নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Fahim Ahasan Al Rashid, MBBS

আমি সাজিদ

Dr Fahim Ahasan Al Rashid blog

আমি সাজিদ › বিস্তারিত পোস্টঃ

সাতাশ থেকে সাঁইত্রিশ

১২ ই মে, ২০২৩ রাত ১২:৪৭


মনে হয় সেদিনই ভর দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরেছি, গোসল ও খাওয়ার পর্ব শেষ করে বিছানায় একটু ভাত-ঘুমে ঢুলছি। দেওয়ালের বড় ঘড়ির দিকে মাঝে মাঝে চোখ মুছে তাকাচ্ছি। মাথায় অদ্ভুত ক্যালকুলেশন চলছে, ঠিক কতক্ষণ পরে বাসা থেকে বের হয়ে কোচিংয়ে পৌঁছালে সমস্যা হবে না ? ফেরার পথটা একটু ঘুরে মাঠে ক্রিকেট খেললে কি আজানের আগে আগে বাসায় পৌঁছানো যাবে ?

আমার মন আবার ছুটে যায় অন্যরকম এক বিকেলবেলায়, পুরাণ পল্টনে বায়তুল মোকারমের সামনের বইয়ের দোকান গুলোর সামনে। ফুটপাথে সাজানো পুরনো সেবা প্রকাশনীর বইগুলোর মাঝ থেকে মাসুদ রানা বেছে নেওয়া হচ্ছে। সাথে আরেকটা বিষয় ভেবেও ভালো লাগছে, লাচ্ছি খেলেও বাকি টাকায় হোস্টেলে পৌঁছানো যাবে।

নিরুপায় হয়ে ফরম্যালিনে অনেকক্ষণ হাত ভেজানোর ফলে দুহাতের চামড়া কিছুটা কুঁচকে গেছে, অনেক ঘষে ঘষে সাবান দিয়ে হাত ধোয়ার পরেও যেন চামড়ার ভেতর দিয়ে অন্য কোন ব্যক্তির ফুসফুস বা হৃদপিণ্ডের গন্ধ টের পাচ্ছি। এখন যেন বসে আছি কলেজ ক্যান্টিনে। সিঙ্গারা অর্ডার দেওয়া হয়েছে।

ইসিজি ফ্ল্যাট, বয়স শুনেছি একশত ছয়। আমি টর্চের আলোয় একটু আগেই ধূসর নীলচে চোখগুলোর নির্লিপ্ততা টের পেয়েছি। এই মাঝরাতে, ভারত মহাসাগরের এক মুক্তোর মালায়, কত কালের ইতিহাসের সাক্ষী হয়ে রেকর্ডের খাতায় নন-রি-একটিভ হয়ে যাচ্ছে তারা ?

নানা বয়সী আমরা জীবনের বিভিন্ন পাতায় এই ব্লগকে জুড়ে নিচ্ছি। কতো অভিজ্ঞতা, কতো অজানাকে জানা, নিজের ভাবনাগুলোকে অন্যদের সাথে মিলিয়ে দেখা ! অগ্রজ ব্লগারদের কাছে আমার আজকের বিনীত জিজ্ঞাসা-

সাতাশ থেকে সাঁইত্রিশ , জীবনের এই দশ বছর যদি ম্যাজিকের মতো ফিরে পেতেন, আপনার জীবনের কোন সিদ্ধান্তগুলো পরিবর্তন করতেন ? অনুজদের জন্য আপনার সেরা তিন পরামর্শ কি থাকবে ?



মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৩ সকাল ৮:২৫

শেরজা তপন বলেছেন: ইসিজি ফ্ল্যাট ... এই লাইনটা বুঝি নাই!
সাতাশ থেকে একত্রিশ এই সময়টা বেশ রঙ্গীন আর ঝঞ্ঝা-বিক্ষুব্ধ ছিল! সেই সময়ে ফেরত গেলে মন্দ হোত না। তবে আমি খুব করে ফিরে পেতে চাই-রাশিয়ার দিনগুলি। বয়সের একটা মাধুর্য আছে সৌন্দর্য আছে, জীবনকে উপভোগ করতে চাইলে সব বয়সেই করা যায়। এই যেমন এখন আমি লেখালেখি করে সবচেয়ে বেশী আনন্দ পাই- এটা কেউ আমাকে জোর করে চাপিয়ে দেয়নি। এখানে আমি স্বাধীন, আমার ভুবনে আমি রাজা। আর 'বয়সে বিজ্ঞতা বাড়ে। সমস্যা একটাই; আবেগ কমে যায় ( ব্লাশিং, গুজবাম, রোমান্সে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বুকের মধ্যে আচমকা ফাঁকা হয়ে যাওয়া , থ্রিলিং, ফিলিংস সব কমে যাওয়া, চেষ্টা করেও ফিরিয়ে আনা যায়না।)!!

যে কোন বয়সে সুস্থ্যতা সবচেয়ে জরুরি - নো ড্রাগস। সেই সাথে জীবনে একবার প্রেমে পড়া উচিৎ- দেরি হলেও সঙ্গী খোঁজো।
আজ তোমার জীবনে যে অঘটনটা ঘটে গেল- সেটা হয়তো একসময়ে আশির্বাদ হয়ে ধরা দেবে। অতএব হতাশ না হয়ে অপেক্ষা কর। ধৈর্য আর অধ্যাবসয়-এর কোন বিকল্প নেই। তোমার জীবনে যে অঘটন ঘটছে- কখনোই ভাববে না সেটা শুধু তোমারই হচ্ছে, একই সাথে পৃথিবীর লক্ষ মানুষ সেই পরিস্থিতির মোকাবিলা করছে।
নিয়মিত খোলা স্থানে আড্ডা হোল মনের সবচেয়ে সুন্দর ব্যায়াম। আড্ডা,ভ্রমণ আর পড়াশুনার কোন বিকল্প নেই।


*বুইড়া হচ্ছিতো তাই বুইড়াদের মত পরামর্শ দিলাম।

১২ ই মে, ২০২৩ সকাল ১০:৩৫

আমি সাজিদ বলেছেন: নো ড্রাগস, প্রেম, ধৈর্য আর অধ্যাসয়, খোলা স্থানে আড্ডা, ভ্রমণ আর পড়াশুনা; পয়েন্টগুলো এইভাবে নিলাম। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ তপন ভাই।
আপনার সেই রাশিয়ার দিনগুলোর সুলিখিত বর্ণনা আমাদের বরাবরই নতুন একটা জগতের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই জীবন অভিজ্ঞতাগুলোই আপনাকে হয়তোবা আরও ঋদ্ধ করেছে। যেকোনো জায়গায় যেকোনো সময়ে নিজের মনের মতো করে স্বাধীনতা খুঁজে নেওয়া যে নিজেকে উপভোগের চমৎকার একটি উপায় হতে পারে, লেখালেখি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি জেনে ভালো লাগলো।

হাসপাতালে বা ক্লিনিকে অফিশিয়াল ডেথ ডিক্লারেশনের আগে ডকুমেন্টেশন পারপাজে ইসিজি করা হয়। ওখানে ইসিজিটা একটা সরলরেখা বা ফ্লাট হয়ে যায়, সেটাই লিখতে চেয়েছি।

২| ১২ ই মে, ২০২৩ সকাল ৮:২৮

মিরোরডডল বলেছেন:



