নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মীরসরাই[email protected]

সাইমুম

শখ : অতি সাধারণ। বই পড়া আর বিদেশ ভ্রমণ।

সাইমুম › বিস্তারিত পোস্টঃ

শব্দের পোস্টমর্টেম -২১৮ (কন্যা )

৩১ শে মে, ২০১১ বিকাল ৩:৩৩

কন্যা শব্দের মূল অর্থ কাম্যা। শব্দটিকে যৌনগন্ধী বলা যেতে পারে। কন্যা যে কাম্যা, তার একটা ব্যাখ্যা দিয়েছেন মহাভারতের রচয়িতা বেদব্যাস। তিনি লিখেছেন, ‘সর্বান্ কাময়তে যম্মাং।’ এদিক থেকে পশ্চিমা নারীদেরও অবস্থা প্রাচ্যের চেয়ে ভালো নয়। কারণ ইংরেজি woman এর মূলে রয়েছে wifeman । এ শব্দে নারীর স্বতন্ত্র সত্তার স্বীকৃতি দেয়া হয়নি। mistress শব্দটির অর্থ বর্তমান স্তরে পৌঁছতে কয়েকশ’ বছর লেগে গেছে। শুরুতে mistress শব্দটি দিয়ে অবৈধ প্রেমিকা বুঝাতো। madam শব্দটিও এক সময় প্রণয়গন্ধী ছিল। কারণ ম্যাডামের মূল অর্থ হচ্ছে মাই লেডি - আমার নারী।শব্দটির বিবর্তন এ রকম madam < ma dame < my lady. আগে শব্দটি নারীর প্রতি প্রণয় সম্বোধনে ব্যবহৃত হতো। রেস্ট্রোরেশন আমলে ১৬৬০ সালে ম্যাডাম শব্দের অর্থের বেশ অবনতি ঘটে। তখন ম্যাডাম বলতে বেশ্যাবাড়ির মালিক বুঝাতো, বর্তমানে শব্দটির অর্থে একটা শালীন ভাব রয়েছে।



হিন্দুশাস্ত্রে নয় প্রকার কন্যার উল্লেখ আছে। যেমন নটী, কাপালিকী, বেশ্যা, রজকী, নাপিতাঙ্গনা, ব্রাহ্মণী, শূদ্রকন্যা, গোপালকন্যা ও মালাকারকন্যা। আবার বাচস্পত্য অভিধানে অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী - এ পাঁচজন পঞ্চকন্যা নামে অভিহিত হয়েছেন।



প্রাচীন বাংলায় কন্যা শব্দটির বানান ছিল ‘কণ্যা’ ।

জ্ঞানেন্দ্রমোহন দাস কন্যা শব্দের অর্থে লিখেছেন ‘যে স্ত্রী পতি কামনা করে’।

সাধারণ অর্থে কন্যা মানে দুহিতা, মেয়ে, অবিবাহিতা কুমারী (কন্যা পাবে কুতুলে, তুমি পাবে দানফল - কবিকঙ্কন চণ্ডী; কন্যা আছে চোখ বিধুঁনী, দিলাম তোমার দান; সারাটি পালঙ্ক বেড়ি দলমল ঢলে কন্যার মাথার এলোকেশ - দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; জল ভরিতে যাও গো কন্যা তিন সন্ধ্যা বেলা - পূর্ববঙ্গ গীতিকা; কি করিলে আমরা দেশের উপযুক্ত কন্যা হইব? - বেগম রোকেয়া; ব্রাহ্মণ বলেন কন্যা কর অবধান - ক্ষেমানন্দ দাস; কন্যাকে গোছল দিল বিরল সুস্থলে - দৌলত উজির বাহরাম খান; কিন্তু ফকীরের রাজকন্যা লাভের বাসনা যে বামনের চাঁদ ধরার আশার মত নিতান্তই অলীক - শেখ ফজলল করিম; ঘরের বাহির হইলে জানিতে কারণ। প্রখর নূপুর দিয়া কন্যার চরণ - দৌলত উজির বাহরাম খান; সেই কন্যা হৈল জান মুখ্য পাটেশ্বরী - সৈয়দ আলাওল; মনের গুমর কন্যা মনে লুকাইয়া গোয়ালিনীর কাছে কয় হাসিয়া হাসিয়া - মৈমনসিংহ গীতিকা)।

