নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

~~~ চলে গেলো ঈদ আর রয়ে গেল আমার এবারের মোমশেডিং ঈদ সজ্জা :) ~~~

২০ শে জুলাই, ২০২২ রাত ১০:১৬



চলে গেলো ঈদ কিন্তু রয়ে গেল আমার ঈদ সংখ্য। সামুতে পদার্পনের পর হতেই আমার কোনো ঈদের আনন্দই আমি এখানে না শেয়ার করে মনে হয় থাকিনি আর তাই আমার মার্কা মারা ঈদানন্দের ঈদ সংখ্যাটি না দেখে অনেকেই চিন্তিত, বিষন্নিত বা ভাবান্নিতও। :) যদিও খুব রিসেন্ট ঘটে যাওয়া আমার জীবনের এক ঝামেলা ঘটনায় আমার আশে পাশে থাকা মানুষগুলো সকলে ধরে বেঁধে আমাকে একটা জিনিসই বুঝিয়েছে যে আমার আনন্দই আসলে আমার সবচেয়ে বড় শত্রু। কাজেই আনন্দ শেয়ার বা শো অফ (নিন্দুকেরদের ভাষায়)- বন করো। খুব খুব ভালো আছো বলাটাও (নিন্দুকেদের ভাষায় ঢং, জায়গা খুঁজে পায়না)- বন করো। একটাই আদেশ উপদেশ বা নির্দেশ দিয়েছে সকলে- লাগাম টানো। এই দুনিয়া কারো ভালো থাকাটা সহ্যই করতে পারে না। সবাই সবার দুঃখটাকেই দেখতে চায়। অন্যে দুঃখে আছে কষ্টে আছে জানলেই শান্তি হয় তাদের জীবনে। কাজেই নো সুঃখ অনলি দুঃখ! :) :) :) কিন্তু আমার লেজ (মানে আনন্দের লেজ) কি সোজা হবে!! ;) অন্যের আনন্দে আমার কি ? আমি তো ওরে ওরে ওরে আমার মন মেতেছে। যাইহোক অনেক হলো ঝামেলা পামেলা। সকল ঝামেলার ভেতরেও আমাকে ঈদের আনন্দ রাখতেই হবে। সামুর জন্য ঈদ সংখ্যা বানাতেই হবে আর তাই লেগে গেলাম টেবিল সজ্জায়। :)

আমার এবারের ঈদের বিশেষ আকর্ষন( নিজের কাছে নিজেরই :) ) ছিলো হালকা হালকা কুল কুল রঙ্গিন রঙ্গিন ফিরনীর বাটি সাথে ম্যাচিং ম্যাচিং মোমের আলো। এই দেখে আবার কেউ বলো না যে জন দিবসে মনের হরষে। আমি সাজসজ্জার জন্য সবই করতে পারি হুহ! তবে লোডশেডিং এর দিনে মোমশেডিং রেডি রাখাটাও বুদ্ধিমানের কাজ তাইনা?

যাইহোক ঈদ উল আযহা-২০২২। আমরা যে জেনারেশন ঈদ মানেই বাড়ির তৈরী মায়ের হাতের সেমাই, ফিরনী আর জর্দার নস্টালজিয়ায় ভুগি সেই আনন্দ সেই স্মৃতি হয়ত আমাদের এই জি জেনারেশন বুঝবে না কখনও। ঈদের দিনেও তারা সেমাই ফিরনীর বদলে মুভেনপিকের আইসক্রিম বা গ্লেজডের ডোনাটই খুব নরমাল কিছু ভেবেই খেয়ে নেবে। তারা জানবেও না কখনও সেই গরুর ঘনদুধের সেমাই আর মৌ মৌ গন্ধে ভরা ফিরনী কিংবা কমলা সুন্দর জর্দার সেই স্পেশাল দিনটির স্পেশালিটি। তারা কখনই জানবে না সেই নতুন জামার ঘ্রান কিংবা মাড় দিয়ে ইস্ত্রী করে তুলে রাখা বিছানার বালিশ কভার চাঁদরের মায়া। তাদের সেসবের দিকে মনও নেই। ঈদ মানেই তুলে রাখা থালা বাটি বাসন কোসন। পাইরেক্সের সেট বা গোলাপ ফুল তোলানো ডিনার সেট কিংবা সোনা রুপার ঝকঝকে পেতল কাসার জমিদারী স্টাইল থালাবাটির মেলা। একই সেট বড়জোর দুই বা তিন কিন্তু তাতেই ফিরে ফিরে আসা আনন্দময় মহানন্দের ঈদ। এখন ঈদ মানে নিজের হাতে সাজিয়ে তোলা রং বেরং এর যা ইচ্ছে তাই করতে পারা। মানে ছোট্টবেলার ঈদ পেরিয়ে এসে এই আমার যা ইচ্ছে তাই করতে পারার ঈদগুলোতে আমি শাড়ি চুড়ির সাথে ঘরবাড়ি টেবিল চেয়ারদের জন্যও নতুন বেডশিট, পর্দা থালাবাটি কিনতে পারি।

একটা গল্প বলি- তখন আমি ক্লাস থ্রী বা ফোরে পড়ি। সানন্দার পাতায় দেখেছিলাম ওদের পূজোসংখ্যায় হালকা সবুজ কমলা হলুদ আর নীল নীল ফিরনির বাটি। সারাজীবন মাকে দেখেছি ঘন করে দুধ জ্বাল দিয়ে তাতে এক মুঠো ভেঁজানো আতপ চাল বা পোলাও চাল আর চিনি বা গুড় দিয়ে ফিরনী রাঁধতে। অথচ সেদিন ঐ সানন্দার পাতায় দেখলাম ওমন সব হালকা লাল নীল গোলাপী সবুজ আভার মায়াময় সব ফিরনীর বাটি।

সারাজীবনই রংধনু সাত রং মন আমার। মুগ্ধ হলাম। আর দৌড়ে গেলাম ওমন সবুজ হলুদ ফিরনী চাই। মা দেখেই আৎকে উঠলেন। ছি ছি এই সব রং দিয়ে কেউ রাঁধে? জানিস এইসব দরজার রং জানালার রং। খেলেই সোজা অক্কা পাবি। কি করে না করে এই সব পাগলগুলা! লাল নীল কখনও ফিরনী হয়? ফিরনী হবে ক্রিম কালার। একদন যেন হালকা একটা হলদে আভা। কি আর করা বোকা বনে চুপ করে গেলাম। কিন্তু মনের মাঝের সেই সুপ্ত ইচ্ছা কোথায় যে ঘাপটি মেরে ছিলো। হঠাৎ মনে পড়ে গেলো আবার। সাথে সাথেই দরজা জানালার কালার না এক্কেবারেই সব চাইতে ভালো ফুড কালার নিয়েই বসে গেলাম ছোট বেলার সেই মনের ইচ্ছা পূরণে। সত্যি বলতে ঈদ আমার এক ঝলকেই রঙ্গিন হয়ে গেলো সেই ছোট্ট বেলার মত।

লাল নীল ফিরনীর সাথে লাল নীল মোমবাাতি
লাল নীল ফিরনী আর মোমবাতির সাথে সাথে আমার নতুন সাধের টি সেট
লাল নীল ফিরনীর সাথে এবারে একটু কমলা হলুদ ফলমূল
ঈদের দিনের সকালে নানান রকম রুটি। ইউনিমার্টের থেকে গিফ্ট দিয়েছে কিন্তু তাই সাজিয়ে দিলাম।

এই কেক পেস্ট্রীগুলো এ যুগের মানুষের জন্য যারা আমার লাল নীল ফিরনী খায় না :(
আমার স্পেশাল জরদা উইথ ম্যাংগো বার
নবাবী সুলতানী সেমাই

পুরো টেবিলের ছবি এদিক সেদিক।
বিধাতার কাছে আবারও কৃতজ্ঞতা এই আমাকে মনের মত যা খুশি তাই করতে পারার আনন্দময় জীবন দানের জন্য।

ওহ লোড শেডিং নিয়ে সবাই নস্টালজিয়ায় ভুগছে। আমিও কত কথা কত স্মৃতিকথায় ভাসছি। তাই লোডশেডিং এর দিনে আমার মোমশেডিং ঈদসজ্জার ক্রিয়েটিভ আইডিয়া পেয়ে গেলাম। ইলেক্ট্রিসিটি গেলেও নো চিন্তা। মোমশেডিং এর আলোর ভাসা ঈদের সকাল দুপুর সন্ধ্যা রাতের স্মৃতি ধরে রাখুক এবার ব্লগের পাতা। :)

আর মিররমনির জন্য ঈদের সাজুগুজুর একটাই ছবি দিলাম। অনেক ঝামেলায় ছিলাম তাই আরও বেশি কিছু ঝামেলা করতে পারিনি। :(

যারা যারা আমাকে মিস করেছো- সোনাবীজভাইয়া, মিররমনি, শুভভাইয়ু, জাহিদ অনিক ভাইয়া, ঢুকিচেপা আপুভাইয়া, সাড়ে চুয়াত্তরভাইয়া, খায়রুল আহসান ভাইয়া, ঢাবিয়ান ভাইয়া, কামাল৮০ ভাইয়া ও ভাবী এবং রেজাউল৯০ ভাইয়াসহ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ঈদের পরেও ঈদের রেশ রেশ শুভেচ্ছা।

ঈদের আনন্দের রেশ ছড়িয়ে পড়ুক, ছড়িয়ে থাকুক সবখানে সবখানে সবখানে...... :)

সবাইকে ভালোবাসা...

