নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী

স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা হরন করা নয়।

সজীববুরী › বিস্তারিত পোস্টঃ

রাশিফল ২০১৬

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

আমরা অনেকেই রাশিফল বিশ্বাস করি অথবা সুযোগ পেলে একবার নজর বুলিয়ে নেই রাশিফলের উপর। লেখাটি সংগ্রহ করা। কারো দরকার মনে হলে পড়ে দেখতে পারেন।

রাশিফল ২০১৬

ক্যালেন্ডারের দিনের সাথে সাথে কন্যারাশির ২০১৫ সাল শেষের পথে। অপেক্ষায় দাড়িয়ে ২০১৬। অন্য সকল রাশির জাতক জাতিকদের মত করেই কন্যারাশির জাতক জাতিকাদের জন্য এ নতুন বছরটি বয়ে নিয়ে আসবে নতুন নতুন সম্ভাবনা। শতশত বছর ধরেই মানুষের মধ্যে অতিত বর্তমান ও ভবিষ্যৎ জানার ইচ্ছা বয়ে চলেছে। এমন অনেক মানুষ আছেন যারা জ্যোতিষী বিশ্বাস করেন না, ভাগ্য গণনা করার না, রত্ন পাথরের উপর কোন আস্থা নেই, কিন্তু তিনি কোন রাশির সেটার খবর ঠিকই রাখেন এবং সুযোগ পেলেই পত্রিকা থেকে ম্যাগাজিন থেকে এমনকি ইন্টারনেট থেকেও রাশিফল জেনে নেবার চেষ্টা করেন।

যারা রাশিফল (Rashi Fal, Astrology, Horoscope) বিশ্বাস করেন এবং যারা সুযোগ পেলে একবার নিজের রাশি এবং ভবিষ্যৎ রাশিফল জেনে নেবার চেষ্টা করেন তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান “Rashi Ratno (রাশিরত্ন) এর পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াশ। জ্যোতিষ শাস্ত্র মতে ১২ রাশির আগামী বছর কেমন যেতে পারে তার তথ্যই এখানে তুলে ধরা হবে। এই অংশে আপনি পাবেন শুধু মাত্রই কন্যা রাশির ২০১৬ সালের রাশিফল। তবে কার সাথে কতটা মিলে যাবে সেটা বলা কঠিন। কারন সব কন্যা রাশি মানুষ যেমন এক রকম নয় তেমনি বাকি ১১ রাশির সকল মানুষ এক রকম নয় এবং সবার জীবন এক রকম নয়। তাই ভবিষ্যতের রাশিফল সবার সাথে মিলে যাবে এমনটা ভাবা ঠিক হবেনা। তবে কিছু কিছু ক্ষেত্রে জীবনের গতিপথ সহ প্রধান প্রধান ক্ষেত্র গুলোতে কিছুটা মিলেও যেতে পারে।

জ্যোতিষশাস্ত্র মতে পৃথিবী সীমাহীন মহাবিশ্বের নক্ষত্র গুলোর সাথে সংযুক্ত তাই তারা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । এই গ্রহগুলোর ভারসাম্যহীন অবস্থার তুলনায় ভারসাম্যপূর্ণ অবস্থানে আপনি জীবনে, প্রেমে,কর্মজীবনে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক ভালো সমন্বয় পেতে পারেন । যখন তা ঘটে আপনি হয়তো সে পরিস্থিতি চিনতে নাও পারেন, ফলে আপনি তার প্রতিক্রিয়া দিতে পারেন না । ২০১৬ সালে আপনার রাশিফল ​​অনুসরণ করুন, নিশ্চিত থাকুন যে আপনি জীবনের জন্য প্রস্তুত; কোনকিছুই আপনাকে অবাক করবে না।

যদি আপনি জানেন যে আপনার রাশি কী অথবা অন্তত আপনার জন্মতারিখ, আপনি আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর জানতে পারবেন। রাশিফল আপনার আত্মিক জীবনের গোপন কথা প্রকাশ করে । এটা বিজ্ঞান নয়, তবে এর থেকে কিছু কমও নয়। আর এই জন্যই আপনার কিছুই মিস করা উচিৎ নয় তাই আমাদের ওয়েবসাইটে ২০১৬ সালের রাশিফল অনুসরণ করুন।

মনে রাখা ভালো যে আপনার নিজের মত করেই আপনার জীবনে। আপনি আপনার জীবনকে যেভাবে দেখতে চান এবং যতটুকু চেষ্টা করেন ঠিক সেভাবেই আপনার জীবন গড়ে ওঠে। তাই। জীবনে চলার পথে ভালো ভাবুন, ভালো করুন এবং সদা সুন্দর থাকার চেষ্টা করুন। ফলে অনেক খারাপ কিছুও আপনার কাছে এসে পরাজিত হবে। তাই রাশিফল যাই হোক নিজের ভেতর পজিটিভ শক্তির অনুভব করুন এবং জীবনকে সুন্দর চোখে দেখার চেষ্টা করুন।

মেষরাশি (২১ মার্চ থেকে ১৯ এপ্রিল):

আগেই জেনেছেন যে আপনি মঙ্গল গ্রহের জাতক জাতিকা হলে মঙ্গল গ্রহের দ্বারা প্রভাবিত হবে বেশী। মঙ্গল গ্রহ আপনার আনুকুলে থাকলে এ বছর উন্নতিতে বেশ গতি ফিরে পাবেন। আর যদি কোন কারনে মঙ্গলের প্রভাব খারাপ প্রতীয়মান হয় তাহলে সম্ভব হলে একটি রক্ত প্রবাল পাথর আপনি ব্যবহার করে দেখতে পারেন। ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে রত্নপাথর ব্যবহার করতে বলছিনা। আপনার ভেতরের শক্তি আরো ভালো ভাবে কাজে লাগাতে আপনি রাশিরত্ন পাথর ব্যবহার করে দেখতে পারেন। আপনার ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার। এ গ্রহ যে শুধু মাত্র আস্থা ও স্বতঃস্ফূর্ত আচার আচরনের কথাই বলে তাই কিন্তু নয়, বরং এ গ্রহ আপনাকে একজন যোদ্ধা হিসেবে উপস্থাপন করে থাকে। আর আপনি এমনি একজন যোদ্ধা নিজি সততার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে পছন্দ করেন। কিছু কিছু বিষয় রয়েছে যা আপনি নিজে থেকেই অদৃষ্টের হাতে ছেড়ে দেন, তারপরে অমীমাংসিত কোন কাজ আপনাকে পিড়া দেয়।

এ বছর অন্তত নিজের পেশাগত জীবনের সাথে ব্যাক্তিগত জীবনে এক করে ফেলবেন না। এ বিষয়ে শুরু থেকেই সাবধান হওয়া আপনার জন্য মঙ্গলজনক। ভালো মন্দ মিলিয়ে আপনার জীবন, তবে সারা বছরেই মাঝে মাঝে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যার জন্য প্রস্তুত থাকুন। যারা অনেক দিন ধরে বিবাহ নিয়ে ভাবছেন তাদের জন্য ভালো খবরের সম্ভাবনা রয়েছে। যারা কোন ব্যবসায় করবেন করবেন ভাবছেন তারা সাহস করে শুরু করেই দিতে পারেন। সঠিক ভাবে কাজ করতে পারলে লাভবান হবার সম্ভাবনা রয়েছে। তবে এবছর পেশাগত জীবন তথা ব্যাক্তিগত জীবনে কোন প্রকারের সিদ্ধান্ত নেবার সময় নিজের মনের কথা শুনতে ভুলবেন না।

বৃষরাশি (২০ এপ্রিল থেকে ২০ মে):

আপনি যে গ্রহ দ্বারা সব থেকে বেশী প্রভাবিত হয়ে থাকেন তার নাম হচ্ছে শুক্র যা আগেই বলেছি। আবেগ প্রবন মানুষ হিসেবে আপনাদের যে বেশ সুখ্যাতি রয়েছে তা হয়তো অতিরিক্ত আবেগের কারনে আপনি বুঝে উঠতেই পারেন না। ফলে মাঝে মাঝেই আপনি পরাজিত হন আবেগের নিকট। তবে আপনাদের সব থেকে বড় গুণ হচ্ছে অধ্যবসায়, কঠিন লক্ষ্যর পেছনে লেগে থেকে সেটা অর্জন করা আপনার স্বভাব। হিসাব মতে বছরের প্রথম দিকের সময় আপনার জন্য ভালো হবার সম্ভাবনা রয়েছে। আবেগি মানুষ হিসেবে ভালবাসা দ্বারা প্রভাবিত হবেন বারবার। এমনও হতে পারে যে কোন কোন বৃষরাশির জাতক জাতিকারা বছরের প্রথমে বিদেশ গমনের সুযোগ পাবেন। ২০১৬ সাল বৃষরাশির জাতক জাতিকাদের ব্যবসায়ের জন্য বেশ অনুকুলে থাকবে বলেই প্রতীয়মান হয়। ছেলে-মেয়ের কাজের কারনে নিজেদের গর্বিত ভাবার সুবর্ণ সুযোগ পেয়ে যেতে পারেন এ বছর।

মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে এ বছর অবসাদ পরতে পারেন। এর ফলে বছরের প্রথন দিকে পয়সা খরচের দিকে খানিকটা নজর দেবেন। এর ফল স্বরূপ বছরের দ্বিতীয়ার্ধের সমস্যা অনেক কমে যেতে পারে। সর্বোপরি এ বছরের কাজে কর্মে একটু ভারসাম্য রেখেই কাজ করা উচিৎ। বছর জুড়ে যদি শুক্র গ্রহ আপনাকে সাপোর্ট দিয়ে থাকে তাহলে সর্বোপরি ভালোর সম্ভাবনাই থাকবে আর যদি এ গ্রহের অনুকুল পরিস্থিতে থেকে আপনি বঞ্চিত হোন তাহলে চেষ্টা করবেন একটি পান্না পাথর অথবা একটি সাদা জারকন পাথর অথবা শ্বেত নীলা ব্যবহার করার। রাশিরত্ন পাথর আপনার ভাগ্য রাতারাতি বদলে দেবে না। আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে সাহায্য করবে মাত্র। ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