খনার বচনে কন্যা মানে আশ্বিন মাস। অন্যদিকে আয়ুর্বেদ শাস্ত্রে ঘৃতকুমারী, বড় এলাচী (স্থূলৈলা), পতিত কাঁকড়ী, কাঁকরোলকে (বন্ধ্যা কর্কটচী) কন্যা বলা হয়।

মন্তব্য ৭২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:৪৭

স্বপ্নকথন বলেছেন: কন্যারে কন্যা.................

৩১ শে মে, ২০১১ বিকাল ৪:৩১

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

২| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:০৫

সুপান্থ সুরাহী বলেছেন:
আবারও মুগ্ধতা...

সুন্দর বিশ্লেষণ....

৩১ শে মে, ২০১১ বিকাল ৪:৩১

সাইমুম বলেছেন: ধন্যবাদ কবি।

৩| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:২৩

ছোটমির্জা বলেছেন:
যে স্ত্রী পতি কামনা করে- কণ্যা।
খাইছে,,,,,,


বরাবরের মতি জটিলস।
সাইমুম ভাই চালিয়ে যান।

৩১ শে মে, ২০১১ বিকাল ৪:৩২

সাইমুম বলেছেন: আসলে জটিল নয়, জানা নেই বলে জটিল মনে হতে পারে। ধন্যবাদ।

৪| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:৫৮

আমি বীরবল বলেছেন: খুবস সুন্দর ব্যাখ্যা দিয়ে লেখা।

৩১ শে মে, ২০১১ বিকাল ৫:৪৪

সাইমুম বলেছেন: নিজস্ব কোনো ব্যাখ্যা নাইরে ভাই।

৫| ৩১ শে মে, ২০১১ বিকাল ৫:০০

রোকন রাইয়ান বলেছেন: খনার বচনে কন্যা মানে আশ্বিন মাস। অন্যদিকে আয়ুর্বেদ শাস্ত্রে ঘৃতকুমারী, বড় এলাচী (স্থূলৈলা), পতিত কাঁকড়ী, কাঁকরোলকে (বন্ধ্যা কর্কটচী) কন্যা বলা হয়।

সবকিছু বুঝলাম! শেষের দিকে কন্যাকে যেভাবে ব্যাখ্যায়িত করা হলো সেটা কেন জানি খাপছাড়া খাপছাড়া মনে হল। কন্যার সাথে আশ্বিন মাসের কি খাতির।
আচ্ছা খনার বচন সম্পর্কে একটা গবেষণামূলক/ধারণামূলক পোষ্ট দেয়া যায়কি। এটা শুনে আসছি বহুদিন আগে থেকে। বাট এ ব্যাপারে কিছুই জানি না। অবশ্য প্রবলভাবে জানা ইচেছ হয়নি বলেই এই অবস্থা।

৩১ শে মে, ২০১১ বিকাল ৫:৪৩

সাইমুম বলেছেন: ব্লগে খনা সম্পর্কে অনেকেই লিখেছেন। সার্চ দিলেই পাবেন।

৬| ০২ রা জুন, ২০১১ সন্ধ্যা ৬:০১

শিপু ভাই বলেছেন: +++++++++++++

০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:১২

সাইমুম বলেছেন: এতু পেলাছ কই রাখি???

৭| ০২ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

হুপফূলফরইভার বলেছেন: এদিক থেকে পশ্চিমা নারীদেরও অবস্থা প্রাচ্যের চেয়ে ভালো নয়। কারণ ইংরেজি woman এর মূলে রয়েছে wifeman । এ শব্দে নারীর স্বতন্ত্র সত্তার স্বীকৃতি দেয়া হয়নি। mistress


B:-) দুঃখজনক নিতান্তুই দুঃখজনক~ সব দোষ আপনের, আপনে এই সব তথ্য জনসম্মুখে প্রকাশ করছেন কেন? তাইতো বলি পশ্চিমাদের নারীঅধিকার আদায়ে এত্ত সোচ্চার হবার কারনটা কোথায়? ;)

