![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংস্কৃতে সহজ শব্দের অর্থ সহজাত, স্বাভাবিক। কিন্তু বাংলায় সহজ মানে অনায়াসসাধ্য, সোজা, সুবোধ্য (সহজ কাজ, সহজ কথা, সহজ প্রশ্ন অথবা সহজ উদরে হব না পেটুক, সেইটুকু ভাব হব না পেটুক - নিরুপায়, সুকুমার রায়; সহজ হবি, সহজ হবি/ওরে মন, সহজ হবি - গীতালি, রবীন্দ্রনাথ ঠাকুর)।
সরল অর্থেও বাংলায় সহজ শব্দের প্রয়োগ আছে (সহজ লোক)। একই নিয়মে 'সহজে' মানে অনায়াসে। 'সাধারণত' অর্থেও সহজ শব্দটি ব্যবহৃত হয় (এ জাতীয় ঘটনা সহজে ঘটে না)।
বিশেষ্য ও বিশেষণ পদে 'সহজ' শব্দে অর্থ এক নয়। বিশেষ্যে সহজ অর্থ সহোদর। কারণ সহজ শব্দের গঠন হচ্ছে সহ (সহিত) + জ (জাত) অর্থাৎ এক মাতৃগর্ভোৎপন্ন ভ্রাতা।
জোতিষশাস্ত্রে সহজ অর্থ জন্মলগ্ন হতে তৃতীয় স্থান। তন্ত্রাচারভেদ অর্থেও সহজ শব্দটি চালু (বানের সহিত সদাই সাজিতে সহজের এই রীতি - চণ্ডীদাস)।
মধ্যযুগে প্রেম অর্থেও সহজ শব্দটি চালু ছিল (সহজ সহজ সবাই কহয়ে সহজ জানিবে কে - চণ্ডীদাস)।
বিশেষণে সহজ মানে সহজাত বা স্বাভাবিক। এই অর্থে সাহজিক শব্দটিও প্রচলিত। সুলভ, অনায়াসসাধ্য, অনায়াসসিদ্ধ, অকঠিন, সুবোধ্য, অকৃত্রিম, সরল ও সোজা অর্থেও শব্দটির প্রয়োগ রয়েছে।
রবীন্দ্রনাথ বলেছেন, সহজ কথাটি যায় না বলা সহজে। কথাটি যেমন সত্য, তেমনি সহজ শব্দটির অর্থ মোটেও সহজ নয়। আমাদের সমাজে সহজ শব্দটির রয়েছে নানাবিধ ব্যবহার।
সংক্ষেপে বলা যায়, আমরা সোজা, অল্পে যা বোঝা যায়, কপটতাহীন, স্বাভাবিক ও বিনাকষ্টে, অনায়াসে, সামান্য কারণে ইত্যাদি বোঝাতে সহজ শব্দটির দ্বারস্থ হই। এটা অকঠিন, শান্ত, সহজাত অর্থেও ব্যবহৃত হয়।
কিন্তু সহজ শব্দটির বুৎপত্তিগত অর্থটাই বাঁধিয়েছে যত্তো গণ্ডগোল। সহজ শব্দের আসল অর্থ হচ্ছে জন্মের সঙ্গে জাত, বংশগত ও স্বাভাবিক। এ তিনটি শব্দের ব্যাখ্যায় বলা যায়, সহজ মানে গর্ভজাত, সহোদর, যমজ ইত্যাদি।
ভাষাবিজ্ঞানীরা এখনও ব্যাখ্যা দিতে পারেননি, সহজ শব্দটি কি করে সোজা বা সরল অর্থ পেল। তবে কেউ কেউ ধারণা করেন, ভাইবোনের সহজ-সরল-স্বাভাবিক সম্পর্কই হয়তো সহজ শব্দটিকে এতো স্বাভাবিক ও সরল বানিয়ে দিয়েছে।
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৮
সাইমুম বলেছেন: অবশ্যই আছে। এটা ভাষার গতিশীলতার প্রমাণ।
২| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৯
ময়নামতি বলেছেন: হায় হায় প্রেমও বুঝি সহজ
যে কথা সহজে বলা যায় না তা কি করিয়া সহজ হইবে , আমি বুঝি সোজা
সকালে পত্রিকায় দেখলাম প্রেমিকাকে চাকু মেরে শেষ করেছে প্রেমিক
প্রেম কেমনে সোজা হইল
প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে
দুটি প্রানের সাধনা কেন যে বিধুর লাগে.......কি বুঝা যায় সহজ নাকি বাকা...
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১০
সাইমুম বলেছেন: সহজ শব্দটি এ কারণে আকর্ষণীয়। সহজ=প্রেম
৩| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১১
নোটার্হম বলেছেন: কত সহজে এখন বাংলা টাইপ করা যায় !!! এ সহজ কাজটি সহজ না করার আগে এত সহজে সহজাত বাংলা সহজে টাইপ করা মোটেও সহজ হতনা ।
ধন্যবাদ সাইমুম সাহেবকে। যনি নিজের নামকে এক সহজের বিপরীত কঠিন আবরনে ( সাইমুম মানে মরুভূমির ধূলিঝড় যা সহজের বিপরীত) রেখেও সহজ শবদটি সহজে present korechen
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১৫
সাইমুম বলেছেন: আপনার বিশ্লেষণী শক্তি অসাধারণ। ধন্যবাদ।
৪| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
সত্য কথায় যত দোষ ! বলেছেন: সত্যি কথা বলতে কী-আপনার পোস্ট পাঠকদের উপড় একধরনের নির্যাতন। দয়া করে এখন ক্ষান্ত দেন।
২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৩৯
সাইমুম বলেছেন: একটু ব্যাখ্যা করুন। যৌক্তিক হলে অবশ্যই বন্ধ করে দেবো। সতীর্থ ব্লগারের উপর নির্যাতন করার অধিকার আমার নেই। ধন্যবাদ।
৫| ২২ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৯
শিপু ভাই বলেছেন: @সত্য কথায় যত দোষ !ঃ ভাইজান, কেমুন নিজ্জাতন ? একটু সত্য কইরা কনতো।
ঝাতি ঝানতে চায়।
২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪০
সাইমুম বলেছেন: উনাকে বলতে দিন।
৬| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১১
জুন বলেছেন: বাংলা ভাষা অনেক কঠিন।
২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪১
সাইমুম বলেছেন: তারপরও এটা আমার মাতৃভাষা।
৭| ২৩ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:০৯
ডলুপূত্র বলেছেন: Click This Link
২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪২
সাইমুম বলেছেন: কমেন্ট দিয়েছি।
৮| ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০০
শিপু ভাই বলেছেন: আচ্ছা বস,
শংকা আর আশংকা কি এক??
২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১১
সাইমুম বলেছেন: দুটো শব্দের অর্থ এক এবং দুটোই সংস্কৃত শব্দ। কবে শুদ্ধ বানান হচ্ছে 'শঙ্কা' এ 'আশঙ্কা'।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৬
শিপু ভাই বলেছেন: আচ্ছা সব ভাষাতেই কি এরকম বৈচিত্র আছে?
মনে হয় আছে।
যেমন ইংরেজী set শব্দের নাকি ১৩২ টা ব্যবহার হয়!!