![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম আর বেশী আমরা বেশীর ভাগ মানুষ সরকারের উপর নাখোশ হয়ে থাকি। সুযোগ পেলে সরকারের সমালোচনা করতে ছারিনা। তারপরেও আমরা সরকারের কাছে অনেক অনেক কিছু আশা করে ফেলি। অনেক কিছু দাবি করে ফেলি। আমরা চাই সরকার হবে সৎ। সরকারের কাছে জনগনের মূল্য হবে সব থেকে বেশী। সরকারী লোকজন দুর্নীতি করবেনা, ঘুষ খাবেনা, চুরি করবেনা। যা করবে শুধু জনগনের ভালোর জন্য। কিন্তু বাস্তবে সব কিছু যখন উল্টা হয়ে যায় তখন আর সরকার আপনার আমার চোখে ভাল থাকেনা। কিন্তু দোষ খুঁজতে গেলে আসলেই কি বের হয় আমাদের সামনে?
অন্যর দোষ খুঁজতে গিয়ে আমরা আসলে ভুলেই যাই সব অসৎ, চুরি, দুর্নীতির সূত্রপাত এই আমাদের সাধারণের হাত ধরেই। যে দেশের সাধারণ জনগন ভোটের আগে প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নেয়। যে দেশের সাধারণ ব্যবসায়ী রোজার অনেক অনেক আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয় বিনা কারনে( এর ফলে রোজায় আর মূল্য বৃদ্ধি করতে হয়না, মানুষ রোজার আগের বাড়তি মূল্যেই পণ্য কেনে, আর ব্যবসায়ীরা ঢোলা বাজিয়ে বলার সুযোগ পান রোজার মধ্যে পণ্যর মূল্য বাড়েনি), খাদ্য পণ্যে বিষ মেশায়। সে দেশের মানুষ সরকারের কাছে কোন ভাবেই ন্যায়, সঠিক সেবা, অথবা নিজেদের সম্মান দাবি করতে পারেনা। আর এমন দুর্বলতার সুযোগে সরকার নাকম যন্ত্রটি হয়ে ওঠে শুধুই ক্ষমতার। তাই সাধারণ জনগন যখন অসৎ, তখন সৎ সরকার আশা করা বোকামি ছাড়া কিছুনা।
©somewhere in net ltd.