![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতে না মিললেই সরিয়ে দিতে হবে। সেটা চেয়ার থেকে হোক, জায়গা থেকে হোক আর পৃথিবী থেকে হোক। এটাই আমাদের সহজাত প্রবৃত্তি। হয়তো আমিও এমন। হয়তো কোন দিন আমিও মতের মিল না হওয়াতে, আমার হ্যাঁ তে হ্যাঁ না বলাতে নিজ ক্ষমতায় অন্য জনকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েছি। আমি আলোর মশাল নিয়ে বেড়াই, কিন্তু বুঝতে পারিনা আলো কি জিনিস। কারন চোখ দুটিই যে আমার অন্ধ, তারপরেও আলো নিয়ে গর্ব আমার কমেনা। প্রকাশ্যে অথবা অন্ধকারে একজনকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েই মনে করি আমি জিতে গেছি। সরিয়ে দেবার এই প্রবৃত্তির অংশ যদি আমিও হই তাহলে হুমায়ুন আজাদ, ব্লগার রাজিব, ফারুকি অথবা অভিজিতের হত্যার দায় আমারও। আমার এবং আমাদের এই "সরিয়ে দেওয়া" অথবা “অন্ধর আলো নিয়ে গর্ব” করার প্রবৃত্তি একসময় এসে পথে পথে রক্ত ঝরায়।
©somewhere in net ltd.