মন্তব্য ১১৫ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:২০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অবশেষে আপনার পোস্ট পেলুম। বিলম্বিত ইদুল আজহার শুভেচ্ছা। পোস্ট পড়ে পড়ছি।

২০ শে জুলাই, ২০২২ রাত ১০:২৪

শায়মা বলেছেন: হ্যাঁ একটু বেশি দেরী হয়ে গেলো। কি করবো বলো ?
মাঝে মাঝে জীবন যুদ্ধে একটু আধটু থমকে যেতে হয় তো.......

কিন্তু দেখো ফিরে এলাম।

যতক্ষন আছি ভরে দেবে নাকি এ খেলারই ভেলাটাই
তাই অকারণে গান গাই......
মনে রবে কিনা রবে আমারে

২| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৩০

জুল ভার্ন বলেছেন: খাবারের ছবি দেখায় স্বাদ পাইনা
সন্ধ্যা সাড়ে আটটায় কারেন্ট গিয়েছে, ঠিক দশটায় এসেছে!

২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: ভাইয়া কি প্রবলেম।
ক্যান্ডেল লাইট ডিনার করে ফেলো.......
দেখো লোডশেডিং তো ভুলেই গেছিলে। এখন সবাই কেমন আমরা স্মৃতিকাতর হয়ে কত পুরোনো দিনের কথাই মনে করছি।

পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়
ও সেই চোখের দেখা প্রানের কথা সে কি ভোলা যায়!!!

৩| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২০ শে জুলাই, ২০২২ রাত ১১:১০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!

তোমার জন্য গানা-

ওহে সুন্দর মম গৃহে আজি পরমোৎসব রাতি

৪| ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৯

শেরজা তপন বলেছেন: আমিতো দাওয়াত পেলাম না :(
মোমবাতিগুলো রেখে দিয়েন- না হয় ওগুলো খাবো! কি বাহারি রঙ ওগুলোর
আপনার হাতের যাদু আর পরিবেশনের গুনে ঈদ আরো রঙিন হয়ে উঠেছিল নিশ্চিত।
দারুন আয়োজন।

২০ শে জুলাই, ২০২২ রাত ১১:১৮

শায়মা বলেছেন: তোমার এখুনি দাওয়াৎ ভাইয়ু!!

আসো আসো চলে আসো। :)

মোমবাতিগুলো রেখে দিয়েছি তুমি আসলে সেসব দিয়েও নতুন রেসিপি হবে। :)
হ্যাঁ সত্যি বলতে ভাইয়া এই জীবনে এখনও পর্যন্ত কোনো ঈদই একটুও কম রঙ্গিন হয়নি। :)
সবার রঙ্গে রং মিলাতে হবে

৫| ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:০১

রানার ব্লগ বলেছেন: মুরগী একে দেয়ালে
আপন মনের খেয়ালে
চাটছে জিভ শেয়ালে।

২০ শে জুলাই, ২০২২ রাত ১১:২৪

শায়মা বলেছেন: হ্যাঁ মুরগী আঁকো তারপর সেটা দেখে দেখে গাও-


তুমি কি কেবলই ছবি!


:)

৬| ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শিরোনাম আর ছবি দুইটা দেখে আশাহত হয়েছিল। মোটামুটি উপোশ ছিলাম আপনার ঈদের খাবার দাবার বিষয়ক পোষ্ট গোগ্রাসে গিলবো বলে। তবে পুরো পোষ্ট পড়ে হতাশ হয়নি। অপেক্ষার ফল, জিবে জল!
রাধে
চুল বাঁধে আবার পোষ্ট লেখে।

২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: কেনো কেনো শিরোনামে কি দোষ হলো ?

আর মোমশেডিং এ তো মোমশেডিং এর ছবিই দিয়েছি আরও লাল নীল ফিরনীগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে মোম। :)

যাইহোক রাঁধে বাঁধে পোস্ট লেখে নিয়ে গান খুঁজতে গিয়ে চুল বাঁধা আর আর রাঁধা নিয়ে গান পেলাম লেখা নিয়েও পেয়েছি ভাইয়ু! :)
চুল বাঁধা
চুল বাঁধা আর রাঁধাও :||
লেখালিখি
সোনাবীজভাইয়ারটাই দিয়ে দিলাম।

৭| ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: ওরে বাবা!! এতো ভুরিভোজ। বুঝতে পারছি এতো কিছু রান্নার জন্য ব্লগে দীর্ঘ সময় অনুপস্থিতি। তবে যারা মুখে বললেন যে আপুকে ওনারা মিস করছেন তাদের জন্য এতো কিছু আয়োজন। কিন্তু আমার মতো যারা মুখচোরা মনের কথা কইতে পারি না। তাদের কপালে এই আয়োজনের ছিটেফোঁটাও জুটবে না? :)

২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৪৫

শায়মা বলেছেন: না ভাইয়ু!!

আসলে অনেক বেশি ঝামেলার জন্য এই দীর্ঘ অনুপস্থিতি ছিলো। :(

না না তোমার জন্যও শেরজা তপনভাইয়ার সাথে সাথে মোমগুলো রেখে দিয়েছি তো!!!!

আসলেই নিউ রেসিপী ইয়াম্মী ইয়াম্মী বানানো হবে। :)

ভাইয়া মনের ক্থা মুখে না বলতে পারলে কেমন হয় দেখো। :P


৮| ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৩১

কামাল৮০ বলেছেন: এতো খাবার দাবার দেখলে দম বন্ধ হয়ে আসে।আমার গিন্নি চাকরি করতো।রান্না বান্না করে টেবিলে ঢেকে রেখে অফিসে চলে যেতো।এসে দেখতো,এক পদ দিয়ে খেয়েছি।আমার বক্তব্য ছিল, এক পদ দিয়েই যখন খাওয়া শেষ তখন এতো পদের দরকার কি?

