নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

দেখেছি যারে এঁকেছি তারে..... (আপডেটেড রিপোস্ট)

২৪ শে জুন, ২০২৪ রাত ১০:২৬



লিঙ্কের ভেতরে ছবিগুলো...... :)

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২৪ রাত ১০:৫৬

শেরজা তপন বলেছেন: মডু ছাড়া আর কারো সাথে এই মুহূর্তে মিল খুঁজে পাচ্ছি না...

২৪ শে জুন, ২০২৪ রাত ১১:০২

শায়মা বলেছেন: হা হা আগের পোস্টের সব ছিলো কাল্পনিক।

আর এটা স্বয়ং কাল্পনিকের আসল ছবি হা হা হা

২| ২৪ শে জুন, ২০২৪ রাত ১১:০৬

শেরজা তপন বলেছেন: আগের পোস্ট তো দেখি নাই সেটা কবে দিলেন?

২৪ শে জুন, ২০২৪ রাত ১১:০৯

শায়মা বলেছেন: লিঙ্কে যাও।

ছবির নীচে লিঙ্ক দেওয়া......:)

৩| ২৪ শে জুন, ২০২৪ রাত ১১:০৯

জটিল ভাই বলেছেন:

পোস্টটা নির্বাচিত পাতার পাশাপাশি স্টিকি করা হোক। সেইসাথে সবসময়ের জন্য ব্যানার করা যেতে পারে :-B

তবে পোস্টদাতার আঁকার হাত সত্যিই সাধারণ নয়। পোস্টদাতার জন্য.........

২৪ শে জুন, ২০২৪ রাত ১১:১৩

শায়মা বলেছেন: হা হা হা হা কেনো কেনো কেনো ???

কারণসহ কারণ দর্শাও......

৪| ২৪ শে জুন, ২০২৪ রাত ১১:২৩

জটিল ভাই বলেছেন:
কারণ, ছবিটা যথেষ্ঠ্য বোম্বাস্টিং, ফ্যান্টাস্টিক, ওয়েলাস্টিক, আর রিয়েলাস্টিক হয়েছে....... :)
তাছাড়া ছবিটা সামুর সিগনেচার হবার জন্যে আমার বিচারে পার্ফ্যাক্ট বলে মনে হচ্ছে। :)
সেইসাথে এই ছবি দেখে মন গেয়ে উঠছে,
আমিতো ছবি নই,
আমি একটা ইতিহাস,
সুযোগ পাইলে আমি
ছাড়ি না দিতে বাঁশ।
তারেই আমি ভালো পাই যে আমার খাস,
আমি একটা ইতিহাস.............

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।

বুঝতে পারছি মন থেকে এই প্রশংসা। তাই সিরিয়াসলী থ্যাংক ইউ!!! :)

এই গান কাহার গান তোমার নাকি ছবির মানুষের ???

৫| ২৪ শে জুন, ২০২৪ রাত ১১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ছবি সুন্দর হয়েছে। দারুণ!!!

আমি স্কেচিং পারি না।

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া!!!
আমিও জীবনেও আর্ট স্কুল যাইনি।

তার মানে তুমিও পারবে।

আমি যখন বোর্ডে ছবি এঁকে এঁকে গল্প বলি। বাচ্চারা হা করে তাকিয়ে থাকে। সৃষ্টির এক অবাক সৌন্দর্য্য আছে।

৬| ২৫ শে জুন, ২০২৪ রাত ১২:১২

আরইউ বলেছেন:



শায়মা,
এটাতো আমাদের জাদিদ!

২৫ শে জুন, ২০২৪ দুপুর ১:১৫

শায়মা বলেছেন: ভাইয়া :)

তোমাকে আঁকবো কবে!!!!

৭| ২৫ শে জুন, ২০২৪ রাত ২:৩১

কালো যাদুকর বলেছেন: কাভা বা জাদিদ ভাই। সুন্দর হয়েছে।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ!!!

অন্যগুলো ৫ মিনিটে এঁকেছি। এটা ৩০ বা ৪০ মিনিটস ধরে এঁকেছিলাম।

তবুও আরও একটু কারেকশন আছে।

২৫ শে জুন, ২০২৪ রাত ১১:০৪

শায়মা বলেছেন: ভাবীজিও বলেছেন সুন্দর হয়েছে!!! :)

৮| ২৫ শে জুন, ২০২৪ সকাল ৭:৩৯

নজসু বলেছেন:



আমাদের সবার প্রিয় কাল্পনিক ভালোবাসা।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: হা হা একদম ঠিক!!