সাজিদের এরকম লেখা আগে পড়া হয়নি, ভালো লাগলো জীবনের কথা।

পরামর্শ কি দিবো, এখনও অনুজ অগ্রজ সবার কাছ থেকে শিখি।

নিজের কথা এটুকু বলতে পারি, অতীত থেকে শিখি।
আগামীর স্বপ্নগুলো আমার বেঁচে থাকার অনুপ্রেরণা।
কিন্তু ভালোবাসি বর্তমানকে।
আজ এখন আমার যে অনুভূতি এটাই বাস্তবতা।
এটাই আমার কাছে জীবন।
তাই মুহূর্তগুলো আনন্দে থাকতে চেষ্টা করি,
পাশের মানুষগুলোকেও ভালো রাখতে চেষ্টা করি।
এন্ড অভ দ্যা ডে, যুদ্ধ নয়, শান্তি চাই।

১২ ই মে, ২০২৩ সকাল ১০:৫০

আমি সাজিদ বলেছেন: বর্তমানকে ভালোবেসে প্রতি মুহূর্ত অনুভব করার চেষ্টাই বোধহয় সর্বোত্তম পন্থা। এই বর্তমানই অতীত হবে আর ভবিষ্যৎ গড়ে দিবে। আমি আরও কয়েকটি বিষয় খেয়াল করেছি যেমন- অপূর্ণতা জীবনের অংশ, ভালো থাকতে হলে অনেক দুঃখের অভিজ্ঞতা ভুলে যেতে হয়, আগামীর স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে, কাছের ও পাশের মানুষদের ভালো রাখাটা আবার নিজের ভালো থাকার টনিক হিসেবে কাজে দেয়।
শেষে যে শান্তির কথা বললেন, সেটা কি মনের সাথে যুদ্ধের ? পরিস্থিতির সাথে ?
অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ মিডো আপু।

৩| ১২ ই মে, ২০২৩ সকাল ৮:৩৪

মিরোরডডল বলেছেন:



সাতাশ থেকে সাঁইত্রিশ ,

শিরোনাম ভালো লেগেছে, ব্যতিক্রম।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই শিরোনাম কেনো।
সাতাশের কারণ সাজিদের জীবনে সাতাশ বসন্ত পার হয়েছে, কিন্তু ফ্রেমটা সাঁইত্রিশ কেনো, কম বা বেশি না কেনো, এটা জানার আগ্রহ :)


১২ ই মে, ২০২৩ সকাল ১০:৫৯

আমি সাজিদ বলেছেন: আমি জীবনকে এইভাবে ভাবছি-
এক থেকে সতেরো
সতেরো থেকে সাতাশ
সাতাশ থেকে সাঁইত্রিশ
সাঁইত্রিশ থেকে সাতচল্লিশ
সাতচল্লিশ থেকে সাতান্ন
সাতান্ন থেকে সাতষট্টি
সাতষট্টি থেকে সাতাত্তর
সাতাত্তর থেকে সাতাশি .....

নিশ্চয়ই প্রতিটি দশকেই নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হয়।

৪| ১২ ই মে, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: পল্টন এলাকা থেকে অনেক বার পুরনো বই আর ম্যাগাজিন কিনেছি।

যদি সম্ভব হতো তাহলে অবশ্যই আমি আমার জীবনটা বদদলে নিতাম। এই জীবনে অনেক অপূর্ণতা রয়ে গেছে।
আমি কাউকে উপদেশ দেই না। অনুরোধ করি।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৫

আমি সাজিদ বলেছেন: আচ্ছা।

৫| ১২ ই মে, ২০২৩ রাত ৯:১৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: মন্তব্য করাটা ঠিক হবে কি না জানি তবে বলে রাখি , এই সময়টাতেই জীবনের জঘন্য রূপটা দেখা যায় !

তপন ভাই ঠিক বলেছেন জীবনে প্রেম দরকার । আমার অবশ্য প্রেম হয়নি ও আসেনি , তবে চাইবো যাতে না আসে ।

আমার বয়স সাতাশ না হলেও আমি নিশ্চিত আমি এই সময়ে গিয়ে নিজেকে সবচেয়ে বেশি ঘৃণা করতে শুরু করব !! এখন যেমন করছি তার চাইতেও বেশি !!

