![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর কুয়াশা ঢাকা সকালে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ হেঁটে যাবার কথা ছিল। কথা ছিল ঝুম বৃষ্টিতে বারান্দার এক কোনে গুটিসুটি মেরে বসে তোমার হাতে হাত রেখে বৃষ্টির ছোঁয়া গায়ে মাখার। কথা ছিল এক থালায় বসে সকালের নাস্তাটুকু ভাগাভাগি করে খাওয়ার। বাস্তব জীবনে দিনের ক্লান্তি ভর করে যখন রাত শুরু হয় চোখের পাতা ভার হয়ে তখন জীবনের স্বপ্ন গুলোকে অনেকটা সেই ঘোলাটে কুয়াশার মতই মনে হয়। ঝুম বৃষ্টিতে মনে নাচন উঠলেও বাস্তবতা এখন সেই বারান্দার দরজা টেনে দেয়। যে সকালটা শুরু হয় তোমার আলিঙ্গন পাওয়ার লোভে তা যেন ব্যস্ত জীবনের সব থেকে দুর্লভতম বিষয়। এখন আমরা ছুটে চলি। ছুটে চলছি সকাল থেকে রাত সামনের দিকে মুখ করে পেছনের সব স্মৃতিকে পুঁজি করে। ব্যস্ততা বাড়ছে, বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে অভিনয়ের দক্ষতা, কমে চলেছে সুখের মূল্য। কিভাবে যেন সুখ গুলো সব রিক্সার চাকায় আর রেস্টুরেন্টের প্লেটে বাসা বেঁধেছে। এই কি সেই সুখ যার জন্য প্রতিটা দিনে বেঁচে থাকা...!
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: আবেগ!!! আবেগের কথা সব।
বাস্তব বড় কঠিন।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অল্পের মাঝে অনেক গল্প বলে যাওয়া বাক্য সকল। ++++
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।