নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী › বিস্তারিত পোস্টঃ

মাশরাফিকে শাহরুখ খানের ফোন আমায় আনন্দিত না করে শঙ্কিত করেছে............

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৮

আজকের বাংলাদেশ ক্রিকেট টিম এমন ভাল খেলছে তা কিন্তু দু এক বছরেই হয়ে যায়নি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৯ বছর খেলার পরে আজ বাংলাদেশ গর্ব করার মত করে খেলছে। সেই গর্বিত টিমের মোস্তাফিজুর রহমান নিঃসন্দেহে বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক ২ ম্যাচে তার ১১ উইকেট অনেক অনেক সম্ভাবনার আলো আমাদের সামনে এনে দিয়েছে। এর ফলে মোস্তাফিজ দেশে ও বিদেশে যেমন পরিচিত হয়ে উঠেছে ঠিক তেমনি সবার কাছ থেকে পাচ্ছে বাহবা। যার ধারাবাহিক হিসেবে বলিউডের কিং খান শাহরুখও মাশরাফিকে ফোন করে সাধুবাদ জানিয়েছেন এবং ভাল ইঙ্গিত দিতে গিয়ে প্রকৃত পক্ষে একটি খারাপ কাজও তিনি সেরে ফেলেছেন। আগামীতে আইপিএল খেলায় তিনি মোস্তাফিজ ও সাব্বির রহমানকে দলে নেবার আগ্রহ প্রকাশ করেছেন। শাহরুখ খানের ফোনে আমি খুশীর থেকে শঙ্কিত হয়েছি বেশী।

আজকের বাংলাদেশ টিম এমন ভাল খেলছে তা কিন্তু এই ২০১৫ সালের একার ফসল নয়, অথবা এই ১১ খেলোয়াড়ের নয়। ২৯ বছরের পাশাপাশি ৩০০ এর অধিক খেলোয়াড়ের শ্রম রয়েছে এখানে। কষ্ট করে যদি এক সপ্তাহ পেছনে যাই আমরা, তাহলে দেখতে পাই মোস্তাফিজ তার শখের একটি আই ফোনের জন্য তার আমেরিকা প্রবাসী চাচার কাছে আবদার করেছিলেন। আর তার চাচা তাকে ম্যাচে ৩টি উইকেট পাওয়ার শর্তে এই ফোন দিতে রাজিও হয়েছেন। সেই মোস্তাফিজ যদি শাহরুখ খানের এই ফোনের পরে বিছানায় শুয়ে ভাবা শুরু করেন আমি কি হনু রে, তিনি যদি এখন মনে মনে কাড়ি কাড়ি অর্থর স্বপ্ন দেখা শুরু করে দেন, অথবা সুন্দর সুন্দর মেয়ে ভক্তের নরম ভালবাসায় নিজেকে ছেড়ে দেন তাহলে সফলতা ব্যর্থতায় পরিণত হতে এক রাতই যথেষ্ট। অনেকে হয়তো তৃপ্তিতে ঢেকুর তুলে ফেলেছেন এইপিএল এর বার্তায়। আমার বেলায় কিন্তু বিপরিত হয়েছে। আমি কিন্তু রীতিমত ভয় পেয়েছি। মিষ্টি কথার আড়ালে শাহরুখ খান আসলে শুরুতেই মোস্তাফিজ ও সাব্বির খানের মত বাংলাদেশী খেলোয়াড়দের অর্থের মোহে ফেলে আমি কি হনু রে ভাবতে পথ দেখিয়ে দিলেন। হতেই পারে বাংলাদেশী খেলোয়াড়দের আবার ইন্ডিয়ার থেকে পিছিয়ে দেবার সুন্দর মিষ্টি প্রচেষ্টা এই ফোন। যা মোটা দাগে এই খেলোয়াড় সহ বাংলাদেশী টিমের জন্য অকল্যাণকর।

