নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

*** আমার এ বছরের সামু ঈদসংখ্যা ২০২২***

০৭ ই মে, ২০২২ দুপুর ১২:২০


ঈদ-উল-ফিতর ২০২২। দুই দুইটা বছর পর আবার স্বাভাবিক নিয়মে যেন কিছুটা ফিরেছে ঈদ। তাই চাঁদরাতে মেহেদীর ভূত মাথায় চাপলো। নিজে নিজে পন্ডিতি না করলে কি চলে? তাই অং বং পান্ডিত্যে নিজের হাতে নিজেই মেহেন্দীর আঁকিবুকি।
বাম হাতেরটা ডান হাত দিয়ে তো দিলাম কোনোমতে....
এবার ডান হাতেরটা বাম হাত দিয়ে কতই না কষ্টে।
আর সেটা ল্যাপটপের সামনেই বসে বসে ইউটিউব দেখে দেখে
এবং সাথে সামু খোলা রেখে...

বাম হাতেরটা ডান হাত দিয়ে দিয়েছি....

এটাও ভূত ভূতং হলেও আরামেই ডান হাত ব্যাথা করে দিলাম।

কিন্তু এইবার! কত কসরৎ করে যে ডান হাতে মেহেন্দী দিলাম বাম হাত দিয়ে.... এত্ত কষ্ট করতে হয় যে আমাকে.. :(

ঈদের সকাল

ছেলেবেলা থেকেই ঈদ মানেই আমার কাছে এক অন্য রকম আনন্দের দিন। লোকে বলে ছেলেবেলার আনন্দের ঈদ আর ফিরে আসে না। আমি সে কথাই বিশ্বাসী নই। আমার কাছে ঈদ মানে আনন্দ আর আনন্দ বেদনা দুঃখ বা ক্রোধের ইতিহাস বা স্বাদ গন্ধ রুচি তো দিন বদলের সাথে বদলাবেই।

কাজেই ঈদের আনন্দ নেই সে কথা সঠিক নয়। সঠিকটা আসলে আমরাই বদলেছি বা বদলে যাচ্ছি। জীবনের দিন বদলের সাথে সাথে হারাচ্ছি আশেপাশের মানুষগুলোর সান্নিধ্য, সম্পর্কের জটিলতায় বা অবশ্য সম্ভাবী নিয়তির কারণে বদলে যাচ্ছে আমাদের চারপাশ। চিরচেনা আনন্দ বেদনা দুঃখগুলোও বদলাচ্ছে।

আর এই বদলানোটা জগতের নিয়মে বড়ই সরল আবার বড়ই জটিল। যাইহোক এত কিছু জানবার পরেও, এত কিছু মানবার পরেও আমাদের মন মানে না। যাইহোক পুরোনো আমার আমির ঐতিহ্যের নিয়মে আমি টেবিল সাজালাম।

আমার এইসব ইজি কাজে বিজি বা অকারণ সময় নষ্ট করা কাজ কারবারে আমাদের বাসার মানুষজনের না পাত্তা সত্বেও।
তারা মনে মনে এবং মাঝে মাঝে প্রকাশ্যেও বলে, আরে বাবা এই সাত সকালে কে আসছে যে তোমাকে এমন তাক লাগানো টেবিল সজ্জা করতেই হবে। যখন লোক জন পাড়া পড়শী আত্মীয় স্বজন কেউ আসবে তখন না হয় তাদেরকে তাক লাগিও । আমাদেরকে অনেক লাগিয়েছো। তাক লাগাতে লাগাতে আমরা তাক, সেলফ/rack সব তালগোল পাকিয়ে ফেলছি। কোনটা কাকে বলে ভুলেই গেছি। হা হা হা

যাইহোক তবুও এই সারাজীবনের আমি নিজের আনন্দে নিজেই মহীয়ান........
এইখানে রাখছি আমার ঈদ সকালের মিষ্টান্ন সজ্জিত টেবিলের ছবিগুলি .....


জর্দা আর শনপাপড়ি

হাবশী হালুয়া আর বালুশাহী মিষ্টি

বাসায় বানানো শন পাপড়ি

এটা আমার সাগুর পুডিং ভেরী স্পেশাল জীবনে এই প্রথম কেকা ফেরদৌসী হতে সাহসী হয়ে।

লাচ্চা সেমাই

জর্দা সেমাই

এটা আমার অরেঞ্জ জেলো পুডিং ছোট ছোট বাটিতে

প্রতিবারই ঈদ আসলে মনে পড়ে যায় আমার ছেলেবেলাা। সেসব দিনে এখনকার দিনের প্লেসম্যাট ছিলো না বটে ছিলো মায়ের হাতে বোনা কুরশী কাটার ম্যাট। আমি ছবি আঁকতে পারি আমার মা ছবি আঁকতে পারতেন না। কিন্তু সারাদিন অবসরে আনমনে বুনে চলতেন কুরশী কাটায় বোনা নানা ডিজাইনের সুদৃশ্য সব ম্যাট ঢাকনী কাভার। তখনকার দিনে কেনো যেন দুনিয়ার সব ঢেকে রাখার রেওয়াজ ছিলো। হা হা এটা ভাবলেও হাসি পায় আমার। আমাদের হামা ভাইয়ু এই কথাটা লিখেছিলো তার ছহি রকেট সায়েন্স বইটাতে হা হা । যাইহোক সৌন্দর্য্য বিলাসী আমি সে সব দিয়েই সাজিয়ে গুছিয়ে অপরুপা করে তুলতাম আমাদের বাসার ঘর বাড়ি টেবিল চেয়ার। সত্যি বলতে আমার ঘর বাড়ি আশপাশ ও নিজেকে সাজিয়ে রাখার অভ্যাসটা আমি মায়ের থেকেই পেয়েছিলাম...... তবুও দীর্ঘশ্বাস.....
আহা ছেলেবেলা কোথায় হারালো সেই সব দিন.....
দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না.....
সেই যে আমার নানা রঙ্গের দিনগুলি .....

ঈদের দিনের দুপুরবেলা

সারা মাস রোজার পরে কিন্তু কিছুই খাওয়া যায় না তখন। কেউ খাবেও না। তবুও আমাকে ঈদের টেবিল সাজাতেই হবে আর তাই টেবিলের সাজুগুজু শুরু হলো।
সুফিয়া বললো, আফা কি করেন এই সব? গুরুর মাংস দেওন যাইত না।
আমি বললাম কেনো? কেনো যাইত না শুনি?
- না যাইত না। বার বার গরম কইল্লে সোয়াদ যায় গা।
আমি বললাম গরম না করেই দাও আমি ছবি তুলবো।
সে বলে ঠান্ডা জমা মাংসের ছবি কি বালা হইবো? কি যে কন না।
-লাগবেনা গরুর মাংস চপ দাও রোস্ট দাও চিংড়ির মালাইকারী দাও।
-আইচ্ছা চপ নেন । চপ দেখে আমি অবাক কাঁচা চপ এনেছেন। কাঁচা কেনো?
-ছবিৎ কি মাইনষে বুঝবো? হেইডাই তুলেন। হায়রে দুই্ন্না মাইনষে আজকাল খাওনের জন্য রান্ধে না ছুবি তুলনের জন্য রাইন্ধে? আফা এই সবে পাপ হইবো..... আর ছুবি তুইল্লেন না যেন।
বললাম রাখো তোমার পাপ কই থেকে ছবক আনলে শুনি? মনে মনে অবাক হলাম নূরুভাইয়ার থেকে শুনলো নাকি?
যাইহোক সুফিয়া বলে চললো- আফা হুনেন পাপ না অইলেই নজর লাগবো।
আমি অবাক নজর! কেনো?
সুফিয়া বলে হ নজর লাগবো তখন হেইসব খাইলে প্যাডের ওসুখ অইব।
এমন রাগ লাগে। একটু সাজুগুজু করে ঈদ ঈদ ভাব আনবো তাও না উনার বয়ান শুরু হলো। কিছুতেই চপ ভেঁজে দিলো না!!!!!!!!! তাই কাঁচা চপ সাজিয়েই ছবি তুলতে হলো। আর গরুর মাংস তো কাঁচা পাকা ঠান্ডা, জমা কোনোটাই কিছুতেই দিলোই না...... :(

দুপুরের খানা টেবিল সজ্জা

ক্যান্ডি আর জেলো পুডিং

সেই চপ যা সে ভাঁজতে দেয়নি। :(

সাদা পোলাও

রোস্ট কোরমা মানে কোরমাটাই রোস্ট স্টাইলে কাটা হয়েছে।

টেবিল এবং দুপুরের খানাপিনা
তারপর সাজুগুজু। এই বছরে ঈদ উপলক্ষে পেয়েছি শ্রেষ্ঠ উপহার মীনা করা স্বর্ণময়ূর কানের দুল। আমার ময়ূরপ্রীতি দেখে যিনি উপহার দিয়েছেন তিনি দুই জোড়ার মাঝে কোন জোড়া নেবে ভাবতে ভাবতে দুইটাই নিয়ে এসেছেন। যাক ভালোই হলো সেই ছোট্টবেলার মত আমি সেই অপরূপা দুল জোড়া নিয়ে মেতে উঠলাম আনন্দে আর ভালো লাগায়। এই দুল পরে আমি স্কুলে যাবো। আমার বাচ্চারা মনে হয় এইবার আর আমার কান আস্তই রাখবে না। :(

কর্ণে আমার স্বর্ণ ময়ূর ......খোঁপায় তারার ফুল...

