নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সচেতন নাগরিক, ছাত্র, লেখক, এবং নাট্যকর্মী
কথা ছিলো একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাবো নিজের সংসারে।
সংসারবিরাগী প্রেমের কবি হেলাল হাফিজের জীবন প্রদীপ নিভে গেছে আজ ১৩ই ডিসেম্বর ২০২৪।
১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের সময় তার লেখা " এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়" লেখাটা ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও পরবর্তী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিপ্লবের নিশানা পেয়েছিল তরুণ যোদ্ধারা। স্বৈরাচার এরশাদ কিংবা হাসিনা বিরোধী মিছিলে ছিল তার লেখা তরণ্যের স্রোতে। এমন একজন বিপ্লবী কবির দেহ পড়েছিল নিঃসঙ্গ এক ছোট্ট প্রকাষ্ঠে ।
এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
মিছিলের সব হাত
কন্ঠ
পা এক নয় ।
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার ।
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার
শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
প্রেমের কবি লিখলেন...
ইচ্ছে ছিল রাজা হবো
তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো,
আজ দেখি রাজ্য আছে
রাজা আছে
ইচ্ছে আছে,
শুধু তুমি অন্য ঘরে।
তাই তিনি রয়ে গেলেন একাকিত্ব কে সঙ্গী করে হোটেলের এক কক্ষে লোক চক্ষুর আড়ালে নিজের মত করে নীরবে। যার লেখা পড়ে মানুষ দুঃখ ভুলতে চেয়েছে, প্রেমে পড়তে চেয়েছে সেই মানুষটার কষ্টগুলো কেউ নিলো না।
ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।
নিঃসঙ্গ এই মানুষটির কলম আর চলবে না তবে তাঁর লেখা বেঁচে থাকবে বাংলার তারণ্যের ভালোবাসায় বিদ্রোহে।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৬
মোহাম্মদ সজল রহমান বলেছেন: খুবই ভাল উদ্যোগ। আগামীর জন্য কাজ করছেন। শুভ কামনা রইলো।
২| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: একজন দুঃখী। মৃত্যুর সময় প্রিয় মানুষের শেষ স্পর্শ পেলো না।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৭
মোহাম্মদ সজল রহমান বলেছেন: কষ্ট গুলো একান্ত নিজের কাছে রেখে চলে গেলেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি তার কর্ম ও কবিতায় আমাদের মাঝে বেঁচে থাকবেন। তার বেশ কিছু কাজ আমরা আমাদের সাইটে সংরক্ষণ করেছি, ধীরে ধীরে আরো কিছু কাজ সংরক্ষণ করা হবে। ধন্যবাদ।