ই শায়মা লিখেছে... B-)

কবিতা চমৎকার। ছবি ভুল। ল্যাপটপ কোথায়?

যাকগে, যে জন্য আমার পদার্পণ- অনেক ছুটি নিয়েছ। এবার জয়েন করে ফেল চটপট।

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১০:৫১

শায়মা বলেছেন: হা হা আপুনি!!! আমারও মাঝে মাঝে কোনো কোনো কবিতা পড়ে মনে হয় আমিই নাকি এইটা?? চিনতেই পারিনা। আবার চিনি চিনি। :P

আপুনি ল্যাপটপ এ এই ছুটির দরখাস্ত হয় না তো। এই ছুটির দরখাস্ত লিখতে মোঘল আমলের এই পালক কলম দরকার হয়।

আর আপুনি সত্যি বলো না স্কুলের ছুটি ছিলো যখন তখন মনে ছুটির দরখাস্ত জেগেছিলো। এখন ছুটি শেষ জয়েন করে ফেলেই তো দরখাস্ত মরখাস্ত মাথায় উঠলো!!!!!

এ বছরের চ্যালেঞ্জ আমার মত পান্ডিতের ছিটে ফোটাও শেখাও নতুনদের। উফফ দেখো এমনিতেই আমি একটু হিংসুটে মানুষ ঈদের জামা কাউকে দেখাই না আর আমি কিনা আমার বিদ্যা দিয়ে দেবো অন্যদেরকে??????? বলে কি!!! B:-/

৭৭| ০৪ ঠা আগস্ট, ২০২১ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: দরখাস্ত মন্জুর করবে কে?
আমার তো মনে হচ্ছে, আপনি বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন! :)

০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ১১:০৩

শায়মা বলেছেন: নিজেকেই মঞ্জুর করতে হবে ভাইয়া!!!! :P

আর বিনা ছুটিতে অনুপস্তিত!!!!!!!!

হা হা হা ভাইয়া!!!!!!!
তুমি শুনিতে চেওয়া আমার মনের কথা

৭৮| ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৪

ফাহিমা আক্তার বলেছেন: সবারই ছুটি হবে নিশ্চিত কিন্তু কার কখন হবে তা অনিশ্চিত। পড়তে বেশ ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ।

০৫ ই আগস্ট, ২০২১ রাত ১:১২

শায়মা বলেছেন: সেই ছুটি নিলে তো জগতের সকল ছুটি ফুরাবে আপুনি!!!!!


হা হা

পড়ার জন্য অনেক অনেক ভালোবাসা!!!!!

৭৯| ১৫ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

ঝুমুর জারোফা বলেছেন: আপু এককথায় অসাধারণ ।

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: ঝুমুর আপুনি!

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.