ময়ূরদুল, ময়ুর কঙ্কন আর ময়ূর শাড়ি পরে নিজেকে এক নাম্বারের খেত্তু লাগছিলো। তা লাগুক। আমি আপনার মাঝে আপনি হারা আপন সৌরভে সারা.... যেন আপনার মন আপনার প্রান আপনারে সঁপিয়াছি। খেত্তু লাগুক আর পেত্তু লাগুক। আমি তো নিজের আনন্দে নিজেই আত্মহারা থাকি কে কি ভাবলো জানবার সময় কোথা? মাঝেমাঝে নিজেকে কস্তরী হরিনী মনে হয়। পাগল হইয়া বনে বনে ফিরি আপন গন্ধ মম। কস্তুরী মৃগসম।

যাইহোক খেত্তু সাজ শেষ হলে এখন বাইরে যাবার পালা। তাই খেত্তু সাজ ছেড়ে লাল শাড়ি পরলাম.......

আমার এবারের আরেক ঈদ উপহার আড়ং স্পেশাল লাল শাড়ি.....
বের হবার আগে আমার সাধের বাগানে দোলনায় দুলে দুলে একটু ছবি না তুললে চলে!!! :)

যাইহোক এরপর দিন আবার আরেক জোড়া স্বর্ণ ময়ুরে নুপুরে নিক্কনে সেজে গুজে বসলাম। বসতে কি আর পারলাম!

এক গাদা লোকজন এবার হাজির হলো আমাদের বাসাতেই।

এরই মাঝে ছাদে উঠে ক্লিক ক্লিক। মানে আসমা রূপাকে দিয়ে ক্লিক ক্লিক ক্লিক.....

যাইহোক লোকজনের জন্য বেশি তুলতে পারিনি। মিররমনির জন্য পুরা জামাটাই দিতে চাচ্ছিলাম কিন্তু অন্যরা হাসবে এই বুড়িকালে ছুড়িদের মত (মানে আমার ছোট্টবেলার স্মৃতি ভুলতে না পারার কারণে যেসব পরি) সেই ঘাগরি দেখে তাই দিলাম না। :(

যা হোক ছবি তোলার মাঝেই পরোটা করো, মাংস রাঁধো, কাবাব ভাঁজো। আমি অবশ্য কিচেনে যাইনি। তবুও টেবিল সাজানোও কি কম কষ্ট বলো???

তবুও সব কষ্ট সব বেদনা মধুর হয়ে যায়। যখন নিজের সজ্জায় নিজেই মুগ্ধ হয়ে যাই। :)

সবাইকে ঈদের শুভেচ্ছা আর ভালোবাসা।

এই ঈদে সবাই আনব্যানড হয়ে যাক। যে যা ভুল করেছে শুধরে নিয়ে ফিরে আসুক। ভালোবাসুক আর ভালো থাকুক সবাই অনেক আনন্দে..... সত্যিই আমি চাই যারা লেখা অন্ত প্রাণ আর যাদের একদিনও না লিখলে চলেনা। যারা সত্যিই রোজ রোজ কিছু মিছু লিখে ভালো থাকেন আর সচল রাখেন ব্লগের পাতা তারা অচল না হয়ে যাক। শুধু মনে রাখতে হবে নিয়ম নীতি, আলোচনা সমালোচনা বুঝেই চলতে হয় আমাদের এই সব পাবলিক প্লাটফর্মে।

সব কিছুর পরেও আমরা একই পরিবার। তারপরেও সামু পরিবার। এই যে অদেখা ভূবনের মানুষগুলো রোজ পরিবারের কাছে দূরে থাকা মানুষগুলোর সাথেও দেখা হয় না কিন্তু দেখা হয় তাদের সাথে। আপন একাত্মতা কি গড়ে ওঠে না? তবুও কেনো একজন আরেকজনকে দুঃখ কষ্ট দেবো? মজা করা যেতে পারে রসিকতাও করা যেতে পারে। একে অন্যের মতের অমিল হতেই পারে তবুও একে অন্যের উপর রেসপেক্ট যারা রাখতে পারিনি, রাখিনি তারাও বদলে যাই, শুধরে যাই। শেখার কি শেষ আছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শেখে, মানুষ বদলায়......

সবাইকে ভালোবাসা...... ঈদের শুভেচ্ছা। আগামী দিনগুলো সবাই যে যার মত আনন্দে থাকি.... আনন্দে ভাসি.....

মন্তব্য ১২৬ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২২ দুপুর ১২:৫২

সাজিদ! বলেছেন: ঈদ মোবারক

০৭ ই মে, ২০২২ দুপুর ১২:৫৬

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়ু। :)

কিন্তু তোমাকে আর দেখি না কেনো?

মন খারাপ/ মেজাজ খারাপ নাকি বিজি এবং বিজি?

এখনও কি সেখানেই আছো?


নাকি ফিরেছো??

২| ০৭ ই মে, ২০২২ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: চটপটি, ফিন্নি, রোস্ট আমার অন্যতম পছন্দের খাবার। এবার অবশ্য রাজহাসের ভুনা ভালো লেগেছে আর খাসির রেজালা। তোমার ।ঈদের সাজুগুজোর মধ্যে ময়ূর কানের দুল ভালো লাগলো। প্রত্যেকটি ছবি ভালো হয়েছে। কোনটা যে বেশি সুন্দর বলা যাচ্ছে না। একেবারে শেষে যে ডার্ক কালার পোশাক ওটা বেশি ভালো লাগছে। লালটাও কিন্তু অদ্ভুত সুন্দর।

টিপ নিয়ে নো কমেন্টস। ;)

০৭ ই মে, ২০২২ দুপুর ১:০২

শায়মা বলেছেন: চটপটি বানাইনি ফিন্নী আর রোস্ট ছিলো যদিও ভাজা রোস্ট না কোরমা স্টাইল রোস্ট। বেশি হেলদী। :)

তুমি আবার রাজহাসের ভূনা খাসির রেজালা এত আনহেলদী খেয়েছো!!! সাজিদ ভাইয়ুর পোস্ট পড়ো।

ময়ূরের দুল এক জোড়া না দুই জোড়া। সৌদী আরাব থেকে এই উপহার। আমি নিজেই মুগ্ধ এবং মুগ্ধ!!


ডার্ক কালারেরটা অনেক অনেক ঘেরওয়ালা ঘাগরী ভাইয়ু!!!!! সেই ছবি দেখলে সবাই হাসতে হাসতে মরবে...... তাই কাটাকুটি.....

টিপ আমি খুব একটা লাইক করি না।

শুধু রবীন্দ্র সঙ্গীতের সময় টিপ পরি আর কি রাবিন্দ্রিক স্টাইলে......

০৭ ই মে, ২০২২ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন:

এই যে আমার ফেসবুক থেকে নিয়ে আসা খালাম্মা মেইড চটপটি। :)

৩| ০৭ ই মে, ২০২২ দুপুর ১:০১

ভুয়া মফিজ বলেছেন: ঘাড়ে ব্যথা। বাকা করে দেখতে পারবো না!!! X(

০৭ ই মে, ২০২২ দুপুর ১:০৫

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!
ঘাড়ে ব্যথা হলে ফিজিও থেরাপী!!!!!!!!!
অব্যার্থ।
আরও একটা অব্যার্থ মেডিসিন আছে ভাইয়ু....
হোমিওপ্যাথি- রিপেন...... গুগল করো।

এতকিছু বললাম কারণ এসব খেয়ে ঘাড় সোজা করে দেখো......

আমিও ঘাড় বেকা তেড়া করেও অনেকগুলি ছবি সোজা বানাতে পারিলাম না....

৪| ০৭ ই মে, ২০২২ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এতো খানাদান দেইখাতো খিদা লেগে গেলো!!!!

০৭ ই মে, ২০২২ দুপুর ১:০৭

শায়মা বলেছেন: হা হা ভাইয়ু!!!

কি কি খাবে বলো!!!!!!!

আবার বানিয়ে দেই

আর তারপর পরীর দেশে চলে আসো পাখা লাগিয়ে।

৫| ০৭ ই মে, ২০২২ দুপুর ১:১৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: পোস্ট দেয়ার জন্য কষ্ট করে এত কিছু করার দরকার ছিল না। নুরু ভাইয়ের মতো সালটি সম্পাদনা করে দিলেই হত। নুরু ভাইয়ের কবিতা কম দেখে মজা করলাম। ভালো থাকুন সবাই। :)

০৭ ই মে, ২০২২ দুপুর ১:২৯

শায়মা বলেছেন: ভাইয়া
তোমার মন্তব্য দেখে অনেক অনেক খুশি হয়েছি।
আমি কিন্তু তোমাকে ঠিকই চিনেছি। তুমি আমার দেখা সামু ব্লগের সেরা ১০ জনের একজন। জ্ঞানে, গুনে, মেধায় প্রজ্ঞায় আরও অনেক কিছুতেই। সোজা কথা মানুষ কোথাও কোথাও শ্রদ্ধা ও ভক্তিতে অন্ধ হয়। আমারও তোমার বেলাতে ঠিক তেমনই অবস্থা।

তুমি আর ইউ ভাইয়া মনজুরুলভাইয়া সোনাবীজ ভাইয়া এরা যা বলো আমি আর অন্যদিকে ভাবতেও পারিনা সে সব ভুল হতে পারে। সোজা কথায় সামু ব্লগের আদর্শ মনে হয় তোমাদেরকে।

কত অজানাকেই জেনেছি আমরা সবচেয়ে বেশি জেনেছি আমি তোমাদের থেকে।

নূরুভাইয়ার কবিতা কম কেনো জানিনা। হয়ত ভাইয়া ঈদের ছুটিতে আছে। সাথে ল্যাপটপ নেই বা অফিস থেকে ভাইয়া ব্লগে আসে কিছু মিছু একটা হবে।

তবে ভাইয়া আমার রমজানের ইফতার পোস্টে সংযমের ইতিহাস শুনাচ্ছিলো যখন তখন ফেসবুকে ভাইয়ার দেওয়া তার মেয়ের সাজুগুজু লাইভের ভিডিও নিয়ে তার সাথে কিছু কথা হয়েছিলো।
এরপরও ভাইয়া বলছিলো এমন কোনো কথা কখনও ভাইয়া আমাকে বলেননি বা ভুলে গেছিলো সেই লাইভের কথা। যদিও ভুল করে আমি লাইভ ভিডিওকে সাজুগুজু পেইজের লিঙ্ক বা বিউটিপারলারের লিঙ্ক বলেছিলাম। তারপর আমাকে কষ্ট করে ফেসবুকের সেই ইনবক্স খুঁজে বের করতে হলো।

তারপর অবশ্য ভাইয়ার আর কোনো জবাব পাইনি।

যাইহোক নূরুভাইয়ার কবিতা যদিও আল্লাহর ওয়াস্তে থেমেছে তবুও নূরুভাইয়া সেসব লিখে বড় ভালো বোধ করছিলেন আনন্দ পাচ্ছিলেন।

যে কোনো মূল্যে আনন্দে থাকতেই হবে তো। :)

৬| ০৭ ই মে, ২০২২ দুপুর ১:৪২

নীল-দর্পণ বলেছেন: জর্দাটা কেমন ড্যাবড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে!