০৩ রা জুন, ২০১১ বিকাল ৪:১৪

সাইমুম বলেছেন: হ্যাঁ নন্দঘোষেরই দোষ সবসময় হয়।

৮| ০৮ ই জুন, ২০১১ দুপুর ১২:০৬

হুপফূলফরইভার বলেছেন: ব্যাস্ততার ভীড়ে পাশের বাড়ীতে হঠাত হঠাত উকি ঝুকি চলতেই থাকুক~ ;) ;)

০৯ ই জুন, ২০১১ দুপুর ১:৩৯

সাইমুম বলেছেন: ভালোই বুদ্ধি দিলেন দাদা।

৯| ১৪ ই জুন, ২০১১ সকাল ১১:৪৩

কাঠফুল বলেছেন: মনের গুমর কন্যা মনে লুকাইয়া গোয়ালিনীর কাছে কয় হাসিয়া হাসিয়া -

পশ্চিমা নারীদের অবস্থা আমাদের দেশের চেয়ে অনেক দিক দিয়েই খারাপ ...

১৪ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৩

সাইমুম বলেছেন: আপনার কি মনে হয়?

১০| ১৮ ই জুন, ২০১১ রাত ১১:৫৩

ছোটমির্জা বলেছেন:
নয়া লেখা কৈ ভাই?

১৯ শে জুন, ২০১১ দুপুর ১:০৯

সাইমুম বলেছেন: wait----

১১| ২৪ শে জুন, ২০১১ সকাল ১১:৩৫

শায়মা বলেছেন: বাবাহ! কন্যার এত কিছু!

২৪ শে জুন, ২০১১ দুপুর ১:১৮

সাইমুম বলেছেন: ধন্যবাদ। মেয়ে নিয়ে আমার ভাণ্ডারে অনেক কিছু জমা আছে।

১২| ২৪ শে জুন, ২০১১ দুপুর ১২:১৩

মুরুববী বলেছেন: দরকারী পোষ্ট। মজাক লাগছে। নলেজ ও বাড়ছে মেলা। +

২৪ শে জুন, ২০১১ দুপুর ১:১৯

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৬ শে জুন, ২০১১ রাত ১১:২৯

রেজওয়ান তানিম বলেছেন: আপনার সকল শব্দের পোস্ট মর্টেম পোস্টের একটা সংকলন করুন, প্রিয়তে রাইখা দিমু । মাঝে মাঝে পড়া যাইবো

২৮ শে জুন, ২০১১ দুপুর ১:৩০

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৮ শে জুন, ২০১১ বিকাল ৩:২২

ময়নামতি বলেছেন: ভাল লাগল

কন্যা শব্দের এত মানে আজই জানলাম।

ধন্যবাদ।

২৮ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:২৫

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

১৫| ০১ লা জুলাই, ২০১১ রাত ৮:৩৭

রক্তকরবী বলেছেন: বেশ তথ্য সমৃদ্ধ লেখা। ভালো লাগলো

০২ রা জুলাই, ২০১১ দুপুর ১:৫০

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

১৬| ১২ ই জুলাই, ২০১১ দুপুর ২:২১

রোকন রাইয়ান বলেছেন: বস অনেকদিন লেখেন না মনে হচ্ছে... কারণ কি...

১২ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২২

সাইমুম বলেছেন: ব্যস্ত আছি ভাইরে। ধন্যবাদ।

১৭| ১২ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২২

রিদ্ওয়ান মাহমুদ বলেছেন: খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন+++++++

১২ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২৮

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

১৮| ১২ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২৯

নাজনীন১ বলেছেন: বিষম খেলাম কন্যা শব্দের আদি মানে দেখে। :| :|

১২ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৪৬

সাইমুম বলেছেন: কিছু কিছু শব্দের ইতিহাস আমাদেরকে সত্যিই চমকে দেয়। ধন্যবাদ।

১৯| ০২ রা আগস্ট, ২০১১ দুপুর ১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ভাল লাগল।
পরিশ্রম করে পোস্ট দিলেন আপনি।
মাঝখান থেকে জ্ঞান লাভ করলাম আমি।




০৫ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২৬

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

২০| ১২ ই আগস্ট, ২০১১ সকাল ১১:৪০

সামুর মুসা বলেছেন:
নতুন পোস্ট দেন


খরম বন্দনা কি লেখবেন্না?

