নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখছি, লিখে যেতে চাই বলে...............

সায়মা নাসরিন রুম্পা

সায়মা নাসরিন রুম্পা › বিস্তারিত পোস্টঃ

সেই ক্ষণে রই নীরব

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

তুমি বলিলে; আমি শুনিলুম,
মাথা নিচু করিয়া;
সবই স্তব্ধ হয়ে গেল মূহুর্তের তরে;
গন্ডদেশে ছোপ ছোপ রক্ত জমা;
মুখ তুলিয়া চাহিব
এমন ক্ষমতা নাহি,
শরীরে শিহরণ,
কাঁপা হাতখানি নাড়িয়ে সব স্বাভাবিক করবার বৃথা চেষ্টা,
বহুক্ষণ পর মুখ তুলিয়া চাহিলাম তোমার পানে;
দেখিলাম দু’চোখে খুশির ঝিলিক;
তাতে মিথ্যার ছোঁয়া নেই এতটুকুনও;
মিছে সান্তনার বাণীতে একথা বলনি আমায়;
জেনে মন আমার আরও আকুল;
কত কি কহিতে মন চায়;
বলিতে পারি না;
যে বচন শুনিব বলে এত-এতকাল প্রতীক্ষা করিতেছিলুম,
তা দৈবাৎ কর্ণমূলে প্রবেশ করিল;
আর তখনি আমি নির্বাক হয়ে গেলুম?
তোমার চোখে চেয়ে;
দিতে পারলুম না তার ফিরতি জবাব??

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল।
আপনার বেশ কয়েকটি লেখা পড়লাম।
লেখনী ভালো।
লিখে চলুন নিরন্তর।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

সায়মা নাসরিন রুম্পা বলেছেন: ধন্যবাদ। :)

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫

তুষার কাব্য বলেছেন: আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগছে ।

ব্লগে পথচলা আনন্দদায়ক হোক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.