নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Fahim Ahasan Al Rashid, MBBS

আমি সাজিদ

Dr Fahim Ahasan Al Rashid blog

আমি সাজিদ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে

১৬ ই মে, ২০২১ রাত ৯:৩৯

টানা দেড় বছর সোশাল মিডিয়া থেকে দূরে ছিলাম। বলতে গেলে, ফেসবুক আইডি সব সময় অফ থাকতো, মেসেঞ্জার ব্যবহার করতাম প্রয়োজনে। এর মাঝে করোনা এলো, চাকরি ও নানা কাজে ব্যস্ততার সাথে করোনার কারনে আরেকটু মানসিক চাপ তৈরি হলো। আরও ছয় মাস ফেসবুক বন্ধ করে রাখলাম।
বন্ধু বান্ধব বলে সব ফেসবুকে, তুমি নাই কেন ? আমি নানা অজুহাত দেই। মার্কের চৌদ্দগোষ্টী উদ্ধার করি।

সবই ভালো চলছিল। কিন্তু বাইরে আসার পর একটা একাকীত্ব থেকে আবার ফেসবুক চালু করে কোথায় কি হলো দেখতে বসলাম। কয়েকদিন পর কিশোর কুমারের গানটিই মগজে খেলতে লাগলো সারাদিন। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে


শুধু মাত্র 'উই' এর নারী উদ্যোক্তারাই নন, বিভিন্ন পেশাজীবীর মানুষ এখন ফেসবুকে উদ্যোক্তা। যেমন আমার এক বন্ধু ৪২ বিসিএসের ভাইভার জন্য ফেসবুক কোচিং এর ভাইভার গ্রুপগুলোয় যুক্ত থাকার সাথে সাথে এখন পেশাজীবীদের ই কমার্স গ্রুপে ওর আম বাগানকে প্রমোট করছে। গত বছর করোনার মধ্যেও নাকি বেশ ভালো প্রফিট করেছিল। আবার, এক বন্ধু হস্পিটালের রোস্টার ডিউটি ছেড়ে দইয়ের ব্যবসা নিয়ে লেগে পড়লো আর পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্সের পড়াশুনা শুরু করলো। কিছু বন্ধু্র মাধ্যমে আবার ফেসবুকের নানা ডেটিং গ্রুপের কথা জানলাম। আজকেই খুব চমৎকার একটা গ্রুপে ঢুকলাম যেখানে বাবা মা বা আত্নীয় স্বজন বিয়ের জন্য নিজের কন্যা বা পুত্রের ছবি দিয়ে পাত্র পাত্রী খুঁজছেন। এক ভদ্রলোককে পেলাম যদি ফেসবুক কেন্দ্রিক ডায়েট প্ল্যান ও এক্সারসাইজ প্রমোট করেন। এরোবিক্সের জন্য ফিটনেস সেন্টার খুলে বসেছেন।

বাসার ছোটদের পড়াশুনাও ফেসবুকে হচ্ছে। নিজের ক্লাসের গ্রুপে টিচাররা লাইভে আসছেন। ক্লাস নিচ্ছেন। এছাড়া এখন নানা বিষয়ে আলোচনার জন্য প্রতিদিন শতটা লাইভ হচ্ছেই।

আমার পৃথিবীর কিছু অংশ বদলে গেছে, নতুন লাগছে অনেক কিছু। মানুষ এখন আনুষ্ঠানিকভাবেই বাস্তব ও ভার্চুয়ালে জীবন যাপন করছে। এবং সামাজিক ও আর্থিক দিক দিয়ে দুটো থেকেই সুবিধা নিচ্ছে।












মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২১ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



ব্লগে বেশ কয়েকবার আপনার পোষ্টে মন্তব্য করেছিলাম; এখন দেখছি এটাই আপনার ১ম পোষ্ট! কোন ব্যাখ্যা?

১৬ ই মে, ২০২১ রাত ১০:০৬

আমি সাজিদ বলেছেন: বাকিগুলো ড্রাফটে নিয়েছি।

২| ১৬ ই মে, ২০২১ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনার ব্লগিং'এ কি সমস্যা যে লেখাকে ড্রাফট করতে হয়েছে?

১৭ ই মে, ২০২১ রাত ১২:১১

আমি সাজিদ বলেছেন: কি মনে হয় আপনার?

৩| ১৭ ই মে, ২০২১ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: কিছুই বুঝতে পারছি না।

১৭ ই মে, ২০২১ রাত ১২:১২

আমি সাজিদ বলেছেন: সোশাল মিডিয়া মানুষের জীবনে কতোটা প্রভাব বিস্তার করেছে এই কয়েক বছরে, সেটাই জানাতে চাইলাম।

৪| ১৭ ই মে, ২০২১ রাত ১২:১৫

কল্পদ্রুম বলেছেন: প্রযুক্তির সাথে সবাই এডাপ্ট করে নিচ্ছি।

১৭ ই মে, ২০২১ রাত ১২:৫০

আমি সাজিদ বলেছেন: সোশাল মিডিয়াকে আর ওভারলুক করার উপায় নেই দেখছি। আগামী ৫/৭ বছর পর কেমন হতে পারে সোশাল মিডিয়া গুলো?