মিথুনরাশি (২১ মে থেকে ২০ জুন):

আপনার মধ্যে যে স্বভাবটি সব থেকে বেশী উল্লেখযোগ্য তা হল আপনি প্রতিনিয়ত নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তাই সব কিছুতেই আপনার জ্ঞান থাকলেও সেটা বেশীর ভাগ সময় ভাসাভাসা। নতুনের খজের কারনে আবিস্কারের একটা নেশা থাকে আপনার মধ্যে এবং কাজের মত কোন কাজ পেলে সেটাই পূর্ণ মনোযোগে সম্পন্ন করা আপনার স্বভাব। মিথুন রাশির জাতক জাতিকাদের মাঝে একটি পজিটিভ মনোভাব লক্ষ্য করা যায় সবসময়। বছরের শুরু থেকেই নানান কাজের মধ্যে দিয়ে যাবে আপনার সময়। ফলে অভিজ্ঞতা বাড়িয়ে নেবার সুযোগ পাবেন অনেক। আর পাবেন একটি প্রতিযোগিতা মূলক পরিবেশ। ফলে কিছু আইনি সমস্যায়ও জরিয়ে পরাটা অস্বাভাবিক হবেনা। এমন পরিস্থিতিতে সমস্ত দিক বিচার করেই তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বুদ্ধিমানের। মায়ের সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আপনার। তাই সাবধান হয়ে যাওয়া উচিৎ এখনি। মাথা ঠাণ্ডা রাখুন।

বছরের মাঝামাঝি দেখবেন সুবাতাস বইতে শুরু করেছে। এ সময়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। তবে পেশা হিসেবে ব্যবসায়ের জন্য এ সময়টা কিছুটা অস্থির। ছোট খাট বাঁধার সম্মুখীন হবেন তাই দাতে দাত কামড় দিয়ে এগিয়ে যান। কারনে সামনেই ব্যবসায়ের জন্য সুন্দর রাস্তা। বুধের অনুকুল পরিস্থিতিতে আপনার উন্নতি বেগবান হবে। তাই চেষ্টা করবেন একটি পান্না পাথর ব্যবহার করার। তবে মনে রাখবেন রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায় না। আপনার ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

কর্কটরাশি (২১ জুন থেকে ২২ জুলাই):

আবার বলছি আপনার জন্য শুভ গ্রহ হচ্ছে চাঁদ। তাই আপনি অনেক নরম মনের মানুষ, অনেক বেশী সংবেদনশীল। আপনার সকল প্রকার ধ্যানজ্ঞান হচ্ছে আপনার পরিবার নিয়ে। হিসাব মতে এ বছরের প্রথম দিকে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো কাটবে। তনে পেশা হিসেবে যারা ব্যবসায়ী তাদের জন্য এ বছর যে খুব ভালো কাটবে সেটার সম্ভাবনা দেখা যায়। তাই আরও বেশী বিচক্ষণ হন। তাই কেও যদি নিজের ব্যবসায় উন্নতি করার চিন্তা করে থাকেন তাহলে এ বছর খুব খুব ভালো সময়। যেহেতু এ রাশির প্রভাবিত গ্রহ হচ্ছে চন্দ্র তাই এদের মধ্যে শিল্প সাহিত্য সহ লেখা লেখি, মার্কেটিং, মিডিয়ায় কাজের আগ্রহ বেশী দেখা যায়। বিয়ে নিয়ে ভাবছেন? তাহলে এগিয়ে যান, শুভ যোগ রয়েছে। ব্যবসায় ছাড়াও অন্য যে কোন ক্যারিয়ারের হলেও এ বছর কর্কটরাশির জন্য বেশ অনুকুলে থাকবে বলে সফলা পাওয়া সহজ হবে, তাই সফলতা বাড়িয়ে নিতে আরও সজাগ হন।

সকল ক্ষেত্রেই নিজেকে শান্ত রাখুন। কারন বছরের সফলতার পাশাপাশি শুরুতেই আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সঠিক ভাবে কাজ করে গেলে দ্বিতীয়ার্ধে আর সেটা থাকবেনা। বছরে মাঝে বিদেশ গমনের সম্ভাবনা থাকবে। পুরনো কোন বিষয় সম্পত্তির ঝামেলা থাকলে এ বছর সেটা মিটিয়ে ফেলার সুযোগ পেয়ে যাবেন। তাই বুদ্ধিমানের মত মাথা ঠাণ্ডা রেখে রাগ কমিয়ে শান্তভাবে কাজ গুলো করে যান, সফলতা আপনার সাথি হবে। চন্দ্র আপনার গ্রহ আর এ গ্রহকে আপনার জন্য ভালো ভাবে ব্যবহার করার জন্য হীরা, পান্না অথবা রক্ত প্রবাল পাথর ব্যবহার করার। তবে মনে রাখবেন রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায় না। অথবা ভাগ্য বদলানোর কথা বলে কেও রত্ন পাথর ব্যবহার করতে বললে তিনি ভুল বলেছেন। আপনার কাজ আপনাকেই করতে হবে। রত্নপাথর শুধু মাত্র আপনাকে সাহায্য করতে পারে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে মহান আল্লাহ্‌ ইচ্ছা। তিনি চাইলে সফলতা কে ঠেকায়?

সিংহরাশি (২৩ জুলাই থেকে ২২ অগাস্ট):

আমাদের আগের কোন পোষ্টের মাধ্যমে হয়তো জেনে গিয়েছেন যে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে সূর্যের দ্বারা বেশী প্রভাবিত হয়ে থাকেন। উদার মনোভাব আপনার রাশি গত বৈশিষ্ট্য। যে কোন কিছুর সর্বচ্চ শেখর ছোঁয়ার নেশা রয়েছে আপনার। লক্ষ্য অর্জনে আপনি সব সময় নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পথ চলে থাকেন, যদিও মাঝে মাঝে তা খুব কঠিনও হতে দেখা যায়। স্বাধীনচেতা মানুষ হওয়াতে আপনি জানেন যে অর্থ আপনার স্বাধীনতা আরও বাড়িয়ে দিতে পারে, ফলে অর্থের ব্যপারে আপনার আগ্রহ প্রচণ্ড। বছরের শুরুতে যে সময়টা সব সিংহরাশির জন্য ভালো যাবে তা বলা যাচ্ছে না। বরং কিছুটা সমস্যা লেগেই থাকতে পারে। এছার বছরের মাঝামাঝি আইনি ঝামেলায় জরিয়ে যেতে পারেন কেও কেও। তবে ভয় পাবার কিছু নেই, খুব অল্পতেই আবার ঝামেলা থেকে বেরিয়ে যেতে পারবেন আপনি। হুট করে প্রেমে পরে যেতেই পারেন এ বছর। আর যারা নতুন বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য সঠিক সময় এ বছর। ক্যারিয়ারের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে বলে ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে প্রবল। কিন্তু কোন প্রকারের শর্টকাট নেবার চেষ্টা করা বুদ্ধিমানের হবেনা।

এ বছর অর্থ নিয়ে দুশ্চিন্তা না করলেও চলবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কাছের মানুষটির প্রতি বিশ্বাস ধরে রাখবেন। পেটের সমস্যার সম্ভাবনা রয়েছে বলে যে কোন প্রকারের খাবার খাওয়ার পূর্বে সজাগ থাকবেন। বছর জুড়ে ভালো ভাবে সূর্যকে কাজে লাগাতে চাইলে একটি রুবি পাথর ব্যবহার করে দেখতে পারেন। আপনি হয়তো ভাবতে পারেন যে রত্ন পাথর ব্যবহারের কথা বলছি ভাগ্য বদলানোর জন্য। এমন ভেবে থাকলে আপনি ভুল করছেন বলেই মনে হয়। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার। যদি সঠিক ভাবে কাজে লাগাতে পারেন তাহলে সফলতা আপনার হবেই।

কন্যারাশি (২৩ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর):

আপনি যদি কন্যারাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এ গ্রহ আপনার জন্য শুভ হলে আপনার উন্নতি খুব সহজ, তবে এ গ্রহের প্রভাব আপনার অনুকূলে না হলে একের পর এক বাঁধা এসে দাঁড়াবে আপনার সামনে। তাই সম্ভব হলে আপনি একটি পান্না পাথর ধারন করবেন। আপনি মাঝে মাঝেই কিছুটা কুটিল প্রকৃতির হয়ে থাকেন। তবে বাস্তববাদী এবং বুদ্ধিমান জাতক জাতিকা হিসেবেও আপনার খ্যাতি রয়েছে। ফলে সব কিছুতে জানার আগ্রহ আপনার প্রবল। যেহেতু বুধের প্রভাব আপনাদের উপর খুব বেশী তাই আপনার আবেগি হবেন এটাই স্বাভাবিক। ফলে অন্যর দ্বারা অবহেলা বা বিশৃঙ্খলা আপনার খুব খুব অপছন্দের। অত্যন্ত বিনয়ী হবার পরেও আপনার মধ্যে স্বার্থপরতা লক্ষ করা যায়। অন্যদের সাথে যে খুব একটা বেশী কথা বলতে পছন্দ করেন তা কিন্তু নয়।

কন্যা রাশির জাতক জাতিকাদের বছরের মধ্যে জাতকদের বিবাহ ভাগ্য খুব বেশী ভাল। পুরনো ব্যবসায়কে নতুন করে অথবা নতুন কোন ব্যবসায়ের চিন্তা থাকলে নতুন বছর তার জন্য খুবই সম্ভাবনাময়। পারিবারিক কিছু ঝুট ঝামেলায় জরিয়ে পরতে পারেন। এমনকি পরিচিত কোন বন্ধুর দারাও প্রতারিত হতে পারেন। তাই যে কোন কাজে সাবধানী হওয়া বুদ্ধিমানের হবে। প্রেমে জরিয়ে পড়ার সুযোগ থাকছে বারবার। তবে সর্বোপরি আবেগের থেকে বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করুণ। ফল শুভ হবার যোগ রয়েছে। আবেগ কে নিয়ন্ত্রণ করে বুধকে কাজে লাগাতে একটি পান্না পাথর আপনার জন্য উপকারী হতে পারে। তবে মনে রাখবেন রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায়। মানুষের মনে শক্তি জোগাতে সাহায্য করে এই রক্ত পাথর। ফলে রত্নপাথর আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

তুলারাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর):

শুক্র গ্রহ আপনাকে প্রতি মুহূর্ত ঘিরে রাখে। আর পূর্বেই উল্লেখ করেছি যে শুক্র মানুষের মনে সততা, সহানুভুতিশিলতা, মিশুক, বন্ধুভাবাপন্ন মনভাবের জন্ম দিয়ে থাকে। ফলে প্রেমে পরার ক্ষেত্রে বারবার আপনি আগ্রহী হতে পারেন। তাই এমন উটকো ঝামেলা থেকে বাচার জন্য সারা বছরই নিজেকে সাবধান রাখবেন বলে আশা করি। চেষ্টা করবেন আবেগ কে নিয়ন্ত্রণ রেখে সারা বছরের কাজ গুলো করার ফলে ঝামেলায় কম জড়াবেন। নতুন নতুন সম্পর্কে জড়ানোর আগে সাবধান থাকবেন যেন খারাপ কারো লাপ্পায় না পরেন। অস্থির হয়ে কোন প্রকারের হুটহাট সিদ্ধান্ত না নেওয়াই এ বছর আপনার জন্য মঙ্গলজনক। শিল্প সাহিত্য এবছর আপনাকে বেশ আকর্ষণ করতে পারে। কাজের ক্ষেত্রে যুক্তি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ফলে বছরের প্রথম থেকেই পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। তবে বছরের মাঝের দিকে ভুল সিদ্ধান্তের কারনে কোন উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কারো কারো ক্ষেত্রে সেটা সম্মান নিয়ে সংশয় সৃষ্টি করতে পারে।

বছরের শেষের দিয়ে ব্যক্তিগত জীবনের কিছুটা অস্থিরতা ছাড়া পেশাগত জীবন এবং ভুল বোঝাবুঝির সম্পর্ক ঘুরে দাঁড়াবে বলেই মনে হয়। শুক্র গ্রহ অনুকূলে থাকলে কাজের ক্ষেত্রে অনেক বেশী শক্তি পাবেন আর এ গ্রহকে কাজে লাগাতে চাইলে ব্যবহার করতে পারেন হীরা, পান্না, সাদা জারকন অথনা শ্বেত নীলা-পোখরাজ। রত্ন পাথর ব্যবহারের পূর্বে মনে রাখা ভালো যে রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায় না। আপনি যদি রত্ন পাথর হাতে দিয়ে হাট গুটিয়ে বসে থাকেন তাহলে কি আপনার ভাগ্য বদলে যাবে? আপনার ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

বৃশ্চিকরাশি (২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর):

আপনি ইতি মধ্যেই আমাদের অন্য পোষ্টের মাধ্যমে জেনেছেন যে আপনার জন্য উপকারী গ্রহ হচ্ছে মঙ্গল। আপনাদের মাঝে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে বিপরীত চরিত্র দেখা যায়। নতুন বছরটি আপনাদের জন্য ভালো মন্দ মিশেলের থাকবে বলেই মনে হয়। ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে এবছর মাঝে মাঝেই অস্থিরতা দেখা দিতে পারে। অনেক সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বিশেষ করে এ বছর মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। চাকুরীর স্বার্থে যারা দেশ ছেড়ে বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সুখবর থাকতে পারে ২০১৬ সালে। নিজেকে সংযত রাখুন, তা না হলে আপনার মুখের কথার কারনে অনেকে এবার শত্রু হয়ে যেতে পারে। তবে আপনার কাছের মানুষ গুলো বরাবরের মতই আপনার শক্তি হয়ে পাশে থাকবে। বছরের প্রথম দিকের সমস্যা গুলো কমে গেলে দ্বিতীয় অর্ধে ভালই কাটবে আপনার। খারাপ সময়ের শেষে এ সময়টাতে ভালো খবর পাওয়ার বেশ কিছু সুযোগ রয়েছে।

বছরের প্রথম দিকে যদি অর্থ নিয়ে আপনার কোন সমস্যা হয়ে থাকে, সেটা বছরের মাঝামাঝি আর থাকবে না বলেই মনে হয়। এবং এ সময়েই বিদেশ যাওয়ার সুযোগ বেশী। বছরের শেষের দিকে ছেলে-মেয়ের কোন ভালো কাজের জন্য সম্মানিত ও গর্ববোধ করতে পারেন। আর বছরের শেষে দিকে তুলনা মূলক ভাবে বেশ শান্ত ভাবেই কাটছে আপনার। তাই বলছি, বছরের শুরুতে পরিস্থিতি যেমনি হোক না কেন, নিজেকে শান্ত রাখুন, সঠিক সিদ্ধান নিন এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করুণ ধৈর্য ধরে। এ বছর মঙ্গল গ্রহের ভালো প্রভাবের জন্য সম্ভব হলে একটি রক্ত প্রবাল পাথর ব্যবহার করে দেখতে পারেন। তবে মনে রাখবেন রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায় না। আপনার ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

ধনুরাশি (২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর):

বৃহস্পতি নামক গ্রহ আপনার উপর খুব বেশী প্রভাব বিস্তার করে থাকে। এই গ্রহের শুভ অবস্থান আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এ বছরটি কিছুটা ভালো খারাপ মিশেলে যাবে। বৃহস্পতি গ্রহ মানুষের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয়। মানুষ আরও ভালো কিছু চায়, ভালো কিছু করার চিন্তা করে, খমতায় যেতে চায়। যাদের মধ্যে নেতৃত্ব লাভেব ইচ্ছা প্রবল থাকে তাদের উপর এই বৃহস্পতি গ্রহের শুভ প্রবা অনেক বেশী থাকে। তাই অনেকেই এই গ্রহের ভালো প্রভাবের জন্য পোখরাজ পাথর ব্যবহার করে থাকে। বছর হিসেবে নতুন বছরটি ধনু রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের জন্য খুব পজিটিভ। বিশেষ ভাবে উল্লেখ করতে হলে বলতে হয়, বছরের শেষের দিকে সফলতা আপনার জন্য অনেক সহজ হয়ে উঠবে। এই নতুন বছরে আপনি সাহায্যর জন্য কোন বন্ধুর হাত খুব কাছে পেয়ে যেতে পারেন। তার পরামর্শই আপনার মনে ধরবে এবং সে অনুযায়ী নিজের কাজের বাস্তবায়ন করার চেষ্টা করবেন আপনি। যদি ব্যবসায় বিনিয়োগের চিন্তা মাথায় থাকে তাহলে এ বছর আপনার জন্য আদর্শ। যদি পেশাজীবী হয়ে থাকেন তাহলে কোন সিনিয়রের সহযোগিতায় এগিয়ে যেতে পারেন অনেকটা। তাই মাথা ঠাণ্ডা রাখুন, সবার সাথে সম্পর্ক ভালো রাখুন। সময়তে এটাই আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। তবে আপনার সুখ অনেকের কাছে জ্বালার হয়ে দাড়াতে পারে। ফলে যা হবার তাই হবে। শত্রুর সৃষ্টি হতে পারে আপনার চলার পথে।

অনেক একা মানুষের জন্য এবছর সাংসারিক হবার সুযোগ এনে দিতে পারে। চোখ কান খোলা রাখুন। গ্রীষ্ম কালে প্রেমে জড়িয়ে পরতে পারেন আপনি। আর যে সকল জাতক জাতিকারা প্রেম করছেন তারা আগের মতই চালিয়ে যান। সময়ে সময়ে কিছু মনমালিন্য দেখা দিতে পারে। তবে তা খুব বড় আকার নেবার সম্ভাবনা খুব কম। তাই বলে আবার ইচ্ছে করে ঝগড়া বাধিয়ে বসবেন না। বছরটিতে জিনের চাকুরী অথবা ব্যবসায়ের জন্য সুবাতাস পাবেন। তবে একটু ধিরে, সেপ্টেম্বর মাসের দিকে কারো কারো জীবনে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনার কাছে যদি বর্তমান চাকুরী অপছন্দের হয়ে থাকে অথবা যে ব্যবসায় করছেন সেটা যদি ভালো হয়ে না থাকে তাহলে এই সেপ্টেম্বর মাসের তার পরিবর্তনের চেষ্টা করে দেখতে পারেন।

খুব ঠাণ্ডা মাথায় কাজ গুলো করবেন, তা না হলে পরের মাস অক্টোবরেই কিছু ভুল সিদ্ধান্তের কারনে সমস্যায় পড়ে যেতে পারেন। আগেই বলেছিলাম যে সিনিয়র কোন কর্মকর্তার সাহায্যর কারনে উপকৃত হবে। এটা হয়তো এই সময়েই ঘটতে পারে। বুদ্ধিমানের কাজ হবে মাথা ঠাণ্ডা রাখা। কোন কারনের বিরক্ত যেন আপনার উপর আছর করতে না পারে। বাতাস আস্তে আস্তে হালকা হতে থাকবে বছরের শেষের দিকে। অগুছালো জিনিস গুলো আবার ঠিক ঠাক হয়ে যাবার সুযোগ রয়েছে। ২০১৬ সালের নানা ভালো মন্দের মধ্যে দিয়ে আপনার ব্যক্তিত্ব আগের থেকে বেশ ধারালো হয়ে উঠবে তা বলতেই হয়।

