নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

পরের জন্মে আবার আমি নারীই হবো

০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৫২




পরের জন্মে আবার আমি নারীই হবো,
কবির খাতার মগ্ন পাতার নিঁখাদ প্রেমের কাব্য হবো।
পরের জন্মে আবার আমি নারীই হবো।

পরের জন্মে হবো আমি রিমঝিমঝিম বর্ষা দুপুর,
ঝরঝরঝর বাদলা ধারায় বাঁজবে আমার জলের নুপুর।
পরের জন্মে আমি হবো কাঁশফুলের এক শরৎ বিকেল,
নম্র আলোর লুকোচুরি, মেঘের পালক ছড়িয়ে দেবো ঐ আকাশে।

পরের জন্মে আমি হবো ফাগুনদিনের পলাশ শিমুল,
চৈত্র মাসের সর্বনাশা সন্মোহনের নিঠুর আঁখি।
পরের জন্মে আমি হবো ভোরের পাখি,
কিংবা শিশির...

পরের জন্মে আমি হবো সন্ধ্যা রাতের সন্ধ্যা তারা,
হিমের রাতের হেমন্তিকা,
শীত কুয়াশার চাদর দিয়ে ঢাকবো তখন ধরিত্রীকে,
তপ্ত বাতাস, খা খা দুপুর মন উচাটন-
এমনই এক নারীই হবো।

কবির খাতার কাব্য হবো।
লাবন্য বা পারু হবো।
চারুলতা, কূর্চী হবো।
মৃন্ময়ী বা মহাশ্বেতা দেবী হবো।
মহুয়া বা রেনু হবো।
তেজস্বিনী চন্দরা বা কুরূপা ঐ জ্ঞানদা হবো।

সকল কিছু জড়িয়ে আমি আবার আমি আমিই হবো।
ঠিক এমনই নারীই হবো।


এই মহাবিশ্বের সকল নারীর জন্য শুভকামনা। ধন্য হোক এই নারী জীবন....সবাইকে ভালোবাসা..... এই লেখাটা শুধু আজকের জন্য , আজকের এই বিশেষ দিনটির জন্য :)

মন্তব্য ১২২ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা সুপাঠ্য হয়েছে। + রইলো।

০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:০৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু.......

আসলেই আমি জনম জনম নারী হয়েই জন্মাতে চাই।

কারণগুলো অবশ্য বলতে পারি কিন্তু বলা শুরু করলে আর রাত ফুরিয়ে যাবে।

২| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। এ ধরণের কবিতা আমার খুব ভালো লাগে। আশা করি সৃষ্টিকর্তা আপনাকে পরের জন্মে পুরুষ করে বানাবে না, এই কবিতা পড়ে তার মন গলবেই :-B

০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:১১

শায়মা বলেছেন: হা হা আমার কবিতা! কোন সাহস করে যে লিখেছিলাম একদিন। তারপর সাহস বেড়েই গেলো বেড়েই গেলো। আমি আবার দুঃসাহসী কিনা।

যাইহোক লেখা দিয়ে তোমার মন গলানো!!! বাপরে!!!


ধন্য হলাম হামা বেবীভাইয়ু! :)


আর এই পরের জন্ম নিয়ে আরও লেখা আছে। মানে সৃষ্টিকর্তার সাথে সুখ দুঃখের কথা।

সেসবও প্রকাশ করবো কিনা ভাবছি। :)

৩| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:১৮

প্রত্যাবর্তন@ বলেছেন: +++++

০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:২৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া। :)

৪| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা ভালো লাগলো। ভালো লিখেছেন। ভালো লাগলো এটা জেনে যে, পরের জন্মেও আপনি নারীই থাকতে চান। সাহসী সদিচ্ছা।

স্মরণ করিয়ে দিচ্ছি এ মহান বাণী, যাতে পরজন্মে আপনি নারীদের পক্ষে অগ্রণী ভূমিকা পালনে সক্ষমা হোন।

এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি
চিরকল্যাণকর
নারীও কিছুটা করেছে, যদিও
পুরোটা করেছে নর।

আমার এক ঘনিষ্ঠ বন্ধু অবশ্য পরের জন্মে নারী হবার বাসনা পোষণ করেছেন। এখানে দেখুন, যেখানে আপনিও ছিলেন।

০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:৩১

শায়মা বলেছেন: হ্যাঁ আসলেই পরের জন্মে তারপরেরও জন্মে তারপরের জন্মে শত শত কোটিবার নারী হয়েই জন্মাতে চাই।


এই জনমে নারীদের পক্ষে কি করতে পারি তাহা বলো ভাইয়ু...... পরের জন্মেরটা পরে ভাববো..... :)

শুধুই দু্‌স্ত, আর্ত, আতুর নারীদের জন্যই মহান কাজ হবে এটা বলো না পৃথিবীর সকল নারীর জন্যই বলো দেখি। সাজেশন দাও।


মানুষ শুধু দুঃখ আর কষ্টের জন্য কিছু করতে বলে। তাহলে আনন্দের জন্য করবে কে বলো?

কে দেবে আনদের ইন্সপিরেশন?????

দাঁড়াও তোমার বন্ধুর ইচ্ছা পড়ে আসি। :)

৫| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:২৬

গরল বলেছেন: নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!! :)

৬| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৫

একলব্য২১ বলেছেন: চিত্ত উচাটন। কবিতার পড়ার স্থিতিতে নেই। তারপরও একবার পড়লাম। জবরদস্ত।

০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:৪২

শায়মা বলেছেন: কেনো উচাটন?

চারিদিকে কি বন্যা!!!


কি হয়েছে বলো?

৭| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৭

একলব্য২১ বলেছেন: আরে কিছু না ভীষণ ক্লান্ত।

তোমার কি এখনো অনলাইনে ক্লাস চলছে। না সরাসরি ক্লাস শুরু হয়ে গেছে।

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: সরাসরি শুরু হয়েছে। :(

৮| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:৫১

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর কবিতা। পুরুষ দিবস আসলে আমি এরকম একটা কবিতা লিখবো পুরুষদের নিয়ে।

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: ওকে ওকে তাই লিখো।

আমিও লিখবো নে। :)

৯| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১২:২৬

স্প্যানকড বলেছেন: নারী হবেন আপু কিন্তু একটিবার কি পুরুষ হতে ইচ্ছে করে না? পুরুষ হলে কিন্তু বেশী স্বাধীনতা পাবেন পরে কিন্তু আফসোস কান্নাকাটি কইরেন না। কবিতা খুব ভালো এবং সুন্দর হয়েছে। ভালো কথা আপনার গানের গলা খুব সুন্দর। ভালো থাকবেন। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আমীন।

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: না হতে ইচ্ছে করে না।

আমি চির স্বাধীন বন্ধনহীন।

আরে এই খানে গানের গলা কই থেকে আসলো ভাইয়ু????

