নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে ভালকাজের পথ প্রদর্শন করল, তার জন্য রয়েছে এর সম্পাদনকারীর অনুরূপ সওয়াব” (সহীহ মুসলিম)

সাইফুল্লাহ্

সত্কর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (আল ময়েদা:২)তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সত্কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ (মুসলিম)। (আল কুরআন ৪১:৩৩)কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)

সাইফুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

কি ভয়ঙ্কর একটা পরিনতি নিজেদের জন্য আমরা অবধারিত করে নিচ্ছি

২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪

বিশ্বাস করতে পারেন নিচের কথাগুলো আপনার সৃষ্টিকর্তা আপনাকে বলেছেন=

"নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।

এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত

এবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।

সে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে এবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?

সেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।" [সুরা আদিয়াতঃ৬-১১]

"প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও। টা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।....... তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,[সুরা আততাকাসুর]

কি ভয়ঙ্কর একটা পরিনতি নিজেরদের জন্য আমরা অবধারিত করে নিচ্ছি, যা নিয়ে ভাববার সময়ও নেই আমাদের। "..See More" এই লিংকটাতে ক্লিক করে পুরো পোষ্টটা পড়ার সময়ও হয়নি সকলের। কিন্তু রগরগে গল্প/খবরগুলোর পোষ্টে পড়ে হাজার হাজার ক্লিক। যারা কষ্ট ও ধৈর্য ধরে এতদুর পড়েছেন, ধরে নিচ্ছি দ্বীনের জন্য তাদের ব্যায় করার মত কিছুটা সময় হয়ত আছে, তাই এই ভয়ঙ্কর পরিনতি রিলেট করার জন্য দারুন একটা আর্টিকেল শেয়ার করছি, যা হয়ত আপনার জীবনের সংঞ্জা পাল্টে দিতে পারে--
https://muslim55blog.wordpress.com/মুসলিম-জীবনে-সময়/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.