নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী › বিস্তারিত পোস্টঃ

আমাদের দুঃস্বপ্ন ভঙ্গ হোক

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

মহা ধুমধাম করে গৃহের কর্তা আর বেগম দুজন মিলে গেলেন কেনাকাটা করার জন্য। অনেক দেখে শুনে কিনে আনলেন দুই মুখি এক চুলা। যত্ন করে রান্নাঘরের যথাস্থানে চুলা বসালেন। তাতে গ্যাস সংযোগ দিলেন। পরম আনন্দে চুলায় জ্বালালেন আগুন। তারপর দুজনে মিলে উঠে বসলেন সেই চুলার দুই জ্বলন্ত মুখে। আগুন জ্বলছে, তার সাথে সাথে জ্বলছে কর্তা ও বেগমের পশ্চাৎদেশ। যন্ত্রণায় দুজনের কিছুই করার নেই। এদিকে কর্তা পুড়ছেন আর ভাবছেন বেগমের চুলার আগুনে মনে হয় একটু শান্তি পাওয়া যাবে। অন্যদিকে বেগম নিজের চুলার আগুন থেকে বাঁচতে কর্তার চুলায় বসতে মরিয়া। অবশেষে দুজনে একটু শান্তির জন্য বদল করেন দুজনের চুলা। কিছু সময় যেতে দুজনেই বুঝলেন শান্তি যেন কোথাও নেই। তারপরেও একটু শান্তির আশায় বদলে চললেন একে অন্যের চুলার সাথে। হঠাৎ ঘুম ভেঙ্গে যায় তাদের। নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে দেখেন তাদের পশ্চাৎদেশ পুড়ে কয়লা হয়ে যায়নি। এভাবেই আমরা প্রতিনিয়ত দুই দলের রাজনীতিতে পুড়ে মরছি আর একটু ভালোর আশায়, শান্তির আশায় চুলা বদল করে চলছি অনবরত। আমাদের দুঃস্বপ্ন ভঙ্গ হোক। নতুন সকাল আসুক আমার পশ্চাৎদেশ অক্ষত নিয়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯

আহলান বলেছেন: কিছু বিষয় আসলে আমাদের রাজনীতি র উর্দ্ধে রাখার ব্যবস্থা করতে হবে। তার পয়লা নম্বর হলো মুক্তিযুদ্ধ। কেউ এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে পারবে না। দ্বিতীয় বিষয় হলো ধর্ম। ধর্মের দোহাই দিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। তৃতীয় বিষয় হলো দেশের স্বাধীনতা স্বার্বভোমত্ব জলাঞ্জলী হয়, দেশের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোন প্রকার কথা কাজ কেউ করতে পারবে না। এসব যদি সঠিক নিয়মে পালন করা যেতো দেশ এগিয়ে যেতো ...সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে লোক জন আমাদের দেশে আসতো ....আমরা যেতাম না ...

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: আহলানের সাথে একমত| রম্য গল্পে ভাল লাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.