খেত্তু সাজটাও দেখাতে, তোমার খেত্তু সাজও কত্ত সুন্দর হবে সে আমরা জানিনা মনে করেছো? সুফিয়া আছমা রূপাদের ঝগড়াঝাটি সামলে, তাদের সাথে যুদ্ধ করেও এত্ত সাজুগুজু করা চাট্টিখানি কথা না তার জন্যে যে পুরষ্কার তোমার পাওনা তাতো পেয়েই গেছো (আনন্দ) :D

আমার কন্যাদের নিয়ে এবার ছিল প্রথম ঈদ, কত্ত উত্তেজনা ছিল, কিন্তু কী হল জানো, এক সপ্তাহ আগে থেকে কন্যাদের হল ফুড পয়জনিং ভালো হতে না হতেই ঈদের আগের দিন থেকে একজনের সর্দি, একজনের জ্বর। ঈদের দিন জ্বর নিয়ে কন্যা সারাক্ষণ কোলে না হয় ঘুমে ছিল। সর্দিলাগা কন্যা এমন ঘুম দিয়েছে সারাদিন মনে হল যেন একমাস রোজা রেখে সে ক্লান্ত। কন্যা আর ভাতিজির জন্যে ম্যাচিং জামা কিনেছিলাম একসাথ ৩জনকে পরাতে পারিনি ঈদের দিন।
নিজের জন্যে রোজার আগে লাল কালো পাড়ে সাদা সুতি জামদানী কিনেছিলাম, আর কিনেছিলাম সি গ্রীন জমিনে হলুদ পাড়ে মনিপুরী শাড়ী কোনটাই পরা হল না!

আর সেমাই পায়েশ রান্না নিয়ে যে কাহিনী হল তা আমাদের বাসায় ইতিহাস হয়ে থাকবে। =p~

০৭ ই মে, ২০২২ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: হা হা জর্দাকেও সাজিয়েছি কত দেখেছো???
খেততু সাজে ছিলো ময়ূর দুলের সাথে ময়ুরী স্টাইল শাড়ী আর চুড়ি হা হা হা

সুফিয়া রুপিয়ারা তো আমার জ্বালায় ক্লান্ত!!!


হা হা তাদেকে ধরেও মেহেদি লাগানো হয়েছে। সাজুগুজু করানো হয়েছে নীলুমনি। :)

আর টুইনদের এমন হয় একটার হলে আরেকটারও।
কি আর করা?

তবে তুমি সেসব নিয়েও মহানন্দে আছো এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে বলো??

অনেক অনেক ভালোবাসা আর দোয়া তোমার কন্যাদের জন্য......


খালাম্মার মত গুনবতী হোক ........ হা হা হা :P

৭| ০৭ ই মে, ২০২২ দুপুর ২:৪১

শামছুল ইসলাম বলেছেন: ঈদ মুবারক।

এতো এতো খাবার দেখে তো আমার জিহ্বায় জল এসে গেল।

০৭ ই মে, ২০২২ বিকাল ৩:০১

শায়মা বলেছেন: ঈদের দিনে তো একটু খানাপিনাই করতে হয় ভাইয়া। :)

৮| ০৭ ই মে, ২০২২ বিকাল ৩:৩৯

গেঁয়ো ভূত বলেছেন: আমি আপনার মাঝে আপনি হারা আপন সৌরভে সারা.... যেন আপনার মন আপনার প্রান আপনারে সঁপিয়াছি। খেত্তু লাগুক আর পেত্তু লাগুক। আমি তো নিজের আনন্দে নিজেই আত্মহারা থাকি কে কি ভাবলো জানবার সময় কোথা? মাঝেমাঝে নিজেকে কস্তরী হরিনী মনে হয়। পাগল হইয়া বনে বনে ফিরি আপন গন্ধ মম। কস্তুরী মৃগসম।

দারুন !!!!!!!


অনেক লোভনীয় খাবার দাবার ! পরিবেশনা আরো বেশি সুন্দর !! এক কথায় অনবদ্য।

এক সময় অনেক খেতাম, খেতেও পারতাম, এখন খাইনা, ওজন বেড়ে যায়।
দেখেই তৃপ্তি মিটে গেলো, সমস্যা নাই।

সব মিলিয়ে পোস্ট অনেক অনেক অনেক সুন্দর হয়েছে।

ঈদ এর শুভেচ্ছা ঈদ মোবারাক !
(কোরবানির ঈদ এর জন্য)

শুভকামনা আপামনি এবং সামু পরিবারের সবাইকে।

০৭ ই মে, ২০২২ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: হা হা অনেক অনেক থ্যাংকস ভাইয়ু!!
এত এত প্রশংসার জন্য।

এই ঈদ পোস্ট আমি বছরের পর বছর ধরে দিয়ে আসছি।

এই কারনেও আরও খানা খাদ্যের সাজুগুজু করি আর কি।

এছাড়াও ঘর সাজানোর গ্রুপের সাথেও আমার লেনাদেনা হয়েছে আজকাল ..... :)

৯| ০৭ ই মে, ২০২২ বিকাল ৪:৩৩

ঢাবিয়ান বলেছেন: চটপটি করেন নাই ? এবারের ইদে অন্য সবগুলো আইটেমই খেয়েছি কিন্ত চটপটি খাওয়া হয়নি ।

০৭ ই মে, ২০২২ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: হায় হায় তুমিও চটপটি। সেলিম ভাইয়ুর মত!!!!!!!

আমি করিনি কিন্তু আমার খালার বাসায় এক্সসেলেন্ট সাজুগুজু চটপটি ছিলো।

দাঁড়াও তার ফেসবুক থেকে ছবি নিয়ে আসছি। :)

০৭ ই মে, ২০২২ বিকাল ৫:১১

শায়মা বলেছেন:

এই যে চটপটি। দেখা যাচ্ছে!!

আমার টেবিলের চাইতেও তারটা বেশি সুন্দর!! :((

১০| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: সুন্দর আর ঝলমলে পোস্ট।

উচ্ছ্বাস আর প্রাণবন্ত অনুভূতি।

পেট ভরে তো চোখ ভরে না।

০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৩২

শায়মা বলেছেন: ভাইয়ু ছবি দেখে পেট ভরলো!! :P

১১| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:২৮

মিরোরডডল বলেছেন:




শায়মাপু, শুরুতেই ছবি দুটো দেখে ভাবলাম এটা কি তোমার ঈদের দেয়াল ডেকোরেশন =p~
তারপর বুঝলাম তোমার উপর সোহানী আপু ভর করেছে, তাই এমন বাঁকা ছবি ।

মেহেদি রাঙা হাত দুটো খুব সুন্দর আর লাল শাড়িতে তোমাকে নতুন বউয়ের মতো লাগছে ।
ময়ূরী দুল আগের পোষ্টে দেখেছি কিন্তু ঈদ জামা দেখালে না লোকে কি বলবে তাই । রিয়েলি ???? ডু ইউ কেয়ার ????
জামার ছবির সাঁজে কিন্তু বেশী সুন্দর লাগছে ।


০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: আরে সোহানী আপুর ভূত হবে কেনো এটা হলো সামুর ভূত! সবার উপর ভর করে।

ছবি দিলেই বাঁকা করে দিচ্ছে। এই শয়তান ভূতকে মিলাদ পড়ে তাড়াতে হবে।

থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তো সারাজীবন লাল সোনালী রূপালী রং পছন্দ!!!


ময়ুরী দুল দুই জোড়া পেয়ে তো আমি ময়ূরের পিঠে পাখা লাগায় আর একটু হলেই উড়ে যে্তাম.....

আর জামার ছবি দেখে নিজেই হাসতে হাসতে শেষ আমি।

পুরাই বায়ো তেয়ো টাইপ জামা তো!!!


তোমার ঈদের ছবি কি জীবনেও দেখবোনা আয়নাপুতুলমনি!!!!!

১২| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৩৭

মিরোরডডল বলেছেন:




সুফিয়া বললো, আফা কি করেন এই সব? গুরুর মাংস দেওন যাইত না।
আমি বললাম কেনো? কেনো যাইত না শুনি?
- না যাইত না। বার বার গরম কইল্লে সোয়াদ যায় গা।
আমি বললাম গরম না করেই দাও আমি ছবি তুলবো।
সে বলে ঠান্ডা জমা মাংসের ছবি কি বালা হইবো? কি যে কন না।


এপিক কনভার্সেশন :)

হায়রে দুই্ন্না মাইনষে আজকাল খাওনের জন্য রান্ধে না ছুবি তুলনের জন্য রাইন্ধে?

