নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ছেলে বেলা

সজীব৬১৪

ফাজিল ২

সজীব৬১৪ › বিস্তারিত পোস্টঃ

ধর্ম কি শুধুই দেখানোর বিষয় ?

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:২৪

আজকাল অনেকেই দেখি Facebook এ লম্বা লম্বা ইসলামি পোষ্ট করেন বা শেয়ার করেন। কিন্তু তিনি কতটা তা পালন করেন, তা নিয়ে আমার যথেষ্টই সন্দেহ আছে। এদের অনেকেই আবার বিধর্মীদের (তাদেরই ভাষায়) দেশে বসে বসেই এই কাজ গুলো করেন, তারা আসলেই জানেন ধর্ম কি?

আরে ভাই তুই তোর বাপ মারে ছাইড়া পইরা আসোস বিদেশ বিভুয়ে।
আরে বেটা বাপ মায়ের সেবা করা, এটাও ধর্মের শিক্ষা।

আমাদের দেশের কত জন আছে, যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে? যে ঘুষ ও সুদ খাচ্ছে, আবার সেই পাচ ওয়াক্ত নামাজ পড়তেছে। এটার মানে কি? হয় সে জানে না ধর্ম মানে কি, হয় সে মনে করে্ মক্কায় যেয়ে এক বা একাধিকবার হজ্জটা মেরে আসলাম, আমার সব দোষ মাফ হয়ে যাবে।

এখন অনেকেই বলতে পারেন, আল্লাহ রহমানির রাহিম। তিনি মাফ করতেই পারেন। আমি বলবো না পারেন না। যে জেনে বুঝে আকাম করবে, অন্যের হক মেরে খাবে, আর আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আর এই সব খারাপ মানুষের জন্য যারা সারা জীবন কষ্ট করে গেলো তাদের কি হবে?

দেশে ঘুষ না থাকলে, দেশের উন্নতি হত। এত বেশি বেকার থাকতো না। দেশে অপরাধ থাকতো না, সাথে সাথে অপরাধীও থাকতো না। অনেক অপরাধী আছে, তারা পরিস্থিতির শিকার। আল্লাহ তাআলা কি তাদের কে মাপ করবেন?

তাই আমার মনে হয় আমাদের দেশের মানুষ, বেশির ভাগই ধর্ম পালনটাকে বাহিরে বাহিরে দেখায়। ভিতরে ভিতরে কেওই তা পালন করে না।

(অবশ্যই আল্লাহ ভীরু মানুষ আমাদের দেশে অনেকেই আছেন)

হতে পারে, আপনি আমার সাথে একমত নন।
এটা আমার মতামত, আমার সাথে আপনাকে এক মত হতেই হবে তা নয়।
ভালো থাকবেন।

বানান ভুল হলে, এর জন্য ক্ষমা প্রার্থী

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:


বানান ভুল হলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন নিশ্চয়ই।

আল্লাহ শাস্তি দেবেন, মাফ করবেন, উপদেশ দেবেন, সৎপথ দেখবেন, এত কিছুর কি দরকার? ঘুষ খেতে, বা দোষ করতে না দিলেই তো সমস্যার সমাধান; মরার পর, সোজা বেহেশতেে!

২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:



বিদেশে যারা ধর্ম নিয়ে লিখছে, কথা বলছে, সেটা আল্লাহের প্ল্যানের অংশ; এসব লোকজন ভাগ্যাবন, এরা ইউরোপ, আমেরিকাকে ইসলামের ছায়াতলে আনবেন।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



পোষ্ট দিয়ে আপনি কোথায় চলে গেছেন?

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @চাঁদগাজী:
পোস্ট দিয়ে পোস্টদাতা নিজেই মনে হয় বিদেশ বিভূঁইয়ে চলে গেছেন।
পোস্ট দিয়ে পগার পার ! =p~

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: ধর্ম কেউ মানছে না। যে যার মতো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.