নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Fahim Ahasan Al Rashid, MBBS

আমি সাজিদ

Dr Fahim Ahasan Al Rashid blog

আমি সাজিদ › বিস্তারিত পোস্টঃ

মাননীয় মন্ত্রী, কয়টা কলেজ শিক্ষার্থীদের এসাইনমেন্ট নিয়েছে? বিষয়ভিত্তিক ম্যাপিং নতুন ধারনাটি কিভাবে স্বচ্ছতা পাবে?

১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৪৪


যারা এসএসসি পরীক্ষাথী ওদের ক্লাস হয়নি। মফস্বলে গ্রামে যে যেভাবে পেরেছে সিলেবাস শেষ করেছে। এইচএসসি পরিক্ষার্থী একজন অবশ্য আমার বাসায়ই আছে। বিভাগীয় শহরের সবচেয়ে ভালো কলেজটায় পড়ছে।
তাদের সেকেন্ড ইয়ারে ক্লাস অনলাইনে এই হয়েছে কি হয়নি, এসাইনমেন্ট তো দূরের কথা। এই যখন বিভাগীয় শহরের প্রথম কলেজটির অবস্থা, জেলা শহরের বা মফস্বলের কলেজগুলোর অবস্থা কি আপনারা ভেবেছেন?

কেন দেড় বছরেও বিকল্প মাধ্যমে ক্লাস নিশ্চিত করতে পারেন নাই?

এই ব্যর্থতা কি আপনাদের নয়?

আমরা কাগজে কলমে বিশাল কুতুব। নিচের দিকের অন্ধকার দেখতে ভুলে গেছি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার যতদূর মনে হয় ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চারা অনলাইন পড়াশুনায় কিছুটা কাভার করেছে। বাকি বাচ্চারা নামকাওয়াস্তে। ইউনিভার্সিটির কিছু বাচ্চারা হয়তো কিছুটা কাভার করতে পেরেছে। অন্যেরা সরায়া-ম-কলা!!!

১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:২০

আমি সাজিদ বলেছেন: উনার কোন আইডিয়া নাই কি ক্ষতি হয়ে গেছে দেশে। আশা করি নিশ্চয়ই তাদের কোন পরিকল্পনা আছে সব শিক্ষার্থীদের ভ্যাক্সিন দেওয়ার।

২| ১৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫০

ভুয়া মফিজ বলেছেন: এক মনি কয়েকদিন আগে জাতিকে স্বল্পমেয়াদের ঝাকি দিয়েছিলেন; আরেক মনি দীর্ঘ মেয়াদী ঝাকি দিতে চলেছেন। দেখা যাক, জাতি এই ঝাকি কতোটা সামাল দিতে পারে।

বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম। আফ্রিকার জঙ্গলে ঘাটি গাড়া এক বিদ্রোহী গ্রুপ মজা করে এক শিম্পান্জীর হাতে একে ৪৭ রাইফেল তুলে দিয়েছিল। তারপরে...........? আপনি দেখেছেন ভিডিওটা? কেন জানি আজ সেই ভিডিওটা চোখে ভাসছে!!! =p~

১৫ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৬

আমি সাজিদ বলেছেন: আমরা শিম্পাঞ্জির হাতে উন্নয়নের অস্ত্র। এত উন্নয়নের বর্ষনে বেহেশতে চলে যাচ্ছি সবাই ( আল্লাহ মাফ করুক)৷

৩| ১৫ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০১

হাবিব বলেছেন: শেষ লাইনে আমাদের স্বরূপ তুলে ধরেছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.