![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাঙালিরা সব সময়ই হুজুগে নাচি। সেই হুজুগের উপর এসে পরেছে ডিজিটালাইজেশনের ভূত। না জেনে, যাচাই না করে আমরা ডিজিটাল দুনিয়ায় যা ইচ্ছা তাই বলি, করি। ঠিক যেমনটা পরী মনির জন্মদিনে উপস্থিত থাকা তার নানাকে নিয়ে বলছি এবং করছি। বেশ কয়দিন ধরেই পরী মনির নানাকে বাবা বানিয়ে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান হিসেবে মিথ্যা ভাবে উল্লেখ করে নানান জন নানান মন্তব্য করে বেড়াচ্ছেন। কিন্তু আদতে তিনিই চেয়ারম্যান কিনা সেটা হঠাৎ ডিজিটাল হওয়া মানুষ গুলো জানার চেষ্টা করে নাই। এখানে দুইজন ব্যক্তির ছবি তুলে ধরা হল। প্রথম ছবির ব্যক্তি আর দ্বিতীয় ছবির ব্যক্তি এক নয়। আর দ্বিতীয় ছবির মানুষটি হচ্ছেন ইসলামী ফাউন্ডেশন এর চেয়ারম্যান। ডিজিটাল মানেই যে কোটি মানুষের শুধু ফেসবুক চালাতে জানা নয়, অথবা না যেনে না বুঝে একজন বস্তির মানুষের ফেসবুক চালানো নয় সেটা অনেকেই বোঝেন না এখনো।
২| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
চাঁদগাজী বলেছেন:
আপনি একাই নচছেন
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
অন্ধবিন্দু বলেছেন:
আমরা বাঙালিরা সব সময়ই হুজুগে নাচি। সেই হুজুগের উপর এসে পরেছে ডিজিটালাইজেশনের ভূত। না জেনে, যাচাই না করে আমরা ডিজিটাল দুনিয়ায় যা ইচ্ছা তাই বলি
সজীববুরী,
আপনার কথাটিতে দ্বিমত করতে পারলেম না। আসলে হুজুগ-গত ব্যাপারটি রক্তে মিশে গেছে ... আর এর ওপরে আবার সুশিক্ষার প্রচণ্ড অভাব দেখছি। মিথ্যা ভাবে উল্লেখ করে নানান জন নানান মন্তব্য করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।