নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারন হোপলেস মানুষ; জীবনে শুধু অনাকাঙ্খিত ব্যাপার স্যাপার নিয়ে বেচে আছি। এইতো জীবন, জীবনের মতই চলছে। অপেক্ষায় আছি , ডেস্টিনেশন কই গিয়ে..............

রাজিব হাওলাদার

ছাত্র

রাজিব হাওলাদার › বিস্তারিত পোস্টঃ

ছাত্রের সংঙ্গা

২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৪

* মায়ের কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যার রেজাল্ট আজীবন স্বাস্থ্যহীনতায় ভোগে।

* বাবার কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যে পড়ালেখা না করে সারা দিন আড্ডাবাজি করে।

* ভাইয়ের কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যে কখনোই বড় ভাইয়ের চেয়ে ভালো হয় না।

* বোনের কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যাকে বড় বোনের বান্ধবীর ছোট ভাইবোনের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।

* পাশের বাসার আন্টির কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যে সব সময় তার ছেলের চেয়ে পিছিয়ে থাকে।

* পাশের বাসার আঙ্কেলের কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যে সব সময় তার ছেলের জন্য অনুকরণীয়।

* শিক্ষকের কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যে চার হাত-পাবিশিষ্ট একপ্রকার মনুষ্য গরু।

* জনতার কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যে সব সময় বাসে হাফ ভাড়া দিয়ে চলে।

* শিক্ষা মন্ত্রণালয়ের কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যার ওপর যেকোনো ধরনের দুর্বোধ্য নিয়ম-কানুন চাপিয়ে দেওয়া যায়।

* প্রেমিকার কাছে: ছাত্র হচ্ছে এমন এক প্রাণী, যে পড়ালেখা বাদ দিয়ে অন্য মেয়েদের পেছনে ঘুরঘুর করে।

* ছাত্রের নিজের কাছে: সে নিজে হচ্ছে এমন এক প্রাণী, বইয়ের লেখাগুলো সব সময় যার মাথার এক কিলোমিটার ওপর দিয়ে আসা-যাওয়া করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.