১০| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১২:৪১

সোবুজ বলেছেন: পরের জন্মের কথা পরে।এই জন্মে নারী হয়ে কেমন আছেন সেটা বলুন।হাজার হাজার নারীর কোন স্বাধীনতা নাই।তাদের কথা কেউ ভাবেনা।পুরুষরা ভাবে,তারা বন্ধি হয়ে ভালই আছে।

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৮

শায়মা বলেছেন: এই জন্মে মহা আনন্দে আছি। নারী হবার জন্য কখনও কোনো প্রতিকূলতা বোধ করিনি।

তাদের কথা কেউ ভাবে না বলাটা ভুল এ সমাজে বহু পুরুষও আছে তাদের কথাও কেউ ভাবে না।

আবার একই ভাবে পুরুষরা শুধু ভাবে না নারীরা বন্দী হয়ে ভালোই আছে, কিছু নারীরাও নিজেরাই ভাবে।

কারণ সমাজ এটাই শিখিয়েছে......

যদিও এই অবস্থা কেটে যাবে একদিন।

১১| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

নারী দিবসে ফুলেল শুভেচ্ছা তোমার জন্য আর অনেক শুভকামনা।

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস...

১২| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১২:৫৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আশাকরি পরজন্মে শায়মা আপু , মনিরা সুলতানা আপু , কাজী ফাতেমা ছবি আপুরাও সামু ব্লগেও যেন থাকেন ।
পৃথিবীর সৌন্দর্য , সকল নারীদের নারী দিবসের শুভেচ্ছা ।

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: ওকে ওকে

পরের জন্মে আমরা আবার জন্ম নেবো
সামু আবার জন্ম নেবে....... :)

১৩| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কে নারী কে পুরুষ এই ভেদাভেদ মুছে যাক। সকলকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হোক।
নারী দিবসের শুভেচ্ছা আপনাকে।

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: ঠিক তাই কোনো ভেদােভেদ নাই .....

অনেক ভালোবাসা ভাইয়ু....

১৪| ০৯ ই মার্চ, ২০২২ ভোর ৪:৫৪

নেওয়াজ আলি বলেছেন: তাই পরজন্মেও নারী মা ,মেয়ে, বোনই হবে।

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: হ্যাঁ ঠিক তাই ...... :)

অনেক ভালোবাসা ভাইয়া :)

১৫| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ৭:৫১

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কবিতা!

অবশ্যই পরজনমে তুমি নারীই হবে এবং "বনমালী তুমি পরজনমে হইও রাধা"

০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪২

শায়মা বলেছেন: হা হা বনমালীর রাঁধা হতে চাওয়াটা কবিতায় বাদ পড়েছে। :(

নেক্সট টাইম জুড়ে দেবো।:)

১৬| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ৮:৪০

জুন বলেছেন: আমি জীবনেও কখনো পুরুষ হইতে চাই নাই শায়মা।
সুতরাং নারীই হতে চাই B-)

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৯

শায়মা বলেছেন: সেই আমরা কেনো পুরুষ হবো???

নারী আর নারীত্বকে ভালোবাসি। কোনো অভিযোগ নেই।

১৭| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতার জন্য ধন্যবাদ। নারীর মহানুভবতা, নারীর দূরদর্শীতা, নারীর স্নেহময়ীতা সবই নারীকে করেছে মহান। সুতরাং নারীই সেরা।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: ঠিক তাই নারীই সেরা।

আমারও তাই মনে হয়।

১৮| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাব্য সুন্দর হয়েছে । কেন পরের জন্মে পুরুষ হওয়ার বাসনা নেই ?

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: হা হা আমার কাব্য নিয়ে একটা পোস্ট লিখে অনেককে রাগ করিয়েছো।
পুরুষের জীবন এত কষ্টের ...

সারাদিন কাজ না করলে মাফ নাই... :(
কত্তবার ছেকা খায়... :P

কোথাও কোনো স্পেশাল নজর পায় না.... :)
পাত্তা তো দূরের কথা কিছুই পায় না কঠোর পরিশ্রম ছাড়া... :)

তাই হবো না......

আর নারীর জীবন আহা শুধুই আনন্দের.....

১৯| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৫

ফয়সাল রকি বলেছেন: শুভ কামনা।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!! :)

২০| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১১:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: রাধা হবেন না? যমুনার ঘাটে যাবেন না ননদীর বাধা না মেনে?

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: ওকে ওকে নেক্সট কাব্যে রাঁধাও হবো। :)

২১| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪০

মনিরা সুলতানা বলেছেন: তোমার জন্যে ও ভালোবাসা মেয়ে !

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!! :)

২২| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪১

রানার ব্লগ বলেছেন: পরের জন্মে আপনি নারী হন কিন্তু এত্ত নিখুত হবার চেষ্টাটা ছাড়া নারী হন, যেনো খুদ থাকে তাতে ।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩১

শায়মা বলেছেন: হা হা বেশি পারফেক্ট হলে মানুষ তার চারপাশ ছেড়ে পালিয়ে যায়......

২৩| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন!
পরের জন্মে (যদিও পরজন্মটা এ জন্মের মত হবে না) অনেক কিছু হতে চেয়েছেন; সবগুলো ইচ্ছেই চিত্তাকর্ষক, কাব্যময় এবং মন প্রফুল্লকারী। তবে আমার কাছে দ্বিতীয় পংক্তিতে অভিব্যক্ত ইচ্ছেটাকেই সবচেয়ে ভালো মনে হয়েছে।
কবিতায় ভাললাগা। + +

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া ! কোনটা??

কবিতা হতে চাওয়াটা?