আপনার এই সাতাশ থেকে সাঁইত্রিশ বয়সটা অনবদ্য হোক এই কামনা থাকল !!

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৬

আমি সাজিদ বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

৬| ১২ ই মে, ২০২৩ রাত ৯:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ২৭ বছরের একজন যুবকের প্রতি আমার পরামর্শ হবে এই রকম;
১। এই বয়সটা অনেকটা বিমানের উড্ডয়নের সময়ের মত। বিমানের ইঞ্জিনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হয় এই সময়। মনে রাখতে হবে এই বয়সটা হোল একটা মানুষের সাফল্যের আকাশে ওড়ার সময়। এই সময় পূর্ণ শক্তিতে টেইক অফ না করতে পারলে সামনে কঠিন সময় আসতে পারে। তাই সময় নষ্ট না করে পূর্ণ শক্তিতে জীবনের লক্ষ্যের উদ্দেশ্যে এগুতে হবে। এই সময় আর ফিরে পাওয়া যাবে না। সব বয়সে সব কিছু আসলে করা যায় না।

২। এই বয়সে সাধারণত মানুষ বিয়ে করে। তাই বিয়ের পাত্র/ পাত্রী নির্বাচনে ভুল করলে পুরো জীবনের হিসাব উলটাপালটা হয়ে যাওয়ার সম্ভবনা আছে। বিয়ে মানুষের জীবনে একটা নেয়ামত হতে পারে আবার ভুল জায়গায় বিয়ে করলে জীবনটা হেল হয়ে যেতে পারে। এই বয়সে বেশী দিন একা না থেকে সঙ্গী খুঁজে নিতে হবে।

৩। ক্যারিয়ারের ট্র্যাক বারবার পরিবর্তন না করে আগে থেকেই সঠিক ক্যারিয়ার বেছে নিতে হবে। বারবার পরিবর্তন করলে পিছিয়ে যাবার সম্ভবনা আছে। একটা মানুষ ২০ বছরের মত সময় পায় নিজের সফলতার ভিত্তি তৈরি করার জন্য। ২০ বছরের মধ্যে একটা নিরাপদ উঁচু জায়গায় না যেতে পারলে পরের জীবনে অনেক সমস্যার দ্বারা জীবন জর্জরিত হতে পারে।

৪। যারা ধার্মিক তারা এই বয়সে ধর্মের ব্যাপারে সিরিয়াস না হলে পরে সিরিয়াস হওয়া কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে মানুষ ভোগ বিলাসিতায় ডুবে গিয়ে ধর্ম থেকে দূরে সরে যায়। তাই ধার্মিক মানুষের উচিত হবে যৌবন কালেই ধর্মের কাছাকাছি থাকা। দেরী করলে মনে ময়লার আস্তর পড়ে যায় যেটা থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। অনেকে চিরদিনের মত বিপথে চলে যায়।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৮

আমি সাজিদ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৩ ই মে, ২০২৩ বিকাল ৩:৩০

শাওন আহমাদ বলেছেন: মন্তব্য করতে ইচ্ছে করছে কিন্তু কি মন্তব্য করব বুঝতে পারছিনা।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৬

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ।

৮| ১৩ ই মে, ২০২৩ রাত ৯:৫৯

মিরোরডডল বলেছেন:



নিশ্চয়ই প্রতিটি দশকেই নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হয়।

ওয়েল সেইড।

শেষে যে শান্তির কথা বললেন, সেটা কি মনের সাথে যুদ্ধের ? পরিস্থিতির সাথে ?