তোমার বাসার এই সুফিয়াকে কিন্তু আমার মনে ধরেছে :)

০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৩৮

শায়মা বলেছেন: মিররমনি
শুধু সুফিয়া??

আসমা আর রূপাকে নিয়ে লিখলে তো হাসতে হাসতে মরবা!!!


কয়েক বছর আগে লিখেছিলাম মঞ্জুরাকে নিয়ে।

দাঁড়াও তোমাকে পড়াচ্ছি।

১৩| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৫৩

অপ্‌সরা বলেছেন: @মিররমনি
এন্ড @ শুভভাইয়ু

এটা পড়ো :P

১৪| ০৭ ই মে, ২০২২ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন:




তোমার ঈদের ছবি কি জীবনেও দেখবোনা আয়নাপুতুলমনি!!!!!


নাহ আপু, আমাকে কখনও দেখবে না ।
সামুতে না কিন্তু অন্য কোথাও আমার একটা নিক ছিলো আড়াল ।
ভীষণ প্রিয় একটা নিক । আমি হচ্ছে আড়ালের মানুষ ।
তাই অ্যানোনিমাস হয়ে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি ।
অনলাইনের অদেখা প্রিয় মুখগুলোকে মনের মাধুরী মিশিয়ে আঁকি ।
এর মাঝে একটা অন্যরকম ভালোলাগা আছে :)

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

শায়মা বলেছেন: নিকের নামটাই আড়াল!!!

ভেরী গুড!

আমার মতেও অনলাইনের মানুষগুলি আড়াল থাকাই ভালো।

নিজের মনের মতন করে ভেবে নেওয়া যায়।

ইন্দ্রনীলাকে মনে পড়ে গেলো।:(

ইন্দ্রনীলাকে আবার লিখতে হবে ....

যাইহোক আপুনি অবশ্যই আমার মঞ্জুরা কাহিনী পড়ো।

আমার অপসরা বড় আপুর ব্লগে আছে মঞ্জুরা কাহানীয়া। :)

১৫| ০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

শায়মা বলেছেন: @শুভভাইয়ু এন্ড আয়নাপুতুলমনি

এটাও পড়ো :P

১৬| ০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঈদের শুভেচ্ছা না হয় নিলাম!
কিন্তু এত্তএত্ত খাবার আপনি
একা একা সাবাড় করলেন
মানতে পারলামনা।
আমাদের খাবার রুচিতো
আগের মতোই আছে!
একবার বিলেই দেখতেন!

০৭ ই মে, ২০২২ রাত ৮:০৭

শায়মা বলেছেন: হা হা বিলেই কি ???

বিলাই নাকি ভাইয়ুমনি??

যাক তিড়িং বিড়িং রাগ কমেছে ভাইয়ু???? :P

হা হা হা হা


তবে কবিতা লেখা বন করোনা ভাইয়া।

অনেকগুলি লিখেছো না? অনেকটা অভ্যাস হয়ে গেছে না বলো???

যাইহোক শুনো এত্ত এত্ত খানা আমি একা খাইনি। কত কত লোকজন আছে না আমাদের। এসব শুধুই ঈদের আনন্দে আনন্দিত হয়ে খানাপিনা আর বাড়ির লোকজন যারা আছে তাদের জন্যই। তবে পরের দিনের গেস্টুদের জন্য খানাপিনার ছবি দেইনি এখানে।

তোমাকে দাওয়াৎ দেবো?? এসে আবার মাব্বে না্তো!!!!!! ভুই পাই...... :P

১৭| ০৭ ই মে, ২০২২ রাত ৮:২১

জুন বলেছেন: বাপ্রে এ দেখি এলাহী ভোজ ! সুকুমার রায়ের মত বলতে হয় খাওয়াবো এমন খাওয়া ভোজ কয় যাহারে :P এত্ত এত্ত খানাপিনার সাথে সাজুগুজু ফ্রি =p~
দারুন সব খাবার দাবার সাথে তেমনি তাঁর ডেকোরেশন !! অনেক অনেক ভালোলাগা রইলো ।
+

০৭ ই মে, ২০২২ রাত ৮:২৪

শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!!!!!!! তোমারও মাথায় মাথায় ছড়া এসে যায় বাঘধারা প্রবাদ প্রবচনও!!!!!

খাওয়াবো এমন খাওয়া ভোজ কয় যাহারে...... কাহারে কাহারে??? :P

১৮| ০৭ ই মে, ২০২২ রাত ৮:২৯

একলব্য২১ বলেছেন: শায়মা আপু,

একদম উপর থেকে ৯ নম্বর ছবিতে গ্লাসে নীল রংয়ের পানীয়টি কি।

কিছুক্ষণবাদে আবার আসছি পোস্টে......

০৭ ই মে, ২০২২ রাত ৮:৩২

শায়মা বলেছেন: এই পানীয়ের নাম পানি। :)

কারণ এটা গ্লাসের রং। লাল নীল হলুদ সবুজ গ্লাসের সাথে সাথে আমি এবারে স্পেশাল কিছু নীল রং গ্লাসও রেখেছিলাম। দাঁড়াও ছবি আনছি।

০৭ ই মে, ২০২২ রাত ৮:৩৪

শায়মা বলেছেন:

ক্যান্ডি ভরা নীলচে গেলাস

০৭ ই মে, ২০২২ রাত ৮:৩৯

শায়মা বলেছেন:

আরও ছিলো নীল নীল স্যুইটস। :)

১৯| ০৭ ই মে, ২০২২ রাত ৮:৩১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইয়াম সব খাবার । ভালো ্লাগল।

০৭ ই মে, ২০২২ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: হা হা শুধু খানাপিনা দেখলে ঈদ পোস্ট পড়লে না ভাইয়ু!!!

২০| ০৭ ই মে, ২০২২ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




বেড়ে ছবি ও লেখা পোস্ট। যেখানে যেমন থাকার তেমনই। হাতের মেহেদীর ছোপ মনে হচ্ছে সামনে ল্যাপিতে খুলে রাখা সামুতেও লেগেছে!
জুন ঠিকই বলেছেন: খাওয়াবো এমন খাওয়া ভোজ কয় যাহারে :)

কানে ঝোলানো ময়ুর আর তারাটি দেখে মানবেন্দ্রের গানটি মনে পড়লো ---
ময়ুরকন্ঠী রাতের নীলে
আকাশে তারাদের ঐ মিছিলে
তুমি আমি আজ চলো চলে যাই
শুধু দু'জনে মিলে... :P


০৭ ই মে, ২০২২ রাত ৯:২১

শায়মা বলেছেন: হা হা ভাইয়া গানটা গাচ্ছো মনে হচ্ছে গুন গুন তাইনা????


হা হা ভাইয়া আকাশে তারাদের মিছিলে কেমনে যায় বলোতো??

এই বেক্কল গান শুনে আমি অনেকদিন এই কথা ভেবেছি। তারাদের মিছিলে তো মানুষ যায় অক্কা পেলে মানে পটল তুললে...... হা হা হা :P


আর জুন আপুর কবিতার লাইনটা পড়ে মনে মনে কি ভাবছিলাম জানো???

যারা যারা দাওয়াৎ চাচ্ছে তাদেরকে দাওয়াৎ দিয়ে একদিন কবিতাটা শুনালেই পারি। :) :P

২১| ০৭ ই মে, ২০২২ রাত ৯:৩১

একলব্য২১ বলেছেন: সামু ছবির জন্য যে আকার সেট করে দিয়েছে তার জন্য ছবি দেখার আনন্দটাই বরবাদ হয়ে গেছে।

সৌদি আরব থেকে যিনি কানের দুল স্বর্ণময়ূর যুগলদ্বয় নিয়ে এসেছেন তিনি কি তোমার বাড়ীর কেহ।

০৭ ই মে, ২০২২ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: হ্যাঁ কত সুন্দর সব ছবি। বড় বড় করে ফেসবুকে দেখা যাচ্ছে আর এইখানে কিছুই বুঝা যাচ্ছে না। :(


হ্যাঁ তিনি আমার বাড়ির কেহ কেহ কেহ!!! হা হা নইলে কে এত শখ করে দুই দুই জোড়া স্বর্ন ময়ূর এনে দেবে বলো??? :P

২২| ০৭ ই মে, ২০২২ রাত ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




আপনার ঘটে যে বুদ্ধি কম, তা তো জানা ছিলোনা! :||

হা হা ভাইয়া আকাশে তারাদের মিছিলে কেমনে যায় বলোতো??
এটাও বলতে হবে ? আপনি নাকি পরী ( বা পরীর জড়ুয়া বহেনা ), সবাইকেই তো ঈদে পার্বনে পরী হয়ে পরীর বাড়ীতে দাওয়াৎ দেন! :P
পরী যখন তখন ডানা মেলে উড়াল দিলেই হলো, তারাদের মিছিলে যাওয়া কোনও ব্যাপার না !!!!!! শুধু মিছিলে কেন তাদের ঘরেও যাওয়া যাবে! :#)

০৭ ই মে, ২০২২ রাত ১০:১২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমি তো পরী আমি পটল না তুলেই উড়ে উড়ে যেতে পারি......

ঐ বেটা গায়ক বা গীতিকার কি পরী না পরা যে উনি আকাশের তারাদের মিছিলে উড়ে আসবেন তাও আবার আরেকজনের হাত ধরে !!!!!!!!!!!


