![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
### বাংলাদেশ কেমন আয়ের দেশ সেটা নিয়ে অর্থ দেবতার সাথে তর্ক চলছিল। তর্কের এক পর্যায় অর্থ দেবতা বলেই ফেললেন বাংলাদেশ উচ্চ আয়ের দেশ এবং এ দেশের মানুষের কাছে যে কোন দামে যা খুশী তাই বিক্রি করা যায়। আমি তার কথা মানতে না পেরে বেঁকে বসলাম এবং আবার তর্ক শুরু করে তার কাছে প্রমাণ চাইলাম। দেবতা আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা ভারতে টাটা ন্যানো গাড়ীর মূল্য কত? উত্তরে জানালাম ১ লক্ষ রুপি যা বাংলা টাকায় ১২৫০০০ টাকার সমান, দেবতা আবার জিজ্ঞেস করলেন ভারতে মিতশুবিশি পাজেরো স্পোর্টস গাড়ির মূল্য কত? উত্তরে আবার জানালাম প্রায় ২৬ লক্ষ রুপি যা বাংলা টাকায় ৩৩ লক্ষ টাকার সমান। তখন দেবতা হাঁসতে হাঁসতে বললেন, দেখ যে দেশে ১২৫০০০ টাকার গাড়ি ৯ লক্ষ টাকায় এবং ৩৩ লক্ষ টাকার গাড়ি ৭০ লক্ষ টাকায় বিক্রি হয় সে দেশ অবশ্যই উচ্চ আয়ের দেশ এবং সে দেশে সব কিছুই বিক্রি সম্ভব। তাই নয় কি?
### আমার হাঁসিমাখা মুখ দেখে শহর দেবতা হাঁসির কারন জানতে চাইলেন। হাঁসতে হাঁসতেই তাকে বললাম, আমি খুবই গর্ব বোধ করছি। তিনি পুনরায় জানতে চাইলেন কি কারন এই গর্ব বোধের? আমি তাকে জানালাম যে, আমি এমনি এক শহরের বাসিন্দা যে শহর সারা পৃথিবীতে বসবাসের অযোগ্যতার তালিকায় দ্বিতীয় হতে পারেছে। বসবাসের যোগ্যতার শিখরের দিকে আগাইতে যতটা পরিশ্রম করা দরকার তার থেকে অনেক অনেক কম পরিশ্রমে অযোগ্যতার শিখরে আমরা পৌঁছাইতে পেরেছি। এইটাই বা কম কীসের?
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগেনি