![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সাধারণ মানুষগুলো যখন তিল তিল করে নিজেদের পরিশ্রম এক করে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে সেই প্রতিষ্ঠান গুলোর স্বপ্ন মরে যায় দেশের রাজনীতির হরতাল, অবরোধ, পেট্রোল বোমায়। দেশে সরকার যেই থাকুক, সরকারের উদ্যোগ, সরকারের নীতি, সরকারি সাহায্য সহযোগিতা সেই সাধারণ মানুষ গুলোর কাছে যেমন পৌছায় না, তাদের তেমন কোন কাজেও আসে না। কিন্তু দেশের ৮৫ ভাগ মানুষই সেই সাধারণ মানুষ। যারা প্রতিনিয়ত নিজের যোগ্যতায় অর্থনীতির হাল ধরে রাখেন। তাদের কাছে সরকার মানে ৫ বছরে একবার ভোট দেওয়া মাত্র। কে ক্ষমতায় আছেন আর কে ক্ষমতায় আসবেন সেটা নিয়ে তাদের কোন তৃপ্তির ঢেকুর আসেনা। এই সাধারণ মানুষ গুলোই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের হাল ধরে আছেন নিজ দায়িত্বে। অন্যদিকে এ দেশের রাজনীতি দিয়েছে শেখ মুজিব, জিয়াউর রহমান, চার নেতার মত নেতাদের শহীদ উপাধি, দিয়েছে ক্ষণে ক্ষণে অচল দেশ, দিয়েছে ঐ সাধারণ মানুষগুলোর অনিশ্চিত প্রতিটা মুহূর্ত, দিয়েছে স্বাধীন দেশে স্বাধীন মানুষের মাংস পোড়ার গন্ধ। তাহলে কার জন্য এই রাজনীতি? এই রাজনীতিতে কিসের এত বড়াই?
©somewhere in net ltd.