নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণফোনের গ্রাহক বৃদ্ধির প্রতারণা মূলক নতুন ধান্দা " দেয়ারখুশী" ।

০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০৫

গ্রামীণফোন "দেয়ারখুশি" নামে নতুন এক উদ্যোগ নিয়ে বেশ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের বিজ্ঞাপনের কথায় যদি আসি, সেখানে দেখা যায় ইন্টারনেট এর অভাবে অনেকে তাদের কাজ করতে পারছেন না, আয় করতে পারছেন না। আদতে যার উপার্জনের জন্য ইন্টারনেট দরকার হয়েই যায়, সে কষ্ট করে হলেও নিজেই ফোন কিনে স্বাধীন ভাবে অপারেটর বেছে ইন্টারনেট ব্যবহার করে নিজের কাজটি করে নেন। উদ্যোগটি প্রতারণা মূলক ধান্দা ছাড়া আর কিছুই বলে মনে হয়না। কোম্পানিটি আপনার আমার কাছে পরে থাকা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার যোগ্য সুস্থ মোবাইল ফোনটি তাদের কাছে পাঠালে তারা সেটা টুকটাক ঠিক করার শর্তে এক বছরের ফ্রি ইন্টারনেট প্যাকেজ সহ ব্রাক এর মাধ্যমে পৌঁছে দেবেন তাদের হাতে যারা ইন্টারনেট ব্যবহারের সুযোগ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু মাত্র এক বছরের জন্য নির্দিষ্ট ফ্রি ইন্টারনেট এর লোভ দেখিয়ে তারা প্রথমে তাদের দিয়ে গ্রাহক সংখ্যা বাড়াবেন, সেই সিম দিয়ে যে ফোন কল করা হবে সেটা ইন্টারনেট ব্যবহারের থেকে অবশ্যই বেশী, যা থেকে তারাই বেশী লাভবান হবেন।

যদি লাভ ক্ষতির হিসেবে যাই তাহলে কি দাড়ায় সেটা একটু দেখে নেওয়া যাক, আমাদের ফোন, যা কেনা থেকে তারা রেহাই পেয়ে যাবেন, এই খরচ তারা আমাদের কাঁধে চাপিয়ে দিলেন। ইন্টারনেট খরচের দিকে তাকালে দেখা যায়, বর্তমানে গ্রামীন সহ অন্যান্য মোবাইল অপারেটররা যেহেতু আগের ২০০৮ সালের ১২৭,০০০/- টাকায় ১ মেগাবিটের পরিবর্তে এখন ৮০০০ টাকায় মেগাবিট/সেকেন্ড ব্যান্ডউইথ পাচ্ছে সেখানে এই ১ মেগাবাইট স্পীডের ইন্টারনেট তারা অগণিত গ্রাহকের কাছে বিক্রি করে মাস হিসেবে প্যাকেজে লিমিট দিয়ে। যা হিসেব করা গেলে সারা বছরে ৩০০ থেক ৪০০ টাকার বেশী খরচ হবার কথা নয়। তাই আসল কথা হল, আমাদের ফোন দিয়ে ফ্রি ইন্টারনেট এর লোভ দেখিয়ে গ্রামীণফোন নিজেদের গ্রাহক আর ফোন কল বাড়িয়ে নেবার ধান্দায় নেমেছেন।

যদি দেবার ইচ্ছা থাকে তাহলে তারা কেন কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি (CSR) হিসেবে নিজেদের অর্থে এমন মোবাইল ফোন এর সাথে সারা জীবনের জন্য অর্ধেক মূল্যে ফোন কল ও ইন্টারনেটের সুবিধা দিয়ে অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াচ্ছেন না। এক বছরের ফ্রি ইন্টারনেট দেবার পরে ফোন কলের অর্থ কে দেবে? অথবা ইন্টারনেট এর ব্যয় কে বহন করবে? মাত্র এক বছরের ফ্রি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেই কি অসহায় মানুষ গুলো ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহারের খরচ যোগানে সক্ষম হয়ে যাবে? আশা করি সমাজের প্রতি দায়িত্ব পালনে গ্রামীণফোন নিজের অর্থেই এমন উদ্যোগ এগিয়ে নিয়ে যাবে। সাধারণের পকেটের টাকায় নয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৯

মামুন্‌ বলেছেন: গ্রামীণফোন মানে হারামীফোন

২| ০৯ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫২

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ওরা ইস্টইন্ডিয়া কোম্পানির মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.