মকররাশি (২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি):

নিঃসঙ্গ জাতক জাতিকা, এমন খেতাব মকর রাশির জাতক জাতিকাদের দখলে। আপনি যে জীবনের প্রতি খুব বাস্তববাদী তা হয়তো জীবন থেকে ইতি মধ্যেই আপনি বুঝতে পেরেছেন। আপনি জীবনে যে কোন কিছুকে নিজের প্রয়োজনে খুব সুন্দর করে কাজে লাগাতে পারেন। আপনি খুব সহজ সরল জীবন পছন্দ করেন, সব সময় শান্ত থাকতে পছন্দ করেন কিন্তু মাঝে মাঝেই আপনাকে উদাসিন হতে দেখা যায়। মকর রাশির মানুষ গুলো খুবই কৃপণ ধরনের হয়ে থাকে। এদের কৃপণ স্বভাবের কারনে টাকার কষ্ট এদের কম করতে দেখা যায়, এমনও দেখা যায় যে না খেয়ে উপার্জিত অর্থ জমিয়ে রাখতেই এ রাশির মানুষ গুলো বেশী পছন্দ করে। ফলে কিছু কিছু মকরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম দেখা দিতে পারে।

মকর মনের দিক থেকে ভালো প্রকৃতির, ফলে কারো সাথে খুব ভালো প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কিন্তু দুর্ভাগ্যর কারনে মকর এ বছর সেই সম্পর্ক ধরে রাখতেও না পারেন। তাই সাবধান হওয়াটাই উত্তম। এ বছর আপনার জমানো টাকা সঠিক ভাবে খরচ করার সুযোগ পেয়ে যেতে পারেন। তাই কোন প্রকারের সম্পত্তি অথবা ভালো বিনিয়োগে এগিয়ে যেতে পারেন। অনেকে রত্ন পাথর ব্যবহারে আগ্রহী। তাদের জন্য বলছি যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য গোমেদ অথবা ইন্দ্র নীলা পাথর ব্যবহার উপকারী। এ উপকার মানে ভাগ্য বদলে দেওয়া নয়। শুধু মানুষকে মানুষিক ও শারীরিক ভাবে আগের থেকে বেশী উজ্জেবিত করা। ফলে কাজের গতি বৃদ্ধি পায়। সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। যখন সিদ্ধান্ত সঠিক হবে এবং কাজের গতি বেড়ে যাবে তখন আল্লাহ্‌র ইচ্ছায় সফলতাও অনেক সহজ।

কুম্ভরাশি (২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি):

জন্ম তারিখ অনুযায়ী আপনি যখন কুম্ভরাশির জাতক জাতিকা তখন আপনি শনি এবং ইউরেনাস গ্রহের দ্বারা প্রভাবিত হবেন এটাই স্বাভাবিক। কিছু কিছু কুম্ভরাশির জাতক জাতিকার মাঝে গাম্ভীর্য দেখা যায় তবে এর পাশাপাশি এরা মিশুক হয়ে থাকে। হুটহাট সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে এরা সিদ্ধ হস্ত। এ রাশির জাতক জাতিকাদের মাঝে মনে মনে অনেক কিছু চিন্তা করার স্বভাব দেখা যায়, কিন্তু সব কিছু বাস্তবতায় রূপ দিতে পারে না। এরা একটি কাজ শুরু করার কিছু দিন পরে অন্য একটি কাজ ভালো লেগে যায় ফলে বারবার কাজের ধরন পরিবর্তন দেখা যায়। যে কাজে বেশী পরিশ্রম করতে হয় অথবা যে কাজ কঠিন বেশী সে ধরনের কাজে এদের আগ্রহ কম। ফলে অন্যর সাহায্য নিয়ে কোন কাজ করতে এরা বেশী আগ্রহী হয়ে থাকে। বছরের সারাটা জুরেই সফলতা আপনার জন্য প্রস্তুত থাকলেও সারা বছর কিছু না কিছু ঝুট ঝামেলা লেগেই থাকবে। তবে আর্থিক দিক থেকে বছরের প্রথম দিকটা বেশ ঝরঝরে থাকবে। আপন মানুষ গুলো এ সময় খুব বেশী কাছাকাছি থাকবে আপনার। তাই সম্পর্কের দিক থেকে বেশ যত্নবান হবেন বলেই মনে হয়। তবে এ বছর কোন মামলায় জড়াবেন না। বেশী ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কারন বছরের মাঝামাঝি সময় আপনার কিছুটা প্রতিকূল হতে পারে। ব্যাক্তিগত জীবন তথা ক্যারিয়ার বিষয়ে এ সময়টাতে ধিরে পা ফেলবেন।

সঞ্চয়ের মনভাব থাকলে ভালো, না হলে এ বছর থেকে এই অভ্যাস করতে পারেন। কারন যে কোন প্রকারের সঞ্চয় বছরের শেষে কাজে লেগে যেতে পারে। যারা নতুন চাকুরী খুঁজছেন তাদের জন্য বছর শেষে সুখবর এসে হাজির হতে পারে। আর পাশাপাশি ব্যবসায়ীদের জন্য বছরের মাঝামাঝি থেকেই সু সময় বেশী হবার সুযোগ রয়েছে। তাই হাট জোর করে বসে না থেকে একটি কাজে স্থির হন। মনোযোগ দিয়ে একটি বিষয়ে কাজ শুরু করুণ। লেগে থাকুন, যত্ন করুণ। ভালো ফল আপনার জন্যই। বছরের সারা সময়টাতে শনি গ্রহকে ঠিক মত কাজে লাগাতে একটি ইন্দ্র নীলা পাথর ব্যবহার করে দেখতে পারে। পাথর হয়তো আপনাকে কিছু করে দেবেনা। করতে হবে আপনাকেই। তারপরেই যেহেতু পাথর একটি ক্যামিকেলের জমাট বাঁধা টুকরা তাই এর ক্যামিকেল আপনার শরীর ও মনকে প্রভাবিত করতে পারে ফলে হয়তো আলাহ চাইলে তার ইচ্ছায় আগের থেকে ভালো কাজ করতে পারবেন। আর ভালো কাজ মানেই ভালো সাফল্য।

মীনরাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ):

জুপিটার এবং নেপচুন আপনার গ্রহ। এর উপর আপনি যতটা প্রভাব বিস্তার করুণ আর না করুণ এই দুই গ্রহ কিন্তু ঠিকই আপনাদের উপর প্রভাব বিস্তার করে থাকে। আপনি যদি মীনরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে উদার মনোভাব, বন্ধুভাবাপন্ন সম্পর্ক এবং খুব বেশী সংবেদনশীল স্বভাব দেখা যেতে পারে। মাঝে মাঝে আপনার সবজান্তা একটি স্বভাবের উদয় হয় যা অন্যদের কে বিরক্ত করে থাকে। মনের দিক থেকে এরা কিছুটা অস্থির চঞ্চল স্বভাবের। তাই অনেকে এদের নার্ভাস বলেই মনে করতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের মাঝে কিছু অতি প্রাকৃতিক বিষয় দেখা যেতে পারে। এরা আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে সময় কাটাতে পছন্দ করেন। ফলে এদের মধ্যে কিছু পজিটিভ এনার্জি খুঁজে পাবেন আপনি।

নতুন বছরের প্রথম দিকে মীনরাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে খুব খুব ভালো সময়। শুধু প্রেমের ক্ষেত্রে নয়, পরিবার পরিজন অথবা বন্ধুবান্ধবের মাঝেও ভালো সময় খুঁজে পাবেন। কারন বছরের দ্বিতীয়ার্ধে আপনি কাজের চাপে হয়তো সময় খুব পাবেন। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হবে। কারন এর উপর নির্ভর করবে আপনার এসময়ের কাজ গুলোর সফলতার হার। সন্তান লাভ হতে পারে অনেকের। বছরের মাঝের কাজ গুলোর সফলতা এসে ধরা দেবে বছরের শেষের দিকে। যদি ব্যবসায় অর্থ বিনিয়োগ করার ইচ্ছা থাকে তাহলে সাহস করে বছরের শেষ দিকে এগিয়ে যেতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য হদুল পোখরাজ পাথর ব্যবহার উপকারী। এ উপকার যদি মনে করেন যে পাথর ভাগ্য বদলে দেবে তাহলে কিন্তু আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। পাথর মানুষের মনে শক্তি যোগায়। এখানে কোন অলৌকিক বিষয় নেই যে পাথর রাতারাতি আপনার ভাগ্য বদলে দেবে। কারন সকল ক্ষমতা আল্লাহ্‌র। কাজ করুণ, দোয়া করুণ আর উছিলা খুঁজুন। সফলতা আপনারই।

রাশিফল ২০১৬
ক্যালেন্ডারের দিনের সাথে সাথে কন্যারাশির ২০১৫ সাল শেষের পথে। অপেক্ষায় দাড়িয়ে ২০১৬। অন্য সকল রাশির জাতক জাতিকদের মত করেই কন্যারাশির জাতক জাতিকাদের জন্য এ নতুন বছরটি বয়ে নিয়ে আসবে নতুন নতুন সম্ভাবনা। শতশত বছর ধরেই মানুষের মধ্যে অতিত বর্তমান ও ভবিষ্যৎ জানার ইচ্ছা বয়ে চলেছে। এমন অনেক মানুষ আছেন যারা জ্যোতিষী বিশ্বাস করেন না, ভাগ্য গণনা করার না, রত্ন পাথরের উপর কোন আস্থা নেই, কিন্তু তিনি কোন রাশির সেটার খবর ঠিকই রাখেন এবং সুযোগ পেলেই পত্রিকা থেকে ম্যাগাজিন থেকে এমনকি ইন্টারনেট থেকেও রাশিফল জেনে নেবার চেষ্টা করেন।