আশা থাকবে মোস্তাফিজ সহ সকল খেলোয়াড়ের আশে পাশের প্রতিটা মানুষ, সেটা ক্রিকেট বোর্ড হোক, তাদের সতীর্থরা হোক, হোক তার পরিবারের সদস্য, সবাই যেন ওকে সহ উদীয়মান সকল খেলোয়াড়কে অর্থে আভিজাত্যে বিলাসিতায় সতর্ক করে দেন। হঠাৎ করে অতিরিক্ত পাওয়া মানুষকে তার জায়গা থেকে নিচেই নামায়, উপড়ে ওঠায় না। পাশ করার আগেই চাকুরী পেয়ে গেলে বেশীর ভাগ সময় ছাত্র আর পাশ করতে পারেন না। সার্বিক ভাবে বাংলাদেশ যখন সম্মান নিয়ে খেলতে শুরু করেছে সে জায়গায় আগে ১ থেক ২ বছর আরো ভাল করার পর আমরা হয়তো তৃপ্তির ঢেকুর আশা করতে পারি। তার আগেই অর্থের মোহ আবার বাংলাদেশে কে আগের জায়গায় নিয়ে যেতে পারে সেটা অস্বাভাবিক নয়। ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারলে অর্থ উপার্জন যে কোন দুরূহ কিছু না সেটা সবাইকে মেনে ধিরে সুস্থে বাংলাদেশ টিম সহ নিজেকে এগিয়ে নেবার আহব্বান থাকলো। টানা ২৯ বছর আন্তর্জাতিক ম্যাচ খেলার পরে যে সফলতা সেটা ধরে রাখাই সব থেকে জরুরি বলেই মনে হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৭

মামুন হাসান১৩৯৮ বলেছেন: ভাল খেলতে পারলে টাকা অনেক আসবে তাই IPL ৫ বছর না খেলার অনুরোধ করব ।

২| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫১

নীল আকাশ বলেছেন: খুব ভালো বলেছেন । ভালো খেলতে পারলে এমনিতেই টাকা আসবে । ধৈয্য ধরতে হবে ।

৩| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:১৩

হাসান রাজু বলেছেন: ভাল খেলুক । টাকা ও আসুক । সবাই কামাই করছে মুস্তাফিজ কেন করবে না ! এতে দোষেরও কিছু নেই । আজ পারফরম করতে পারছে, ৫ বছর পরের কি গ্যারান্টি ? কত কিছুই হতে পারে । আই ফোনের জন্য ৩ জায়গায় ৫ উইকেট নিয়েছে । হতেই পারে আই পি এলের জন্য এর চেয়েও ভাল পারফর্ম করলো । প্রতিভা ছিল, কষ্ট করেছে আজ সাফল্য আসা শুরু হয়েছে । সাফল্যের সাথে অর্থকড়ি আসলে পায়ে ঠেলবে কেন ? এই অর্থকড়ি তো হারাম না কিংবা অবৈধ না ।
সংশ্লিষ্টরা একটু গাইড করবেন যেন বখে না যায় / জুয়াড়িদের পাল্লায় না পড়ে ।

৪| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:১৩

কাবিল বলেছেন: ভাল লিখেছেন, সহমত জানাই।

৫| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:২২

টয়ম্যান বলেছেন: ইন্ডিয়া চান্স পাইলে তার ঠ্যং ভাইঙ্গা দিব

৬| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৪

জহরলাল মজুমদার বলেছেন: পরলাম

৭| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:০৬

যোগী বলেছেন: যতসব ফাউল মধ্যযুগীয় চিন্তা!
তার এখন প্রডাকশন আছে সে সেটা সেল করবে আর এটাই নিয়ম। আজ তার প্রডাকশান আছে কাল সেটা থাকবে কিনা কে জানে?
এমনও হোতে পারে নিজেকে ভালো দামে বেচতে পারলে সে তার নৈপূন্য আরও বাড়ানোর উৎসাহ পাবে।

২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:১৯

সজীববুরী বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ। প্রডাকশন আছে সেটা বিক্রি হবেই। এটাই স্বাভাবিক। আমাদের এটাও মাথায় রাখা উচিৎ যে ২৯ বছর ধরে খেলার পর আজ বাংলাদেশ সম্মানিত বোধ করছে। তাই প্রডাকশন বিক্রির ধান্দায় যেন এই সম্মানিত বোধ করার পথ বন্ধ হয়ে না যায়। ২৯ বছর যেহেতু এমন প্রডাকশন বিক্রির তেমন সুযোগ ছিলনা, তাই সামনে আর কিছু দিন, কিছু মাস বছর সাবধানে থেকে খেলাটাই বুদ্ধিমানের। আগে বাংলা টিম, তারপর নাহয় প্রডাকশন বিক্রি। সেটা যদি মধ্যযুগীয় হয় তাতেও আপত্তি নেই। যখন ধারাবাহিক ভাবেই বাংলা টিম ভাল খেলবে তখন এক জন দুজন নয় প্রতিটা খেলোয়াড়ি অর্থ উপার্জনের সুযোগ পেয়ে যাবে।

৮| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৪

যোগী বলেছেন: তত দিন যদি মুস্তাফিজের ফর্ম না থাকে তাকে কী টাকা আপনি দিবেন?
আবালের মত কথা না বলে নিজের চর্কায় তেল দেন।
সাকিব অনেক দিন থেকেই আইপিএল এ খেলছে তাতে তার কী সর্বনাসটা হয়েছে?

