![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেবতার মুখ কালো। কপালে ভাঁজ দেখেও আমি চুপ। এক সময় বেদতা গজ গজ করতে করতে জিজ্ঞাস করলেন আমি কি কখনো ভূত দেখেছি কিনা? উত্তরে না সূচক শব্দে তিনি আরো হতাশ হলেন বলেই মনে হল। এবার বিষয়টা কি জানতে চাইলাম দেবতার কাছে। তিনি যা বললেন তা শুনে আমার প্রচণ্ড রাগ হল। তিনি বললেন আমরা নাকি ভূতের মত। আমরা উল্টো পথে হাটি। কারন ভূতেদের নাকি উল্টো দিকে পা থাকে এবং তারা উল্টো দিকে হাটে। এবার প্রমাণ না চেয়ে থাকতে পারলাম না। প্রমাণে দেবতা আমায় বললেন দেখ, যে দেশের সরকার পর্যাপ্ত সংখ্যক সরকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেনা, সে দেশের সরকারের উচিৎ বেসরকারী কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে ভর্তুকি দেওয়া। তা না করে বরং সেই ক্ষেত্রে ভ্যাট আরোপ করা হয়েছে। সরকারের যে ব্যর্থতার কারনে শিক্ষার্থীরা বাধ্য হচ্ছে অতিরিক্ত অর্থ খরচ করে বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিতে সে ব্যর্থতার দায় কেন শিক্ষার্থীদের বহন করতে হচ্ছে? অথবা পক্ষে থাকা তরুণ বর্তমান ও ভবিষ্যতের ভোটারদের কেন দূরে ঠেলে দেওয়া হচ্ছে? এহেন প্রমাণে নীরবে নিজের পায়ের পাতা উল্টো কিনা সেটা দেখতেই ব্যস্ত হোলাম।
©somewhere in net ltd.