যারা রাশিফল (Rashi Fal, Astrology, Horoscope) বিশ্বাস করেন এবং যারা সুযোগ পেলে একবার নিজের রাশি এবং ভবিষ্যৎ রাশিফল জেনে নেবার চেষ্টা করেন তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান “Rashi Ratno (রাশিরত্ন) এর পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াশ। জ্যোতিষ শাস্ত্র মতে ১২ রাশির আগামী বছর কেমন যেতে পারে তার তথ্যই এখানে তুলে ধরা হবে। এই অংশে আপনি পাবেন শুধু মাত্রই কন্যা রাশির ২০১৬ সালের রাশিফল। তবে কার সাথে কতটা মিলে যাবে সেটা বলা কঠিন। কারন সব কন্যা রাশি মানুষ যেমন এক রকম নয় তেমনি বাকি ১১ রাশির সকল মানুষ এক রকম নয় এবং সবার জীবন এক রকম নয়। তাই ভবিষ্যতের রাশিফল সবার সাথে মিলে যাবে এমনটা ভাবা ঠিক হবেনা। তবে কিছু কিছু ক্ষেত্রে জীবনের গতিপথ সহ প্রধান প্রধান ক্ষেত্র গুলোতে কিছুটা মিলেও যেতে পারে।

জ্যোতিষশাস্ত্র মতে পৃথিবী সীমাহীন মহাবিশ্বের নক্ষত্র গুলোর সাথে সংযুক্ত তাই তারা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত । এই গ্রহগুলোর ভারসাম্যহীন অবস্থার তুলনায় ভারসাম্যপূর্ণ অবস্থানে আপনি জীবনে, প্রেমে,কর্মজীবনে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক ভালো সমন্বয় পেতে পারেন । যখন তা ঘটে আপনি হয়তো সে পরিস্থিতি চিনতে নাও পারেন, ফলে আপনি তার প্রতিক্রিয়া দিতে পারেন না । ২০১৬ সালে আপনার রাশিফল ​​অনুসরণ করুন, নিশ্চিত থাকুন যে আপনি জীবনের জন্য প্রস্তুত; কোনকিছুই আপনাকে অবাক করবে না।

যদি আপনি জানেন যে আপনার রাশি কী অথবা অন্তত আপনার জন্মতারিখ, আপনি আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর জানতে পারবেন। রাশিফল আপনার আত্মিক জীবনের গোপন কথা প্রকাশ করে । এটা বিজ্ঞান নয়, তবে এর থেকে কিছু কমও নয়। আর এই জন্যই আপনার কিছুই মিস করা উচিৎ নয় তাই আমাদের ওয়েবসাইটে ২০১৬ সালের রাশিফল অনুসরণ করুন।

মনে রাখা ভালো যে আপনার নিজের মত করেই আপনার জীবনে। আপনি আপনার জীবনকে যেভাবে দেখতে চান এবং যতটুকু চেষ্টা করেন ঠিক সেভাবেই আপনার জীবন গড়ে ওঠে। তাই। জীবনে চলার পথে ভালো ভাবুন, ভালো করুন এবং সদা সুন্দর থাকার চেষ্টা করুন। ফলে অনেক খারাপ কিছুও আপনার কাছে এসে পরাজিত হবে। তাই রাশিফল যাই হোক নিজের ভেতর পজিটিভ শক্তির অনুভব করুন এবং জীবনকে সুন্দর চোখে দেখার চেষ্টা করুন।

মেষরাশি (২১ মার্চ থেকে ১৯ এপ্রিল):

আগেই জেনেছেন যে আপনি মঙ্গল গ্রহের জাতক জাতিকা হলে মঙ্গল গ্রহের দ্বারা প্রভাবিত হবে বেশী। মঙ্গল গ্রহ আপনার আনুকুলে থাকলে এ বছর উন্নতিতে বেশ গতি ফিরে পাবেন। আর যদি কোন কারনে মঙ্গলের প্রভাব খারাপ প্রতীয়মান হয় তাহলে সম্ভব হলে একটি রক্ত প্রবাল পাথর আপনি ব্যবহার করে দেখতে পারেন। ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে রত্নপাথর ব্যবহার করতে বলছিনা। আপনার ভেতরের শক্তি আরো ভালো ভাবে কাজে লাগাতে আপনি রাশিরত্ন পাথর ব্যবহার করে দেখতে পারেন। আপনার ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার। এ গ্রহ যে শুধু মাত্র আস্থা ও স্বতঃস্ফূর্ত আচার আচরনের কথাই বলে তাই কিন্তু নয়, বরং এ গ্রহ আপনাকে একজন যোদ্ধা হিসেবে উপস্থাপন করে থাকে। আর আপনি এমনি একজন যোদ্ধা নিজি সততার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে পছন্দ করেন। কিছু কিছু বিষয় রয়েছে যা আপনি নিজে থেকেই অদৃষ্টের হাতে ছেড়ে দেন, তারপরে অমীমাংসিত কোন কাজ আপনাকে পিড়া দেয়।

এ বছর অন্তত নিজের পেশাগত জীবনের সাথে ব্যাক্তিগত জীবনে এক করে ফেলবেন না। এ বিষয়ে শুরু থেকেই সাবধান হওয়া আপনার জন্য মঙ্গলজনক। ভালো মন্দ মিলিয়ে আপনার জীবন, তবে সারা বছরেই মাঝে মাঝে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যার জন্য প্রস্তুত থাকুন। যারা অনেক দিন ধরে বিবাহ নিয়ে ভাবছেন তাদের জন্য ভালো খবরের সম্ভাবনা রয়েছে। যারা কোন ব্যবসায় করবেন করবেন ভাবছেন তারা সাহস করে শুরু করেই দিতে পারেন। সঠিক ভাবে কাজ করতে পারলে লাভবান হবার সম্ভাবনা রয়েছে। তবে এবছর পেশাগত জীবন তথা ব্যাক্তিগত জীবনে কোন প্রকারের সিদ্ধান্ত নেবার সময় নিজের মনের কথা শুনতে ভুলবেন না।

বৃষরাশি (২০ এপ্রিল থেকে ২০ মে):

আপনি যে গ্রহ দ্বারা সব থেকে বেশী প্রভাবিত হয়ে থাকেন তার নাম হচ্ছে শুক্র যা আগেই বলেছি। আবেগ প্রবন মানুষ হিসেবে আপনাদের যে বেশ সুখ্যাতি রয়েছে তা হয়তো অতিরিক্ত আবেগের কারনে আপনি বুঝে উঠতেই পারেন না। ফলে মাঝে মাঝেই আপনি পরাজিত হন আবেগের নিকট। তবে আপনাদের সব থেকে বড় গুণ হচ্ছে অধ্যবসায়, কঠিন লক্ষ্যর পেছনে লেগে থেকে সেটা অর্জন করা আপনার স্বভাব। হিসাব মতে বছরের প্রথম দিকের সময় আপনার জন্য ভালো হবার সম্ভাবনা রয়েছে। আবেগি মানুষ হিসেবে ভালবাসা দ্বারা প্রভাবিত হবেন বারবার। এমনও হতে পারে যে কোন কোন বৃষরাশির জাতক জাতিকারা বছরের প্রথমে বিদেশ গমনের সুযোগ পাবেন। ২০১৬ সাল বৃষরাশির জাতক জাতিকাদের ব্যবসায়ের জন্য বেশ অনুকুলে থাকবে বলেই প্রতীয়মান হয়। ছেলে-মেয়ের কাজের কারনে নিজেদের গর্বিত ভাবার সুবর্ণ সুযোগ পেয়ে যেতে পারেন এ বছর।

মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে এ বছর অবসাদ পরতে পারেন। এর ফলে বছরের প্রথন দিকে পয়সা খরচের দিকে খানিকটা নজর দেবেন। এর ফল স্বরূপ বছরের দ্বিতীয়ার্ধের সমস্যা অনেক কমে যেতে পারে। সর্বোপরি এ বছরের কাজে কর্মে একটু ভারসাম্য রেখেই কাজ করা উচিৎ। বছর জুড়ে যদি শুক্র গ্রহ আপনাকে সাপোর্ট দিয়ে থাকে তাহলে সর্বোপরি ভালোর সম্ভাবনাই থাকবে আর যদি এ গ্রহের অনুকুল পরিস্থিতে থেকে আপনি বঞ্চিত হোন তাহলে চেষ্টা করবেন একটি পান্না পাথর অথবা একটি সাদা জারকন পাথর অথবা শ্বেত নীলা ব্যবহার করার। রাশিরত্ন পাথর আপনার ভাগ্য রাতারাতি বদলে দেবে না। আপনার ভেতরের শক্তিকে কাজে লাগাতে সাহায্য করবে মাত্র। ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

মিথুনরাশি (২১ মে থেকে ২০ জুন):