২৪| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: ওকে নারী হোন। কোনো সমস্যা নাই।
আমি পরের জন্মে আইনস্টাইন হতে চাই।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: ভেরী গুড ভাইয়া।
আইনস্টাইন তখন রাজীব নূর হবে।

২৫| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১৮

নীল আকাশ বলেছেন: পরের জন্ম হবার সাথে একমত না হলেও কবিতা সুখ পাঠ্য লেগেছে।

০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: হ্যাঁ তাই তো...... থাকুক না থাকুক পরজন্ম কবিতা লিখতর দোষ কি?

২৬| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০০

পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ আবেগময়। সুখপাঠ্য লেখা।
পরের জন্মের জন্য তোলা তো রইলো। ইহজীবনের জন্যও সর্বাধিক বেশি সংখ্যক আকাঙ্ক্ষা পরিপূর্ণতা পাক।

নারী দিবসে বিশ্বের সকল নারীর প্রতি রইলো শ্রদ্ধার্ঘ্য।

০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:১৬

শায়মা বলেছেন: এই জন্মে যা পেয়েছি তাই পেলেই চলবে।

কারণ অনেক পাওয়া হলো আর কি পাইনি তার হিসাব মেলাতে মন মোর নহে রাজী......

রবিঠাকুরের কথাই আমারও মনের কথা।

২৭| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: হয়ত আমি পলাশ হবো,
নয়ত শিমুল তুলা হবো।
মাঠের মাঝে কাকতাড়ুয়া ;) হবো,
এক পায়েতে দাড়িয়ে রব।

যদিও ইচছে আছে -

হবো আমি অনেক কিছু
সবার শেষে নারীই হব।

বনি , কবিতা ব্যাপক ভাল হয়েছে।
আর তাই তার জন্য রইল শুভেচছা (নারী দিবসের) সাথে সাথে +++।

আর আপনার কবিতার সাথে সাথে আমিও মেরে দিলাম :P দু লাইন (কবিতা নয় শুধু মজা করা আরকি)

০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:১৮

শায়মা বলেছেন: হায় হায় তুলা আর কাকতাড়ুয়া কাজের জিনিস।

তোমার আড় পলাশ হবার দরকার নেই ভাইয়া।

তুলা হও আর তোমাকে সবাই তুলো ধুনে দিক তখন ভালো বালিশ হতে পারবে। :) কাজে লাগবে।

আর কাকতাড়ুয়া হয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকো। সেটাও কাজের শুধু কালি পাতিল মুখে চড়াতে হবে এই আর কি.... হা হা

২৮| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫২

তারছেড়া লিমন বলেছেন: নারী দিবসে বিশ্বের সকল নারীর প্রতি রইলো শুভেচছা ।

০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:১৯

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ু!

২৯| ০৯ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

মিরোরডডল বলেছেন:




শায়মাপু, তোমার পোষ্টে কমেন্ট কি করবো, আমারতো এই পোষ্ট দেখে ব্লাড প্রেশার বেড়ে গেছে ।

https://www.somewhereinblog.net/blog/AkmRezaulKarim/30333015

আরও দু'টি বিষয়ে পাত্রী’র মনে থাকত হবে যে;
১) পাত্রী কোনও পেশায় পড়াশুনা করলে দাম্পত্ব জীবনের প্রয়োজনে সে পেশার যেমন;
ডাক্তার বা ইঞ্জিনীয়ারিং, স্থগীত রাখতে হবে দাম্পত্ব জীবনকেই প্রধান্য দিতে হবে। আর
২) কোনও জন্ম নিয়ন্ত্রন পাদ্মতী গ্রহন করা যাবে না।


আই ক্যান্ট বিলিভ মাই আইজ !!!!
ইজ ইট ট্রু ???

ছেলের বাবা কন্ডিশন দিচ্ছে যে মেয়ে বিয়ের পর বার্থ কন্ট্রোল করতে পারবে না ।
What the hell !!!!
একটা মেয়ে কি করবে সেটা তার শ্বশুর ডিসাইড করে দিবে ???????
নেভার থট ২০২২ এসেও এরকম কিছুর সাক্ষী হতে হবে X(

ওহ মাই গড !
I feel really pity for our society and for all those gals who need to go through these conditions.
Shame !!!
God bless them….





০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:২৬

শায়মা বলেছেন: ১) পাত্রী কোনও পেশায় পড়াশুনা করলে দাম্পত্ব জীবনের প্রয়োজনে সে পেশার যেমন;
ডাক্তার বা ইঞ্জিনীয়ারিং, স্থগীত রাখতে হবে দাম্পত্ব জীবনকেই প্রধান্য দিতে হবে। আর
২) কোনও জন্ম নিয়ন্ত্রন পাদ্মতী গ্রহন করা যাবে না

হা হা এই দুইটা পড়ে আমি ভাবছিলাম শ্বশুরকে নারীবাদীদের মিছিলে ছেড়ে দিলে কেমন হয়? :P

নাউ উই রিয়েলী নিড সোনাগাজী ভাইয়াস কমেন্ট দেয়ার। হা হা হা

পাদ্মতী এই বানানটা দেখে অবশ্য পদ্মাবতী টাইপ নারী কিনা ভাবছিলাম।


৩০| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: শায়মা,



নারী দিবসে একজন নারী, নাড়ির টানে কবিতার যে নাড়া দিয়ে গেলেন তা পাঠক মনের উঠোনে ঝরো ঝরো বাদল মুখর দিনের মতোই নড়েচড়ে গা ঝাড়া দিলো ঝমঝমিয়ে!!!!!

পরের জন্মে আপনি নারী না হলে আমরা আর একজন সাজুগুজু ব্লগার হারাবো ? বিউটি পার্লারগুলোর ব্যবসা বন্ধ হয়ে যাবে। অষ্ট-ব্যঞ্জন রান্নার ছবি না দেখে দেখে খিদে মরে যাবে। :P মুড়ি চাবাতে হবে!!!!! :D
পরের জন্মে কিছুতেই পুরুষ হওয়া চলবেক না। হলে আপনাকে পোলা-মাইয়ার খাওয়া-পড়ার যুদ্ধে নেমে টিসিবির লাইনে দাঁড়াতে হবে! :| আর যদি বিসিএস দেয়ার ধান্ধা করেন তাহলে আমরা যারা পুরুষ হবো তাদের টিসিবির লাইনে দাঁড়ানোর মতো একজন প্রতিযোগী বাড়বে। :((
এটা হতে দেয়া যাইবেক না কিছুতেইইইইইইইই...........................