এই পোষ্ট গিন্নিকে দেখালে আমার খবর আছে।বলবে, দেখ সংসার কাকে বলে।সারাটা জীবন তো ফাঁকি দিয়েই কাটিয়ে দিলে।আমারই কপাল পোড়া।এমন লোকের সংসার করে জীবন কাটিয়ে দিলাম।ডিলিটও করতে পারছি না

২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৫০

শায়মা বলেছেন: ভাইয়া পোস্টের নীচের দিকে দেখো এই পোস্ট কিন্তু ব্লগার ভাইয়া আপুরা ছাড়া একমাত্র অন্য কেউ ব্লগার বাদে সে আমাদের ভাবীকেই উৎসর্গ করেছি।

কাজেই শিঘ্রী এই পোস্ট তাকে দেখাও।

ভাইয়া কপাল পোড়ার গান শোনো হা হা

গানটাও শোনাও :P

৯| ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৩৭

ঢুকিচেপা বলেছেন: এটা তো সংকলিত পোস্ট, ছবিগুলো বহু বছরের পুরানো।
কোরবানী ঈদ মাংস কই ?

ফিরনী দেখেই বোঝা যাচ্ছে ওগুলো ফিরনী না, বাটির মধ্যে মোমবাতি গলানো হয়েছে আর উপরে কিছু বাদাম টাদাম দেয়া।

যাইহোক নিন্দুকেরা যা বলে বলুক ঢং থামানো যাবে না। ঢং এর লেজ ঘুরবে ৩৬০, প্রয়োজনে দরজা জানালার রং দিয়ে ফিরনী বানিয়ে ওদের খাওয়াবেন ।

২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: মোটেও না!!!!!!!!!!!!!

বহু বছরের পুরোনো না!!!!!!!!!

এক্কেবারে সদ্য জীবনপ্রাপ্ত। :)

ইয়েস আজ সকালেই আমি মোমবাতি গলানো একটা আর্ট ওয়ার্ক করবো ভাবছিলাম। কিন্তু খেতে পারবো না। সাজিয়ে রাখবো ওকে???? :)

আর ঠিক বলেছো দরজা জানালার রং ওয়ালের রং বার্জার পেইন্টের অভাব নেই আমার।

কত ফিরনী চাও সব খাওয়াবো। সব খাওয়াবো তোমাকে.......

তোমার জন্য একটি কবিতা :)

১০| ২০ শে জুলাই, ২০২২ রাত ১১:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মোমশেডিং দেখে ভেবেছিলাম মোমবাতির পোষ্ট! আবেগীয় মিসটেক আর কি।

২১ শে জুলাই, ২০২২ রাত ১২:০০

শায়মা বলেছেন: ওহ! আরে ন!!! নো মিসটেক..... :)

আবেগীয় গানা শোনো https://www.youtube.com/watch?v=Wvh41uCuOqQ

১১| ২১ শে জুলাই, ২০২২ রাত ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: খানাদানার পোস্ট এবার দেড়িতে আসলো।

২১ শে জুলাই, ২০২২ রাত ১২:২৪

শায়মা বলেছেন: অনেক ঝামেলায় ছিলাম তো ভাইয়া। :( :( :(

পার হয়ে এসেছি মরু নাই যে সেথায় ছায়া তরু......:(

১২| ২১ শে জুলাই, ২০২২ রাত ১:৫৯

একলব্য২১ বলেছেন: তোমার ঈদ সংখ্যা নিয়ে পরে আসছি। তুমি কি এখনও সানন্দা ম্যাগাজিনটি পড়।

২১ শে জুলাই, ২০২২ রাত ৮:১০

শায়মা বলেছেন: শুভভাইয়ু!!!
সানন্দা এখন আর পড়ি না কারণ সেটা শুধু আমার মা পড়তেন। আর তাই আমিও।
আমি নিজে কখনও কিনিনি।

তবুও সানন্দা মানেই সেই লাল নীল কমলা সবুজ হালকা হালকা কুল কুল ফিরনীর বাটি আর ঝা চক চক ঘর বাড়ি! যা দ্বারা আমি অনুপ্রানিত। :)
তোমার সানন্দার পাতা ছিড়ে নেওয়া রেনে পার্কের সংসার

১৩| ২১ শে জুলাই, ২০২২ সকাল ৭:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: খাবার-দাবার, থালা-বাটি, পরিবেশন সব কিছুই খুব ভালো লেগেছে। আপনি কি দেশের বাইরে গিয়েছিলেন? নাকি দেশেই ছিলেন? অনেক দিন কোন খবর নেই। ব্লগ থেকে বিরতিতে যাওয়ার আগে বলে যাওয়া উচিত ছিল। :)

২১ শে জুলাই, ২০২২ রাত ৮:১৮

শায়মা বলেছেন: ভাইয়া আমি যে কই কই গিয়েছিলাম তুমি শুনলে তোমার চোখ গল্লু গল্লু হয়ে যাবে। !!!

তুমি দুঃখ পাবে একটু একটু খুশি হবে নিন্দুকেরা আমার শত্তুরেরা!!!!!!!

যাইহোক ভালো কথা বলেছো যাবার আগে বলে যাবো।
যাবার আগে দোহাই লাগে এইবার বলে যাবো


হা হা হা হা হা হা হা হা হা হা হা ভাইয়া মরে গেলাম হাসতে হাসতে!!! :P

১৪| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রতি ঈদে আপনার নতুন নতুন রেসিপি, মজাদার সব খাবারের সচ্ত্রি পোস্ট পাই এবার মনে হয় একটু দেরী হয়ে গেছে।

২১ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: হ্যাঁ ভাইয়া আমি খুবই ঝামেলার মধ্যে ছিলাম। কোথায় ছিলো ব্লগ আর কোথায় ছিলো আমার ল্যাপটপ সব একাকার হয়ে গেছিলো। :(

১৫| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ১:২৬

কাছের-মানুষ বলেছেন: লোভনীয় খানা খাদ্য, সুন্দর।

আমার মিষ্টি জাতীয় খাদ্য থেকে বেশী পছন্দ দেশী কাচ্চী, ছাগল/ বেরার ঝাল মাংস, গরুর রেজালা!

২১ শে জুলাই, ২০২২ রাত ৮:৪০

শায়মা বলেছেন: ভাইয়া আমি যে কি মিষ্টি খাই!!!!!!!!!!!

মানুষ দেখলে ভয় পায়!!!!!!!!

আর তাই আমি সব সময় মিষ্টি থেকে এনার্জী পেতে পেতে যেমনই মটু হচ্ছি তেমনই এনার্জী বাল্ব হয়ে গেছি। :)

২১ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: কাছের মানুষ দূরে থুইয়া

ভাইয়া তোমার জন্য গান। সবাইকেই একটা করে গান দিয়েছি। তোমারটা মিস হয়ে গেছিলো। :(

১৬| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ২:১০

ঢাবিয়ান বলেছেন: ওয়েলকাম ব্যাক। আরো অনেক ব্লগার নিখোজ আছেন। তাদের ফেরারও অপেক্ষায় আছি।

ডেকোরেশন অসাধারন , খানাদানারও ছবি ভাল হয়েছে তবে স্বাদ নিয়ে কিছুটা সন্দিহান :) লাল, সবুজ ওইসব ফিরনি ভুলেও মুখে দিতে পারুম না। মায়ের হাতের ঐ ক্রিম কালারের পায়েশ , সাদামাটা বাটিতে দিলেও সেটাই লা জওয়াব :)

দুষ্টুমি এসাইড সব মিলিয়ে ঈদ সংখ্যা দারুন হয়েছে।

২১ শে জুলাই, ২০২২ রাত ৮:৫০

শায়মা বলেছেন: ঐ ভাইয়া তুমিও মনে হয় আমার মায়ের কোনো আপন ভাই বোনের ছেলে হবে। নইলে কেমনে একই কথা বললে!!!!!!

