![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবতা জিজ্ঞাস করলেন আমি কিছু খাবো কিনা। উত্তরে হ্যাঁ সূচক বাক্য বলায় পুনরায় জিজ্ঞাস করলেন কেমন খাবার খাবো, এক বারে খেয়ে ফেলার মত খাবার নাকি সামনে দেবার পরেও খেতে না পারার মত খাবার? এমন কথায় বিস্ময় নিয়ে জানতে চাইলাম এ আবার কেমন খাবার যা সামনে থাকলেও খাওয়া যাবেনা। দেবতা মুখ বাঁকা করে গল্প বলা শুরু করলেন, এক দেশে ইন্টারনেটের ১ এমবিপিএস ব্যান্ডউইথের মূল্য ১০৬৮ টাকা থেকে কমিয়ে ৬২৫ টাকা নির্ধারণ করা হয়, কারন ইন্ডিয়া নামক একটি দেশকে সেই ইন্টারনেট দেওয়া হবে ১০ ডলার মূল্যে এবং শর্ত জুড়ে দেওয়া হল যে, এই মূল্যে তারাই ইন্টারনেট পাবে যারা কমপক্ষে ১০ জিবিপিএস ব্যান্ডউইথ ক্রয় করবে। যার ক্রয় মূল্য দাড়ায় ৬৪,২৫,০০০ টাকা। তো সে দেশের লোকাল এরিয়ার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারেরা এত টাকা খরচ করে ব্যান্ডউইথ কিনতে পারে না, ফলে সাধারন গ্রাহকেরা সেই কম মূল্যর ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায় না।" গল্প শেষে খাবার পছন্দের ভার আমার কাঁধে চাপিয়ে দিয়ে দেবতা চোখ বুজলেন.....................
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জোরসে বলো জয় বাংলা !!!!!!!!!!!!!!!!!
দেবতার জয় হোক!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
হানিফঢাকা বলেছেন: ভাল বলেছেন