আবার তোমাকেও সেই গান মনে করালো!!!!!

কি সাংঘাতিক শয়তানী লিখেছে এই গানে চিন্তা করে দেখো একবার। :||


:P

২৩| ০৭ ই মে, ২০২২ রাত ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




একবার না, বারবার চিন্তা করে দেখলুম , সেরেটোনিন আর ডোপামিন ঘটিত খাবার দাবার (আমার এক পোস্টে এমনটাই মন্তব্যে লিখেছিলেন!) খাওয়া বহুকাল আগেই বন্ধ করেছেন তাই ঘটে বুদ্ধি কমেছে! :(
আরে... গল্প-কবিতা-গানে যেখানে হাতি আকাশে ওড়ে সেখানে গীতিকার তারাদের মিছিলে যেতে পারবেন না কেন ? পরীর মতো পাখনা নেই বলে ? মন আছে না ? শুধু তারাদের দেশই নয়, মন চাইলে তারাদের দেশ ছেড়েও বহু দূরের কোনও প্যারালাল ইউনিভার্সেও চলে যাওয়া যায় এক লহমায়, পরীর মতো ডানা ঝাপটানো লাগেনা। B:-/
আর গীতিকার বা গায়ক শয়তান হলে তো কথাই নেই! হিজ ম্যাজেষ্টিজ হাইনেসের দপ্তর থেকে বিশ্বব্রহ্মান্ডের সব জায়গায় যাওয়ার ভিসা আছে তার! :-P

আর না, শুভরাত্রি!

০৭ ই মে, ২০২২ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া মাঝে মাঝে তোমার মাথায়ও শয়তানী বুদ্ধি চাপে নাকি সব সময়ই থাকে ভাবছি!!! :P

মিররডল আসলে তো হাসতে হাসতে মরবে তোমার এই সব কমেন্ট পড়ে।


হা হা আর আমি সেরোটোনিন ডোপামাইন বন্ধ করিনি..... করবো করবো ভাবছিলাম আর কি। সেরাটোনিন ডোপামাইনে বুঝি বুদ্ধি কমে??? আমি তো জানি আনন্দ বেদনার বাড়া কমা হয়।

আর হ্যাঁ তাই বলো মনে মনে ......

আগেই অবশ্য কবিগুরু লিখে গেছেন কোথায় আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে

আর তাই শিষ্যরা না লিখেই মনে মনে উড়ছেন তার পর থেকে।

নাহ আর পরীদের মান সন্মান রাখলো না। কত কষ্ট করে ডানা ঝাপটায় পরীরা আকাশে ওড়ে আর তারা শুধু চোখ বুজে মনে মনেই!! :(

শুভরাত্রি ভাইয়া। ঘুমায় যাও তাড়াতাড়ি।

আমার স্কুল বন্ধ। খুলতে আরও কয়েকদিন বাকী। সেই সুযোগে আমিও জেগে থাকি। :)

২৪| ০৭ ই মে, ২০২২ রাত ১০:৩৬

জ্যাকেল বলেছেন: B-) অতি সুন্দর সজ্জা। প্রশংসার দাবিদার।

০৭ ই মে, ২০২২ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: হা হা কত কষ্ট করে সবার বকা ঝকা খেয়ে সাজিয়েছি না???

নিশ্চয় সে সব কথা পড়োনি লেখাটাতে। শুধু সজ্জাই দেখেছো।

২৫| ০৭ ই মে, ২০২২ রাত ১১:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: হা হা বিলেই কি ???

বিলাই না, লছিলাম "বলেই দেখতেন"
রাগ কমবে কেনো?

পানিতে ভিজাইয়া
রাখলে কি মরিচের
ঝাল কমে?
আবার কিছু নজরে
এলে আবার কবিতা হবে!

০৭ ই মে, ২০২২ রাত ১১:৪১

শায়মা বলেছেন: ওহ বিলাই না বলেই...... তাই বলো

হা হা যাইহোক ভাইয়া পানি থেকে উঠে আবার ছড়িং ওপস স্যরি ছড়িতা শুরু করো আবার ছড়ি নিয়ে...... :P

আরেকটা কথা ভাইয়া পানিতে ভেজা মরিচকে দাওয়াতে বলা কি নিরাপদ হবে?

কখন আবার ছড়িং নিয়ে শপাং শপিং শুরু করো কে জানে!!!!!!!!! #:-S


:P

২৬| ০৭ ই মে, ২০২২ রাত ১১:৪৩

ঢুকিচেপা বলেছেন: আপনার আঁকা ছবি খুব সুন্দর।
তা এগুলো জল রং না তেল রং ?

ঈদ মোবারক।

০৭ ই মে, ২০২২ রাত ১১:৫০

শায়মা বলেছেন: ঐ ভাইয়া ছবি দেখলে কোথায়!!!!

কোন পোস্টের কমেন্ট কোন পোস্টে দাও শুনি!!!!!!!!

২৭| ০৭ ই মে, ২০২২ রাত ১১:৫৩

ঢুকিচেপা বলেছেন: কোন পোস্টের হবে কেন, এই পোস্টের খাবার-দাবারের ছবির কথাই বলছি।

০৭ ই মে, ২০২২ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: ওহ খাবার দাবারের ছবি!!!!!!!!!

সে সব তো তেল রং এ জল রং এ পেঁয়াজ মরিচ আদা মানে মসলা রং এ এঁকেছি। :)

২৮| ০৮ ই মে, ২০২২ রাত ১২:০০

একলব্য২১ বলেছেন: তোমার এই আয়োজন সাজসজ্জা দেখে অতিথিদের প্রতিক্রিয়া কেমন ছিল।

০৮ ই মে, ২০২২ রাত ১২:০৪

শায়মা বলেছেন: অতিথিরা আমার চেনা স্বজনেরা।

তারা তো আমাকে চেনেই। জানেই। এ আর নতুন কি?? কাজেই নো পাত্তা ছিলো।

তবে আমি সেই অতিথিদের খাওয়াবার দিনের ছবি দেইনি।

ঈদের সকাল আর দুপুরের টেবিল সজ্জার ছবি দিয়েছি। এটা বাসার মানুষের জন্য। :)

২৯| ০৮ ই মে, ২০২২ রাত ১২:৫১

মুক্তা নীল বলেছেন:
আপু,
মেহেদি রাঙানো হাতে চমৎকার সব খাবারের আয়োজন । আসমা রুপা কিন্তু সত্যি তোমার ছবি ভালো তুলেছে । টকটকে সিঁদুর লাল শাড়ি লাল টিপেও দারুন লাগছে তোমায়।

একদম শেষের দিকের কিছু কথা গুলো আসলেই খুব শিক্ষনীয় ।

০৮ ই মে, ২০২২ রাত ১:০৬

শায়মা বলেছেন: এতক্ষনে একজন তুমি মনে হয় মন দিয়ে পুরোটা পোস্ট পড়লে।

নয়ত সবাই ছবি দেখেই চোখে ধান্ধা লাগায় ফেলছিলো। হা হা

৩০| ০৮ ই মে, ২০২২ রাত ১:০৯

জ্যাকেল বলেছেন: সঠিক।

০৮ ই মে, ২০২২ রাত ১:২৪

শায়মা বলেছেন: তাহলে এখন মন দিয়ে লেখাগুলি পড়ো। :)

৩১| ০৮ ই মে, ২০২২ রাত ১:৩২

মুক্তা নীল বলেছেন:
হায় হায় আপু তুমি আমাকে লজ্জা দিওনা । মনোযোগ সহকারে মন্তব্য করতে পারলাম না কারণ একটু আগেও আমার গায়ে জ্বর ছিলো।
নাপা খেললাম তো রক্ষা পেলাম আপাতত ।
আগেকার দিনের কুশিকাটা সেলাইয়ের কথা বললে সেটা তো এখন নস্টালজিক ।
তুমি টিচার মানুষ এবং টিচাররা সাধারণত খুব ডিসিপ্লিন মেইনটেইন করে ।

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫১

শায়মা বলেছেন: জ্বর কেনো ঈদের দিনে!! :(

যাইহোক কুর্শীকাটা হাতে বোনা সেলাই স্যুয়েটার......সেলাই মেশিনে বানানো ঈদের জামা।

তখনকার দিনে এসব যেমনই ছিলো ফ্যাশন তেমনই ছিলো সাশ্রয়ী গৃহকন্যার সুলক্ষী কাজ।

এখন এসব নাই।

সময় নাই কর্মজীবি মানুষের এসবের পিছে পড়ে থাকা।

সব ছেলেবেলায় আনন্দের তাতে কূর্শীকাটা বা উলের বল থাকুক বা না থাকুক।

হুম আমি টিচার বলে না আমি সৌন্দর্য্যবিলাসী বেশি বেশি। :)

তার জন্য জীবন দিতে রাজী তবুও সুন্দর হয়ে মরতে চাই। হা হা

৩২| ০৮ ই মে, ২০২২ রাত ৩:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এসব দেখে এই এত্ত রাতে খিদে পেলো,
না আমার কোন দোষ দেখছি না

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫২

শায়মা বলেছেন: হা হা দেখে দেখে খিধে পায় নাকি!!!!!

এখন তো রোজা না খিধে পেলেই খানাপিনা !