০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:২৮

শায়মা বলেছেন: হাহাহাহাহাহা

ভাইয়া মরে গেলাম!!!!

পরের জন্মে আমি ঠিকই বিসিএস দেবো
বিসিএসে আহমেদ জী এস ভাইয়াকে সেকেন্ড বানাবো
আর আমি ফার্স্টু হবো :)

৩১| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৩

মিরোরডডল বলেছেন:




জী এসের কমেন্ট বরাবরের মতোই মজার :)

আপু শোন, আমার মনে হয় সেই পোষ্টের শ্বশুর ভদ্রলোক ছেলের বউ বিয়ের পর কোন স্টাইলে কিভাবে লাভ মেইক করবে তার ছেলের সাথে ওটাও বলে দিবে । সবকিছু তার মনের মতো করে হবে, তার সিদ্ধান্তে হবে X(( X(


০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: ইয়া খোদা!!!
হাহাহাহাহা যদি তোমার এই কথা শুনে শ্বশুরমশাই তাইলে মনে হয় আমাদেরকে দোররা মারতে আসতে পারে।

৩২| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৪০

ডঃ এম এ আলী বলেছেন:



বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে রচিত সুন্দর কবিতা ।
কামনা করি পরজনমে বনো তুমি
তেমনটিই হও যেমনটি রয়েছে
তোমার আচার আচরণ সাজুগুজু
আর মনো জগত জুরে ।

তবে এই বিশ্ব মন্ঞ্চে চারিদিকে
মনুষ্য সমাজে অনেক নারীদের তরে
যেমন করুন দুরাবস্থা আর অনাচারের
হালচাল নিত্যই খববের কাগজে পড়ি
তাতে করে -
কামনা করি পরজনমে তুমি যেন না হও সেই নারী
রাতের গভীরে যাকে ঘর থেকে
তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠায় ক্ষমতাধারী ।

পরজনমে না হও যেন সেই নারী
যাকে নিয়ে অসুরেরা মগ্ন হতে চায় নদীর কিনারায় ঝোপে ঝারে
কিংবা শহরের অভিজাত এলাকায় নীল অন্ধকারে, কিংবা
দেখতে চায় শহরের পথে আলোর গোধুলিতে একা দাঁড়িয়ে থাকা
একটি মেয়ে হিসাবে ।

যেন না হও সে নারী দেবতা নামধারীরাও যাকে করে না ক্ষমা
অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যায় কুমারীর অপমান
আর চোখে অশ্রু নিয়ে নদীর জলে আত্মজাকে সাথে নিয়ে
বিসর্জন দিতে হয় নীজের অতি প্রিয় মুল্যবান জান ।

কামনা করি পর জনমে যেন তুমি না হও সে নারী যাকে
সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে প্রকাশ্যে করবে পুজা
আর রাতের আঁধারে শহরের কানাগলিতে ঠোঁটে রঙ মাখিয়ে
বিশেষ স্বার্থ সিদ্ধির তরে দাঁড় করিয়ে দিবে বিবিধ প্রকারে।

কামনা করি উপরে বলা কথাগুলি পরজনমে
যেন না ঘটে কোন নারীর কপালে
নারী দিবসের দৃঢ় প্রত্যয় হোক
নারীদের গায়ে জড়ানোর মত সমস্ত মিথ্যে পোশাক
ছুঁড়ে ফেলে দিয়ে তাঁরা হয়ে উঠোক
সেই অসামান্যা যেমনটি ব্যক্ত হয়েছে
তোমার অসাধারণ কবিতাটিতে ।

কামনা করি পরজনমে
খোলা চুল মেঘের মত ঢাকুক
তোমার খোলা পিঠ
দু চোখে জ্বলে যেন ভীষণ আগুন
ঠিকরে বেরুয় যেন ভয়ঙ্কর তেজরশ্মি
হাতে ঝলসে উঠে যেন সেই খড়গ
দুপায়ের নুপুরে বেজে উঠে যেন রণদুন্দভি
নৃশংস অট্টহাসিতে ভরে উঠে যেন আকাশ ।

বীভৎস দাবানলের মত
যেন তুমি এগোতে থাকো
আর তোমার এগিয়ে যাবার পথের দুপাশে
মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে-
আর দলিত মতিথ হতে থাকবে তথা কথিত -
সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ,
পুতিগন্ধময় পঁচা দুষিত সমাজের দেহ।

নারী দিবসে এই কামনাই করি
পরজনমে বনো তুমিই যেন হও
মুক্তি দাত্রি সেই নারী ।


অনেক অনেক শুভেচ্ছা রইল

০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:১৫

শায়মা বলেছেন: বাপরে! ভাইয়া এই কবিতা নারী দিবস চলে গেলেও পোস্ট করে ফেলো ভাইয়া।

যেমনই মিনিংফুল তেমনই কঠিন কাব্য রচনা হয়েছে।

থ্যাংক ইউ সো মাচ!

৩৩| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:০৭

মেহবুবা বলেছেন: থাক্ তোমাকে আর বলে কয়ে কিছু হতে হবে না, যেমনটি আছো সেই বেশ!
সুখে থেকো, আনন্দে থেকো। দুঃখকে দূরে সরিয়ে রেখো।

এত সুন্দর কবিতার মন্তব্য পড়তে গিয়ে মিরেরডডল এর মন্তব্যে কোন এক বিশিষ্ট শ্বশুরের সদিচ্ছা জেনে হা হয়ে গেলাম!