২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৪

সজীববুরী বলেছেন: আবালের মত কথা মনে হচ্ছে আপনি বলছেন ভাই। আপনি আসলে লেখার উদ্দেশ্যই বুঝতে পারেন না। আগে বুঝুন। তার মন্তব্য করুন। মধ্যযুগিও চিন্তা, অথবা আবালের মত কথা, এই ধরনের শব্দ গুলো ব্যবহার না করে আগে উদ্দেশ্য বুঝুন। কেওই আইপিএল এ খেলতে মানা করেনি। অবশ্যই খেলবে। আর শুধু আইপিএল কেন সকল প্রকার লীগেই খেলবে। তার আগে ছেলেটার উচিৎ একটা নির্দিষ্ট সময় সব চিন্তা বাদ দিয়ে নিজেকে গুছিয়ে নেওয়া। আন্তর্জাতিক ম্যাচে মাত্র তো ১ সপ্তাহ বয়স ছেলেটার। এখনি কাড়ি কাড়ি টাকার গরম ছেলেটা সহ্য করতে পারবেনা। আগে সব বুঝুক, শিখুক, শুধু খেলতে পারাই সব নয়, সাথে আন্তর্জাতিক সকল ধান্দা সম্পর্কেও শিখে নিক। তানাহলে আশরাফুলের মতও তো হয়ে যেতে পারে। মনে রাখবেন মধ্যযুগ আর আবাল সব কিছুই টাকার কাছে স্লিপ কাটে। ছাত্র পাশ করার আগেই যখন চাকুরী পেয়ে যায়, তখন সে ছাত্র আর পাশ করতে পারেনা। আপনার মত মধ্যযুগীয় আবালের মত চিন্তা করলে সোনার ডিম পারা হাঁসকে পেট ফেরে ডিম খুঁজতে হবে।

৯| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: অবশ্যই খেলা উচিত।

১০| ২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৬

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!

১১| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৭

আব্দুল্যাহ বলেছেন: মোস্তাফিজ ভালো খেলবে এটাই আশা।
আইপিএল এ যদি খেলেই তবে কোন দোষ নেই, কারণ এখনই তার শেখার বয়স আর দেখানোর সেরা সময়।

২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:৪০

সজীববুরী বলেছেন: মোস্তাফিজ ভাল খেলবে এটাই তো স্বাভাবিক। কোন লীগে খেলাও দোষের কিছু নয়। আপনরা কথাই আপনাকে বলছি, এখনই তার শেখার বয়স, মাত্র তার ১ সপ্তাহ বয়স আন্তর্জাতিক ম্যাচে। আগে তো শেকড় শক্ত হোক। খুঁজে দেখুন বাংলাদেশেও এমন ব্যাটস ম্যান ছিল যে এসেই সেঞ্চুরি করে ফেলে, কিন্তু শেকড় শক্ত হবার আগেই হাড়িয়ে যায়। তাতে নিজেও কিছু পায় না, টিমও পায়না। কেও বিরোধী নয় ওর দেশের বাইরে লীগ খেলায়। কিন্তু শেকড় ঠিক মত শক্ত হোক। তাতে খেলোয়াড় এর জন্য যেমন ভাল, বাংলাদেশে এর জন্যও তেমন ভাল। ১ সপ্তাহ মাত্র যার বয়স তাকে পলিটিক্স সেখার জন্যও সময় দিতে হবে ভাই। এর আগেও একজনকে বলেছি, যে পাশ করার আগেই চাকুরী পেয়ে গেলে সে ছাত্র আর পাশ করতে পারেনা। আগে ঠিক মত পাশ করুক। তারপর সারা পৃথিবী দাপিয়ে বেড়াক।

১২| ২৫ শে জুন, ২০১৫ রাত ২:০৯

আমি মিন্টু বলেছেন: ভালো কইছেন সহমত :)

১৩| ২৫ শে জুন, ২০১৫ সকাল ৯:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল বলেছেন। সহমত।

১৪| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:০৫

টিএম.নীরব বলেছেন: আমি ভারত কে বিশ্বাস করিনা

১৫| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:১৮

যোগী বলেছেন: নিঃশ্চয় মুস্তাফিজের বুদ্ধি আপনার চেয়ে বেশি তাই সে এত ভালো খেলছে আর সে নিজেকে আপনার চাইতেও ভালো চিনে?
তাই তাকে আপনার বুদ্ধি দেয়ার দরকার আছে বলে মনে হয় না। সে নিজেই সিদ্ধান্ত নিক সে কি করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.