| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোকা শব্দের পোস্টমর্টেম দেখে আমাদের মেয়র খোকা রেগে গলদা চিংড়ির মতো লাল হয়ে গেলেও আমার কিছু করার নেই। কারণ বাংলা খোকা মানে 'যে সর্বদা হাসে।' আর ছোট শিশু অর্থে 'খোকা' শব্দটি ব্যবহৃত হয়। হিন্দিতে শিশুর আদরিয়া নাম হচ্ছে 'খোখা।'
খক হাস্য হতে খকা, খোকা, খোঁকা ও হিন্দিতে খোখা তৈরি হয়েছে।
ওঁরাও ভাষায় 'কোকা' মানে ছোট ছেলে। একই অর্থে কোকা থেকেও বাংলায় খোকা শব্দটি আসতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ওঁরাও ভাষায় 'কোকাই-হাদু' মানে খোকা আর 'কুককি-হাদু' মানে খুকী। এ কারণে বলা হয়, বাংলা খুকী শব্দটিও এসেছে ওঁরাও ভাষার 'কোকি' থেকে।
যাইহোক, এই খোকা শব্দটিই আদরে খোকন হয়ে গেছে(আয়রে খোকন ঘরে আয় দুধমাখা ভাত কাকে খায় - ছড়া)।
অবশ্য বাংলা একাডেমীর অভিধানে খোকা শব্দের মূল হিসেবে দেখানো হয়েছে সংসস্কৃত 'কুক্ষিধন' শব্দটিকে। অভিধানটিতে নির্দেশ করা হয়েছে সংস্কৃত কুক্ষিধন শব্দটি ঋগ্বেদে এসে 'তোক' হয়েছে।
এছাড়া তুর্কি 'কোকা' এবং ওড়িয়ার 'টোকা শব্দটিকে বাংলা খোকা শব্দের তুলনীয় বলা হয়েছে।
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০১
সাইমুম বলেছেন: হাঃ হাঃ হাঃ। আসলে খোকা নামের লোকদের সবচেয়ে বড় দুঃথ হলো, তারা বুড়ো হবার পরও 'খোকা' নামটি মুছতে পারে না
২|
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০৮
জুম্মি আদুরী বলেছেন:
খোকা নামের মতই আরেক নাম বাবু...
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১৭
সাইমুম বলেছেন: বাবু নামের উৎপত্তি আরও দারুণ।
৩|
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১৪
হুপফূলফরইভার বলেছেন: নিরবিচ্ছিন্ন হাসিমুখে কনফিডেন্সের দোকানদারী চালিয়ে যাক প্রোফাইলের ভবিতব্য সাইমুমীয় ভার্ছন~
খোকা শব্দের ব্যাবচ্ছেদের পাশাপাশি প্রোফাইল পিক পরিবর্তন কি পরিকল্পতি নাকি~ যাই হুক নিরন্তর আদর পৌছে যাক~
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:১৯
সাইমুম বলেছেন: না পরিকল্পিত নয়। মজার কমেন্ট বটে। অনেকের মাথার উপর দিয়ে উড়ে যাবে
৪|
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৯
জামিনদার বলেছেন: খোকারা কিন্তু বুড়া বয়সে খোকা থাকেনা- "খোকা মিয়া" হয়।
হুপের কমেন্টের প্লাস।
২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০২
সাইমুম বলেছেন: তাই নাকি?
৫|
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩৪
শিপু ভাই বলেছেন: হুপের কমেন্টে প্লাস।
আমিও খোকা হইতাম ছাঈ!!! ( সারাক্ষণ হাসতে চাই)
২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০৩
সাইমুম বলেছেন: মেয়র খোকা নাকি জুনিয়র শিপু?
৬|
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩৫
শিপু ভাই বলেছেন: শব্দের সার্জন জনাব সাইমুম ভাইয়ের নিকট একটা শব্দের ব্যাবচ্ছেদ চাই।
" ঢং"
২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০৩
সাইমুম বলেছেন: চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৫০
ময়নামতি বলেছেন: ঘর জামাই ছবি দেখেছেন ..
এ, টি,এম সামছুজ্জামান সকাল বেলা ফারুককে দেখে জিজ্ঞেস করল
(সামছুজ্জামান ঐ বাড়ী মৌলভী ছিল)
নোয়াখালী ভাষায় ইও তোঁর নাম কিও বলল ( খোকা )
সামছুজ্জামান বলছে ( এদ্দুরা হোলার নাম খোকা হাগল নি কোন )