০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:২০

শায়মা বলেছেন: হা হা শ্বশুরমশায়ের পোস্ট আছে এখনও :)

৩৪| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: "কবিতা হতে চাওয়াটা?"
হ্যাঁ। "কবির খাতার মগ্ন পাতার নিখাদ প্রেমের কাব্য হবো" - এ ইচ্ছেটা।

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫২

শায়মা বলেছেন: হা হা এ জন্মে কিছু কিছু হয়েছি পরের জন্মে আরও আরও হতে চাই।

ভাইয়া চারুলতা, কূর্চী ওদের মতও হতে হবে আমাকে পরজন্মে।

কয়টা জন্ম যে লাগবে।

কয়েকদিন আগে আমার এক মামার বাসায় গিয়েছিলাম। সব মামী খালারা মিলে শুরু করলো গোর আজাবের গল্প। শুনলাম মৃত্যুর পরে নাকি কবরে যাবার সাথে সাথে মানে মানুষজন ঐ স্থান ছাড়ার আগে থেকেই নাকি শুরু হয় গোর আজাব। সেই আজাবের শাস্তি শুনে তো আমার পরজন্মের আশা আর একটু হলে গেছিলো। কারণ আমি ভেবে দেখলাম এই আজাব থেকে কারো মুক্তি নেই। কারন মানুষ এই পৃথিবীতে আমরা যা যা করি তার কোনোটাই তো এই আজাব থেকে মুক্তির জন্য যথেষ্ঠ নয় তাই এই আজাব থেকে মুক্তির আর পথ নেই। এই কথা শুনে পরজন্ম কেনো এই জন্মের আশাই আমার আর একটু হলে গেছিলো।

অথচ হিন্দু ধর্মে মানুষ মনে করে পরজন্ম আছে। মানুষ বার বার পাপ পুন্যের বিচারে নানা রূপে নানা গৃহে জন্ম নেয়। বৌদ্ধ খৃষ্ঠানে কি আছে জানতে হবে।

এই টুকু জেনেই আমার মাথা চক্কর দিচ্ছে এখন সবগুলা জানলে তো মনে হয় পাবনায় যেতে হবে। :(

৩৫| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:০০

কথাকথিকেথিকথন বলেছেন: পরে আপনি পুরুষ কবি হইবেন, নারী নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন !

শুভেচ্ছা রইলো ।

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫৭

শায়মা বলেছেন: না!!!!!!!!!!!! হবোই না হবোই না!!!!!!!!!!!!!


আবার নাকি নারীই হবো.......

৩৬| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:০০

স্প্যানকড বলেছেন: গানের গলা আমার ওখানে ধুলোভাই পাঠিয়েছেন তখন শুনেছি। ফাগুন হাওয়ায় হাওয়ায় ঐটা। ভালো থাকবেন।

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫৭

শায়মা বলেছেন: হায় হায় এতদিনে!!!!!!


আমি তো ভেবেছিলাম আমার ফাগুন হাওয়া আমি তোমাকেও শুনিয়েছি। :)

৩৭| ১১ ই মার্চ, ২০২২ সকাল ৮:১৯

সোহানী বলেছেন: অবশ্যই নারী হবা B-) নতৃবা সাজুগুজু করবে কে শুনি :P

১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: ঠিক ঠিক!!

শুধু কি সাজুগুজু!!!!!!!
আরও কত কিছু করতে হয় না বলো! :)

৩৮| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৭

কালো যাদুকর বলেছেন: অসাধারন হয়েছে কাব্য। এটা আগেই পড়েছি , দেরিতে কমেন্ট করছি। এত সুন্দর কাবয কিভাবে লিখেন কে জানে?

১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২১

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।

৩৯| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১১:৪০

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল

১৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।
কেমন আছো ভাইয়ামনি!!

৪০| ১৭ ই মার্চ, ২০২২ রাত ৮:৩৫

মিরোরডডল বলেছেন:




যে কথা তোমাকে বলা হয়নি......................
তোমার বাসার রুফটপ আমার পছন্দ এটা তুমি জানো কিন্তু যা জাননা তা হচ্ছে
তোমার ছাদের সেই সানরুমটা আমার খুব ভালো লেগেছে ।
ওখান থেকে ঝুম বৃষ্টি আর পূর্ণিমা খুব উপভোগ্য হবে ।

বেডরুমের দেয়ালে তোমার করা পেন্সিল স্কেচ দুটো চমৎকার !
আর নীল জামদানী শাড়ীতে আমার প্রিয় আপুটাকে একটা নীলপরি মনে হচ্ছিলো ।



১৭ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: আরে!!!!!!!!!!!!!

আরে!!!!!!!!!!!!!!!!!!!!!
আরে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এত কিছু কেমনে জানিলেক???


হা হা হা


যখন তুমি আমার বাসা দেখেছো তখন কিছুই করা হয়নি।
ছাদে কোনো বাগান ছিলো না স্যুইমিংপুলে পানি ছিলো না।

এমনকি দেওয়ালে ছবিও ছিলোনা।

এরপর একে একে সব এঁকেছি!!! :)

অনেক বদলেছে .......

৪১| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৭

একলব্য২১ বলেছেন: view this link

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: এইটা তো শান্তি নিকেতনের গণ সঙ্গীত! :)

৪২| ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:১০

একলব্য২১ বলেছেন: শায়মা আপু, তুমি শান্তিনিকেতন থেকে ফিরে এসে আবার কখনও শান্তিনিকেতনে ঘুরতে গিয়েছিলে।

আমি একবার ছোট মামার সাথে ঘুরতে গেয়েছিলাম। একদিন ছিলাম।

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৪

শায়মা বলেছেন: না। :(

কিন্তু বেঁচে থাকলে আবার যাবো।

পরের জন্মে না এই জন্মেই।

৪৩| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১০:১৯

একলব্য২১ বলেছেন: আবার যাবো।

শান্তিনিকেতন বাড়ী এত কাছে। ইচ্ছে করলেই যাওয়া যায় তবে এত দিন কেন যাওনি।

এই যে এখন যেতে চাচ্ছ। কেনই বা এখন যেতে চাচ্ছ।

১৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২৭

শায়মা বলেছেন: এতদিন যেতে চাইনি তাহা নহে বৎস্য।

আমি তো সব সময় সেখানেই থাকি। মানে মনে মনে :)

দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে

এই যে যেতে চাচ্ছি কারণ এখন আমি অনেক বড় মানে আই ক্যান কন্ট্রোল মাই ইমোশন

তাই হৃদয় খুড়ে বেদনা জাগাতে

হা হা

তুমি কি জানো বেদনারও এক আনন্দ আছে???

হা হা মানে তুমি আনন্দ পেতে চাইলে বেদনাও তোমাকে আনন্দ দেবে......

উহাকেই বলে দুঃখ বিলাস!!!!!!!! :)

৪৪| ২০ শে মার্চ, ২০২২ রাত ১:০৩

জটিল ভাই বলেছেন:
তুমি লিখিয়াছো নারী
আমি পড়িতেছি নানী! =p~
কি এক্টা অবস্থা!
কি করিবে এর ব্যবস্থা? =p~

২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৩

শায়মা বলেছেন: তুই একটা কানী :)

না না না না না কানী নহে কানা?
তাই তো তোমার আজ হইতে বন হইলো খানা।
লাঠি বিস্কিট আনিতেছি পাঠাইবো তোমায় ঘানা। :)

জইল্যা ভায়া আইস্যা বলবে আর ইউ পম গানা!