আপনার মধ্যে যে স্বভাবটি সব থেকে বেশী উল্লেখযোগ্য তা হল আপনি প্রতিনিয়ত নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তাই সব কিছুতেই আপনার জ্ঞান থাকলেও সেটা বেশীর ভাগ সময় ভাসাভাসা। নতুনের খজের কারনে আবিস্কারের একটা নেশা থাকে আপনার মধ্যে এবং কাজের মত কোন কাজ পেলে সেটাই পূর্ণ মনোযোগে সম্পন্ন করা আপনার স্বভাব। মিথুন রাশির জাতক জাতিকাদের মাঝে একটি পজিটিভ মনোভাব লক্ষ্য করা যায় সবসময়। বছরের শুরু থেকেই নানান কাজের মধ্যে দিয়ে যাবে আপনার সময়। ফলে অভিজ্ঞতা বাড়িয়ে নেবার সুযোগ পাবেন অনেক। আর পাবেন একটি প্রতিযোগিতা মূলক পরিবেশ। ফলে কিছু আইনি সমস্যায়ও জরিয়ে পরাটা অস্বাভাবিক হবেনা। এমন পরিস্থিতিতে সমস্ত দিক বিচার করেই তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বুদ্ধিমানের। মায়ের সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আপনার। তাই সাবধান হয়ে যাওয়া উচিৎ এখনি। মাথা ঠাণ্ডা রাখুন।

বছরের মাঝামাঝি দেখবেন সুবাতাস বইতে শুরু করেছে। এ সময়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। তবে পেশা হিসেবে ব্যবসায়ের জন্য এ সময়টা কিছুটা অস্থির। ছোট খাট বাঁধার সম্মুখীন হবেন তাই দাতে দাত কামড় দিয়ে এগিয়ে যান। কারনে সামনেই ব্যবসায়ের জন্য সুন্দর রাস্তা। বুধের অনুকুল পরিস্থিতিতে আপনার উন্নতি বেগবান হবে। তাই চেষ্টা করবেন একটি পান্না পাথর ব্যবহার করার। তবে মনে রাখবেন রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায় না। আপনার ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

কর্কটরাশি (২১ জুন থেকে ২২ জুলাই):

আবার বলছি আপনার জন্য শুভ গ্রহ হচ্ছে চাঁদ। তাই আপনি অনেক নরম মনের মানুষ, অনেক বেশী সংবেদনশীল। আপনার সকল প্রকার ধ্যানজ্ঞান হচ্ছে আপনার পরিবার নিয়ে। হিসাব মতে এ বছরের প্রথম দিকে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো কাটবে। তনে পেশা হিসেবে যারা ব্যবসায়ী তাদের জন্য এ বছর যে খুব ভালো কাটবে সেটার সম্ভাবনা দেখা যায়। তাই আরও বেশী বিচক্ষণ হন। তাই কেও যদি নিজের ব্যবসায় উন্নতি করার চিন্তা করে থাকেন তাহলে এ বছর খুব খুব ভালো সময়। যেহেতু এ রাশির প্রভাবিত গ্রহ হচ্ছে চন্দ্র তাই এদের মধ্যে শিল্প সাহিত্য সহ লেখা লেখি, মার্কেটিং, মিডিয়ায় কাজের আগ্রহ বেশী দেখা যায়। বিয়ে নিয়ে ভাবছেন? তাহলে এগিয়ে যান, শুভ যোগ রয়েছে। ব্যবসায় ছাড়াও অন্য যে কোন ক্যারিয়ারের হলেও এ বছর কর্কটরাশির জন্য বেশ অনুকুলে থাকবে বলে সফলা পাওয়া সহজ হবে, তাই সফলতা বাড়িয়ে নিতে আরও সজাগ হন।

সকল ক্ষেত্রেই নিজেকে শান্ত রাখুন। কারন বছরের সফলতার পাশাপাশি শুরুতেই আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সঠিক ভাবে কাজ করে গেলে দ্বিতীয়ার্ধে আর সেটা থাকবেনা। বছরে মাঝে বিদেশ গমনের সম্ভাবনা থাকবে। পুরনো কোন বিষয় সম্পত্তির ঝামেলা থাকলে এ বছর সেটা মিটিয়ে ফেলার সুযোগ পেয়ে যাবেন। তাই বুদ্ধিমানের মত মাথা ঠাণ্ডা রেখে রাগ কমিয়ে শান্তভাবে কাজ গুলো করে যান, সফলতা আপনার সাথি হবে। চন্দ্র আপনার গ্রহ আর এ গ্রহকে আপনার জন্য ভালো ভাবে ব্যবহার করার জন্য হীরা, পান্না অথবা রক্ত প্রবাল পাথর ব্যবহার করার। তবে মনে রাখবেন রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায় না। অথবা ভাগ্য বদলানোর কথা বলে কেও রত্ন পাথর ব্যবহার করতে বললে তিনি ভুল বলেছেন। আপনার কাজ আপনাকেই করতে হবে। রত্নপাথর শুধু মাত্র আপনাকে সাহায্য করতে পারে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে মহান আল্লাহ্‌ ইচ্ছা। তিনি চাইলে সফলতা কে ঠেকায়?

সিংহরাশি (২৩ জুলাই থেকে ২২ অগাস্ট):

আমাদের আগের কোন পোষ্টের মাধ্যমে হয়তো জেনে গিয়েছেন যে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে সূর্যের দ্বারা বেশী প্রভাবিত হয়ে থাকেন। উদার মনোভাব আপনার রাশি গত বৈশিষ্ট্য। যে কোন কিছুর সর্বচ্চ শেখর ছোঁয়ার নেশা রয়েছে আপনার। লক্ষ্য অর্জনে আপনি সব সময় নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পথ চলে থাকেন, যদিও মাঝে মাঝে তা খুব কঠিনও হতে দেখা যায়। স্বাধীনচেতা মানুষ হওয়াতে আপনি জানেন যে অর্থ আপনার স্বাধীনতা আরও বাড়িয়ে দিতে পারে, ফলে অর্থের ব্যপারে আপনার আগ্রহ প্রচণ্ড। বছরের শুরুতে যে সময়টা সব সিংহরাশির জন্য ভালো যাবে তা বলা যাচ্ছে না। বরং কিছুটা সমস্যা লেগেই থাকতে পারে। এছার বছরের মাঝামাঝি আইনি ঝামেলায় জরিয়ে যেতে পারেন কেও কেও। তবে ভয় পাবার কিছু নেই, খুব অল্পতেই আবার ঝামেলা থেকে বেরিয়ে যেতে পারবেন আপনি। হুট করে প্রেমে পরে যেতেই পারেন এ বছর। আর যারা নতুন বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য সঠিক সময় এ বছর। ক্যারিয়ারের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে বলে ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে প্রবল। কিন্তু কোন প্রকারের শর্টকাট নেবার চেষ্টা করা বুদ্ধিমানের হবেনা।

এ বছর অর্থ নিয়ে দুশ্চিন্তা না করলেও চলবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কাছের মানুষটির প্রতি বিশ্বাস ধরে রাখবেন। পেটের সমস্যার সম্ভাবনা রয়েছে বলে যে কোন প্রকারের খাবার খাওয়ার পূর্বে সজাগ থাকবেন। বছর জুড়ে ভালো ভাবে সূর্যকে কাজে লাগাতে চাইলে একটি রুবি পাথর ব্যবহার করে দেখতে পারেন। আপনি হয়তো ভাবতে পারেন যে রত্ন পাথর ব্যবহারের কথা বলছি ভাগ্য বদলানোর জন্য। এমন ভেবে থাকলে আপনি ভুল করছেন বলেই মনে হয়। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার। যদি সঠিক ভাবে কাজে লাগাতে পারেন তাহলে সফলতা আপনার হবেই।

কন্যারাশি (২৩ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বর):

আপনি যদি কন্যারাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এ গ্রহ আপনার জন্য শুভ হলে আপনার উন্নতি খুব সহজ, তবে এ গ্রহের প্রভাব আপনার অনুকূলে না হলে একের পর এক বাঁধা এসে দাঁড়াবে আপনার সামনে। তাই সম্ভব হলে আপনি একটি পান্না পাথর ধারন করবেন। আপনি মাঝে মাঝেই কিছুটা কুটিল প্রকৃতির হয়ে থাকেন। তবে বাস্তববাদী এবং বুদ্ধিমান জাতক জাতিকা হিসেবেও আপনার খ্যাতি রয়েছে। ফলে সব কিছুতে জানার আগ্রহ আপনার প্রবল। যেহেতু বুধের প্রভাব আপনাদের উপর খুব বেশী তাই আপনার আবেগি হবেন এটাই স্বাভাবিক। ফলে অন্যর দ্বারা অবহেলা বা বিশৃঙ্খলা আপনার খুব খুব অপছন্দের। অত্যন্ত বিনয়ী হবার পরেও আপনার মধ্যে স্বার্থপরতা লক্ষ করা যায়। অন্যদের সাথে যে খুব একটা বেশী কথা বলতে পছন্দ করেন তা কিন্তু নয়।

কন্যা রাশির জাতক জাতিকাদের বছরের মধ্যে জাতকদের বিবাহ ভাগ্য খুব বেশী ভাল। পুরনো ব্যবসায়কে নতুন করে অথবা নতুন কোন ব্যবসায়ের চিন্তা থাকলে নতুন বছর তার জন্য খুবই সম্ভাবনাময়। পারিবারিক কিছু ঝুট ঝামেলায় জরিয়ে পরতে পারেন। এমনকি পরিচিত কোন বন্ধুর দারাও প্রতারিত হতে পারেন। তাই যে কোন কাজে সাবধানী হওয়া বুদ্ধিমানের হবে। প্রেমে জরিয়ে পড়ার সুযোগ থাকছে বারবার। তবে সর্বোপরি আবেগের থেকে বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করুণ। ফল শুভ হবার যোগ রয়েছে। আবেগ কে নিয়ন্ত্রণ করে বুধকে কাজে লাগাতে একটি পান্না পাথর আপনার জন্য উপকারী হতে পারে। তবে মনে রাখবেন রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায়। মানুষের মনে শক্তি জোগাতে সাহায্য করে এই রক্ত পাথর। ফলে রত্নপাথর আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

তুলারাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর):