মনের সাথে বোঝাপড়া এবং মনকে কন্ট্রোল করা খুব কঠিন কাজ, যেটা আমাদের প্রতিনিয়ত করতে হয়।
একইভাবে পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে মানিয়ে জীবন নিয়ে এগিয়ে যাওয়া, নট ইজি কিন্তু এটাও করতে হয়।
এ সবকিছুই আমরা করি কারণ দিনের শেষে আমরা মানসিক শান্তি চাই, প্রশান্তি চাই।

ভুল বোঝাবুঝি, কলহ, বিদ্বেষ, হিংসা, এসব ভালো লাগে না।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৯

আমি সাজিদ বলেছেন: ভুল বোঝাবুঝি, কলহ, বিদ্বেষ, হিংসা, এসব ভালো লাগে না। একদম।

৯| ১৩ ই মে, ২০২৩ রাত ১০:০৮

মিরোরডডল বলেছেন:




সামুর কথা যদি বলি, এই কদিন আগেই দুজন ব্লগারের মাঝে কত হৃদ্যতা, সুইট একটা বন্ধুত্ব।
একজন আরেকজনকে নিয়ে মজার পোষ্ট দিচ্ছে, গান করছে, কত আনন্দঘন মুহূর্ত, এগুলো দেখতে কতো ভালো লাগে।
অথচ হঠাৎ কি হয়ে গেলো, দুজনে ঝগড়া করে এখন কেউ কারো বন্ধুতো নাই, কেমন যেন বৈরী আচরণ!
কেউ কারো পোষ্টে যাচ্ছে না, কমেন্ট করছে না।
এগুলো দেখে আমি হতাশ হই।

আমাদের মাঝে সহনশীলতার এতো অভাব কেনো!
আমরা কেনো এতো অল্পতেই ওভাররিএক্ট করি!

স্যরি পোষ্ট বহির্ভূত কথা বলে ফেললাম।
ভালো থাকবে সাজিদ।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪০

আমি সাজিদ বলেছেন: কাহিনি কি? কোন দুইজন? এর মধ্যে একজনের নিক শা দিয়ে আর আরেকজনের সা দিয়ে শুরু?

১৫ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:১০

আমি সাজিদ বলেছেন: ওটা কি মাস্কুলোস্কেলেটাল পেইন ছিল নাকি কোনও লাং ইনফেকশন নাকি এসিড রিফ্লেক্স হয়ে পেইন? ইসিজি আর কার্ডিয়াক বায়োমার্কারস যেহেতু নর্মাল, এইটা ভালো।

১০| ১৪ ই মে, ২০২৩ বিকাল ৫:০০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @মিরোরডডল

আয়নাবিবি , আমার ভেতর প্রেমের অভাব নেই বুঝলেন ? আমার মান বেশিদিন থাকে না !! মূলত আমি ব্লগেই আসছি না আমার বদ্ধ অনুভবের কারণে বলব সেসব ! যার কথা বললেন তাকে জ্বালানো বাকী আছে সুযোগ হাতছাড়া করা যাবে না !!

১১| ১৪ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:২২

মিরোরডডল বলেছেন:




আরে আজিব!! আমি কখন বললাম প্রেমের অভাব B:-)
নির্বংশ যে প্রেমিক পুরুষ সেতো আমরা জানি।

কাল আমি এখানে কমেন্ট করার পর নির্বর পোষ্টে আবার দুজনকে একসাথে দেখে ভালো লেগেছে।
জ্বালাতে হয়, জ্বালাবে সমস্যা নেই কিন্তু একসাথে থেকে, নো মোর মান অভিমান, ওকে? :)

১২| ১৪ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নির্বংশ যে প্রেমিক পুরুষ সেতো আমরা জানি।

জানেন তবে ভুলভাবে !

জ্বালাতে হয়, জ্বালাবে সমস্যা নেই কিন্তু একসাথে থেকে, নো মোর মান অভিমান, ওকে? :)

ভয়ে আছি আপনি না রেগে যান পরের গান আপনাকে নিয়ে হবে ইনশাআল্লাহ !! তবে আমার গান নাও হতে পারে !!