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২৬

সাইমুম বলেছেন: লিখবো।

২১| ৩১ শে আগস্ট, ২০১১ সকাল ১১:২৩

ভাস্কর চৌধুরী বলেছেন:

.............................ঈদ মোবারক.............................
ঈদ আপনার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সূখ আর আনন্দ......


০৫ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২৭

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:০৭

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: জলের মতন সহজ.. :)

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৯

সাইমুম বলেছেন: তাই নাকি?

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৪

রোকন রাইয়ান বলেছেন: ব্লগের রাস্তাটা কি ভুলেই গেলেন বস!!

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:১০

সাইমুম বলেছেন: না ভুলিনি।

২৪| ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪৫

সুপান্থ সুরাহী বলেছেন:
মিশর ভ্রমন কেমন কাটল?

২৩ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৬

সাইমুম বলেছেন: ভালো। ফ্যান্টাস্টিক।

২৫| ২৩ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো। সাপ্তাহিক ২০০০-এর দুটি সংখ্যায় আপনার বন্দনা বিষয়ক লেখাগুলো ভালো লেগেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪১

সাইমুম বলেছেন: ধন্যবাদ। একশোটি বন্দনা জমা দিলাম ওখানে। এ পর্যন্ত নয়টি ছাপা হয়েছে।

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৮

রোকন রাইয়ান বলেছেন: বস!! ভালো আছেন নাকি??

১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:০২

সাইমুম বলেছেন: হ্যাঁ ভালো আছি। আপনি?

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন:
সাইমুম ভাই কি আবারও একটিভ হবেন...?

আজ দেখলাম স্বদেশ হাসনাইনের কবিতায় আপ্নার কমেন্ট....

১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:০২

সাইমুম বলেছেন: সময় পাবো বলে মনে হয় না। ধন্যবাদ।

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৮

রোকন রাইয়ান বলেছেন: বস!! নতুন চাকরিতে স্বাগতম...

১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:০২

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৩

রোকন রাইয়ান বলেছেন: অনেক দিন পর প্রথম সারিতে আপনার পোলা ফটুক দেখলাম, ভালো লাগলো দেখে...

০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:২৬

সাইমুম বলেছেন: ধন্যবাদ

৩০| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:২৪

সিদ্দিক আহমেদ বলেছেন: সোজা প্রীয়তে

০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:২৬

সাইমুম বলেছেন: ধন্যবাদ

৩১| ০৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০০

মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন: দারুণ...

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৫০

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

৩২| ১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৫

বাল্যবন্ধু বলেছেন: দারুন।
নতুন করে কিছু জানলাম।
পোষ্টে পিলাচ।

১১ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৩

সাইমুম বলেছেন: ধন্যবাদ

৩৩| ১৬ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৫

ত্রিভুজ বলেছেন: সাইমুম ভাই এই সিরিজটা আবার শুরু করে এতদুর চালিয়ে গিয়েছেন জানতাম না। আবার থেমে গেলেন কেন? কিপ ইট আপ....

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০১

সাইমুম বলেছেন: আমি্ও সামুতে নিয়মিত নিই।

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১১

ম্যাক্সমিরস্লাভ বলেছেন: শরু কোরেন াবার।

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০২

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

৩৫| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১১

রিমঝিম বর্ষা বলেছেন:

এটা সেটা কতা কি!! অথচ কোথাও কন্যাকে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে বলা হয়নি। আজিব দুনিয়া !!!


আপনার ভান্ডারে যা যা আছে বের করেন ভাইয়া। ভালোই লাগে জানতে।

২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৬

সাইমুম বলেছেন: চেষ্টায় আছি।

৩৬| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৯

রুদ্রাক্ষী বলেছেন: খুব সুন্দর প্রান্জল লেখা ভালো লাগলো একই অর্থের এত ভিন্ন রুপ দেখে।ধন্যবাদ আপনাকে।

৩৭| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৫

সাইমুম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.