নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
হলগেটে দেখা হলো একদিন
মৃদুস্বরে বলেছিলে,
চলেন একদিন হাটি রমনা পার্কে
এত কাছে তবু দেখা হয়নি আজো
ইতিহাসের গা ছুয়ে বেড়িয়ে আসবো -
না হয় একটা সকাল ।
সমস্বরে হেসে বলেছিলাম,
কবে যাবে বলো ?
যেদিন শিশিরে ভেজা ঘাসে ধুয়ে যাবে পা,
তোমার আঁচলে সবুজ দূর্বা ঘোমটা দিবে,
কোলাহল থেকে নির্জনে একাকি সকাল-
ছুঁয়ে ফুটবে আলো রোদ ঝলমল
সেদিন চলো ঘুরে আসি
যাবো একদিন সময় করে
দেখা হয়নি কিছুই
চলুন একদিন বেড়িয়ে আসি শহর ছেড়ে
জঞ্জালে ভরা মিথ্যা কথার শহর ছেড়ে
যেখানে ক্রমাগত চুমু দিয়েছে অস্তিরতা
নাগরিক জীবনের অভিলাষ ছেড়ে
আলিঙ্গন করবে এক বিস্তীর্ণ সবুজ অরণ্য
সে বলে উঠলো, সুমুদ্র আমার প্রিয়
দেখেন না কত বিনয়ী
বলে উঠি, আমি পাহাড় প্রেমী
কঠিনের মাঝে যে ফুল ফুটেছে পাহাড়ে পাহাড়ে
তার স্নিগ্ধতায় আমাকে ডেকেছে বারবার
তক্ষকের ডাক ছুঁয়ে যাবে হৃৎপিণ্ড
অচেনা পাখি ডেকে যাবে অহর্নিশ
না হয় পাহাড়ে যাবো একদিন
তবুও পানি আমাকে টানে
একদিন যাবো তার সাথে
ধুয়ে আসবো শহুরে ক্লান্তি
ছুঁয়ে আসবো নোনা জল
সাগর লতা
বুকটা ভরে শ্বাস নিবো সেদিন
সেদিন আর হয়নি আমাদের
কোন এক ফাগুনে
রক্ত পলাশ মেহেদী তোমার হাতে
স্পর্শ করেছে অন্য কেউ
বিষাদ গেছে ছুঁয়ে
প্রতীক্ষার অবসানে।
১৩ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৪
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৩ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৪
মোহাম্মদ সজল রহমান বলেছেন: নুর ভাই আপনি বরাবর সাথেই আছেন। ধন্যবাদ।
৩| ১৩ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
১৩ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩৩
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৭
শায়মা বলেছেন: বাহ!
সুন্দর কাব্য!