আমার মাও ওয়াক থু থু থু!! লাল নীল ফিরনী হয় বলে পারলে আমাকে মেরে তক্তা বানায় অবস্থা করেছিলো। :(

আর নিখোঁজের কথা বলো না। আর একটু হলে আমিও নিজেই নিঁখোজ সংবাদ হয়ে গেছিলাম আর কি...... :(

ধরো যদি পালাই কোনো নামহীন ঠিকানায়

১৭| ২১ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৭

ভুয়া মফিজ বলেছেন: ফি বছর দুইবার করে খেতে পছন্দ করা ব্লগারদের উপর এই মাত্রার অত্যাচারের মানে কি? শুধু শুধু ছবি দেখিয়ে লোভ জাগানো?? আগামী বছরে খাবারের ছবি না দিয়ে সব ব্লগারদেরকে তোমার বাসায় দাওয়াত দাও। তারপরে সবার খানা-খাদ্য ভক্ষণরত অবস্থার ছবি দাও। আমি তো খেতে পারবো না, সহ-ব্লগারদেরকে খেতে দেখলেও একটা শান্তি পাওয়া যাবে। :)

আর রেজাউল৯০ নিকের মাল্টি ভদ্রলোক তোমাকে আবার মিস করলো কবে বুঝলাম না। উনি আমাদের সবার প্রিয় রাজীব নুরের ঘনিষ্ঠ বন্ধু। যতোদূর জানি, রাজীব নুর ছাড়া আর কাউকেই উনি ''মিস'' করেন না। :-B

২১ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: কি বলো ভাইয়ু!!!!!!!!!!! তোমাকে ছাড়া আমি আর কাউকে দাওয়াৎ দিতে পারি!!!!!!!!! তুমি হলে এক নাম্বার বাঘ্রমামা চিফ গেস্ট। তুমি যা আসলে কাউকেই দাওয়াৎ দেবোই না দেবোই না! :(

তুমি আসলেই সব্বার দাওয়াৎ!!!!!!!!! :)

আরে রেজাউল৯০ ভাইয়া আমাকে মিস করেছে তো!!!!!!!!!!!

রাজীবভাইয়ার পোস্টেই দেখলাম তো!!!!!!!!!

আর তাই তো ধন্য হয়ে গেলাম!!!!!!!!!!
আমি ধন্য হয়েছি ওগো ধন্য রেজাউল ভাইয়ার আমাকে মনে করার জন্য

২১ শে জুলাই, ২০২২ রাত ৯:০৩

শায়মা বলেছেন:

এই যে দেখো ভাইয়াটা আমাকে মিস করেছিলো-
১২. ১২ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৮০

রেজাউল৯০ বলেছেন: পোষ্ট কোনো সমস্যা না। চাইলে এখনও প্রতিদিন ৪/৫ টা পোষ্ট দিতে পারি। সামুতে একমাসে আমি ১৪৫ টা পোষ্টও করেছি। সেই রেকর্ড আমার আছে।
আপনার ন্যায় বিনয়ি ভদ্রলোক এ পাড়ায় বিরল। ২৫ এপ্রিলে আপনি ১৩ খানা পোস্ট দিয়েছেন। চাইলে মাসে তিন চার শত পোস্ট আপনার জন্য কিছু না। কিছু ঘোড়ার মুত আর ডাস্স্টবিনে গন্ধয়ালা অপব্লগার ctrl key ব্যবহার নিয়ে অহেতুক আপত্তি তুলেছে। এদের স্বাদ গন্ধ নিতে যেয়ে আপনার অহেতুক সময় নষ্ট হচ্ছে। না হলে মাসে হাজার পোস্ট দেওয়া আপনার জন্য ব্যাপার ছিল না।

যেহেতু ব্লগার শায়মা ছুটিতে ( নাকি জেনারেল? কে জানে), ঈদের খাওয়া-দাওয়া নিয়ে আপনিই একখানা পোষ্ট দিয়ে দেন।


https://www.somewhereinblog.net/blog/rajib128/30337794#c13193824
এই যে লিঙ্ক দিয়ে দিলাম। :)

১৮| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মোম শেডিং দারুণ হয়েছে। লোভনীয় খাবারে জল এসে যাচ্ছে।

২১ শে জুলাই, ২০২২ রাত ৯:০৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া :)

তোমার জন্য মোমের পুতুল

১৯| ২১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৪

বেচারা বলেছেন: সত্যি হল, পোস্টটা পড়িনি। শুধু খানাপিনার ছবিগুলো দেখেই বেহুশ হয়ে গেলাম। হুশ আসলে পড়বার চেষ্টা করব।

আপনি কি মহাশয়া, তার্কিশ সালতানাতের নাতি নাকি?

২১ শে জুলাই, ২০২২ রাত ৯:০৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়ু!!!!!!!!!!!

তার্কিশ সালতানাতের নাতি কেনো মনে হলো!!!

তবে আমার সেই সালতানাত অনেক পছন্দের। :)

তোমার জন্য তার্কিশ বংশী

২০| ২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২১

মিরোরডডল বলেছেন:




বাহ! অপূর্ব ......
লাল নীল সবুজ ফিরনী নিয়ে একটা প্রশ্ন ছিলো ।
ফুড কালার দিয়েছো সেটা বুঝলাম কিন্তু সবগুলো কি একই টেস্ট ?
নাকি ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস ?

যেটাকে রুটি বলেছো, ওগুলোতো রুটি না ।
মর্নিং ব্রেকফাস্ট বেকারি স্টাফ, আমার প্রিয় ক্রিমরোলও আছে দেখতে পাচ্ছি ।

এ কেমন কথা, পেস্ট্রি খেলে কি লাল নীল ফিরনী খাওয়া যাবে নাহ? B:-)
সবই খাবো আপু কিন্তু এই কালারফুল ফিরনী খাওয়ার পর বেঁচে থাকবো কিনা সেটার অবশ্য নো গ্যারান্টি :)


২১ শে জুলাই, ২০২২ রাত ৮:২৫

শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!!

এই কালারফুল ফিরনী অনেক মজার হয়েছে সত্যিই!!!
সবগুলোর টেস্টই এক তবে মজাদার!!!!!!!!

এক্কেবারে খাঁটি গরুর দুধে তৈরী ফিরনী! :)

আরে ঐ হলো মর্নিং ব্রেকফাস্ট মর্নিং ব্রেক লাস্ট একটা হলেই হলো। কিন্তু পেস্ট্রীগুলোও মজার তাইনা ?
আর এই দেখো ফিরনী খাবার পরে আমি বেঁচে আছি।

সেরাটোনিন ডোপামাইনের প্রভাবে সব ঝুট ঝামেলা মার ঝাড়ু মার ঝাড়ু মেরে আবার হাসি খুশি নিয়ে চলে এসেছি।:)

মার ঝাড়ু মার ঝাড়ু মেরে

২১| ২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪১

মিরোরডডল বলেছেন:




কেনো বললাম !
একবার আমি আমার বোন কালারফুল জর্দা রান্নার ট্রাই করেছিলাম ।
সেই জর্দা এতো ভয়ংকর হয়েছিলো আপু, খাওয়াতো প্রশ্নই উঠেনা, লুক দেখেই ভয় পেয়েছি ।
সোজা বিনে ।

থ্যাংকস আপু ছবিটা শেয়ার করার জন্য ।
আপুটাকে দেখতে যে কি মিষ্টি দেখায় !
