নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
প্রতি উত্তরের অপেক্ষায় গ্রীষ্ম পেরিয়ে -
উত্তরে হাওয়া বইছে অতৃপ্ত সুরে।
কাশবনের মাথাগুলো শুভ্র ফেনিল,
নেচে চলেছে অবিরত।
ওরা দুঃখ বিলাসে মত্ত ।
খেয়া নৌকার ঘাটে দেখা হবে বসস্তে,
নীল শাড়ির আঁচল ছুঁয়ে যাবে জল,
ছোট্ট ডিঙ্গি করে পেরোবো নদী।
রমনার বটমূলে শিশির মাড়িয়ে গেলে
ধুয়ে দিবে আলতা মাখা পা
কাঠ গোলাপ গুঁজে দিবো খোঁপায়
হাতে অপরাজিতার মালা
বেড়িয়ে আসবো দুর থেকে
যেখানে সওদাগরের ছিল বিচরণ
সারি সারি নৌকা বাঁধা ছিল ঘাটে
আজ শ্মশান প্রায় ভগ্নস্থুপ
বট গাছের ছায়ায় মুখরন থেমেছে
এখন একটানা শুকনো পাতার মর্মর ধ্বনি
স্বাক্ষী হয়ে জানান দেয় ইতি কথা
০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৪৪
মোহাম্মদ সজল রহমান বলেছেন: ধন্যবাদ। সাথে আছেন, সাথেই থাকবেন সেই কামনা।
২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।