শুক্র গ্রহ আপনাকে প্রতি মুহূর্ত ঘিরে রাখে। আর পূর্বেই উল্লেখ করেছি যে শুক্র মানুষের মনে সততা, সহানুভুতিশিলতা, মিশুক, বন্ধুভাবাপন্ন মনভাবের জন্ম দিয়ে থাকে। ফলে প্রেমে পরার ক্ষেত্রে বারবার আপনি আগ্রহী হতে পারেন। তাই এমন উটকো ঝামেলা থেকে বাচার জন্য সারা বছরই নিজেকে সাবধান রাখবেন বলে আশা করি। চেষ্টা করবেন আবেগ কে নিয়ন্ত্রণ রেখে সারা বছরের কাজ গুলো করার ফলে ঝামেলায় কম জড়াবেন। নতুন নতুন সম্পর্কে জড়ানোর আগে সাবধান থাকবেন যেন খারাপ কারো লাপ্পায় না পরেন। অস্থির হয়ে কোন প্রকারের হুটহাট সিদ্ধান্ত না নেওয়াই এ বছর আপনার জন্য মঙ্গলজনক। শিল্প সাহিত্য এবছর আপনাকে বেশ আকর্ষণ করতে পারে। কাজের ক্ষেত্রে যুক্তি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ফলে বছরের প্রথম থেকেই পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। তবে বছরের মাঝের দিকে ভুল সিদ্ধান্তের কারনে কোন উটকো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কারো কারো ক্ষেত্রে সেটা সম্মান নিয়ে সংশয় সৃষ্টি করতে পারে।

বছরের শেষের দিয়ে ব্যক্তিগত জীবনের কিছুটা অস্থিরতা ছাড়া পেশাগত জীবন এবং ভুল বোঝাবুঝির সম্পর্ক ঘুরে দাঁড়াবে বলেই মনে হয়। শুক্র গ্রহ অনুকূলে থাকলে কাজের ক্ষেত্রে অনেক বেশী শক্তি পাবেন আর এ গ্রহকে কাজে লাগাতে চাইলে ব্যবহার করতে পারেন হীরা, পান্না, সাদা জারকন অথনা শ্বেত নীলা-পোখরাজ। রত্ন পাথর ব্যবহারের পূর্বে মনে রাখা ভালো যে রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায় না। আপনি যদি রত্ন পাথর হাতে দিয়ে হাট গুটিয়ে বসে থাকেন তাহলে কি আপনার ভাগ্য বদলে যাবে? আপনার ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

বৃশ্চিকরাশি (২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর):

আপনি ইতি মধ্যেই আমাদের অন্য পোষ্টের মাধ্যমে জেনেছেন যে আপনার জন্য উপকারী গ্রহ হচ্ছে মঙ্গল। আপনাদের মাঝে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে বিপরীত চরিত্র দেখা যায়। নতুন বছরটি আপনাদের জন্য ভালো মন্দ মিশেলের থাকবে বলেই মনে হয়। ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে এবছর মাঝে মাঝেই অস্থিরতা দেখা দিতে পারে। অনেক সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বিশেষ করে এ বছর মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। চাকুরীর স্বার্থে যারা দেশ ছেড়ে বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সুখবর থাকতে পারে ২০১৬ সালে। নিজেকে সংযত রাখুন, তা না হলে আপনার মুখের কথার কারনে অনেকে এবার শত্রু হয়ে যেতে পারে। তবে আপনার কাছের মানুষ গুলো বরাবরের মতই আপনার শক্তি হয়ে পাশে থাকবে। বছরের প্রথম দিকের সমস্যা গুলো কমে গেলে দ্বিতীয় অর্ধে ভালই কাটবে আপনার। খারাপ সময়ের শেষে এ সময়টাতে ভালো খবর পাওয়ার বেশ কিছু সুযোগ রয়েছে।

বছরের প্রথম দিকে যদি অর্থ নিয়ে আপনার কোন সমস্যা হয়ে থাকে, সেটা বছরের মাঝামাঝি আর থাকবে না বলেই মনে হয়। এবং এ সময়েই বিদেশ যাওয়ার সুযোগ বেশী। বছরের শেষের দিকে ছেলে-মেয়ের কোন ভালো কাজের জন্য সম্মানিত ও গর্ববোধ করতে পারেন। আর বছরের শেষে দিকে তুলনা মূলক ভাবে বেশ শান্ত ভাবেই কাটছে আপনার। তাই বলছি, বছরের শুরুতে পরিস্থিতি যেমনি হোক না কেন, নিজেকে শান্ত রাখুন, সঠিক সিদ্ধান নিন এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করুণ ধৈর্য ধরে। এ বছর মঙ্গল গ্রহের ভালো প্রভাবের জন্য সম্ভব হলে একটি রক্ত প্রবাল পাথর ব্যবহার করে দেখতে পারেন। তবে মনে রাখবেন রত্নপাথর মানুষের ভাগ্যকে বদলায় না। আপনার ভাগ্য বদলাবেন আপনি নিজের কাজের দ্বারা। রত্নপাথর শুধু মাত্র আপনার শারীরিক ও মানুষিক শক্তিকে বৃদ্ধি করতে পারে। আর যাকে সঠিক ভাবে ব্যবহার করার দায়িত্ব কিন্তু আপনার।

ধনুরাশি (২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর):

বৃহস্পতি নামক গ্রহ আপনার উপর খুব বেশী প্রভাব বিস্তার করে থাকে। এই গ্রহের শুভ অবস্থান আপনাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এ বছরটি কিছুটা ভালো খারাপ মিশেলে যাবে। বৃহস্পতি গ্রহ মানুষের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার জন্ম দেয়। মানুষ আরও ভালো কিছু চায়, ভালো কিছু করার চিন্তা করে, খমতায় যেতে চায়। যাদের মধ্যে নেতৃত্ব লাভেব ইচ্ছা প্রবল থাকে তাদের উপর এই বৃহস্পতি গ্রহের শুভ প্রবা অনেক বেশী থাকে। তাই অনেকেই এই গ্রহের ভালো প্রভাবের জন্য পোখরাজ পাথর ব্যবহার করে থাকে। বছর হিসেবে নতুন বছরটি ধনু রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের জন্য খুব পজিটিভ। বিশেষ ভাবে উল্লেখ করতে হলে বলতে হয়, বছরের শেষের দিকে সফলতা আপনার জন্য অনেক সহজ হয়ে উঠবে। এই নতুন বছরে আপনি সাহায্যর জন্য কোন বন্ধুর হাত খুব কাছে পেয়ে যেতে পারেন। তার পরামর্শই আপনার মনে ধরবে এবং সে অনুযায়ী নিজের কাজের বাস্তবায়ন করার চেষ্টা করবেন আপনি। যদি ব্যবসায় বিনিয়োগের চিন্তা মাথায় থাকে তাহলে এ বছর আপনার জন্য আদর্শ। যদি পেশাজীবী হয়ে থাকেন তাহলে কোন সিনিয়রের সহযোগিতায় এগিয়ে যেতে পারেন অনেকটা। তাই মাথা ঠাণ্ডা রাখুন, সবার সাথে সম্পর্ক ভালো রাখুন। সময়তে এটাই আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। তবে আপনার সুখ অনেকের কাছে জ্বালার হয়ে দাড়াতে পারে। ফলে যা হবার তাই হবে। শত্রুর সৃষ্টি হতে পারে আপনার চলার পথে।

অনেক একা মানুষের জন্য এবছর সাংসারিক হবার সুযোগ এনে দিতে পারে। চোখ কান খোলা রাখুন। গ্রীষ্ম কালে প্রেমে জড়িয়ে পরতে পারেন আপনি। আর যে সকল জাতক জাতিকারা প্রেম করছেন তারা আগের মতই চালিয়ে যান। সময়ে সময়ে কিছু মনমালিন্য দেখা দিতে পারে। তবে তা খুব বড় আকার নেবার সম্ভাবনা খুব কম। তাই বলে আবার ইচ্ছে করে ঝগড়া বাধিয়ে বসবেন না। বছরটিতে জিনের চাকুরী অথবা ব্যবসায়ের জন্য সুবাতাস পাবেন। তবে একটু ধিরে, সেপ্টেম্বর মাসের দিকে কারো কারো জীবনে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনার কাছে যদি বর্তমান চাকুরী অপছন্দের হয়ে থাকে অথবা যে ব্যবসায় করছেন সেটা যদি ভালো হয়ে না থাকে তাহলে এই সেপ্টেম্বর মাসের তার পরিবর্তনের চেষ্টা করে দেখতে পারেন।

খুব ঠাণ্ডা মাথায় কাজ গুলো করবেন, তা না হলে পরের মাস অক্টোবরেই কিছু ভুল সিদ্ধান্তের কারনে সমস্যায় পড়ে যেতে পারেন। আগেই বলেছিলাম যে সিনিয়র কোন কর্মকর্তার সাহায্যর কারনে উপকৃত হবে। এটা হয়তো এই সময়েই ঘটতে পারে। বুদ্ধিমানের কাজ হবে মাথা ঠাণ্ডা রাখা। কোন কারনের বিরক্ত যেন আপনার উপর আছর করতে না পারে। বাতাস আস্তে আস্তে হালকা হতে থাকবে বছরের শেষের দিকে। অগুছালো জিনিস গুলো আবার ঠিক ঠাক হয়ে যাবার সুযোগ রয়েছে। ২০১৬ সালের নানা ভালো মন্দের মধ্যে দিয়ে আপনার ব্যক্তিত্ব আগের থেকে বেশ ধারালো হয়ে উঠবে তা বলতেই হয়।

মকররাশি (২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি):