তোমার চোখ সুন্দর, ঠোঁট দুটো বেশী সুন্দর ।
তুমি কি শাড়ি পরেছিলে ?
তাহলে পুরোটা চাই ।


প্রতিমা তোমার জন্য...




২১ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: এই গান আমাকে দিলে!!!!!!! আমি কি বিশালতা সরলতা!!! হায় খোদা যেন নিন্দুকেরা যেন এই কমেন্ট না দেখে!!!!!!!

শুনো এই গান সেই ২০০০ সালের দিকে নীলমনিকে কেউ শুনিয়েছিলো তারপর নীলমনি লালমনি হয়ে গেছে। :)


যাইহোক তুমি যে জর্দার কথা বললে সেই জর্দা মনে হয় দুনিয়ার সব মেয়েই প্রথমে রাঁধে। মানে ঐ কমলা রং টা ঠিক কতটুকু বুঝতে না পারার জন্য আল্লাহ ওয়াস্তে মুক্ত হস্তে ঢালিয়া দেয় আর তারপর ঐ ভূতুড়ে জর্দা দেখে ভূত দেখার ভয় ভুলেও চিৎকার দেয়।

তোমার জর্দা কেমন হয়েছিলো ঠিকই বুঝতে পারছি আমি এবং সব মেয়েরাই বুঝবে ইনশাল্লাহ। মনিরা আপুকে জিগাসা করে দেখো। সেও বুঝেছে এবং আমি কনফার্ম সেও সেই একই জিনিস জীবনে রেঁধেছেও।
আরে এত সুন্দর সুন্দর বলো না লুইজ্জা লাগে। তিনকাল গিয়ে এক কালে ঠেকেছে!!!!!

যাইহোক শুনো আমার শাড়িটা ছিলো কমলা গোলাপী এক অতি আচানক রং। কিছু পিচ কালার টাইপ। সাথে ব্লাউজ বানানো হলো না । জানোই ঝামেলায় ছিলাম খুব। আর তাই আগের ঈদের লাল ব্লাউজ দিয়েই ক্লিক ক্লিক।

কমলা সুন্দরী শাড়ি দেখে তুমি ওয়াক ওয়াক করতে পারো।
সুন্দরী কমলা নাচে

২২| ২১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ও আল্লাহ এত রঙ এর ফিরনি ? আমি কিন্তু খালামনির মত ই ভাবি , ফিরনী হবে ক্রিম কালার। একদন যেন হালকা একটা হলদে আভা। তবুও তোমার সাজসজ্জায় এ প্লাস। আর জর্দার বাটি টা আমার।

চলে যাওয়া ঈদের শুভেচ্ছা শায়মা।

২১ শে জুলাই, ২০২২ রাত ১১:২৩

শায়মা বলেছেন: হা হা সবাই এত বেরঙিন হলে চলবে!!!!!!!!!!

ওকে তোমাকে এক বাটি জর্দা পাঠিয়ে দেবো। :)

২৩| ২১ শে জুলাই, ২০২২ রাত ৮:১৫

মিরোরডডল বলেছেন:




স্যরি মনিপু, জর্দার বাটি আমি আগেই সরিয়ে রেখেছি যেনো কারো চোখ না পরে ।
তবে হ্যাঁ, ওপরে যে এতগুলো বাদাম আর ম্যাংগোবার দিয়েছে ওগুলো নিতে পারো ।
নিতে পারো না , নিতেই হবে কারন ওগুলো আমার না চাই ।
সাথে টি স্পুনের এক স্পুন জর্দা দিবো যেন চোখ না লাগে ।
নীচের জর্দাটা আমার হলেই হবে :)


২১ শে জুলাই, ২০২২ রাত ১১:৪২

শায়মা বলেছেন: হা হা মাত্র ওয়ান স্পুন!!!


হায় হায়

থাক আরেক বাটি বানায় দেবো আপুকে! :)

২৪| ২১ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: শায়মা,




রংধনু রংয়ে রাঙানো পোস্টে ছেলেবেলাকার ঈদের ফিরনী-জর্দার সুবাস মাখিয়ে গেলেন!
মান্না দে'র গানের একটি লাইন ঘুরিয়ে বলি -
"কোথায় হারিয়ে গেলো সোনালী ঈদগুলো সেই....."

"মোমশেডিং" শব্দটি বাংলা ভাষায় অভিনব সংযোজন নিঃসন্দেহে। :|

ঈদের বিলম্বিত এবং বাসি শুভেচ্ছা।

২১ শে জুলাই, ২০২২ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: সোনালী ঈদগুলো আছেই তো ভাইয়া।
আমরা রুপোলী হয়ে গেছি! :)

বিশ্বাস না হয় আয়নায় রুপালী চুলগুলো দেখো :P

যাইহোক মোমশেডিং বাংলাতে অটো সংযোজিত হবে কারণ লোড শেডিং ভাইয়াজান ঘন ঘন আসছে এখন লোডশেডিং এর বোনজান মোমশেডিং দিয়েই তো আমাদেরকে বাঁচাবে।

তোমাকেও শুভেচ্ছা ভাইয়ামনি! :)

২৫| ২১ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৫

মিরোরডডল বলেছেন:




এক্কেবারে খাঁটি গরুর দুধে তৈরী ফিরনী! :)

গরুর খাঁটি দুধ না ? রাইট?
খাঁটি গরুর দুধ ?

তারমানে দুধ খাঁটি ছিলো কিনা সন্দেহ আছে ।

See, I knew !!

বলেছিলাম নাহ ! এই ফিরনী খেলে অক্কা পাবার চান্স আছে :)


২২ শে জুলাই, ২০২২ রাত ১০:৩০

শায়মা বলেছেন: না না কোনোভাবেই অক্কা পাবে না। গরু খাঁটি না হলে কেমনে গরুর দুধ খাঁটি হবে বলো!!!!!!!! :(

এক্কেবারে খাঁটি গরুর খাঁটি দুধের খাঁটি ফিরনি!!!!!! :)

২৬| ২১ শে জুলাই, ২০২২ রাত ৯:২৬

মিরোরডডল বলেছেন:




নীলমনিকে অরিজিনাল গানটা দিয়েছিলো যেটা আমরা সবাই অনেক শুনেছি ।
এটা কাভার করেছে, একটু অন্যরকম ভালোলাগা । তোমার ছবিটা সুন্দর প্রতিমার মতো, তাই এই গান ।

তুমি যে জর্দার কথা বললে সবারই এমন অভিজ্ঞতা হয়েছে, সেটা আমারও হয়েছে কমলা জর্দা,
লাইফে একবারই ট্রাই করেছিলাম । কিছুই হয়নি, সেটাও বিনে গেছে ।

ওপরে মন্তব্যে যেটা লিখেছি, সেটা আমার বোন করেছে, আমি ক্রাইমের সহযোগী ।
ফুড কালার দিয়ে পার্পল করেছিলো । ভয়াবহ আপু ।
ভয়াবহের ওপরে যদি কিছু থাকে তবে তাই । পুরোই পয়জন মনে হচ্ছিলো :(

এই অভিজ্ঞতা তোমার মনিপুর না, পৃথিবীতে কারো হয়নি ।
আজ এতদিন পর তোমার এই ফুড কালারের ফিরনী আমাকে সেই স্মৃতি মনে করালো :)

বিপাশাকে কমলা শাড়িতে সুন্দর লাগছে কিন্তু গানটা একদমই বেসুরো #:-S

ঘুমাতে গেলাম আপু ।
কে জানে স্বপ্নে এই কালারফুল ফিরনী দেখা দেয় কিনা :-B
গুড নাইট আপুটা !

