নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
তোমার খোঁপায় দূরন্ত কাঠ গোলাপ
আমার পকেটে বকুলের গন্ধ,
শুকনো বকুল ।
দু-চারটা বকুল,
কালচে বাদামি রঙ,
ঝাপসা চোখে দেখা ভবিষ্যৎ
নগর জীবনে চাই অবসর
মৃত্যু নিবন্ধন রেজিষ্টার বলেছিল
অপঘাতে মৃত্যু হলে দ্রুত এসো
নির্ঘাত সাহসে কুলালো না
পর্দা নেমেছে পরিবার তন্ত্রের ,
কালো ধোঁয়া ওঠা মঞ্চের আহ্বায়ক -
হঠাৎ চিৎকার করে উঠলো,
"ক্লান্তি আমাকে গ্রাস করেছে, বিশ্রাম চায়"!
নিরেট অভাগা দর্শক অতৃপ্তির নিঃশ্বাসে
ত্যাগ করেছে হলরুম।
তখনো সুবাস ছড়াচ্ছে পকেটের
শুকনো দু- চারটা বকুল
০৭-১২-২০২৪
©somewhere in net ltd.