নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী › বিস্তারিত পোস্টঃ

সবাই স্বর্গের দিকে এগিয়ে গেলেও আমরা পরে রই সেই দোযখে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

ছোট একটা রম্য গল্প মনে পরে গেল-------
এক লোক মারা যাবার পরে তার আত্মা নিয়ে যাওয়া হচ্ছে। সেই আত্মাকে যখন দোযখের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে দেখতে পায় দোযখে প্রতিটা দেশের মানুষের জন্য আলাদা আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু একটা বিষয়ে তার খুব অবাক লাগছে দেখে যে প্রতিটা দেশের দোযখের দরজায় পাহারা বসানো আছে কিন্তু একটি মাত্র দোযখের দরজায় কোন পাহারা নেই। খুব কৌতূহল নিয়ে আত্মা বাহককে প্রশ্ন করে ফেলল সেই আত্মা এবং সাথে সাথে এও বলল যে নিশ্চয়ই ঐ দোযখে যে বাসিন্দারা থাকছে তারা খুব শান্তি প্রিয়। উত্তরে আত্মা বাহক বলল, একটা সময় কোন দোযখেই পাহারা ছিলনা। পাহারা না থাকায় প্রতিটা দোযখ থেকে দোযখ বাসি পালিয়ে স্বর্গে চলে যেত। এবং এ কাজে এক জন অন্যজনকে তারা সাহায্য করত। এভাবে সব দেশের দোযখ থেকেই পালিয়ে দোযখ বাসিরা স্বর্গে চলে যেত। তাই উপায় না দেখে প্রতিটা দোযখের পাহারার ব্যবস্থা করা হয়েছে। ভিন্ন শুধু মাত্র ঐ একটি দোযখ। ঐ দোযখে বাস করে বাংলাদেশের মানুষ। অন্য সব দোযখে যেমন একজন অন্যজনকে পালিয়ে যেতে সাহায্য করে এই বাংলাদেশের দোযখে ঘটে ভিন্ন ঘটনা। এখানে কেও কাওকে সাহায্য করেনা। একজন স্বর্গে যেতে চাইলে অন্যজন পেছন থেকে টেনে ধরে। আর এভাবে এখান থেকে কেহই পালিয়ে স্বর্গে যেতে পারেনি এবং এ কারনেই এদেশের দোযখে কোন পাহারাদার লাগেনা।
এই রম্য গল্পটি হয়তো সবার জানা। তাই সবাই এই গল্পের সাথে আমাদের মিল খুঁজে পাবেন। আমরা যে যাহাই করিনা কেন আমাদের পেছন টেনে নামানোর জন্য দুই দলের রাজনীতিই যথেষ্ট। আর তাই সবাই স্বর্গের দিকে এগিয়ে গেলেও আমরা পরে রই সেই দোযখে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

ঢাকাবাসী বলেছেন: পুরোণো গল্প কিন্তু খাঁটি সত্যি কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.