অনেক অনেক ভালোবাসা ভাইয়ু

৩৩| ০৮ ই মে, ২০২২ সকাল ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: এই যে এটাই বোধহয় বেশি ভালো
কালো পোষাক পরিহিত দুচোখ তোমার— কাজল কালো
ঠুটে লিপস্টিক:
অন্যটিও মন্দ নয়
লালশাড়িটা যে ছন্দ ময়
ললাটের মাঝখানে আবার রয়েছে লালটিপ।
অঙ্গে তোমার পাচ্ছে যা শোভা
সবগুলোই যে মনোলোভা
ময়ূরদুল ময়ূর কঙ্কন ময়ূর শাড়ি
ওঠলো কী নেচে তব মনময়ূরী
মেহেদী পড়া হাত তোমার
ভীষণ রকম মন কাড়া
লাগছে ভালো ভীষণ আমার
ঠিক যেমন লাগে রবীন্দ্র সংগীত…
:)

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ !!!! :)

৩৪| ০৮ ই মে, ২০২২ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: চমৎকার, ওয়াও, ইয়ামী..........।

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: হা হা থ্যাংক ইউ!!!!!!!! :P

৩৫| ০৮ ই মে, ২০২২ দুপুর ১২:১৩

রানার ব্লগ বলেছেন: খাবার ইচ্ছাটাই মরে গেছে !!! খাদ্য নামের প্রহসন !!!

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: আহা গুড গুড !!

সবার ইচ্ছা জাগলো এন্ড ইউ আর ডিফারেন্ট!!!


খাদ্যের ইচ্ছা মরে যাওয়া ভালো ভাইয়ু!!!!!!!

অটো ডায়েট!
আর ইদানিং ডায়েট করেও মানুষ মোটা কমাতে পারে না!!!!!!!

তুমি যা মটু!!!!!!!!!!

পুরাই তো হাতি।

না খেয়ে থাকাই ভালো। :)


:P

৩৬| ০৮ ই মে, ২০২২ দুপুর ১:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি তো সব ঈদেই হিট এবার তার ব্যতিক্রম কোথায়?






কষ্ট করে এমন একটি পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

০৮ ই মে, ২০২২ বিকাল ৪:৫৭

শায়মা বলেছেন: শুধু ঈদেই হিট ভাইয়ু?? :(


এই কষ্ট শুধু কি পোস্ট দিতে!!!!!!!!!

কত কষ্ট করে রান্না করতে হলো।

কত কষ্ট করে ঝগড়া করতে হলো!!!!

কত কষ্ট করে ছবি তুলতে হলো......

কত কষ্ট করে সেসব সাজাতেও হলো!!!!!!!!!!!!


সেসব তো আরও আরও কত্ত ছিলো!!!

৩৭| ০৮ ই মে, ২০২২ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখিকা বিলেছেনঃ আরেকটা কথা ভাইয়া পানিতে ভেজা মরিচকে দাওয়াতে বলা কি নিরাপদ হবে?
কখন আবার ছড়িং নিয়ে শপাং শপিং শুরু করো কে জানে!!!!!!!!! #:

দাওয়াত না করাই ভালো!
কোন রকম অনিয়ম পেলে
আমি চুপ থাকিনা, কারো
মুখ চিনেও আমার কলম/
আংগুল থামেনা।
সুতরাং সাবধানের
মার নাই!

০৮ ই মে, ২০২২ বিকাল ৫:১৫

শায়মা বলেছেন: ভাইয়া শোনো,

একটা কথা বলি তোমাকে। তুমি আমার থেকে অনেক বড় সে কথা মানছি। কিন্তু আমিও কম বুড়ি হইনি তো। আর এই জীবনে তোমার মত কিছু মানুষ দেখেছি বা আমরা সবাই কম বেশি এমনই। নিজের দিক দেখতে পাই না, নিজের ভুল বুঝিনা, চিলের পিছে ছুটি। হা হা হা দেখো তুমি ঠিক এই বিষয়গুলো নিয়েই তিড়িং বিড়িং ফড়িং ধরিং করে রেগে মেগে কবিতা লিখেছো।

যেখানে নিজের দোষ দেখতে পাচ্ছিলেই না। নিজেই চিলের পিছে ছুটছিলে....সবাই হাসছিলো তোমার গঙ্গা ফড়িং ধরা দেখে তবুও তুমি থামছিলেই না। স্টিল তোমার ভাবখানা এমন তুমি অন্যায় দেখলে চুপ থাকো না। তো অন্যায়টা কি দেখেছিলে ভাইয়া???

বলতে পারো???

পারবে না কারণ তোমার সেই সাহসটাই নেই ভাইয়ামনি। রাগ করো না। বরং চাঁদগাজীভাইয়া ভুলভাল যাই বলুক বা দুঃসাহসিক যা তা বলুক বলে বলে ব্যান খেয়েছে মানুষের চক্ষুশূল হয়েছে তবুও বলে ফেলেছে। তাকে দেখে রাজীবভাইয়াও ওমন কিছু দুঃসাহসিক কান্ড কারখানা করেছে। তাতে কি হয়েছে জানো? নীতি নিয়ম ভেঙ্গে নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই পড়েছে।

আর তুমি কোথা থেকে কি শুনেছো জানিনা বা আমাদের মন্তব্য দেখে কি বুঝেছো বুঝিনা তুমি কার উপরে রাগ করে ওমন তিড়িং বিড়িং গঙ্গা ফড়িং লিখে রাজীবভাইয়া আর চাঁদগাজী ভাইয়ার ব্যান খাবার রাগ ঝাড়ছিলে জানিনা । শুধু বুঝতে পারছিলাম খুব খেপেছো।

অবশ্যই তোমার মতে তুমি অন্যায় দেখে চুপ থাকতে পারোনা তাই ওমন লিখেছো। আবারও অন্যায় মনে হলে চিল্লাবে সেটাও মানছি কিন্তু ভাইয়া অন্যকে উপদেশ দেবার আগে বা তাদের বিরুদ্ধে এক হাত নেবার আগে সুস্থ্য মস্তিস্কে নিজেই চিন্তা করো। তা না করে চিলের পিছে কান নিয়ে ছোটার কবিতা লিখে নিজেই চিলের পিছে ছুটছো কিনা ভেবে দেখো।

নইলে কোনো লাভই হবেনা । শুধুই মানুষ হাসাবে ভাইয়ামনি...... হা হা হা কসম খোদার এত হেসেছি আমি। আর আমার ধারনা আমার মত অনেকেই হেসেছে।

যাইহোক এই সব শুনে আবার রাগ করে লাফ দিয়ে ঘাড়ে পড়োনা।

দেখো রাজীবভাইয়া বা চাঁদগাজী ভাইয়া কারো কারণে ব্যান খায়নি। তারা নিজেদের দোষে নিজেরাই ব্যান খেয়েছে। এখন যদি বলো সে সব দোষের বিরুদ্ধে আমরা রিপোর্ট করলাম কেনো অভিযোগ করলাম কেনো। কিন্ডার গারটেনের বাচ্চা আমরা তবে কোনটা ঠিক হলো।

দোষ করলো আগে বাজে কথা বলে নিয়ম ভাঙ্গলো সেটা তোমার কাছে অনিয়ম অন্যায় নয় তার বিরুদ্ধে অভিযোগ করলেই অন্যায় অনিয়ম!!!!!!!!!

একেই কি বলে তোমার হাবালংকার বাজারের বিচার!!!!!!!!! হা হা

যাইহোক তুমি রাজীবভাইয়া আমার কাছে অতি সারল্যে ভরা দুইজন মানুষ। চাঁদগাজীভাইয়া জটিল। সরল না এবং একটু বড়াই করেও মজা পায়।

তবুও আমি চাই তোমরা সারাক্ষন লেখা নিয়ে মেতে থাকা মানুষগুলো কোনোভাবেই প্রথম পাতায় বন্ধ না থাকো।
যত ইচ্ছা তিড়িং বিড়িং লেখো নো প্রবলেম শুধু নিয়মের মধ্যে থেকে নিজেদের লেখার মাঝে থাকো। অন্যের চরকায় তেল দিয়ে চরকা নষ্ট করতে যেও না।

চাঁদগাজীভাইয়া এখন অনেকটাই সংযত।

এটাই হয়ত রিয়ালাইজেশন। এভাবেই হয়ত যারা নিজেদের ভুল বুঝে না এক সময় বুঝতে শিখে।
এটার কারণেই মডারেশন।

নইলে কার দায় পড়েছে কারোর বাক রুধে দিয়ে বসে থাকার বলো???

অনেক ভালোবাসা ভাইয়া।

চাঁদগাজী ভাইয়া রাজীব ভাইয়া আর তোমার জন্য স্পেশাল ভালোবাসা।:)

৩৮| ০৮ ই মে, ২০২২ রাত ৮:৩১

মেহবুবা বলেছেন: সব কিছুর পরও আমরা একই পরিবার -- ঠিক বলেছো।৷
ছাদে বসে আকাশে তাকিয়ে ভাবছো এত্ত এত্ত ডিশ ঢাকবে কি করে?
দরকার নেই, একবার ডেকেই দেখ না, সব পাত্র উজাড়!

০৮ ই মে, ২০২২ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: হাহাহা কত ডাকি কেউ আসে নাতো.......... :P

৩৯| ০৮ ই মে, ২০২২ রাত ১১:৪২

রানার ব্লগ বলেছেন: দেয়ালে আকা মুরগী চাটার ইচ্ছা আমার নেই

০৯ ই মে, ২০২২ রাত ১২:১০

শায়মা বলেছেন: মটু মটু তাই নাই। হা হা জানি তো ভাইয়ু!!!!!!!

৪০| ০৯ ই মে, ২০২২ রাত ১:৫৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: বহুমাত্রিক পোস্ট, মন্তব্য আর আন্তরিকতায় ব্লগের প্রাণভোমরা হলেন আপনি। এত সুদীর্ঘ সময় এত পরিশ্রমী ব্লগিং আসলে আরও কারও নেই। আপনি ব্লগিং করুন আরও শতবর্ষ। :)

০৯ ই মে, ২০২২ সকাল ১১:০১

শায়মা বলেছেন: ভাইয়া এই সাত সকালে এমন কমেন্ট পেয়ে আকাশে উড়ে গেলে কি হবে???

