নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী › বিস্তারিত পোস্টঃ

বাঙালিদের এক দেশ, বাংলাদেশ...............

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

আমার একটা মনের কথা বলে গেলেন কোলকাতার অভিনেতা দেব। তিনি এপার বাংলা আর ওপার বাংলাকে এক করে দিতে বলেছেন। আমি বরাবর ভাবি সেই যে ব্রিটিশরা তাদের কটু চালের অংশ হিসেবে ১৯৪৭ সালে বাংলাকে ভেঙ্গে দুই টুকরা করে দিয়ে গেল সেটা সবাই কেন চুপ করে মেনে নিয়ে চলল? বঙ্গকে ভঙ্গ করার ইতিহাসের দিকে যদি তাকাই, ১৭৬৫ সালে বাংলা, বিহার ও উড়িষ্যা একসাথে ছিল। ব্রিটিশদের শাসনক্রিয়ায় জটিলতার কারনে সেই সময় থেকেই বঙ্গকে ভেঙ্গে ফেলার পরিকল্পনা। ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। কিন্তু ১৯১১ সালে ১২ ডিসেম্বর প্রচণ্ড গণআন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রহিত হয়। দ্বিতীয় বার বঙ্গকে ভঙ্গ করা হয় ১৯৪৭ সালে রাজনৈতিক কটু চালের অংশ হিসেবে। এমনি এক দুষ্ট রাজনৈতিক চাল ছিল জার্মানির ১৫৫কিমি বার্লিন প্রাচির। ১৯৬১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দীর্ঘ ২৮ বছর পশ্চিম বার্লিন ও পূর্ব বার্লিন আলাদা থাকার পরে ১৯৯০ সালে সম্পূর্ণ ভাবে আবার একত্রিত হতে পারে।

ব্রিটিশরা ভারতবর্ষ ২০০ বছর শাসন করেছে। ভারতবর্ষ ছেড়ে যাবার সময় বার্লিন প্রাচিরের মত বঙ্গকে ভেঙ্গে রেখে গেছে। দেবের কথায় সুর মিলিয়ে বলছি বাংলা পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা। আমাদের মাটি এক, আমাদের সংস্কৃতি এক, ৪৭ এর আগে আমাদের ইতিহাসও ছিল এক। আমরা কেন ব্রিটিশদের চাপিয়ে দেওয়া বঙ্গভঙ্গ মুখ বুঝে মেনে নিচ্ছি? দেশ আমার, মাটি আমার আর ভাগ করে দিয়ে গেল কিনা ব্রিটিশরা ! ১৯১১ সালে যদি বঙ্গভঙ্গ নিয়ে গণআন্দোলন হতে পারে। বার্লিন যদি ২৮ বছর পর আবার একত্রিত হতে পারে তাহলে ওপার আর এপার কেন মিলে যেতে পারেনা? আশা করবো মমতাদি এবং তার সফর সঙ্গিরা কোলকাতায় গিয়ে এ বিষয়ে জনসচেতনা সৃষ্টি করবেন এবং সবাইকে বুঝাতে চেষ্টা করবেন বাংলা ভাষাভাষী, বাঙালি সংস্কৃতির সকলের জন্য এক দেশ, বাংলাদেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এবং তাদের আরো বুঝাতে হবে (এবং বুঝতে হবে) দুই বাংলা এক করার স্বপ্ন দেখতে হলে তাদের দিল্লির গোলামী থেকে তুক্ত হবার সাধ এবং সাধ্য থাকতে হবে।

বাঙালীর স্বাধিনচেতা মন থাকতে হবে।

আমরা পাকিদের তাড়িয়ে যেমন আজ স্বাধীন- তাদেরও ভারত কনফেডারেশন থেকে মুক্ত হয়ে তবেই এই ডাক দেযা উচিত!

নয়তো অর্থটা কি দাড়ায়?

দুই বাংলা কিভাবে এক হবে?
বাংলাদেশ কি ভারতে যোগ দেবে? তা কি সম্ভব?

তবে এই আবালীয় আহবানের কি মানে ???

আগে তোমরা নিজেরা স্বাধীন হয়ে আস- তারপর অখন্ড বাংলার স্বপ্ন সত্যি হবে।
নিজে পরাধীন থেকে- কলাটা মুলোটা খেয়ে স্বাধীন দেশের সাথে এক হবার বাসনা- আকাশ কুসুম নয়!!!!!??????

যাত্তসব আদিখ্যেতা!!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

ইমরান আশফাক বলেছেন: @ বিদ্রোহী ভৃগু, সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.