২২ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: হুম নীলমনি তখন সরলতার প্রতিমা ছিলো এখন গরলতার পেত্নী হা হা
তবুও ছবিটা সুন্দর বলার জন্য থ্যাংকস :)

পার্পেল জর্দা!!!!!!!!!!!!!

নিউ আইডিয়া আমিও বানাবো গোলাপী আর পার্পেল ওকে!!!!

জানো আমি একবার রংধনু কেক বানিয়েছিলাম।

লেয়ারে লেয়ারে সাত রঙ।

ছবি আপু জানে। ফেসবুকে ছবি আছে। ২০১৭ তে মনে হয়।

২৭| ২১ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: এলাহী কান্ড। সুন্দর ও সার্থক আয়োজন।

২২ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!! :)

২৮| ২১ শে জুলাই, ২০২২ রাত ১১:২৪

মুক্তা নীল বলেছেন:
মাশাআল্লাহ তোমাকে বললাম কারণ ভীষণ সুন্দর
লাগছে । আকাশে কা-কে খুঁজো আপু ?
তোমার পোস্ট নিয়ে নতুন করে বলার কিছু নাই পরে
আবার মন্তব্য করব আগে খাবারের ছবিগুলো ভালো
করে দেখে নেই ।



২২ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!

আকাশে নিজেকেই খুঁজি আমি আপুনি! :)

২৯| ২২ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৯

ঢুকিচেপা বলেছেন: “তোমার জন্য একটি কবিতা :)


আহা এত সুন্দর কবিতা আমার জন্য ? মনটা জুড়িয়ে গেল। এই কবিতা আমি সোনার ফ্রেমে বাঁধাই করে রাখবো।

২২ শে জুলাই, ২০২২ রাত ১১:১৫

শায়মা বলেছেন: সত্যি!!!!!!!!!!!!!!!!

প্লিজ সোনার ফ্রেমে বাঁধাই করে আমাকে একটা ছবি তুলে দেখিও!! :)

৩০| ২৯ শে জুলাই, ২০২২ সকাল ৮:৪১

ডঃ এম এ আলী বলেছেন:



মানুষের থাকার ঘর, বসার ঘর, ও খাবার ঘরের টেবিলে এমনকি বাথরুমে সঠিক সুগন্ধ বজায় রাখার
মাধ্যমে খুব সহজেই যে কেও তার রিলাক্সনেশনকে প্রমোট করতে পারে । অ্যারোমাথেরাপি কেন্ডেল
আসলেই একটি চমৎকার অর্নামেন্টাল ব্যবস্থা যা গৃহসজ্জার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাসি মানুষের দেহমনকে
প্রশান্ত করতে বেশ সহায়তা করে ।

বাংলাদেশে বিকাষমান এই নান্দনিক হস্তজাত কুটিরশিল্পটির বৈচিত্রময় কাঠামো সম্বলিত ছবি ও তার
সুগন্ধিময় প্রয়োগের সাথে রুচিকর খানাখাদ্য বিশেষ করে ফিরনীর ছবি দেখে ও বিবরণ পাঠে মুগ্ধ ।

দেশের স্থানীয় বাজার ও রপ্তানী বানিজ্যে অর্নামেন্টাল কেন্ডেলের প্রচুর সন্ভাবনা ও সুযোগ রয়েছে ।
তাই এই শিল্পের প্রসার ঘটুক সে কামনাই করি । দেশে নবরূপে বিদ্যুতের লোড শেডিং
এর কারণেও এমনিতেই এর চাহিদা ক্রমেই বাড়তে থাকবে বলে মনে করি । তাই ঈদ
পরবর্তী একটি সময়োচিত পোষ্ট হিসাবেও এটা গন্য ।

সুন্দর সুন্দর বৈচিত্রময় মোমশেডিং এর ছবি সম্বলিত শ্রমসাধ্য
পোষ্টটির জন্য এরোমাথেরাপী মোমবাতি শুভেচ্ছা রইল ।

৩০ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!

এই ক্যান্ডেল কই পাওয়া যায়!!!!!!!!!!!!

আমার লাগবেই লাগবে!!!!!!!!!!

কি যে সুন্দর!!!!!!!!!

আমি মুগ্ধ!!! :)

৩১| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

পোস্টটা দেরীতে চোখে পড়লো!!!

লেখা ও ছবিতে লাইকু!!!

খাবারের আইটেম নিয়ে কিছু বললাম না। লাভ নেই বলে!

চেয়ারগুলো খুব সুন্দর।

৩০ শে জুলাই, ২০২২ রাত ১২:৫৪

শায়মা বলেছেন: হ্যাঁ পোস্টটা অনেক দেরীতে দিতে পেরেছিলাম। :(

অনেক ঝামেলায় ছিলাম তারপরেও। :(

যাইহোক শুধু চেয়ারগুলো??

আমার থালা বাটি গ্লাস প্লেটগুলো???

এই ঈদে কেনা বিশেষ টি সেটখানা???


সেসব সুন্দর না!!!! :|

৩২| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১:০২

শার্দূল ২২ বলেছেন: কথায় আছে হাতে মারবোনা ভাতে মারবো। তুমি ব্লগারেদের খাদ্যে মারছো এক যুগ ধরে,তোমার এমন খাদ্যাত্যাচার নিয়ে আমরা বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু বাংলার নিমন্তন্ন বলে যে একটা মধুর শব্দ আছে তা তোমার অভিধানে নেই। একবার ব্লগারদের দাওয়াত করে একটা পার্টি করতে পারতা। এট কিপ্টা কেমনে হইলা তুমি?

৩০ শে জুলাই, ২০২২ রাত ১:১১

শায়মা বলেছেন: ব্লগারদেরকে দাওয়াৎ দেবো!!!!!!!!

তোমাকে স্পেশাল দাওয়াৎ দেই শার্দূল রাজ??? :)

৩৩| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কমেন্টে দেখলাম প্রায় সব কিছুর প্রশংসা করা হয়েছে...

আমি তাই চেয়ার ধরেই থাকলাম!!! :)

৩০ শে জুলাই, ২০২২ রাত ১:১৬

শায়মা বলেছেন: চেয়ার ধরে থাকলে!!!!!!!!

হা হা হা

:P

হাউ ইজ ইওর নিউ জব?

৩৪| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জব ইজ গোয়িং গ্রেট!!! থ্যাংক ইউ ফর আস্কিং।।।

রিক্রুটমেন্টের কাজ চলছে। প্রচুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচ্ছি আমরা।

৩০ শে জুলাই, ২০২২ রাত ১:২৮

শায়মা বলেছেন: ভেরী গুড!!

জব ইজ গুড ফর এভরিওয়ান নইলে অলস মস্তিস্ক শয়তানের কারখানা হয়ে যায়! :P

৩৫| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


খোচা - খুচিং চলিবেক????!!!

৩০ শে জুলাই, ২০২২ রাত ১:৪২

শায়মা বলেছেন: কাহার সাথে?

