![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে দেশে ১৩ কোটির বেশী মোবাইল ফোন সিম রেজিস্ট্রেশনের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে। এর মানে দাঁড়াচ্ছে ডিজিটাল ক্যামেরার পরিষ্কার ছবি, ঠিকানা, জাতীয় পরিচয় পত্রর কপি সহ একজন মানুষের ব্যক্তিগত পরিচয়ের সব থেকে বড় সম্পদ তার আঙ্গুলের ছাপ সরকারের পরে চলে গেল বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের হাতে। এমন সব বিদেশী প্রতিষ্ঠানের হাতে দেশের মানুষের এমন তথ্য চলে গেল, যে প্রতিষ্ঠান গুলো অর্থের জন্য মরিয়া। কে আমাদের গ্যারান্টি দেবে যে, অর্থের বিনিময়ে এ দেশের মানুষের এমন তথ্য এ প্রতিষ্ঠান গুলো অন্য কোন দেশের গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করে দেবে না? যা আবার হয়তো ব্যবহার হবে আমাদের বিরুদ্ধেই।
বর্তমানে আমাদের সরকারের হাতেও এত পরিষ্কার ছবি সহ সকল নাগরিকের ব্যক্তিগত তথ্য নেই যা মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশনের মাধ্যমে মোবাইল ফোন কোম্পানি গুলোর হাতে চলে যাচ্ছে। যেখানে এখন পর্যন্ত সরকারী ডাটা বেজ ব্যবহারের অনুমতি সবাইকে দেওয়া হয়নি। সেখানে সরকারের বাইরে থেকে এ কোম্পানি গুলো নিজেদের কাছে দেশের মানুষের পরিচয়ের সকল তথ্য সংগ্রহ করে রাখছে। এমন এক পরিস্থিতিতে সব থেকে বড় প্রশ্নর জন্ম নেয় যে, সারা পৃথিবীতে আর কয়টি দেশ এভাবে নিজের দেশের সকল নাগরিকের নিরাপত্তা সংবলিত পরিচয় এমন বহুজাগতিক কোম্পানি গুলোর হাতে তুলে দিয়েছে? অথবা দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি তো কোন সমাধানের কথা ভাবতে পারেননি; বাকীরাও আপনার মতো বুদ্ধিমান।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
বিজন রয় বলেছেন: হতে পারে।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বিষয়ে সরকারের পরিস্কার ব্যাখ্যা দেওয়া জরুরী!
যেখানে আমাদের এনআইডিতে কারো ছবি দেখে কাউকে চেনার উপায় নেই!! সেখারে বেসরকারী একটা কাজে এত দারুন করে ছবি নেয়া, সব তথ্য প্রদান নিয়ে সবার মনে যে উৎকন্ঠা তার ব্যাখ্যা চাই!