আবার ফিরবো কেমনে???

তখন কে করবে এত এত পোস্ট খানা পিনা লেখালিখি নিয়ে???



:P

৪১| ০৯ ই মে, ২০২২ রাত ২:১১

রানার ব্লগ বলেছেন: I am not fat... I am chubby & healthy!!

০৯ ই মে, ২০২২ সকাল ১১:০২

শায়মা বলেছেন: হা হা তুমি চাবি বা হেলদিও নও ভাইয়ু!!!!!!!

তোমাকে রাগাচ্ছিলাম!!!!!!!!!!

আমি তো তোমাকে দেখেছি!!!!!!!!!


শারদপ্রাতে তোমার দেখেছি ফেসবুকের মাঝে ও ভাইয়াজীনী......

৪২| ০৯ ই মে, ২০২২ দুপুর ১২:২৯

রানার ব্লগ বলেছেন: #:-S

০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: হা হা

তোমার আজকের লেখাটাও এক্সসেলেন্ট ভাইয়া।

৪৩| ০৯ ই মে, ২০২২ দুপুর ১২:৩৮

কালো যাদুকর বলেছেন: হায় হায় এত খাবার দাবার। আপনার হাতে যাদু আছে নাকি শায়মাপা? আমার তো ছবি দেখেই পেট ভরে গেল।
যেমন খাবার দাবার সেরকম পরিবেশনা। ঈদ মোাবারক।

০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: আমার হাতে যাদু খানাপিনা সজ্জায় আর রান্না বান্নায় অর্ধেক যাদু সুফিয়া আসমাদের। :)

তবে সাজুগুজু না হলে কি এত মজা লাগতো খানা বলো????

৪৪| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: লেখক বলেছেন: হা হা শুধু খানাপিনা দেখলে ঈদ পোস্ট পড়লে না ভাইয়ু!!!



পোস্টে তো এলাহি কাণ্ড। খাবার ছবি দেখলে খিদা লাগে । বউ এতো কিছু রাঁধে না। তাই পড়া থেকে বিরত ছিলাম । :)

০৯ ই মে, ২০২২ রাত ৯:৫১

শায়মা বলেছেন: হায় হায় শিঘ্রী ভাবিজীকে এই পোস্ট দেখাও।

তোমাকে রেঁধে বেড়ে সাজিয়ে দেবে নিশ্চয়! :)

৪৫| ০৯ ই মে, ২০২২ রাত ৮:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



বরাবরের মতই মন মাতানো ঈদসংখ্যা ।
তবে এবারেরটি সাজুগুজু , বাহারী ঈদ খাদ্যপনা
আর টুকিটাকি সরস ও ছন্দময় কথার ফুলজুরী
নিয়ে একটি সমৃদ্ধ ঈদসংখ্যা , তাতে কোন
সন্দেহ নেই ।
পোষ্টটি প্রিয়তে তুলে রাখলাম। সময় করে করে
খানা খাদ্য অস্বাদন করে যাব ।

এই সমৃদ্ধ পোষ্টটি নিয়ে আরো অনেক কথা বলার ছিল
কিন্তু দিন কয়েক ধরে শরিরটা খুবই খারাপ যাচ্ছে,
তাই এখন বেশী লিখতে পারলামনা । আমার জন্য
দোয়া কামনা করছি ।

শুভেচ্ছা রইল

০৯ ই মে, ২০২২ রাত ৯:৫২

শায়মা বলেছেন: ভাইয়া..

শরীরের যত্ন নাও ভাইয়ামনি!!!


অনেক দিন হলো শরীর খারাপ শুনছি। কি যে হলো তোমার।

অনেক ভালো থেকো ভাইয়ামনি।

৪৬| ০৯ ই মে, ২০২২ রাত ১১:৩৫

শার্দূল ২২ বলেছেন: আমার নজর তো টোমার খাবারের চেয়ে তোমার মেহেদি রাংগা ( জানি রাংগা ভুল হইসে বাট কোন ভাবেই এটার সঠিক বানান কি বোর্ড দিয়ে তুলতে পারছিনা) হাত আর আংগুলের দিকে বেশি পড়েছে। আমাকে সব গুলো খাবার একদিকে আর তোমার হাত আংগুল এক দিকে দিলে আমি তোমার হাতটাই নেবো।

হালুয়া কোথায়?

কেমন আছো তুমি? তোমার ১০ বছর তুমি কি বোতল বন্ধি করে রেখেছিলে? আমার কেন চুল পাকিলো তোমার যেথায় মেঘ কালো চুল?

০৯ ই মে, ২০২২ রাত ১১:৪৭

শায়মা বলেছেন: হা হা শার্দূল- তুমি বলেছিলে আমার হাতের আঙ্গুল আমি যে কোনো জ্বরগ্রস্ত মানুষের কপালে রাখলে তার জ্বর ভালো হয়ে যাবে মনে আছে?????????

সেই ডায়ালগ আমি আমার এক উপন্যাসে নায়কের মুখে বসিয়ে দিয়েছি। হা হা হা

নায়কের আদলটাও তোমার মত। মানে তোমার মত একজন অতীব ভালো মানুষ আমার দেখা অনেক অনেক শয়তান মানুষের ভীড়ে।

যাইহোক আমার আঙ্গুল অবশ্য এখন কলাগাছ। মোটেও আগের মত নেই। তোমার চোখের জ্যোতি কমেছে বুঝা যাচ্ছে চুলের সাথে সাথে।

ঈদে কেউ হালুয়া বানায় নাকি!!!!!!!!

চুলের সাথে সাথে তো বুদ্ধিও সাদা হয়ে যাচ্ছে...... :P

৪৭| ১১ ই মে, ২০২২ রাত ১০:৩৩

বিজন রয় বলেছেন: ওও আমি তো দেখি এখানে আগেই কথা বলেছি।
আচ্ছা, আর একবার না হয় বললামই।

সেলিম আনোয়ার সাধারণত এতবড় মন্তব্য করেন না।
এখানে তো দেখি শুধু বড় মন্তব্যই করেননি, দু-দুটো মন্তব্য করেছেন।

আপনার কি ব্লগার রেজোয়ানার কথা মনে আ্ছে?
অনেক আগে আমি রেজোয়ানার সাথে আপনাকে গুলিয়ে ফেলতাম।

শন পাপড়ি বানানোর রেসেপিটাকি বলা যাবে?

১১ ই মে, ২০২২ রাত ১১:২১

শায়মা বলেছেন: ওহ সেলিম ভাইয়া!!!

হা হা

হ্যাঁ ভাইয়া আমার বিশেষ ফ্যান। :)

হ্যাঁ মনে আছে। রেজুমনি আমদের।

আমি তো মনে হয় রেজোয়ানারও আগে এসেছিলাম এই ব্লগে।

কিন্তু আমাকে তো তার সাথে কেউ কখনও গুলায়নি।

হা হা

শন পাপড়ির রেসিপি একদম সোজা।

ইউটিউব দেখে বানিয়েছি ...... :)

https://www.youtube.com/watch?v=n8XgDS8lAyE

৪৮| ১৩ ই মে, ২০২২ বিকাল ৩:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন:

লেট ইদ/ঈদ মোবারক শায়মাপু।

১৩ ই মে, ২০২২ বিকাল ৪:১১

শায়মা বলেছেন: আসলেই চাটগাইয়ারা দেখছি ৫ স্টার খাদক!!!!

আমিওওও বানাবো ....... চিংড়ি পোলাওওও

৪৯| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রন ফ্রাইড রাইস।

১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: এত বড় বড় প্রন দিয়ে ফ্রায়েড রাইস!!!!!!

বাহ বাহ!!

তবুও আমি চিংড়ি পোলাও বানাবো।

গট আইডিয়া।

গুরু মারা বিদ্যা একেই বলে। :)

৫০| ১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে। ছবি দিয়েন।

১৩ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৭

শায়মা বলেছেন: আচ্ছা । আগে রাঁধি একদিন তারপর।

ঈদের পর মহা ব্যাস্ত জীবন শুরু হয়েছে।

৫১| ১৯ শে মে, ২০২২ রাত ১২:৪৪

ঢুকিচেপা বলেছেন: সেই ঈদে যা রান্না করেছিলেন সেগুলো দিয়ে এখনো চলছে, মানে খেয়ে চলেছেন ?
নতুন কিছু রান্না করলে তো অবশ্যই ছবি দিতেন।

১৯ শে মে, ২০২২ রাত ১২:৫৫

শায়মা বলেছেন: উফ এতই কাজ বেড়েছে যে সেই সন্ধ্যে থেকে কেবলি মুখ তুললাম।

আর সামুতে উঁকি দিয়ে দেখি ........

হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও......

৫২| ২০ শে মে, ২০২২ দুপুর ১:৫৯

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: শায়মা, অ্যাতো সুন্দর করে সাজিয়েছ! মন ভরে গেলো।
তোমার জন্য গুগল সার্চ করে এই ছবিটিই ঠিক মনে হলো।
আনন্দে থেকো নিজের মতন।

২০ শে মে, ২০২২ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!

থ্যাংক ইু!!!!!!!!!!!!!!!!!!!!

কত্তদিন পর তুমি!!!!!!!!

অনেক অনেক ভালোবাসা আপুনিমনি!!!

