![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইমেলায় এবার আমার বই এলো। নাম ‘শত বন্দনা’। প্রকাশক দিব্যপ্রকাশ। দাম মাত্র সাড়ে চারশো টাকা।
‘ভুবনগাঁয়ে তথ্যের জম্পেশ সমাবেশ নিত্য মনে করিয়ে দেয়, আমরা বাস করছি গোলকায়নের যুগে। কোনো তথ্যই ফেলনা নয়, যেমন করে সংসারে আবর্জনাও সার হয়।
চারপাশের চিরচেনা খুঁটিনাটি বিষয় আর পারিপার্শ্বিকতার মাঝে লেপ্টে আছে মানবজিজ্ঞাসার বয়েসী দলিল। অনেকটা অজান্তেই এসব বিষয় নিয়ে গবেষণা আর কোলাহল চলে, নানা মাত্রায়, ভিন্ন প্রেক্ষাপটে। অথচ এসব গবেষণা আর কোলাহলের সিংহভাগই রয়ে যায় অজানা।
সাংবাদিকতা সূত্রে দৃশ্যত অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। অথচ এসব বিষয় গুছিয়ে জানতে গিয়ে বুঝতে পারলাম ‘কোনো কিছুই জানার মতো জানতে পারিনি।’
এই অতৃপ্তি থেকেই এই গ্রন্থের গ্রন্থণা শুরু।’
সবাইকে ধন্যবাদ।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৩
আরজু পনি বলেছেন:
অভিনন্দন
দেখি বইমেলায় গেলে আপনার বইটার খোজ করবো!
আমারও একটা বই আছে মেলাতে জাতীয় গ্রন্থপ্রকাশণ-এ :!>
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৪
সাইমুম বলেছেন: অভিনন্দন। ধন্যবাদ।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:০৮
গাধা মানব বলেছেন: অনেক শুভকামনা রইল।
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৪
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন, শুভ কামনা রইল...
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৯
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৪
অভীষ বলেছেন: ভা্ই সফট কপি হবে না? শুভ কামনা রইল।
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩১
সাইমুম বলেছেন: হবে।
৬| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৩
রিমঝিম বর্ষা বলেছেন:
সাইমুম ভাই...............একখান কপি আমারে পাঠায়ে দেন। পড়ি আর না পড়ি কালেকশনে রাখুম।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৪
সাইমুম বলেছেন: ঠিকানা দাও। পাঠিয়ে দেবো।
৭| ২৪ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:১৬
রিমঝিম বর্ষা বলেছেন:
ঠিকানা এরপরের বার যখন কথা হবে তখন দিয়ে দেবো।
৮| ২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৮
রোকন রাইয়ান বলেছেন: আহারে কিনতে চেয়েও কিনা হয়নি..
আপসোস...
অবশ্যই কিনব ইনশাআল্লাহ...
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২২
সাইমুম বলেছেন: তাই নাকি? মাশা আল্লাহ।
৯| ২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৬
রোকন রাইয়ান বলেছেন: শেরপুর কবে যাবেন প্লিজ আওয়াজ দেন.... আমি যে কোনো সময় যেতে রাজি আছি... দ্রুত সময় করেন একদিন..
২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪০
সাইমুম বলেছেন: ঠিকাসে।
১০| ২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৩
কাঠফুল বলেছেন: দেরীতে হলেও অভিনন্দন।
ব্লগে অনিয়মিত হওয়ায় অনেক কিছুই মিস হয়ে যাচ্ছে...
২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪১
সাইমুম বলেছেন: ধন্যবাদ। আমিও অনিয়মিত। দুজন একই প্রজতির। ধন্যবাদ।
১১| ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫৮
রাতুল_শাহ বলেছেন: অভিনন্দন আর শুভ কামনা রইল রে ভাই।
০১ লা মে, ২০১২ রাত ৯:১০
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
১২| ১৭ ই মে, ২০১২ রাত ১২:৪৯
সুপান্থ সুরাহী বলেছেন:
কেমনাছেন?
বইটা দারুণ...
পড়তে পড়তে অনেক কিছু দেখা হয়ে যায়...
১৮ ই মে, ২০১২ রাত ১০:৪০
সাইমুম বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৩৪
ভাস্কর চৌধুরী বলেছেন:
.....人~EID MUBARAK~
...( ◎)________人
..║ ∩║_____.-:'''"' '";-.
..║ ∩║___(*(*(*|*)* )*)
..║ ∩║_. ║∩∩∩∩∩∩∩∩∩║
══════════════════════════════════════
✪░▒▓███► ஜ۩۞۩ ঈদ মোবারক ۩۞۩ஜ ◄███▓▒░✪
══════════════════════════════════════
১৪| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৫
ময়নামতি বলেছেন: বইটা কিনার ইচ্ছে আছে কিন্তু সময়ের অভাব বোধ করছি।
ভাল থাকবেন।
১৫| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬
ভাস্কর চৌধুরী বলেছেন:
১৬| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৯
খেয়া ঘাট বলেছেন: দাম মাত্র সাড়ে চারশো টাকা।
বইটি কিনার ইচ্ছে রইলো , যদি পাওয়া যায়।
১৭| ৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪
সাইমুম বলেছেন: না পাওয়ার কোনোই কারণ নেই ভাইয়া। কারণ এটার প্রকাশক দিব্যপ্রকাশ। নিশ্চিত থাকুন, োরা মাত্র দুশো কপি ছাপায়নি। ধন্যবাদ।
১৮| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৪
ময়নামতি বলেছেন: বহুদিন পর সাইমুম ভাই কেমন আছেন।
১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
সাইমুম বলেছেন: ময়নামতি ভাই, আমি ভাল আছি। সামুতে তেমন একটা ঢুঁ মারার সুযোগ পাই না!!!!
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫১
সাইমুম বলেছেন: বেশ কিছু বন্দনা আমি সামুতে লিখেছিলাম। তবে সংক্ষিপ্ত আকারে। বইতে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।