৫| ১৭ ই মে, ২০২১ রাত ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই বদলে গেছে।

১৭ ই মে, ২০২১ রাত ১:৪০

আমি সাজিদ বলেছেন: আমি এখনও মানিয়ে নিতে পারিনি। হয়তোবা চেষ্টা করতে হবে।

৬| ১৭ ই মে, ২০২১ রাত ১:০৩

কল্পদ্রুম বলেছেন: আরো মানুষ এতে যুক্ত হবে মনে হয়। প্রয়োজনের তাগিদেই হবে। বর্তমানের তুলনায় আরো নিরাপদ হবে আশা করি।

১৭ ই মে, ২০২১ রাত ১:৪৫

আমি সাজিদ বলেছেন: আমারও এমনটা মনে হচ্ছে৷ প্রতিউত্তরের জন্য ধন্যবাদ।

৭| ১৭ ই মে, ২০২১ রাত ৩:৪৫

রাজীব নুর বলেছেন: শুভ রাত্রি।

১৭ ই মে, ২০২১ সকাল ১০:০০

আমি সাজিদ বলেছেন: শুভ সকাল

৮| ১৭ ই মে, ২০২১ সকাল ১০:৩৩

জটিল ভাই বলেছেন: এ বদলের জন্যে আপনারও দায় রয়েছে.....

১৭ ই মে, ২০২১ দুপুর ২:২৭

আমি সাজিদ বলেছেন: সেটা কেমন করে?

৯| ১৭ ই মে, ২০২১ দুপুর ১:২৮

খায়রুল আহসান বলেছেন: জীবন পরিবর্তনশীল, সেই সাথে পৃথিবীও। এসব পরিবর্তনের সাথে সুবিধেমত খাপ খাইয়ে নেয়াতেই জীবনের গতিময়তা চক্রাকারে আবদ্ধ।

বদলে যাক, বদলে যাই!

এক কালের প্রিয় গানটি শুনলাম, আবারও ভাল লাগলো। এক বন্ধুর মুখটা মনের পর্দায় ভেসে উঠলো। সে এ গানটি খুবই দরদ দিয়ে গাইতো সে সময়। সে চিরকুমার রয়ে গেছে!

১৭ ই মে, ২০২১ দুপুর ২:৫৭

আমি সাজিদ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ স্যার। প্রয়োজনের তাগিদেই হয়তো নতুন ধারাগুলোর সাথে খাপ খাইয়ে নিতে হবে।

যার কথা বললেন উনি নিশ্চয়ই আপনার ক্যাডেট কলেজের বন্ধুদের মধ্যে একজন। জানতে ইচ্ছে হচ্ছে তার চিরকুমার থাকাটা নিয়ে৷

১০| ১৭ ই মে, ২০২১ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: পৃথিবী সব সময় বদলায়। বদলায় মানুষেরাও। তবে এবারের পৃথিবীর বদলটা আমাদের জীবনে দেখা নেই তো তাই এত অবাক লাগা।

তবে মানুষ হলো জলের মত যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করিবেক! :)

১৭ ই মে, ২০২১ দুপুর ২:৫৯

আমি সাজিদ বলেছেন: হা। এবারের বদলে এক ধাক্কায় কিছু রীতিনীতি সামাজিক মূল্যবোধও বদলে গেছে।

হ্যাঁ৷ মানুষ পরিবর্তনকে মানিয়ে নিতে পারে।

১১| ১৭ ই মে, ২০২১ দুপুর ১:৪৪

রানার ব্লগ বলেছেন: চোখ থেকে চশমাটা খুলুন সেই ক্ষয়ে যাওয়া পুরানা পৃথিবীটাই দেখতে পাবেন।

২০ শে মে, ২০২১ রাত ১২:৩৩

আমি সাজিদ বলেছেন: আমি তো চশমা খুলেও নতুন অচেনা পৃথিবী দেখছি।

১২| ১৯ শে মে, ২০২১ রাত ১০:৪৩

ঢুকিচেপা বলেছেন: এখন সবকিছুই ফেসবুক/অনলাইন। যেটা আগে কখনই আশা করা যায়নি, সেটাও হচ্ছে, অনলাইন স্কুল।

“অপারেশন স্ট্রিটফুড, বগুড়া”- এটা কি লিখেছিলেন পড়া হয়নি।
স্ট্রিটফুড এর ভয়াবহ অবস্থা, গন্ধে অবস্থা খারাপ।

২০ শে মে, ২০২১ রাত ১২:৩২

আমি সাজিদ বলেছেন: এইটা ২০১৩ সালে লেখা। তখন কি যে লেখতাম =p~

১৩| ২৪ শে মে, ২০২১ রাত ১১:৪৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে সমাজ-সভ্যতা-সংস্কৃতি সবই বদলায়। মননেও পরিবর্তন আসে। তবে মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে সব সময়। এটা বদলালে অস্তিত্বের সংকট প্রকট হয়ে পড়বে।
শুভেচ্ছা।

২৬ শে মে, ২০২১ রাত ১১:৪৩

আমি সাজিদ বলেছেন: মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে নাহয় অস্তিত্বর সংকটে পড়তে হবে। চমৎকার বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২০

জুন বলেছেন: বাইরে কই গেছেন আমি সাজিদ ? আর কোন লেখাও তো দেখি না আপনার? আমার লাস্ট পোস্টে মন্তব্যের জবাব দিয়েছি, শীঘ্রই একটু দেখবেন আশা করছি :)
বাকি সব পোস্ট আলমারি থেকে বের করেন। -- সাথে গোস্বা করে মাটিতে ভাত খেয়ে লাভ আছে কোনো??

