![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনানী ব্যাকরণহীন কায়দায় গঠিত এক বাংলা শব্দ। এটার অর্থ মহাবন, বিশাল বা সুবিস্তৃত বন (স্তব্ধ শরৎ দুপুরের ঘন বনানীর মধ্যে ঘুঘুর ডাক শুনিয়াছে - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।
ধারণা করা হয়, সংস্তৃত 'অরণ্যানী' শব্দের অনুকরণে বাংলায় 'বনানী' তৈরি হয়েছে এবং শব্দটি বেশ রমমিয়ে চলছে (বন-বনানীর দৃশ্য দেখেই সময়ই পার করলুম; বিক্ষুব্ধ জলরাশিতে বনানী প্রতিবিম্বিত হয় না - শব্নম্, সৈয়দ মুজতবা আলী)।
বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত আবাসিক ও বাণিজ্যিক এলাকার নামও বনানী।
সংস্কৃত বন্ আর বাংলা আনী প্রত্যয় যোগে বনানী শব্দটি গঠিত।
২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৪
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩০
ময়নামতি বলেছেন: কবি বলেছেন,
মোটা পণ লালসায় মন ভর না ,
শালী যেথা নেই সেথা বিয়ে কর না। শালীর নাম বনানী যে সব বনএর মত কাপড় চোপর পরে , এখন বুঝলাম বনানী কি?