৫৩| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনার এই ঈদ সংখ্যাগুলো এবং প্রতি রমজান মাসে ইফতার সজ্জাগুলো তুলনাহীন! ব্লগ ছাড়াও এগুলো আলাদা করে সংরক্ষণ করবেন, যেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার এই লেখাগুলো নিয়ে গর্বিত বোধ করতে পারে। এমন কি আপনি নিজেও পুলকিত বোধ করবেন, একদিন অতীতপানে তাকিয়ে এসব পোস্ট খুঁজে বের করে পড়ে।

আপনার মায়ের মত আমার মাও একসময় কুরশি-কাঁটার (crochet) কাজ খুব ভালো করতেন।

শেষের অনুচ্ছেদ দুটো খুবই ভাল লাগল। মন ছুঁয়ে গেল! একেই বলে ব্লগীয় সহমর্মিতা।

এস এম মামুন অর রশীদ এর মন্তব্যটি ভালো লেগেছে (আরও অনেকগুলো মন্তব্যের সাথে)। + +

নিপুণ পরিবেশনা এবং শৈল্পিক এ উপস্থাপনায় আগেই 'লাইক' দিয়ে গিয়েছিলাম। + +



২৫ শে মে, ২০২২ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: হা হা এখুনি ও বছরের লেখা এ বছরে দেখলে খুশি হই ভাইয়া।

আমার মনে হয় কুরশী কাটার কাজটা ঐতিহ্য ছিলো এক সময়।

হ্যাঁ শেষের অনুচ্ছেদটাই আসল কথা।


মামুন অর রশীদ ভাইয়া এই ব্লগের এসেট। সেটা অনেকেই জানে না ভাইয়ামনি।

যাইহোক অনেক অনেক ভালোবাসা।

৫৪| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:৪০

মোহামমদ কামরুজজামান বলেছেন: হায়রে কি দুনিয়া আইলো :P আফা,

এহন , মাইনষে খাওয়ানোর জন্য রান্ধেনা :(( , ছবি তোলার জন্য রান্ধে !!!!!!!!!!!!!!
আফা আমনের পাপ ঐব মাইনষেরে এইসব ছবি দেহাইয়া কষ্ট দেইনের লাইগগা .. কাউরে না খাওয়াইয়া ।

পোস্টের ব্যাপারে কি কমু ??????????????????

কওনের কোন ভাষা নাই শুধু বরাবরের মতই মুগ্ধতা । আর তাই রইলো ++++++++++++++++

দেরিতে মন্তব্যের জন্য ব্যাপোক শরমিন্দা ।

আসলে সময় পাইনা বইন কামলা খাইটা -
আবার আছে মডারেটদের লেখায় বিধি-নিষেধ। আর তাই মিস হয়ে গেছে ঈদের আপনার এই চমতকার রূপ চর্চার সাথে সাথে ভূরিভোজের (ছবির) আসর । কি আর করা?

তয় - বড় ঈদে আশায় রইলুম , পেট ভরে খাব বনির বাসার কোরবানীর ;) গোশ ।
কি খাওয়াইবেন কি গোরবানীর গোশ ?
নাকি ছবি দেখেই পেট ভরে নিতে হবে আর তৃপ্তির ঢেকুর তুলে বলতে হবে - আহা খাবার বড়ই মজাদার ঐছে ----

আর বনি , সাজ সজ্জার ব্যাপারে কি বলব ?

শুধু বলব , চমতকার !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বর্তমান অস্থিতিশীল এ দেশ-দুনিয়ায় আপনার ছবি ও লেখা মনে বুলিয়ে দেয় একপশলা শান্তির পরশ।
দয়াময়ের নিকট দোয়া ও চাওয়া - সারা জীবন আপনার এরকম চমতকার সাজু-গুজুর সাথে একটা চমতকার সুখী ও শান্তিময় জীবন।

২৮ শে মে, ২০২২ দুপুর ২:৩৯

শায়মা বলেছেন: ভাইয়ু
আমারও কি আর শান্তি আছে রে ভাই???
স্কুল খুইলাছে রে মওলা আর তারপর কাল থেকে রিপোর্ট কার্ডের কাজ করতে করতে করতে করতে ....... মরতে বসেছি। :((

৫৫| ০৬ ই জুন, ২০২২ রাত ৯:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক দিন আপনার ব্লগে আসিনা তাই ঢুঁ মেরে গেলাম
...........................................................................
আনন্দ আর আনন্দ নিয়ে শতবর্ষ বেঁচে থাকুন ।

০৭ ই জুন, ২০২২ রাত ১১:০৩

শায়মা বলেছেন: হা হা

হুম অনেকদিন আমিও আসি না.....


আনন্দে বাঁচা সহজ না খুব একটা .....

৫৬| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:৩৭

ফারহানা শারমিন বলেছেন: আহা! কত শত আয়োজন!! জিভে জল আসে!

০৮ ই জুন, ২০২২ রাত ৯:৫০

শায়মা বলেছেন: আসো আসো আবার রাঁধবো।

আরেকটা ঈদও তো চলে এলো। :)

৫৭| ১৭ ই জুন, ২০২২ রাত ৯:২৩

মিরোরডডল বলেছেন:




আপু বেড়ানো কেমন হচ্ছে ?
আপডেট রেখো ।

০১ লা জুলাই, ২০২২ দুপুর ১২:০৮

শায়মা বলেছেন: আমি অনেক অনেক ঝামেলায় আছি। :(
ঝামেলার পর ঝামেলা। :(

তবুও আমারে ঠেকায় কেরে ......

আনন্দে আছি। আপডেট দেওয়া যাবে না। :P

৫৮| ১৫ ই জুলাই, ২০২২ রাত ১২:৫৫

ঢুকিচেপা বলেছেন: ঈদ পার হয়ে তো বাসী হয়ে গেল, নতুন পোস্ট কই ?

শুনিলাম কোরবানী দেয়ার জন্য ভীনদেশ থেকে ক্যাঙ্গারু আনিয়াছিলেন ?
তা ক্যাঙ্গারুর মাংসের স্বাধ কেমন তাহা জানাইলে আমি লিপিবদ্ধ করিয়া রাখিতাম, যেন আমার পরবর্তী ১৪ পুরুষ লেখা পড়িয়া বুঝিতে পারে ইহার স্বাধ কেমন অযথা পয়সা খরচ করা থেকে বাঁচিয়া যাইতো।

১৫ ই জুলাই, ২০২২ রাত ১০:২৩

শায়মা বলেছেন: নতুন পোস্ট নাই........

অনেক ঝামেলায় ছিলাম তো........

এইবারের ঈদ সংখ্যা আর হলো না ... :(

৫৯| ১৯ শে জুলাই, ২০২২ রাত ৯:১৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: নতুন পোস্ট দিন । অনেক দিন আপনার পোস্ট পাইনা।

১৯ শে জুলাই, ২০২২ রাত ৯:২৩

শায়মা বলেছেন: অনেকক্ষন ধরে আমার সামু ট্রেডিশনের এবারের চলে যাওয়া ঈদ সংখ্যার ছবি দেবার ট্রাই করছি ভাইয়া।

সেই যে রোজার ঈদ গেলো আমিও এতই ঝামেলায় পড়লাম যে আর একটা লেখাও লিখতে পারলাম না। :(

দাঁড়াও এই ঈদ সংখ্যাটা আগে আনি।

৬০| ১৯ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৭

কামাল৮০ বলেছেন: সকালে দেখি গিন্নির মন খারাপ।জানা গেল ঘরে শেমাই নাই।ঈদের জন্য এই একটা পদই আলাদা করে রান্না হয় বাকি সব নিত্য নৈমিত্তিক।ডেনফোর্থ যেতে ইচ্ছাকরছিল না।অনেক খাজাখুজি করে এক ভারতীয়ের দোকানে পাওয়া গেল শেমাই।
ভাগ্যিস এই পোষ্ট আমার গিন্নি দেখে নাই।সকাল সন্ধা খোঁচা দিয়ে বলতো দেখ ঈদ কাকে বলে।

১৯ শে জুলাই, ২০২২ রাত ১০:০০

শায়মা বলেছেন: ভাইয়া ভাবীর জন্য আরেকটা পোস্ট আনছি খুব শিঘ্রী।

কালকের মধ্যেই।

ভাবীকে দেখাতে ভুলবে না। :)

৬১| ৩০ শে জুলাই, ২০২২ সকাল ৭:১১

নাজনীন১ বলেছেন: এই রে! ছবির এই লাল টুক টুক আপুটা কি তুমি? কবে থেকে ছবি শেয়ার করছো। জর্দা খুব ভাল লাগে। সব তো তুমিই করো বরাবর, তাই না? অনেক গুণে গুণান্বিত একজন শায়মা আপু! ঈদের দিন টের পেলে একটু খেয়ে দেয়ে আসতাম।

তোমার আর কি কি বদলেছে? এখন কি ব্লগারদের সাথে সামনাসামনি দেখা করো? নাকি আগের মতোই পিছলে যাও :)

৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: না না না এখনও এতখানি যায়নি হা হা হা ।

এখনও দেখা দেখি করিনি।

৮০% আগের মতই আছি তবে অনেক কিছুই বদলেছে। মানে বদলাতে বাধ্য হয়েছে আর কি জীবনের নিয়মে।

আগের মত সময় নেই আর......
আগের মানুষেরাও নেই.......
নিজের জীবন থেকেও হারিয়ে গেছে অনেকেই......
পেয়েছিও অনেক .........
বদলেছে লাইফস্টাইল ২০১৮ থেকে ....
আগের মত অনেক কিছুই নেই
তবুও আমি আগের মতই আছি......

বাহ কবিতা হয়ে গেলো না বলো????????

হা হা হা

৬২| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:১০

Naznin71 বলেছেন: অপূর্ব সাজসজ্জা। মুগ্ধতা রেখে গেলাম।

১৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ!!!!!!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.