![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছু দিন ধরে হিরো আলমের নাম কানে আসছিল। এ ছেলেটাকে নিয়ে দেখলাম অনেকে বেশ পোষ্টও দিচ্ছে। আজ হঠাৎ করে দেখলাম এই আলম ক্রিকেটার মুশফিককে নিয়ে ছবি বানাবে। এবং রীতিমত মুশফিককে তার প্রস্তাবও দিয়েছে। তাই নিতান্তই কৌতূহলী হয়ে একটু খুঁজে দেখার চেষ্টা করলাম কে এই হিরো আলম। পরের কথা গুলো বলার আগে কিছু তথ্য দিয়ে নেওয়া যাক।
ঢাকা শহরের দেয়ালে মাঝে মাঝেই কিছু অচেনা মানুষের বিভিন্ন ভঙ্গির ছবি সম্বলিত পোস্টার দেখতে পাওয়া যায়। তারা নাকি ড্যান্স শিল্পী। তারা পয়সার বিনিময়ে নেচে থাকেন। যদিও ভদ্র সমাজে এদের নাচ খুব কমই দেখতে পাবেন। হয়তো দেখতেই পাবেন না। এদের আবার বিভিন্ন গানের সাথে নাচের ভিডিও সিডি কিনতে পাওয়া যায়। বিশেষ করে দিন মজুর, রিক্সা ওয়ালা, পরিবহন শ্রমিকদের কাছে এ সকল নাচের ভিডিও বেশ জনপ্রিয়। কারন তাল-লয় হীন নাচের সাথে কিছুটা অশ্লীলতার মিশেল পাওয়া যায় এখানে।
ঠিক এমন এক পরিস্থিতিতে সেই ধরনের মিউজিক ভিডিওর একজন কিভাবে রাতারাতি হিরো আলমে পরিণত হল আমি ভেবে পাইনা। যারাই একে নিয়ে বেশ গরম তাদের কাছেই না হয় প্রশ্ন, এমন রুচির মানুষ কি আপনি নিজেও? অথবা এমন রুচির মিউজিক ভিডিও কি আপনার বসার ঘরে সবাইকে নিয়ে দেখে থাকেন? কই বাংলা ছবির নাম শুনলে তো গায়ে জ্বর চলে আসে।
তথ্য সংগ্রহ করতে যেয়ে দেখলাম এ আলমকে রেডিওতে আমন্ত্রন জানানো হয়েছিল, আর টিভি সংবাদের কল্যাণেই তো আমার সামনেই চলে এসেছে। বাদর কে নাকি লাই দিতে নেই। সুযোগ পেলে মাথায় উঠে বসার অভ্যাস যে রয়েছে। ঠিক তা না হলে কি ক্রিকেটার মুশফিককে নিয়ে ছবি বানানোর প্রস্তাব দেওয়া?
মজার সাথে রুচির একটা মিশেল থাকা চাই। আর রুচিহীন মজা যখন ব্যাপক আকার ধারন করে তখন বুঝতে হয় রুচির অবক্ষয় হয়েছে। আর সে অবক্ষয় যখন মহামারী আকার ধারন করে তখন এমন হিরো আলমেরা সমাজের পরিচয় তুলে ধরে ভিন্ন জাতিদের কাছে।
আপনাদের সুবিধার্থে এই আলমের কিছু ভিডিওর লিংক সংযুক্ত করে দেওয়া হল।
view this link
view this link
২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি গেমু আর শায়মাপু,তিনজনেরই প্রিয় নায়ক আলম..................
৩| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওহহ,,,এই দলে গিয়াস লিটন,ভৃগুদা আর সাইফুল্লাহ শামীমও আছেন
৪| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৭
আহলান বলেছেন: আমিও বুঝি না ... একেই বুঝি বলে রুচির পরিবর্তনে টাটকা ফেলে বাসি পচা খাওয়ার খায়েশ ... আমাদের মিডিয়াও পারে ...
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...