![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেফাফাদুরস্ত মানে বাহ্যদৃশ্যে নির্দোষ (কেদারায় বসে টানাপাখার হাওয়া খেয়ে কলম পেষা বেশ লেফাফাদুরস্ত - অমৃতগ্রন্থাবলী)।
আসলে মাকাল ফল বললেই ল্যাঠা চুকে যেতো। অথচ মাকাল ফল বুঝতে শেষ পর্যন্ত লেফাফাদুরস্তের ঘাড়ে চাপতে হলো! উপরে চমৎকার মসৃণ লাল অথচ ভেতরে কুৎসিত কালো, তাই হল মাকাল ফল। আর বাইরের সাজসাজ্জায়, আচরণে বা আদব-কায়দায় নিখুঁত কিন্তু আসলে কপট ও ফাঁকিবাজই হল লেফাফাদুরস্ত।
ফারসি লেফাফে আর দুরস্ত মিলে তৈরি হয়েছে বাংলা শব্দ লেফাফাদুরস্ত। ফারসি লেফাফে মানে বাইরের আচরণ, ছদ্মবেশ, আড়াল, আচ্ছাদন ইত্যাদি। আর দুরস্ত মানে ত্রুটিহীন বা ভুলহীন। তাই মূলগত দিক থেকে লেফাফাদুরস্ত মানে বাইরের আবরণটি বেশ মোহনীয়, ত্রুটিহীন। অবশ্য বাক্যভঙ্গিতে লেফাফাদুরস্ত শুধু পোশাকের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, তা আদব-কায়দার ভেতরও ঢুকে গেছে।
সৈয়দ মুজতবা আলী তাঁর ‘শব্নম্’ গ্রন্থে লেফাফাদুরস্তের সাদৃশ্যে ‘পোষাকীদুরস্ত’ শব্দটি লিখেছেন (পূজোর বাজারে প্রিয়জনের হাতে তুলে দেবার মত পোষাকীদুরস্ত করে)।
উল্লেখ্য, ইনভেলাপ বা খাম অর্থে আমরা যে 'লেফাফা' শব্দটি ব্যবহার করি, তাও ফারসি 'লেফাফে' থেকে তৈরি হয়েছে (যত লিখে যাই ততই ভাবনা আসে/লেফাফার ’পরে কার নাম দিতে হবে - রবীন্দ্রনাথ ঠাকুর)।
১৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩১
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৭
রেজাউল হক কৌশিক বলেছেন: শব্দের পোস্টমর্টেম আবার শুরু করছেন দেখে ভাল লাগল। বন্ধ করবেন না।
১৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩১
সাইমুম বলেছেন: সব সময় চালু রাখার সময় পাবো না। ধন্যবাদ।
৩| ১৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
ডেজা-ভু বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৬
সাইমুম বলেছেন: :-& :-& :-&
৪| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১:৫৬
সুপান্থ সুরাহী বলেছেন:
পড়তে পড়তে মনে মনে ভাবছিলাম আজ সাইমুম ভাইকে জ্ঞান দিমু...
যে লেফাফা শবদটি খাম অর্থেও আসে...
কিন্তু দুক্কু হেইডাও কইয়া দিছুইন...[আশা ভংগের ইমো]
ধন্যবাদ ...
২০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০১
সাইমুম বলেছেন: দুঃখের কিছু নেইরে ভাই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো খুব।