নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম-১৪৯ (সহসা)

২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৬

সহসা সংস্কৃত শব্দ। এটার অর্থ হঠাৎ, অকস্মাৎ, অতর্কিতভাবে (রণসজ্জায় সজ্জীভূত হউন, সহসা জিগীষা ফলবতা হবে - দীনবন্ধু মিত্র)।



কিন্তু সহসা শব্দটিকে কেউ কেউ শীঘ্র বা সত্বর অর্থে ব্যবহার করেন (এই সেতুটি সহসা মেরামতের কোন সম্ভাবনা নেই)। কথ্যভাষা ও মিডিয়াতে সহসা শব্দের ভুল প্রয়োগ বেশি। ভুল প্রয়োগ ক্রমাগত চলতে থাকলে সহসা শব্দটি তার স্বাভাবিক অর্থ হারিয়ে ফেলতে পারে।



সহসা শব্দের মূল অর্থ ছিল 'সবলে বা বলের সাথে'। 'হঠাৎ' শব্দের অর্থও ছিল একই।



সুকুমার সেন তাঁর 'ভাষার ইতিবৃত্ত' গ্রন্থে এ দুটি শব্দের অর্থ সংকোচনের ব্যাখ্যায় লিখেছেন, 'সাধারণত বল প্রয়োগের মধ্যে বুদ্ধি পরিচালনার অভাব দেখা যায়; সুতরাং অর্থের মধ্যে চিন্তাহীনতার বা অবিমৃষ্যকারিতার ভাব সহজেই আসিয়া পড়ে। অবিমৃষ্যকারিতা হইতে আরো সহজে আকস্মিকতায় পোঁছানো যায়। তাহার পর অবিমৃষ্যকারিতা - এই মধ্যবর্তী অংশ লোপ পাইয়া শব্দ দুইটির অর্থ হইল 'আকস্মিকভাবে'। এই অর্থের সহিত আদিম অর্থের যোগ সহজে বোঝা যায় না।'



সহসা শব্দের গঠন হচ্ছে সংস্কৃত সহস্ + আ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৯

স্বদেশ হাসনাইন বলেছেন: সহিস শব্দের সঙ্গে কি তার কোন যোগসূত্র আছে?

২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০০

সাইমুম বলেছেন: না।

২| ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৮

শিপু ভাই বলেছেন: ++++



অঃটঃ কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না- পরশ্রিকাতর।
এরা নিজেরা কোন বাল ফালাইতে পারে না , অন্যেরে হেয় করে।
আপ্নে কারো কথায় কান দেবেন না।



২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৫

সাইমুম বলেছেন: রেগেছেন তো হেরেছেন। সবার কথা শুনতে হবে এবং ঠাণ্ডা মাথায় জবাব দিতে হবে। কাউকে কাছে টানতে পারাটাই ক্রেডিট।

মতামতের জন্য ধন্যবাদ। ভার্চুয়াল লাইফে এসব কিছু জায়েজ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:২৯

ময়নামতি বলেছেন: ভাইজান সালাম,

সহসা সবমিলিয়ে হঠাৎ যেমন হঠাৎ বৃষ্টি

জীবন মানে যন্ত্রনা নয়তো ফুলের বিছানা (হঠাৎ বৃষ্টি) তাই না.....

২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৩৮

সাইমুম বলেছেন: জীবন মানে যন্ত্রণা? যন্ত্রণার ভেতর থেকে নতুন জীবন আসে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.