তোমার সাথে চলিবেক লাই।

তুমি সহজ সরল ও বোকা মানুষ।

শয়তানদের সাথে চলিতে পারে।
সাক্ষাৎ শয়তান হইলে আরও ভালা। :)

৩৬| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ব্লগে কোন শয়তান বা তার পূজারী বা অনুসারী নাই, আপুনি।

তবে, একটু আদর দেখিয়ে বলা যায়- "যাহ, শয়তান", " যাহ, দুষ্টু!" :-B

৩০ শে জুলাই, ২০২২ রাত ১:৫৯

শায়মা বলেছেন: হ্যাঁ আপাতত নাই।

কিন্তু আছিলো এক সময়।

সে অনেক দিন আগে কথা। ব্লগে রাজার কুমার ছিলো রাজকন্যারাও ছিলো। পরী ছিলো। রাক্ষোস খোক্ষস শয়তানের লাঠি দিয়ে দাদার নাম ভুলিয়ে দেওয়া সব শয়তান ছিলো।

এখন নাই। কিছুই নাই। রাজ্যপাট শূন্যের কোঠায়।

বোকারাই এখন সব ডুবাইলো। :(

৩৭| ৩০ শে জুলাই, ২০২২ রাত ২:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কে যেন বলেছিলেন---- 'ক্ষুধার্থ থেকো, বোকা থেকো'!!! :P

৩০ শে জুলাই, ২০২২ রাত ২:০৪

শায়মা বলেছেন: তোমার কোনো প্রাক্তন প্রেমিকা মনে হয় ভাইয়ু!!!


এ ছাড়া আর কে বলবে!!! :P

৩৮| ৩০ শে জুলাই, ২০২২ রাত ২:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উহু, হলো না!!!



তবে, এটা ঠিক যে, ক্ষুধার্ত হবার মতো কেউ আগে আসেনি!!! =p~

৩০ শে জুলাই, ২০২২ রাত ২:১৯

শায়মা বলেছেন: কি দিসো বোকা ভাইজান!!!

কিছুই শোনা যায় না। দেখাও যায় না।

তবে হ্যাঁ চাঁদগাজী ভাইয়ার সকল পোস্ট এবং মন্তব্য যেমন দেখি তোমার টিকটক ভিডিও গুলাও দেখি।
মাঝে মাঝে হাসতে হাসতে মরে যাই।

কারো উপরে একই সাথে রাগ, মায়া বা ক্রোধ বা দাঁড়া তোর মজা দেখাচ্ছি মানে বোকামীর শাস্তি এই সকল অনুভূতি আমি কম অনুভব করিয়াছি যাহা তোমার উপরে আমার হইয়াছিলো।

একই সাথে আবার কিছু কথা মনে পড়িলো।
সর্বশেষে বুঝিলাম পাগল ছাড়া দুনিয়া চলে না..... :P ( এমন একটা গানা আছে না?)

তারপর ৯০% ক্রোধ প্রশমিত হইলোক।

আর ১০% সিন্দুকে তালা দিয়া রাখিয়াছি।

প্রয়োজনে বাহির করিবোক। :)

আচ্ছা তুমি কি সুকুমারের পাগলা দাশু পড়িয়াছো?



৩৯| ৩০ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪৫

গেঁয়ো ভূত বলেছেন:


রন্ধন শিল্প ! কিন্তু আপু, তোমারটা শিল্পোত্তীর্ণ ! যদিও এটা জানি ব্লগারদের শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় নেই ! তুমি ফুড ব্লগিং করো কিনা জানা নাই, যদি করো তবে তোমার সম্ভাবনা উজ্জ্বলতর ! অবশ্য তুমি এমনিতেই অলরাউন্ডার এটা সবারই জানা।

ঈদ মোবারাক
২০২৩ সালের জন্য !

৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩১

শায়মা বলেছেন: হা হা হইসে আমাকে যখন কেউ অলরাউন্ডার বলে আমি কিন্তু তখন হাসি মনে মনে কারণ এই অলরাউন্ডারগিরির পিছে কত শত কষ্টের পরিশ্রম জড়িয়ে থাকে তাহা কেউ জানিবেক লাই। :P

তবে হ্যাঁ ছোটবেলায় পড়েছিলাম কষ্ট না করলে কেষ্ট মেলে না। সেই কেষ্টোর আশায় কত কিছুই না কষ্ট করে করে শিখে ফেলেছি ভাইয়া।
তার বদলে পেয়েছি অল রাউন্ডার খেতাব। বাহ বাহ কেষ্ট না পেলেও খেতাম পেয়েছি। :)

ফুড ব্লগিং যদি কেউ করে থাকে তবে তা আমিই!!!!!!

এই সামু ব্লগ তার সাক্ষী।

আজকালকার ফুডব্লগিং তো তারা আমাদের থেকেই শিখলো!!!!!!!! সেই ২০০৬-২০০৭-২০০৮ এ কি কেউ জানতো ফুড ব্লগিং কি?? আমরা ছাড়া মানে সামু বাসিন্দারা ছাড়া!!!!!!!

আর আমি তো সেখানে নাম্বার ওয়ান...... :P

অনেক অনেক ভালোবাসা ভাইয়ু!!!!!!!২০২৩ এ যদি বেঁচে থাকি তো আবার ঈদ মুবারাক হবে। থেমে গেলে বুঝিবেক জীবনও থেমে গেছে । হা হা

৪০| ৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আই এম স্যরি। সত্যি সত্যি দুঃখিত। :|

পাগলা দাশু পড়েছি! সুকুমার রায়ের প্রায় সব লেখাই ছোটবেলায় পড়া।

৩০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: তাই নাকি???
সত্যি সত্যি দুস্কিত???
পাগলা দাশুকে কি কেউ বিশ্বাস করিতোক???

হা হা হা

ওকে ওকে ঠিক আছে আর দুস্ক পাওয়া লাগবেনা ...... :)

যাইহোক পাগলা দাশু আমার অনেকককককককককক পছন্দের। আমি ছোটবেলায় পাগলা দাশু পড়ে হাসতে হাসতে মরতাম। কত শতবার যে পড়েছি। আরেক প্রিয় শিবরামের গল্প সমগ্র!!!

যারা রম্য লেখে আমার চোখে এই দুনিয়ার সবচাইতেই বুদ্ধিমান তারা। :)

৪১| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১২:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আচ্ছা!!! হোকে!!!! আর দুস্কো পাবো না! পরের ব্যাপারে মাথা ঘামাবো না!

আমার কেন যেন মনে হতো পাগলা দাশুর একজন পাগলী প্রেমিকা থাকলে সে ভালো হয়ে যেতো! :)

মুস্কিল হচ্চে, পাগলী প্রেমিকা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না!

সব লন্ডনে!!!



৩১ শে জুলাই, ২০২২ রাত ১২:২৭

শায়মা বলেছেন: পাগলা দাশুর পাগলী প্রেমিকা!!
তার নাম কি হত পাগলী দাসী!!

এক পাগলা দাশুকে দিয়ে সুকুমার সবার বাবার নাম ভুলিয়ে দিলো সাথে আবার পাগলী দাসী আনলে তো কথাই ছিলো না সকলে দাদার নামও ভুলে যেত।

তবে আমি শিওর ভাইয়া তোমার প্রেমিকা পাগলী না হলেও তোমার প্রেমে পড়ার পর সে নিশ্চয় এখন পাবনায় আছে। :)

এই সুযোগে তুমি বিয়ে টিয়ে করে একদম সংসারী বনে গেছো। হা হা হা হা

৪২| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১:১৪

জটিল ভাই বলেছেন:
দেরি করায় এবারো নানািশাশুড়ির বাড়ির ঈদের দাওয়াত হতে বঞ্চিত :(
কে জানে, এভাবে দেরির কারণে না নানািশাশুড়ির নাতনিটাও অন্যের হয়ে যায় :(

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩০

শায়মা বলেছেন: যায় আবার কি গেছেই নাকি সেটা বা কে জানে? :P

৪৩| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৪

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: যায় আবার কি গেছেই নাকি সেটা বা কে জানে? :P

তারমানে আমার ধারণা সঠিক!!! আমি ঠিক ঠিক ঠিক ধরিয়া ছিলাম =p~

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: হ্যাঁ ভাবলাম কই গেলো বুড়া মানুষটা! পুরাই লাপাত্তা...