২৬ শে মে, ২০২১ রাত ১১:৪৪

আমি সাজিদ বলেছেন: দেখছি।

১৫| ২৬ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪২

পদ্মপুকুর বলেছেন: কার পোস্টের মন্তব্যে দেখলাম জুন আপা অসুস্থ। সুস্থ হয়েছেন কি?

২৬ শে মে, ২০২১ রাত ১১:৪৫

আমি সাজিদ বলেছেন: উনার পোস্টে উনার এক প্রতিউত্তর দেখে আমি ঢাবিয়ান ভাইয়ের পোস্টে কমেন্ট করেছিলাম, ব্লগের আপাদের নিয়ে ঢাবিয়ান ভাই পোস্ট দিয়েছিলেন।

১৬| ২৭ শে মে, ২০২১ রাত ৯:১৭

জুন বলেছেন: আমার অসুস্থতার বিবরণ ছবি সহ দিয়েছিলাম আমার পোস্টে আপনার মন্তব্যের উত্তরে। আপনি কি সেটা দেখেছিলেন আমি সাজিদ? ভিজিটরের ঘরে আপনার নাম দেখার কিছুক্ষণ পরে সেটা মুছে দিয়েছি। আপনি যেহেতু ডাক্তার তাই বিস্তারিত লিখেছিলাম। ভালো থাকুন সবসময় :)

২৮ শে মে, ২০২১ রাত ২:০৬

আমি সাজিদ বলেছেন: জ্বি আপি৷ দেখেছি৷আমি চট করে একটা ডায়াগনোসিসও এসেছিলাম কিন্তু সেটা বয়স অনুযায়ী আপনার উপসর্গের সাথে যায় না।
আমি এখনও কোন স্পেশালিস্ট নই৷ তবুও গলা ব্যাথা, জ্বর, র‍্যাশ, এগুলোর বর্ণনা শুনে কোন ব্যাকটেরিয়াল ইনফেকশন মনে হচ্ছে। কমপ্লিট ব্লাড কাউন্ট /রেনাল প্রফাইল/ লিভার প্রফাইল / সুগার প্রফাইল/ ব্লাড ও ইউরিন কালচার এর সাথে উপসর্গ মিলিয়ে ও প্রপার হিস্ট্রি নিয়ে একটা ডায়াগনোসিসে যেতে হবে, আমি ব্লগে মেলাতে পারলাম না ডকুমেন্টস ছাড়া। তবে ওখানের স্পেশালিস্টরা নিশ্চয়ই কোন ওয়ার্কিং ডায়াগনোসিস করেছেন, যেটাকে ভিত্তি ধরে স্টেরয়েড ও এন্টিবায়োটিক দিয়েছেন। কি বলেছিলেন তারা সেটা জানা যাবে কি? আমার কাছে কেসটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আবার বোধকরি আপনার আইজি ই টেস্ট করে সহজ ভাষায় বলেছে এলার্জি বেশী এই কথাটা, এইখানে এইটাও প্রশ্ন আপনার এজমার কোন ধরনের ভ্যারিয়েশন আছে কিনা।

১৭| ২৮ শে মে, ২০২১ সকাল ১১:৩০

জুন বলেছেন: না আমি সাজিদ আল্লাহর রহমতে আমার জ্বর,কাশি বা ঠান্ডা এসব ছিলনা একটুও। ছিল শুধু র‍্যাশ আর এটাই ৫ দিনের দিন গলার চারিদিকে পুরু হয়ে নিশ্বাস বন্ধ করে আনছিলো। চোখে ঝাপসা দেখছিলাম কারন চোখেও উঠেছিল। আর এই র‍্যাশগুলোতে কিন্ত কোন চুলকানি ছিল না বললেই চলে। যাক আল্লাহ রহমত করেছেন এখন আমি এসব থেকে মুক্ত। তবে খাবারটা বেছে খাই এলার্জেন মুক্ত খাবার। আমার জন্য দোয়া করবেন আর আপনিও ভালো থাকবেন দোয়া করি।

৩০ শে মে, ২০২১ রাত ১২:৫৩

আমি সাজিদ বলেছেন: জ্বি৷ সুস্থ থাকুন নিরাপদ থাকুন।

১৮| ৩০ শে মে, ২০২১ রাত ১:৫০

স্প্যানকড বলেছেন: কবে জানি ভার্চুয়াল জগতে প্রসব বেদনা শুরু হয় আল্লাহ মালুম। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৮

আমি সাজিদ বলেছেন: হতেই পারে। অস্বাভাবিক কিছু না৷ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.