১৩| ১৬ ই মে, ২০২৩ সকাল ৯:৫৫

মিরোরডডল বলেছেন:



ইউ আর রাইট সাজিদ, সবকিছু যেহেতু নর্মাল তাই রিজন আন-আইডেন্টিফাইড।
পসিবল কারণ বলেছে মাসল পেইন হতে পারে। স্ট্রেসও হতে পারে।
তবে মেন্টাল স্যাটিসফেকশনের জন্য CTCA রেকমেন্ড করেছে।
থ্যাংক ইউ সাজিদ।

১৬ ই মে, ২০২৩ রাত ৯:৫৪

আমি সাজিদ বলেছেন: শুভকামনা আপি

১৪| ১৬ ই মে, ২০২৩ সকাল ১০:০৯

মিরোরডডল বলেছেন:



এর মধ্যে একজনের নিক শা দিয়ে আর আরেকজনের সা দিয়ে শুরু?

একজনের নিক সা দিয়ে শুরু, আরেকজনের নি দিয়ে।
দুজনেই এই পোষ্টে কমেন্ট করেছে।

আমার কমেন্ট দেখেছিলো কিনা জানিনা কিন্তু সেদিনের পর দুজনের মিল হয়ে গেছে :)
which is good news, isn't it?
আমরা সবাইকে বন্ধুরূপে দেখতে চাই।

১৬ ই মে, ২০২৩ রাত ৯:৫৫

আমি সাজিদ বলেছেন: বুঝতে পেরেছি। সহমর্মিতা গুরুত্বপূর্ণ।

১৫| ১৬ ই মে, ২০২৩ সকাল ১১:৩০

নতুন বলেছেন: আসলে জীবনে কোন রেসেপি নাই। আপনি যেমন বানাবেন আপনার জীবনের স্বাদ সেই রকমই হবে।

সাতাশ থেকে সাঁইত্রিশ , জীবনের এই দশ বছর যদি ম্যাজিকের মতো ফিরে পেতেন, আপনার জীবনের কোন সিদ্ধান্তগুলো পরিবর্তন করতেন ? অনুজদের জন্য আপনার সেরা তিন পরামর্শ কি থাকবে ?


আমার জীবনে কোন কিছু পরিবর্তান করতাম না। কারন মানুষ সব সময় তার জীবনের সেরা সিদ্ধান্তই নিয়ে থাকে। আর যে কোন পরির্বতনই পরের সময়ে নতুন কিছু নিয়ে আসবে।

তাই জীবনে যদি কোন বড় ভুল না করে থাকে তবে অতীতে ফিরে গিয়ে কিছু পরিবর্তনে নতুন কিছুই আসবেনা।

যদি পরামর্শ দিতে হয় তবে বলবো।
১) honesty is the best policy - এই পলিসিতে চললে জীবনে অনেক সমস্যা থেকে বাচা যাবে। ছোট ছোট অন্যায় থেকেই বড় কস্টের রসদ জোগাড় হয়, আর সেটা এক সময়ে সুদে আসলে অনেক বড় বিপদ হিসেবে ফিরে আসে।
২) Knowledge is power - মানুষের মাঝে শারিরিক ভাবে খুব একটা পার্থক্য নাই। কিন্তু অর্জিত জ্ঞানই মানুষের মাঝে পার্থক্য এনে দেয়। জ্ঞানই মানুষকে এগিয়ে নিয়ে যায়। সুখী জীবনের রেসেপি শিখতে সাহাজ্য করে।
৩) Live a happy- সুখ কিনতে পাওয়া যায়না, কেউ দিতে পারেনা, উপর থেকে নাজিল হয় না। তাহলে মানুষ কিভাবে সুখী হতে পারে??????? মানুষ নিজেই সুখী জীবন জাপন করতে পারে। সুখ একটা মানুষিক অবস্থা মাত্র। এটা বুঝতে পারার মতন জ্ঞান অর্জন করতে পারে সেই মানুষ যে নিজেস্ব জীবন দর্শন তৌরি করে সেটার অনুসরন করে সুখী জীবন জাপন করে।

১৮ ই মে, ২০২৩ রাত ৮:০৬

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ নতুন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.