![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ভাষায় বহুল ব্যবহৃত ‘যথেষ্ট’ শব্দটিকে যদি তার আদি অর্থে ব্যবহার করার নির্দেশ আসে, তাহলে অনেক বাংলা বাক্য পাল্টিয়ে ফেলতে হবে। অন্ততপক্ষে ভাষাবিদরা বেকায়দায় পড়ে যাবেন। কারণ মূল অর্থে এখন আর ‘যথেষ্ট’ শব্দটিকে ব্যবহারের সুযোগ নেই।
বাংলা অভিধানগুলোতে যথেষ্ট শব্দের অর্থ হিসেবে এখন প্রচুর, অনেক, খুব, ঢের ইত্যাদিকে বেছে নেয়া হয়েছে। অথচ যথেষ্ট শব্দের মূল অর্থ ‘যথা বা যা ইষ্ট বা ইস্পিত’। সোজা কথায়, যা মঙ্গলকর ও অভিপ্রেত।
এ কারণে একজন গবেষক বলেছেন, যথেষ্ট খাওয়া হয়েছে বললে হয়তো এখনও শব্দটির মূল অর্থটির কাছাকাছি যাওয়া যাবে। কিন্তু যখন বলা হয়, লোকটি যথেষ্ট মার খেয়েছে, তখন কি আর মূল অর্থে ফিরে যাওয়া সম্ভব হবে? কষ্ট যে কারো ইষ্ট হয় না।
সংস্কৃত যথা + ইষ্ট = যথেষ্ট। সংস্কৃতে যথেষ্ট মানে ইচ্ছে মতো, ইচ্ছানুরূপ। কিন্তু বাংলায় প্রচুর (যথেষ্ট পরিমাণ পানি এখনো কুয়োটিতে রয়ে গেছে), ঢের বা খুব (যথেষ্ট হয়েছে, আর খেতে পারবো না)।
অভিধানকার রাজশেখর বসু অনেক, খুব অর্থে যথেষ্ট শব্দের ব্যবহারকে অশুদ্ধ বলেছেন।
১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০১
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বাংলায় এখন এটা সন্ধিবদ্ধ পদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। সেটা আপনি সবশেষে দিয়েছেনও।
১৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২৫
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
৩| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১:৪০
সুপান্থ সুরাহী বলেছেন:
যথা + ইষ্ট = যথেষ্ট
আ+ই মিলে একার হয় ে কার পূর্ব বর্ণে যুক্ত হয়...
আমিও যথেষ্ট জানি মনে হয়...
২০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
সাইমুম বলেছেন: জানতে তো হবেই। কারণ আপনি তো মাস্টার কালীচরণ বিদ্যাভূষণ!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬
নুপুর বলেছেন: অনেক কিছু জানলাম