নিঃসঙ্গ জাতক জাতিকা, এমন খেতাব মকর রাশির জাতক জাতিকাদের দখলে। আপনি যে জীবনের প্রতি খুব বাস্তববাদী তা হয়তো জীবন থেকে ইতি মধ্যেই আপনি বুঝতে পেরেছেন। আপনি জীবনে যে কোন কিছুকে নিজের প্রয়োজনে খুব সুন্দর করে কাজে লাগাতে পারেন। আপনি খুব সহজ সরল জীবন পছন্দ করেন, সব সময় শান্ত থাকতে পছন্দ করেন কিন্তু মাঝে মাঝেই আপনাকে উদাসিন হতে দেখা যায়। মকর রাশির মানুষ গুলো খুবই কৃপণ ধরনের হয়ে থাকে। এদের কৃপণ স্বভাবের কারনে টাকার কষ্ট এদের কম করতে দেখা যায়, এমনও দেখা যায় যে না খেয়ে উপার্জিত অর্থ জমিয়ে রাখতেই এ রাশির মানুষ গুলো বেশী পছন্দ করে। ফলে কিছু কিছু মকরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম দেখা দিতে পারে।

মকর মনের দিক থেকে ভালো প্রকৃতির, ফলে কারো সাথে খুব ভালো প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কিন্তু দুর্ভাগ্যর কারনে মকর এ বছর সেই সম্পর্ক ধরে রাখতেও না পারেন। তাই সাবধান হওয়াটাই উত্তম। এ বছর আপনার জমানো টাকা সঠিক ভাবে খরচ করার সুযোগ পেয়ে যেতে পারেন। তাই কোন প্রকারের সম্পত্তি অথবা ভালো বিনিয়োগে এগিয়ে যেতে পারেন। অনেকে রত্ন পাথর ব্যবহারে আগ্রহী। তাদের জন্য বলছি যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য গোমেদ অথবা ইন্দ্র নীলা পাথর ব্যবহার উপকারী। এ উপকার মানে ভাগ্য বদলে দেওয়া নয়। শুধু মানুষকে মানুষিক ও শারীরিক ভাবে আগের থেকে বেশী উজ্জেবিত করা। ফলে কাজের গতি বৃদ্ধি পায়। সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। যখন সিদ্ধান্ত সঠিক হবে এবং কাজের গতি বেড়ে যাবে তখন আল্লাহ্‌র ইচ্ছায় সফলতাও অনেক সহজ।

কুম্ভরাশি (২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি):

জন্ম তারিখ অনুযায়ী আপনি যখন কুম্ভরাশির জাতক জাতিকা তখন আপনি শনি এবং ইউরেনাস গ্রহের দ্বারা প্রভাবিত হবেন এটাই স্বাভাবিক। কিছু কিছু কুম্ভরাশির জাতক জাতিকার মাঝে গাম্ভীর্য দেখা যায় তবে এর পাশাপাশি এরা মিশুক হয়ে থাকে। হুটহাট সিদ্ধান্ত বদলের ক্ষেত্রে এরা সিদ্ধ হস্ত। এ রাশির জাতক জাতিকাদের মাঝে মনে মনে অনেক কিছু চিন্তা করার স্বভাব দেখা যায়, কিন্তু সব কিছু বাস্তবতায় রূপ দিতে পারে না। এরা একটি কাজ শুরু করার কিছু দিন পরে অন্য একটি কাজ ভালো লেগে যায় ফলে বারবার কাজের ধরন পরিবর্তন দেখা যায়। যে কাজে বেশী পরিশ্রম করতে হয় অথবা যে কাজ কঠিন বেশী সে ধরনের কাজে এদের আগ্রহ কম। ফলে অন্যর সাহায্য নিয়ে কোন কাজ করতে এরা বেশী আগ্রহী হয়ে থাকে। বছরের সারাটা জুরেই সফলতা আপনার জন্য প্রস্তুত থাকলেও সারা বছর কিছু না কিছু ঝুট ঝামেলা লেগেই থাকবে। তবে আর্থিক দিক থেকে বছরের প্রথম দিকটা বেশ ঝরঝরে থাকবে। আপন মানুষ গুলো এ সময় খুব বেশী কাছাকাছি থাকবে আপনার। তাই সম্পর্কের দিক থেকে বেশ যত্নবান হবেন বলেই মনে হয়। তবে এ বছর কোন মামলায় জড়াবেন না। বেশী ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কারন বছরের মাঝামাঝি সময় আপনার কিছুটা প্রতিকূল হতে পারে। ব্যাক্তিগত জীবন তথা ক্যারিয়ার বিষয়ে এ সময়টাতে ধিরে পা ফেলবেন।

সঞ্চয়ের মনভাব থাকলে ভালো, না হলে এ বছর থেকে এই অভ্যাস করতে পারেন। কারন যে কোন প্রকারের সঞ্চয় বছরের শেষে কাজে লেগে যেতে পারে। যারা নতুন চাকুরী খুঁজছেন তাদের জন্য বছর শেষে সুখবর এসে হাজির হতে পারে। আর পাশাপাশি ব্যবসায়ীদের জন্য বছরের মাঝামাঝি থেকেই সু সময় বেশী হবার সুযোগ রয়েছে। তাই হাট জোর করে বসে না থেকে একটি কাজে স্থির হন। মনোযোগ দিয়ে একটি বিষয়ে কাজ শুরু করুণ। লেগে থাকুন, যত্ন করুণ। ভালো ফল আপনার জন্যই। বছরের সারা সময়টাতে শনি গ্রহকে ঠিক মত কাজে লাগাতে একটি ইন্দ্র নীলা পাথর ব্যবহার করে দেখতে পারে। পাথর হয়তো আপনাকে কিছু করে দেবেনা। করতে হবে আপনাকেই। তারপরেই যেহেতু পাথর একটি ক্যামিকেলের জমাট বাঁধা টুকরা তাই এর ক্যামিকেল আপনার শরীর ও মনকে প্রভাবিত করতে পারে ফলে হয়তো আলাহ চাইলে তার ইচ্ছায় আগের থেকে ভালো কাজ করতে পারবেন। আর ভালো কাজ মানেই ভালো সাফল্য।

মীনরাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ):

জুপিটার এবং নেপচুন আপনার গ্রহ। এর উপর আপনি যতটা প্রভাব বিস্তার করুণ আর না করুণ এই দুই গ্রহ কিন্তু ঠিকই আপনাদের উপর প্রভাব বিস্তার করে থাকে। আপনি যদি মীনরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে উদার মনোভাব, বন্ধুভাবাপন্ন সম্পর্ক এবং খুব বেশী সংবেদনশীল স্বভাব দেখা যেতে পারে। মাঝে মাঝে আপনার সবজান্তা একটি স্বভাবের উদয় হয় যা অন্যদের কে বিরক্ত করে থাকে। মনের দিক থেকে এরা কিছুটা অস্থির চঞ্চল স্বভাবের। তাই অনেকে এদের নার্ভাস বলেই মনে করতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের মাঝে কিছু অতি প্রাকৃতিক বিষয় দেখা যেতে পারে। এরা আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে সময় কাটাতে পছন্দ করেন। ফলে এদের মধ্যে কিছু পজিটিভ এনার্জি খুঁজে পাবেন আপনি।

নতুন বছরের প্রথম দিকে মীনরাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে খুব খুব ভালো সময়। শুধু প্রেমের ক্ষেত্রে নয়, পরিবার পরিজন অথবা বন্ধুবান্ধবের মাঝেও ভালো সময় খুঁজে পাবেন। কারন বছরের দ্বিতীয়ার্ধে আপনি কাজের চাপে হয়তো সময় খুব পাবেন। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে শিখতে হবে। কারন এর উপর নির্ভর করবে আপনার এসময়ের কাজ গুলোর সফলতার হার। সন্তান লাভ হতে পারে অনেকের। বছরের মাঝের কাজ গুলোর সফলতা এসে ধরা দেবে বছরের শেষের দিকে। যদি ব্যবসায় অর্থ বিনিয়োগ করার ইচ্ছা থাকে তাহলে সাহস করে বছরের শেষ দিকে এগিয়ে যেতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য হদুল পোখরাজ পাথর ব্যবহার উপকারী। এ উপকার যদি মনে করেন যে পাথর ভাগ্য বদলে দেবে তাহলে কিন্তু আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। পাথর মানুষের মনে শক্তি যোগায়। এখানে কোন অলৌকিক বিষয় নেই যে পাথর রাতারাতি আপনার ভাগ্য বদলে দেবে। কারন সকল ক্ষমতা আল্লাহ্‌র। কাজ করুণ, দোয়া করুণ আর উছিলা খুঁজুন। সফলতা আপনারই।

রাশির উপর নির্ভর করে হাজার হাজার মানুষ রত্ন পাথর ক্রয় করেন এবং ব্যবহার করেন। বেশীর ভাগ সময় শুনেছি মানুষ আসল পাথর ক্রয় করতে গিয়ে প্রতারিত হয়েছেন। বাংলাদেশে এই একটি মাত্র প্রতিষ্ঠান পেয়েছি যেখানে প্রতিটা পাথরের সাথে বিস্তারিত তথ্যর সাথে সঠিক ছবি সহ কোয়ালিটি ভেদে স্পষ্ট সঠিক মূল্য উল্লেখ করে দিয়েছে। তাই যে কেও রত্ন পাথর চিনতে চাইলে এবং তার সঠিক মূল্য জানতে এই ওয়েব সাইটটি ভিজিট করতে পারেন। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে আসল পাথরের সাথে থাকছে সারা জীবনের জন্য গ্যারান্টি। তাই এই পেজের লিংকটি উল্লেখ করে দিলাম। কারো না কারো দরকার হয়েই যেতে পারে... Gemstone Price & Picture (রত্ন পাথরের ছবি সহ সঠিক মূল্য)

এ লেখাটি Rashi Ratno (রাশিরত্ন) থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.