৪৫| ২১ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৪

জটিল ভাই বলেছেন:
তোমার নাতনি আমার রানী, আামি তার রাজা,
তাই বলিয়া যতোই দাও তুমি সাজা।
তবুও আমি খাবোনা উল্টাইয়া মাছ ভাজা,
লাঠি বিস্কিট নানারে দিও, থাকতে তাহা তাজা।

জলিল আর আলম ভাই আমার অনুপ্রেরণার উৎস,
আরো আছে কাঁচা বাদাম, খাইলে বলো বৎস =p~

২১ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৩

শায়মা বলেছেন: তুমি জলিল তুমি আলম তুমি কাঁচা বাদাম
এই ফকিরার সাথে দেবো আমার নাতনী ম্যাডাম!!

শখ দেখে তো বাঁচি নারে সাহস কত বড়
এই ভাবনা ভেবেই আমি হলাম মরোমরো।

৪৬| ২১ শে মার্চ, ২০২২ রাত ১:০৩

জটিল ভাই বলেছেন:
বুড়ি মানুষ মরণ নিয়ে ভাবো দেখি তবে,
তবে এখন মরলে তোমার নাতনির কি হবে?
আগে নাতনি আমার হাতে করো সমর্পণ,
তারপর মরে গিয়ে নারী হইয়ো ক্ষণ।
আর মোদের ফকির বলে দিও না ধিক্কার,
আমরা আছি বলেই তোমরা করো অহংকার।

২১ শে মার্চ, ২০২২ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: জাতিস্মর হবো আমি কিসের এত ভয়।
পরের জন্মেও ভুলবো নাকি এই বিয়া হইবার লয়। :)

৪৭| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে এক যুগ পূর্তি তাও আবার একেবারে ব্লগের রানীর মত। সত্যি অসাধারণ একটা অর্জন। অভিনন্দন তোমাকে। ফুলেল শুভেচ্ছা আর নিরন্তর শুভকামনা তোমার জন্য। হ্যাপী ব্লগিং :)

২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫১

শায়মা বলেছেন: এই নিকে এক যুগ। এরও আগে আরও এক যুগের বেশি নিকও আছে। :)


থ্যাংক ইউ ফুলেল শুভেচ্ছার জন্য।


আমার নিজেরও মনে ছিলো না এক যুগ না কয় যুগ পার হলো ব্লগে। :)

৪৮| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:১২

শার্দূল ২২ বলেছেন: আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার লেখা ভালো লেগেছে। ছবিতে এটা আপনি, আপনি সুন্দর আছেন,

আপনার জন্য শুভ কামনা

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি।

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। :)

৪৯| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:১৭

শার্দূল ২২ বলেছেন: ইউ আর ওয়েল কাম ম্যাডাম।

তারপর কেমন যাচ্ছে দিন শায়মাজী?

মিস ইউ লট

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২৩

শায়মা বলেছেন: :)

আমার তো সব সময় ভালোই যায়।
আমি তো কিছুতেই খারাপ থাকবোই না। থাকবোই না।

ইউ আর মিসিং মি?

চিন্তায় পড়লাম এই নিকটা তো মনে পড়ছে না।

তুমি মনে হয় নতুন বোতলে পুরান আচার। :)

যাইহোক থ্যাংকস পর মিসিং মি :)

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২৫

শায়মা বলেছেন: ১২ ঘন্টা আগে নিকটা বানালে!! পুরান নিক কি হলো মিস ভাইয়ু অর মিস আপুনি?? :)

৫০| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২৯

শার্দূল ২২ বলেছেন: পুরান টা অনেক আগে হারিয়ে গেছে, অনেকদিন ধরে ভাবছি তোমার খবর নেবো, বাট পারছিলামনা।তোমার ইমেলটা দিও, তোমার বর্তমান জানার ইচ্ছে থাকলো।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:১৯

শায়মা বলেছেন: আমি অবশ্য পুরানটা বুঝতে পারছি না।

যাইহোক

আমার আইডি [email protected]

৫১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৭

শার্দূল ২২ বলেছেন: হুম এটা স্বাভাবিক , মনে থাকার কথা না শায়মা, এক হলো মনে রাখার মত এমন গুরুত্বপুর্ন নই আমি, তার উপর বিশাল সময় ব্যবধান। এখানে অনেকেই আজ নেই দেখছি, সবাইকে মিস করছি জীবনের পরন্ত বেলায়। অনেক আড্ডা আবেগের আয়োজন ছিলো এখানে এক সময়, সময়ের সাথে সাথে সবাই সরব এখন অন্য ঘ্রানে আর গানে,সে যাই হোক।

তোমার হাতের হালুয়া খাওয়া হলোনা আর

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৪

শায়মা বলেছেন: হা হা তুমি!!!!!!!!!!!!!

চিনে ফেলেছি কিন্তু!

কিন্তু জীবনের পড়ন্ত বেলা কেনো??
কি হয়েছে?
আমাকে মেইল করো মেইল আইডি তে।
এখুনি করো।

আমি মেইল চেক করছি। :)

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: আরেকটা কথা।

জানোই লোকে বলে আমি বুদ্ধিমতী। :)

প্রথম কমেন্টেই লেখার স্টাইলে বুঝেছিলাম ।

বাঘ সিংহ হাতী ঘোড়া সবই আমি বুঝে ফেলি ভাইয়ু আজও আজও!!! :)

৫২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৩

শার্দূল ২২ বলেছেন: হাহাহা প্রথম কমেন্টে বুঝনি, এটা মিথ্যা কথা,হালুায় চিনিয়ে দিয়েছে,

সবাই কেমন আছে শায়মা? সব কিছুর আগের মতই চলছে মনে হয়।


ভালো লাগছে এই ভেবে যে শায়মা নাম সহ সব কিছু আগের মতই আছে,

আমি ফ্রি হয়ে মেইল করবো, বাসায় গিয়ে সকালে পাবে,

ভালো থেকো আমার জন্য দোয়া করো আর শার্দূলের শাবকের জন্যও

হাহাহাহ

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৯

শায়মা বলেছেন: না প্রথমেই বুঝেছি কিন্তু নিশ্চিৎ না হয়ে বলতে চাচ্ছিলাম না।
সবাই ভালোই আছে এবং সবাই তো আসলে ভালোই থাকে।

হ্যাঁ সব কিছু আগের মতই চলছে বটে তবুও সব কিছুই কি আর আগের মত থাকে?