শুধু শুধু অকারণে সময় নষ্ট করে লাভ কি????

তাই এই ব্যবস্থা.... :)

৪৪| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৬

মিরোরডডল বলেছেন:




প্রিয় আপুটার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ।
A massive hug for you.

পরে কথা হবে । এখন একটা গান দিয়ে যাই ।





১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!! থ্যাংক ইউ!!!! থ্যাংক ইউ!!! :)

লাভ ইউ !!!!!!!!!!!!!!!!! :)

৪৫| ১৯ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার জন্মদিনে গতবছরের পচা ছড়াটা দেয়া ঠিক হয়নি। সরি।

দুষ্টুমি করতে গিয়ে যে মাঝে মাঝে সীমালঙ্ঘন করি এটা তার প্রমাণ। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ৯:২৮

শায়মা বলেছেন: হা হা

গত বছর তার আগের বছর তারও আগের বছর একই প্রতিবারই দিতে পারো ভাইয়া। তোমার ছড়ার উন্নতি হবে নাকি? মানে এত কম প্রাকটিসে।

কাজেই পুরানং ঠিকং আছেং নোং প্রবলেমং .......

দেখলে আমার নিউ সাধনা সংস্কৃতায়ং ....... :)

৪৬| ২০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা সবার পক্ষে লেখা সম্ভব না। আমার পক্ষেও সম্ভব না। সেটা আমি ছোটবেলাতেই জেনেছি। তাই কবিতা চর্চা করে সময় নষ্ট করতে চাই না। যেটা পারি সেটাই চর্চা করা উচিত। যেটা পারি না সেটার পিছনে সময় ব্যয় করা বোকামি।

২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৪৫

শায়মা বলেছেন: তুমি কি কি পারো ভাইয়ু???

এক এক করে সব লিস্ট দাও। :)

৪৭| ২২ শে আগস্ট, ২০২২ ভোর ৬:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি আসলে তেমন কিছুই পারি না।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: তেমন পারোনা বটে তবে এমন কি কি পারো সেটা বলো দেখি?

ভাইয়া তোমার আর ভাবীজীর আর তোমার ছেলেদের ছবি দাও তো আমরা দেখি। :)

৪৮| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫০

একলব্য২১ বলেছেন: একদম প্রানবন্ত প্রানচ্ছল!!

একদম ফুপীর মত মানে শায়মা ফুপীর মত হাসি খুশি হইসে :) :)

শায়মা আপু, একদম পারফেক্টলি বলছে। :)

২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৫

শায়মা বলেছেন: হা হা হা দেখতেও আমার মত তাই না একলব্য ভাইয়ু!!!!!!!!!!

:) :) :)


যাইহোক রাইটিং মাই নেক্সট সিরিজ........

আজ কালের মধ্যেই পোস্টিং ...... :)

৪৯| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ছবি দেব নাকি?

২২ শে আগস্ট, ২০২২ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: ওওওওওওওওওওওওওওও লুইজ্জা পাও!!!!!!!!!!!!!!!!!!!!!!


হা হা হা হা হা হা হা থাক লুইজ্জা পাওয়া লাগবে না।

দিয়ে দাও দেখি । তারপর চেহেরা দেখিয়ে কোষ্ঠি বিচারে লাগিবোক।

৫০| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: সাড়ে চুয়াত্তর এর পারিবারিক ছবিগুলো দেখলাম। খুব ভালো লাগলো। উনি সহজ সরল মানুষ, তাই বলা মাত্র অনুরোধ রক্ষা করেছেন, এজন্য তাকে ধন্যবাদ।
তার ছেলেমেয়েরা খুব সুন্দর এবং হ্যাপী চাইল্ড বলে ছবিগুলো বলে দেয়। আর মেয়ের ছবিটা সবচেয়ে মিষ্টি। ওর মাঝেও বাবা আর ফুপীর মতই যে প্রচুর রসবোধ (এবং কিছুটা দুষ্টুমিভাবও) বিদ্যমান, তা বলাই বাহুল্য।
স্নেহবৎসল সাড়ে চুয়াত্তর এবং মা-বাবাভক্ত তার সন্তানদের দেখে মনটা ভরে গেল। গোটা পরিবারের জন্য দোয়া এবং আন্তরিক শুভকামনা.....

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৩

শায়মা বলেছেন: ঠিক তাই সবচেয়ে সুন্দর মেয়েটা । একদম ফুপীর মত তো তাই। আর ছেলেগুলা অবশ্য একটু বাবার মত আছে। কিন্তু বাবার চাইতে অনেক অনেক ভালো আর লক্ষী।

আর সবচেয়ে লক্ষী আমাদের ভাবীমনি! :)

অনেক ভালোবাসা সবার জন্য!!! :)

৫১| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ খায়রুল আহসান ভাই - আপনার এবং আপনার পরিবারের জন্যও অনেক শুভ কামনা এবং দোয়া। আপনার আন্তরিকতাপূর্ণ মন্তব্য আর দোয়া আমাদের জন্য বড় পাওয়া।

ছোটবেলা থেকেই আমার মেয়ের আমার প্রতি টান বেশী। যখন ছোট ছিল তখন আমার সাথে হোম ওয়ার্ক করবে বলে ইরেজার দিয়ে সে তার করা হোম ওয়ার্ক মুছে দিয়েছিল। হোম ওয়ার্ক করার পর তার খেয়াল হয়েছিল যে হোম ওয়ার্ক তো আর বাকি নাই। তাই কিছু হোম ওয়ার্ক মুছে দিয়েছিল, আমার সাথে করবে বলে।

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৪

শায়মা বলেছেন: বুঝা যাচ্ছে অনেক আদরের আনন্দময় জীবন তার।

অনেক ভালোবাসা ভাইয়া।

৫২| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ১০:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি চেয়েছিলেন তাই ছবিগুলি দিয়েছিলাম। এবার দয়া করে সবগুলি ছবি সরিয়ে দেন। :) পাবলিক প্লেসে ছবি রাখতে চাচ্ছি না। :)

৩১ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৫

শায়মা বলেছেন: ভাইয়া মুছে দিয়েছি সব ছবিগুলো।

আমারই উচিৎ ছিলো আগেই মুছে দেওয়া।

দেরী হয়ে গেলো। :(

৫৩| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৮:১০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: অনেক দেরী করে পোস্টটি দেখলাম। মুগ্ধতা জানিয়ে যাচ্ছি।

ভালো লাগলো ছোটবেলার ভালো লাগার জিনিস রিক্রিয়েট করতে পেরেছেন দেখে। আমিও ছোটবেলায় অনেক কিছু এমন পছন্দ করতাম। কিন্তু পরে কিছুই করা হয়নি।

টি সেট টা অনেক পছন্দ হয়েছে।

১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!!!

তুমিও পারবে। চাইলেই পারা যায় আপুনি। :)

৫৪| ১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৬

ঢাবিয়ান বলেছেন: সেজেছো তুমি অপরুপ সাজে
হে লাল সবুজ ফিরনি :-B

১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

শায়মা বলেছেন: সে সাজবে কেমনে? আমি সাজাইছি তো! :)

৫৫| ১৪ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪০

একলব্য২১ বলেছেন: হঠাৎ এই রূপে। জরুয়া বহিন কোথায় গেল। কক্সবাজার থেকে হানিমুন থেকে এখনো ফেরেনি।

১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: না বহিন কক্সেসবাজার আছে।

কাল চলে আসবে ইনশাল্লাহ!

সেই সুযোগে বহিনের বাড়ি ছেড়ে নিজের বাড়ি এলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.