৯| ২৫ শে জুন, ২০২৪ সকাল ৮:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবি ঝাক্কাস হয়েছে।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ।

একটু মন দিয়ে এঁকেছিলাম।

আরও একটু মন দিয়ে আঁকলে ভুলগুলো আরও সংশোধিত হত! :)

১০| ২৫ শে জুন, ২০২৪ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: হেড এডমিনের ছবি। ছবি ভালো হয়েছে। তবে শিপু ভাই ঘুড্ডির পাইলট করলে আরও ভালো হতো ।

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: ঐ
চোপ!!!!!!!!!!!!!!


তাহারা আমার গুরু........

আর ইহা সকল আমার গুরু মারা বিদ্যা!!!! :)

১১| ২৫ শে জুন, ২০২৪ দুপুর ১২:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কাভা :)

২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:০১

শায়মা বলেছেন: হ্যাঁ ঠিক ঠিক!!

তবে তোমার প্রপিকে কি তোমার ছবি ভাইয়া?

আমি ভেবছিলাম শ্রীকান্তের ছবি......

১২| ২৫ শে জুন, ২০২৪ রাত ৮:০৬

করুণাধারা বলেছেন: পোর্ট্রেট তুমি দারুন করো, ঘরের দেয়ালে সাজিয়ে রাখো, এ কথা তো জানিই... B-)

এই ছবিটা সত্যিই চমৎকার হয়েছে। আঁকতে কতক্ষন লাগলো?

২৫ শে জুন, ২০২৪ রাত ৮:৪১

শায়মা বলেছেন: হা হা না না ঘরের দেওয়াল জুড়ে শুধু ময়ুর, গাছপালা, নারী আর ড্যান্সার। ওহ পঙ্খীরাজ ঘোড়াও আছে। তবে এ শুধু তুমি আর মিররমনি জানো আর জানে সাড়ে ভাইয়া!!!! :)


এই ছবি এর একটু কারেকশন আছে। ঠিক করে আবার জুড়ে দেবো। :)


থ্যাংক ইউ সো মাচ!!! সবাই এত প্রশংসা করলে কিন্তু আকাশে উড়ে যাবো!!! :)

২৫ শে জুন, ২০২৪ রাত ১০:৪২

শায়মা বলেছেন: আপুনি আঁকতে কতক্ষন লেগেছে বলতে ভুলে গেছিলাম।


৩০ টু ৪০ মিনিটস লেগেছিলো। :)

তোমার ছবি দাওতো। আঁকি! :)

১৩| ২৫ শে জুন, ২০২৪ রাত ৯:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোন রঙবাজের ছবি দিলেন বুঝলাম না।

২৫ শে জুন, ২০২৪ রাত ৯:১৮

শায়মা বলেছেন: হা হা হা এই রঙবাজ তোমারফ রঙছুটাই দেবে কইলাম!!!!!!!!!!


সাবধান শিঘ্রী ইনারে হিরো নাম্বার ওয়ান বলো!!!!!!!!!

১৪| ২৭ শে জুন, ২০২৪ সকাল ১০:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হ্যাঁ ওটা আমার ছবি।
২০১৯ এর হবে।
আপনি কোন শ্রীকান্তের কথা বলেছেন ?
রাজলক্ষীর শ্রীকান্ত নাকি আচার্য্য ?

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৭

শায়মা বলেছেন: আচার্য্য!!

বাপরে তুমি তার মতই দেখতে!!!


ভাইয়া নতুন পোস্ট লিখেছি। প্রিয় থেকে অপ্রিয় হয়ে যাওয়া ভাইয়া আপুনিদেরকে নিয়ে ...... পলো পলো পলো ......:)

১৫| ২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ওখানেই আছি। পড়ছি .....

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: হা হা তোমরা কবে থেকে এসেছো ব্লগে মনে নাই আমার ।

মনে হয় না সকলকে চিনিবেক!!! হা হা

বাট ধাঁধা খুজে বের করো। :)

১৬| ২৭ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

করুণাধারা বলেছেন: তোমার ছবি দাওতো। আঁকি

একটু সুস্থ হয়ে নেই, তারপরে পার্লারে গিয়ে সেজেগুজে ছবি দিব। যাতা একটা ছবি দিলেই হল নাকি।

২৭ শে জুন, ২০২৪ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: ওকে ওকে তাই দিও ..... :)

২৭ শে জুন, ২০২৪ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: ওকে ওকে তাই দিও ..... :)

০৬ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: আপুনি সুস্থ্য হয়েছো??? স্বীকার করো আর নাই করো তাড়তাড়ি ছবি দাও। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.