ওকে বাসায় গিয়ে মেইল করো।


তোমার জন্য শাবকের জন্য সবার জন্যই দোয়া করি অনেক অনেক।

আমি মাঝে মাঝে ভাবতাম কই হারিয়ে গেলে!

আমি তো কিছুই ভুলিনা আবার কাউকেই ভুলি না। :)

৫৩| ০২ রা এপ্রিল, ২০২২ সকাল ১১:৩৫

একলব্য২১ বলেছেন: শায়মা আপু, তুমি সামুতে লগ ইন করে সাধারণত কি করো। মানে সামুতে লগ ইন করে ভাল করো। কারণ পাঠক লগ ইন দেখে তোমার ব্লগে ঢুকে তোমার অনেক কষ্টের তথ্যপূর্ণ লেখা পড়ে। তারাও উপকৃত হন, আর তোমার পরিশ্রম সার্থক হয়। এ সব তো ঠিক আছে। কিন্তু তুমি লগ ইন করে কি কর। লেখালেখি সংসারের কাজ আর কি কি। :D

তোমার স্কুল তো রোজায় খোলা। তোমাদের স্কুলে প্রাথমিক পর্যায়ের ক্লাসের ছাত্রছাত্রীদের পরীক্ষাকে কতটা গুরুত্ব দাও। তাদের পরবর্তী ক্লাসে প্রমোশনের ক্ষেত্রে তা কতটা গুরুত্বপূর্ণ।

০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: হা হা ঠিক ঠিক ।
ঠিকই ভেবেছো কি করে এইটা। মাঝে মঝে চুপ করে লগ ইন করে বসে থাকে নাকি?

নাহ বসে থাকার পাত্র নহি আমি। নট অনলি সামু। ইন মাই লাইফ আমি কখনও একটা মিনিটও চুপ করে বসে থাকিনা।

আমি সামুতে লগ ইন করে দেখি কি কি পোস্ট আসলো। সবারটা পড়িনা। নিক পছন্দ না হলে তা কিন্তু না পোস্টের শিরোনাম ও প্রথম লাইনগুলো পছন্দ না হলে পড়ি না।
পড়ে কমেন্টও করি। সবাইকেই আপন লাগে। শত্রু মিত্র বন্ধু প্রিয় সবাই চেনো আমার চেনা বাড়ির মানুষ পাড়া প্রতিবেশী এমনই মনে হয় আমার।

আর কিছু বিশেষ মানুষেরা তারা কি লিখছে ভালো ভালো নাকি পাগলামী ছাগলামী না খোঁচাখুঁচি এসবের দিকে বিশেষ নজর রাখি।
তবে কমেন্টের দিকে বেশি রাখিনা। তবুও জেনে যাই। কমেন্টে কেউ টাল্টি বাল্টি করলে কেউ না কেউ জানিয়েই দেয় আর সাথে সাথে আমি ......... :)

এছাড়া আমি ব্লগে ঢুকে কিছু না কিছু লিখি। সব সামুতে পাবলািশ করি তাও না আবার পাবলিশ করার জন্যও সব লিখিনা। আমি সামুর জন্য লিখি, নিজের জন্য লিখি, স্কুলের জন্য লিখি এবং ম্যাগাজিনের জন্য লিখি। কারণ সামুর ফোনেটিক বোর্ড আমার অনেক পছন্দের।

সংসারের কাজ আমি করি না তেমন। সবগুলো কাজের জন্যই লোক আছে তবে আমি কিন্তু সংসারী হিসেবেও দক্ষ। সে আমাকে সবাই বলে। কারণ চোখ বুজে থাকলেও আমি কোথায় কি হচ্ছে সে ব্যপারে ১০০% ওয়াকিবহাল থাকি।
আমি ল্যাপটপটা নিয়ে বসে ফোনের কথাও সারি, কি কোথায় হবে সেসবও ইনস্ট্রাকশন দেই। এমনকি মাঝে মাঝে এটা লগ ইন খোলাই পড়ে থাকে আমি উঠে যাই রান্নাঘরে বা ড্রইং রুমে অতিথিদের সাথেও।

ঘর সাজাতে আমি খুবই ভালোবাসি। কোনো কোনো দিন একটা রুমের রি ডেকোরেশনে সারাদিনই কাটিয়ে দেই তখনও সামুর পাতা হয়ত খোলাই থাকে। যাইহোক সামনে এই রোজার মধ্যেও যেহেতু স্টুডেন্টরা ফিরেছে ইন পারসন স্কুলে তাই ছোট্ট করে হলেও পহেলা বৈশাখ সেলিব্রেশন হবে। সে জন্য পাপেট স্ক্রিপট লিখছিলাম। থিমটা ব্যাক টু স্কুলের উপরে। নাম যাচ্ছে গাবু স্কুলেতে দুইটি বছর পরে।

যাইহোক একটু নাচও শিখাতে হচ্ছে আবার গানও। জানোই আমি অল রাউন্ডার আমাকে তো করতেই হবে। রোজা তাই নাচের ভিডিও করে ১৬ ছেলেমেয়েদের মাকে দিয়ে দিলাম এইটা বাজায় শেখান ভাই। বুড়িকালে রোজা রেখে আর নাচ্তে পারি না। :P
আপনার মন্তব্য লিখুন

৫৪| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: তোমার স্কুল তো রোজায় খোলা। তোমাদের স্কুলে প্রাথমিক পর্যায়ের ক্লাসের ছাত্রছাত্রীদের পরীক্ষাকে কতটা গুরুত্ব দাও। তাদের পরবর্তী ক্লাসে প্রমোশনের ক্ষেত্রে তা কতটা গুরুত্বপূর্ণ।

হ্যাঁ রোজায় খোলা তবে অনলি ফর টু ডেইজ। :)


আমাদের ক্লাস ফোর পর্যন্ত নো এক্সাম।

ক্লাস এসেসমেন্ট অনলি। :)

৫৫| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:১৮

একলব্য২১ বলেছেন: আপনার মন্তব্য লিখুন

আমি যেহেতু লেখালেখি করি না। তাই লগ ইন থাকার কোন প্রয়োজনীয়তা আমার নেই। তবে কম্পিউটার খোলা থাকলে অন্যান্য কাজে ফাঁকে মাঝে মাঝে সামুতে ঢুঁ মারি। আর পথে ঘাটে থাকলেও অনেক সময় ফ্রী থাকলে মোবাইলে প্রথম আলো আর সামুর পেইজে চোখ বুলাই। লগ ইন সাধারণত তখনই করি যখন কোন কমেন্ট করার তাগিদ অনুভব করি। এছাড়া ইগ ইন করে থাকলে আমার কেমন যেন uneasy লাগে।

সাধারণত লেখার বিষয় আর শিরোনাম পছন্দ হলে লেখা পড়ি। আর বিশেষ কিছু ব্লগারের লেখা। যেমন গাজী সাব। :D

আমাদের ক্লাস ফোর পর্যন্ত নো এক্সাম।

আই সি! ক্লাস এসেসমেন্ট কি পরবর্তী ক্লাসে প্রমোশনের ক্ষেত্রে কোন বিশেষ ভুমিকা রাখে।

০২ রা এপ্রিল, ২০২২ রাত ৯:১০

শায়মা বলেছেন: হা হা আপনার মন্তব্য লিখুনটা ভুল করে কপি পেস্ট হয়েছে।

হ্যাঁ ক্লাস এসেসমেন্টই পরবর্তী ক্লাসে ওঠার চাবিকাঁঠি। :)

এর উপর রিপোর্ট কার্ড হয়। সারা বছরের পারফর্মেন্স রেকর্ড হতে থাকে। :)

০২ রা এপ্রিল, ২০২২ রাত ৯:১৬

শায়মা বলেছেন:

এই দেখো আমার ড্রাফ্ট :)

৫৬| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৫৮

একলব্য২১ বলেছেন: শায়মা আপু,

আমার না প্রচুর বই পড়তে ইচ্ছা করে। বিভিন্ন ধরনের বই। বিশেষত: প্রবন্ধ, ইতিহাস, রাজনীতি, ভ্রমণ কাহিনী, কিছু কিছু উপন্যাস আছে যেমন ধর সুনীলের পূব পশ্চিম, বা বুদ্ধদেব গুহ, শীষেন্দু বা সমরেশ মজুমদার বা কোন অন্য কোন লেখকের ভাল কিছু লেখা। কিন্তু এখন আমার কাছে পর্যাপ্ত সময় বা মানসিক সেই স্থিতি নেই এইসব বই পড়ার। জীবনের কোন এক সময় হয়তো সুযোগ আসলে পড়বো।

সামুতে আসি তোমাদের লেখা পড়ার লোভে, আর সমাজের পালস্ বুঝার জন্য। প্লাস লেখকদের সাথে সরাসরি interaction তো আছেই যেটা বাড়তি পাওনা। এছাড়া ব্লগ থেকে সাম্প্রতিক অনেক বিষয় নিয়েও চট করে অনেক কিছু জানা যায়।

তোমার এই সর্বদা নানান কাজে ব্যস্ত থাকাটা আমাকে অনেক অনুপ্রাণিত করে। :)

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১০:০৮

শায়মা বলেছেন: হা হা সর্বদা কাজে ব্যস্ত থাকাটা অভ্যাসের ব্যপার। প্রথমে একটু কষ্ট হয় তারপর অভ্যাস হয়ে যায়। তখন কাজ ছাড়া ভালোই লাগে না। আর সাথে যারা থাকে তাদের বারোটা বাজে। :P

৫৭| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০৯

মিরোরডডল বলেছেন:




শায়মাপু শুভ ......
তোমরা কোথায় ডুব দিয়েছো ।
Is everything okay?
আপুটা নতুন কোন মজার পোষ্ট দাও ।


০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১৯

শায়মা বলেছেন: আমি এমনই মজায় আছি যে মজা বের হচ্ছে।

মানে স্কুল খুলে দিয়েছে আর দু বছর পরে জীবনেও স্কুলে না যাওয়া পিচ্চুগুলা স্কুলে গিয়ে টেবিলে উঠে পড়ে কানের দুল ধরে টান মারে ....... পুরাই হালুয়া টাইট অবস্থা।

সেসব নিয়ে পোস্ট দিলে তো হাসতে হাসতে মরেই যাবে!!!!!!!!

আর আমি রোজ কাঁদতে কাঁদতে মরছি। :(

পাপেট শো এর ডাক আসলো স্কুল খুলতে না খুলতেই তাই বানালাম যাচ্ছে গাবু স্কুলেতে দুইটি বছর পরে।
অচিরেই শুভমুক্তি ঘটিবেক। :)

৫৮| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৩

একলব্য২১ বলেছেন: মিরোরডল ও শায়মা আপু,

ভাল আছি কিন্তু অনেক ব্যস্ত আছি। কিন্তু যথারীতি সামুর উপর নজরও রাখছি। শায়মা আপু ফিল্মের মুক্তির অপেক্ষায় রইলাম।

view this link

০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: হা হা এই ব্যস্ততায় আমিও সামুর উপর নজর রাখছি।

কিন্তু তারপরও আমার বলার কিছু ছিলো না নাগো
আমার বলার টাইম ছিলো না..... :P

৫৯| ০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭

মিরোরডডল বলেছেন:




দুজনকে দেখে নিশ্চিত হলাম ভালো আছো ।

মানে স্কুল খুলে দিয়েছে আর দু বছর পরে জীবনেও স্কুলে না যাওয়া পিচ্চুগুলা স্কুলে গিয়ে টেবিলে উঠে পড়ে কানের দুল ধরে টান মারে

বাহ ! কি কিউট বাচ্চাগুলো ।
এগুলো নিয়ে অবশ্যই লিখবে ।
ওকে তাহলে অপেক্ষায় থাকলাম ।


০৯ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: আচ্ছা লিখবো। একটু সামলাই নেই আগে মিররমনি!!!!! :)

৬০| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: নারী বিধাতার সেরা সৃষ্টি!

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৮

শায়মা বলেছেন: আমারও তাই মনে হয় ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.